মূলত রমিত এবং রঞ্জনবাবুর নিরন্তর উৎসাহে সাড়া দিয়ে এই টই খোলা। যেহেতু নির্বাচন কমিশন নিযুক্ত নির্বাচনকর্মীর দায়িত্ব পালন করতে হচ্ছে, তাই আচরণবিধির বিধিনিষেধের জন্য নিজস্ব ব্লগে এই প্রেডিকশন করা হল না। এটা নিছকই একটা আগাম ঘোষণা। আমি এমনকি শখের সেফোলজিস্টও নই। তবুও সমসাময়িক পরিস্থিতি, গত লোকসভার ফল এবং প্রাসঙ্গিক কিছু বিষয়কে মাথায় রেখে একদমই নিজের চিন্তাভাবনা অনুযায়ী এই ফল ঘোষণা। বলা বাহুল্য, এটি সম্ভাব্য ফল। তবে একেবারেই আজগুবি নয়। হিসেবের এদিক-ওদিক হওয়ার সম্ভাবনা শতকরা ১০ ভাগ।
এই ফল মিলে গেলে বা চূড়ান্ত ফলাফলের কাছাকাছি গেলে আমার কোনও কৃতিত্বই নেই। না মিললে নানাবিধ নিননিছারা, যাঁরা সারা বছর আমাকে প্রাণভরে গালি দিতে চাইলেও সর্বদা দিয়ে উঠতে পারেন না, তাঁদের হতাশার বহিঃপ্রকাশ সরবে এবং সানন্দে করতে পারবেন – সেই ঘাটতিটুকু মেটাতেই নিজ দায়িত্বে এই টই খুললাম।
ফলাফলের চুলচেরা ব্যাখ্যা আমি দেব না। চাইলে এখন থেকেই চুটিয়ে গাল দিয়ে গায়ের ঝাল মেটাতে পারেন। মনে রাখবেন, এমন মওকা রোজ রোজ আসে না।
প্রথম দফা – ৩০টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ২১২ | পূর্ব মেদিনীপুর | পটাশপুর | ১ | ||
২ | ২১৩ | কাঁথি উত্তর | ১ | |||
৩ | ২১৪ | ভগবানপুর | ১ | |||
৪ | ২১৫ | খেজুরি (ত) | ১ | |||
৫ | ২১৬ | কাঁথি দক্ষিণ | ১ | |||
৬ | ২১৭ | রামনগর | ১ | |||
৭ | ২১৮ | এগরা | ১ | |||
৮ | ২২০ | ঝাড়গ্রাম | নয়াগ্রাম (ত উ) | ১ | ||
৯ | ২২১ | গোপীবল্লভপুর | ১ | |||
১০ | ২২২ | ঝাড়গ্রাম | ১ | |||
১১ | ২৩৭ | বিনপুর (ত উ) | ১ | |||
১২ | ২১৯ | পশ্চিম মেদিনীপুর | দাঁতন | ১ | ||
১৩ | ২২৩ | কেশিয়াড়ি (ত উ) | ১ | |||
১৪ | ২২৮ | খড়গপুর গ্রামীণ | ১ | |||
১৫ | ২৩৩ | গড়বেতা | ১ | |||
১৬ | ২৩৪ | শালবনি | ১ | |||
১৭ | ২৩৬ | মেদিনীপুর | ১ | |||
১৮ | ২৩৮ | পুরুলিয়া | বান্দোয়ান (ত উ) | ১ | ||
১৯ | ২৩৯ | বলরামপুর | ১ | |||
২০ | ২৪০ | বাঘমুণ্ডি | ১ | |||
২১ | ২৪১ | জয়পুর | ১ | |||
২২ | ২৪২ | পুরুলিয়া | ১ | |||
২৩ | ২৪৩ | মানবাজার (ত উ) | ১ | |||
২৪ | ২৪৪ | কাশীপুর | ১ | |||
২৫ | ২৪৫ | পারা (ত) | ১ | |||
২৬ | ২৪৬ | রঘুনাথপুর (ত) | ১ | |||
২৭ | ২৪৭ | বাঁকুড়া | শালতোড়া (ত) | ১ | ||
২৮ | ২৪৮ | ছাতনা | ১ | |||
২৯ | ২৪৯ | রানিবাঁধ (ত উ) | ১ | |||
৩০ | ২৫০ | রায়পুর (ত উ) | ১ | |||
মোট | ১৭ | ৮ | ৫ |
প্রথম দফাতেই ঝাড়গ্রাম (৪) ও পুরুলিয়ার (৯) নির্বাচন পর্ব শেষ।
দ্বিতীয় দফা – ৩০টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ১২৭ | দক্ষিণ ২৪ | গোসাবা (ত) | ১ | ||
২ | ১৩০ | পাথরপ্রতিমা | ১ | |||
৩ | ১৩১ | কাকদ্বীপ | ১ | |||
৪ | ১৩২ | সাগর | ১ | |||
৫ | ২০৩ | পূর্ব মেদিনীপুর | তমলুক | ১ | ||
৬ | ২০৪ | পাশকুঁড়া পূর্ব | ১ | |||
৭ | ২০৫ | পাশকুঁড়া পশ্চিম | ১ | |||
৮ | ২০৬ | ময়না | ১ | |||
৯ | ২০৭ | নন্দকুমার | ১ | |||
১০ | ২০৮ | মহিষাদল | ১ | |||
১১ | ২০৯ | হলদিয়া (ত) | ১ | |||
১২ | ২১০ | নন্দীগ্রাম | ১ | |||
১৩ | ২১১ | চণ্ডীপুর | ১ | |||
১৪ | ২২৪ | পশ্চিম মেদিনীপুর | খড়্গপুর সদর | ১ | ||
১৫ | ২২৫ | নারায়ণগড় | ১ | |||
১৬ | ২২৬ | সবং | ১ | |||
১৭ | ২২৭ | পিংলা | ১ | |||
১৮ | ২২৯ | ডেবরা | ১ | |||
১৯ | ২৩০ | দাসপুর | ১ | |||
২০ | ২৩১ | ঘাটাল (ত) | ১ | |||
২১ | ২৩২ | চন্দ্রকোণা (ত) | ১ | |||
২২ | ২৩৫ | কেশপুর | ১ | |||
২৩ | ২৫১ | বাঁকুড়া | তালড্যাংরা | ১ | ||
২৪ | ২৫২ | বাঁকুড়া | ১ | |||
২৫ | ২৫৩ | বরজোড়া | ১ | |||
২৬ | ২৫৪ | ওন্দা | ১ | |||
২৭ | ২৫৫ | বিষ্ণুপুর | ১ | |||
২৮ | ২৫৬ | কোতুলপুর (ত) | ১ | |||
২৯ | ২৫৭ | ইন্দাস (ত) | ১ | |||
৩০ | ২৫৮ | সোনামুখী (ত) | ১ | |||
মোট | ১৭ | ১২ | ১ |
দ্বিতীয় দফায় পূর্ব (১৬) ও পশ্চিম মেদিনীপুর (১৫) এবং বাঁকুড়ায় (১২) নির্বাচন পর্ব শেষ।
তৃতীয় দফা – ৩১টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ১২৮ | দক্ষিণ ২৪ পরগণা | বাসন্তী (ত) | ১ | ||
২ | ১২৯ | কুলতলি (ত) | ১ | |||
৩ | ১৩৩ | কুলপি | ১ | |||
৪ | ১৩৪ | রায়দিঘী | ১ | |||
৫ | ১৩৫ | মন্দিরবাজার (ত) | ১ | |||
৬ | ১৩৬ | জয়নগর (ত) | ১ | |||
৭ | ১৩৭ | বারুইপুর পূর্ব (ত) | ১ | |||
৮ | ১৩৮ | ক্যানিং পশ্চিম (ত) | ১ | |||
৯ | ১৩৯ | ক্যানিং পূর্ব | ১ | |||
১০ | ১৪০ | বারুইপুর পশ্চিম | ১ | |||
১১ | ১৪১ | মগরাহাট পূর্ব (ত) | ১ | |||
১২ | ১৪২ | মগরাহাট পশ্চিম | ১ | |||
১৩ | ১৪৩ | ডায়মন্ড হারবার | ১ | |||
১৪ | ১৪৪ | ফলতা | ১ | |||
১৫ | ১৪৫ | সাতগাছিয়া | ১ | |||
১৬ | ১৪৬ | বিষ্ণুপুর (ত) | ১ | |||
১৭ | ১৭৭ | হাওড়া | উলুবেড়িয়া উত্তর (ত) | ১ | ||
১৮ | ১৭৮ | উলুবেড়িয়া দক্ষিণ | ১ | |||
১৯ | ১৭৯ | শ্যামপুর | ১ | |||
২০ | ১৮০ | বাগনান | ১ | |||
২১ | ১৮১ | আমতা | ১ | |||
২২ | ১৮২ | উদয়নারায়ণপুর | ১ | |||
২৩ | ১৮৩ | জগৎবল্লভপুর | ১ | |||
২৪ | ১৯৫ | হুগলি | জাঙ্গিপাড়া | ১ | ||
২৫ | ১৯৬ | হরিপাল | ১ | |||
২৬ | ১৯৭ | ধনেখালি (ত) | ১ | |||
২৭ | ১৯৮ | তারকেশ্বর | ১ | |||
২৮ | ১৯৯ | পুরশুড়া | ১ | |||
২৯ | ২০০ | আরামবাগ (ত) | ১ | |||
৩০ | ২০১ | গোঘাট (ত) | ১ | |||
৩১ | ২০২ | খানাকুল | ১ | |||
মোট | ৯ | ১৩ | ৯ |
চতুর্থ দফা – ৪৪টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ১ | কোচবিহার | মেখলিগঞ্জ (ত) | ১ | ||
২ | ২ | মাথাভাঙা (ত) | ১ | |||
৩ | ৩ | কোচবিহার উত্তর (ত) | ১ | |||
৪ | ৪ | কোচবিহার দক্ষিণ | ১ | |||
৫ | ৫ | শীতলকুচি (ত) | ১ | |||
৬ | ৬ | সিতাই (ত) | ১ | |||
৭ | ৭ | দিনহাটা | ১ | |||
৮ | ৮ | নাটাবাড়ি | ১ | |||
৯ | ৯ | তুফানগঞ্জ | ১ | |||
১০ | ১০ | আলিপুরদুয়ার | কুমারগ্রাম (ত উ) | ১ | ||
১১ | ১১ | কালচিনি (ত উ) | ১ | |||
১২ | ১২ | আলিপুরদুয়ার | ১ | |||
১৩ | ১৩ | ফালাকাটা (ত) | ১ | |||
১৪ | ১৪ | মাদারিহাট (ত উ) | ১ | |||
১৫ | ১৪৭ | দক্ষিণ ২৪ পরগণা | সোনারপুর দক্ষিণ | ১ | ||
১৬ | ১৪৮ | ভাঙ্গড় | ১ | |||
১৭ | ১৪৯ | কসবা | ১ | ১ | ||
১৮ | ১৫০ | যাদবপুর | ||||
১৯ | ১৫১ | সোনারপুর উত্তর | ১ | |||
২০ | ১৫২ | টালিগঞ্জ | ১ | |||
২১ | ১৫৩ | বেহালা পূর্ব | ১ | |||
২২ | ১৫৪ | বেহালা পশ্চিম | ১ | |||
২৩ | ১৫৫ | মহেশতলা | ১ | |||
২৪ | ১৫৬ | বজবজ | ১ | |||
২৫ | ১৫৭ | মেটিয়াবুরুজ | ১ | |||
২৬ | ১৬৯ | হাওড়া | বালি | ১ | ||
২৭ | ১৭০ | হাওড়া উত্তর | ১ | |||
২৮ | ১৭১ | হাওড়া মধ্য | ১ | |||
২৯ | ১৭২ | শিবপুর | ১ | |||
৩০ | ১৭৩ | হাওড়া দক্ষিণ | ১ | |||
৩১ | ১৭৪ | সাঁকরাইল | ১ | |||
৩২ | ১৭৫ | পাঁচলা | ১ | |||
৩৩ | ১৭৬ | উলুবেড়িয়া পূর্ব | ১ | |||
৩৪ | ১৮৪ | ডোমজুড় | ১ | |||
৩৫ | ১৮৫ | হুগলি | উত্তরপাড়া | ১ | ||
৩৬ | ১৮৬ | শ্রীরামপুর | ১ | |||
৩৭ | ১৮৭ | চাঁপদানি | ১ | |||
৩৮ | ১৮৮ | সিঙ্গুর | ১ | |||
৩৯ | ১৮৯ | চন্দননগর | ১ | |||
৪০ | ১৯০ | চুঁচুড়া | ১ | |||
৪১ | ১৯১ | বলাগড় (ত) | ১ | |||
৪২ | ১৯২ | পাণ্ডুয়া | ১ | |||
৪৩ | ১৯৩ | সপ্তগ্রাম | ১ | |||
৪৪ | ১৯৪ | চণ্ডীতলা | ১ | |||
মোট | ২১ | ১৯ | ৪ |
চতুর্থ দফাতেই কোচবিহার (৯) ও আলিপুরদুয়ারে (৫) নির্বাচন পর্ব শেষ। এছাড়াও শেষ দক্ষিণ ২৪ পরগণা (৩১), হুগলি (১৮) ও হাওড়াতে (১৬)। চতুর্থ দফা পর্যন্ত ১৩৫টি আসনে বিজেপি ৬৪, তৃণমূল ৫২ এবং মোর্চা সম্ভাব্য ১৯ টি আসন পেতে পারে।
বাকি ফলাফল কাল।
পয়লা এপ্রিলের টই -- বোকা বানাচ্ছেন নাতো?
ডিসিজনাব, নিননিছাদের গালাবেন না। এটা ওদের গাল দেওয়ারই টই।
রঞ্জনবাবু, ১০%টা সেফগার্ড! প্লাস দক্ষিণ ২৪ আর পূর্ব মেদিনীপুরে অনিশ্চয়তা।
অমিত, বাপরে আমি তো অতশত ভাবিইনি। কিন্তু ভোটারদের এটা প্রভাবিত করবে বলে মনে হয় না। তাঁরা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, মানে যাঁরা সোশ্যাল মিডিয়ায় থাকেন না।
পাই, 'তালড্যাংরায় কেন বিজপি পাবে আর মন্দিরপাড়ায় কেন তৃণমূল'। সামান্য হিসেব। গত লোকসভায় তালড্যাংরায় বিজেপি পেয়েছিল ৮৭ হাজার ভোট আর তৃণমূল ৭০ হাজার। একইভাবে মন্দিরবাজারে (মন্দিরপাড়া?) তৃণমূল ৯৩ হাজার ভোট আর বিজেপি ৭২ হাজার।
আপনি/আপনারা এটা দেখতে পারেন।
http://ceowestbengal.nic.in/UploadFiles/Election/Parliament/2019/PCTLIST_RESULT_2019.html
যাক দিদি আবার অল্প অল্প করে সেকুলার মোডে ফিরছেন।
এইটা দারুন কাজের লিন্ক। বুঝতে পারছি কেন যাদবপুরে মোর্চা জিততে পারে।
এলের দেওয়া লিঙ্কে আরেকটু ফুট কেটে যাইঃ শুধু কন্স্টিটুয়েন্সি নয়, ভোটের রেকর্ড এখন বুথ লেভেলও পাওয়া যাচছে। মোটামুটি সব রাজ্যেই। বিজেপির লোকজন সেই নিয়ে পড়ে আছে।দারুণ ডাটা সেট।
আচ্ছা। এখানে তাহলে ধরে নেওয়া হচ্ছে লোকসভা ট্রেন্ডই অনুসরণ করবে। কিন্তু সেটা তো নাও হতে পারে। অনেক জায়গাতেই কিন্তু কেন্দ্রে রাজ্যে লোকে আলাদা ইস্যুতে ভোট দেয়। আর বিজেপির হাওয়া কি ২০১৯ এর পরে আরো বেড়েছে ? এই এক বছরের মহামারী লকডাউন ,অর্থনৈতিক দুর্দশার পর ? ক্যা এনার সি নিয়ে এত ঝামেলার পর ? প্লাস ২০১৯ এ তার আগের হাওয়া আবার অনেকটাই ঘুরিয়ে দিয়েছিল পুলওয়ামা। বিশাল ফ্যাক্টর হয়েছিল ২০১৯ এর লোকসভায়। এবার সেসব কিছুই নেই। সেই অর্থে খুব দাঙ্গাও করাতে পারেনি। এখন এই এক মাসে করিয়ে ফেললে বেরিতে যাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে । হিন্দু মুসলিম পোলারাইজেশন বেড়েছে মানছি , কিন্তু সত্যি কি বিজেপির পালে ২০১৯ এর মত বা বেশি হাওয়া আছে ?
আর হ্যাঁ, কে কতটা ছাপ্পা ভোট দেওয়াতে পারবে সেসবও হিসেবে নেই। কিন্তু দেওয়াচ্ছে, এও তো খবরে আসছেই।
২০১৯ এর পর টাকা বিস্তর ছড়িয়েছে, বুথ লেভেল ভোটের হিসেব নিয়ে পুরো সেই মত এগিয়েছে ,সেসব অবশ্যই বিজেপির ফেভারে যাবে।
প্রচুর তিনো নেতারাও গেছে। তাছাড়া মেইন স্ট্রীম মিডিয়ায় মূল বিরোধীর জায়্গা পেয়েছে।
গেছে যে তার পিছনেও তো প্রচুর টাকার খেলা আছে। তাই টাকা ছড়ানোর পয়েন্টে ওটা ধরা আছে।
মিডিয়া তো হাওয়া আছে বলছেই। সেটা আছে না তোলা হচ্ছে নাকি যা আছে তার থেকে অনেক বেশি তোলা হচ্ছে।
এবার এসব যদি চলতে থাকে, তাহলে হাওয়া টাওয়ারও কোন দরকার নেই।
স্বাতী লিখেছে,
'
গতকাল আসামের পাথরকান্দিতে জনৈক বিজেপি প্রার্থীর গাড়িতে ৮টা ভোট হয়ে যাওয়া ইভিএম পাওয়া যায়। আজকে সকালে ইলেকশন কমিশন জানিয়েছে যে আসলে ইসির গাড়ি ব্রেকডাউন হয়ে যাওয়ায় অফিসাররা বাধ্য হন লিফট নিতে, তখন তাঁরা জানতেন না যে গাড়িটি কৃষ্ণেন্দু পালের স্ত্রীর নামে রেজিস্টার্ড। যদিও ইভিএমের কোন ক্ষতি হয়নি, তাঁরা অফিসারদের সাস্পেন্ড করেছেন, ও আবার ভোট হবে জানিয়েছেন।
আমার ইলেকশন কমিশনের জন্য একটা প্রস্তাব আছে, কেউ যোগাযোগ করিয়ে দেবেন? একটা দারুণ মার্বেলের বাড়ি আছে, গঙ্গার কাছেই। ওনাদের অফিস বাড়ির জন্য আদর্শ।'
বিজেপির হাওয়া প্রসঙ্গে জিনিসপত্রের দাম বাড়া,পেট্রল ডিজেল গ্যাসের এত দাম বাড়া ,নানা সুদের হার কমা এত ব্যাঙ্ক মার্জার ,চাকরি কমা এগুলো কোন ফ্যাকটরই হবেনা ? তৃণমুলের ক্ষেত্রেও যেমন কর্মসংস্থান ,বিশেষ করে স্কুলে চাকরি আটকে থাকা বিপক্ষে যাবে মনে করি।
উজ্জ্বলা যোজনার খুব কিছু ফায়দা নিতে পারবেনা কারণ গ্যাসের দাম যে পরিমাণে বেড়েছে,বহু লোকের কাছেই এটা আর কোন সুবিধাই নয়। আয়ুষ্মান ভারতকেও স্বাস্থ্যসাথী অনেকটাই নালিফাই করেছে মনে হয়।
এবারে ওই মেয়েদের নানা চাকরি , ৫ টাকায় তিনবেলা খাওয়া দেওইয়ার প্রতিশ্রুতি এসব আলাদা কতটা প্রভাব ফেলবে জানিনা।
সি এ এ এন আর সি বাদ দিয়েও এই কৃষক আন্দোলন পবর গ্রামে কোন প্রভাব ফেলবে না মনে করিনা, কোন ফ্যাক্টর না হলে বিরোধী দলগুলো এই প্রসংগ গ্রামেগঞ্জের প্রচারে এতটা আনত না।
ডাবল ইঞ্জিনের দমে এত হাওয়া ?
ক্যা নিয়ে যেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বিজেপির সেই উত্তরবঙ্গে এবং নদীয়া ও উত্তর ২৪-এ বিজেপি অবিশ্বাস্য ভালো ফল করতে পারে। বাকি ইস্যুগুলো আপাতত নন-ইস্যু। মূল খেলা হচ্ছে হেঁদু-মোচোমানে। সেটা আরও বাড়বে। নির্বাচনের আগের দিন আব্বাস ও রানিমার বাছাই করা ভিডিও দেখানো হবে গ্রামে গ্রামে। সঙ্গে টাকার টোপ। ৬৬ জন তৃণমূল থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। তিনোর প্রার্থীতালিকায় নাম ঘোষিত হওয়ার পরেও কেউ কেউ বিজেপিতে ঝাঁপ মেরেছেন। এগুলো ইঙ্গিতবাহী। আমরা সকলেই চাইছি বিজেপি যেন না আসে। কিন্তু আমরা সত্যি সত্যিই সংখ্যালঘু।
দ্বিতীয় পর্ব
পঞ্চম দফা – ৪৫টি আসন, এই দফাতে জলপাইগুড়ি (৭), কালিম্পং (১) ও দার্জিলিঙে (৫) নির্বাচন শেষ।
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ১৫ | জলপাইগুড়ি | ধূপগুড়ি (ত) | ১ | ||
২ | ১৬ | ময়নাগুড়ি (ত) | ১ | |||
৩ | ১৭ | জলপাইগুড়ি (ত) | ১ | |||
৪ | ১৮ | রাজগঞ্জ (ত) | ১ | |||
৫ | ১৯ | ডাবগ্রাম-ফুলবাড়ি | ১ | |||
৬ | ২০ | মালবাজার (ত উ) | ১ | |||
৭ | ২১ | নাগরাকাটা (ত উ) | ১ | |||
৮ | ২২ | কালিম্পং | কালিম্পং | ১ | ||
৯ | ২৩ | দার্জিলিং | দার্জিলিং | ১ | ||
১০ | ২৪ | কার্শিয়াং | ১ | |||
১১ | ২৫ | নকশালবাড়ি (ত) | ১ | |||
১২ | ২৬ | শিলিগুড়ি | ১ | |||
১৩ | ২৭ | ফাঁসিদেওয়া | ১ | |||
১৪ | ৮৬ | নদীয়া | শান্তিপুর | ১ | ||
১৫ | ৮৭ | রানাঘাট উত্তর পশ্চিম | ১ | |||
১৬ | ৮৮ | কৃষ্ণগঞ্জ (ত) | ১ | |||
১৭ | ৮৯ | রানাঘাট উত্তর পূর্ব (ত) | ১ | |||
১৮ | ৯০ | রানাঘাট দক্ষিণ (ত) | ১ | |||
১৯ | ৯১ | চাকদহ | ১ | |||
২০ | ৯২ | কল্যাণী | ১ | |||
২১ | ৯৩ | হরিণঘাটা | ১ | |||
২২ | ১১১ | উত্তর ২৪ পরগণা | পানিহাটি | ১ | ||
২৩ | ১১২ | কামারহাটি | ১ | |||
২৪ | ১১৩ | বরাহনগর | ১ | |||
২৫ | ১১৪ | দমদম | ১ | |||
২৬ | ১১৫ | রাজারহাট নিউটাউন | ১ | |||
২৭ | ১১৬ | বিধাননগর | ১ | |||
২৮ | ১১৭ | রাজারহাট গোপালপুর | ১ | |||
২৯ | ১১৮ | মধ্যমগ্রাম | ১ | |||
৩০ | ১১৯ | বারাসত | ১ | |||
৩১ | ১২০ | দেগঙ্গা | ১ | |||
৩২ | ১২১ | হাড়োয়া | ১ | |||
৩৩ | ১২২ | মীনাখাঁ (ত) | ১ | |||
৩৪ | ১২৩ | সন্দেশখালি (ত উ) | ১ | |||
৩৫ | ১২৪ | বসিরহাট দক্ষিণ | ১ | |||
৩৬ | ১২৫ | বসিরহাট উত্তর | ১ | |||
৩৭ | ১২৬ | হিঙ্গলগঞ্জ (ত) | ১ | |||
৩৮ | ২৫৯ | পূর্ব বর্ধমান | খণ্ডঘোষ (ত) | ১ | ||
৩৯ | ২৬০ | বর্ধমান দক্ষিণ | ১ | |||
৪০ | ২৬১ | রায়না (ত) | ১ | |||
৪১ | ২৬২ | জামালপুর (ত) | ১ | |||
৪২ | ২৬৩ | মন্তেশ্বর | ১ | |||
৪৩ | ২৬৪ | কালনা (ত) | ১ | |||
৪৪ | ২৬৫ | মেমারি | ১ | |||
৪৫ | ২৬৬ | বর্ধমান উত্তর | ১ | |||
মোট | ২৮ | ১৩ | ৪ |
ষষ্ঠ দফা – ৪৩টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ২৮ | উত্তর দিনাজপুর | চোপড়া | ১ | ||
২ | ২৯ | ইসলামপুর | ১ | |||
৩ | ৩০ | গোয়ালপোখর | ১ | |||
৪ | ৩১ | চাকুলিয়া | ১ | |||
৫ | ৩২ | করণদিঘী | ১ | |||
৬ | ৩৩ | হেমতাবাদ (ত) | ১ | |||
৭ | ৩৪ | কালিয়াগঞ্জ (ত) | ১ | |||
৮ | ৩৫ | রায়গঞ্জ | ১ | |||
৯ | ৩৬ | ইটাহার | ১ | |||
১০ | ৭৭ | নদীয়া | করিমপুর | ১ | ||
১১ | ৭৮ | তেহট্ট | ১ | |||
১২ | ৭৯ | পলাশিপাড়া | ১ | |||
১৩ | ৮০ | কালীগঞ্জ | ১ | |||
১৪ | ৮১ | নাকাশিপাড়া | ১ | |||
১৫ | ৮২ | চাপড়া | * | * | * | |
১৬ | ৮৩ | কৃষ্ণনগর উত্তর | ১ | |||
১৭ | ৮৪ | নবদ্বীপ | ১ | |||
১৮ | ৮৫ | কৃষ্ণনগর দক্ষিণ | ১ | |||
১৯ | ৯৪ | উত্তর ২৪ পরগণা | বাগদা (ত) | ১ | ||
২০ | ৯৫ | বনগাঁ উত্তর (ত) | ১ | |||
২১ | ৯৬ | বনগাঁ দক্ষিণ (ত) | ১ | |||
২২ | ৯৭ | গাইঘাটা (ত) | ১ | |||
২৩ | ৯৮ | স্বরূপনগর (ত) | ১ | |||
২৪ | ৯৯ | বাদুরিয়া | ১ | |||
২৫ | ১০০ | হাবড়া | ১ | |||
২৬ | ১০১ | অশোকনগর | ১ | |||
২৭ | ১০২ | আমডাঙ্গা | ১ | |||
২৮ | ১০৩ | বীজপুর | ১ | |||
২৯ | ১০৪ | নৈহাটি | ১ | |||
৩০ | ১০৫ | ভাটপাড়া | ১ | |||
৩১ | ১০৬ | জগদ্দল | ১ | |||
৩২ | ১০৭ | নোয়াপাড়া | ১ | |||
৩৩ | ১০৮ | ব্যারাকপুর | ১ | |||
৩৪ | ১০৯ | খড়দহ | ১ | |||
৩৫ | ১১০ | দমদম উত্তর | ১ | |||
৩৬ | ২৬৭ | পূর্ব বর্ধমান | ভাতার | ১ | ||
৩৭ | ২৬৮ | পূর্বস্থলী দক্ষিণ | ১ | |||
৩৮ | ২৬৯ | পূর্বস্থলী উত্তর | ১ | |||
৩৯ | ২৭০ | কাটোয়া | ১ | |||
৪০ | ২৭১ | কেতুগ্রাম | ১ | |||
৪১ | ২৭২ | মঙ্গলকোট | ১ | |||
৪২ | ২৭৩ | আউসগ্রাম (ত) | ১ | |||
৪৩ | ২৭৪ | গলসি | ১ | |||
মোট | ২৫ | ১১ | ৬ |
এই দফায় শেষ উত্তর দিনাজপুর (৯) ছাড়াও নদীয়া (১৭), উত্তর ২৪ পরগণা (৩৩) ও পূর্ব বর্ধমান (১৬)। * চাপড়ায় প্রার্থী বদল হওয়ার সম্ভাবনা থাকায় ওই আসনটি সম্পর্কে স্থির সিদ্ধান্তে আসা যায়নি।
সপ্তম দফা – ৩৬টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ৩৭ | দক্ষিণ দিনাজপুর | কুশমণ্ডি (ত) | ১ | ||
২ | ৩৮ | কুমারগঞ্জ | ১ | |||
৩ | ৩৯ | বালুরঘাট | ১ | |||
৪ | ৪০ | তপন (ত উ) | ১ | |||
৫ | ৪১ | গঙ্গারামপুর | ১ | |||
৬ | ৪২ | হরিরামপুর | ১ | |||
৭ | ৪৩ | মালদহ | হবিবপুর (ত উ) | ১ | ||
৮ | ৪৪ | গাজল | ১ | |||
৯ | ৪৫ | চাঁচল | ১ | |||
১০ | ৪৬ | হরিশচন্দ্রপুর | ১ | |||
১১ | ৪৭ | মালতিপুর | ১ | |||
১২ | ৪৮ | রতুয়া | ১ | |||
১৩ | ৫৫ | মুর্শিদাবাদ | ফারাক্কা | ১ | ||
১৪ | ৫৬ | শামসেরগঞ্জ | ১ | |||
১৫ | ৫৭ | সুতি | ১ | |||
১৬ | ৫৮ | জঙ্গিপুর | ১ | |||
১৭ | ৫৯ | রঘুনাথগঞ্জ | ১ | |||
১৮ | ৬০ | সাগরদিঘী | ১ | |||
১৯ | ৬১ | লালগোলা | ১ | |||
২০ | ৬২ | ভগবানগোলা | ১ | |||
২১ | ৬৩ | রানিনগর | ১ | |||
২২ | ৬৪ | মুর্শিদাবাদ | ১ | |||
২৩ | ৬৫ | নবগ্রাম (ত) | ১ | |||
২৪ | ১৫৮ | দ. কলকাতা | কলকাতা বন্দর | ১ | ||
২৫ | ১৫৯ | ভবানীপুর | ১ | |||
২৬ | ১৬০ | রাসবিহারী | ১ | |||
২৭ | ১৬১ | বালিগঞ্জ | ১ | |||
২৮ | ২৭৫ | পশ্চিম বর্ধমান | পাণ্ডবেশ্বর | ১ | ||
২৯ | ২৭৬ | দুর্গাপুর পূর্ব | ১ | |||
৩০ | ২৭৭ | দুর্গাপুর পশ্চিম | ১ | |||
৩১ | ২৭৮ | রানিগঞ্জ | ১ | |||
৩২ | ২৭৯ | জামুড়িয়া | ১ | |||
৩৩ | ২৮০ | আসানসোল দক্ষিণ | ১ | |||
৩৪ | ২৮১ | আসানসোল উত্তর | ১ | |||
৩৫ | ২৮২ | কুলটি | ১ | |||
৩৬ | ২৮৩ | বারবনি | ১ | |||
মোট | ১৬ | ৮ | ১২ |
অষ্টম ও শেষ দফা – ৩৫টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ৪৯ | মালদহ | মানিকচক | ১ | ||
২ | ৫০ | মালদহ (ত) | ১ | |||
৩ | ৫১ | ইংলিশবাজার | ১ | |||
৪ | ৫২ | মোথাবাড়ি | ১ | |||
৫ | ৫৩ | সুজাপুর | ১ | |||
৬ | ৫৪ | বৈষ্ণবনগর | ১ | |||
৭ | ৬৬ | মুর্শিদাবাদ | খড়গ্রাম (ত) | ১ | ||
৮ | ৬৭ | বড়ঞা (ত) | ১ | |||
৯ | ৬৮ | কান্দি | ১ | |||
১০ | ৬৯ | ভরতপুর | ১ | |||
১১ | ৭০ | রেজিনগর | ১ | |||
১২ | ৭১ | বেলডাঙা | ১ | |||
১৩ | ৭২ | বহরমপুর | ১ | |||
১৪ | ৭৩ | হরিহরপাড়া | ১ | |||
১৫ | ৭৪ | নওদা | ১ | |||
১৬ | ৭৫ | ডোমকল | ১ | |||
১৭ | ৭৬ | জলঙ্গি | ১ | |||
১৮ | ১৬২ | উ. কলকাতা | চৌরঙ্গি | ১ | ||
১৯ | ১৬৩ | এন্টালি | ১ | |||
২০ | ১৬৪ | বেলেঘাটা | ১ | |||
২১ | ১৬৫ | জোড়াসাঁকো | ১ | |||
২২ | ১৬৬ | শ্যামপুকুর | ১ | |||
২৩ | ১৬৭ | মানিকতলা | ১ | |||
২৪ | ১৬৮ | কাশীপুর-বেলগাছিয়া | ১ | |||
২৫ | ২৮৪ | বীরভূম | দুবরাজপুর | ১ | ||
২৬ | ২৮৫ | সিউড়ি | ১ | |||
২৭ | ২৮৬ | বোলপুর | ১ | |||
২৮ | ২৮৭ | নানুর (ত) | ১ | |||
২৯ | ২৮৮ | লাভপুর | ১ | |||
৩০ | ২৮৯ | সাঁইথিয়া (ত) | ১ | |||
৩১ | ২৯০ | ময়ুরেশ্বর | ১ | |||
৩২ | ২৯১ | রামপুরহাট | ১ | |||
৩৩ | ২৯২ | হাসান | ১ | |||
৩৪ | ২৯৩ | নলহাটি | ১ | |||
৩৫ | ২৯৪ | মুরারই | ১ | |||
মোট | ৮ | ৮ | ১৯ |
শেষ চারটি দফার ১৫৯টি আসনে বিজেপি ৭৭, তৃণমূল ৪০ এবং মোর্চা ৪১টি আসন পেতে পারে।
তাহলে নির্বাচন শেষে মোট ২৯৩ (চাপড়া বাদে) আসনে বিজেপি ১৪১ (৬৪+৭৭), তৃণমূল ৯২ (৫২+৪০) ও মোর্চা সম্ভাব্য ৬০ (১৯+৪১)টি আসন পেতে পারে।
এর আগে জেলাভিত্তিক প্রেডিকশন ছিল বিজেপি ১৪৬, তৃণমূল ১০৩ ও জোট ৪৫টি আসন।
উরিত্তারা!
একী কথা শুনি আজ মন্থরার মুখে!
(পতন ও মুর্চ্ছা)
আহা, মুচ্ছো যাবেন কেন? সৈকতের স্বপ্ন সত্যিও হতে পারে তো! চালচোররা ৯২ আর মোর্চা ৬০। এখন তারা বাইরে থেকে সমোত্থোন করবে কি না, সে সম্পর্কে কবি কিছুই বলেননি।
এত খাটাখাটনির পরে আমাকে 'মন্থরা' বললেন? জালিম দুনিয়া!
২ তারিখ এই টই টা টেনে ওঠাব আর এই ফালতু পণ্ডিতমন্ন লোকটির ₹&@#£€# করবো :) | অবশ্য এই লোকটি লাথ খেতে ভালোবাসে | ব্যাটা IT সেল এর mole |
ধুর, তার আগে তো নিজের প্রেডিকশনটা জানাতে হবে। তাহলে আমিও তো টইটা খুঁচিয়ে তুলতে পারি, নাকি?
তিনো ১৬০ থেকে ১৮০ , জোট ১৫ থেকে ৩০ , গরুর বাচ্চারা ১০০ র নিচে |
এটাকে প্রেডিকশন বলে না, উইশফুল থিঙ্কিং বলে। অন্ততপক্ষে তিনো কোন জেলায় কতগুলো আসন পেয়ে ১৬০ থেকে ১৮০ এবং জোট ১৫ থেকে ৩০ হবে সেটা জানাতে হবে বটেক। নইলে... । গরু নিয়ে হেলদোল নেই, বরং খানিক দুক্কু আছে।
মোর্চা যদি তিনো কে সমর্থন করে, পরের বার কি আর বাম ভোটাররা ভোট দেবে ? কে জানে। তবে কং আর আব্বাস জোট ভেঙে বেরিয়ে তিনো কে সমর্থন জানাতেই পারে। বাম এটা করতে গেলে কি আউটকাম হবে কে জানে
গুরু তুমি তো জ্ঞান এর ভান্ডার | জ্ঞান চুঁয়ে চুঁয়ে পড়ছে | যাও একাউন্ট চেক কারো , কমেন্ট পিছু দু টাকা আসলো কিনা |
ওপরের কথা গুলো এলে&@$£ র জন্য
3712
গতবারের বিধানসভার রেজাল্ট
মার্চ এর শুরুতে বলেছিলামবিজেপি ৩ থেকে একটা টার্ম-এ বেড়ে ৫০/৬০ অবধি গেলেই ওদের পরণের কাপড় মাথায় তুলে দিয়ে নাচা উচিত। মানুষে জানে কোনটা লোকসভা ভোট আর কোনটা বিধানসভা। কোথায় কাকে ভোট দিতে হয়। সিপিএম কংগ্রেস দুটোই নিজেদের জায়গা থেকে আরো নামবে। জোট মোটমাট ৫০/৬০ এর কাছাকাছি নামলে আশ্চর্য হব না। মুলোরা হেসে হেসে ১৪৮ পার করবে।
কঠিন দিন আসছে সামনের পাঁচ বছরে। এবারের বারও লোকসভায় টিঁকে গেলে ২০২৬ এ বিজেপি বাংলা নিয়ে নিতেও পারে। দুই মৌলবাদী দলের আঁতাতে-সংঘর্ষে-প্রচারে আর যুব বামপন্থীদের অ্যাক্টিভিজমে সামনের পাঁচ বছর পশ্চিমবঙ্গ অশান্ত থাকবে। ২০২৬ এ বাংলাপক্ষ তথা গর্গ ভোটে দাঁড়াবে। মনে হয়, জমানত জব্দ হবে না।
এপ্রিলের প্রথমে বলছি তৃণমূলের শুধু প্রার্থী নয় ক্যাডার, ভোট মেশিনারী, এলাকার প্রভাবশালী গুন্ডারা সহ বিজেপিতে শিফট করায় সমস্যা একটু বেড়েছে। তবু আশা করছি, বিজেপি ১০০ ক্রস করতে পারবে না। ছাপ্পা আটকানো গেলে আরও কমত, কিন্তু সে ত হওয়ার নয়।
স্থান | দল | প্রার্থী | প্রাপ্ত আসন | সুইং | প্রাপ্ত সুইং | ভোট % | ভোট সুইং | |
---|---|---|---|---|---|---|---|---|
১ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | ২৯৪ | ২১১ | ২৭ | ২৪,৫৬৪,৫২৩ | ৪৪.৯ | ৫.৯৭ | |
২ | ভারতীয় জাতীয় কংগ্রেস | ৯০ | ৪৪ | ২ | ৬,৭০০,৩৯৮ | ১২.৩ | ৩.২১ | |
বামফ্রন্ট | ২০০+ | ৩২ | ৩০ | ১৪,২১৬,৩২৭ | ২৬.৬ | ১৩.২৩ | ||
৩ | ভারতীয় জনতা পার্টি + গোর্খা জনমুক্তি মোর্চা | ২৮৭+ | ৬ | ৩ | ৫,৮০৯,৭৬০ | ১০.৭ | ৫.৯২ | |
৪ | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) | ০ | ১ | ৩৬৫,৯৯৬ | ০.৭ | ০.২৬ | ||
৫ | নির্দল | ১ | ১ | ১,১৮৪,০৪৭ | ২.২ | ০.৯৩ | ||
৬ | নোটা | ৮৩১,৮৪৫ | ১.৫ | |||||
মোট | ২৯৪ |
জেলা | মোট আসন | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | বামফ্রন্ট+ | Iভারতীয় জাতীয় কংগ্রেস+ | ভারতীয় জনতা পার্টি+ | অন্যান্য |
---|---|---|---|---|---|---|
কোচবিহার | ৯ | ৮ | ১ | ০ | ০ | ০ |
জলপাইগুড়ি | ৭ | ৬ | ০ | ১ | ০ | ০ |
আলিপুরদুয়ার | ৫ | ৪ | ০ | ০ | ১ | ০ |
দার্জিলিং | ৬ | ০ | ১ | ২ | ৩ | 0 |
উত্তর দিনাজপুর | ৯ | ৪ | ২ | ৩ | ০ | ০ |
দক্ষিণ দিনাজপুর | ৬ | ২ | ৩ | ১ | ০ | ০ |
মালদহ | ১২ | ০ | ২ | ৮ | ১ | ১ |
মুর্শিদাবাদ | ২২ | ৪ | ৪ | ১৪ | ০ | ০ |
নদিয়া | ১৭ | ১৩ | ১ | ৩ | ০ | ০ |
উত্তর চব্বিশ পরগনা | ৩৩ | ২৭ | ৩ | ৩ | ০ | ০ |
দক্ষিণ চব্বিশ পরগনা | ৩১ | ২৯ | ২ | ০ | ০ | ০ |
কলকাতা | ১১ | ১১ | ০ | ০ | ০ | ০ |
হাওড়া | ১৬ | ১৫ | ০ | ১ | ০ | ০ |
হুগলি | ১৮ | ১৬ | ১ | ১ | ০ | ০ |
পূর্ব মেদিনীপুর | ১৬ | ১৩ | ৩ | ০ | ০ | ০ |
পশ্চিম মেদিনীপুর | ১৯ | ১৭ | ০ | ১ | ১ | ০ |
পুরুলিয়া জেলা | ৯ | ৭ | ০ | ২ | ০ | ০ |
বাঁকুড়া | ১২ | ৭ | ৩ | ২ | ০ | ০ |
বর্ধমান | ২৫ | ১৯ | ৫ | ১ | ০ | ০ |
বীরভূম | ১১ | ৯ | ১ | ১ | ০ | ০ |
মোট | ২৯৪ | ২১১ | ৩২ | ৪৪ | ৬ | ১ |
নিচের সারণিতে পশ্চিমবঙ্গ বিধানসভার কেন্দ্রভিত্তিক ফল দেখানো হয়েছে। এতে বিজয়ী দল ও দ্বিতীয় স্থানাধিকারী দল এবং প্রার্থীর নাম দেওয়া দেওয়া হয়েছে।[৪১]
সংখ্যা | বিধানসভা কেন্দ্র | বিজয়ী (দল) | দ্বিতীয় স্থানাধিকারী (দল) |
---|---|---|---|
১ | মেখলিগঞ্জ | অর্ঘ্য রায় প্রধান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | পরেশচন্দ্র অধিকারী (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
২ | মাথাভাঙ্গা | বিনয়কৃষ্ণ বর্মণ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | খগেনচন্দ্র বর্মণ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৩ | কোচবিহার উত্তর | নগেন্দ্রনাথ রায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক | পরিমল বর্মণ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৪ | কোচবিহার দক্ষিণ | মিহির গোস্বামী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দেবাশিস বণিক (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
৫ | শীতলকুচি | হিতেন বর্মণ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | নামদিপ্তী অধিকারী (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৬ | সিতাই | জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | কেশবচন্দ্র রায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
৭ | দিনহাটা | উদয়ন গুহ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অক্ষয় ঠাকুর (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
৮ | নাটাবাড়ি | রবীন্দ্রনাথ ঘোষ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | তামশের আলি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৯ | তুফানগঞ্জ | ফজল করিম মিয়াঁ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শ্যামল চৌধুরী (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১০ | কুমারগ্রাম | জেমস কুজুর (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মনোজকুমার ওরাওঁ (বিপ্লবী সমাজতন্ত্রী দল) |
১১ | কালচিনি | উইলসন চম্প্রামারি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | বিশাল লামা (ভারতীয় জনতা পার্টি) |
১২ | আলিপুরদুয়ার | সৌরভ চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | বিশ্বরঞ্জন সরকার (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৩ | ফালাকাটা | অনিল অধিকারী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ক্ষিতীশচন্দ্র রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৪ | মাদারিহাট | মনোজ টিগ্গা (ভারতীয় জনতা পার্টি) | পদম লামা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
১৫ | ধূপগুড়ি | মিতালি রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মমতা রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৬ | ময়নাগুড়ি | অনন্তদেব অধিকারী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ছায়া দে রায় (বিপ্লবী সমাজতন্ত্রী দল) |
১৭ | জলপাইগুড়ি | সুখবিলাস বর্মা (ভারতীয় জাতীয় কংগ্রেস) | ধরিত্রীমোহন রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
১৮ | রাজগঞ্জ | খগেশ্বর রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সত্যেন্দ্রনাথ মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৯ | ডাবগ্রাম-ফুলবাড়ি | গৌতম দেব (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দিলীপ সিং (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২০ | মাল | বুলু চিক বরাইক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অগাস্টাস কেরকেট্টা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২১ | নাগরাকাটা | সুকরা মুন্ডা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | জোসেফ মুন্ডা (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
২২ | কালিম্পং | সরিতা রাই (গোর্খা জনমুক্তি মোর্চা) | হরকা বাহাদুর ছেত্রি (নির্দল) |
২৩ | দার্জিলিং | অমর সিং রাই (গোর্খা জনমুক্তি মোর্চা) | সারদা রাই সুব্বা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৪ | কার্শিয়াং | রোহিত শর্মা (গোর্খা জনমুক্তি মোর্চা) | শান্তা ছেত্রি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৫ | মাটিগাড়া-নকশালবাড়ি | শঙ্কর মালাকার (ভারতীয় জাতীয় কংগ্রেস) | অমর সিংহ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৬ | শিলিগুড়ি | অশোক ভট্টাচার্য (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | বাইচুং ভুটিয়া (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৭ | ফাঁসিদেওয়া | সুনীলচন্দ্র তিরকে (ভারতীয় জনতা পার্টি) | কারোলাস লারকা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৮ | চোপরা | হামিদুল রহমান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | আক্রামুল হক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৯ | ইসলামপুর | কানাইয়া লাল আগরওয়াল (ভারতীয় জাতীয় কংগ্রেস) | আব্দুল করিম চৌধুরী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৩০ | গোয়ালপোখর | মহম্মদ গুলাম রব্বানি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | আফজল হোসেন (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
৩১ | চাকুলিয়া | আলি ইমরান রামজ (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) | অসীমকুমার মৃধা (ভারতীয় জনতা পার্টি) |
৩২ | করণদিঘি | মনোদেব সিংহ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | গোকুল রায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
৩৩ | হেমতাবাদ | দেবেন্দ্রনাথ রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | সবিতা ক্ষেত্রী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৩৪ | কালিয়াগঞ্জ | প্রমথনাথ রায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) | বসন্ত রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৩৫ | রায়গঞ্জ | মোহিত সেনগুপ্ত (ভারতীয় জাতীয় কংগ্রেস) | পূর্ণেন্দু দে (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৩৬ | ইটাহার | অমল আচার্য (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শ্রীকুমার মুখোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি) |
৩৭ | কুশমন্ডি | নর্মদাচন্দ্র রায় (বিপ্লবী সমাজতন্ত্রী দল) | রেখা রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৩৮ | কুমারগঞ্জ | তোরাফ হোসেইন মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মাফুজা খাতুন (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৩৯ | বালুরঘাট | বিশ্বনাথ চৌধুরী (বিপ্লবী সমাজতন্ত্রী দল) | শঙ্কর চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৪০ | তপন | বাচ্চু হাঁসদা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | রঘু উরাও (বিপ্লবী সমাজতন্ত্রী দল) |
৪১ | গঙ্গারামপুর | গৌতম দাস (ভারতীয় জাতীয় কংগ্রেস) | সত্যেন্দ্রনাথ রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৪২ | হরিরামপুর | রফিকুল ইসলাম (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | বিপ্লব মিত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৪৩ | হাবিবপুর | খগেন মুর্মু (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | অমল কিসকু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৪৪ | গাজোল | দীপালি বিশ্বাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | সুশীলচন্দ্র রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৪৫ | চাঁচল | আসিফ মেহবুব (ভারতীয় জাতীয় কংগ্রেস) | সৌমিত্র রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৪৬ | হরিশ্চন্দ্রপুর | আলম মোস্তাক (ভারতীয় জাতীয় কংগ্রেস) | তাজমুল হোসেইন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৪৭ | মালতীপুর | অলবিরুনি জুলকরনইন (ভারতীয় জাতীয় কংগ্রেস) | আব্দুর রহিম বক্সি (বিপ্লবী সমাজতন্ত্রী দল) |
৪৮ | রতুয়া | সমর মুখোপাধ্যায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) | শেহনাজ কাদেরি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৪৯ | মানিকচক | মহম্মদ মোত্তাকিম আলম (ভারতীয় জাতীয় কংগ্রেস) | সাবিত্রী মিত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৫০ | মালদহ | ভূপেন্দ্রনাথ হালদার (ভারতীয় জাতীয় কংগ্রেস) | দুলাল সরকার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৫১ | ইংলিশ বাজার | নীহাররঞ্জন ঘোষ (নির্দল) | কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৫২ | মোথাবাড়ি | ইয়াসমিন সাবিনা (ভারতীয় জাতীয় কংগ্রেস) | মহম্মদ নজরুল ইসলাম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৫৩ | সুজাপুর | ইশা খান চৌধুরী (ভারতীয় জাতীয় কংগ্রেস) | আবু নাসের খান চৌধুরী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৫৪ | বৈষ্ণবনগর | স্বাধীনকুমার সরকার (ভারতীয় জনতা পার্টি) | আজিজুল হক (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
৫৫ | ফারাক্কা | মইনুল হক (ভারতীয় জাতীয় কংগ্রেস) | মহম্মদ মুস্তাফা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৫৬ | শামশেরগঞ্জ | আমিরুল ইসলাম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | তৌয়াব আলি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৫৭ | সুতি | হুমায়ুন রেজা (ভারতীয় জাতীয় কংগ্রেস) | এমানি বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৫৮ | জঙ্গিপুর | জাকির হোসেইন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সোমনাথ সিংহ রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৫৯ | রঘুনাথগঞ্জ | আখরুজ্জামান (ভারতীয় জাতীয় কংগ্রেস) | আবুল কাশেম মোল্লা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৬০ | সাগরদিঘি | সুব্রত সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | আমিনুল ইসলাম (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
৬১ | লালগোলা | আবু হেনা (ভারতীয় জাতীয় কংগ্রেস) | চাঁদ মহম্মদ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৬২ | ভগবানগোলা | মহসিন আলি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | আবু সুফিয়ান সরকার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৬৩ | রানিনগর | ফিরোজা বেগম (ভারতীয় জাতীয় কংগ্রেস) | ড. হুমায়ুন কবির (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৬৪ | মুর্শিদাবাদ | শাওনি সিংহ রায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) | অসীমকৃষ্ণ ভট্ট (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৬৫ | নবগ্রাম | কানাইচন্দ্র মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | দিলীপ সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৬৬ | খড়গ্রাম | আশিস মার্জিত (ভারতীয় জাতীয় কংগ্রেস) | মাধবচন্দ্র মার্জিত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৬৭ | বারোয়ান | প্রতিমা বসাক (ভারতীয় জাতীয় কংগ্রেস) | ষষ্ঠীচরণ মাল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৬৮ | কান্দি | অপূর্ব সরকার (ভারতীয় জাতীয় কংগ্রেস) | ড. শান্তনু সেন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৬৯ | ভরতপুর | কমলেশ চট্টোপাধ্যায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) | খাদেম এ দাস্তেগির (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৭০ | রেজিনগর | রবিউল আলম চৌধুরী (ভারতীয় জাতীয় কংগ্রেস) | হুমায়ুন কবির (নির্দল) |
৭১ | বেলডাঙা | শেখ সইফুজ্জামান (ভারতীয় জাতীয় কংগ্রেস) | গোলাম কিবরিয়া মিয়া (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৭২ | বহরমপুর | মনোজ চক্রবর্তী (ভারতীয় জাতীয় কংগ্রেস) | ড. সুজাতা বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৭৩ | হরিহরপাড়া | নিয়ামত শেখ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | আলমগির মির (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
৭৪ | নওদা | আবু তাহের খান (ভারতীয় জাতীয় কংগ্রেস) | মাসুদ করিম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৭৫ | ডোমকল | আনিসুর রহমান সরকার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | সৌমিক হোসেন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৭৬ | জলঙ্গি | আব্দুর রাজ্জাক মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | অলোক দাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৭৭ | করিমপুর | মহুয়া মৈত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সমরেন্দ্রনাথ ঘোষ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৭৮ | তেহট্ট | গৌরীশঙ্কর দত্ত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | রঞ্জিতকুমার মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৭৯ | পলাশিপাড়া | তাপসকুমার সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | এস. এম. সাদি. (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
80 | কালীগঞ্জ | হাসানুজ্জামান শেখ (ভারতীয় জাতীয় কংগ্রেস) | আহমেদ নাসিরুদ্দিন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৮১ | নাকাশিপাড়া | কল্লোল খান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | তন্ময় গঙ্গোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৮২ | চাপরা | রুকবানুর রহমান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শামসুল ইসলাম মোল্লা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৮৩ | কৃষ্ণনগর উত্তর | অবনীমোহন জোয়ারদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অসীমকুমার সাহা (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
৮৪ | নবদ্বীপ | পুণ্ডরীকাক্ষ সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সুমিত বিশ্বাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৮৫ | কৃষ্ণনগর দক্ষিণ | উজ্জ্বল বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মেঘলাল শেখ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৮৬ | শান্তিপুর | অরিন্দম ভট্টাচার্য (ভারতীয় জাতীয় কংগ্রেস) | অজয় দে (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৮৭ | রানাঘাট উত্তরপশ্চিম | শঙ্কর সিংহ (ভারতীয় জাতীয় কংগ্রেস) | পার্থসারথি চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৮৮ | কৃষ্ণগঞ্জ | সত্যজিৎ বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মৃণাল বিশ্বাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৮৯ | রানাঘাট উত্তরপূর্ব | সমীরকুমার পোদ্দার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | বাবুসোনা সরকার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৯০ | রানাঘাট দক্ষিণ | রমা বিশ্বাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | আবিররঞ্জন বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৯১ | চাকদহ | রত্না ঘোষ কর (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | বিশ্বনাথ গুপ্ত (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৯২ | কল্যাণী | ড. রমেন্দ্রনাথ বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অলকেশ দাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৯৩ | হরিণঘাটা | নীলিমা নাগ মল্লিক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অজয় দাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৯৪ | বাগদা | দুলালচন্দ্র বর (ভারতীয় জাতীয় কংগ্রেস) | উপেন্দ্রনাথ বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
৯৫ | বনগাঁ উত্তর | বিশ্বজিৎ দাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সুশান্ত বাওয়ালি (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
৯৬ | বনগাঁ দক্ষিণ | সুরজিৎ কুমার বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | রমেন্দ্রনাথ আঢ্য (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৯৭ | গাইঘাটা | পুলিনবিহারী দে (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | কপিলকৃষ্ণ ঠাকুর (ভারতের কমিউনিস্ট পার্টি) |
৯৮ | স্বরূপনগর | বীণা মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ধীমান সরকার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
৯৯ | বাদুড়িয়া | আব্দুর রহিম কাজি (ভারতীয় জাতীয় কংগ্রেস) | আমির আলি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
১০০ | হাবড়া | জ্যোতিপ্রিয় মল্লিক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | আশিষকান্ত মুখোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১০১ | অশোকনগর | ধীমান রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সত্যসেবী কর (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১০২ | আমডাঙা | রফিকুল রহমান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | আবদুস সাত্তার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১০৩ | বীজপুর | শুভ্রাংশু রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ড. রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১০৪ | নৈহাটি | পার্থ ভৌমিক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | গার্গী চট্টোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১০৫ | ভাটপাড়া | অর্জুন সিং (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | জিতেন্দ্র সাউ (নির্দল) |
১০৬ | জগদ্দল | পরশ দত্ত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | হরিপদ বিশ্বাস (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
১০৭ | নোয়াপাড়া | মধুসূদন ঘোষ (ভারতীয় জাতীয় কংগ্রেস) | মঞ্জু বসু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
১০৮ | ব্যারাকপুর | শীলভদ্র দত্ত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দেবাশিস ভৌমিক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১০৯ | খড়দহ | অমিত মিত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অসীমকুমার দাশগুপ্ত (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১১০ | দমদম উত্তর | তন্ময় ভট্টাচার্য (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | চন্দ্রিমা ভট্টাচার্য (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
১১১ | পানিহাটি | নির্মল ঘোষ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | তন্ময় বন্দ্যোপাধ্যায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১১২ | কামারহাটি | মানস মুখোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | মদন মিত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
১১৩ | বরানগর | তাপস রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সুখময় ঘোষ (বিপ্লবী সমাজতন্ত্রী দল) |
১১৪ | দমদম | ব্রাত্য বসু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | পলাশ দাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১১৫ | রাজারহাট নিউ টাউন | সব্যসাচী দত্ত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১১৬ | বিধাননগর | সুজিত বসু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অরুণাভ ঘোষ (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১১৭ | রাজারহাট গোপালপুর | পূর্ণেন্দু বসু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | নেপালদেব ভট্টাচার্য (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১১৮ | মধ্যমগ্রাম | রথীন ঘোষ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | তাপস মজুমদার (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১১৯ | বারাসাত | চিরঞ্জিত চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সঞ্জীব চট্টোপাধ্যায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
১২০ | দেগঙ্গা | রহিমা মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মহম্মদ হাসানুর জামান চৌধুরী (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
১২১ | হাড়োয়া | হাজি শেখ নুরুল ইসলাম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ইমতিয়াজ হোসেইন (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১২২ | মিনাখাঁ | উষারানি মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দীনবন্ধু মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১২৩ | সন্দেশখালি | সুকুমার মাহাতো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | নীরাপদ সর্দার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১২৪ | বসিরহাট দক্ষিণ | দীপেন্দু বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শমীক ভট্টাচার্য (ভারতীয় জনতা পার্টি) |
১২৫ | বসিরহাট উত্তর | রফিকুল ইসলাম মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | এ. টি. এম. আবদুল্লাহ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
১২৬ | হিঙ্গলগঞ্জ | দেবেশ মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | আনন্দময় মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১২৭ | গোসাবা | জয়ন্ত নস্কর (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | উত্তমকুমার সাহা (বিপ্লবী সমাজতন্ত্রী দল) |
১২৮ | বাসন্তী | গোবিন্দচন্দ্র নস্কর (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সুভাষ নস্কর (বিপ্লবী সমাজতন্ত্রী দল) |
১২৯ | কুলতলি | রামশঙ্কর হালদার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | গোপাল মাঝি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
১৩০ | পাথরপ্রতিমা | সমীরকুমার জানা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ফণীভূষণ গিরি (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৩১ | কাকদ্বীপ | মন্টুরাম পাখিরা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | রফিক উদ্দিন মোল্লা (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৩২ | সাগর | বঙ্কিমচন্দ্র হাজরা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অসীমকুমার মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৩৩ | কুলপি | জগরঞ্জন হালদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | রেজাউল হক খান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৩৪ | রায়দিঘি | দেবশ্রী রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | কান্তি গঙ্গোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৩৫ | মন্দিরবাজার | জয়দেব হালদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ড. শরৎচন্দ্র হালদার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৩৬ | জয়নগর | বিশ্বনাথ দাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সুজিত পাটোয়ারি (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৩৭ | বারুইপুর পূর্ব | নির্মলচন্দ্র মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সুজয় মিস্ত্রি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৩৮ | ক্যানিং পশ্চিম | শ্যামল মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অর্ণব রায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৩৯ | ক্যানিং পূর্ব | সাকোয়াত মোল্লা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | আজিজুর রহমান মোল্লা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৪০ | বারুইপুর পশ্চিম | বিমান বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সফিউদ্দিন খান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৪১ | মগরাহাট পূর্ব | নমিতা সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | চন্দন সাহা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৪২ | মগরাহাট পশ্চিম | গিয়াস উদ্দিন মোল্লা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | খালিদ এবাদুল্লা (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৪৩ | ডায়মন্ড হারবার | দীপককুমার হালদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ড. আব্দুল হাসনত (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৪৪ | ফলতা | তমোনাশ ঘোষ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | বিধান পাড়ুই (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৪৫ | সাতগাছিয়া | সোনালি গুহ বসু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | পারমিতা ঘোষ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৪৬ | বিষ্ণুপুর | দিলীপ মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অলোক হালদার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৪৭ | সোনারপুর দক্ষিণ | জীবন মুখোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | তড়িৎ চক্রবর্তী (ভারতের কমিউনিস্ট পার্টি) |
১৪৮ | ভাঙড় | আব্দুর রেজ্জাক মোল্লা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | আব্দুর রসিদ গাজি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৪৯ | কসবা | জাভেদ আহমেদ খান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শতরূপ ঘোষ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৫০ | যাদবপুর | সুজন চক্রবর্তী (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | মণীশ গুপ্ত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
১৫১ | সোনারপুর উত্তর | ফিরদৌসি বেগম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | জ্যোতির্ময়ী শিকদার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৫২ | টালিগঞ্জ | অরূপ বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মধুজা সেন রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৫৩ | বেহালা পূর্ব | শোভন চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অম্বিকেশ মহাপাত্র (নির্দল) |
১৫৪ | বেহালা পশ্চিম | পার্থ চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | কৌস্তভ চট্টোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৫৫ | মহেশতলা | কস্তুরী দাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শমীক লাহিড়ি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৫৬ | বজবজ | অশোককুমার দেব (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শেখ মুজিবুর রহমান (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৫৭ | মেটিয়াবুরুজ | আব্দুল খালেক মোল্লা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মনিরুল ইসলাম (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৫৮ | কলকাতা বন্দর | ফিরহাদ হাকিম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | রাকেশ সিং (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৫৯ | ভবানীপুর | মমতা বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দীপা দাশমুন্সি (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৬০ | রাসবিহারী | শোভনদেব চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | আশুতোষ চট্টোপাধ্যায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৬১ | বালিগঞ্জ | সুব্রত মুখোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | কৃষ্ণা দেবনাথ (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৬২ | চৌরঙ্গি | নয়না বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সোমেন্দ্রনাথ মিত্র (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৬৩ | এন্টালি | স্বর্ণকমল সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দেবেশ দাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৬৪ | বেলেঘাটা | পরেশ পাল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | রাজীব বিশ্বাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৬৫ | জোড়াসাঁকো | স্মিতা বক্সি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | রাহুল সিনহা (ভারতীয় জনতা পার্টি) |
১৬৬ | শ্যামপুকুর | ড. শশী পাঁজা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | পিয়ালি পাল (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
১৬৭ | মানিকতলা | সাধন পাণ্ডে (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | রাজীব মজুমদার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৬৮ | কাশীপুর-বেলগাছিয়া | মালা সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | কণিনীকা বসু ঘোষ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৬৯ | বালি | বৈশালী ডালমিয়া (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সৌমেন্দ্রনাথ বেরা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৭০ | হাওড়া উত্তর | লক্ষ্মীরতন শুক্ল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সন্তোষকুমার পাঠক (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৭১ | হাওড়া মধ্য | অরূপ রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অমিতাভ দত্ত (জনতা দল (সংযুক্ত)) |
১৭২ | শিবপুর | জটু লাহিড়ি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | জগন্নাথ ভট্টাচার্য (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
১৭৩ | হাওড়া দক্ষিণ | ব্রজমোহন মজুমদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অরিন্দম বসু (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৭৪ | সাঁকরাইল | শীতলকুমার সর্দার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সমীর মল্লিক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৭৫ | পাঁচলা | গুলশন মল্লিক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ডলি রায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
১৭৬ | উলুবেড়িয়া পূর্ব | হায়দার আজিজ সাফি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সাবিরুদ্দিন মোল্লা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৭৭ | উলুবেড়িয়া উত্তর | ড. নির্মল মাজি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অমিয়কুমার মণ্ডল (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৭৮ | উলুবেড়িয়া দক্ষিণ | পুলক রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মহম্মদ নাসিরুদ্ধি (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
১৭৯ | শ্যামপুর | কালীপদ মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অমিতাভ চক্রবর্তী (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৮০ | বাগনান | অরুণাভ সেন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মীনা মুখোপাধ্যায় ঘোষ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৮১ | আমতা | অসিত মিত্র (ভারতীয় জাতীয় কংগ্রেস) | তুষারকান্তি শীল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
১৮২ | উদয়নারায়ণপুর | সমীরকুমার পাঁজা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সরোজরঞ্জন করার (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৮৩ | জগৎবল্লভপুর | মহম্মদ আব্দুল গনি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | বৈদ্যনাথ বসু (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৮৪ | ডোমজুড় | রাজীব বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | প্রতিমা দত্ত (নির্দল) |
১৮৫ | উত্তরপাড়া | প্রবীরকুমার ঘোষাল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শ্রুতিনাথ প্রহরাজ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৮৬ | শ্রীরামপুর | ড. সুদীপ্ত রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শুভঙ্কর সরকার (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৮৭ | চাঁপদানি | আব্দুল মান্নান (ভারতীয় জাতীয় কংগ্রেস) | মুজফফর খান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
১৮৮ | সিঙ্গুর | রবীন্দ্রনাথ ভট্টাচার্য (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | রবিন দেব (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৮৯ | চন্দননগর | ইন্দ্রনীল সেন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | গৌতম সরকার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৯০ | চুঁচুড়া | অসিত মজুমদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ড. প্রণবকুমার ঘোষ (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
১৯১ | বলাগড় | অসীমকুমার মাঝি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | পাঁচুগোপাল মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৯২ | পান্ডুয়া | শেখ আমজাদ হোসেইন (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | সৈয়দ রহিম নবি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
১৯৩ | সপ্তগ্রাম | তপন দাশগুপ্ত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দিলীপ নাথ (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
১৯৪ | চণ্ডীতলা | স্বাতী খোন্দকার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শেখ মহম্মদ আজিম আলি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৯৫ | জাঙ্গিপাড়া | স্নেহাশিস চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | পবিত্র সিংহ রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৯৬ | হরিপাল | বেচারাম মান্না (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | যোগীয়ানন্দ মিশ্র (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
১৯৭ | ধনেখালি | অসীম পাত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | প্রদীপ মজুমদার (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
১৯৮ | তারকেশ্বর | রচপাল সিং (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সুরজিত ঘোষ (জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি) |
১৯৯ | পুরশুড়া | ড. এম. নুরুজ্জামান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | প্রতিম সিংহ রায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
২০০ | আরামবাগ | কৃষ্ণচন্দ্র সাঁতরা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অসিত মালিক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২০১ | গোঘাট | মানস মজুমদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | বিশ্বনাথ করাক (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
২০২ | খানাকুল | ইকবাল আহমেদ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ইসলাম আলি খান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২০৩ | তমলুক | অশোককুমার দিন্দা (ভারতের কমিউনিস্ট পার্টি) | নির্বেদ রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২০৪ | পাঁশকুড়া পূর্ব | শেখ ইব্দাহিম আলি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | বিপ্লব রায়চৌধুরী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২০৫ | পাঁশকুড়া পশ্চিম | ফিরোজা বিবি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | চিত্তরঞ্জন দাস ঠাকুর (ভারতের কমিউনিস্ট পার্টি) |
২০৬ | ময়না | সংগ্রাম কুমার দোলই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মানিক ভৌমিক (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
২০৭ | নন্দকুমার | সুকুমার দে (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সিরাজ খান (নির্দল) |
২০৮ | মহিষাদল | ড. সুদর্শন ঘোষ দস্তিদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ড. সুব্রত মাইতি (নির্দল) |
২০৯ | হলদিয়া | তাপসী মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | মধুরিমা মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২১০ | নন্দীগ্রাম | শুভেন্দু অধিকারী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | আব্দুল কবির শেখ (ভারতের কমিউনিস্ট পার্টি) |
২১১ | চণ্ডীপুর | অমিয়কান্তি ভট্টাচার্য (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মঙ্গল চন্দ প্রধান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২১২ | পটাশপুর | জ্যোতির্ময় কর (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মাখনলাল নায়ক (ভারতের কমিউনিস্ট পার্টি) |
২১৩ | কাঁথি উত্তর | বনশ্রী মাইতি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | চক্রধর মাইকাপ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২১৪ | ভগবান | অর্ধেন্দু মাইতি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | হিমাংশু শেখর মহাপাত্র (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
২১৫ | খেজুরি | রণজিত মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অসীমকুমার মণ্ডল (নির্দল) |
২১৬ | কাঁথি দক্ষিণ | দিব্যেন্দু অধিকারী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | উত্তম প্রধান (ভারতের কমিউনিস্ট পার্টি) |
২১৭ | রামনগর | অখিল গিরি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | তাপস সিংহ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২১৮ | এগরা | সমরেশ দাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শেখ মাহমুদ হোসেইন (ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি (প্রবোধ চন্দ্র)) |
২১৯ | দাঁতন | বিক্রমচন্দ্র প্রধান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শিশিরকুমার পাত্র (ভারতের কমিউনিস্ট পার্টি) |
২২০ | নয়াগ্রাম | দুলাল মুর্মু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | বকুল মুর্মু (ভারতীয় জনতা পার্টি) |
২২১ | গোপীবল্লভপুর | চূড়ামণি মাহাতো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | পুলিনবিহারী বাস্কে (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২২২ | ঝাড়গ্রাম | সুকুমার হাঁসদা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | চুনিবালা হাঁসদা (ঝাড়খণ্ড পার্টি (নরেন)) |
২২৩ | কেশিয়ারি | পরেশ মুর্মু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | বিরাম মান্ডি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২২৪ | খড়গপুর সদর | দিলীপ কুমার ঘোষ (ভারতীয় জনতা পার্টি) | জ্ঞান সিং সোহনপাল (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
২২৫ | নারায়ণগড় | প্রদ্যুৎকুমার ঘোষ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ড. সূর্যকান্ত মিশ্র (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২২৬ | সবং | মানসরঞ্জন ভুঁইয়া (ভারতীয় জাতীয় কংগ্রেস) | নির্মল ঘোষ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২২৭ | পিংলা | সৌমেন কুমার মহাপাত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | প্রবোধচন্দ্র সিংহ (ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি (প্রবোধ চন্দ্র)) |
২২৮ | খড়গপুর | দীনেন রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শেখ শাজাহান আলি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২২৯ | ডেবরা | সেলিমা খাতুন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শেখ জাহাঙ্গির করিম (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
২৩০ | দাসপুর | মমতা ভুঁইয়া (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | স্বপন সাঁতরা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৩১ | ঘাটাল | শঙ্কর দোলুই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | কমলচন্দ্র দোলুই (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৩২ | চন্দ্রকোণা | ছায়া দোলুই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শান্তিনাথ বোধুক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২২৩ | গড়বেতা | আশিস চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সরফরোজ খান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৩৪ | শালবনি | শ্রীকান্ত মাহাতো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শ্যামসুন্দর পাণ্ডে (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৩৫ | কেশপুর | শিউলি সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | রামেশ্বর দোলুই (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৩৬ | মেদিনীপুর | মৃগেন্দ্রনাথ মাইতি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সন্তোষ রানা (ভারতের কমিউনিস্ট পার্টি) |
২৩৭ | বিনপুর | খগেন্দ্রনাথ হেমব্রম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দিবাকর হাঁসদা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৩৮ | বান্দোয়ান | রাজীবলোচন সরেন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সুশান্ত বেসরা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৩৯ | বলরামপুর | শান্তিরাম মাহাতো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | জগদীশ মাহাতো (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
২৪০ | বাঘমুন্ডি | নেপাল মাহাতো (ভারতীয় জাতীয় কংগ্রেস) | সমীর মাহাতো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৪১ | জয়পুর | শক্তিপদ মাহাতো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ধীরেন্দ্রনাথ মাহাতো (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
২৪২ | পুরুলিয়া | সুদীপকুমার মুখোপাধ্যায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) | দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৪৩ | মানবাজার | সন্ধ্যারানি টুডু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ইপিল মুর্মু (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৪৪ | কাশীপুর | স্বপনকুমার বেলথারিয়া (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সুদিন কিসকু (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৪৫ | পারা | উমাপদ বারুই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দীননাথ বারুই (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৪৬ | রঘুনাথপুর | পূর্ণচন্দ্র বারুই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সত্যনারায়ণ বারুই (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৪৭ | শালতোড়া | স্বপন বাউড়ি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ষষ্ঠীচরণ বাউড়ি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৪৮ | ছাতনা | ধীরেন্দ্রনাথ লায়েক (বিপ্লবী সমাজতন্ত্রী দল) | শুভাশিস বটব্যাল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৪৯ | রানিবাঁধ | জ্যোৎস্না মান্ডি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দেবলীনা হেমব্রম (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৫০ | রায়পুর | বীরেন্দ্রনাথ টুডু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দিলীপকুমার হাঁসদা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৫১ | তালড্যাংরা | সমীর চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অমিয় পাত্র (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৫২ | বাঁকুড়া | শম্পা দাড়িপা (ভারতীয় জাতীয় কংগ্রেস) | মিনতি মিশ্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৫৩ | বরজোড়া | সুজিত চক্রবর্তী (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | সোহম চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৫৪ | ওন্দা | অরূপকুমার খান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মানিক মুখোপাধ্যায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
২৫৫ | বিষ্ণুপুর | তুষারকান্তি ভট্টাচার্য (ভারতীয় জাতীয় কংগ্রেস) | শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৫৬ | কোতুলপুর | শ্যামল সাঁতরা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অক্ষয় সাঁতরা (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
২৫৭ | ইন্দাস | গুরুপদ মেটে (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দিলীপকুমার মালিক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৫৮ | সোনামুখি | অজিত রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | দীপালি সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৫৯ | খণ্ডঘোষ | নবীনচন্দ্র বাগ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অসীমা রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৬০ | বর্ধমান দক্ষিণ | রবিরঞ্জন চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | আইনুল হক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৬১ | রায়না | নেপাল ঘোড়ুই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | বাসুদেব খান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৬২ | জামালপুর | সমর হাজরা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | উজ্জ্বল প্রামাণিক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৬৩ | মন্তেশ্বর | সজল পাঁজা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মহম্মদ হেদায়তুল্লা চৌধুরী (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৬৪ | কালনা | বিশ্বজিত কুন্ডু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সুকুলচন্দ্র শিকদার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৬৫ | মেমারি | নার্গিস বেগম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দেবাশিস ঘোষ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৬৬ | বর্ধমান উত্তর | নীতিশকুমার মালিক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অপর্ণা সাহা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৬৭ | ভাতার | সুভাষ মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | বামাচরণ বন্দ্যোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
২৬৮ | পূর্বস্থলী দক্ষিণ | স্বপন দেবনাথ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অভিজিৎ ভট্টাচার্য (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
২৬৯ | পূর্বস্থলী উত্তর | প্রদীপকুমার সাহা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | তপন চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৭০ | কাটোয়া | রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শ্যামা মজুমদার (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
২৭১ | কেতুগ্রাম | শেখ শাহনওয়াজ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সৈয়দ আব্দুল কদর (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৭২ | মঙ্গলকোট | সিদ্দিকুল্লা চৌধুরী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শাহজাহান চৌধুরী (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৭৩ | আউসগ্রাম | অভেদানন্দ থান্ডার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | মনসা মেটে (সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)) |
২৭৪ | গলসি | অলোককুমার মাঝি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | নন্দনাল পণ্ডিত (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
২৭৫ | পাণ্ডবেশ্বর | জিতেন্দ্র কুমার তিওয়ারি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | গৌরাঙ্গ চট্টোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৭৬ | দুর্গাপুর পূর্ব | সন্তোষ দেবরায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | প্রদীপ মজুমদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৭৭ | দুর্গাপুর পশ্চিম | বিশ্বনাথ পারিয়াল (ভারতীয় জাতীয় কংগ্রেস) | অপূর্ব মুখোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৭৮ | রানিগঞ্জ | রুনু দত্ত (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | নার্গিস বানো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৭৯ | জামুড়িয়া | জাহানারা খান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | ভি. শিবদাসান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৮০ | আসানসোল দক্ষিণ | তাপস বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | হেমন্ত প্রভাকর (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৮১ | আসানসোল উত্তর | মলয় ঘটক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | নির্মল কর্মকার (ভারতীয় জনতা পার্টি) |
২৮২ | কুলটি | উজ্জ্বল চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অজয়কুমার পোদ্দার (ভারতীয় জনতা পার্টি) |
২৮৩ | বারাবনি | বিধান উপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | শিপ্রা মুখোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৮৪ | দুবরাজপুর | নরেশচন্দ্র বারুই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | বিজয় বাগদি (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
২৮৫ | সিউড়ি | অশোককুমার চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ড. রামচন্দ্র ডোম (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৮৬ | বোলপুর | চন্দ্রনাথ সিংহ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | তপন হোড় (বিপ্লবী সমাজতন্ত্রী দল) |
২৮৭ | নানুর | শ্যামলী প্রধান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) | গদাধর হাজরা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৮৮ | লাভপুর | মনিরুল ইসলাম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সৈয়দ মাহফুজুল করিম (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৮৯ | সাঁইথিয়া | নীলাবতী সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | ধীরেন বাগদি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৯০ | ময়ূরেশ্বর | অভিজিৎ রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | অরূপ বাগ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) |
২৯১ | রামপুরহাট | আশিস বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | সৈয়দ সিরাজ জিম্মি (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
২৯২ | হাঁসন | মিলটন রশিদ (ভারতীয় জাতীয় কংগ্রেস) | অসিতকুমার মাল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
২৯৩ | নলহাটি | মইনুদ্দিন শামস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | দীপক চট্টোপাধ্যায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) |
২৯৪ | মুরারই | আব্দুর রহমান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) | আলি মোর্তুজা খান (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
২০২১ প্রার্থী তালিকা ও অপিনিয়ন পোল রেজাল্টস
Assembly Constituency | AITC+[74][75][76][77][78][79] | NDA[64][80][81][82][83][84] | Sanyukta Morcha | Voting On | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | Name | Party | Candidate | Party | Candidate | Party | Candidate | ||||
Cooch Behar district | |||||||||||
1 | Mekliganj | AITC | Paresh Chandra Adhikary | BJP | Dadhiram Ray | AIFB | Gobindo Ray | 10 April 2021 | |||
2 | Mathabhanga | AITC | Girindra Nath Barman | BJP | Sushil Barman | CPI(M) | Ashok Barman | ||||
3 | Cooch Behar Uttar | AITC | Binay Krishna Barman | BJP | Sukumar Roy | AIFB | Nagendra Nath Ray | ||||
4 | Cooch Behar Dakshin | AITC | Avijit Dey Bhowmik | BJP | Nikhil Ranjan Dey | AIFB | Akshay Thakur | ||||
5 | Sitalkuchi | AITC | Partha Pratim Ray | BJP | Baren Chandra Barman | CPI(M) | Sudhangsu Pramanik | ||||
6 | Sitai | AITC | Jagadish Chandra Barma Basunia | BJP | Dipak Kumar Roy | INC | Keshab Chandra Roy | ||||
7 | Dinhata | AITC | Udayan Guha | BJP | Nisith Pramanik | AIFB | Abdul Rauf | ||||
8 | Natabari | AITC | Rabindra Nath Ghosh | BJP | Mihir Goswami | CPI(M) | Akik Hasan | ||||
9 | Tufanganj | AITC | Pranab Kumar Dey | BJP | Maloti Rava Roy | INC | Rabin Roy | ||||
Alipurdar district | |||||||||||
10 | Kumargram | AITC | Leos Kujur | BJP | Manoj Oraon | RSP | Kishor Minz | 10 April 2021 | |||
11 | Kalchini | AITC | Pasang Lama | BJP | Bishal Lama | INC | Abhijit Narzinari | ||||
12 | Alipurduars | AITC | Sourav Chakraborty | BJP | Suman Kanjilal | INC | Debprosad Roy | ||||
13 | Falakata | AITC | Subhash Roy | BJP | Dipak Barman | CPI(M) | Khsitish Chandra Roy | ||||
14 | Madarihat | AITC | Rajesh Lakra | BJP | Manoj Tigga | RSP | Subhas Lohar | ||||
