পাঠকের পক্ষে এক বিরল অভিজ্ঞতার সুযোগ দিলেন লেখক। এটি নিশ্চয় বেসরকারি হাসপাতাল ছিলো। সব মিলিয়ে এক অদ্ভুত ফাঁদ!
" সন্ধ্যেবেলা বাস ভর্তি করে গ্রামের ভালোমানুষদের বুঝিয়ে সুজিয়ে ব্যাগ এ জামাকাপড় ভর্তি করে নিয়ে এসে ওঠানো হতো ঝাঁ চকচকে কেবিনে."
এরকম ভুল বোঝানো তো সর্বক্ষেত্রেই হয়ে থাকে। সব মানুষই career, পড়াশুনা, স্বাস্থ্য , ব্যবসা, জমি কেনা বেচা ইত্যাদি কোনো না কোন ক্ষেত্রে ট্র্যাপ এ পড়েন বিষয় গুলো ভালো ভাবে না জানার জন্য। নিজে সচেতন না হলে কোনোভাবেই এগুলো ঠেকানো যাবে না। মানুষ ফ্রী তে কিছুটা হলেও উন্নত চিকিৎসা পাচ্ছে এই ভাবেও তো আমরা দেখতে পারি। এটা তো আগে করা যায় নি কোনোদিন - যদিও বামপন্থী শাসকদের চেষ্টার কমতি ছিল না।
আর সরকারি হসপিটালে চিকিৎসার মান কিরকম সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি। নেহাত দায়ে না পড়লে কেউ সরকারি হসপিটালে যেতে চায় না।
এইসব লোকের থেকে কি আদৌ টাকা আদায় করতে পারতো বেসরকারি হাসপাতাল গুলো ? আর না পারলে স্বাস্থ্য সাথী ক্যাম্প গুলো করার মানে টা কি ? এদিকে আবার অনেক অসুখ বিমার আওতায় নয় বলছে, তাহলে তো সরকারের টাকাও পাবে না। কেস টা কি। একটু বুুুঝিয়ে বলুন।