এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বপ্নের দুঃস্বপ্নেরা

    Ekak
    অন্যান্য | ২২ এপ্রিল ২০১৪ | ১১৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 24.99.***.*** | ২২ এপ্রিল ২০১৪ ০৪:৫২635317
  • হায়েকের "রোড টু সার্ফডম " অনেকেই পড়েছেন । যাঁরা আবার টুক করে চোখ বুলিয়ে নিতে চান তাঁদের জন্যে নীচের ইলাস্ত্রেটেদ লিংক টা রইলো । এই থিওরি ফুল প্রুফ ত়া
    https://mises.org/books/TRTS/
    নয় , বেশ কিছু এসাম্পশন নিয়ে বিরুদ্ধ যুক্তি খাড়া করা যায় । হবেও । পন্ডিত রা তক্ক করে করে কান পাকিয়ে দিলেন । আমরা ছাড়ি ক্যানো :)

    কিন্তু কেসটা হলো এই যে আমরা ইন্ডিয়ান রা এখন ৯ নম্বর পাতায় দাঁড়িয়ে আছি । কী কর্তব্য ?

    ১০ নম্বর ঘটতে চলেছে । কিভাবে ফেস করবেন ? আর যদি ১১ -১২ আসে ?

    প্রশ্ন টা মোদী না কং না আপ না বাপ এর চে একটু বেশি গুরুত্ব দাবি করে । মোদী র ওপরে উচ্চাশা আশা নাই যে এসে একটা ততালাতারিয়ান রেজিম গড়তে পারবে ( এখানে হায়েক এর টিপিকাল ফ্লেভার এড়িয়ে সেন্স টা নিতে হবে , "স্ট্রং " এর সমর্থক রা শুধুমাত্র পুওর-আনেদুকেতেদ থেকে আসবে তার কোনো মানে নেই ) । কিন্তু মোদী তো শুরু । আর তার চেও বড় কথা এটা ইতিহাসের জার্মানি নয় বা সো কল্ড বিপ্লবোত্তর সোভিএট্ যে ততালাতারিয়ান পলিসি নয় যে খুব মোটা দাগে আপনার উপর চেপে বসবে । এ যন্ত্রের যুগ । মেশিন ইন্তালিজেন্সের যুগ । কামড় অনেক সুক্ষ । মুখোশের অনেক ভ্যারিয়ান্ট । সেন্ট্রাল প্ল্যানিং এত মোলায়েম যে সত্যি কথা উপলব্ধি হলেও কন্সপিরেসি ভেবে নিজের ই হাসি পায় । তা হলে ?

    কী করবেন ? উই নিড আ প্ল্যান টু ওয়ার্ক ,তাই তো ?

    ঠিক যেখান থেকে হায়েক মনে করেছেন সব ভেসে যাবে ডুবে যাবে সেখানে মতপার্থক্যের জায়গা আছে । আমার কাছে ওটা চূড়ান্ত ফার্টিলিটি গ্রাউন্ড । সোর্স অফ মাচ আউইতেদ ভায়োলেন্স । আপনারা ওই জায়গা টা কিভাবে দেখছেন ? নাকি কেসটা পাতি না ঘরকা না ঘাটকা একটা ম্যারমেরে সিনেমা । বেকার আশায় মরছি ?

    অনেকেই তো আশা করছেন । অনেকে আশঙ্কাও । সেগুলোই শুনি । সাব্যস্ত তথাগত রা নাহয় মুখ ফিরিয়ে থাকলেন :))

    ব্যাকগ্রাউন্ডে থাকুন হায়েক । রোড টু সার্ফ ডম ।
  • pi | 24.139.***.*** | ২২ এপ্রিল ২০১৪ ১১:৩০635318
  • পড়া ছিলনা। থ্যাঙ্কু !

    তুলনাই যদি করতে হয় তো এটা পঃবঙ্গ আর ভারতের হাইব্রিড সিচ্যুয়েশন মনে হচ্ছে, অন্ততঃ গোড়ার দিকটা ঃ)

    তবে, মেশিন ইন্টেলিজেন্সেরই যুগ যখন, তখন তার জন্য ডিক্টেটর সুলভ কাউকে আনার খুব দরকার কি আছে ?

    আর ভায়োলেন্স কেন মাচ অ্যাওটেড, ফার্টিলিটি গ্রাউণ্ড ই বা কীভাবে, আরেকটু বল।
  • Ekak | 24.99.***.*** | ২২ এপ্রিল ২০১৪ ১২:২৭635319
  • হ্যা ,ব্যাপারটা যথেষ্ট তুলনীয় মনে হয় বলেই আলোচনায় তুলে আনা ।
    এবার রোড টু সার্ফ ডম এর একগুচ্ছ সমালোচনা আছে । সেটা এড়িয়ে গিয়ে ইন্ডিয়ান পার্স্পেক্তিভের পাশাপাশি রেখে জনতা কে জিগাতে চাই তাঁরা কী ভাবেন ?

    আর , "ডিকতেতর " এর দরকার আছে কিনা সেক্ষত্রে : যদি ধরে নি আছে তাহলেও মেশিন এইমুহুর্তে সেই জায়গা নিতে পারেনা । দ্যাট মে বি আউআর ফিউচার ব্যাটল ,হোপফুলি । প্রেসেন্টলি আমরা যে সিঁড়ি তে দাঁড়িয়ে সেখানে মেশিনবিলংস টু নমেন্ক্লেতুরা । বিট মোর ইন্টিলিজেন্ট টুল বলা যায় । বড়জোর । হুইচ হেল্পস ইন মোর সেন্ট্রাল প্ল্যানিং । বাট দা সাটার্ন স্টিল নট কাস্টেদ । সেই সময় থেকে আমরা পিছিয়ে অনেক ।

    শেষ পয়েন্ট টা নিয়ে পরে লিখছি ।
  • দেব | 135.22.***.*** | ২২ এপ্রিল ২০১৪ ১৫:৫১635320
  • পুরো উল্টো বুঝলি রাম কেস মনে হচ্ছে। সেন্ট্রাল প্ল্যানিং? ২০১৪ এর ভারতে? বিজেপির শাসনে?

    হায়েকের লেখাটা চল্লিশের দশকের। আর্গুমেন্টটা ছিল সেন্ট্রাল প্ল্যানিং এর বিরুদ্ধে। মিসেস, হায়েক তথা অস্ট্রিয়ান স্কুলের পজিশন। গণতন্ত্র নিয়ে এদের কোন মাথাব্যাথা ছিল না। পরবর্তীকালে ফ্রিডম্যানকেও ধরতে পারেন। এদের মূল বক্তব্য যেকোন রকমের প্ল্যানিং বা সরকারের হস্তক্ষেপই অর্থনীতির পক্ষে ক্ষতিকর। সরকার সীমিত থাকবে দেশের প্রতিরক্ষা ও আইনের শাসন বজায় রাখার মধ্যে (এতেও আপত্তি আছে কিছু লোকের)। সে সরকার গণতান্ত্রিক হবে না স্বৈরতন্ত্র সে নিয়ে এদের কোন চাপ নেই (মুখে যদিও স্বীকার করবেন না, তবে সে ব্যাপারে পরে লিখব দরকার হলে)।

    আমরা ৯এর পাতায় দাঁড়িয়ে আছি ঠিকই কিন্তু আয়নার ওপাশে। স্ট্রং ম্যান ইজ হিয়ার, নট টু ইমপ্লিমেন্ট সেন্ট্রাল প্ল্যানিং, বাট টু রিডিউস গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স। মোদি এসে যদি অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ আরো তুলে নেন হায়েকের আত্মা শান্তিই পাবেন।
  • Ekak | 24.96.***.*** | ২২ এপ্রিল ২০১৪ ১৬:৫৩635321
  • না তা মনে হচ্ছেনা ।সেন্ট্রাল প্ল্যানিং এর সংজ্ঞা বদলাচ্ছে । ইটস নট দ্য বডি হু প্ল্যানস সেন্ট্রালি ।ইটস দ্য ওয়ে প্ল্যানস আর চ্যানেলাইস্দ টু আ সেন্ট্রাল সুপার স্ট্রাকচার ।

    আর আমার স্বৈরতন্ত্র নিয়ে আগ্রহ জাগছে কারণ সেটাকে দরকারী মনে করি । আগেই লিখেছি হায়েক এর সব কটা স্টেপ এখানে খাটবে তা আদৌ নয় । হয়্কের আত্মা কে একপাশে ঘুম পাড়িয়ে এইটুকুই ভাবা যাক না হাউ আ ততালাতারিয়ান রিজিম এন্ড সো কল্ড ওপেন মার্কেট ক্যান গো হ্যান্ড ইন হ্যান্ড । কান্ট দে ?

    ইস দেয়ার নো ওয়ে দ্যাট দ্য স্ট্রং ম্যান ,ইন দ্য নেম অফ রিদিউসিং স্টেট ইন্টারফিয়ারেন্স ইন ইকনমিক্স একচুয়ালি শিফত্স দ্য ওনারশিপ টু আ সার্টেইন ক্লাস । অর সাম এনটিটি মোর ভার্চুয়াল ।
  • দেব | 135.22.***.*** | ২২ এপ্রিল ২০১৪ ১৮:৪১635322
  • ক্যান এ অথোরিটারিয়ান (কিন্তু টোটালিটারিয়ান নয়) রেজিম এন্ড ওপেন (লার্জলি) মার্কেট ইকোনমি ওয়ার্ক টুগেদার? দা আনসার ইজ ক্যাটেগোরিক্যালি ইয়েস। ইমপিরিয়াল জার্মানি, ইমপিরিয়াল জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, দুবাই, পাকিস্তান আর সর্বোপরি 'গণপ্রজাতন্ত্রী' চিন, অজস্র উদাহরণ আছে। এটা কতদুর সফল হবে নির্ভর করছে কতগুলো ফ্যাক্টরের ওপরে। আইনকানুন ইমপ্লিমেন্ট করতে হবে, প্রাইভেট প্রপার্টিকে প্রোটেকশন দিতে হবে ইত্যাদি।

    মিসেসের লেখাপত্তরের এই সাইটটাতেই আমি কয়েকবছর আগে দেখেছিলাম একটা এসে কম্পিটিশন হয়েছিল এক্স্যাক্টলি এই পয়েন্টটা নিয়েই। উইনিং এন্ট্রিটা যিনি লিখেছিলেন তিনিও স্বীকার করেছিলেন যে পারে।

    টোটালিটারিয়ান রেজিম হচ্ছে মোটামুটি অথোরিটারিয়ানের কয়েকধাপ ওপরে। যে উদাহরণগুলো দিলাম এগুলো অথোরিটারিয়ান, টোটালিটারিয়ান নয়। চিনও নয়, অন্তত সম্প্রতিকালে। বাজার অর্থনীতিপন্থী টোটালিটারিয়ান রেজিম নাজী জার্মানিকে ধরা যায়।

    স্টেট ইন্টারফিয়ারেন্স রিডিউস করার নামে ওনারশিপটাই কি তুলে দিতে পারে একটা ছোট গ্রুপের হাতে? পারে। ক্রোনি ক্যাপিটালিজম যাকে বলে। ঠিক এইরকম পরিস্থিতি উদ্ভূত না হলেও দুটো উদাহরণ নেওয়া যায়। বেলজিয়ান কঙ্গো। পুরো দেশটাই রাজা লিওপোল্ডের ব্যক্তিগত সম্পত্তি ছিল। ফল ভয়াবহ। ভারতে ব্রিটিশ শাসন। জমিদারদের দল। ওরকম না হলেও ডিসাস্টার। সম্প্রতি কালে চিন খুব ভালো উদাহরণ। পার্টি হোলটাইমার থেকে কোটিপতি। কিন্তু পুরো অর্থনীতিটাই প্ল্যান করে চালানোর চেষ্টা এরা করবে না। পারবেও না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন