এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Condemn the arrests of Dipankar Bhattacharya, Balasundaram and S. Kumaraswamy of CPI ML at Koodankulam.

    Salil Biswas
    অন্যান্য | ০১ অক্টোবর ২০১২ | ১২৯১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 118.22.***.*** | ২২ আগস্ট ২০১৩ ১০:২২575670
  • কুদানকুলম ই একমাত্র পরমাণু বিদ্যুত নাকি ? নাকি আমি এটা লিখেছি যে কুদানকুলমে সিপিএম বিরোধিতা করেছে ?!
    কথা হচ্ছিল পরমাণু বিদ্যুতের বিরোধিতা নিয়ে।
    জায়তাপুরে সিপিএম সেটা করেছিল এবং ডিডিদার সরল গোলগাল থিয়োরী অনুযায়ী তাহলে সিপিএম কে নকু বলতে হয় !
  • dd | 69.92.***.*** | ২২ আগস্ট ২০১৩ ১০:৩৩575671
  • প্রেক্ষিত,প্রেক্ষিত, পাইদি প্রেক্ষিত বাদ্দিয়েছে।

    আরে, নকু মাত্রেই পরমাণু বিরোধী ইস ইকুয়াল টু পরমাণু বিরোধী মাত্রেই নকু? এটা আবার কোন অংকো?
  • pi | 118.22.***.*** | ২২ আগস্ট ২০১৩ ১০:৪৩575672
  • 'পারমানবিককে মানবিক না ভাবাটা নকুদের একচেটিয়া। অন্য বামেদের নয়।'
  • dd | 69.92.***.*** | ২২ আগস্ট ২০১৩ ১১:০৯575673
  • আর এস পি কোট করেছে অচ্চ্যুতানন্দকে। যিনি পরে কুডানকুলামে নিজের পসিশন রিট্র্যাক্ট করেছেন(লিং নেই)।

    আর ওটা অচ্যুত বাবুর দি দেন স্ট্যান্ড ছিলো, সিপিএমের নয়। আর এস পির কি স্ট্যান্ড সেটা জানি না। যে কোট করলে তাতে মনে হয় আর এস পি কইছে সিপিএমের দি যায়গায় দুরকম স্ট্যান্ড ক্যানো? নিজেরা কি ভাবে? ব্ল্যাংকেট ব্যান?

    তবে আরেস্পি তো কেরলেও আছে। শুনি নি তারা কোনো প্রতিবাদ করেছিলো। আর ভু ভারোতে বামদল তো কতই। কংরেস, তিনোমুল থেকে সিপিআই,সিপিএম ইঃ। একটা দুটো রিজিওনাল পাট্টী হয়তো পরমাণু মাত্রেই খারাব ভাবে,নকুদের মতোন।

    টু দ্যাট এক্ষটেন্ট আই স্ট্যান্ড করেকটেড।
  • dd | 69.92.***.*** | ২২ আগস্ট ২০১৩ ১৩:৪৯575674
  • আর হরিপুরা? সেটাও কি ভালো নিউক্লিয়ার না খারাব নিউক্লিয়ার?

    সিপিএম ওটারও ফরে ছিলো। এমন কি বেয়াদব মেছোদের সায়েস্তা করতে সোঁদরবন থেকে কুমীর ডেকে এনেছিলো। সেটাকেও লিস্টিতে রাখুন।
  • pi | 118.22.***.*** | ২২ আগস্ট ২০১৩ ১৮:৫১575675
  • এটার আপডেট কী। কেউ জানেন ?

    ...Clearly, the CPIM is not convinced by Prime Minister Manmohan Singh’s assurance to Parliament on Monday that all the 20 Indian nuclear power plants were safe.

    The CPIM’s Politburo on Tuesday called for an immediate halt to the Jaitapur project. It said in a statement here that the local people have been totally opposed to the location of the plant in their area and refused to accept the forcible acquisition of their lands and added that a CPI (M) delegation which recently visited the area confirmed this fact.

