এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিউটি ফ্রি

    সে
    অন্যান্য | ০৪ নভেম্বর ২০১৫ | ৯০৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 11.39.***.*** | ১৪ নভেম্বর ২০১৫ ১৯:৫০688606
  • ঃ)))
  • SS | 183.66.***.*** | ১৪ নভেম্বর ২০১৫ ২০:৫৭688607
  • কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় প্রথম ল্যাকমে লিপস্টিক কিনেছিলাম নিজের জন্যে। বড়িতে এনে দেখানোর পর লিপস্টিকের দাম শুনে বাবা বলেছিল ঐ পয়সায় আপেল কলা কিনে খেলে ঠোঁট এমনিতেই লাল হয়ে যেত !!!
  • Bratin | 11.39.***.*** | ১৪ নভেম্বর ২০১৫ ২১:৪৯688608
  • বাবা খুব প্রাকটিক্যাল কথা বলেছেন এস এস ঃ)

    সে দি, তুমি মেয়ে দের পারফিউম নিয়ে ৩/৪ পয়সা দাও না কেনে? তার পরে আমি আধ পয়সা দিচ্ছি।
  • সে | 198.155.***.*** | ১৬ নভেম্বর ২০১৫ ০১:১২688609
  • আমিতো ছেলে আর মেয়েদের পারফিউমের ফারাকই বুঝতে পারি না।
    পরে লিখছি।
  • de | 69.185.***.*** | ১৬ নভেম্বর ২০১৫ ১৬:৪৩688610
  • আতর আর সুর্মা নিয়ে কেউ দু পহা দাও!
  • Ekak | 113.6.***.*** | ১৬ নভেম্বর ২০১৫ ১৭:০৫688611
  • আমি অতর মানে আতোর মেখেছি কিছুকাল । আসলে আমার এক বন্ধু মাখত । সেকি মাথা মন শরীর ঘাবড়ে দেওয়া গন্ধ রে বাপ । তা আমিও ধরলাম ব্যাপারটা সহ্য করবার জন্যে । কেনার জায়গা ছিল দুটো । শ্যামবাজার ট্রাম ডিপো-র কাছে আর গ্র্যান্ড হোটেলের গলি তে । চত্ব চত্ব শিশি হলুদ রঙের । জামার হাতায় আর কলারে একটু লাগতে হয় । প্রথমে কিছুক্ষণ গন্ধের চটে মনে হয় দম আটকে আসবে তারপর অভ্যেস হয়ে যায় অনেকটা শীত এর লেপের তলায় নিজে পেদে নিজেই সাব্যস্ত হবার মতন । তারপর সেই বন্ধু আতোর মাখা ছেড়ে দিলো আম্মো বাঁচলুম ।

    কস্তুরী ট্রাই করেছি ভুটান এ । আসল কস্তুরী । খুব অল্প পরিমানে গন্ধ মোটেই উগ্র না কিন্তু বহুক্ষণ থেকে যায় । তবে কিনা নোটস এর ভ্যারিয়েশন নেই কাজেই একে ঠিক আধুনিক পারফিউম বলা যায় না ।
  • সে | 198.155.***.*** | ১৬ নভেম্বর ২০১৫ ২৩:২০688613
  • সুর্মা নিয়ে কী আর বলব? অনেক খেয়ালের মতো সুর্মা মাখার শখ ও হয়েছিল। লখ্‌নৌ এ বেড়াতে গিয়ে কিনলাম। কে যন বলেছিলো যে সুর্মার কোয়ালিটি ওখানে ভালো।
    তা জিনিসটা পাউডার মতো এবং মনে হয় কর্পূর মেশানো থাকে। একটা শিশিতে থাকে (আতরের শিশির মতো সাইজ, ও হ্যাঁ আতর নিয়েও গল্প আছে) এবং খুব ডেলিকেট ব্যাপার ঐ শিশি থেকে সুর্মা কাঠিতে (দেশলাই কাঠি হয়েও চলবে) ট্রান্সফার করে চোখে মাখা। কাঠি ডুবিয়ে দিতে হয় ঐ শিশির মধ্যে। তারপরে গুঁড়ো লাগা কাঠি বের করে এনে সন্তর্পনে চোখের ওপর নীচে লাগানো। প্রথমত চোখ অবধি আনতে আনতেই গুঁড়ো পড়তে থাকবে এদিক ওদিক। তারপরে চোখের নীচের পল্লবের কাছাকাছি আনতে না আনতেই চোখ জ্বালা করে কর্পূরের তেজে। তারপরে চোখের দু পাতা বুজে নিয়ে কাঠিটা টেনে নিয়ে বের করে দিতে হয়। এক চোখ হয়ে গেলে দ্বিতীয় চোখে আরো ডিফিকাল্ট। সুর্মা লাগানো চোখ দিয়ে হুহু করে জল পড়ছে সেচোখ খোলা যাচ্ছে না কিছু দেখাও যাচ্ছে না, সেই অবস্থায় অন্য চোখে একই জিনিসের পুনরাবৃত্তি। কাঁদা কাটা শেষ হলে চোখের জল ও ধ্যাবড়ানো পার্টটা রুমাল দিয়ে মুছে নিতে হয়। কিন্তু একবার এ জিনিস অভ্যাস হয়ে গেলে আস্তে আস্তে একটা নেশার মতো। খুব একটা কষ্ট হয় না। সেরকম অশ্রুপাতও হয় না।
    ১২ ক্লাসে পড়বার সময় খুব সুর্মা লাগিয়েছি। সেই শিশি দুটো শেষ হয়ে যাবার পরে কাজল লাগাতাম। কিন্তু কাজলে সেই চার্মটা নেই। সুর্মা লাগানো ইটসেল্ফ একটা ইভেন্ট।
  • সে | 198.155.***.*** | ১৬ নভেম্বর ২০১৫ ২৩:২০688612
  • সুর্মা নিয়ে কী আর বলব? অনেক খেয়ালের মতো সুর্মা মাখার শখ ও হয়েছিল। লখ্‌নৌ এ বেড়াতে গিয়ে কিনলাম। কে যন বলেছিলো যে সুর্মার কোয়ালিটি ওখানে ভালো।
    তা জিনিসটা পাউডার মতো এবং মনে হয় কর্পূর মেশানো থাকে। একটা শিশিতে থাকে (আতরের শিশির মতো সাইজ, ও হ্যাঁ আতর নিয়েও গল্প আছে) এবং খুব ডেলিকেট ব্যাপার ঐ শিশি থেকে সুর্মা কাঠিতে (দেশলাই কাঠি হয়েও চলবে) ট্রান্সফার করে চোখে মাখা। কাঠি ডুবিয়ে দিতে হয় ঐ শিশির মধ্যে। তারপরে গুঁড়ো লাগা কাঠি বের করে এনে সন্তর্পনে চোখের ওপর নীচে লাগানো। প্রথমত চোখ অবধি আনতে আনতেই গুঁড়ো পড়তে থাকবে এদিক ওদিক। তারপরে চোখের নীচের পল্লবের কাছাকাছি আনতে না আনতেই চোখ জ্বালা করে কর্পূরের তেজে। তারপরে চোখের দু পাতা বুজে নিয়ে কাঠিটা টেনে নিয়ে বের করে দিতে হয়। এক চোখ হয়ে গেলে দ্বিতীয় চোখে আরো ডিফিকাল্ট। সুর্মা লাগানো চোখ দিয়ে হুহু করে জল পড়ছে সেচোখ খোলা যাচ্ছে না কিছু দেখাও যাচ্ছে না, সেই অবস্থায় অন্য চোখে একই জিনিসের পুনরাবৃত্তি। কাঁদা কাটা শেষ হলে চোখের জল ও ধ্যাবড়ানো পার্টটা রুমাল দিয়ে মুছে নিতে হয়। কিন্তু একবার এ জিনিস অভ্যাস হয়ে গেলে আস্তে আস্তে একটা নেশার মতো। খুব একটা কষ্ট হয় না। সেরকম অশ্রুপাতও হয় না।
    ১২ ক্লাসে পড়বার সময় খুব সুর্মা লাগিয়েছি। সেই শিশি দুটো শেষ হয়ে যাবার পরে কাজল লাগাতাম। কিন্তু কাজলে সেই চার্মটা নেই। সুর্মা লাগানো ইটসেল্ফ একটা ইভেন্ট।
  • সে | 198.155.***.*** | ২০ নভেম্বর ২০১৫ ০২:৪৬688614




  • এমনি করে সুর্মা লাগায় চোখে।
  • d | 144.159.***.*** | ০৫ মে ২০১৬ ১০:০৯688616
  • আচ্ছা কালারপপ-এর লিস্পিক সম্বন্ধে কে কী জানেন বলেন দিকি। আমি কোনোজন্মে নামও শুনি নাই। তা হঠাৎ দেখি অনেক লোকে রেকো দিচ্ছে। সেই দেখে খুঁজতে গিয়ে দেখি ভারতে তার ম্যালা দাম। অথচ আমাজন কম এ বা কালারপপের অরিজিনাল সাইটে মোটামুটি ৪-৫ ডল্রা থেকে ১০ ডলারের মধ্যে।

    তাহলে সে কী এমন আভাতরাঙ্গার ছাউ যে ভারতে তার এমন বিকট দাম!?
  • Joshita Ghoshal | ০৫ এপ্রিল ২০২২ ০৩:৫২736120
  • এটা তুললাম। পরীক্ষামূলকভাবে সবজেটে রং করেছি মাথার সামনের দিকটায়। পরে ফোটো তুলে দেব।
  • Joshita Ghoshal | ০৫ এপ্রিল ২০২২ ০৪:১০736122
  • | ০৫ এপ্রিল ২০২২ ১১:০৯736126
  • আরেহ দারুণ। সবুজও চমৎকার রং। আট্টু বেশী চুলের ছবি দিন, এটায় আমার সিস্টেমে কিছুটা খড়ের মত রং দেখাচ্ছে। 
  • একক | ০৫ এপ্রিল ২০২২ ১১:১৮736127
  •   স্ট্র গ্রীন না?  খড়ে পাক ধরলে যে হলদে সবুজ রঙ,  সেইটে ত?  
  • Joshita Ghoshal | ০৫ এপ্রিল ২০২২ ২০:২৩736141
  • আরেকটু পরিবর্তন করতে হবে। আমার মাথা দেখে আজকে অফিসে সবাই ভেবলে গেছল, লোবোটমি না করেই। শনিবার সেলুনে গিয়ে ভালো একটা কাটিং দেওয়াবো। তারপর আরেক রাউন্ড এক্সপেরিমেন্ট, তখন ছবি দেব আবার।
    যদি ভালো হয়, তখন স্টেপস বাতলে দেব।
  • প্রত্যয় ভুক্ত | ০৫ এপ্রিল ২০২২ ২০:৩০736142
  • আমি ভাবছিলাম এরকম একটা ট‌ই গুরুর পাতায় আছে কি না,যিনিই তুলে দিয়ে থাকুন ,তাঁকে অনেক ধন্যবাদ
  • Joshita Ghoshal | ০৫ এপ্রিল ২০২২ ২১:২০736143
  • লিখতে থাকো প্রত্যয়।
  • kk | 97.9.***.*** | ০৫ এপ্রিল ২০২২ ২১:৪১736144
  • আমিও এই ছবি থেকে ভালো করে বুঝতে পারছি না :-( আরেকটু জুম আউট করে যদি দেন! সবুজ চুল আমি খুব ভালোবাসি।
  • Joshita Ghoshal | ০৫ এপ্রিল ২০২২ ২২:১০736145
  • কদিন পরে দেব
  • যোষিতা | ০৯ এপ্রিল ২০২২ ২১:৩১736170
  • আজ সালোনে দীর্ঘসময় আমার নরসুন্দরের সঙ্গে আলোচনা হয়েছে চুলের রঙের ব্যাপারে। আমাদের যাদের চুলের রং কালো, তাদের জন্য নীল রঙ সুট করবে না। এর জন্য দায়ী কালো চুলের নিজস্ব প্রকৃতি। তাকে যতই ব্লিচ করে বেস রং সাদাটে করার চেষ্টা করা হোক না কেন, সে হলদেটে হবেই, ফলে নীলরং তাতে বসবে না, সবজেটে হয়ে যাবে।
    অনেকরকম রং নিয়ে কথা হলো। পরিশেষে মাথা কামিয়ে ঘরে ফিরলাম। তবে পরীক্ষা নিরীক্ষা ছাড়ছি না।
     
  • | ১০ এপ্রিল ২০২২ ১০:০৫736191
  • নীল হয় না তা নয়, হয় কিন্তু এক সপ্তাহের মধ্যে উঠে কেমন অ্যালুমিনিয়াম ফয়েলের রঙ হয়ে যায়। দুজনজে দেখেছি, একই অবস্থা। একজন অবশ্য গ্লোবাল করে নি স্ট্রিপ করেছিল। ফলে ওই অ্যালুমিনিয়াম রঙ হয়ার পর ভালই লাগছিল বেশ সল্ট পেপার টাইপ। 
     
    আমার এই তিনখানা খুঁজে পেলাম।, এগুলো বেশ পার্মানেন্ট টাইপ। ৩-৪ মাস আরামসে থাকে। 
     
  • Abhyu | 47.39.***.*** | ১০ এপ্রিল ২০২২ ১০:০৯736192
  • পার্পলটাই সবচেয়ে ভালো।
  • যোষিতা | ১০ এপ্রিল ২০২২ ১৩:৪৩736194
  • তিনটেই মানিয়েছে সুন্দর। এগুলো আমি আগে করেছি, বছর পঁচিশ আগে থেকে নিয়মিত বিভিন্ন রকমের রং করেছি মাথায়।
    বিগত দশ বছরেরো বেশি এক্সপেরিমেন্ট বন্ধ ছিলো। 
    আবার শুরু হবে। জ্জয়ক্কালী!
  • যোষিতা | ১০ এপ্রিল ২০২২ ১৩:৪৮736195
  • এটা ৩১ বছর আগের প্রথম এক্সপেরিমেন্ট। ৭ বা ৮ জুন ১৯৯০।
     
  • যোষিতা | ১০ এপ্রিল ২০২২ ১৩:৪৯736196
  • থুড়ি, জুলাই
  • যোষিতা | ১০ এপ্রিল ২০২২ ১৬:১১736198
  • প্রথম ধাপ। মাথা ব্লিচ করা হয়ে গেছে।
  • π | ১০ এপ্রিল ২০২২ ১৭:০৬736199
  • একক সুর্মা লাগানোর অভিজ্ঞতা লিখল না?  
  • kk | 2600:6c40:7b00:103a:d81b:4bbd:16c4:***:*** | ১০ এপ্রিল ২০২২ ২০:৩১736206
  • যোষিতা | ১০ এপ্রিল ২০২২ ১৬:১১736198
    প্রথম ধাপ। মাথা ব্লিচ করা হয়ে গেছে।

    আপনি না বললেন মাথা কামিয়ে ফিরেছেন? সেই পড়ে আমি তো ভাবছিলাম যে যাঃ তাহলে আর সবুজ চুলের ছবি দেখা হলো না! ব্লিচের পরে সবুজ করবেন? না নীল?

    দ'দির ঐ তিনটে রং আমিও করেছিলাম। এই বিশেষ লালটা আমার কম্প্লেক্শনের সাথে খুব হার্শ লাগছিলো। পার্পলটা বরং বেশ ভালো যেতো। একবার মেহগনি বেসের সাথে ক্যারামেল হাইলাইটস করেছিলাম, সেটাই আমার সবচেয়ে পছন্দের ছিলো।
  • | ১০ এপ্রিল ২০২২ ২০:৩৫736207
  • যোষিতা | ১০ এপ্রিল ২০২২ ১৩:৪৮ - কি গ্ল্যাম। 
     
    আমি এই ২০০৭-০৮ থেকে নানারকম রঙ চঙ করছি আর কি। বহু আগে ব্লিচ করেছিলাম,মানে পার্লার থেকে করে দিয়েছিল। আজকাল বহুবছর আর করি না। এদ্দিন রঙ করে এমনিও প্রচুর পেকে গেছে তাতে চমৎকার রঙ ধরে \।
  • যোষিতা | ১০ এপ্রিল ২০২২ ২১:৪৮736209
  • কেকেভাই
    আমি জামরং টাইপস করলাম। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। পরে ফোটো তুলব।
     
    গ্ল্যাম হবারই কথা তখন, যদিও খুবই ক্লান্ত। প্রসবের আর দুদিনও বাকি নেই তখন। লোকে বলে অন্তঃসত্ত্বা অবস্থায় নাকি চেহারা খোলতাই হয়। সেরকমই ः-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন