
কিছু কথা ছিল যা বলা হয় নি
এবং বলা হবেও না কোনদিন
কারণ তারা কোন বলবার মত কথা নয়
তাদের শব্দবন্ধগুলি জোড়হীন ভাবে
পরস্পরের আশেপাশে ঘোরাফেরা করে শুধু,
শব্দবন্ধ থেকে বাক্যবন্ধ হবার নিয়তি
সে তাদের নয়।
তবুও তাদের অস্তিত্বের পদধ্বনি
তাদের শব্দে শব্দে সুখদুঃখের ছায়া
এসবই তাদের কাহিনীকে আখ্যায়িত করে চলে
নৈর্ব্যক্তিক, কারণ তাদের শোনার কেউ নেই
তবু উচ্চারিত না হয়েও তাদের ঠিক
নীরব বলা যায় না।
কারণ সব কথা বলতে নেই উচ্চারণে
সব শব্দ সশব্দ হবার প্রয়োজন নেই
কারণ নিঃশব্দ মানেই নিস্তব্ধ নয়।
অন্তহীন শব্দের সাগরে আমি
নিঃশব্দ ভেসে থাকি।
পৃথিবীর সব কবিতাই আসলে গোপন কিছু সংলাপ,
যা একদিন কেউ বলতে চেয়েছিল কাউকে!
অথচ চেয়েও না পারার এই যে ব্যর্থতা, কখনো
মানুষকে পূর্ণতা দেয়।
অপর প্রান্তে, চির-অপেক্ষমাণ, অভিমানী এক মন,
ঠায় পথ চেয়ে দাঁড়িয়ে থাকা। তার সিগ্নালে চোখ।
দৈনন্দিন ব্যস্ততায় পেতে রাখা কান। তার ওই নৈঃশব্দের আখ্যানের ভিতর শব্দকে খুঁজে ফেরার এক ব্যার্থ চেষ্টা।
একটু একটু করে আলোকবর্ষ দূরত্বে সরতে থাকা সেই মন। একদিন নিঃশব্দে সকল দাবিদাওয়া ছেড়ে দাঁড়িয়ে ভাবে --
"তুমি রবে নীরবে
হৃদয়ে মম...."
নিঃশব্দও সশব্দ চিৎকার কখনো, অথবা অব্যক্ত কথা!...
Tannishtha | 103.242.***.*** | ১০ নভেম্বর ২০২০ ২৩:১৬99856Awesome রৌহিন