এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.***.*** | ৩০ নভেম্বর ২০১১ ২০:৪১500042
  • ও আচ্ছা অস্বস্তি। তা নিয়ে কি করা যাবে।
  • T | 14.139.***.*** | ৩০ নভেম্বর ২০১১ ২০:৪৮500043
  • @আকা, দূর দূর, হীরে তো আমি পরেছিলাম মশায়, কিস্যু হয়নি। পরে ভেবে দেখেছিলাম, গাইডকে পরালেই কাজ হতো বোধহয়।
  • rupankar sarkar | 14.99.***.*** | ৩০ নভেম্বর ২০১১ ২১:৩৭500044
  • দুখে - একটি প্রশ্ন করেছেন, আমি অনেকক্ষণ পরে হাজির তাই ডিলেড রেসপন্স। হোমিওপ্যাথি এবং জ্যোতিষ, এই দুটৈ চর্চা করার জন্য কোনও জয়েন্ট এন্‌ট্‌র্‌যান্স নেই। তাই যার ইচ্ছে সে-ই ঢুকে পড়তে পারে। তবে হোমিওপ্যাথের অবশ্য প্ল্যাসিবো এফেক্ট হোক আর যা-ই হোক, অসুখ সারিয়ে দেখানোর কিছু দায়িত্ব থেকে যাচ্ছে, নিদেনপক্ষে কিছু প্রতিশত। ওদিকে জ্যোতিষবাবু তো ভবিষ্‌য়্‌ৎ বলছেন, তাই অনেক পরে বোঝা যাবে মিলবে কিনা, এখানে চান্স কিন্তু অনেক বেটার, ৫০% ( মেলা/না-মেলা)।

    আমি যৌবনে কিছুদিন ঘেঁটেছিলাম, এই ফোরামে অত বিশদে বলা সম্ভব নয়, তবে এ টুকু বলি, ক্লাস টু/থ্রি-র বাচ্চা যদি ইন্টিগ্রাল ক্যালকুলাস করতে গিয়ে ধ্যাড়ায়, তবে দোষটা তার, অঙ্কের নয়। যাঁরা প্রোফেশনালি জ্যোতিষী সেজে বসে থাকেন, তাঁরা অধিকাংশই ভন্ড এবং মূর্খ। যে কোনও জিনিষ ইনডাকশন বা ডিডাকশন প্রক্রিয়ায় প্রমাণিত হলেই তা বৈজ্ঞানিক। জ্যোতিষও তাই।
  • aka | 168.26.***.*** | ৩০ নভেম্বর ২০১১ ২১:৪৭500045
  • মানে কি? জ্যোতিষ ঠিক শুধু লোকে ঠিকমতন কষতে পারছে না বলে ঠিক হচ্ছে না?

    তাইলে একটু ব্যাখ্যা চাইব। আপনার এমন মনে করার কারণ কি?
  • rupankar sarkar | 14.99.***.*** | ৩০ নভেম্বর ২০১১ ২১:৫১500046
  • লোকে ঠিকমত কষতে পারছেনা তো বটেই। ঐযে, আগেই বললাম, যার ইচ্ছে, ঢুকে পড়ছে, মেরিট ছাড়াই। ব্যাখ্যা দেব ? অনেকের কাছে বোরিং ঠেকবে কিন্তু -
  • aka | 168.26.***.*** | ৩০ নভেম্বর ২০১১ ২১:৫৩500047
  • আরে দিন না। বোরিং ঠেকলে লোকে দেখবে না মিটে গেল। আমি পড়ব।
  • umesh | 80.254.***.*** | ৩০ নভেম্বর ২০১১ ২২:০২500048
  • জ্যোতিষশাস্ত্র কে scientific বলার বেশ একটা জনপ্রিয় প্রচলন আছে। অনেকেই বলে এর প্রমান-ও আছে, কিন্তু দু:খিত সে জানে না।
    তাই কোনো দিন জানা হোলো না।
    এবার rupankarবাবু আপনি বলুন।
  • rupankar sarkar | 14.99.***.*** | ৩০ নভেম্বর ২০১১ ২২:৫০500049
  • উমেশবাবু, এমন লোক পেয়েছেন নাকি, যে বলে প্রমাণ আছে, কিন্তু আমি জানিনা কি প্রমাণ ? ইন্টারেস্টিং তো । হ্যাঁ আকা-র কথায় আসি। প্রথমেই একটা ক®¾ট্রাভার্সিয়াল কথা বলি, কলকাতা ইউনিভার্সিটি শুনেছিলাম Astrology ( Astronomy নয় )-র ওপর একটা ডিপ্লোমা/ডিগ্রী চালু করেছে বেশ ক'বছর হল - শুনেছেন নাকি ? তাও আবার কম্যুনিস্টদের আমলে। যাক, যে কথা বলছিলাম, ঐ যে যোগ্য অযোগ্যর কথা বললাম, তার অর্থ হল, শুধু আই কিউ বা অ্যাপ্টিচিউড থাকলে হবেনা, দেখতে হবে লোকটা ব্যালান্সড কিনা। আই কিউ ওয়ালা ছেলে আই আই টিতে যেতে পারে, কিন্তু এখানে না। পুরাকালে বড় জ্যোতিষীরা কিন্তু ডাইনাস্টি সিস্টেমে যেতেননা, তাহলে তো নিজের ছেলেকেই সব শিখিয়ে দিতে পারতেন, তাঁরা শিষ্যদের মধ্যে খুঁজতেন ব্যালান্সড কে - তাকে যা বলার বলে যেতেন অন্তিম কালে। উদাহরণ -

    আমি যা নিজের চোখে দেখেছি, তাই বলছি, আমার মুখের কথাকে প্রমাণ ধরা ছাড়া আপনার অপশন নেই । কেস নম্বর এক -উত্তর কলকাতার কোনও এক লেবিরিন্থিক গলিতে তিনি থাকতেন, আমরা কাকা বলে সম্বোধন করতাম। বিরাট পোস্টে চাকরী করতেন, চুরির অপবাদে চাকরি গেছিল। লোকে বলে, অপবাদ নয়, সত্যি। তিনি দারুন ভবিষ্‌য়্‌ৎ বলতেন, সব ফলতো ( যতদূর মিলিয়ে নেবার সুযোগ পেয়েছি) কিন্তু শুধু অঘটন। অ্যাকসিডেন্ট, মৃত্যু ইত্যাদি তো তারিখ পর্যন্ত মিলে গেছে। মজার কথা হচ্ছে, চাকরী পাওয়া, প্রোমোশন, বিবাহ, সন্তানের জন্ম ইত্যাদি যাকে যা বলেছেন, তার পাঁচ পারসেন্টও মিলতোনা।

    কেস নম্বর দুই, আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, কেবি। শখের জ্যোতিষী, প্রফেশনাল নয়, লোককে ডেকে ডেকে ভবিষ্‌য়্‌ৎ বলত। কাউকে হয়ত বলল বছর পাঁচেকের মধ্যেই তোমার নিজের বাড়ি হচ্ছে। লোকটি পরের বছর মারা গেল।

    আমরা, যারা নিজেরাও একটু আধটু ঘাঁটাঘাঁটি করতাম, এই নিয়ে হাসাহাসি করতাম, কেননা, প্রথম জন শনির জাতক, মারাত্মক পেসিমিস্ট, শুধু খারাপটাই দেখতে পান। আর কেবি বেচারা বৃহষ্পতির জাতক একশো ভাগ অপ্টিমিস্ট। এদের কারোরই ব্যালান্স নেই, জ্যোতিষচর্চা এদের বিষয় নয়।

