এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্কুলের ক্লাসে গল্প

    souvik
    অন্যান্য | ৩০ অক্টোবর ২০১৬ | ১৪৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সৌভিক | 57.15.***.*** | ৩০ অক্টোবর ২০১৬ ০৮:১১726626
  • গল্প বলা মানে ক্লাসে না পড়িয়ে সময় নষ্ট করা নয়। গল্প বলা মানে ভাষার দক্ষতা বাড়ানো। বাংলা সাহিত্য গল্পের খনি। এছাড়াও আছে দেশ বিদেশের সব অমূল্য রতন। মাস্টারমশাইরা ক্লাসে মাঝে মাঝেই বয়সের উপযোগী করে নিয়ে যদি সেসব বলেন, তাহলে অনেকগুলো কাজ একসঙ্গে হয়। ছেলেমেয়েদের ক্লাসের প্রতি একটা অতিরিক্ত টান তৈরি হয়। গল্পের মাধ্যমে দেশ দুনিয়ার অনেক কিছু জানা হয়ে যায়। ভাষাজ্ঞান বাড়ে। নানা বিশিষ্ট সাহিত্যের সঙ্গে একটা প্রাথমিক পরিচয় ঘটে। নিজে নানারকম বই পড়ার আগ্রহ তৈরি হয়।
    মধ্যপ্রদেশের স্কুল শিক্ষায় গল্প বলার একটা আয়োজন হয়েছে দেখলাম এই খবরে। এটা সর্বত্রই হওয়া দরকার। আমাদের এখানে মাস্টারমশাইরা এই কাজটা করা শুরু করে দিই বরং।
    আরেকটা কথা বলতে ইচ্ছে হল। এ কোনও নতুন শিক্ষাতত্ত্ব নয়। কয়েকশো বছর আগে আমাদের এক কলিগ, নাম বিষ্ণু শর্মা, একটা সমস্যায় পড়েছিলেন। খুব দুষ্টু কথা না শোনা ছেলেদের পড়াতে হবে। কিছুতেই কিছু হয় না। তখন তিনি শুরু করলেন গল্প বলা। গল্প বলে বলে পড়ানোমাত্র নয়, গল্পটাই পড়ানো। তৈরি হয়ে গেল পঞ্চতন্ত্র।

    http://indianexpress.com/article/india/india-news-india/in-mp-schools-teachers-to-turn-storytellers-to-improve-language-skills-of-student-3727919/
  • avi | 113.249.***.*** | ৩০ অক্টোবর ২০১৬ ০৮:৫৩726627
  • ভালো পদক্ষেপ।
  • pi | 233.176.***.*** | ৩০ অক্টোবর ২০১৬ ০৮:৫৫726628
  • হ্যাঁ। বেশ ভাল ব্যাপার।
  • avi | 113.249.***.*** | ৩০ অক্টোবর ২০১৬ ০৯:৪৫726629
  • নব্বইয়ের দশকের গ্রামের স্কুল। বিনোদন বলতে বাড়ির আর পাশের গ্রামের লাইব্রেরীর একরাশ গল্পের বই, রোববারের চন্দ্রকান্তা আর আলিফ লায়লা, ওয়ান ডে ক্রিকেট ক্বচিৎ কদাচিৎ। গল্পের বইয়ের মাধ্যমে ভাষা শেখানোর বাই ছিল মা-বাবার। রায়বাড়ির তিন প্রজন্মের বইগুলো পড়লাম ক্রমানুসারে। সহজ ইংরেজিতে ছবি সমেত ট্রেজার আইল্যান্ড, গালিভার, মার্ক টোয়েন ইত্যাদি গোটা কুড়ি পঁচিশ বইয়ের একটা সেট বোধ হয় রূপা বের করেছিল, সেটা আনা হয়েছিল ছানাদের ইংরেজিতে বই পড়ার আগ্রহ জাগাতে। কিন্তু প্রথম থেকেই বাবা একটু বায়াসড থাকতেন গ্রামার আর ভোক্যাব জানানোর দিকেও। ফলে বিশুদ্ধ গল্পের আমেজটা ওনার সাথে থেকে পেতাম না, বইগুলোর দিকে অ্যাপাথি তৈরি হচ্ছিল। পড়তাম না। কিছুদিন পর, আমি হয়তো তখন ৭-৮, দাদা বললো, একটা ভালো ডিটেকটিভ গল্প পড়লাম, প্লটটা শোন। মিনিট দশেকের মধ্যে বললো, আ কেস অব দ্য মিসিং লেটার। আমার প্রথম কোনান ডয়েল শোনা। অসাধারণ লাগলো। বললাম, কোথায় পেলি? বললো, আরো আছে। ওই বইয়ের সেটটার ভেতরে একটা ছিল, সিক্স ডিটেকটিভ স্টোরিজ। হাতড়ে দিন দুয়েকের মধ্যেই গিলে ফেললাম। প্রচুর শব্দের মানে বুঝি নি, দুয়েকবার হয়তো ডিকশনারি হাতড়েছি, বাকি স্কিপ করেও বুঝতে অসুবিধে হয় নি। তারপর সবগুলোই। গল্পগুলো আলোচনা করতাম ওর সাথেই, নতুন কোনো গল্প পড়লে মোদ্দা ব্যাপারটা শোনাত, আগ্রহ তৈরি করে দেওয়ার ক্ষমতা ওর ছিল, হয়তো অজান্তেই।
    স্কুলে যখন ক্লাস ফাইভ, আমাদের ইতিহাস পড়াতেন রামকিঙ্করবাবু। বেঁটেখাটো শক্তপোক্ত চেহারা, বয়স ষাটের কাছাকাছি। লাস্ট পিরিয়ডে ওনার ক্লাস থাকতো, ক্লাসঘরে আর আসতেন না, আমাদের ডেকে নিতেন স্টাফরুমের পিছনের আমবাগানে। গল্প শোনাতেন জাস্ট। বিশ্বযুদ্ধের, সিপাহী বিদ্রোহের, স্বদেশী আন্দোলনের। আমার ভালো লাগতো যুদ্ধের গল্প। লাইব্রেরী ঘেঁটে এন্তার যুদ্ধ রিলেটেড বই খুঁজে বার করতাম, রোমেল, নেপোলিয়ন, আরো কত কি। কিন্তু ফাইভের ইতিহাস বইয়ে তো কিছুই থাকতো না তেমন। দাদার এইটের বইটা দেখলাম প্রায় একরকম। এটা পড়ে বেটার লাগলো। তারপরে কার একটা হায়ার সেকেন্ডারির টেক্সটবুক জোগাড় করলাম। এটা বেশ ভালো ছিল, প্রাঞ্জলভাবে যুদ্ধের জায়গাগুলো পড়তাম বেশি। তার পরে নেহরু, গ্লিম্পসেস অব দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। ওই গল্পগুলো মিস করি। গুরুতে ডিডিস্যর এই অভাব ঘুচিয়েছেন। :-)
  • Ekak | 53.224.***.*** | ৩০ অক্টোবর ২০১৬ ১১:০৯726630
  • আরে রামঃ এই গপ্পো বলার চক্করে কত যে হ্যাটা খেয়েছি ইস্কুল জীবনে :(

    একবার ধরে ক্লাস মনিটর করে দিলো ! যেভাবে পারো শান্ত রাখো , নাহলে মনিটর এর শাস্তি । এটাই আমাদের নিয়ম ছিল । কী করি , অভিষেক কে বললুম তুই গপ্পো বল । সে হতভাগা প্রতিটা গপ্পে নিজেকে একটা গোয়েন্দা বানায় আর আর একই গপ্পোকে ক্যারেক্টার পাল্টে পাল্টে বলে । ছেলেরা হয় চৈ শুরু করে দিলো । নতুন নতুন গপ্পো চাই !

    আমি একদিন একটা গপ্পো বানিয়ে বানিয়ে বললুম । কী বলেছিলুম মনে নেই , কিন্তু মুশকিল হলো স্যার ক্লাসনিয়ে চলে যাওয়ার পর আবার সবাই ধরলো ওই গপ্পের বাকিটা বল !! জাসসালা পুরো তো ভুলে গেছি :(:( গপ্পো পড়ার অভ্যেস ও নেই যে এদিক ওদিক থেকে ঝাঁপাবো :(

    তাপ্পড়দিন গপ্পো বলছি , সাধনদা ক্লাস নিতে ঢুকছেন দেখেই বললুম , হুঁ তারপর প্রকান্ড বাজে পড়ে সবাই মরে গ্যালো !!

    সাধনদা চলে যেতেই কী বিকট বাওয়াল রে ভাই :(:(::( বালের গপ্পো , শালা সব চরিত্র মেরে দিলেই হলো !! যত বলি নতুন গপ্পো বলছি শোন কিছুতেই ছাড়ে না :( উফফফ সে সব কী ভয়ানক ব্যাপারস্যাপার । সেই থেকে গপ্পো শুনতে চাওয়া জনতাকে হেব্বি ভয় পাই , এন্ড আই অলওয়েজ এনশিওর , গপ্পো শেষ তো চরিত্ররাও শেষ !!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন