
তা দ্যাখেন, অরিজিৎ আর গান্ধী বিদেয় নেবার পরে জেনুইন ফুটবল এন্থুসিয়াস্টরা গুরুতে নেই। এদিকে ইউরো ( ১ বছর দেরীতে ) শুরু হবে শুক্কুর / শনিবার থেকে । এবারে আছে ছটা গ্রুপ।
এ ঃ টার্কি, ইটালি, ওয়েলস, সুইজারল্যান্ড।
বিঃ ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া
সিঃ হল্যান্ড, ইউক্রেন, অস্ট্রিয়া, উত্তর ম্যাসিডোনিয়া
ডি: ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ইংল্যান্ড, স্কটল্যান্ড।
ই ঃ পোল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন ।
এফঃ হাঙ্গেরি, পর্তুগাল , ফ্রান্স, জার্মানি
প্রি কোয়ার্টার ফাইনালে প্রতি গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল উঠবে। এছাড়া তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে প্লে অফ হয়ে আরো চারটে দল। মোট ষোলোটি।
নিন প্রেডিক্ট করুন।
মরেচে, b! আমি কি অজান্তেই ইমপিরিয়ালিস্ট কমেন্ট করে ফেললাম?
a | 59.102.***.*** | ১৯ জুন ২০২১ ০৬:৩৮734620সায়েবরা লজ্জার ড্র করেছে। অবিশ্যি সেটাই স্বাভাবিক। যেখানে কাপ্তাবের নামই হ্যারিকেন তাদের কাছ থেকে কি আশা করেন
b | 14.139.***.*** | ২০ জুন ২০২১ ১২:০৩734623হ্যারিকেনকে দেখলে মনে হয় পার্মানেন্টলি নেশার ওষুধ খেয়ে আছে।
যাই হোক, কাল পর্টুগালের খেলোয়াড়দের জন্যে দুঃখ হচ্ছিলো। চার চারটে গোল করলো, তাও জিততে পারলো না। রোনাল্ডো ১১০% দিয়েছে, একটা প্লেয়ার দিয়ে কি সব হয় ? ওদিকে ফ্রান্স্ গোল দেওয়া ছাড়া বাকি সব কিছু করলো। রাতের খেলাটা দেখিনি, পড়্লাম স্পেন দারুণ ঝুলিয়েছে।
গতকালের খেলার পর এবার ডেনমার্ককেই সাপোর্ট করব। দুর্দান্ত!
b | 14.139.***.*** | ২৪ জুন ২০২১ ০৮:৫৪734633কাল রাতের খেলা দেখলেন কেউ? রিপোর্ট পড়ে মনে হচ্ছে দুটো খেলাই যমযুদ্ধ হয়েছে। খেলার এই ইন্টেনসিটি নক আউট লেভেলে গিয়ে চলে যায় ।
kk | 68.184.***.*** | ২৪ জুন ২০২১ ০৯:১৭734634হ্যাঁ, দুটো খেলাই খুব নাটকীয় হয়েছে। পর্তুগাল এবার বেলজিয়ামকে ফেস করবে। ঐ খেলাটা খুবই ভালো হবে আশা করছি। অন্যদিকে জার্মানী-ইংল্যান্ড। তাদের কারুরই তত ধার এবার দেখছিনা তো।
কালকের খেলায় গোল যেই হচ্ছিল সমস্ত হিসেব নিকেশ ঘেঁটে যাচ্ছিল। এই পর্তুগাল ফার্স্ট তো এই ফ্রান্স ফার্স্ট। হাঙ্গেরি মাঝে অনেক্ষন সেকেন্ড ছিল। আর শেষের প্রায় 27 মিনিট মতো ধরেই নিয়েছিলাম জার্মানি ছিটকে যাবে। শেষমেশ তো সেকেন্ড হয়ে গেল। ফার্স্ট ও হতে পারত। সানে মিস করল। হাঙ্গেরির জন্য বেশ দুঃখ লাগল। অন্য গ্রুপে থাকলে শিওর হিল্লে হয়ে যেত। দারুন ডিফেন্স করেছে। আগের দিন ফ্রান্স কেও ঘোল খাইয়ে দিয়েছিল।
Tim | 174.102.***.*** | ২৫ জুন ২০২১ ১০:৪৯734639পোর্তুগাল ফ্রান্সের খেলাটা দেখছিলাম টানা। জার্মানি হাঙ্গেরির খেলাও তো খুবই ণাতকীয় হলো।
নক আউটের খেলা খুব হাড্ডাহাড্ডি হোক। ইংল্যান্ড বাদে বাকি সব দলের খেলা ভালো লাগছে। হ্যারি কেন খুব বাজে, পাতে দেওয়া যায়না। বিশ্বকাপের সময় থেকে এ তারকা হয়েছে, কিন্তু খুবই অ্যাভারেজ খেলোয়ার।
যাই হোক, হল্যান্ড, বেলজিয়াম আর ফ্রান্স কে দেখে মুগ্ধ হচ্ছি। চমৎকার খেলছে।
Tim | 2603:6011:6506:4600:192a:31ef:e292:***:*** | ২৭ জুন ২০২১ ০৩:৪০734649ইউরোতে আজকে ১৬'র রাউন্ড শুরু হলো। ওয়েলস নামক আপদটি বিদেয় হয়েছে। ডেনমার্ক ভালো খেললো, খুব দ্রুতগতির আক্রমণ।
ইতালি অস্ট্রিয়াকে কোনক্রমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে। অস্ট্রিয়া আশাতীত লড়াই করেছে। হাইলাইটস দেখলে হয়ত কিছুটা বোঝা যাবে। টাইব্রেকারে যাওয়ার কথা ছিলো ম্যাচটা।
রবিবারের ম্যাচগুলো খেয়াল রাখবেন। হল্যান্ড - চেক রিপাবলিক আর বেলজিয়াম পোর্তুগাল। দুটো খেলাই খুব হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা, অন্তত গ্রুপ লিগের খেলায় যা মনে হয়েছে।
b | 14.139.***.*** | ২৭ জুন ২০২১ ০৮:০৭734651হ্যাঁ, সংযুক্ত আমিরশাহির দুটো গেছে, আরো একটা বাকি। সেটাও গেলে বাঁচি।
aranya | 2601:84:4600:5410:6845:cf99:c562:***:*** | ২৮ জুন ২০২১ ০০:২৯734658'লাল কার্ড টা বাজে দেখেছে। তবে চেক রা ভালো খেলেছে । এখনও অবধি শিক সেরা স্ট্রাইকার। আমি এরকম অলরাউন্ড স্ট্রাইকারদের খুব পছন্দ করি। কিন্তু এই আলোচনা টইতে হলেই ভালো হত'
- ভাটে টিম লিখেছে। এই খেলাটা মিস করলাম। তবে বেলজিয়াম-্পর্তুগাল দেখব
Tim | 2603:6011:6506:4600:f40a:523a:1622:***:*** | ২৮ জুন ২০২১ ০২:৩০734659কি অপরিচ্ছন্ন খেলা হলো! বেলজিয়াম এবার ইতালির সামনে।
4z | 216.209.***.*** | ২৮ জুন ২০২১ ০২:৫৭734660বেলজিয়াম পর্তুগালের খেলাটা এখনও পর্যন্ত টুর্নামেন্টের সব থেকে বাজে খেলা হল।
aranya | 2601:84:4600:5410:51fe:8f9e:33c5:***:*** | ২৮ জুন ২০২১ ২০:৪৪734661ভাট থেকে, যে কাজ অভ্যুর করার কথা
---
পেছন থেকে ফিরে আসার ঐতিহ্য ওদের মত কারো নেই। আর লো বিশ্বকাপ পাওয় কোচ। ইয়ার্কি না।
lcm | ২৮ জুন ২০২১ ০৯:২৬483159রমিত,
সেটা ঠিক। জার্মানি কনভিন্সিংলি খেলতে পারছে না।
বলা যায় না, ডেনমার্ক যে ফর্মে আছে ওরাও চলে যেতে পারে। হাঙ্গেরি র সামনে ওদিন জার্মানি কে ভীষন অসহায় দেখিয়েছে। atk বেশ খারাপ মনে হয়েছে। পুরো মাঠ খেলেও ফিনিশ করতে পারছে না।
lcm | 99.0.80.158 | ২৮ জুন ২০২১ ০৮:৪৬483157জার্মানি ফাইনালে যেতেই পারে - ইংল্যান্ডকে হারালে কোয়ার্টার ফাইনাল, সেখানে দেখা হবে সুইডেন বা ইউক্রেনের সঙ্গে, ওদের মধ্যে যেই আসুক তাকে হারালে সেমিফাইনাল। একবার সেমিতে উঠলে জার্মানি মুখোমুখি হবে ডেনমার্ক বা চেক - এদের একজনের সঙ্গে - সেটাও জিতে যেতেই পারে - তাহলেই ফাইনাল।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.202 | ২৮ জুন ২০২১ ০৮:৩৯483156বেলজিয়াম এর ছেলেটা গোল টা ভালো করেছে, কিন্তু পোর্তুগাল খুব খারাপ খেলে নি। হ্যাঁরে ওদের যত হাজার্ড নামের লোক সবাই কি আত্মীয়? নাকি এটা খুব কমন নাম? আমার জীবনে দুটো তিনটে বেলজিয়ান নাম ই মনে আছে। একটা কিউলেমেন্স, ৮৬ র ক্যাপ্টেন ছিল, শিফো দের টিমে। আরেকটা ভিলিয়ান্ড্রিস , আমার হাড় জ্বালানি অথচ অসম্ভব ভীতু প্রোজেক্ট ম্যানেজার ছিল। তাকে আপাদমস্তক ঝাড় দেওয়া টা আমার একটা সাপ্তাহিক কাজের মধ্যে ছিল। কিন্তু অসাধারণ দেখতে ছিল, মানে সিনেমার হিরোর মত চেহারা। একটু বয়স্ক। অসাধারণ পার্সোনালিটি দেখে মনে হত। কিন্তু এত মুর্খ আর ভীতু অথচ সাংঘাতিক প্রফেসনাল বড় লোক আমি সত্যি ই কম দেখেছি। স্পোর্ট্স কার ছিল একটা। আমাকে একদিন আম্স্তারডাম নিয়ে গেছিল। আমার এমনি ইডেন আজার্ড কে একটু ওভার রেটেড লাগে, চেলসি তেও, কাল ভাই গোল ব্যাপক দিয়েছে। ছোটো হাজার্ড। ওদের ডি ব্রুইনা টাই বেস্ট প্লেয়ার। ক্লিক করে গেলে ওরা অনেক দূর যাবে। ফ্রান্স কি করবে বলা মুশকিল। শেষ মেশ সেই জর্মনি ই না জিতে যায়। ও শালা সব স্টার প্লেয়ার মরে গেলেও টুর্নামেন্ট জেতার ক্ষমতা আছে :-)
বোধিসত্ত্ব দাশগুপ্ত
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.202 | ২৮ জুন ২০২১ ০৮:২৮483155ডেন রা আর চেক কি খেলছে ভাই।
aranya | 2601:84:4600:5410:51fe:8f9e:33c5:***:*** | ২৮ জুন ২০২১ ২০:৪৫734662আরও ভাট
--
জার্মানি কাপ জিতলে অবাক হবনা। আগের ইউরোতে কেউ ভাবেনি পর্তুগাল জিতবে। সেরকম কিছু হতে পারে। তার আগে ইংল্যান্ডকে হারাক।
বেলজিয়ামের দুই হ্যাজার্ডের মধ্যে ছোট টা বেশি এফেকটিভ। কিন্তু আমার বেলজিয়ামের খেলা একঘেয়ে লাগছে, গোল্ডেন জেনারেশন বছরের পর বছর একই রকম স্টাইলে খেলে যাচ্ছে।
b | 14.139.196.16 | ২৮ জুন ২০২১ ০৯:৪৩483161ইংল্যান্ড যেন আউট হয়। সহ্য হয় না ।
Tim | 2603:6011:6506:4600:f40a:523a:1622:***:*** | ২৮ জুন ২০২১ ২১:৫৫734663স্পেন একটা ক্লাসিক সেমসাইড করলো। শুধু মোরাতার জন্য আমি স্পেন হেরে গেলে খুশি হব।
আর ইংল্যান্ড বাজেভাবে হারুক।
Tim | 2603:6011:6506:4600:f40a:523a:1622:***:*** | ২৮ জুন ২০২১ ২৩:৪৭734664যা তা নাটক হচ্ছে স্পেন ক্রোয়েশিয়া ম্যাচে। আপাতত ৫-৩, এখনও পনেরো মিনিট বাকি। অবশেষে মোরাতা গোল করেছে। :)
lcm | ২৯ জুন ২০২১ ০০:০৭734665ওহো! আর এই স্পেন, দু ম্যাচে ১০ গোল।
a | 202.53.***.*** | ২৯ জুন ২০২১ ০৪:২০734666ওদিকে ফরাসীরা হেরে গেল পেনাল্টিতে
Tim | 174.102.***.*** | ২৯ জুন ২০২১ ০৭:০২734669এম্বাপে গোটা ম্যাচে গোলে বল রাখতে পারলোনা। এরপর শেষ পেনাল্টিটা কেন তাকে দেওয়া কেজানে।
যাই হোক, দুটো ম্যাচই খুব টাইট হয়েছে।
a | 202.53.***.*** | ২৯ জুন ২০২১ ০৮:০৩734670এবার সায়েবঅরা হারলেই নিশ্চিন্ত। হারি কেন হারি আপ করে হারিয়ে গেলে খুশি হই
ফ্রান্সের বেরিয়ে যাওয়া সবচেয়ে বড় অঘটন। এই ম্যাচটা পুরো দেখতে পারিনি। আগের স্পেন ম্যাচটার উত্তেজনা তুঙ্গে উঠে গেছিল। স্পেনের og টা মনে হয় সেকেন্ড ডিভিশন এও হয় না সাধারণত। যতবার ওর কাছে আবার বল পাঠাচ্ছিল ততবার ভেতরে ধুক পুকানি শুরু হয়ে যাচ্ছিল, আবার না কিছু একটা ঘটে। তবে ওভার অল ভালোই কিপিং করেছে। খেলা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়ে যেত কিন্তু শেষে ক্রোয়েশিয়া অদ্ভুত খেল দেখাল। যাহোক স্পেন হতোদ্যম হয়ে গিয়ে হারিয়ে যায়নি এটাই বাঁচোয়া। পুরো খেলায় স্পেন ই ভালো খেলেছে। যোগ্য টিম হিসেবেই জিতেছে। তবে ডিফেন্স টা একটু নড়বড়ে আছে। ক্রোয়েশিয়া এটাকে উঠলেই খুব ভয়ংকর লাগছিল।
আর সত্যি বলব যখন দেখলাম সুইস রা হাফটাইম অব্দি এগিয়ে আছে আমি চাইছিইলম ওরাই জিতুক। শেষে দেখলাম 90 মিনিটে ম্যাচ ড্র করিয়ে দিল। দম আছে।
aranya | 2601:84:4600:5410:8947:1729:970e:***:*** | ২৯ জুন ২০২১ ২০:০৩734674এটাই কি তবে এই ইউরোর এযাবৎ শ্রেষ্ঠ খেলা , স্পেন - ক্রোয়েশিয়া ?
b | 14.139.***.*** | ২৯ জুন ২০২১ ২০:৩০734675সায়েবরা হারুক যীশুবাবার পুজো দেব।
4z | 184.145.***.*** | ২৯ জুন ২০২১ ২০:৩৮734676অরণ্যদা, আমার মতে ফ্রান্স সুইজারল্যান্ড।
aranya | 2601:84:4600:5410:8947:1729:970e:***:*** | ২৯ জুন ২০২১ ২০:৪০734677হাইলাইটস দেখবো, থ্যাংকস ফোজ্জি। আমার এবার একেবারেই খেলা দেখা হচ্ছে না
Tim | 174.102.***.*** | ২৯ জুন ২০২১ ২৩:১৪734678হয়ে গেল। সবার অভিশাপ সায়েবদের ওপর আশীর্বাদ হয়ে পড়েছে
ধুসস
ধুসস
সিএস | 49.37.***.*** | ২৯ জুন ২০২১ ২৩:২১734681ভরসা রাখুন, এরা, যে কোন টুর্নামেন্টে একটা ম্যাচই খেলে।
ম্যুলারের মিসটা বাজে। ওটা না হলে অভিশাপই সত্যি হতে পারত।