
ন্যাড়া লেখকের গ্রাহক হোন
ন্যাড়া | ১২ মার্চ ২০২০ ১০:১৩729931
জয় | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৫৪729963ভাল হইতেছে। তারপর??
সুকি | 172.68.***.*** | ১৪ মার্চ ২০২০ ০৯:১০730000
ন্যাড়া | ১৮ মার্চ ২০২০ ১২:০১730114
S | 108.162.***.*** | ১৮ মার্চ ২০২০ ১৩:৫৯730116
S | 108.162.***.*** | ১৮ মার্চ ২০২০ ১৪:০১730117
বন্দুক | 108.162.***.*** | ১৯ মার্চ ২০২০ ০২:১৬730157
সম্বিৎ | ২৭ মার্চ ২০২০ ১২:৫৬730327
সম্বিৎ | ২৯ মে ২০২০ ১১:০৩731749উবার চালাচ্ছিল ক্যাট্রিনা নামের এক মেমসাহেব। ঘন্টাখানেকের রাইড। আমার যা অভ্যেস খেজুর করতে শুরু করলাম "কদ্দিন উবার চালাচ্ছ" - এই বলে। বলল, "মাস দুয়েক। আমি কিন্ডারগার্টেন থেকে ক্লাস টুয়েল্ভ অব্দি হাইস্কুলে অংক আর সায়েন্সে সাব করি। সামারে কাজ থাকে না, তাই উবার শুরু করেছি।" সাব মানে সাবস্টিটিউট। স্কুলে যখন কোনদিন টিচারের কমতি পড়ে, তখন এই সাবদের ডাক পড়ে। ফুরনের কাজ বলা যায়। কবে কাজ থাকবে, কবে থাকবে না - কেউ বলতে পারে না। ক্যাট্রিনা বলল যে আজকাল অনলাইন হয়ে গিয়ে খুব সুবিধে হয়েছে। "লগিন করে দেখে নিই কবে কোন স্কুলে সাব লাগবে। সেই দেখে পছন্দসই সাব খুঁজে নিই। সবদিন অবশ্য পাইনা। সেদিন সেদিন উবার চালাই।"
কথা শুনে মনে হল, আমার ভাইঝির বয়েসী হবে। আমাদের পাশের শহর নেয়ার্কে বড় হয়েছে। বলল সাত বছরের এক মেয়ে আছে। ক্লাস টু-তে পড়ে। প্রাইভেট স্কুলে। জিগেস করলাম শিক্ষক হিসেবে এই প্রাইভেট স্কুল না পাবলিক স্কুল - কোনটা তোমার পছন্দের?
- দেখ, প্রাইভেট স্কুলে ক্লাসগুলো ছোট। বাচ্চারা বেশি ব্যক্তিগত মনোযোগ পায় - সেটা আমার পছন্দের। কিন্তু পাবলিক স্কুলে এক্সট্রা কারিকুলার বেশি থাকে। আজকাল তো এক্সট্রা-কারিকুলারের যুগ। তার ওপর পাবলিক স্কুলে পড়লে টিউশনের যে টাকাটা বাঁচাব, সেটা দিয়ে আরও দুটো ক্লাস করাতে পারব।
আমার প্রশ্ন আন্দাজ করেই যেন ক্যাট্রিনা বলল, "আসলে আমি আমার মেয়ের সৎ মা। ওর অন্য মা মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াতে চায়।"
তারপরে কথা হল ভ্রমণ নিয়ে। ক্যাট্রিনা জাপান গেছিল পাঁচ বছর আগে। সেখানে মাউন্ট ফুজি সামিট করতে গিয়ে কীরকম অলটিচিউড সিকনেসে পড়েছিল, সে কথা বলল। আর বলল পুরো হাইকটা হয়েছিল রাতে। রাত নটায় রওনা দিয়েছিল। জুলাই মাসেও নাকি অসম্ভব ঠান্ডা।
তারপরে বলল, দু বছর আগে অ্যালাস্কা গেছিল ক্রুজে। মানে জাহাজে চেপে। গ্লেসিয়ার কীরকম গলে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিঙে, সে কথা বলল। আর কথাপ্রসঙ্গে বলল, "ওটা আমাদের হানিমুন ছিল। কিন্তু আমার মেয়েটা ছোট, তাই ওকেও সঙ্গে নিয়ে গেছিলাম।"
আর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল আমার এতদিনকার লালিত মেমসাহেবের স্টিরিওটাইপ। আমি ক্যাট্রিনাকে দিয়ে অ্যামেরিকা বোঝার চেষ্টা করি।
শঙ্খ | 103.242.***.*** | ২৯ মে ২০২০ ১৬:৪০731755