অসাধারণ। দারুন লেগেছে পড়তে।
মার্চেন্ট অফ ভিনিস নিয়ে এট্টি কিস্যা বয়াঁ করি।
ব্যাঙ্গালোরে থাকাকালীন আমার কিছু বন্ধু নাসিরুদ্দীনের মটলি নাট্যদলের "ইসমত আপা কে নাম" নিয়ে আসে। ইসমত চুঘতাইয়ের তিনটি লেখার একক অভিনয় হিবা শাহ, রত্না পাঠক শাহ আর নাসিরুদ্দিনের করা। হিবা, রত্না একদিন আগে এসে গেছেন দলবল নিয়ে। নাসির নাটকের দিন সকালে আসবেন। আমার উপর ভার পরে ওনাকে এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছে দেবার। ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটি মূল শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। তাই গাড়িতে আসতে আসতে নানা বিষয়ে আলাপ হলো। কথায় কথায় জিজ্ঞাসা করেছিলাম মার্চেন্ট অফ ভিনিসের পাঠ অবিকৃত রেখে, কম্পজিশন, অভিনয়, পোষাক, আলো, আবহ দিয়ে কি শাইলকের জায়গা থেকে করা যায় ? খুব উৎসাহিত হয়েছিলেন। বলেছিলেন, করা যায়। এও বলেছিলেন আল পাচিনো এমনটি করেছেন। ট্রেলারের লিঙ্কটি পেলুম https://www.imdb.com/video/vi2576941337?playlistId=tt0379889&ref_=tt_pr_ov_vi
বাহ্ কল্লোল। ট্রেলরটি এখন দেখলাম।
আমার বহুদিনের ইচ্ছে সেক্ষপীরের দুটো নাটক 'বানিয়ে ভেনিসওয়ালে' এবং 'লড়ংকিন লড়কী' হিন্দি ও ছত্তিশগড়ী মিশিয়ে বিলাসপুরে নুক্কুড় বা পথনাটিকা শৈলীতে করাই। নিও মার্কেন্টাইল ইকনমির ভাষ্য হিসেবে।
আমার "অগ্রজ নাট্যদল" তৈরি। চল্লিশ জন সদস্য, জনা পনের মেয়ে।
কিন্ত আমার সাধ থাকলেও সাধ্যে কুলোবে না, বুঝতে পারছি।