১) আপডেট ভার্সন অনেক সুন্দর, পাঠক বান্ধব। এপ, মোবাইল ভার্সন তো চমৎকার! গুরুচণ্ডালী এপের দাবি অনেক পুরনো।
২) ছবি যুক্ত করার সহজ হয়েছে বোধকরি। তবে চেষ্টা করে পারি নি। সব ফিচারগুলোই সরগর হতে সময় লাগবে।
৩) হরিদাস পাল বা ব্লগে বিভাগ যোগ করার দাবি পূরণ হওয়ায় ভাল লাগলো। ট্যাগ বা হ্যাস ট্যাগ যোগ করা গেলে আরও ভাল হতো।
৪) ব্লগের নিজস্ব পোস্ট কখনো এডিট করা যাচ্ছে, কখনো যাচ্ছে না। এডিটিং অপশন সহজ করার দাবি রইলো।
৫) সার্চ ইঞ্জিন কিছুটা জটিল লাগছে। পরে নির্দেশনায় অবশ্য পুরনো লিংক খুঁজে পাওয়া যাচ্ছে। অর্থাৎ গুরুর টেকিদের নির্দেশনা সব সময় জারি থাকা দরকার।
৬) সবচেয়ে ভাল হয়, "নির্দেশনা" ও "সাহায্য" নামক দুটি নতুন ট্যাবে এ সংক্রান্ত পরামর্শ ও প্রশ্নের জবাব দিলে।
৭) বুলবুল ভাজায় না হলেও হরিদাসে ইমো চাই। সময়ের দাবি।
৮) ই-বুক এর আলাদা ট্যাব চাই, পুরনো দাবি।
সবচেয়ে ভাল হয় গুরুর নীতিমালায় না আটকালে পাঠকের ই-বুক যোগ করার সুযোগ দিলে। এটি হরিদাস পালেও যোগ করা যায়।
#আপাতত এইটুকু। গুরুর টেকনো টিমকে সবিশেষ ধন্যবাদ। জ্জয় গুরু!
আমার এই পোস্টে অহেতুক বিরাট প্যারা স্পেস হয়েছে। কিছুইতে ঠিক করতে পারছি না। প্লিজ হেল্প
পুনশ্চ : ওই ব্লগ পোস্টের বাড়তি স্পেস কায়দা করে নিজেই ঠিক করতে পেরেছি। ধন্যবাদ
হরিদাস পালের পুরনো পোস্ট সম্পাদনা করা যাচ্ছে না। এই সুযোগ নিজস্ব ব্লগের সব পোস্টের থাকা উচিৎ।
"
সব প্রচেষ্টা ফেল মেরেছে। এখন আর কোনো ব্লগ পোস্টই সম্পাদনা করা যাচ্ছে না। :/
যেমন খুশি লে আউটে লিখলে কপি করা যায়না, লিনক পেস্ট করতে গেলে নতুন উইন্ডো খুলে যায়। বাই ডিফল্ট যেমন খুশি হওয়াতে অসুবিধা হয়।
পোস্ট লিখতে লিখতে কিছুক্ষণ উইন্ডো মিনিমাইজ করে রাখলে রাখলে পাতা রিফ্রেশ হয়ে সব লেখা উড়ে যায়।
বাক্সে অটোসেভ চালু করলে ভাল হত।