কবিগুরুর পুরাতন ভৃত্য কবিতাটি প্রায় সকলেই পড়েছেন। তার অনুকরণেই এই বিনম্র প্রয়াস । বর্তমান কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে মিল খুঁজে পেলে তা অনভিপ্রেত ...
..............................................................................
পুরাতন কেষ্ট
রমিত চট্টোপাধ্যায়
পাহাড়প্রমান চেহারা যেমন তেমনি গলার জোর
দেখলেই ওকে বিরোধীরা সব আঁটেন ঘরের দোর
গেরুয়া-লালেরা যতই চেঁচাক, শুনেও শোনে না কানে
কালীঘাট থেকে বকুনি দিলেও, তবু না বারণ মানে
দরকার হলে, ফোন করে শুধু একবার বলি ,'কেষ্টা!'
বান্দা হাজির, দলবল নিয়ে, নিমেষেই সলভ কেসটা
কোন বিরোধীকে কোথায় সরায়, কেউ তাহা নাহি জানে
গেরুয়া কাপড়ে চোখের পলকে নীল সাদা ছেপে আনে
সব গুণ তার , একটাই খালি ভীষন রকম দোষ
অক্সিজেনটা ঠিকঠাক তার পায়না মাথার কোষ
গুড় জল দিয়ে বশ করে রাখে গোটা বীরভূম জেলা
ভোটের আগেই বাজে জয়ঢাক, সবই মশারির খেলা
আমি শুনলাম, কেষ্টাও নাকি , কবিতার বড় ভক্ত
রবি-নজরুল নাম জানা তার, তারপর বলা শক্ত
সেরা সেরা
দুর্দান্ত হয়েছে। খুব ভালো লাগলো।
সঙ্গের স্কেচটাও দারুণ হয়েছে ।