এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শ্রীমল্লারের কবিতার রান্নাঘর 

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৭ জুন ২০২৫ | ৩৪২১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উড়িছাদ
    এরই মধ্যে ঢুকে গ্যাছে,
    গোপনগন্ধকিছু।

    গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ।
     
     
    ঘনিষ্ঠজড়াব
    সেকথা আমি ভুলতে পারব না।
    ভুলতে চাইও না।
    যখন পড়বে মনে–

    তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব! 
     
     
    এখন বড় হ’য়ে গেছি
    বাজারমুদিখানাসাইকেল—

    যেতে আসতে হাসিবিনিময়।

    এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই।
     
     
    ধ্বংস, ধ্বংসই
    জলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।

    ধ্বংস যখনই আসে,
    আমরাও ভাবি লড়ে জিতব।

    ধ্বংস একাই পারে–

    ক’রে দিতে আমাদের ধ্বংস! 
     
     
    বিপদপ্রস্তুতি
    আকাশছাদ, আকাশলোক।
    বারান্দা, পুজোর ঘর।
    মাথায় ছাদ,
                আচমকা আচমকা আচমকা!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮734523
  • পর্বে পর্বে কবিতা: ২১২
     
    বিজ্ঞাপন
    আর অপেক্ষা পারি না।
    ফিরে এসো—

    রোদ্দুরে ঝলসে যাচ্ছি, যেখানেই থাকো
    Immediately ফিরে এসো...
     
  • শ্রীমল্লার বলছি | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৯734524
  • পর্বে পর্বে কবিতা: ২১৩
     
    আয়না লিখছিলাম।
    এর মধ্যে বৃষ্টি ফিরে যাচ্ছেতাই
    টুকরো কাচ। ও বেলায় সম্পর্কের সেলাই বুঝে
    সবুজ পেতে পারি।

    তবু হঠাৎঅদৃশ্য পাঁচিল আর 
    শ্যাওলা নিয়ে মনোমালিন্য।
    কিংবা এই ফাঁকা ঘর,
    যেখানে মায়ের অরণ্যে শাড়ি বা দেখি
    বাবার গোঁফের নীচে বিমান দুর্ঘটনা।

    সে চূড়ান্তঅবনতি যায় পাখায় শব্দ তুলে 
    বয়স্কভিড়ে।

    আর আজ কেবলই,
    ছন্দ শিখতে নয়। ইচ্ছে করে
    শেখাতে। 

    ক্ষমার পরিকল্পনায় খুঁত নিয়ে 
    এলোমেলো রুমাল বাঁধি,
    কী জানি...
     
  • শ্রীমল্লার বলছি | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৬734525
  • পর্বে পর্বে কবিতা: ২১৪
     
    আহ্বানবান্ধবী—
    লুচিতে গরম মন, বিপদভরসা।
     
    তুমি তো জানোনি, 
    জল তো মাটিকে ছাড়া বাঁচতে পারে না। 
     
  • শ্রীমল্লার বলছি | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১734542
  • পর্বে পর্বে কবিতা: ২১৫
     
    ও বন্ধু! কবিতা কই? 
     
    যাও যাও যাও
     
    কবিতা খুঁজে নিয়ে এসো... 
     
    রাস্তায় ভিড় দেখে ভয় পেয়ো না। 
     
    পরশুই দশমী। বিসর্জন। 
  • শ্রীমল্লার বলছি | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩০734551
  • পর্বে পর্বে কবিতা: ২১৬ 
     
    অচেনা লোক
    এই যে এখন রাত হয়েছে
    এই যে ফিরছি বাড়ি
    ভিড়ে বড্ড ঝামেলা, 
    তাও হাঁটছি তাড়াতাড়ি।
     
    বাড়িতে মা আমার জন্য
    করছে অপেক্ষা—
    আমার জন্যে বানিয়ে দেবে, 
    হালকা গরম চা।
     
    পাড়ায় ঢুকলে কুকুরগুলো
    চেঁচিয়ে উঠবে জোর—
    যেন এলাম বিদেশ থেকে, 
     
    এক অচেনা লোক
  • শ্রীমল্লার বলছি | ০১ অক্টোবর ২০২৫ ১৭:৫৩734571
  • পর্বে পর্বে কবিতা: ২১৭ 
     
    উপহার
    অরণ্যকে যত্নে দিলাম সোনার চিঠি
    গোপনজ্বরে সবুজ দোলে বিরক্তিতে
    প্রতিশ্রুতির গর্ব ছিল নীরবজেদি
    আদর ছেড়ে অত্যাচারে মন বসেছে 

    চোখের দিকে কষ্ট মুড়ে হিংসা কেঁপে, 
    ভাসাবে আজ সভ্যতাকে জলের নীচে—
    যতই তাকে পছন্দ হোক অদম্যতে,
    সীমারেখায় বিবেচনা করতে হবে।

    ছড়িয়ে যাওয়া মুহূর্তেরা অভিনব
    লাবণ্য তো সংযত নয় ইচ্ছে ছিঁড়ে
    জ’মে আছে অপমানের হাজার গুঁড়ো—

    ফিরিয়ে দেব তোমার সঙ্গে দেখা হ’লে
     
  • শ্রীমল্লার বলছি | ০৩ অক্টোবর ২০২৫ ১৪:২২734609
  • পর্বে পর্বে কবিতা: ২১৮ 
     
    খোঁজ
    মা যে আমার ভিখিরিখোর
    চোখেতে রোদচশমা
    বাবা তো তাও সেয়ানাচোর 
    ময়লা মাখে দশবার

    বুদ্ধিতে সব মৌনপ্রেমিক 
    একটা কিছু করবেই
    নিজের কাছে নিজেই সঠিক
    আয়না শুঁকলে দোষ নেই

    সহবতকে ভুলেই গেছে
    ভুলুক, তাতে কার কী...
    শেষমেশ সেই মানুষ খোঁজে,
    সারাজীবন শান্তি
     
  • শ্রীমল্লার বলছি | ০৩ অক্টোবর ২০২৫ ১৬:০৬734612
  • পর্বে পর্বে কবিতা: ২১৯
     
    উপায়
    তার নামে তিন মাত্রা আলো
    তার ঠোঁটে চার মাত্রা প্রেম
    তার কানে সাত মাত্রা ভাল
    তার জিভে পাঁচ মাত্রা স্মেল

    তার ঘাড়ে ছয় মাত্রা উঁকি
    তার বুকে আট মাত্রা মন
    তার পিঠে এক মাত্রা ক্ষতি
    তার গালে দুই মাত্রা ফোন

    তার হাসি মাত্রাছাড়া মেঘে—
    বৃষ্টি হ’য়ে পথে পথে জল।

    তার কান্না ভাসাবে আমাকে,
    পালানোর উপায় কী বল...
  • Ismail Jabiulla | ০৩ অক্টোবর ২০২৫ ২১:৩৩734623
  • এত এত লেখা, ভাবনা, কতদিনে পড়ব, জনিনা পড়তে পড়তে মাথা ঠিক থাকবে কিনা, তবে পড়ব....
  • শ্রীমল্লার বলছি | ০৩ অক্টোবর ২০২৫ ২১:৪২734627
  • পর্বে পর্বে কবিতা: ২২০ 
     
    নতুন দেশ
    চাঁদ স’রে যায় ঘরের কোণে
    তিনজন লোক ঝলসে গেল
    দুঃখে মানুষ কুমির গুনে
    আঁকার খাতায় হরিণ পেল

    হাত ভুলে কাল মুখের ওপর
    মশাল জ্বেলে চলল দূরে...
    আবিষ্কারের মাথায় টোপর, 
    পরিয়ে তবে ফিরবে ঘরে। 

    সুর গোছানোর অল্পঝুঁকিয়
    যাচ্ছেতাইয়ের অল্পশেষে—
    এখনও পথ অনেক বাকি

    নতুন দেশের গন্ধ পেতে
  • Ranjan Roy | ০৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬734629
  • অক্টোবর এর সব কবিতা গুলো বেড়ে!
  • শ্রীমল্লার বলছি | ০৪ অক্টোবর ২০২৫ ১৪:৪১734647
  • পর্বে পর্বে কবিতা: ২২১
     
    দুঃসময়
    পিছলে গেলেই দুর্ঘটনা
    ছিটকোনো তো সহজ খুব
    গভীরঅসুখ যায় না বলা—
    বাড়তে বাড়তে চন্দ্রখুঁত।

    এই স্বভাবের আদায় আঁখি
    তাও কি চিনি সুবাস তার?
    কখন বেঠিক কখন সঠিক–
    জানার বেশি জানতে চাই।

    এক সুতোতেই দ্বিগুণ পোশাক
    অপরাধের কিচ্ছু নেই–
    সুযোগ ছিল তখন বোঝার,
    তখন যদি বুঝত মেয়ে...
    একটু যদি বুঝত মেয়ে...

    আটকে সে আজ থাকত না–
    অন্ধকারের তলপেটে।
  • শ্রীমল্লার বলছি | ০৫ অক্টোবর ২০২৫ ০১:০১734665
  • পর্বে পর্বে কবিতা: ২২২
     
    সহেলি
    গান ডানা পায় ভোরের দিকে, তখন ঠাণ্ডা বাতাস—
    বাবার আয়ু বাড়িয়ে দিয়েই মা-কে পরায় শাঁখা।

    চোখ খুলে যায় পাখির ডাকে, তখন সবে আলো—
    একটু ব’সেই ভাবতে থাকে ঘরে ঢোকার কারণ। 

    ঘুম পুড়ে ছাই কাজের চাপে, তখন প্রবল কথা—
    চেপে ব’সে মাথায় আমার বাজায় বারোটা।
     
  • শ্রীমল্লার বলছি | ০৫ অক্টোবর ২০২৫ ১১:২৮734669
  • পর্বে পর্বে কবিতা: ২২৩
     
    অধিকার
    করছিটা কী বলছিটা কী
    নেই মাথা তার নেই মানে
    হাতের কাছে যা পেয়েছি
    ছিঁড়েছি সব এক টানে

    দেখছি যা যা  শুনছি যা যা 
    সবই তো সেই হাস্যকর
    চাইনি আমরা এমন আশা 
    যা কোনওদিন আসবে না

    কাল তো গেল  আজ যে এল—
    কয়েক ঘণ্টা এই তফাৎ।
    বড় হ’য়েও কাঁদছি, যেন 
    নেই অধিকার চোখ মোছার।
     
  • শ্রীমল্লার বলছি | ০৫ অক্টোবর ২০২৫ ১৬:১৯734674
  • পর্বে পর্বে কবিতা: ২২৪
     
    পাপ
    আকাশ মেঘলা ভ্যাপসা গরম ভাব
    মেঘের সঙ্গে যুদ্ধ লেগে শহর অন্ধকার

    এমন দিনে বউয়ের সঙ্গে ঘুম 
    আদর করব অন্ধকারে পারব যতদূর

    গালে লাগবে সিঁদুর, চুমুর দাগ—
    বউয়ের অনুমতি ছাড়া
    করাও এসব পাপ...
     
  • শ্রীমল্লার বলছি | ০৬ অক্টোবর ২০২৫ ১৪:০৪734695
  • পর্বে পর্বে কবিতা: ২২৫ 
     
    ইচ্ছে
    লক্ষ্মী পুজোয় লক্ষ্মী কোথায়?
    আজ নিদারুণ অন্ধকার
    তবুও লোকে সাজিয়ে শহর
    মিথ্যে আলো আনতে চায়

    এইভাবে আর ক’দিন চলে?
    খেলার তো এক শেষ আছে...
    আসার যদি ইচ্ছে না হয়,

    জোর কোরো না লক্ষ্মীকে!
  • শ্রীমল্লার বলছি | ০৬ অক্টোবর ২০২৫ ১৬:২৭734701
  • পর্বে পর্বে কবিতা: ২২৬
     
    প্রবন্ধমন 
    এক চোখ যেই বন্ধ হয়
    খুলতে থাকে অন্য চোখ
    লুকিয়ে রেখেছিলাম ভয়,
    নিজের ঘরে নিজেই চোর 

    ভাবনা যখন ঝাঁপ লাগায়
    তখন বুঝি ডাক এল
    জীবন ছিল প্রকাশ্যে,
    মৃত্যু মানে সন্দেহ

    কষ্টে যতই বুক ভারী
    হিংসা ততই অরণ্যয় 
    বাতাস এখন আহ্লাদী,

    মন দিয়েছে প্রবন্ধয়!
  • শ্রীমল্লার বলছি | ০৬ অক্টোবর ২০২৫ ১৮:৩৯734702
  • পর্বে পর্বে কবিতা: ২২৭
     
    যৌনস্বপ্নে বীর্যপাত অবশ্যম্ভাবী
     
     
    ৪ অক্টোবর, ২০২৫ 
  • JSL | 134.238.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ১৮:৪০734703
  • আচ্ছা, এটা ঠিক কবিতা হল কিসে?
  • শ্রীমল্লার বলছি | ০৬ অক্টোবর ২০২৫ ১৯:২০734706
  • পর্বে পর্বে কবিতা: ২২৮
     
    ফেসবুক
    বালের কথা শুনব না আর 
    ভাটের পিরিত মাখব না 
    চালাক থেকে বোকা হলাম,
    এমনিতেই তো গাঁড় পাকা

    শিখেছে সে কেবল শুধু
    সময় দিতে ফেসবুকে 
    অথচ কাল দেখল পুতুল,
    ঘুমিয়ে আছে ফুটপাথে

    স্বভাবেতে নষ্ট অভাব 
    চরিত্র ফের গোলমেলে
    ফেসবুকে সে ঘুরতে যাবে,

    জরুরি সব কাজ ছেড়ে...
  • শ্রীমল্লার বলছি | ০৬ অক্টোবর ২০২৫ ২১:১০734708
  • পর্বে পর্বে কবিতা: ২২৯
     
    আবিষ্কার
    অনেক বেশি জড়িয়ে গেছি
    উচিত ছিল ফিরে আসাই
    যেমন আছি তেমন বাঁচি
    শত্রু এলেও পালাই না আর 
     
    অনেক কথাই হল জানা
    ভুলেও গেলাম যত পারি
    নিজের ঘরেই কাটি সাঁতার
    তবুও যেন হল না ঠিক
     
    অনেক রঙিন বেলুন জিতে
    উড়িয়ে দিলাম অন্যমনে
    জেগে উঠছে আবার খিদে
    শরীর কি আর শাসন বোঝে
     
    অনেক বিষে গড়িয়ে এবার, 
    যেটুকু যা খবর পেলাম—
    সত্যি হচ্ছে আমরা একা
     
    শুরু থেকেই একা ছিলাম
     
  • শ্রীমল্লার বলছি | ০৭ অক্টোবর ২০২৫ ১৩:৩১734717
  • পর্বে পর্বে কবিতা: ২৩০
    পরিণাম
    এক সুখ ছিল কিন্তু নেই
    এক আশা পেয়েও ভুলেছি
    থুতু দিয়ে ফিরে এসে ঘরে
    চুপচাপ ঘুমিয়ে পড়েছি

    দশ দুঃখে কুকুর তাড়িয়ে 
    দশ মেয়ের কাটিয়েছি বাধা
    সারাদিন এখন বাড়িতে
    গমগম করে মাছ বাজার
  • শ্রীমল্লার বলছি | ০৭ অক্টোবর ২০২৫ ২০:১৩734726
  • পর্বে পর্বে কবিতা: ২৩১
     
    মিলিয়ে নিও
    লেখামন আঙুল পেলেই আত্মহারা 
    খুঁজে যায় হলুদ রঙের বিকেলপোশাক
    এই নাও দিচ্ছি কিছু অসভ্যচাঁদ 
    তুমি তাও যত্ন নিয়ে অতীত খোঁচাও

    বর্ষায় শরৎকে নয়, হেমন্ত চাই 
    না ভয়ের স্বাদকে এখন ভুলেই আছি
    জেনে রেখো ঝড়ও জানে সঠিক সময়
    বুঝেশুনে একমাথা চুল শুকিয়ো ঠিক

    মোড়ে মোড়ে অসম্ভবের সম্ভাবনায় 
    ধুলো খেলি একরকমের যাচ্ছেতাইয়ে 
    এসে জ্বর ছাড়েও না আর সহজে তাই–

    শেষমেশ মরব দেখো অসুখ ক’রেই 
  • শ্রীমল্লার বলছি | ০৭ অক্টোবর ২০২৫ ২২:২৬734727
  • পর্বে পর্বে কবিতা: ২৩২
     
    গুপ্তচর
    গন্ধসবুজ কন্যা তোমায় 
    নৌকো দিলাম যাও পালাও...

    শর্তস্রোতে সব হারালাম,
    তবুও যদি শিক্ষা হয়! 

    আদরশীতে দিলাম উঁকি
    চাইনি কোনও বাছবিচার—

    আলোর চাইতে দৃশ্য জটিল,
    কচ্ছপেও গুপ্তচর!
  • শ্রীমল্লার বলছি | ০৮ অক্টোবর ২০২৫ ১৪:০১734735
  • পর্বে পর্বে কবিতা: ২৩৩
     
    চমক
    লক্ষ্মী যাবে বিসর্জন, যাক
    কিন্তু দেরি করছে শেষে উঠছে মেঘের ডাক 

    অপেক্ষাতে ধৈর্য হারাবেই
    এমন সময় এল এখন, করার কিছু নেই

    লক্ষ্মী যাবে বিসর্জন আজ—
    মণ্ডপে সেই জ্বলবে প্রদীপ, বাইরে নামবে রাত... 
  • শ্রীমল্লার বলছি | ০৯ অক্টোবর ২০২৫ ১২:২৮734753
  • পর্বে পর্বে কবিতা: ২৩৪
     
    ওল্ড মঙ্ক
    অল্প পেগেই পাহাড় জাগে
    চোখে মুখেয় অন্ধকার
    দাঁড়ানোর আর ক্ষমতা নেই,
    এমনই হয় নেশার পর 

    যেসব সত্যি হয়নি বলা,
    অনায়াসেই প্রকাশ পায়...
    স্বীকারোক্তি দিয়েওছিলাম,
    একনিষ্ঠ আকাঙ্ক্ষায়।
  • শ্রীমল্লার বলছি | ০৯ অক্টোবর ২০২৫ ২০:৩২734761
  • পর্বে পর্বে কবিতা: ২৩৫
     
    স্বীকার
    মেঘেদের ব্রাঞ্চ নেই কোনও, কেবলই বয়স্ক চাহনি।
    পারলে গভীর কিছু খোঁজো–
    যেখানে আদর পায় শীত।

    মেয়েরাও ছাতা ভালবাসে, উপেক্ষা রোদ বৃষ্টিকে। 
    যদি বা পড়েছে কম স্বাদে–
    সেই বুঝে চাল তুলে রাখে। 

    বেড়ালেও খাদ্যরসিক, মাছের কাঁটায় মনোযোগ। 
    মারপিট ক’রে ওরা ঠিক– 
    চুপচাপ মেনে নেবে শোক।
  • শ্রীমল্লার বলছি | ১১ অক্টোবর ২০২৫ ১০:২৯734805
  • পর্বে পর্বে কবিতা: ২৩৬ 
    অভিনয়
    প্রজাপতিদোষ পেয়ে স্বপ্ন ভেঙে যায় 
    মাথা তুলে দাঁড়ানোর স্পেস নেই, নেই... 
    এভাবে ছায়াকে কেউই সুখে রাখেনি 
    কড়াইয়ে রান্না কিছু কম হল না। 

    অবিরতমোহ কেন সংকেতশোক–
    জেনেও বলে না কেউ, সকলেই চুপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন