বিভিন্ন রাজ্য সরকার কোভিড ১৯ সম্পর্কে যে ডেলি বুলেটিন রিলিজ করছে, সেগুলোর একটা লিস্ট এখানে থাকুক। এই বুলেটিন থেকে এয়ারপোর্টে কতজনকে স্ক্রিনিং করা হয়েছে, কতজন কোয়ারান্টাইনে আছে, কতগুলো স্যাম্পেল টেস্ট করা হচ্ছে, কতগুলোর রিপোর্ট পাওয়া গেছে বা পেন্ডিং রয়েছে ইত্যাদি তথ্য ডিটেলে পাওয়া যাবে।
স্টেটওয়াইজ কেবলমাত্র কনফার্মড ও ক্লোজড কেসের সংখ্যা দেখতে চাইলে মিনিস্ট্রি অফ হেলথের পোর্টালঃ https://www.mohfw.gov.in/
এছাড়া বিভিন্ন রাজ্যের লকডাউন সংক্রান্ত নোটিফিকেশন ও আপডেটগুলো আছেঃ https://www.mygov.in/covid-19/
এখানে দেখা যাচ্ছে সব এয়ারপোর্ট মিলিয়ে মোট ১৫,২৪,২৬৬ জনের স্ক্রিনিং হয়েছে। বিশদে তথ্য পেতে হলে বিভিন্ন রাজ্যের মিডিয়া বুলেটিন দেখতে হবে। নীচে বুলেটিনের লিংক দিচ্ছিঃ
১) অন্ধ্রপ্রদেশঃ
http://hmfw.ap.gov.in/covid_19_dailybulletins.aspx
লেটেস্টঃ http://hmfw.ap.gov.in/Daily_bullettin/29-03-2020/29-03-2020_8PM_English.pdf
২) ছত্রিশগড়ঃ
http://cghealth.nic.in/cghealth17/
লেটেস্ট বুলেটিনঃ http://cghealth.nic.in/cghealth17/Information/content/CORONA/MediaBulletinHINDI_29032020.pdf
৩) দিল্লিঃ
http://health.delhigovt.nic.in/wps/wcm/connect/doit_health/Health/Home/Covid19/Health+Bulletin
৪) গোয়াঃ
https://www.goa.gov.in/press-releases/
৫) হরিয়ানাঃ
http://www.nhmharyana.gov.in/page.aspx?id=208
৬) কর্ণাটকঃ
https://karunadu.karnataka.gov.in/hfw/kannada/Pages/covid-19.aspx
লেটেস্টঃ https://karunadu.karnataka.gov.in/hfw/kannada/nCovDocs/29-03-2020(English).pdf
ড্যাশবোর্ডঃ https://karunadu.karnataka.gov.in/hfw/kannada/Pages/covid19-db.aspx
৭) কেরালাঃ
http://dhs.kerala.gov.in/category/daily-bulletin/
লেটেস্টঃ http://dhs.kerala.gov.in/wp-content/uploads/2020/03/Daily-Bulletin-English-29th-March.pdf
৮) মধ্যপ্রদেশঃ
http://mphealthresponse.nhmmp.gov.in/covid/directives-guidelines/
লেটেস্ট (২৫ মার্চের পরে খুঁজে পাইনি)ঃ http://mphealthresponse.nhmmp.gov.in/covid/wp-content/uploads/2020/03/Health-Bulletine-25-03-2020-HINDI.pdf
৯) মহারাস্ট্রঃ
ড্যাশবোর্ডঃ https://arogya.maharashtra.gov.in/1175/Novel--Corona-Virus
১০) পাঞ্জাবঃ
http://www.diprpunjab.gov.in/?q=press-release
লেটেস্ট (২৮ মার্চ)ঃ http://www.diprpunjab.gov.in/sites/default/files/Media%20Bulletin%2028-03-2020.pdf
১১) রাজস্থানঃ
ড্যাশবোর্ডঃ http://www.rajswasthya.nic.in/
১২) তামিলনাড়ুঃ
http://www.stopcoronatn.in/dailybulletin.html
লেটেস্টঃ http://www.stopcoronatn.in/files/Media_Bulletin_29_03_2020_1_Page_English_77_KB.pdf
ড্যাশবোর্ডঃ http://www.stopcoronatn.in/
১৩) তেলেঙ্গানাঃ
https://covid19.telangana.gov.in/announcements/media-bulletins/
১৪) পশ্চিমবঙ্গঃ
https://www.wbhealth.gov.in/pages/corona/bulletin
লেটেস্টঃ https://www.wbhealth.gov.in/uploaded_files/corona/Bulletin_West_Bengal_29.03_.2020_.pdf
১৫) ওড়িশাঃ
ড্যাশবোর্ডঃ https://health.odisha.gov.in/
লেটেস্টঃ https://health.odisha.gov.in/pdf/news-covid-19-press-meet-28032020Eng.pdf
৯) মহারাস্ট্রের লেটেস্ট বুলেটিন ২৯ মার্চ এরর দেখাচ্ছে। এটা ২৮ মার্চেরঃ (ইংরেজি পাওয়া গেল না)
তেলেঙ্গানা ২৬ মার্চের পরে ২৮ মার্চ বুলেটিন রিলিজ করল। লেটেস্ট বুলেটিনে কত স্যাম্পেল টেস্ট হয়েছে তার উল্লেখ নেই। স্রেফ কতজন কনফার্মড সেটা লেখা।
১৬) ত্রিপুরাঃ
ড্যাশবোর্ডঃ https://tripura.gov.in/covid-test
১৭) উত্তরাখন্ডঃ
http://health.uk.gov.in/pages/display/140-novel-corona-virus-guidelines-and-advisory-
লেটেস্টঃ (২৬ মার্চ লাস্ট আপডেট হয়েছে)