এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • প্রতিনিধি কবিতায়েঁ: শ্রীকান্ত বর্মা

    ranjan roy
    বইপত্তর | ০২ জানুয়ারি ২০১১ | ১৩০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 122.168.***.*** | ০২ জানুয়ারি ২০১১ ০১:১২464474
  • [অনুবাদকের কথা:
    সমসাময়িক হিন্দি কবিদের মধ্যে বিলাসপুরের কবি শ্রীকান্ত বর্মা আমার বিশেষ পছন্দের। যদিও উনি রাজীব গান্ধীর হাত ধরে কংগ্রেসের দিল্লির মসনদ অধিকার নির্বাচনী প্রচারে আশির দশকে "" কংগ্রেস কা সাথ দো, হাতোঁ মেঁ হাত দো"" বলে সেই সময় বিখ্যাত স্লোগানটির নির্মাণ করেছিলেন। রাজীবও তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। ১৯৮৬ সালে আমেরিকায় ওনার মৃত্যু হয়।
    আশির দশকে ওনার ""মগধ"" কাব্যগ্রন্থের দুটি কবিতার ইংরেজি অনুবাদ করেন সুনীল গাঙ্গুলী। সম্ভবত: Sunday ম্যাগাজিনে বেরিয়েছিল। কিন্তু মার্কসাবাদী কবি প্রয়াত প্রমোদ বর্মাজীর বাড়ির আড্ডায় আমি মগধের কথা তুললে ওঁরা নাক সিঁটকিয়ে বলেন--- ধূর! ওটা উনি ""জরুরী অবস্থা''কে সমর্থন করার পাপস্‌ক্ষালন করতে লিখেছিলেন। ওনার ভাল কবিতা পড়তে "" ভটকা মেঘ""( পথভোলা মেঘ) আর ""মায়াকানন"" পড়ুন গে'। পড়লাম। কিন্তু ""মগধ"" পড়ার মুগ্‌ধতা যায় নি। ইতিহাস ও কিংবদন্তীর মিশেলে আজকের রাজনীতির রূপক।
    কিছু অনুবাদ বেড়ে দিচ্ছি, কিন্তু আমার অক্ষম চেষ্টার ফল তেমন স্বাদু নাও হতে পারে। তবু যদি কারো কারো মূল ""মগধ"" এর স্বাদ নেবার ইচ্ছে জাগে তাহলেই---।]
  • ranjan roy | 122.168.***.*** | ০২ জানুয়ারি ২০১১ ০১:২৬464481
  • বসন্তসেনা
    -------------
    সিঁড়ি বেয়ে উঠছে
    বসন্তসেনা

    তুমি বুঝবে না, বসন্তসেনা!
    তুমি এখন যুবতী।

    সিঁড়ি যে কোথাও শেষ হয় না,
    চড়াই বা উৎরাই
    উন্নতি বা অবনতি
    প্রবেশ বা প্রস্থান
    অবসান বা অভিমান
    কোথাও না।
    এখন বুঝবে না তুমি
    বসন্তসেনা!

    সিঁড়ি বেয়ে ওঠা সহজ, না নেমে আসা?
    যে সিঁড়ি বেয়ে আমরা উঠি
    আবার সেটা দিয়েই নেমে আসি।

    সিঁড়িরা থাকে নির্লিপ্ত, উদাসীন।

    কে চড়ছে, কে নামছে
    চড়তে চড়তে নামছে
    নাকি নামতে নামতে চড়ছে

    কতটা চড়তে পেরেছে
    আর কতটা নামতে হবে

    সিঁড়ির দল না কর গুণতে পারে
    না শুনতে পায়
    বসন্তসেনা।।
  • ranjan roy | 122.168.***.*** | ০২ জানুয়ারি ২০১১ ০১:৪২464482
  • কোশাম্বী
    --------
    বাসবদত্তা জিগাইলেন
    -কি ছিল কোশাম্বীর আগে?

    বাসবদত্তা!
    কোশাম্বীর আগে শুধু কোশাম্বী ছিল
    কোশাম্বীর পরে আছে কেবল কোশাম্বী
    কোশাম্বীর বদলে মাত্র কোশাম্বীকেই পাবে।

    কোশাম্বীর ঠিকানা জিগ্যেস করতে করতে
    বাসবদত্তা পৌঁছে গেল
    কোশাম্বীতে।।

    হস্তিনাপুরের রীতি
    --------------------
    আমি আবার বলছি
    যদি ধর্ম না থাকে, তো কিছুই থাকে না।
    আমার কথা কেই বা শোনে!

    যারা শুনতে পায়
    তারা হয় কালা,
    নয়তো না-শোনার জন্যেই কাজে লেগেছে।

    আমি আবার চেঁচাই
    -ধর্ম না ত্থাকলে কি থাকবে!

    আমার কথা কেউ কানে তোলে না।

    ওহে হস্তিনাপুরের বাসিন্দে!

    আমার কথা শোন বা না শোন
    সতর্ক হও।
    তোমাদের এক শত্রু
    দিনে দিনে বেড়ে উঠছে
    হসিনাপুরের গোকুলে,
    --প্রশ্ন।

    আর মনে রেখো
    চারদিকে মহামারীর মত ছড়িয়ে পড়ছে
    -প্রশ্ন।।
  • ranjan roy | 122.168.***.*** | ০২ জানুয়ারি ২০১১ ০১:৫৪464483
  • কোশল গণরাজ্য
    -----------------------
    আমার কল্পনায় কোশল এক গণরাজ্য বটে।

    কোশলে প্রজারা সুখে নেই
    কেননা কোশল এক গণরাজ্য
    শুধু কল্পনায়।

    নাগরিকের দল সারাদিন খালি জুয়ো খেলে
    আর যারা জুয়ো খেলেনা
    তারা খালি ঝিমোয়।

    আমার কল্পনায় কোশল গণরাজ্য বটে।।

    আম্রপালী
    -----------
    অলসশয়নে পড়ে আছে বৈশালী
    জেগে আছে শুধু
    আম্রপালী।

    অন্ধকারে
    কোন এক অন্য ভুবনে
    ক্রমশ: ভোর হয়।

    নক্ষত্র ঝরে পড়ে।

    বৈশালীতে মানুষ জন্মায়, মরেযায়।

    অলসশয়নে আছে বৈশালী
    নাকি মরে গেছে!

    আম্রপালী স্বপ্নে ককিয়ে ওঠে,

    ভয় পেয়োনা আম্রপালী।।
  • ranjan roy | 122.168.***.*** | ০২ জানুয়ারি ২০১১ ০২:০৫464484
  • স্তালিন থাকেন পর্দার আড়ালে
    --------------------------
    স্তালিন থাকেন পর্দার আড়ালে,
    আড়াল থেকে বলেন
    ""হাজির করো''।

    স্তালিন নাগরিক জোসেফকে জিগান:

    নাম?
    জোসেফ।

    ধর্ম?
    স্তালিন।

    কর্ম?
    স্তালিন।

    অপরাধ?
    স্তালিন।

    শাস্তি?
    স্তালিন।

    স্তালিন চেয়ারে সেঁধিয়ে যান
    অদৃশ্য হাসি হাসেন লাভরেন্তি বেরিয়া।।

    বন্ধুকে
    ----------
    এ কথা বলার কোন মানে নেই
    যে আমি ফিরে আসছি।
    প্রশ্ন হল:
    তুমি কোথায় যাচ্ছ?

    এসব বলারও কোন অর্থ হয় না
    যে আমি আজকাল সময়ের সাথে তাল রেখে চলছি।
    প্রশ্ন হল:
    -- সময় তোমাকে বদলাচ্ছে
    নাকি তুমিই সময়কে বদলে নিচ্ছো?

    আর এটা বলাও নিরর্থক যে আমি ঘরে ফিরেছি।
    প্রশ্ন হল:
    এবার কোথায় যাবে?
  • kumudini | 122.162.***.*** | ০২ জানুয়ারি ২০১১ ১৯:০৫464485
  • অসাধারণ, রঞ্জনদা,অসাধারণ।
    মূল ও অনুবাদ-দুইই।
  • sumeru | 117.194.***.*** | ০২ জানুয়ারি ২০১১ ২৩:৪৭464486
  • বেশ লাগছে।
  • ranjan roy | 122.168.***.*** | ০৪ জানুয়ারি ২০১১ ০৭:৪৪464487
  • ''জো''
    ------
    ন্যু ইয়র্কের সাবওয়েতে মার খাচ্ছে নিগ্রো!
    মার তো ওকে খেতেই হত,
    ও যে নিগ্রো!

    মিয়ামির বালুতটে ঠ্যাঙানি খাচ্ছে নিগ্রো!
    ও তো ঠ্যাঙানি খাবেই,
    ও লোভী লোভী চোখে তাকিয়ে ছিল জেনের দিকে,
    জেন যে ফর্সা!

    লাস ভেগাসে মার খাচ্ছে নিগ্রো,
    মার তো খেতোই,
    ও আজ জুয়োয় জিতেছে যে!

    ক্যালিফোর্নিয়ায় নিগ্রোর ধুনাই হচ্ছে,
    ধুনাই হতই,
    ও যে উত্তর দিয়েছিল,
    "" আমি নিগ্রো""।
  • ranjan roy | 122.168.***.*** | ০৪ জানুয়ারি ২০১১ ০৭:৫৪464488
  • কলিঙ্গ
    ------
    শুধু অশোক ফিরে আসছে কলিঙ্গ থেকে
    বাকি সবাই
    এখনো জানতে চাইছে কলিঙ্গের ঠিকানা।

    শুধু অশোক চলছে মাথা নীচু করে
    আর সবাই চলছে
    বিজেতার চালে।

    শুধু অশোকের কানে ধ্বনিত হচ্ছে চিৎকার
    আর সবাই হেসে কুটোপাটি।

    শুধু অশোক নামিয়ে রেখেছে অস্ত্র
    শুধু অশোক
    যুদ্ধ করেছিল।

    (জলসাঘর থেকে)
  • ranjan roy | 122.168.***.*** | ০৪ জানুয়ারি ২০১১ ০৮:০৮464475
  • মগধ
    --------
    শোনো হে ঘোড়সওয়ার,মগধ কোন দিকে?
    মগধ থেকে এসেছি
    আবার ফিরে যাব মগধে।

    কোন দিকে ঘুরবো
    উত্তর থেকে দক্ষিণে
    নাকি পূব থেকে পশ্চিমে?

    ঐ তো মগধ!
    আরে, ও তো অদৃশ্য--

    কালকেই তো মগধ ছেড়ে এসেছি
    কালকেই তো মগধবাসীরা বলছিলো
    মগধ ছেড়ে যেওনা
    কথা দিয়েছিলাম----
    সূর্য ওঠার আগেই ফিরে আসবো।

    না মগধ আছে, না মগধ----
    তুমিও তো মগধকেই খুঁজে বেড়াচ্ছো।
    ভাইসব,
    এ ওই মগধ নয়
    যার কথা তুমি বইয়ে পড়েছো,
    এ সেই মগধ
    যাকে তুমি হারিয়ে ফেলেছ,
    আমারই মত।
    ( মগধ কাব্যগ্রন্থ থেকে)
  • ranjan roy | 122.168.***.*** | ০৪ জানুয়ারি ২০১১ ২০:৫৭464477
  • অনেক ধন্যবাদ ভাই Sags!
    আমার ""মগধ"" বইটি হারিয়ে গেছে,""প্রতিনিধি কবিতা''য় যে কয়টি আছে তাই দিয়ে কাজ চালাচ্ছিলাম। এর ফলে অন্যরা মূল হিন্দিতে ""মগধ''এর স্বাদ নিতে পারবেন।
  • ranjan roy | 122.168.***.*** | ০৪ জানুয়ারি ২০১১ ২১:০০464478
  • সরি! অশোক কবিতাটির ষষ্ঠ পংক্তিতে ""বিজেতার চালে'' হবে ""বিজয়ীর চালে''।
  • Nina | 68.84.***.*** | ০৫ জানুয়ারি ২০১১ ০৯:০০464479
  • রঞ্জনভাউ, ও Sags দুজনকেই অন্তর থেকে অজস্র ধন্যযোগ!
    Link এর ও এই টইএর কবিতাগুলি বারবার পড়ব, প্রিন্ট করে রাখলাম।
  • Shibanshu | 59.97.***.*** | ০৫ জানুয়ারি ২০১১ ১১:০১464480
  • দারুণ হয়েছে। শ্রীকান্ত বর্মা শেষ পর্যন্ত কবি ছিলেন। হয়তো কামিজে কখনও লেগেছিলো কয়লার দাগ, রক্তের ছিটে, কাকের পুরীষ। মানুষ ছিলেন, মহাপুরুষ তো ছিলেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন