এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ব্রিং ডাউন দি ওয়ালস্ অফ ফোর্টরেস্ ইউরোপ!

    3.1415926
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০১৫ | ৫৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 3.1415926 | 78.227.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩১684967
  • আয়লান কুর্দি। যে শিশুটির মৃতদেহ তুর্কির সমুদ্রতীরে ভেসে উঠেছে, তার নাম। সিরিয়া, ইরাক, লিবিয়া এবং ইয়েমেন থেকে লক্ষ লক্ষ মানুষ গৃহযুদ্ধ থেকে পালিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছেন গত দু বছর যাবত। ইউরোপের বিভিন্ন দেশে অস্থায়ী রেফিউজি ক্যাম্পে, কারাগারে, সমুদ্র সৈকতে, সমুদ্রের মধ্যে নৌকা এবং জাহাজে, আটক করা ট্রাকের ভেতর, ভূমধ্যসাগরের জনহীন দ্বীপপুঞ্জে কয়েক লক্ষ মানুষ এই মুহুর্তে আটকে রয়েছেন। না খেতে পেয়ে অথবা জলে ডুবে অথবা বদ্ধ ট্রাক বা নৌকার ভেতর দম বন্ধ হয়ে শয়ে শয়ে মারা যাচ্ছেন রোজ। এই বছর সরকারী হিসেবে এখনও অবধি প্রায় ৩ হাজার রিফিউজি মারা গেছে ইউরোপে ঢুকতে গিয়ে, বেসরকারী হিসেবটা অনেক বেশি। সমুদ্রের পেটেই যে কত গেছে তার ঠিকঠাক হিসেব নেই, সমুদ্র দয়া করে আয়লানকে ফিরিয়ে দিয়েছে, বলতে যে আমি একাই খাবো? তোরাও খা।

    না ওই "ধনী আরব দেশগুলো কি করছে?" বা "ইসলামের ভাতৃত্বের কি হলো" এসব ছেঁদো অজুহাত শুনবো না। আরব দেশগুলো তো শাসন করছে মরুভূমিতে ডাকাতি করে বেড়ানো কিছু জল্লাদ, আমেরিকার দয়াতেই তারা সিংহাসনে বসে আছে, তাদের কাছে কোনো আশা নেই। কিন্তু মহান মানবতাবাদী, গণতান্ত্রিক, ইউরোপের কাছ থেকে কি আচরণ আশা করবো? সিরিয়া, ইরাক, লিবিয়া প্রভৃতি দেশগুলোতে যুদ্ধ তো পশ্চিমী দেশগুলোই লাগালো। কে বলেছিলো যে ইরাকে গণতন্ত্রের হঠাত এতো প্রয়োজন হয়ে পড়েছে যে ১০ লক্ষ মানুষ কে মেরে সেটা আনতে হবে? পশ্চিমী দেশগুলোই তো ওপর পড়া হয়ে গণতন্ত্র গিলিয়ে দিলো দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে। সেই গণতন্ত্রের পরিনাম হয়েছে আইসিস। অথবা সিরিয়ার এই অবস্থা কি করে হলো? ইউরোপের দেশগুলো কোটি কোটি ডলারের অস্ত্র দিলো সরকার বিরোধীদের, কাদের দিচ্ছে তার হিসেব না করেই (অথবা হয়তো হিসেব করেই)। এখন সেই অস্ত্র শস্ত্র দিয়ে আইসিস খোলাম কুচির মতো লোক মারছে। সেই যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া দেশ থেকে লোক পালিয়ে যেই ইউরোপে আশ্রয় চাইছে অমনি ঝাঁপি বন্ধ, তুলে দেওয়া হচ্ছে প্রাচীর। বড়লোকের দারোয়ান যে ভাবে ভিকিরি ভাগায় বাড়ির গেট থেকে সেইভাবে ভাগিয়ে দেওয়া হচ্ছে রিফিউজিদের। গত ৫ বছরে সিরিয়া থেকে ১৮ লক্ষ মানুষ রিফিউজি হয়ে তুর্কিতে আশ্রয় নিয়েছে। সেই তুলনায় ব্রিটেন জায়গা দিয়েছে মাত্র ২০০ জনকে। তাই নিয়েও হই চৈ, যে কেনো দিলো।

    আসলে এসব দয়া দাক্ষিণ্য বা অনুমতির আশা করাই উচিত না। এই সমস্ত বাস্তুহারাদের উচিত যে ভাবে হোক ইউরোপে ঢুকে যাওয়া। ইউরোপ কার অনুমতি চেয়েছিলো দেশের বাড়তি লোককে পাঠিয়ে আমেরিকা বা অস্ট্রেলিয়াতে বসতি স্থাপন করার সময়? কার অনুমতি চেয়েছিলো আমেরিকার কয়েক কোটি আদিবাসীদের মেরে কেটে বিলুপ্ত করে দেওয়ার সময়? কার অনুমতি নিয়েছিলো ভারতের মতো দেশকে উপনিবেশ বানিয়ে তার সর্বস্ব লুঠ করার সময়? কার অনুমতি নিয়েছিলো আফ্রিকা থেকে কয়েক কোটি লোককে হরণ করে দাস বানানোর সময়?

    দয়া দাক্ষিন্যে ইতিহাস তৈরী হয় না, হয় যুদ্ধ বিগ্রহের মাধ্যমেই, মানুষ সেই ভাবেই তৈরী। তাই অনুমতি পাওয়ার অপেক্ষায় বা দয়া দাক্ষিণ্যের আশায় না থেকে, ইঁদুরের মতো লুকিয়ে চুরিয়ে ঢুকবার চেষ্টা না করে এই লক্ষ লক্ষ রিফিউজিদের উচিত সরাসরি অস্ত্র শস্ত্র নিয়ে জোর করে ঢোকা। ঢুকতে না দিলে বোম মারুক, গুলি চালাক, এমনিতেও মরছে নাহয় দু চারটেকে মেরে মরুক। ছারখার হয়ে যাক ইউরোপিও সভ্যতার গরিমা, ভেঙ্গে যাক সব বড় বড় স্থাপত্য, মুছে যাক মোনা লিসা বা গুয়েরনিকা। এজটেকদের মহান নগরী তিনচতেতলান গুঁড়িয়ে দিয়েছিলো যারা, ইনকাদের অত্যাধুনিক শহর কুজকো ধুলো করে দিয়েছিলো যারা, যাদের তৈরী করা রাক্ষস আইসিস ধ্বংস করছে মেসোপটেমিয়ার অনন্য সব শিল্পকর্ম, তাদের সভ্যতাকে মাটিতে মিশিয়ে দিলে তো শোধ বোধ করাই হবে। "ব্রিং ডাউন দি ওয়ালস্ অফ ফোর্টরেস্ ইউরোপ!" আর শুধু ইউরোপ না, বোম মারুক দুবাই, রিয়াধ বা দোহার মত শহরগুলোতেও। হাজার হাজার টন টিএনটি জড়ো করুক এই শহরগুলোর সব অত্যাধুনিক শপিং মল, বিলাসবহুল হোটেল এবং বিশ্বকাপের জন্যে তৈরী হওয়া স্টেডিয়ামগুলোর তলায়। আকাশে উড়ে যাক ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল থেকে যাওয়া লক্ষ লক্ষ দাস শ্রমিকদের রক্তের বিনিময় তৈরী অশ্লীল মরুদ্যানগুলি।
  • ঈশান | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৪১684968
  • ইউরোপের কপালে এমনিই স্লাইট বাঁশ আছে যুদ্ধ না থামলে। কিন্তু রিফিউজিদের কি করা উচিত এ ব্যাপারে দূর থেকে কিছু বলা না বলার কোনো মানে নেই। অনেক রক্তারক্তি তো হল। বিদ্রোহের অ্যাজেন্ডা ফুলফিল না করেও যদি যুদ্ধ থামে তো ভালো। তাছাড়া যুদ্ধ না থামলেও লোকে যে লড়বেই সেটা আশা করারও মানে নেই। কে কখন লড়বে আর কে না লড়েই মরবে, তার একটা নিজস্ব গতিপথ থাকে। মানিক বাঁড়ুজ্যের "ওরা কেড়ে খেলনা কেন" দ্রষ্টব্য। গপ্পোটার নাম ভুলও লিখতে পারি, কিন্তু তাতেও দ্রষ্টব্য। :-)
  • Atoz | 161.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০৭:১২684969
  • মাণিক বন্দ্যোর গল্পটার নাম, "ছিনিয়ে খায়নি কেন", দারুণ একটা লেখা।
  • b | 24.139.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:০৭684970
  • রিফিউজিরা কি করবে বা করবে না সেটা এখান থেকে বলে দেওয়া যায় বুঝি? বেশ!
  • pi | 24.139.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৯684971
  • কাঁটাতার সব দেশ থেকেই উঠিয়ে দিলে ঠিক কী কী অসুবিধে সুবিধে হবে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন