বস্তি বইটার ছবি দুবার চলে এসেছে ভুলবশত। প্রথম ছবিটা হবে
বাংলা 3. ‘ইনতেজার হুসেইনের শ্রেষ্ঠগল্প’ অনুবাদ করেছেন সালেহ ফুয়াদ ‘ঐতিহ্য’ থেকে প্রকাশিত হয়েছে ২০১৮ এ
https://www.jstor.org/stable/i24637024
Mānoa Vol. 27, No. 1, 2015
সংকলন 6 : Story Is a Vagabond: FICTION, ESSAYS, AND DRAMA
Published by: University of Hawai'i Press
https://www.jstor.org/stable/i40039184
Journal of South Asian Literature Vol. 18, No. 2, Summer, Fall 1983
THE WRITINGS OF INTIZAR HUSAIN
Published by: Asian Studies Center, Michigan State University
Book Review of সংকলন 9. Leaves and other stories / Intizar Husain ; translated from Urdu by Alok Bhalla, Vishwamitter Adil Publisher: New Delhi : Indus, (Harper Collins) 1993 ----- Annual of Urdu Studies, IX, pp. 188-191, 1994. ---- Jason Francisco - University of Wisconsin–Madison
http://id3461.securedata.net/urdustudies/pdf/09/23bookreviews.pdf
অপরের প্রবন্ধ 3 ধরলাম ইন্তিজার হুসেন : জীবন ও সাহিত্য - পুষ্পিত মুখোপাধ্যায়
অপরের প্রবন্ধ 4 তাহলে Intizar Hussain Ek Dabistan - Prof. Irteza Karim - INR 1,200, maktaba-jamia (উর্দু)
গল্পসরণীর বইটাতে পুষ্পিতবাবু যে গ্রন্থপঞ্জী করে দিয়েছেন তা রইল।
উপন্যাস :
১. বস্তি
২. আগে সমন্দর হ্যায় (সংগে-মীল পাবলিকেশন, লাহাের, ১৯৯৫)
৩. অলামতোঁ কা জওয়াল (ডাইরেকটর অফ কৌমি কাউন্সিল, বরায়ে-ফরােগে উর্দু জুবান, ২০১১)
৪. তজকিরা (ঐ, ২০১২)
৫. চাঁদগ্রহণ (আর্শিয়া পাবলিকেশন, দিল্লি, ২০১৩)
৬. দিন ঔর দস্তান (ঐ, ২০১৩)
৭. শোহেরজাদ কি মৌত
গল্পগ্রন্থ:
১. গলিকুচে (১৯৫১)
২. কংকরি (মক্তবা জদিদ, লাহাের, ১৯৫৭)
৩. খাতুন (বানাে বুক ডিপাে, দিল্লি, ১৯৬০)
৪. আখরি আদমি (এডুকেশনাল বুক হাউস, দিল্লি, ১৯৯৭)
৫. কিসসা কহানিয়াঁ (২০১১)
৬. লকড়হারে কা বেটা (মক্তবা পয়াম-এ-তালিম, দিল্লি, ২০১২)
৭. খালি পিঞ্জরা
৮. শহরে আফশােস
৯. কছুয়ে
১০. জাতক কথা
১১. জনম কহানিয়াঁ
১২. ওহ জো খাে গ্যায়ে
১৩. হিন্দুস্তান সে আখরি খত
১৪, সাতওয়াঁ দরওয়াজা
আত্মকথা/স্মৃতিকথা :
১. চরাগোঁ কা ধুঁয়া (সংগে-মীল পাবলিকেশন, লাহাের, ১৯৯৯)
২. জস্তুজু (এডুকেশনাল বুক হাউস, দিল্লি, ২০১২)
৩. দিল্লি থা জিসকা নাম
অন্যান্য রচনা :
১. অজমল-ই-আজম (২০০৩)
২. নয়ন ঘর (২০০৫)
৩. সুর্খ তমগা (২০০৭),
৪. আপনি দানিশ্ত মেঁ (২০১৪)
[জাতক কথা ও জনম কহানিয়াঁ আমার ধারণা একই বই, তবে আলাদাও হতেই পারে]