    Given the crisis which has developed in some of the nuclear power reactors in Japan after the tsunami and the threat of a meltdown, it is imperative that the environmental clearance given to the project be withdrawn. The issue should be reexamined,” the CPIM said.

    The party, which leads the four-party Left Front, said the Jaitapur power project is to be set-up with imported nuclear plants from the French company, Areva. It pointed out that these reactors based on the European Pressurised Reactor (EPR) technology have not been commissioned for operation anywhere in the world yet....
  • pi | 118.22.***.*** | ২২ আগস্ট ২০১৩ ১৮:৫৮575676
  • একটু অন্য কথা। TOI এর প্রতিবেদনে এক পাঠকের মন্তব্যের এই অংশটা পড়ে চমকে গেলাম! এটা সত্যি হলে ( হতেই পারে, আরো এক জায়গায় একই জিনিস পড়লাম) তো সাঙ্ঘাতিক !! এটা 'কমন প্র্যাক্টিস' জেনে আরোই চমকিত হলুম।

    'Recently, protestors of the plant were forcefully subjected to psychiatric counselling, in violation of the National Mental Health Act of India of 1987 and the Central Mental Health Authority Rules of 1990. It is common practice of the haughty and guilty in administration to accuse mental incompetence on those who oppose. Today no one can forcefully subject a person to compulsory counselling without a court order or self or nearest relative’s written application, whether it is asked by the government of India or even the world parliament. What Tamilnadu government did is criminal interference with malevolent intentions.'
  • Ishan | 202.43.***.*** | ২২ আগস্ট ২০১৩ ২১:০৯575677
  • ডিডিদা টেম্পলেটের শিকার হচ্ছেন। নিউক পাওয়ার নিয়ে সিপিএমের এইমুহূর্তের স্ট্যান্ড সো কলড নকুদের থেকে খুব আলা কিছু না। প্রকাশ কারাতের ল্যাখাও পড়েছিলাম। এবার থেকে সব বুক মার্ক করে রাখব।
  • Ishan | 214.54.***.*** | ২২ আগস্ট ২০১৩ ২১:২১575678
  • এই যে, পাইয়াছি।
    http://pd.cpim.org/2012/0916_pd/09162012_3.html

    সিপিআইএম নিউক পাওয়ারের বিরুদ্ধে নয়। কিন্তু
    ১। বিদেশী প্রযুক্তির বিরুদ্ধে।
    ২। নিরাপত্তা সুনিশ্চিত না করে প্ল্যান্ট বানানোর বিরুদ্ধে।
    ৩।পাওয়ার প্ল্যান্টের জন্য উচ্ছেদের বিরুদ্ধে।
    ৪। প্রায়োরিটি। নিউক্লিয়ার পাওয়ারে প্রায়োরিটি নয়। কয়লা, গ্যাস, সূর্য -- এইসব প্রাকৃতিক বস্তুই সরকারের প্রায়োরিটি হওয়া উচিত।

    "কোথাও কোনো অবস্থাতেই কোনো নিউক্লিয়ার প্ল্যান্ট চলবেনা" -- এরকম হার্ডকোর স্ট্যান্ড হাতে গোনা এক আধজনেরই আছে। ২,৩,৪ হল মোটামুটি ভাবে তথাকথিত নকুদের স্ট্যান্ড। সিপিএম তার সঙ্গে "বিদেশী প্রযুক্তি" যোগ করেছে।

    এবং, শেষ লাইনটি প্রণিধানযোগ্য। The prime minister’s delusion of a “nuclear renaissance” and the government’s plan to dot the country with imported mega nuclear parks must be resolutely opposed. The various movements of the people developing against the imported nuclear plants should be made into a national movement.

    এটা ২০১২র স্ট্যান্ড। ন্যান এবার কি বলবেন বলুন।
  • cm | 233.177.***.*** | ২২ আগস্ট ২০১৩ ২১:২৮575680
  • তাহলে কোলাকুলিটা সেরে নেওয়া যাক।
  • dd | 132.167.***.*** | ২৩ আগস্ট ২০১৩ ০৮:৩৫575681
  • ঈস। আমাদের ঈশেনের কি হাল হয়েছে।
    মাকু নকুদের প্যামফ্লেট গুলো লিং'এ দিচ্ছে। আরে, ইস্তাহারে তো সব সময়েই ভালো ভালো কথা লেখা থাকে । গরীব মানুষের ভালো করবো,পরিবেশ রক্ষা করবো, আদিবাসীদের সংররক্ষন করবো,বেশী চর্বি যুক্তো ঝাল খাবার খাবো না ইঃ।

    বলি, কোনটা নিয়ে লাফায়, কোনটা নিয়া চেঁচায়? সেটাতেই বোঝা যায় কে কংরেস কে নকু কে মাকু। ইস্তাহারে কারুর সাথেই গরমিল থাকে না,আগা থেকে গোড়া। সব শ্যালের হুবহু এক ম্যাও ম্যাও।

    নকুটেদের তাই শ্রীলতম চিৎকার তোলা থাকে সব এটোমিক পাওয়ার প্ল্যান্ট নিয়েই। হরিপুরার প্রস্তাবিতকে নিয়েও। ছিপি এম বেছে বেছে করে। কোন অ্যাটমটা ভালো কোনটা খারাপ, ওনারা পার্সোনালি চেনেন।

    মাগো, এরা কবে যে বড়ো হবে?
  • Ishan | 60.82.***.*** | ২৩ আগস্ট ২০১৩ ০৮:৫১575682
  • কই প্যামফ্লেট না তো। খোদ প্রকাশ কারাত নিজেদের অবস্থান ব্যাখ্যা করছেন। স্পেসিফিক কথাই তো লেখা আছে। এমনকি কোডানকালাম নিয়েও।

    While the CPI(M) does not call for the shutting down of the two reactors, the Party is opposed to new units being added at Kudankulam. The government is planning to put in four more reactors there. The argument against the setting up of nuclear parks elsewhere applies to Kudankulam too.

    এটা ঘটনা, যে, ২০০৮ থেকে ২০১২ তে সিপিএমের স্ট্যান্ডের বিরাট পার্থক্য হয়েছে। সেটা সুবিধেবাদ/ডিগবাজি/শুভবুদ্ধি/দুর্মতি যা খুশি হতে পারে। আমি সে ব্যাপারে নির্মোহ। কিন্তু হয়েছে।
  • pi | 118.22.***.*** | ২৩ আগস্ট ২০১৩ ০৯:০৮575683
  • ইস্তেহারে সব ইস্যুতে সব শ্যালের এক ম্যাও ? ক'টা পার্টি তাদের ইস্তেহারে সেজ প্রত্যাহার করার কথা লিখেছিল ?
    যাই হোক, নিউক পাওয়ার নিয়ে কংগ্রেস , বিজেপির ইস্তেহারে অনুরূপ কথা লেখা আছে কিনা জানতে উৎসাহী রইলুম।
  • আন্দোলন | 208.7.***.*** | ২৩ আগস্ট ২০১৩ ১০:০৯575684
  • নিয়্মগিরি সঙ্ক্রান্ত একটি লেখায় নিচের লিংকটি পোষ্ট করেছিলাম, এখানেও দিলামঃ

    http://www.livemint.com/Opinion/HZ5MhH6v2UfixcTXnqKPQI/Four-letters-India-needs-to-learn-by-heart-FPIC.html

    FPIC, বা প্রকল্প হাতে নেবার আগে সেখানকার অধিবাসীদের অংশগ্রহণ করানো এবং তাদের মতামত নেওয়া, সেই মতামতের ভিত্তিতে এগনো। এটা করতে পারলে পুঁজিবাদী ব্যাব্স্থাতেও কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া সন্ভব। কুদান্কুলাম, জয়িতাপুর ইত্যাদি বহু জায়্গাতেই প্রাণপন সংগ্রামের বিনিময়ে এই অধিকার অর্জন করতে হবে। এই আন্দোলনগুলোর প্রয়োজনীয়্তা আমরা হয়তো দশ বছর পরে বুঝবো।
  • dd | 69.92.***.*** | ২৩ আগস্ট ২০১৩ ১৩:২৩575685
  • SEZ। কোনোক্রমে একটু সময় বাঁচিয়ে টুক করে নেট ঘেঁটে দেখলাম যে পঃ বঃ সমেত ১৩ স্টেটে অলরেডী আছে SEZ, আর এরাই সব বড়ো বড়ো রাজ্য।

    কোন পার্টী তাদের ইস্তাহারে বা কোন ন্যাতা কোনো ল্যাখায় SEZ কে গাল দিয়েছেন জানি না। কিন্তু এই ১৩টা স্টেটে তো সব রকোমেরই সরকার ঘুড়ে গ্যাছে।

    কেউ বাধা দিয়েছে? মমতা ছাড়া? জানি না।

    তেমতি নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কোন দল "একেবারে না" করেছে,অদ্যাবধি? কন্ডিশনাল প্রতিবাদ,কুডানকুলামে ডিসকাউন্ট আর হরিপুরায় আছি এই টাইপের নয়। এটোমিক এনার্জি চাই না, আদৌ না..... এটা কোনো পার্টীর ইস্তাহারে আছে?

    আর কারাত বাবু যেমতি বলেছেন, ঈশেনের লিং অনুযায়ী,"সর্বত্র বিদিশি রিয়াক্টর এনে সারা ভারোতে ডট ডট ডট করে দিলে মারবো কিন্তু"। এটার কি মানে? স্বদেশি রিয়াক্টরে আপোত্তি নেই, অনেক গুলি হলেও নেই? বিদেশিতেও নেই, যদি অল্পো স্বল্পো থাকে? আসোলে এই সব ঝানু পোলিটিসিয়ানেরা সব দিকে রেখেই খ্যালেন। দরকার হলেই যে কোনো দিকে টাল্লা খাওয়া যায়।

    কিন্তু তক্কোটা হচ্ছে কি নিয়ে? থিমটা কি?
  • Ishan | 214.54.***.*** | ২৩ আগস্ট ২০১৩ ২১:১১575686
  • থিমটা হইল অকারণ টেমপ্লেটিকরণ। প্রধান "নকু"দের মুখপত্র লিবারেশনে এ নিয়ে বেশ কিছু লেখা পড়েছিলাম। তার সঙ্গে সিপিএমের স্ট্যান্ডের বিশেষ তফাত নাই। এখন খুঁজে পেতে একটা পেলাম।

    http://www.cpiml.org/liberation/year_2011/dec_11/viewpoint.html

    এর দাবী হল এইগুলিঃ
    people’s movements should demand of our government that it should initiate an open debate on the future energy policy, and make available all cost and safety information on nuclear power. One major objective of the policy should be to phase out coal share as rapidly as practicable. In the meantime, coal power should be made a lot safer than now, for those living around the power plants and coal mines. The demand should be that all future nuclear plants should be put on hold – and so should coal plants too – until such a time-bound review of policy is carried out, public consultations are held and debated in the parliament.
    The other demands could be:

    A truly independent nuclear regulatory authority
    Safety audit of existing plants by the independent regulatory authority and making it public
    Making public previous safety audits and actions taken
    Repeal of the Nuclear Liability Act
    No ratification of IAEA’s Convention on Supplementary Compensation.

    যেন সিপিএমের কার্বন কপি। কোত্থাও বলা নাই, সব নিউক্লিয়ার প্ল্যান্ট ভোগে যাক। অবশ্য এটাই লিবারেশনের "অফিশিয়াল" স্ট্যান্ড কিনা সেটা একবার ভেরিফাই করা দরার (যদিও স্মৃতি বলছে, স্ট্যান্ডটা মোটামুটি এরকমই)।

    একটা জায়গায় তফাত আছে। কুড়ানকালামে সিপিএম অ্যাকটিভ নয়, লিবারেশন অ্যাকটিভ। কিন্তু সেইটা দিয়ে তো স্টান্ড বোঝা যায়না।
  • cm | 37.59.***.*** | ২৩ আগস্ট ২০১৩ ২১:২০575687
  • পার্থক্য থাকতেই হবে? কেন? দুদলকে এক সাথে অপারেট করার কথা ভাবতেই হবে।
  • pi | 172.129.***.*** | ২৩ আগস্ট ২০১৩ ২১:২৬575688
  • নাঃ, ডিডিদার সব শ্যালের এক ম্যাও থিয়োরী তো খাটছেনা। সেজ নিয়ে তৃণমূলের ইস্তেহারে অন্যরকম কথা লেখা ছিল।
    পরমাণু বিদ্যুত নিয়ে সিপিএম, এম এল এর ইস্তেহার একরকম।কং বিজেপির ইস্তেহারেও কি এই নিয়ে এই কথা লেখা ছিল ? মনে হয় না।

    নিউক্লিয়ার বিদ্যুত নিয়ে সিপিএম আর নকুদের স্ট্যাণ্ড ও একদম বিপরীত, সেই থিয়োরীও খাটছে না।
  • dd | 132.167.***.*** | ২৩ আগস্ট ২০১৩ ২৩:০৩575689
  • টিপিক্যাল।

    "নিউক্লিয়ার বিদ্যুত নিয়ে সিপিএম আর নকুদের স্ট্যাণ্ড ও একদম বিপরীত, সেই থিয়োরীও খাটছে না।"

    কোথায় ,কি কি ল্যাখা ছিলো, হ্যাঁ গা, নিজেই লিখে দ্যাও না ক্যানো?" অ্যাকদম বিপোরীত" টা ক্যামোন। বুঝে নি।

    আমি ল্যাখলাম "কেউ বাধা দিয়েছে? মমতা ছাড়া? জানি না।"

    পাইদি লিখলেন "নাঃ, ডিডিদার সব শ্যালের এক ম্যাও থিয়োরী তো খাটছেনা। সেজ নিয়ে তৃণমূলের ইস্তেহারে অন্যরকম কথা লেখা ছিল।"

    দ্যাখেন। আমরা দুজনাই একই কথা লিখছি, বেমালুম। কিন্তু মনে হবে তক্কো করছি। আসোলে এই ভারোতবর্ষে অ্যাখোন নকু টাইপের পার্টী বলতে শুদু মমতাই আছে। সেজ,পরমানু,সব রকোমের বরো সিবিল ওয়ার্ক.....ইঃ। এই সবের বিরুদ্ধে। পারলে দুজনাই সিবিল ইঞ্জিনীয়ারিং ডিপাটমেন্টটাই তুলে দ্যায়।

    কিন্তু নিজেদের মধ্যেই লাঠালাঠি। মুই ব্যারাল না তুই ব্যারাল গোছের। জাস' রিটোরিকের ফারাক।

    বল্লাম না, টিপিক্যাল?

    তাই নকু ইস প্র্যাকটিক্যালি ইস ইকুয়াল টু তিনোমুল কেউই স্বীকার করবে না। কংরেস আর সিপিএম যে একই পার্টীর এপিঠ আর পিঠ সেটাও কেউ মানবে না।

    ধুর, যাই গিয়ে। এট্টু পদ্দো লিখে আসি।
  • dd | 132.167.***.*** | ২৩ আগস্ট ২০১৩ ২৩:০৮575691
  • নাঃ। আরেকবার বলে যাই।

    সব শ্যালের এক ম্যাও ম্যাও। নকু থেকে সিপিএম। কথায় কোনো ফারাক নেই।
    অ্যাকশনে আছে।

    ধরে নাও এটাই আরো চোদ্দোবার লিখলাম।
  • dd | 132.167.***.*** | ২৩ আগস্ট ২০১৩ ২৩:২৮575692
  • আচ্ছা, আরেকটা কথা পষ্টো'ই কয়ে যাই। স্পেশালি পাইদি আর (আঃ) ঈশেনের জন্যো।

    দেখুন, তর্কোযুদ্ধে আমি নিতান্তো" মাওবাদী" । আমি গ্রীক বা পুরাতনী হিন্দু যুদ্ধ ধর্মে বিশ্বাসী নই। আমি হেথায় হোথায় আচোমকা দু তিন লাইন অসম্বব গা চিড়বিড়ানী বক্তব্য লিখেই দৌড়ে পালিয়ে যাবো।

    তারপর চুপচাপ। আপনেরা হেদিয়ে মরবেন।কড়া কড়া যুক্তি সাজিয়ে বসে থাকবেন। কিন্তু আমি তখোন ভাগোলবা।

    আবার হঠাৎ করে ফের। ঐ স্টেপ নং ওয়ান। ফের। এটারে কয় গেরিলা যুদ্ধো। অনেকে ভাবেন এটা মাওবাদী আবিষ্কার। আপনেরাও আপাততঃ সেটাই জানুন। (আসোলে এ বিষয়ে আমি বিশদ জানি, এই যুদ্ধ থিওরী, কিন্তু সেটা বাদ্দিন)।

    বেসিক্যালি, আমার লগে ক্যাচাল পাইরেন না। সোজা ভাষায় আমারে সিরিয়াসলি নিয়েন্না। আমি সম্মুখ সমোরে নাই। কুট্টুস করে কামোড় দিয়া স্রেফ পলাইয়া যামু। ধত্তে পার্বেন না। আমি আপনেদের আইন মানি না। আমার যুদ্ধো আমার আইনে চলে।

    নিতান্তো স্নেহবশতঃ জানায়ে দিলেম।
  • pi | 172.129.***.*** | ২৩ আগস্ট ২০১৩ ২৩:৩০575693
  • ঃ))
    তবে আমি এক কথা চোদ্দোবার লিখবো না ঃ)
  • ইন্দ্রনীল | 127.194.***.*** | ২৭ আগস্ট ২০১৩ ০০:৫৯575694
  • এই খবরটা মিডিয়াতে সেভাবে আসেনি ... কুডানকুলামের ইদিনথাকারাই আর সুনামি নগর থেকে আসা একটি কাতর আবেদন। KKNPP subcontractor ৫০ লাখ টাকা ছড়িয়ে পেটো মারছে... হুমকি দিচ্ছে ... পুলিশ যথারীতি... যাক সে সব কথা .. ফেসবুকে DiaNuke group এ এটা পোস্ট করা আছে চাইলে ফলো করতে পারেন ... কপি পেস্ট করে দিলাম PMANE (People’s Movement Against Nuclear Energy) র স্টেটমেন্টটা।

    এর পরে পরেই উদয় কুমারের আপডেট থেকে জানা গেল পুলিশ ৬৫ জনের নামে এফ-আই-আর করেছে। ৫০ জনের নাম আছে ১৫ জনের নাম নেই। উদয় কুমারের স্টেটমেন্টটাও দিয়ে দিলাম। উদয় কুমার প্রশ্ন করছেন মিথ্যা বলতেও কি ন্যুনতম লজিক দরকার আছে?

    ==================
    People’s Movement Against Nuclear Energy
    Idinthakarai 627 104
    Tirunelveli District August 25, 2013

    A KKNPP subcontractor hurled country-made bombs at Idinthakarai

    On August 24, 2013 around 10:30 pm, four identified men hurled three country-made bombs at Idinthakarai and near the Tsunami Nagar here. People of Idinthakarai rang the Church bell and the village community congregated immediately. There are eye-witness reports that four pro-KKNPP men, Kapoor (s/o Siluvai Anthony, age 33), Socrates (s/o Siluvai Anthony, age 36), Lawrence (s/o Siluvai Anthony, age 38), and Sathip (s/o Bernard, age 22) exploded these bombs near the bus stop and at Tsunami Nagar in Idinthakarai. We immediately reported the incident to the Kudankulam police formally through a written petition.

    On August 23, 2013, two men from Idinthakarai (P.L. Anthony Santiagu and Walter Edwin, a former panchayat president) had pasted a poster thanking the KKNPP administration for donating Rs. 25 lakh worth fishnets to 50 men from our area. We found out that the above-mentioned men along with the pro-KKNPP bomber Kapoor (s/o Siluvai Anthony) had given some 50 names to the KKNPP administration and obtained the fishnets. Most of these beneficiaries are either from non-fishing villages or fishermen who do not engage in fishing at all. The above men sold these fishnets to a store at Nagercoil for a meager amount. It is learnt that some KKNPP officials, police officers and intelligence officials have worked hand in glove with these men for personal material gain.

    They also had the intention to divide the Idinthakarai community, incite violence between groups and to undermine the ongoing agitation against the KKNPP. Sensing this devious scheme, the Village Committee meeting had been called at 6 pm on August 23rd and the people decided to meet again at 10 am on August 24th. People discussed the dangerous designs of the above-mentioned anti-social elements and the patronage that they enjoy from some of the KKNPP officials, some police officers and intelligence officials. The village community decided to continue the meeting again at 10 am on August 25th.

    In order to abort the meeting and to protect themselves from the Rs. 25-lakh scam, the anti-social elements under the leadership of the KKNPP subcontractor Kapoor have hurled three powerful bombs in the village. Three women Mary (w/o Sebastian, age 75), Amali (w/o Nasren, age 70) and Lilly Pushpam (w/o Clement, age 58) had seen the bombers as they were walking towards the Lourdes Church. Many people who had gathered at the Velankanni Church near Tsunami Nagar also saw the culprits.

    The culprits live in a nearby village called Parameswarapuram and police personnel have been deployed to protect them. We are sure that these anti-social elements, the KKNPP officials, police and intelligence officers are all together hatching a dangerous conspiracy to undermine our struggle and to divert the national attention from the failed KKNPP Units 1 and 2.

    We appeal to the people of India and the larger world to keep an eye on us and to protect us.

    The Struggle Committee
    PMANE
    ========================================

    Last Update from Uday Kumar in this regard:
    -----
    The Koodankulam police have filed an FIR against some 65 of us (15 named and 50 unnamed accused; I am A1 along with Rayan, MiPa, Muhilan, Milton, Kebiston, Rajalingam etc.). I have a doubt though. How many people does it take to hurl 5 bombs? And how can a large group of 65 people do that simple task? Even lying requires some logic, doesn't it?
  • ইন্দ্রনীল | 127.194.***.*** | ২৭ আগস্ট ২০১৩ ০০:৫৯575695
  • এই খবরটা মিডিয়াতে সেভাবে আসেনি ... কুডানকুলামের ইদিনথাকারাই আর সুনামি নগর থেকে আসা একটি কাতর আবেদন। KKNPP subcontractor ৫০ লাখ টাকা ছড়িয়ে পেটো মারছে... হুমকি দিচ্ছে ... পুলিশ যথারীতি... যাক সে সব কথা .. ফেসবুকে DiaNuke group এ এটা পোস্ট করা আছে চাইলে ফলো করতে পারেন ... কপি পেস্ট করে দিলাম PMANE (People’s Movement Against Nuclear Energy) র স্টেটমেন্টটা।

    এর পরে পরেই উদয় কুমারের আপডেট থেকে জানা গেল পুলিশ ৬৫ জনের নামে এফ-আই-আর করেছে। ৫০ জনের নাম আছে ১৫ জনের নাম নেই। উদয় কুমারের স্টেটমেন্টটাও দিয়ে দিলাম। উদয় কুমার প্রশ্ন করছেন মিথ্যা বলতেও কি ন্যুনতম লজিক দরকার আছে?

    ==================
    People’s Movement Against Nuclear Energy
    Idinthakarai 627 104
    Tirunelveli District August 25, 2013

    A KKNPP subcontractor hurled country-made bombs at Idinthakarai

    On August 24, 2013 around 10:30 pm, four identified men hurled three country-made bombs at Idinthakarai and near the Tsunami Nagar here. People of Idinthakarai rang the Church bell and the village community congregated immediately. There are eye-witness reports that four pro-KKNPP men, Kapoor (s/o Siluvai Anthony, age 33), Socrates (s/o Siluvai Anthony, age 36), Lawrence (s/o Siluvai Anthony, age 38), and Sathip (s/o Bernard, age 22) exploded these bombs near the bus stop and at Tsunami Nagar in Idinthakarai. We immediately reported the incident to the Kudankulam police formally through a written petition.

    On August 23, 2013, two men from Idinthakarai (P.L. Anthony Santiagu and Walter Edwin, a former panchayat president) had pasted a poster thanking the KKNPP administration for donating Rs. 25 lakh worth fishnets to 50 men from our area. We found out that the above-mentioned men along with the pro-KKNPP bomber Kapoor (s/o Siluvai Anthony) had given some 50 names to the KKNPP administration and obtained the fishnets. Most of these beneficiaries are either from non-fishing villages or fishermen who do not engage in fishing at all. The above men sold these fishnets to a store at Nagercoil for a meager amount. It is learnt that some KKNPP officials, police officers and intelligence officials have worked hand in glove with these men for personal material gain.

    They also had the intention to divide the Idinthakarai community, incite violence between groups and to undermine the ongoing agitation against the KKNPP. Sensing this devious scheme, the Village Committee meeting had been called at 6 pm on August 23rd and the people decided to meet again at 10 am on August 24th. People discussed the dangerous designs of the above-mentioned anti-social elements and the patronage that they enjoy from some of the KKNPP officials, some police officers and intelligence officials. The village community decided to continue the meeting again at 10 am on August 25th.

    In order to abort the meeting and to protect themselves from the Rs. 25-lakh scam, the anti-social elements under the leadership of the KKNPP subcontractor Kapoor have hurled three powerful bombs in the village. Three women Mary (w/o Sebastian, age 75), Amali (w/o Nasren, age 70) and Lilly Pushpam (w/o Clement, age 58) had seen the bombers as they were walking towards the Lourdes Church. Many people who had gathered at the Velankanni Church near Tsunami Nagar also saw the culprits.

    The culprits live in a nearby village called Parameswarapuram and police personnel have been deployed to protect them. We are sure that these anti-social elements, the KKNPP officials, police and intelligence officers are all together hatching a dangerous conspiracy to undermine our struggle and to divert the national attention from the failed KKNPP Units 1 and 2.

    We appeal to the people of India and the larger world to keep an eye on us and to protect us.

    The Struggle Committee
    PMANE
    ========================================

    Last Update from Uday Kumar in this regard:
    -----
    The Koodankulam police have filed an FIR against some 65 of us (15 named and 50 unnamed accused; I am A1 along with Rayan, MiPa, Muhilan, Milton, Kebiston, Rajalingam etc.). I have a doubt though. How many people does it take to hurl 5 bombs? And how can a large group of 65 people do that simple task? Even lying requires some logic, doesn't it?
  • dd | 132.167.***.*** | ৩০ আগস্ট ২০১৩ ০৮:৪১575698
  • জমি টমি নিয়ে কথা হচ্ছিলো না? কে কোন দলে?

    তো, কাল ল্যান্ড বিল পাস হোলো পার্লিয়ামেন্টে। পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট দিলো কংরেস, বিজেপি আর সি পিএম। বিপক্ষে বলতে গেলে একা তৃনোমুল। সংসদের একমাত্রো নকুটে পার্টী।

    এক্ষাক্টলি এইরকমই হবার কথা ছিলো কিন্তু।
  • π | ০৩ এপ্রিল ২০১৪ ১৩:২০575700
  • আজ অন্য একটা লেখা পড়তে গিয়ে উদয়কুমারের এই বক্তব্যটা চোখে পড়ল। এগুলোর কোন উত্তর কি পাওয়া গেছে ?

    ..The Honorable Russian Ambassador should explain to Indians why his country and his country’s companies do not want to give any liability whatsoever for the Koodankulam reactors.

    If they are the best and the most perfect in the whole wide world, why can’t Russia offer the maximum and unlimited liability for the Koodankulam reactors? Why do they hide behind the secret IGA (Inter-Governmental Agreement) they signed with the Government of India in 2008?..

    http://www.theweekendleader.com/Causes/1016/Bold-declaration.html

    If the United States is so earnest in all its business dealings, why do they keep pressurizing the Indian politicians and bureaucrats to water down the Indian liability act?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন