এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাভ ম্যারেজ -অ্যারেঞ্জড ম্যারেজঃসুবিধা অসুবিধা

    b
    অন্যান্য | ৩০ জুন ২০১২ | ৪৭১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মৌ | 24.99.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:২০557340
  • ইসস, ঘরের শত্রু বিভীষণে পরিণত হলুম। নারদ নারদ।
  • শিবাংশু | 127.197.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:২৪557341
  • মৌ, এটা নিয়ে একটা সিরিয়াল হউক...
  • kumu | 132.16.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৪:৫৮557342
  • যদি মৌএর লেখা এটি সত্য ঘটনা হয়,তবে পাত্রকে মোটেই পছন্দ হল না,অকারণে অনেক মানুষের হেনস্থা হল।
  • মৌ | 24.99.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৩৯557343
  • শিবাংশু দা, গুড আইডিয়া। অনেক দিন ধরে বড় লেখার শখ জেগেছে, কিন্তু কি লিখবো মাথায় আসছে না। এক খ্যান 'দাদা বউদি' সিরিজ লিখি। :)

    কুমু দি, সত্যি ঘটনা। আর হেনস্থা মানে...!! বউদির সাথে আমার ছোট বেলার থেকে পরিচয়, দাদার কৃর্তীতে তার সাথে আমার কথা বোলতে চরম লজ্জা পেতাম। মে-জুন মাস রাতে ঘুমাতে পারতাম না। তবে কি জানেনতো, তারা ছোটবেলার বন্ধু, দু'জন দুজনকে টাকলু অবস্থা থেকে দেখছে। ১৬/১৭ বছরের প্রেম জীবনে প্রায়ে হাজার বার তাদের ব্রেক আপ হয়ছে। বিয়ের পর ২৪ ঘণ্টার ভিতর ৬ ঘণ্টা ঘুম বাদ দিয়ে প্রায়ে ১২ ঘন্টা ঝগড়া। মাঝে মধ্য আমি নিজে গিয়ে দাদা'কে উত্তম মধ্যম শুনিয়েছি। সে তেড়ে আসেনি, ৫ বছরের বাচ্চা ছেলে রেগে গেলে যে ভাবে থাকে, সেও সে ভাবে গুম হয়ে থাকে। তবে মজার ব্যাপার, সকাল বেলা ঝগড়া হয় বউদি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যায় (৩০ সেকেন্ডের রাস্তা) সন্ধ্যা বেলা আবার ব্যাগ নিয়ে ফিরে আসে। বোলতে পারেন, আজাব প্রেম'কি গাজাব কাহানি। :)
  • raatri | 24.99.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:১১557345
  • বাড়ি থেকে হাঁটাপথ স্কুল।কিন্তু মাঝে বড়ো রাস্তা।আমি ক্লাস ওয়ান।বাবা মায়ের আপিসের তাড়া।ঘরে ছোটো বোন।কাছাকাছি পাড়া ঘুরে ঘুরে বাচ্চাদের নিয়ে যাওয়ার এক মাসি পাওয়া গেল।নামেই মাসি,আসলে যুবতী।বয়স??মাপ কইরেন,তার বয়স বোঝার বয়স আমার তখন হয় নাই।

    দিব্যি নাচতে নাচতে তার সাথে যাই,আসি।কেউ ছাড়ে,কেউ বা নতুন জোটে।এক সময় এমন হল ফেরার পথে আমি একা।রাস্তায় তখন জুটে যায় একটা কাকু।বিচ্ছিরি দেখতে।রোগা,দাঁত উচুঁ।মাসিও খুব রোগা।শান্ত।সুতির শাড়ি পরা,তেল মেখে এক বিনুনি,ঘোর কৃষ্ণাঙ্গী।দিন কয়েক পরে মা খেয়াল করল আমার একটা খাতার শেষের পাতা অর্ধেক ছেঁড়া।অন্যায়!!এই কাজটিতে মায়ের মানা ছিল চিরকাল।কিন্তু আমি-ই বা কি করি?মাসি যে বলেছিল একটা পাতায় স্কুলের নাম লিখে দিতে।মাসির কথার অবাধ্য হব কি করে?মা তো অবাক।মাসি তো রোজ স্কুলে যায়ই,সে নাম জানতে চাইবে কেন?ওফ,মা না কিচ্ছু বোঝে না।মাসি কি নিজের জন্য বলেছে নাকি?ওটা তো কাকুর জন্য।কাকু!!!কে কাকু???(মায়ের চোখ বোধহয় উত্পল বাবুর মত গোল হয়ে ওঠে)ঐ যে ছুটির সময় যে আমাদের সাথে আসে।মায়ের মাথায় সরাসরি বাজ।তার কয়েকদিন পর থেকে যাতায়াতের অন্য ব্যাবস্থা।

    এগারোয় পড়ি তখন।কলেজে।ওমা!!বায়োলজি প্র্যাকটিকাল-এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট সেই কাকুটা না??একদম সেরকমই আছে।আমি তো সাইজে বেড়েছি অনেকটা,আমায় চিনতে পারেনি।তাছাড়া তখন কি আর আমার দিকে চোখ থাকতো??বারোয় পড়তে একবার কি কারণে দল বেঁধে কাকুর কোয়ার্টারে হানা দিতে হল।কলেজ ক্যাম্পাসেই,পাঁচিল ঘেঁসে ওদের থাকার দোতলা বাড়ি।।টানা বারান্দা।একেক পরিবারের একটা করে ঘর।কাকুরটা একদম শেষ ঘর।বারান্দার শেষটুকু ঘিরে রান্নার ব্যাবস্থা করা।আর সেখানে জমিয়ে রান্না করছে আমার সেই মাসি।লিখতে লিখতে যার নাম মনে পড়ল,শেফালি।
  • de | 190.149.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:১৪557346
  • দারুণ! রাত্রি!

    মৌ এর গপ্পোও খুব ভালো -- শুধু পাত্রকে ভাল্লাগেনি!
  • শ্রাবণী | 127.239.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:১৯557347
  • সত্যি করে কাউকে ভালোবাসলে তার মান অপমানের খেয়াল থাকেনা, এ আবার হয় নাকি! মৌয়ের গল্প ভালো, কিন্তু গল্পের সত্যি টা খুব অপছন্দ করলাম!
  • kiki | 69.93.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:৩৫557348
  • আমিও একটা গপ্প বলবো। আমার বাবার মামাবাড়ীর দাদুর গপ্প। তো দাদুর নাম জ্ঞান চাটুজ্জে। দত্তপুলিয়ার পুরানো লোকেরা এখন ও চিনবে হয়তো সে নাম। সে সময়ের ক্ষমতাসম্পন্ন আর অবস্থাপন্ন ফেমিলি।:P

    তো সেই সময় জ্ঞান দাদু দিদাকে দেখে পছন্দ করে ফেলেছে, আর সেটা কি করে বলবে , তাই গিয়ে গোঁসা ঘরে খিল দিয়েছে। তো সবাই জেনে টেনে তো বিয়ের ঠিক করে ফেলেছে। এদিকে তখন দুরন্ত গরম। আর যেদিন বিয়ে সেদিন দুপুর থেকে তুমুল বৃষ্টি। ব্যস ! সবাই আরাম করে ঘুমিয়ে পড়েছে। আর জ্ঞান দাদুর ঘুম নিয়ে প্রচুর গপ্প আছে। আমি তার যোগ্য প্রনাতনী।

    তো সে যাই হোক! গাঁ ঘরে বিয়ের লগ্ন চলে যায়, বর আসে না দেখে ডাক খোঁজ শুরু হয়। যখন গিয়ে দেখে যে বর ঘুমুচ্ছে, তো তাকে যখন জিগানো হয়েছিলো, যে, অ দাঠাকুর লগ্ন বয়ে যায়, বে করতে যাবা না? তার নাকি উত্তর এসেছিলো, কাল ও তো বিয়ের লগ্ন আছে। অবিশ্যি এ ইয়ার্কি যে লোকজন সহ্য করেনি, তুলে নিয়ে চলে গেসলো, সে তো অন্য গল্প। ঃ)
  • মৌ | 24.99.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:৩৫557349
  • শ্রাবণী দি, মান অপমানের খেয়াল আছে, আর এই মান অপমান নিয়ে মানে, বউকে অপমানের হাত থেকে বাঁচাতে একবার সে যে কি ঝগড়া...!! বাড়িতে শনি পুজো করতে হয়ছিল...।
  • মৌ | 24.99.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:৪১557350
  • কিকি, (দা বোলব না দি বোলব না বুঝে দুটোই বললাম)

    আমার দাদার বিয়ের রিসেপসানের দিন বউদি সাজুগুজু করে হল'এ চলে গেছে, আত্মীয়দের আপ্যায়ন করছে, আর তখনও দাদা না ডেকে গুমাচ্ছে। জল ঢেলে ঘুম ভাঙিয়েছিলাম। :(
  • kiki | 69.93.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:৪১557351
  • মৌ খুব খিউট তোমার দাদা আর বৌদি। সবাইকে এক ছাঁচে ফেলে বিচার করা যায় নাকি? :P
  • kiki | 69.93.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:৪২557352
  • সেরেছে! দিদি.............. ঃ)
  • মৌ | 24.99.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:৪৫557353
  • ওকেস...
  • শিবাংশু | 127.197.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:৫০557354
  • মৌ,

    সে বড়ো সুখের সময় নয় ....

    আমরা , মানে খোট্টার দেশের লোকজন, চিরকাল বুঝতে চেয়েছি ( কিন্তু পারিনি), কী করে বঙ্গদেশে শিশুরা ল্যাক্টোজেন ভালোভাবে ছাড়ার আগেই প্রেমযমুনায় হাবুডুবু খেতে শুরু করে। এখানেই একজন জানিয়েছিলেন তিনি সাতাশ বছর বয়সে বিবাহ করেছিলেন সাড়ে তেইশ বছর প্রেম করার পর ( বাবু যাদব চন্দ্র চক্রবর্তীর পাটীগণিত বই ফেল মেরে যাবে)। তা শেষে সান্ত্বনা পেতুম এই ভেবে যে মহাপ্রভুর দেশে প্রেম দেওয়াটাই কাজ, বাকি সব বাতুলতা। পরজন্মে ওখানেই জন্মাবো। আশা করি ততোদিনে হীরকরাণী বিদায় হবেন।

    বিবাহের পর ততোদিনই লোকে ল্যাম্পপোস্টকে দেখেও পদ্য লেখে, যতোদিন প্রাণে প্রেম' থাকে। আমাদের পার্ল্যান্সে বলে 'জব তক ভাঁজাই চলি, তব তক তোহার চলতি বাঢ়। ভাঁজাই গইল তো জিন্দগি নর্ক বা'। এই 'ভাঁজাই' মানে এক ধরনের কথোপকথন , যেখানে স্বামীটি স্ত্রীকে বোঝাবে সেই আসল চুলবুল পাঁড়ে আর স্ত্রী বলবে যে সেই আসল ক্যাট। এই সব কথা যতোদিন শান্তিপূর্ণভাবে বিনিময় হবে ততোদিনই দেব সাহিত্য কুটিরের মধুচন্দ্রিমা সিরিজ। তার পর কী হয় তা সব শ্যামলালই জানে। যারা ষোলো-সতেরো বছর ধরে এইসব চালিয়ে যাচ্ছে তাদের জীবনে আর কী বাঁচলো? ভারত সরকার তাঁদের জেড ক্যাটেগরি সুরক্ষা দিন।

    আপনি শুরু করুন, আমরা হাত জোড় করে বসি। ঃ-)
  • kumu | 132.16.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:৫৮557357
  • ম্মোটেই না,আমার শ্যামলালের কোন সুরক্ষার প্রয়োজন হয় না
    নেহাৎ টেইম নাই,নইলে আরো লিখতুম।।
  • কৃশানু | 226.113.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৭:১৮557358
  • বাহ বাহ, আমার ভাঁজাই চালাবার কোটা অনেকখানি বাকি!! ভেবেই মজা!!
  • dukhe | 212.54.***.*** | ১৬ জানুয়ারি ২০১৩ ১৮:০৫557359
  • ছোটবেলায় শোনা যায় বড়রা প্রেম করে, বড় হলে শোনা যায় ছোটরা।
    প্রথমে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই।
  • Yan | 161.14.***.*** | ১৭ জানুয়ারি ২০১৩ ০৮:০১557360
  • শিবাংশু, সাড়ে তিন বছর বয়স থেকে সেই ব্যক্তি প্রেম করতে শুরু করেছিলো!!!!! আর আর ---ইয়ে মানে প্রেমপাত্রীটি কি তখন সদ্য জন্মেছে নাকি তখনো ---ওরে বাবা! এ যে ছায়া অনিরুদ্ধ কাহিনি, মানে গতজন্ম থেকে প্রেম চালিয়ে চলেছে!!!!
    এসব হোলো গিয়ে এপিক ব্যাপার! ঃ-))))
  • Yan | 161.14.***.*** | ১৭ জানুয়ারি ২০১৩ ০৮:০৮557361
  • মৌয়ের গল্পের সেই প্রথম পাত্রটি কেন যে বিয়ের কথা শুনেই আপত্তি করছিলো আর দূরে দূরে চাকরি করতো সেটা একটা প্রশ্ন বটে। হয়তো বেচারা ঘাবড়ে গেছিলো বা ভয় পেয়ে গেছিলো। ভয় পাবার কথা তো বটেই। বিশ্বাস না হলে দুখেদাকে জিগান। ঃ-)
  • tania | 27.246.***.*** | ১৮ জানুয়ারি ২০১৩ ০৬:০২557362
  • আমিও বিয়ের গল্প বলব। আমার এক কলেজতুতো দাদার।

    যদুপুরে কম্পু পড়ত। নিপাট ভালো ছেলে, ইন ফ্যাক্ট যদুপুর থেকে ওরকম ছেলে কি করে বেরোয় সেটাই আশ্চর্য্যি। পাশ টাশ করে দাদা চাকরি করে। বছর দুই পর মা জিগায়, হ্যাঁরে, বিয়ে শাদি করবি না? দাদা বলে, তোমরা যা ভালো বোঝো। মা বলে, তা তো বটেই, তোর পছম্দ করা আছে কেউ? না, তোমরা যা ঠিক করবে।
    তো, কাগজে বিজ্ঞাপন দেওয়া হল। কদিন বাদে মা এক গাদা চিঠি-ছবি ছেলেকে দিয়ে বললেন দেখ, কাউকে পছন্দ হয়? দাদা লজ্জা লজ্জা করে একটা ছবি পছন্দ করে দিল।
    ব্যাস, এর পর লাখ কথা, দেখাশোনা। আর যা যা হয়। দেখা গেল মেয়েও যদুপুরের প্রোডাক্ট। আর্কিটেক্চার। দাদার থেকে দু বছরের জুনিয়র। অর্থাৎ পাত্র পাত্রি দুজনেই একই সময়ে একই বিল্ডিঙে ক্লাস করেছে কয়েক বছর। অথচ তাদের দাবী, তারা দুজন দুজন কে চেনেনা। কোনোদিন দেখেনি। পাত্র পাত্রি দুজনের বাড়ির লোকই চোখ মটকে মেনে নিয়েছে সে কথা। তারা জানে এটি নিয্যস প্রেমজ বিয়ে, যদিও দাদা-বৌদি মনে প্রাণে জানে ওদের বিয়েটা নির্ভেজাল অ্যারেন্জড।
  • kaataakutu | 75.82.***.*** | ১৯ জানুয়ারি ২০১৩ ০৩:২৬557363
  • একটা ছেলে আর একটা মেয়ে দু জনে লুকিয়ে লুকিয়ে প্রেমাতো। একদিন দুজনে ধরা পড়ে গেলো মেয়েটির বাবার সামনে। মেয়ের বাবা পুলিশ অফিসার। ছেলেটিকে সটান রাস্তা থেকে তুলে থানায় এনে বলে” তোমার এত্ত বড়ো সাহস? আমার একমাত্র মেয়ের সাথে প্রেমাচ্ছো”? এখুনি বিয়ে করো আমার মেয়েকে না হলে ২৫ বছরের জন্য জেলে ভরে দেবো”!
    অগত্যা ছেলেটি বিয়ে করে। গতো ২৩ নভেম্বর নাকি তাদের বিয়ের ২৫ বছর পুর্ন হোলো। বিশাল পার্টি তে উপস্থিত অভ্যাগতদের ছেলেটি বল্লো “ শ্বসুর মশাইয়ের দ্বিতীয় শর্তটি মেনে নিলে অন্তত আজ থেকে আমি স্বধীন হতে পারতাম!
  • Yan | 161.14.***.*** | ১৯ জানুয়ারি ২০১৩ ০৩:৩৪557364
  • আহা শ্বশুরমশাই নিজেও তো যাবজ্জীবন কারাদন্ড পেয়েছেন, এখন বরং সমব্যথী পেলেন একজন। ঃ-)
  • Tim | 12.133.***.*** | ১৯ জানুয়ারি ২০১৩ ১০:৪৯557365
  • রাত্তিরদির গল্পটা দারুণ। পড়ার পরে খতিয়ে দেখলাম ঘটনাটা সামান্য, শুধু লেখার স্টাইলে অমন খোলতাই হয়েছে।
  • | 120.225.***.*** | ১৯ জানুয়ারি ২০১৩ ১১:০৫557366
  • দুখে দা ঃ)))
  • raatri | 24.99.***.*** | ১৯ জানুয়ারি ২০১৩ ১৯:০০557368
  • টিম্ভাই,
    থেংকু!!
  • kumu | 132.16.***.*** | ১৯ জানুয়ারি ২০১৩ ১৯:০৮557369
  • আমারো শেফালিমাসির গল্প বেশ লাগল,দুটি সাধারণ মানুষের অসাধারণ গল্প।ভাগ্যিস ইশকুলের পথে বড়রাস্তা ছিল।
  • raatri | 24.99.***.*** | ১৯ জানুয়ারি ২০১৩ ১৯:২০557370
  • কুমুদি,
    ঃ))
  • aka | 85.76.***.*** | ১৯ জানুয়ারি ২০১৩ ২০:৪৪557371
  • দেখুন এ সম্বন্ধে কোন আনবায়াসড মতামত দিতে হলে দুই দিকেই একটা ঠিকঠাক অভিজ্ঞতার দরকার হয়। যদি চান সেরকম হোক, তাহলে ভলান্টিয়ার লাগলে বলবেন। দেখা যাবে।
  • মৌ | 24.99.***.*** | ১৯ জানুয়ারি ২০১৩ ২০:৫৮557372
  • আমার সেজো মামার হ্যাপিলি ট্রাজিক বিয়ে--
    বাড়ির দু'বোন। বড় বনের সাথে মামা পড়তো স্কুলে। মনে মনে খুব পছন্দ, কিন্তু মুখ ফুটে বড় বন'কে কিছুই বোলতে পারেনি। মামা প্রায় রোজ তাদের বাড়ি যেত, চকলেট বা কার্ড, ফুল কেনার পয়সা মামার ছিল না। মামাবাড়িতে বিশাল বড় বাগান ছিল, নারকোল আম, জাম, কাঁঠাল, পেয়ারা এই সব হত। মামা বাগান থেকে ঐ সব চুরি করে লুকিয়ে নিয়ে যেত আর তার বাবা মা'কে গিফট দিত। মানে শ্বশুর শাশুড়িকে পটাবার চেষ্টা। কিন্তু দুঃখের ব্যাপার ছিল বড় বোন কোন দিনও মামাকে পাত্তা দেয়নি আর আনন্দের ব্যাপার ছোট বোন মামার প্রেমে পড়ে গেলো। বড় বনের বিয়ে হয়ে গেলো অন্য জায়গায়ে, আর ছোট বনে সাথে প্রায় ২০ বছর হতে চলল মামার সাংসারিক জীবন...।
  • | 37.57.***.*** | ১৯ জানুয়ারি ২০১৩ ২২:৩২557373
  • বোঝো!! ঃ))

    একে বলে প্রোবালিস্টিক অ্যাপ্রোচ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন