লিটল ম্যাগাজিনে যাঁরা আগ্রহী, তাঁরা হয়ত "শুধু বিঘে দুই" পত্রিকা ও প্রকাশনার সঙ্গে পরিচিত তাঁদের বছরে একটিমাত্র সংখ্যা (বইমেলা সংখ্যা), তার বিন্যাস ও উৎকর্ষের জন্যে। ইতিপূর্বেও তাঁদের এক ফর্মা কবিতা সংকলন সিরিজ প্রকাশিত হয়েছে বিগত বছরে, যেগুলি অনেক পাঠক সমাদর করেছেন।
এই বছরে তাঁরা অন্যবারের মতই কেবলমাত্র লেখার মান অনুযায়ী সম্পূর্ণ নিজ বিবেচনায়, উদ্যোগে ও অর্থানুকূল্যে ৬ জন তরুণ কবির প্রত্যেকের ২ ফর্মা কবিতা সংকলন প্রকাশ করেছেন ই-বুক (E-book) ফরম্যাটে। বিশ্বব্যাপী মহামারী ও উমপুন বিপর্যয়ের পরে ছাপা বইয়ের থেকে সরে এসে ই-বুক-কে পাঠক কতটা আপন করে নেন, সেই পরীক্ষামূলক কাজ এটি। প্রতিটি বইতে ২৮টি করে কবিতা। সবগুলির প্রচ্ছদ অঙ্কন করেছেন সন্তু দাস। Google Play Books -এ বইগুলি পাবার লিংক নিচে দেয়া হল। প্রতিটির মূল্য ৩৫.৪০/-। ফ্রি স্যাম্পেল হিসেবে ৫ টি কবিতা আছে, সেইসঙ্গে About-এ আরেকটি আছে, মোট ৬-টি কবিতা ই-বুক কেনার আগে পড়া যাবে।
বইগুলি যেন আরও অনেক পাঠকের কাছে পৌঁছে যায়, সে জন্যেই এই পোস্ট। সংগ্রহের লিংক নিচে দেয়া হল। সঠিকভাবে পড়ার সুবিধার জন্যে Google Play Books Latest version থাকা দরকার।
কুইজিন / তুষ্টি ভট্টাচার্য---
https://play.google.com/store/books/details?id=bdoDEAAAQBAJ
রিভার্স ক্যামেরা / কৌশিক গুপ্ত---
https://play.google.com/store/books/details?id=S9oDEAAAQBAJ
কাকতাড়ুয়ার বাইসাইকেল / সৌমাভ---
https://play.google.com/store/books/details?id=V9oDEAAAQBAJ
অহল্যা আখ্যান / কার্তিক নাগ---
https://play.google.com/store/books/details?id=OdoDEAAAQBAJ
লাস্ট বেঞ্চ, পাশে জানালা / শোভন মণ্ডল---
https://play.google.com/store/books/details?id=ZdoDEAAAQBAJ
আভোগে আকাশে / শঙ্কর বসু---