    ঐ যে মাঙ্গলিক লিখছিলেন কেউ একটু আগে, ওটা বাঙালিদের টার্ম নয়, আমরা বলি 'রিষ্ট' বা ভৌমদোষ। মঙ্গল বারে জন্মের সঙ্গে মাঙ্গলিকের কোনও সম্পর্ক নেই। যার হরোস্কোপে সেভেন্থ হাউসে বা সপ্তম স্থানে মঙ্গল আছে, তারই ভৌমদোষ। সপ্তম স্থানটি স্পাউসের। এবার সেই কাকা বা কেবির হাতে পড়লে সেই জাতক বা জাতিকার সমূহ বিপদ। আসলে তার স্পাউসের যদি মঙ্গল বেনিফিশিয়াল প্ল্যানেট হয়, তবে এই বিয়েতে ক্ষতি তো নেই উলটে দারুণ লাভ। এবার বেনিফিশিয়াল কিনা দেখতে গিয়ে বহু পারমুটেশনের অঙ্ক করতে হয়, বড়ই জটিল। যাদের অত দম নেই, তাদের ও পথে না যাওয়াই ভাল।

    কি? অ্যাডিকোয়েটলি বোর হলেন তো ?
  • siki | 122.177.***.*** | ৩০ নভেম্বর ২০১১ ২৩:৪৩499935
  • তা হলাম।
  • pi | 128.23.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ০০:০৪499936
  • টেস্ট।
  • aka | 168.26.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ০০:১০499937
  • গেল গিয়ে?
  • aka | 168.26.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ০০:১৩499938
  • নাও হোয়াট?
  • santanu | 92.99.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ০০:১৬499939
  • ধুস্‌স্‌স্‌স্‌স
  • rimi | 168.26.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ০০:২৪499940
  • এই যে কাকা, যিনি সবরকম অঘটন আগে থেকে দেখতে পেতেন, নিজের যে চাকরি যাবে এইটা আগে থেকে বুঝতে পারেন নি? যদি আগেই জানতে পেরে থাকেন, তাহলে সেটা প্রিভেন্ট করার চেষ্টা করেন নি কেন? আগে থেকে ভবিষ্যৎ জেনে লাভ কি যদি অঘটন ঠেকানো নাই যায়?

    আর যদি নিজের জীবনের ভবিষ্যৎ (অঘটন, যাতে এঁর বিশেষ ব্যুৎপত্তি) নিজে না জানতে পারেন, তাহলে কেমন জ্যোতিষ ইনি? খুবই ভুলভাল ব্যপার।
  • rupankar sarkar | 14.96.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ০০:২৮499941
  • 98 এর পর 105 পর্যন্ত কমেন্ট চলে গেল, কিন্তু আটানব্বইএর পর কিচ্ছু পড়তে পারছিনা। তিন রকম কানেকশনে চেষ্টা করলাম, কিছুই হচ্ছেনা। আপনারা কিভাবে পড়ছেন তাও জানিনা। সিকি খানিক গাল দিয়েছেন একবার মুহূর্তের জন্য পড়েছিলাম। Abullinchinashop ? ইচ্ছে করেই টপিকটা এড়িয়ে যেতে পারতাম, 'যেতে পারি, কিন্তু কেন যাব' আমি স্ট্যাচু অফ লিবার্টি দেখিনি, শুনেছি আছে। ছবিও দেখেছি। নিজের চোখে দেখিনি অবশ্য। জ্যোতিষ শাস্ত্র নিয়ে সাকসেসফুলি ফোরকাস্ট করনেওয়ালা লোক দেখেছি, নিজের চোখে। আপনাদের মানতে বলিনি, আমি মানি, শাস্ত্রটা পড়তে জানলে পড়া যায়।
  • Ramkrishna Bhattacharya | 223.223.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ০০:৩৩499942
  • #২৪৭৭;#২৫০৮;#২৪৭৮; #২৪৭০;#২৫০৭;#২৪৮৭;- #২৪৮২;#২৪৩৪;, #২৫৩৮;#২৪৮০;#২৫০৯;#২৪৬৯; #২৫৪১;#২৪৭৮;, #২৫৪২;#২৪৭৮;, #২৫৩৫;#২৫৩৬;#২৪৮৬;#২৫০৩; #২৪৭৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৪৮২; #২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৪৮২;#২৫০৩;#২৪০৪;#২৪৫৩;#২৪৮০;#২৫০৯;#২৪৫৩;#২৪৬৩;, #২৪৮৮;#২৪৯৫;#২৪৩৪;#২৪৮৯;, #২৪৭৮;#২৪৯৬;#২৪৭২;, #২৪৭৮;#২৫০৩;#২৪৮৭;, #২৪৭১;#২৪৭২;#২৪৯৭; #২৪৮২;#২৪৫৫;#২৫০৯;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৬০;#২৪৯৪;#২৪৬৮;#২৪৫৩;/#২৪৬০;#২৪৯৪;#২৪৬৮;#২৪৯৫;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৭;#২৫০৮;#২৪৭৮;#২৪৭০;#২৫০৭;#২৪৮৭; #২৪৫৪;#২৪৬৭;#২৫০৯;#২৪৬৫;#২৪৭২; #২৪৮৯;#২৫২৭;#২৪০৪;
    #২৪৭৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৪৮২;#২৫০৩;#২৪৮০; #২৪৩৭;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯; #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৭৭;#২৫০৮;#২৪৭৮;#২৪০৪;

  • ekhane keu likhben na | 128.23.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ০০:৩৪499943
  • Umesh | 82.9.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ০১:০৩499944
  • ডারুন হচ্ছে, চালিয়ে যান। আঅমি বেশ আগ্রহ সহকারে পড়ছি।
  • dukhe | 122.16.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ১০:১৮499946
  • চলুক চলুক । মাঙ্গলিক আর ভৌমদোষ দুটোই তাহলে এক ।
    বৈজ্ঞানিক, গণতান্ত্রিক, সেকুলার - কিচ্ছু হওয়ার দরকার নেই । মিললেই চলবে ।
  • dukhe | 122.16.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ১০:২১499947
  • চলুক চলুক । মাঙ্গলিক আর ভৌমদোষ তাহলে একই ।
    বৈজ্ঞানিক, গণতান্ত্রিক, সেকুলার কিচ্ছু হওয়ার দরকার নেই । মিললেই চলবে ।
  • ei Toite keu posT karben na | 72.83.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ১০:২৬499948
  • umesh | 80.254.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:১৫499949
  • বেশ ভালো হচ্ছে, চালিয়ে যান rupankarবাবু। আমি বেশ আগ্রহ নিয়ে পড়ছি।

  • jhumjhumi | 117.194.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:০৬499950
  • আমি একজনের একটা গল্প বলি (অবিশ্যি আমি লিখলেই দেখি সেই টই টা ভ্যানিশ হয়ে যায়,যাকগে হলে হবে)।
    একটি মেয়ের মা ভীষণ জ্যোতিষ বিশ্বাসী ছিলেন। তাঁর জ্যোতিষের চোটে মেয়ের পাঁচ বছরের পাকা প্রেমটা কাঁচি হয়ে যায় (সেটা অবশ্য ভালই হয়েছিলো)। কি না ছেলে আর মেয়ের গণে মিলছে না! এবার মেয়ের যখন বিয়ে ঠিক হল অন্য পাত্রের সাথে,তখন জানা গেলো এই পাত্রের কুষ্ঠী ঠিকুজি কিছু নেই,তাদের বাড়িতে কেউ এসব মানে না, কিন্তু পাত্রটি মেয়ের বাপ-মায়ের কাছে হীরের টুকরো। মজার কথা হল, মেয়ের মা এখানে ঠিকুজি না মিলিয়েই মেয়ের বিয়ে দেন। আর যত দূর জানি, ওরা ভালই আছে।

  • jhumjhumi | 117.194.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:১৩499951
  • যা: কলা! আমার পোস্টটা কোথায় গিয়ে পড়ল।
  • de | 180.149.***.*** | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:১৪499952
  • জ্যোতিষ-শাস্ত্রে অংকও কষতে হয় বুঝি -- কত্ত কিছু জানা বাকি!

    একটা ছোট গল্প ছিলো না এই রকম পেসিমিস্টিক এক ভনক জ্যোতিষির -- শুধু খারাপ প্রেডিকশন মিলতো যার, বউ পালিয়ে যাবে জেনেও মায়ের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছিলো ইত্যাদী! নাম মনে পড়ছে না গল্পটার। অনেক পুরনো দেশ-এর গল্প।
  • Shubha | 59.93.***.*** | ০৪ ডিসেম্বর ২০১১ ১৩:১৩499953
  • বোর হচ্ছি না , কিন্তু যুক্তি খুজে পাওয়া জাচ্ছে না। গননাই যদি হবে তবে এক এক জনে এক এক রকমের ফলাফল আসবে কেন? কোন scientific calculation e তা হয় না সাধারানত। interpretation আলাদা হতে পারে তবে খুব আলাদা হবে না। আকাশ পাতাল ফারাক থাকবে না। যা হক আপনি লিখে জান, আমরা পড়ছি। ।
  • Deb | 125.22.***.*** | ০৫ ডিসেম্বর ২০১১ ২১:২২499954
  • ইন্দ্রনীলবাবু, একটা অনুরোধ, দয়া করে বাঙ্গালীরা বিরাট 'কালচারড' আর বাকি ভারতীয়রা 'আনকালচারড' এই মারাত্মক ভ্রমটি ত্যাগ করুন। একট জাতি কতটা সংস্কৃতিমনস্ক সেটা তাদের লোকাচার দিয়ে বিচার হয় না, হয় তাদের কর্মপটুতা এবং সৃষ্টিশীলতা দিয়ে। বঙ্গভাষীর কর্মদক্ষতা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। সৃষ্টিশীলতা? ৯ কোটি কুড়ি লক্ষ মানুষের বাস এই রাজ্যে। জার্মানীর চেয়ে বেশী। গত এক বছরে আমাদের সৃষ্টির খতিয়ান এই - চারটে মোটমুটি ভদ্রস্থ সিনেমা। গোটা পঞ্চাশেক উপন্যাস এবং সেই অনুপাতে কবিতা, ছোটগল্প ইত্যাদি। সবকটাই গুণগত মানে 'মাঝামাঝি'। সায়েন্স? কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি দিনগত পাপক্ষয় করেছে। পেপার ছাপিয়েছে, সেমিনার করেছে। কোন নতুন আবিস্কার? শূন্য। কোন রোগের অধিক কার্যকর
    ওষুধ? না। এরপরেও চেঁচিয়ে যাব - "দক্ষিণ এশিয়ার সবচেয়ে কালচারড জাতি"। কালচারের মাপকাঠিটা কি?

    দয়া করে এখানে বিদেশে কর্মরত বাঙ্গালী গবেষকদের দোহাই দেবেন না। তাদের কৃতিত্বটা তাদের নিজস্ব এবং যে দেশে কাজ করছেন সে দেশের লোকের। আমাদের নয়।

    আমি নাস্তিক। তাগা তাবিজ চড়ানোর প্রশ্নও ওঠে না। কিন্তু ভেবে দেখেছেন কি কেন উচ্চশিক্ষিত বাঙ্গালীরাও 'লোয়ার স্ট্যান্ডার্ড কালচারের' প্রতি আকৃষ্ট? এটাও কি 'বাজারী মিডিয়ার' চক্রান্ত? নাকি আমরাই প্রকৃতপক্ষে ফাঁপা? আনকালচারড? ব্রিটিশ আমলে ইংরেজদের ল্যাজ ধরে ঘুরতাম। আজকে অবাঙ্গালীদের।

    আর হ্যাঁ। রামমোহন, বিদ্যাসাগরদের এবার একটু রেস্ট দিন। এই মানুষগুলি নিজেদের সমকালীন সমাজের কাছে যে ব্যবহার পেয়েছিলেন সেটাই বাঙ্গালীদের চরিত্রের প্রকৃত সূচক। আজকে আমরা এনাদেরকে নির্লজ্জভাবে ওন করতে ব্যস্ত। আমাদের অধিকাংশের প্রকৃত পূর্বপুরুষ শশধর তর্কচূড়ামণিরা। বঙ্কিম, রবীন্দ্রনাথ নন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন