সুজাতা আমার ডুবেছে জাহাজ, রুশে যাকে বলে পারাখোদ
ওখানে কি ছিল তুষারশৃঙগ, নীলাভ মায়াবী চুম্বক
জলাশয় তলে প্রোথিত কি ছিল; মুখর বেদনা ধারাস্রোত
প্রবনচনায় ঝরে যায় বুকে, এই যে তোমার ছলনা
চোখের সামনে কুহেলি হয়েছে, নীল নির্জনে নিবিড়ে:
আমার রক্তে শঙ্খবিষের কণিকা ছড়ানো, মনসার
আহুতি দিয়েছি ধর্ষিত ফুলে, এই আমি এই বন্চক;
গলার পাথরে শব্দিত ব্যথা, আমি নিশ্চুপ , বলো না
তুমিও তো কিছু, আমিও যে কেন ভালোবাসা নামে লিউবিত
রুশ শব্দের মমতায় ভুলে রক্তের বীজে ক্যানসার
লিউকোমিয়ার জীবাণু বুনেছি, তুমি কি আমাকে স্বর্গে
নিয়ে যাবে নারী, দেহে সার্জারি করে শুধু করো ছিন্ন
শরীর আমার, আমি শুয়ে থাকি লাশকাটা ঘরে মর্গে;
শেষ মুহূর্তে তোমাকে জড়াবো, উপহার দেবো গাঢ় শীত
সুজাতা তোমার বুকে রেখে যাবো বিক্ষত প্রেম চিহ্ন ।
ছন্দের হাত বেশ ভাল। নতুন কিছু রূপকল্প-- ভালো লেগেছে।