এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কয়েকটি কবিতা— শ্রীমল্লার

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৭ জুন ২০২৫ | ২৪৩৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উড়িছাদ
    এরই মধ্যে ঢুকে গ্যাছে,
    গোপনগন্ধকিছু।

    গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ।
     
     
    ঘনিষ্ঠজড়াব
    সেকথা আমি ভুলতে পারব না।
    ভুলতে চাইও না।
    যখন পড়বে মনে–

    তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব! 
     
     
    এখন বড় হ’য়ে গেছি
    বাজারমুদিখানাসাইকেল—

    যেতে আসতে হাসিবিনিময়।

    এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই।
     
     
    ধ্বংস, ধ্বংসই
    জলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।

    ধ্বংস যখনই আসে,
    আমরাও ভাবি লড়ে জিতব।

    ধ্বংস একাই পারে–

    ক’রে দিতে আমাদের ধ্বংস! 
     
     
    বিপদপ্রস্তুতি
    আকাশছাদ, আকাশলোক।
    বারান্দা, পুজোর ঘর।
    মাথায় ছাদ,
                আচমকা আচমকা আচমকা!

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৭734338
  • পর্বে পর্বে কবিতা: একশো ৮৩ 
     
    সন্ধেশহর 
    হাঁটতে হাঁটতে দ্যাখো
    হাঁটাটাও তোমারও,
    এমন এক অভ্যেসে দাঁড়াবে—

    সন্ধে হলেই রোজ 
    বাড়ি ছেড়ে দূরে এসে,
    শহরের গালে রঙ মাখাবে।

    কিংবা দেখতে পাবে
    নোংরা পোশাকে কেউ,
    বাদাম আর ছোলা ঘুরে বেচছে—

    তেমন বিক্রি নেই
    তবুও সন্ধে হলে,
    বিক্রির আশা নিয়ে হাঁটছে... 
     
  • শ্রীমল্লার বলছি | ২২ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৭734346
  • পর্বে পর্বে কবিতা: একশো ৮৪ 
     
    পারি না, যা
    সিঁদুরের আগে ‘ফালতু’ বসাতে পারি না।
    সে যতই মতপার্থক্য থাকুক,
    সে যতই বিচ্ছেদের গল্প শোনাক না,—
    সিঁদুরের আগে ‘ফালতু’ বসাতে পারি না।

    যতই মেঘের রঙ লাল হোক,
    যতই আমাকে অস্বীকার করুক সে
    হঠাৎ একদিন—
     
  • শ্রীমল্লার বলছি | ২২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৫734352
  • পর্বে পর্বে কবিতা: একশো ৮৫ 
     
    তার কথা, তার মতো
    একরাশ জোছনা।
    এই ছায়া ছায়া পায়েসেও
    পবিত্র নেই আর মৃতচোখ।

    মাটি খুঁড়ে ভাবাতে,
    সেইই পারে—

    নিজেকে ভুলেছে যে
     
  • শ্রীমল্লার বলছি | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৬734354
  • পর্বে পর্বে কবিতা: ৮৬ 
     
    একমাত্র সাক্ষী
    এত রাতে বড় আদর দিয়ে দাঁত মেজে,
    ঘুমোতে চললাম।
    হতে পারে সকালে যেমন উঠি,
    তেমনই কালকেও উঠে পড়ব সময় মতো—
    ঘুম থেকে।
    আবার এও হতে পারে,
    আজ রাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই
    আমিও শেষ হ’য়ে যাব, ঘুমের মধ্যেই।
    যদি হয়—
    তাহলে আর কালকের থেকে
    আমাকে যেতে হবে না বাজারে,
    সকালবেলায়।
    আমাকে দুপুরে বেরোতে হবে না,
    রোদ্দুরের মধ্যেই চায়ের দোকানে 
    যাওয়ার জন্য।
    এমনকী, সন্ধে হলেই যাওয়ার তাড়া 
    থাকবে না— 
    বাড়ির বাইরে।
    আমার দু’জোড়া হাওয়াই চটি, মা-বাবার সঙ্গে 
    আমার মানসিক দ্বন্দ্ব, ঠিক দ্বন্দ্ব নয়–
    মানিয়ে নিতে না পারা। 
    থেকে যাবে, আমাকে ছাড়াই। 
    নিজেদের মতোই।

    এত রাতে বড় আদর দিয়ে দাঁত মেজে,
    ঘুমোতে চললাম।
    লাল মেঘে ছেয়ে যাওয়া আকাশকে ফাঁকি দিয়ে 
    যে তারাটা আমার চোখে পড়ল—

    আমার মৃত্যুর আগে সেইই একমাত্র সাক্ষী,
    যে আমাকে শেষবার জীবিত অবস্থায় 
    দেখতে পেয়েছে, আর আমিও যার দিকে
    তাকাতে পেরেছি চোখ মেলে,
    শেষবারের মতোই।
     
  • শ্রীমল্লার বলছি | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৪734364
  • পর্বে পর্বে কবিতা: একশো ৮৭ 
     
    বাড়িরাও আজ ক্লান্ত
    বাবা ঘুমোত বাঁ পাশ ফিরে।
    ছেলে ঘুমোয়,
    ডান পাশ ফিরে।

    বাবার কাজ বলতে ছিল, অলসভাবনা
    আর হেরে যাওয়ার আনন্দ।
    ছেলের আছে বলতে, শৈশবের 
    পিছু নিয়ে যেমনতেমন খেলার স্বভাব।

    বাবার সংসার, সমুদ্রের বেশি 
    হেঁটে যেতে পারেনি।
    ছেলে এখনও যে কোনও বাড়ি
    দেখলেই থমকে যায়—
    বাইরে থেকে বোঝার চেষ্টা করে,
    একই বিছানায় স্বামী স্ত্রীর মাঝখানে
    বিচ্ছেদ কোন উপায়ে জায়গা ক’রে নেয়...

    এসব দেখতে দেখতে বাড়িরাও আজ 
    ক্লান্ত
     
  • শ্রীমল্লার বলছি | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫০734379
  • পর্বে পর্বে কবিতা: একশো ৮৮
     
    গতি
    ইচ্ছে যদি সাদা,
    তবে স্বপ্ন কেন রঙিন?
    জ্যান্ত মাছের বাজার,
    লোকের খরচ হয়রানি।

    কৃষ্ণ যদি রাধার,
    তবে কেন কীসের ক্ষতি?
    জ্যান্ত চোরাচালান,
    লোকে জীবন রাখে বাজি।

    কলকাতাও আমার,
    তবু কৃষ্ণনগর বাড়ি।
    দু’টো শহর আমার—

    বড় ছুটছে তাড়াতাড়ি
     
  • শ্রীমল্লার বলছি | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩০734383
  • পর্বে পর্বে কবিতা: একশো ৮৯
     
    আজকের ভাবনা, আগামীর সত্যি
     
    ডুবেছে কলকাতা,
    সে কী যে বৃষ্টি...
    সবে তো মেঘ মুছে
    দু’হাত ধুচ্ছি।

    ডুবল কলকাতা,
    এবার পুজোতে–
    লোকেও ভেসে ভেসে
    অফিস চলেছে।

    ডুববে কলকাতা,
    কখনও একদিন।—
    যার যা আছে নিয়ে,
    পালাও শিগগির!
     
  • শ্রীমল্লার বলছি | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:২১734385
  • পর্বে পর্বে কবিতা: একশো ৯০
     
    সাহস
    ধর্ষণ আমি নিতে পারি না।
    ধর্ষণ যারা করে,
    তাদেরকে তুমি মানুষ বলছ?
    কীভাবে, কোন উপায়ে?

    মেয়েটাকে ওরা তুলে নিয়ে গেল—
    ভাবতে চাই না আর...
    চোখ থেকে জল ফেলেছিল মেয়েটা,
    অসীম... অসীম... নাঃ! 

    তোমার কাছে তো কবেই সে জল
    লুকিয়ে পুরনো অতীত—
    ধর্ষণ আমি ভুলতে পারি না,
    ভুলে যাব যত ভাবি।

    কত যে কষ্ট, কত যন্ত্রণা–
    কত আরও আরও ক্ষতি...
    বিচার চাইলে মারবে পুলিশ,
    এটাই এখন রীতি!

    মিছিলের মুখে লাথি মারা ছাড়া,
    শাসক বোঝে না কিছু।—
    ক্ষমতাকে রেখে পায়ের তলায়,
    মুখে ছুঁড়ে দিই থুতু।
     
  • শ্রীমল্লার বলছি | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:২২734413
  • পর্বে পর্বে কবিতা: একশো ৯১
     
    শেষমেশ কবিতাকেই ভুলে গেলাম।
     
    ইচ্ছেগুলোকে পিষে ফেললাম গাছেদের পুরুষাঙ্গ দিয়ে।
     
    বাবার মাকে নিয়ে আদিখ্যেতা—
    সেসবও গিলে ফেললাম বাংলা মদের সঙ্গে 
    এক নিঃশ্বাসে। 
     
    বালের প্রেম আর ক্যালানে প্রেমিকা—
    তাকেও পোঁদের ফাঁকে রেখে মাছভাত 
    খেয়ে নিলাম বেড়ালকে পাশে রেখেই।
     
    এখন, এই মুহূর্তে— 
    কোনও শালার ক্ষমতা নেই,
    আমাকে বেজন্মা ব'লে চিহ্নিত করে...! 
  • শ্রীমল্লার বলছি | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৪734414
  • পর্বে পর্বে কবিতা: একশো ৯২ 
     
    সিদ্ধান্ত
    খিস্তি কেমন মারতে পারি
    ফাঁক কীভাবে করতে পারি—
    আয় দেখাব,
    আজ দেখে যা... 
     
    চোরের মায়ের বড় গলা
    পাপে পূর্ণ আমার গলা—
    জোর ঠ্যাঙামো, 
    ঠাপ খেয়ে যা... 
     
    ঠাপ খেয়ে যা, আয় দেখে যা
    আমি হচ্ছি তরুণ কবি—
    তোর বাংলা বইয়ের সিলেবাসে,
    আমার একটা লেখা পাবি... 
    ছোট্ট একটা লেখা পাবি... 
    পড়বি তো রে? 
     
    আমায় স্বীকার করলে তোরই ভাল, 
    আর না করলে তো, 
    তোরই ক্ষতি... 
    তোরই ক্ষতি... 
     
    তুইও গরিব! 
     
  • শ্রীমল্লার বলছি | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩২734415
  • পর্বে পর্বে কবিতা: একশো ৯৩ 
     
    মাদারের বাচ্চা।
    আহা ঝোল বোঝে, তেল বোঝে না।
     
    হারামির হারামজাদা। 
    হয়েছে আউট মাল, ঢোকাতে পারে না।
     
    তবে বলি বোকাচোদা—
    সায়া তুলে দেখে আয় ফুটো আছে কি না... 
  • শ্রীমল্লার বলছি | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৬734417
  • পর্বে পর্বে কবিতা: একশো ৯৪ 
     
    এইসামান্য 
    আমরা পড়েছি চাপা,
    সময়ের নীচে চাপা। 
     
    হাত বাড়ালেও যাবে না
    কখনও 
    সু্যোগের দৌড় মাপা।
     
    জড়িয়ে এসেছি কোলে,
    ঘুমোতে মায়ের কোলে।
     
    ক্লান্তি এলেও ঝিমিয়ে
    পড়িনি
    আবির মেখেছি দোলে। 
     
    অনুভূতি আসা বারণ,
    শাসন করলে বারণ।
     
    এদিকে জীবন কমছে
    অথচ
    খুঁজেই চলেছি কারণ। 
     
    কোথায় কবে যে শেষ—
    কেউ তা জানে না, 
    জানতে পারেনি–
     
    তবুও চলছে বেশ... 
     
     
     
     
  • শ্রীমল্লার বলছি | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৮734427
  • পর্বে পর্বে কবিতা: একশো ৯৫ 
     
    ঝামেলায় ঝলসে যাই।
    ওহ্! আত্মহত্যার জয়!
    এসো, ফিরি আত্মহত্যায়।
     
    শেষে বলি, 
     
    বান্ধবীর প্রসব যন্ত্রণায়—
    আমারও কিছুটা অবদান ছিল... 
     
  • শ্রীমল্লার বলছি | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৯734432
  • পর্বে পর্বে কবিতা: একশো ৯৬ 
     
    পথপদ্য
    পকেটে টাকা থাক
    দুপুরে ওড়ে কাক
    বিকেলে ভেসে যাই আবেগে

    বেকারে কাজ পাক
    কবিতা একঝাঁক,
    বেরোল বাড়ি ছেড়ে না খেয়ে

    দুঃখ উঠে যাক
    ভেঙেছি মৌচাক
    থামিনি হিংসার আগুনে

    সময় হতবাক
    হঠাৎ নিয়ে বাঁক,
    কোথায় ফিরে গেল, কে জানে... 
     
  • শ্রীমল্লার বলছি | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৯734436
  • পর্বে পর্বে কবিতা: একশো ৯৭ 
     
    আর কোনও মেয়ে এমনভাবে 
     
    একটু ব’সলে ঘাম সেরে যায়, তার আগে তো 
    হাঁটতে হবে।
    এই শহরের কোণায় কোণায়, 
    মিলনগন্ধ মিলতে পারে। 
    এই শহরের অনেক ছেলেই
    কন্ডোমে রোজ পকেট ভরে, লাগাও জোরে। 
    আমারও তাই ইচ্ছে হল, 
    হাঁটতে হাঁটতে ইচ্ছে হল—
    লাগাব আজ তোমায় রাতে।
    কন্ডোমে তো আগ্রহ নেই, কেবল তোমায়
    বলতে পারি—
    আমার সঙ্গে আলাপ করো, যে ক’রে হোক।
    ইশারা তো অনেক হল,
    খোলাখুলিই বলছি তোমায়—
    তোমার প্রেমে মন মজেছে, আমার। আমার। 
    আর কোনও মেয়ে এমনভাবে 
    এমন জোরে মন টানেনি, কোনওদিনই।
     
     
     
     
     
     
     
  • শ্রীমল্লার বলছি | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:০১734443
  • পর্বে পর্বে কবিতা: একশো ৯৮ 
     
    আজকাল
    এই আঙুলে রোদ্দুর
    ওই আঙুলে বন্যা
    বেড়াল ছাড়া আর কেউ
    বন্ধু হতে চায় না 
     
    এই কপালে দুর্দিন
    ওই কপালে ঝলমল
    মৃত্যু যখন আসবেই, 
    তখন কীসের চিন্তা... 
     
    এই কারণে অদ্ভুত, 
    তাকিয়ে থাকার লজ্জা।
    আজকে যাকে ভুলছ, 
    কালকে তাকে দরকার। 
     
  • শ্রীমল্লার বলছি | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩734445
  • পর্বে পর্বে কবিতা: একশো ৯৯
     
    আমার নামের সম্ভাবনা
     
    আমার হ’য়ে দু’একটা তো
    তুমি নিজেও লিখতে পারো...

    হয়তো হবে আমার মতোই
    কিংবা ধরো খুউব আলাদা।

    সামনে ছাতিম, পাশেই নদী
    অল্প হাওয়ায় গল্প প্রেমের।

    বৃদ্ধ বয়েস এসেও তবু
    প্রেম ঠেকাতে পারল না আর—

    ঠোঁটের ডগায় লুকিয়ে রেখো,
    আমার নামের সম্ভাবনা... 
     
  • শ্রীমল্লার বলছি | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৩734448
  • পর্বে পর্বে কবিতা: ২০০
     
    গোপনশালিখ
    তাকেই জানাই
    তাকেই রাগাই
    তারই পিছু হাঁটি—
     
    কানের মধ্যে সিংহ ছোটে, 
    হরিণ লাফায় দেখি।
     
    যাকেই বলি
    যাকেই বোঝাই
    যারই কাছে ফিরি—
     
    ঘাড়ের দিকে গোপনশালিখ, 
    সেলাইয়ে হাততালি! 
     
     
  • Fazlul Huque | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:১১734450
  • ভিন্ন স্বাদ।
    শুভকামনা...
  • শ্রীমল্লার বলছি | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৮734452
  • পর্বে পর্বে কবিতা: ২০১
     
    গভীরডুব 
    এসো আজ মিলিয়ে নিই,
    ভবিষ্যৎ কতদূর এগোল আমাদের। 

    এসো আজ শিখতে চাই,
    কোথায় আরও শ্রম দেওয়া উচিত এই সময়।

    এসো আজ জানতে চাই,
    এখনও মানুষ হতে কী কী প্রয়োজন, আমাদের...
     
  • শ্রীমল্লার বলছি | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৯734454
  • পর্বে পর্বে কবিতা: ২০২
     
    আকাশনীল
    ডেকে ডেকে শুভেচ্ছা দিই
    ছেঁকে ছেঁকে আশীর্বাদ
    শরৎকালের আকাশে নীল 
    আমার গোপন ভবিষ্যৎ

    দৌড়ে মেঘে গাছ ধ’রে যাই
    সবুজ পায়ে শহরজ্বর—
    একুশ বছর হলেই বুঝি,
    লতা এবং কিশোর সব

    দু’চারটে যা রাস্তা খারাপ
    বাদবাকি তো এমনি ঠিক—
    আমার গোপন শরৎকালে,
     
    উপরি পাওনা আকাশনীল
     
  • শ্রীমল্লার বলছি | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২০734458
  • পর্বে পর্বে কবিতা: ২০৩ 
     
    নিখোঁজ
    চাই বলেছি যখন,
    তখন চাইই আমার ছাতা।
    ছাতা হারিয়ে গ্যাছে আচমকাতেই,
    কেবল এটাই খারাপ লাগার।

    দাও এনে দাও ফেরত,
    কিংবা বলো কোনও উপায়।
    জীবন ধ্বংস হচ্ছে কৈফিয়তেই,
    কী দেব তার জবাব?
     
  • শ্রীমল্লার বলছি | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৭734486
  • পর্বে পর্বে কবিতা: ২০৪
     
    ভালোবাসা
    গোপন ব্যথায় সম্ভাবনা বোকা,
    হবে আবার কলকাতাতেই দেখা—
    মঞ্চে যেদিন পড়ব কবিতা।

    ততদিনে বেরিয়ে গ্যাছে বই...
    পাঠক এসে চাইছে আমার সই,
    তারই মধ্যে তোমার সঙ্গে দেখা। 

    এখন যেমন দূরের হ’য়ে আছ,
    সেদিন আরও কাছের ক’রে নেব–

    তোমায় আমি ভুলতে পারি না
     
  • শ্রীমল্লার বলছি | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৪734494
  • পর্বে পর্বে কবিতা: ২০৫ 
     
    পরিবারে বিকেল। সেরে ওঠে বাতাসের জ্বর। 
     
  • শ্রীমল্লার বলছি | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৯734501
  • পর্বে পর্বে কবিতা: ২০৬ 
     
    মুহূর্ত বানাই, আর লোকে হেঁটে পথ ক'রে দেয়। 
  • শ্রীমল্লার বলছি | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪২734502
  • পর্বে পর্বে কবিতা: ২০৭
     
    ছুঁড়দৌড় 
     
    স্বরূপ বেরিয়ে আসে বেফাঁসে। 
     
    কথা হয়। 
     
    ঘুড়ি উড়ে—
     
    লজ্জায় আরামেয় ভণিতা।
  • শ্রীমল্লার বলছি | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৮734503
  • পর্বে পর্বে কবিতা: ২০৮ 
     
    রঙচঙে নোট, 
    তার ঠোঁটে ঠোঁটে ফড়িং।
     
    আলোয় কিস্তিমাত—
    ভাসানেও অনীহা, নদীর... 
  • শ্রীমল্লার বলছি | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৬734505
  • পর্বে পর্বে কবিতা: ২০৯
     
    কথার অবাধ্য
     
     
    বেড়ালের মারপিটে কবিতা নষ্ট হয়।
     
    ধুলো ওড়ে।
     
    অশান্তি সারে না, কিছুতেই।
     
     
    ফেলে তোল।
     
    ভাবনায়, বিদ্যুৎ! 
     
     
    ইঁদুরের চালাকি।
     
    আয়নায় মুখ নেই–
     
    ইতিহাস, ছুটি পায় তেরোদিন।
     
     
    কপালে মিছিলস্রোত।
     
    ক্ষোভের আকাঙ্ক্ষায়—
     
     
    তুলোরোদ
     
     
    আঙুলবন্দি, পাড়ায় অন্ধকার 
     
     
    ছায়াশেষ।
     
    এখনও প্রস্তুতি—
     
    ক্ষত গোনে কন্যায়... 
  • শ্রীমল্লার বলছি | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪১734511
  • পর্বে পর্বে কবিতা: ২১০
     
    কথা আসে, কথা যায়
    কথা ব'সে থাকে না—
     
    যারা আগে চ'লে যায়, 
    তারা পরে ফেরে না। 
     
     
  • শ্রীমল্লার বলছি | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৬734519
  • পর্বে পর্বে কবিতা: ২১১
     
    প্রেম নেই, অথচ শঙ্খ বেজে ওঠে—
    পিঁপড়ে এগিয়ে যায়, মাকড়সা বেরোয় শিকারে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন