চুল উড়ে যায় অচেনা বাতাসে, চিল নিয়ে যায় দুল
রক্তের ফোয়ারায় ভিজে যায় বুকের অগ্নিগিরি
প্রলুব্ধ আমি চেয়ে আছি দেখে প্রেমিকা হন ব্যাকুল
কি দেখছো অত ড্যাবড্যাব করে লোভী দুই চোখ মেলে
সামলাতে যাই, কিছু দেখছি না, চলো তো এবার ফিরি
অবাধ্য চোখ তবু চলে যায় স্তনসন্ধির খাঁজে
ইনটারনেটে পরনো দেখোনি, তুমি কিরকম ছেলে!
প্রেমিক কি দেখে ইন্টারনেট , প্রেমিক তো দিন গোণে
রাখাল বাঁশিতে প্রেমের কূজন শোনার জন্য কান
উন্মুখ তার, চাঁপার গন্ধে খোঁজে সে প্রেমের ঘ্রাণ
প্রেমিকা বলেন, ফালতু ওসব, স্কচের তীব্র ঝাঁজে
পেয়েছি প্রেমের তীক্ষ্ণ সুবাস, মোবাইল রিংটোনে
ঝককাস বাজে প্রেমের আওয়াজ, ফেসবুকে যার ছবি
নেই সে মূর্খ প্রেমিক না হয়ে হতে পারে শুধু কবি
কলেজে যদিও আমাকে বুদ্ধিমানের শিরোপা দিত
বন্ধুরা, তবু প্রেমিকার চোখে আমি তো অবান্ছিত
শুধু করুণার পাত্র , প্রেমের বাজারে অচল টাকা
তিন চার কেজি সোনা যার নেই, নিদেন পক্ষে রুপো
প্রেমের বাজারে আজ তার নামে শূন্য চিহ্ণ আঁকা
অন্তত আইফোন উপহার প্রেমের বিচারে শুভ
গণ্য হতোই, তাও তো দিইনি প্রেমিকার হাতে তুলে
হোন্ডাসিটিতে চড়ে অর্জুন এসেছিল পথ ভুলে
সুভদ্রাকে সে তুলে নিয়ে গেল, আজকাল ভালোবাসা
পেতে গেলে ব্যাংক ব্যালানস বাড়ান , থাকবে কিছুটা আশা।