https://www.guruchandali.com/comment.php?topic=20563 - আমার আগের একটি লেখার লিংক
আমাদের জানা তথ্যের সঙ্গে আপনার প্রতিবেদনের অনেকটাই মিলছে না ।
ষ্টেফানি ভেনিসের নয়, লিন্তস শহরের মেয়ে । তার পক্ষে ভিয়েনার ডাক সাইটে সুন্দরী বলে গণ্য হবার সম্ভাবনা ক্ষীণ ।
তরুণী ষ্টেফানির শেষ বিকেলের সূর্যকে সঙ্গী করে বাবার সঙ্গে দানিউব নদীর তীরে বৈকালিক ভ্রমণ একটু শক্ত ব্যাপার ছিল । তাঁর বাবা কয়েক বছর আগেই ইহলোক পরিত্যাগ করেছেন। অবশ্য কল্পনায় ষ্টেফানি বাবার সঙ্গে যে কোন জায়গায় ঘুরে বেড়াতে পারেন।
ষ্টেফানির চোখ যে রোগা দোহারা চেহারার কিশোরের দিকে পড়লো তাঁর মুখে জ্বলন্ত চুরুট থাকাটা সম্ভব নয় কারণ সেই কিশোর ধূমপান করতেন না ।
এই শিল্পী ষ্টেফানির বাবা কৃপা প্রার্থী হতে পারেন না এবং তাঁর বাবার রোষানলে পড়তে পারেন না তাঁর কারণ আগেই উল্লিখিত – তিনি বেঁচে নেই !
হিটলার কবিতা এবং প্রেম পত্র লিখেছেন সেটা সত্য কিন্তু সেগুলোর কোনটাই ষ্টেফানির হাত অবদি পৌঁছয় নি সেটাও অবিসম্বাদিত সত্য ( কুবিজেকের বইটি দ্রষ্টব্য ) এই সব গল্প করেছেন কবিতা পড়ে শুনিয়েছেন কুবিজেককে মাত্র ।
প্রেমপত্র বিনিময় হয় নি তাই সেটা বন্ধ হবার প্রশ্ন ওঠে না ।
এটাও বোধ হয় জানানো উচিত যে ষ্টেফানি হিটলারের সঙ্গে কোনোদিন বাক্য বিনিময় অবদি করেন নি ।
সন্ধ্যা মুখোপাধ্যায় যেমন শুনিয়েছেন - আমি দূর হতে তোমারেই দেখেছি !
কোন পণ্ডিত ষ্টেফানি আখ্যানের সঙ্গে হলকস্তকে ( হলকেস্টা নয়!! ) জড়িয়েছেন জানতে পারলে বাধিত হই ।
এভা ব্রাউনের সঙ্গে যখন হিটলারের পরিচয় হয় ( তিনি হিটলারের ফোটোগ্রাফার হফমানের দোকানে কাজ করতেন ) সে সময় তিনি যার গভীর প্রেমে নিমজ্জিত তাঁর নাম প্রথম আঙ্গেলা ( গেলি ) রাউবাল যিনি দু বছর বাদে, মাত্র ২৩ বছর বয়েসে আত্মহত্যা করেন। হিটলারের ক্ষমতায় আসতে তখনো দু বছর বাকি ।
বাইরে দূরে - হিটলারের জীবন প্রকৃতপক্ষে রহস্যময়।তার জীবন সম্পর্কে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মতামত পোষণ করেছেন।আমি নির্দিষ্ট একটি তথ্যসূত্র ফলো করার চেষ্টা করেছি যার লিংকও লেখাটির সঙ্গে দেওয়া আছে।এরপরেও লেখাতে তথ্যগত কোন ভুল থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
আপনার দেয়া লিংকের তথ্য প্রামাণ্য , এভা ব্রাউন সম্বন্ধে । আমার প্রশ্ন অন্যত্র ।
আপনি ষ্টেফানির ( স্টিফানি নয়) সম্বন্ধে যা লিখেছেন তার সূত্র কি ? অস্ট্রিয়ান সঙ্গীতজ্ঞ কুবিজেকের “ যুবক হিটলারকে যেমন দেখেছি “ বইয়েতে ষ্টেফানি প্রসঙ্গ আছে । কুবিজেককে হিটলার তাঁর কবিতা ও প্রেমপত্রের গল্প শোনাতেন । সেই মেয়েটির সঙ্গে কোনদিন কথা বলার সাহস অবদি হয় নি । ষ্টেফানি হাঁটতেন মায়ের সঙ্গে , নদীর ধারে । বাবা অনেকদিন মারা গেছেন । তাঁর কাছে হিটলারের ছবির এক্সিবিশন করার জন্য সাহায্য প্রার্থনা সম্পূর্ণ অবান্তর । আর হিটলার সঠিক ছবি আঁকা শুরু করেন ভিয়েনা যাবার পরে ।
আপনি ভেনিসের প্রসঙ্গ কোথায় পেলেন ? ভেনিসে দানিউব বয়ে যায় বলে শুনি নি । আপনার তথ্য সূত্রে কি তাই পেয়েছেন? জানার আগ্রহ রইল।
হিটলার বিষয়ে অনেক পণ্ডিতের লেখা পাওয়া যায় । এতো বেশি আর কারও সম্বন্ধে লেখা হয়েছে বলে জানি না। তার কিছু আমার পড়া আছে তাই প্রশ্ন করছি । হলোকসট ( হলকেষ্ট নয় ) নাৎসিদের উর্বর মস্তিষ্ক প্রসূত বর্বরতা , ইহুদি বিদ্বেষ হাজার বছরের পুরনো ইউরোপীয় ব্যাধি ।