Jalpaiguri district | |||||||||||
15 | Dhupguri | AITC | Mitali Roy | BJP | Bishnu Pada Roy | CPI(M) | Dr. Pradip Kumar Roy | 17 April 2021 | |||
16 | Maynaguri | AITC | Manoj Roy | BJP | Koushik Roy | RSP | Naresh Chandra Roy | ||||
17 | Jalpaiguri | AITC | Pradip Kumar Barma | BJP | Sujit Singha | INC | Sukhbilas Barma | ||||
18 | Rajganj | AITC | Khageswar Roy | BJP | Supen Roy | CPI(M) | Ratan Ray | ||||
19 | Dabgram-Phulbari | AITC | Goutam Deb | BJP | Sikha Chatterjee | CPI(M) | Dilip Singh | ||||
20 | Mal | AITC | Bulu Chik Baraik | BJP | Mahesh Bagey | CPI(M) | Manu Oraon | ||||
21 | Nagrakata | AITC | Joseph Munda | BJP | Puna Bhengra | INC | Sukhbir Subba | ||||
Kalimpong district | |||||||||||
22 | Kalimpong | GJM (Gurung) | Ram Bhujel | BJP | Subha Pradhan | INC | Dilip Pradhan | 17 April 2021 | |||
GJM (Tamang) | Ruden Sada Lepcha | ||||||||||
Darjeeling district | |||||||||||
23 | Darjeeling | GJM (Gurung) | P.T. Ola | BJP | Neeraj Zimba | CPI(M) | Goutamraj Rai | 17 April 2021 | |||
GJM (Tamang) | Keshav Raj Pokhrel | ||||||||||
24 | Kurseong | GJM (Gurung) | Norbu Lama | BJP | Bishnu Prasad Sharma | CPI(M) | Uttam Sharma | ||||
GJM (Tamang) | Tshering Lama Dahal | ||||||||||
25 | Matigara-Naxalbari | AITC | Rajan Sundas | BJP | Anandamoy Barman | INC | Sankar Malakar | ||||
26 | Siliguri | AITC | Prof. Omprakash Mishra | BJP | Shankar Ghosh | CPI(M) | Ashok Bhattacharya | ||||
27 | Phansidewa | AITC | Choton Kisku | BJP | Durga Murmu | INC | Sunil Chandra Tirkey | ||||
Uttar Dinajpur district | |||||||||||
28 | Chopra | AITC | Hamidul Rahaman | BJP | Md. Shahin Akhtar | CPI(M) | Anwarul Haque | 22 April 2021 | |||
29 | Islampur | AITC | Abdul Karim Chowdhury | BJP | Saumya Roop Mandal | INC | Sadikul Islam | ||||
30 | Goalpokhar | AITC | Md.Ghulam Rabbani | BJP | Gulam Sarwar | INC | Masud Nasim Ehsan | ||||
31 | Chakulia | AITC | Minhajul Arfin Azad | BJP | Sachin Prasad | AIFB | Ali Imran Ramz | ||||
32 | Karandighi | AITC | Goutam Pal | BJP | Subhash Singha | AIFB | Hafizul Iqbal | ||||
33 | Hemtabad | AITC | Satyajit Barman | BJP | Chandrima Roy | CPI(M) | Bhupendra Nath Barman | ||||
34 | Kaliaganj | AITC | Tapan Dev Singha | BJP | Soumen Roy | INC | Provas Sarkar | ||||
35 | Raiganj | AITC | Kanaia Lal Agarwal | BJP | Krishna Kalyani | INC | Mohit Sengupta | ||||
36 | Itahar | AITC | Mosaraf Hossain | BJP | Amit Kumar Kundu | CPI | Srikumar Mukherjee | ||||
Dakshin Dinajpur district | |||||||||||
37 | Kushmandi | AITC | Rekha Roy | BJP | Ranjit Kumar Roy | RSP | Narmada Chandra Roy | 26 April 2021 | |||
38 | Kumarganj | AITC | Toraf Hossain Mandal | BJP | Manas Sarkar | INC | Nargis Banu Chowdhury | ||||
39 | Balurghat | AITC | Sekhar Dasgupta | BJP | Ashok Lahiri | RSP | Sucheta Biswas | ||||
40 | Tapan | AITC | Kalpana Kisku | BJP | Budhrai Tudu | RSP | Raghu Urwo | ||||
41 | Gangarampur | AITC | Goutam Das | BJP | Satyendra Nath Roy | CPI(M) | Nandalal Hazra | ||||
42 | Harirampur | AITC | Biplab Mitra | BJP | Nilanjan Roy | CPI(M) | Rafikul Islam | ||||
Malda district | |||||||||||
43 | Habibpur | AITC | Pradip Baskey | BJP | Joyel Murmu | CPI(M) | Thakur Tudu | 26 April 2021 | |||
44 | Gazole | AITC | Basanti Barman | BJP | Chinmoy Deb Barman | CPI(M) | Arun Biswas | ||||
45 | Chanchal | AITC | Nihar Ranjan Ghosh | BJP | Dipankar Ram | INC | Asif Mehbub | ||||
46 | Harishchandrapur | AITC | Tajmul Hossain | BJP | Md. Matiur Rahaman | INC | Alam Mostaque | ||||
47 | Malatipur | AITC | Abdul Rahim Boxi | BJP | Mausumi Das | INC | Alberuni Zulkarnain | ||||
48 | Ratua | AITC | Samar Mukherjee | BJP | Abhishek Singhania | INC | Najima Khatun | ||||
49 | Manikchak | AITC | Sabitri Mitra | BJP | Gour Chand Mandal | INC | Md. Mottakin Alam | 29 April 2021 | |||
50 | Maldaha | AITC | Ujjal Chowdhury | BJP | Gopal Chandra Saha | INC | Bhupendra Nath Halder | ||||
51 | English Bazar | AITC | Krishnendu Narayan Chowdhury | BJP | Sreerupa Mitra Chaudhury | CPI(M) | Koushik Mishra | ||||
52 | Mothabari | AITC | Sabina Yeasmin | BJP | Shyam Chand Ghosh | INC | Md. Dulal Sekh | ||||
53 | Sujapur | AITC | Md Abdul Ghani | BJP | S K Jiyauddin | INC | Isha Khan Choudhury | ||||
54 | Baisnabnagar | AITC | Chandana Sarkar | BJP | Swadhin Kumar Sarkar | INC | Azizul Haque | ||||
Murshidabad district | |||||||||||
55 | Farakka | AITC | Monirul Islam | BJP | Hemanta Ghosh | INC | Mainul Haque | 26 April 2021 | |||
56 | Samserganj | AITC | Amirul Islam | BJP | Milan Ghosh | CPI(M) | Modassar Hossain | ||||
57 | Suti | AITC | Emani Biswas | BJP | Kaushik Das | INC | Humayun Roja | ||||
58 | Jangipur | AITC | Jakir Hossain | BJP | Sujit Das | RSP | Pradip Nandi | ||||
59 | Raghunathganj | AITC | Akhruzzaman | BJP | Golam Modarsha | INC | Abdul Kasem Biswas | ||||
60 | Sagardighi | AITC | Subrata Saha | BJP | Mafuja Khatun | INC | S. K. Hasnuzzaman | ||||
61 | Lalgola | AITC | Mohammad Ali | BJP | Kalpana Ghosh | INC | Abu Hena | ||||
62 | Bhagabangola | AITC | Idris Ali | BJP | Mehbub Alam | CPI(M) | Kamaal Hossain | ||||
63 | Raninagar | AITC | Soumik Hossain | BJP | Masuhara Khatun | INC | Firoza Begam | ||||
64 | Murshidabad | AITC | Shaoni Singha Roy | BJP | Gouri Sankar Ghosh | INC | Niazuddin Sekh | ||||
65 | Nabagram | AITC | Kanai Chandra Mondal | BJP | Mohan Halder | CPI(M) | Kripalini Ghosh | ||||
66 | Khargram | AITC | Ashis Marjit | BJP | Aditya Moulik | INC | Bipadtaran Bagdi | 29 April 2021 | |||
67 | Burwan | AITC | Jiban Krishna Saha | BJP | Amiya Kumar Das | INC | Shiladitya Haldar | ||||
68 | Kandi | AITC | Apurba Sarkar(David) | BJP | Goutam Roy | INC | Saiful Alam Khan | ||||
69 | Bharatpur | AITC | Humayun Kabir | BJP | Iman Kalyan Mukherje | INC | Kamalesh Chatterjee | ||||
70 | Rejinagar | AITC | Rabiul Alam Chowdhury | BJP | Arobindo Biswas | INC | Kafiruddin Sekh | ||||
71 | Beldanga | AITC | Hasanuzzaman Sk. | BJP | Sumit Ghosh | INC | Seikh Safiujjaman | ||||
72 | Baharampur | AITC | Naru Gopal Mukherjee | BJP | Subrata Moitra | INC | Manoj Chakraborty | ||||
73 | Hariharpara | AITC | Niamot Sheikh | BJP | Tanmoy Biswas | INC | Mir Almagir | ||||
74 | Naoda | AITC | Sahina Mamtaz Begum (Khan) | BJP | Anupam Mondal | INC | Mosharaf Hossain Mondal | ||||
75 | Domkal | AITC | Jafikul Islam | BJP | Rubiya Khatun | CPI(M) | Mustafizur Rahman | ||||
76 | Jalangi | AITC | Abdur Razzak | BJP | Chandan Mondal | CPI(M) | Saiful Islam Molla | ||||
Nadia district | |||||||||||
77 | Karimpur | AITC | Bimalendu Sinha Roy | BJP | Samarendra Nath Ghosh | CPI(M) | Pravas Majumdar | 22 April 2021 | |||
78 | Tehatta | AITC | Tapas Kumar Saha | BJP | Ashutosh Paul | CPI(M) | Subodh Biswas | ||||
79 | Palashipara | AITC | Manik Bhattacharya | BJP | Bibhash Chandra Mandal | CPI(M) | M. S. Sadi | ||||
80 | Kaliganj | AITC | Naseeruddin Ahamed (Lal) | BJP | Abhijit Ghosh | INC | Abdul Kasem | ||||
81 | Nakashipara | AITC | Kallol Khan | BJP | Shantanu Deb | CPI(M) | Sukla Saha Chakraborty | ||||
82 | Chapra | AITC | Rukbanur Rahman | BJP | Kalyan Kumar Nandi | RSMP | Kanchan Moitra | ||||
83 | Krishnanagar Uttar | AITC | Koushani Mukherjee | BJP | Mukul Roy | INC | Sylvie Saha | ||||
84 | Nabadwip | AITC | Pundarikakshya Saha (Nanda) | BJP | Siddartha Naskar | CPI(M) | Swarnendu Singha | ||||
85 | Krishnanagar Dakshin | AITC | Ujjal Biswas | BJP | Mahadev Sarkar | CPI(M) | Sumit Biswas | ||||
86 | Santipur | AITC | Ajoy Dey | BJP | Jagannath Sarkar | INC | Riju Ghoshal | 17 April 2021 | |||
87 | Ranaghat Uttar Paschim | AITC | Sankar Singha | BJP | Partha Sarathi Chatterjee | INC | Bijoyendu Biswas | ||||
88 | Krishnaganj | AITC | Dr. Tapas Mandal | BJP | Ashis Kumar Biswas | RSMP | Anup Mondal | ||||
89 | Ranaghat Uttar Purba | AITC | Samir Kumar Poddar | BJP | Ashim Biswas | RSMP | Dinesh Chandra Biswas | ||||
90 | Ranaghat Dakshin | AITC | Barnali Dey | BJP | Mukut Mani Adhikari | CPI(M) | Rama Biswas | ||||
91 | Chakdaha | AITC | Subhankar Singha (Jishu) | BJP | Bankim Ch. Ghosh | CPI(M) | Narayan Dasgupta | ||||
92 | Kalyani | AITC | Aniruddha Biswas | BJP | Ambika Roy | CPI(M) | Sabuj Roy | ||||
93 | Haringhata | AITC | Nilima Nag (Mallick) | BJP | Ashim Sarkar | CPI(M) | Alakesh Das | ||||
North 24 Parganas district | |||||||||||
94 | Bagda | AITC | Paritosh Kumar Saha | BJP | Biswajit Das | INC | Prabir Kirtania | 22 April 2021 | |||
95 | Bangaon Uttar | AITC | Shyamal Roy | BJP | Ashok Kritonia | CPI(M) | Piyush Kanti Saha | ||||
96 | Bangaon Dakshin | AITC | Alo Rani Sarkar | BJP | Swapan Majumdar | CPI(M) | Tapas Kumar Biswas | ||||
97 | Gaighata | AITC | Narottam Biswas | BJP | Subrata Thakur | CPI | Kapil Krishna Thakur | ||||
98 | Swarupnagar | AITC | Bina Mandal | BJP | Brindaban Sarkar | CPI(M) | Biswajit Mondal | ||||
99 | Baduria | AITC | Quasi Abdul Mallick | BJP | Sukalyan Baidya | INC | Dr. Abdus Sattar | ||||
100 | Habra | AITC | Jyotipriyo Mallick | BJP | Rahul Sinha | CPI(M) | Rijinandan Biswas | ||||
101 | Ashokenagar | AITC | Narayan Goswami | BJP | Tanuja Chakraborty | RSMP | Tapas Banerjee | ||||
102 | Amdanga | AITC | Rafiqur Rahman | BJP | Jaydeb Manna | RSMP | Jamal Uddin | ||||
103 | Bijpur | AITC | Subodh Adhikary | BJP | Subhranshu Roy | CPI(M) | Sukanta Rakshit | ||||
104 | Naihati | AITC | Partha Bhowmick | BJP | Phalguni Patra | CPI(M) | Indrani Kundu Mukherjee | ||||
105 | Bhatpara | AITC | Jitendra Shaw | BJP | Pawan Singh | INC | Dharmendra Shaw | ||||
106 | Jagatdal | AITC | Somnath Shyam | BJP | Arindam Bhattacharya | AIFB | Nimai Saha | ||||
107 | Noapara | AITC | Manju Basu | BJP | Sunil Singh | INC | Suvankar Sarkar | ||||
108 | Barrackpore | AITC | Raj Chakraborty | BJP | Dr. Candramani Shukla | CPI(M) | Debasish Bhowmick | ||||
109 | Khardaha | AITC | Kajal Sinha | BJP | Shilbhadra Dutta | CPI(M) | Debojyoti Das | ||||
110 | Dum Dum Uttar | AITC | Chandrima Bhattacharya | BJP | Archana Majumdar | CPI(M) | Tanmoy Bhattacharya | ||||
111 | Panihati | AITC | Nirmal Ghosh | BJP | Sonmoy Bandopadhyay | INC | Tapas Mazumdar | 17 April 2021 | |||
112 | Kamarhati | AITC | Madan Mitra | BJP | Anindya Raju Banarjee | CPI(M) | Sayandip Mitra | ||||
113 | Baranagar | AITC | Tapas Roy | BJP | Parno Mittra | INC | Amal Kumar Mukhopadhyay | ||||
114 | Dum Dum | AITC | Bratya Basu | BJP | Bimal Shankar Nanda | CPI(M) | Palash Das | ||||
115 | Rajarhat New Town | AITC | Tapas Chatterjee | BJP | Bhaskar Roy | CPI(M) | Saptarshi Deb | ||||
116 | Bidhannagar | AITC | Sujit Bose | BJP | Sabyasachi Dutta | INC | Abhishek Bandopadhyay | ||||
117 | Rajarhat Gopalpur | AITC | Aditi Munsi | BJP | Samik Bhattacharya | CPI(M) | Subhajit Dasgupta | ||||
118 | Madhyamgram | AITC | Rathin Ghosh | BJP | Rajashree Rajbanshi | RSMP | Biswajit Maity | ||||
119 | Barasat | AITC | Chiranjeet Chakraborty | BJP | Shankar Chaterjee | AIFB | Sanjib Chattopadhyay | ||||
120 | Deganga | AITC | Rahima Mondal | BJP | Deepika Chatterjee | RSMP | Karim Ali | ||||
121 | Haroa | AITC | Haji Sk. Nurul Islam | BJP | Rajendra Saha | RSMP | Kutubuddin Fatehi | ||||
122 | Minakhan | AITC | Usha Rani Mondal | BJP | Jayanta Mondal | CPI(M) | Pradyot Ray | ||||
123 | Sandeshkhali | AITC | Sukumar Mahata | BJP | Bhaskar Sardar | RSMP | Barun Mahato | ||||
124 | Basirhat Dakshin | AITC | Dr. Saptarshi Banerjee | BJP | Taraknath Ghosh | INC | Amit Majumder | ||||
125 | Basirhat Uttar | AITC | Rafikul Islam Mondal | BJP | Narayan Mondal | RSMP | Baijid Amin | ||||
126 | Hingalganj | AITC | Debes Mondal | BJP | Nimai Das | CPI | Dr. Ranjan Mondal | ||||
South 24 Parganas district | |||||||||||
127 | Gosaba | AITC | Jayanta Naskar | BJP | Chitta Pramanik | RSP | Anil Chandra Mondal | 1 April 2021 | |||
128 | Basanti | AITC | Shyamal Mondal | BJP | Ramesh Maji | RSP | Subhas Naskar | 6 April 2021 | |||
129 | Kultali | AITC | Ganesh Chandra Mondal | BJP | Mintu Haldar | CPI(M) | Ram Shankar Haldar | ||||
130 | Patharpratima | AITC | Samir Kumar Jana | BJP | Ashit Haldar | INC | Sukhdeb Bera | 1 April 2021 | |||
131 | Kakdwip | AITC | Manturam Pakhira | BJP | Deepankar Jana | INC | Indranil Raut | ||||
132 | Sagar | AITC | Bankim Chandra Hazra | BJP | Bikash Kamila | CPI(M) | Sk. Mukuleshwar Rahman | ||||
133 | Kulpi | AITC | Jogaranjan Halder | BJP | Pranab Mallik | RSMP | Shirajuddin Gazi | 6 April 2021 | |||
134 | Raidighi | AITC | Alok Jaldata | BJP | Shantanu Bapuli | CPI(M) | Kanti Ganguly | ||||
135 | Mandirbazar | AITC | Jaydeb Halder | BJP | Dilip Jatuwa | RSMP | Sanjay Sarkar | ||||
136 | Jaynagar | AITC | Biswanath Das | BJP | Rabin Sardar | CPI(M) | Apurba Pramanik | ||||
137 | Baruipur Purba | AITC | Bibhas Sardar | BJP | Chandan Mandal | CPI(M) | Swapan Naskar | ||||
138 | Canning Paschim | AITC | Paresh Ram Das | BJP | Arnab Roy | INC | Pratap Mondal | ||||
139 | Canning Purba | AITC | Saokat Molla | BJP | Kalipada Naskar | RSMP | Gazi Sahabuddin Siraj | ||||
140 | Baruipur Paschim | AITC | Biman Banerjee | BJP | Debapam Chaatopadhyay | CPI(M) | Lahek Ali | ||||
141 | Magrahat Purba | AITC | Namita Saha | BJP | Chandan Naskar | CPI(M) | Chandan Saha | ||||
142 | Magrahat Paschim | AITC | Giasuddin Molla | BJP | Manash Saha | RSMP | Maidul Islam | ||||
143 | Diamond Harbour | AITC | Pannalal Halder | BJP | Dipak Haldar | CPI(M) | Pratik Ur Rahman | ||||
144 | Falta | AITC | Sankar Kumar Naskar | BJP | Bidhan Parul | INC | Abdur Rezzak Molla | ||||
145 | Satgachia | AITC | Mohan Chandra Naskar | BJP | Chandan Paul Das | CPI(M) | Goutam Paul | ||||
146 | Bishnupur (S 24) | AITC | Dilip Mondal | BJP | Agnishwar Naskar | CPI(M) | Jhuma Kayal | ||||
147 | Sonarpur Dakshin | AITC | Lovely Moitra | BJP | Anjana Basu | CPI | Shuvam Banerjee | 10 April 2021 | |||
148 | Bhangar | AITC | Md. Rezaul Karim | BJP | Soumi Hati | RSMP | Naushad Siddiqui | ||||
149 | Kasba | AITC | Javed Ahmed Khan | BJP | Indranil Khan | CPI(M) | Shatarup Ghosh | ||||
150 | Jadavpur | AITC | Moloy Majumder | BJP | Rinku Naskar | CPI(M) | Sujan Chakraborty | ||||
151 | Sonarpur Uttar | AITC | Firdousi Begum | BJP | Ranjan Baidya | CPI(M) | Monalisa Sinha | ||||
152 | Tollygunge | AITC | Aroop Biswas | BJP | Babul Supriyo | CPI(M) | Debdut Ghosh | ||||
153 | Behala Purba | AITC | Ratna Chatterjee | BJP | Payel Sarkar | CPI(M) | Samita Har Chowdhury | ||||
154 | Behala Paschim | AITC | Partha Chatterjee | BJP | Srabanti Chatterjee | CPI(M) | Nihar Bhakta | ||||
155 | Maheshtala | AITC | Dulal Chandra Das | BJP | Umesh Das | CPI(M) | Pradyut Chowdhury | ||||
156 | Budge Budge | AITC | Ashok Deb | BJP | Tarun Adak | INC | Sk. Mujibar Rahman | ||||
157 | Metiaburuz | AITC | Abdul Khaleque Molla | BJP | Ramji Prasad | RSMP | Nurujjaman | ||||
Kolkata district | |||||||||||
158 | Kolkata Port | AITC | Firhad Hakim | BJP | Awad Kishore Gupta | INC | Md. Muktar | 26 April 2021 | |||
159 | Bhabanipur | AITC | Sovandeb Chattopadhyay | BJP | Rudranil Ghosh | INC | Md. Shadab Khan | ||||
160 | Rashbehari | AITC | Debasish Kumar | BJP | Lt. Gen Subrata Saha | INC | Ashutosh Chatterjee | ||||
161 | Ballygunge | AITC | Subrata Mukherjee | BJP | Loknath Chatterjee | CPI(M) | Dr. Fuad Halim | ||||
162 | Chowrangee | AITC | Nayana Bandopadhyay | BJP | Debabrata Mazhi | INC | Santosh Pathak | 29 April 2021 | |||
163 | Entally | AITC | Swarna Kamal Saha | BJP | Priyanka Tibrewal | RSMP | Md. Iqbal Alam | ||||
164 | Beleghata | AITC | Paresh Paul | BJP | Adv. Kashinath Biswas | CPI(M) | Rajib Biswas | ||||
165 | Jorasanko | AITC | Vivek Gupta | BJP | Mina Devi Purohit | INC | Janab Ajmal Khan | ||||
166 | Shyampukur | AITC | Sashi Panja | BJP | Sandipan Biswas | AIFB | |||||
167 | Maniktala | AITC | Sadhan Pande | BJP | Kalyan Chaubey | CPI(M) | Rupa Bagchi | ||||
168 | Kashipur-Belgachia | AITC | Atin Ghosh | BJP | Shivaji Singha Roy | CPI(M) | Pratip Dasgupta | ||||
Howrah district | |||||||||||
169 | Bally | AITC | Dr. Rana Chatterjee | BJP | Baishali Dalmiya | CPI(M) | Dipsita Dhar | 10 April 2021 | |||
170 | Howrah Uttar | AITC | Goutam Chowdhury | BJP | Umesh Rai | CPI(M) | Pawan Singh | ||||
171 | Howrah Madhya | AITC | Arup Roy | BJP | Sanjay Singh | INC | Palash Bhandary | ||||
172 | Shibpur | AITC | Manoj Tiwary | BJP | Rathindranath Chakraborty | AIFB | Dr. Jagannath Bhattacharya | ||||
173 | Howrah Dakshin | AITC | Nandita Chowdhury | BJP | Rantideb Sengupta | CPI(M) | Sumitra Adhikari | ||||
174 | Sankrail | AITC | Priya Paul | BJP | Prabakar Pandit | CPI(M) | Samir Malik | ||||
175 | Panchla | AITC | Gulsan Mallick | BJP | Mohit Ghanti | RSMP | Md. Jaleel | ||||
176 | Uluberia Purba | AITC | Bidesh Bose | BJP | Pratyush Mondal | RSMP | Abbasuddin Khan | ||||
177 | Uluberia Uttar | AITC | Dr. Nirmal Maji | BJP | Chiran Bera | CPI(M) | Ashok Dolui | 6 April 2021 | |||
178 | Uluberia Dakshin | AITC | Pulak Roy | BJP | Paapia Adhikari | AIFB | Kutubuddin Ahmed | ||||
179 | Shyampur | AITC | Kalipada Mandal | BJP | Tanusree Chakraborty | INC | Amitabha Chakraborty | ||||
180 | Bagnan | AITC | Arunava Sen | BJP | Anupam Mallik | CPI(M) | Bashir Ahmed | ||||
181 | Amta | AITC | Sukanto Paul | BJP | Debtanu Bhattacharya | INC | Asit Mitra | ||||
182 | Udaynarayanpur | AITC | Samir Kumar Panja | BJP | Sumit Ranjan Karar | INC | Alok Koley | ||||
183 | Jagatballavpur | AITC | Sitanath Ghosh | BJP | Anupam Ghosh | RSMP | Sk. Sabbir Ahmed | ||||
184 | Domjur | AITC | Kalyan Ghosh | BJP | Rajib Banerjee | CPI(M) | Uttam Bera | 10 April 2021 | |||
Hooghly district | |||||||||||
185 | Uttarpara | AITC | Kanchan Mullick | BJP | Prabir Ghoshal | CPI(M) | Rajat Banerjee | 10 April 2021 | |||
186 | Sreerampur | AITC | Sudipto Roy | BJP | Kabir Sankar Bose | INC | Alok Ranjan Banerjee | ||||
187 | Champdani | AITC | Arindam Guin | BJP | Dilip Singh | INC | Abdul Mannan | ||||
188 | Singur | AITC | Becharam Manna | BJP | Rabindranath Bhattacharjee | CPI(M) | Srijan Bhattacharya | ||||
189 | Chandannagar | AITC | Indranil Sen | BJP | Deepanjan Ghuha | CPI(M) | Goutam Sarkar | ||||
190 | Chunchura | AITC | Asit Mazumdar | BJP | Locket Chatterjee | AIFB | Dr. Pranab Ghosh | ||||
191 | Balagarh | AITC | Monoranjan Byapari | BJP | Subhas Chandra Haldar | CPI(M) | Mahamaya Mondal | ||||
192 | Pandua | AITC | Dr. Ratna De Nag | BJP | Partha Sharma | CPI(M) | Sk. Amjad Hossain | ||||
193 | Saptagram | AITC | Tapan Dasgupta | BJP | Debbrata Biswas(Baban) | INC | Pabitra Deb | ||||
194 | Chanditala | AITC | Swati Khandoker | BJP | Yash Dasgupta | CPI(M) | Mohammed Salim | ||||
195 | Jangipara | AITC | Snehashis Chakraborty | BJP | Debjit Sarkar | RSMP | Sk. Moinuddin (Budo) | 6 April 2021 | |||
196 | Haripal | AITC | Karabi Manna | BJP | Samiran Mitra | RSMP | Simal Soren | ||||
197 | Dhanekhali | AITC | Ashima Patra | BJP | Tushar Majumdar | INC | Anirban Saha | ||||
198 | Tarakeswar | AITC | Ramendu Singha Roy | BJP | Swapan Dasgupta | CPI(M) | Surajit Ghosh | ||||
199 | Pursurah | AITC | Dilip Yadav | BJP | Biman Ghosh | INC | Monika Mallick Ghosh | ||||
200 | Arambagh | AITC | Sujata Mondal Khan | BJP | Madhusudhan Bag | CPI(M) | Sakti Mohan Malik | ||||
201 | Goghat | AITC | Manas Mazumder | BJP | Biswanath Karak | AIFB | Shivprasad Malik | ||||
202 | Khanakul | AITC | Munsi Nazbul Karim | BJP | Susanta Ghosh | RSMP | Faisal Khan | ||||
Purba Medinipur district | |||||||||||
203 | Tamluk | AITC | Soumen Mahapatra | BJP | Harekrishna Bera | CPI | Goutam Panda | 1 April 2021 | |||
204 | Panskura Purba | AITC | Biplab Roychowdhury | BJP | Debabrata Patnayak | CPI(M) | Sk. Ibrahim Ali | ||||
205 | Panskura Paschim | AITC | Firoza Bibi | BJP | Shintu Senapati | CPI | Chittaranjan Das Thakur | ||||
206 | Moyna | AITC | Sangram Kumar Dolui | BJP | Ashoke Dinda | INC | Manik Bhownik | ||||
207 | Nandakumar | AITC | Sukumar Dey | BJP | Nilanjan Adhikari | CPI(M) | Karuna Shankar Bhowmick | ||||
208 | Mahisadal | AITC | Tilak Chakraborty | BJP | Biswanath Banarjee | RSMP | Bikram Chatterjee | ||||
209 | Haldia | AITC | Swapan Naskar | BJP | Tapasi Mondal | CPI(M) | Manika Kar Paik | ||||
210 | Nandigram | AITC | Mamata Banerjee | BJP | Suvendu Adhikari | CPI(M) | Minakshi Mukherjee | ||||
211 | Chandipur | AITC | Soham Chakraborty | BJP | Pulak Kanti Guriya | CPI(M) | Ashish Guchhait | ||||
212 | Patashpur | AITC | Uttam Basak | BJP | Ambujaksha Mahanti | CPI | Saikat Giri | 27 March 2021 | |||
213 | Kanthi Uttar | AITC | Tarun Kumar Jana | BJP | Sunita Singha | CPI(M) | Sutanu Maity | ||||
214 | Bhagabanpur | AITC | Ardhendu Maity | BJP | Rabindranath Maity | INC | Shiu Maiti | ||||
215 | Khejuri | AITC | Parthapratim Das | BJP | Santanu Pramanik | CPI(M) | Himangshu Das | ||||
216 | Kanthi Dakshin | AITC | Jyotirmoy Kar | BJP | Arup Kumar Das | CPI | Anulup Panda | ||||
217 | Ramnagar | AITC | Akhil Giri | BJP | Swadesh Ranjan Nayak | CPI(M) | Sabyasachi Jana | ||||
218 | Egra | AITC | Tarun Maity | BJP | Arup Das | INC | Manas Kumar Karmahapatra | ||||
Paschim Medinipur district | |||||||||||
219 | Dantan | AITC | Bikram Chandra Pradhan | BJP | Sakti Pada Nayak | CPI | Sisir Patra | 27 March 2021 | |||
Jhargram district | |||||||||||
220 | Nayagram | AITC | Dulal Murmu | BJP | Bakul Murmu | CPI(M) | Haripada Soren | 27 March 2021 | |||
221 | Gopiballavpur | AITC | Khagendranath Mahato | BJP | Sanjit Mahato | CPI(M) | Prashanta Das | ||||
222 | Jhargram | AITC | Birbaha Hansda | BJP | Sukhmoy Satpati | CPI(M) | Madhuja Sen Roy | ||||
Paschim Medinipur district | |||||||||||
223 | Keshiary | AITC | Paresh Murmu | BJP | Sonali Murmu | CPI(M) | Pulin Bihari Baske | 27 March 2021 | |||
224 | Kharagpur Sadar | AITC | Pradip Sarkar | BJP | Hiranmoy Chattopadhyaya | INC | Reeta Sharma | 1 April 2021 | |||
225 | Narayangarh | AITC | Suryakanta Atta | BJP | Ramprasad Giri | CPI(M) | Tapas Sinha | ||||
226 | Sabang | AITC | Manas Bhunia | BJP | Amulya Maity | INC | Chiranjib Bhowmik | ||||
227 | Pingla | AITC | Ajit Maity | BJP | Antara Bhattacharya | INC | Samir Roy | ||||
228 | Kharagpur | AITC | Dinen Ray | BJP | Tapan Bhuiya | CPI(M) | Sk. Saddam Ali | 27 March 2021 | |||
229 | Debra | AITC | Humayun Kabir | BJP | Bharati Ghosh | CPI(M) | Prankrishna Mondal | 1 April 2021 | |||
230 | Daspur | AITC | Mamata Bhunia | BJP | Prashanth Bera | CPI(M) | Dhrubasekhar Mondal | ||||
231 | Ghatal | AITC | Shankar Dolui | BJP | Shital Kapat | CPI(M) | Kamal Dolui | ||||
232 | Chandrakona | AITC | Arup Dhara | BJP | Shibram Das | RSMP | Gouranga Das | ||||
233 | Garbeta | AITC | Uttara Singha | BJP | Madan Ruidas | CPI(M) | Tapan Ghosh | 27 March 2021 | |||
234 | Salboni | AITC | Srikanta Mahata | BJP | Rajib Kundu | CPI(M) | Susanta Ghosh | ||||
235 | Keshpur | AITC | Siuli Saha | BJP | Pritish Ranjan | CPI(M) | Rameshwar Dolui | 1 April 2021 | |||
236 | Medinipur | AITC | June Malia | BJP | Shamit Dash | CPI | Tarun Kumar Ghosh | 27 March 2021 | |||
Jhargram district | |||||||||||
237 | Binpur | AITC | Debnath Hansda | BJP | Palan Saren | CPI(M) | Dibakar Hansda | 27 March 2021 | |||
Purulia district | |||||||||||
238 | Bandwan | AITC | Rajib Lochan Saren | BJP | Parsi Murmu | CPI(M) | Sushanta Besra | 27 March 2021 | |||
239 | Balarampur | AITC | Shantiram Mahato | BJP | Baneswar Mahato | INC | Uttam Banerjee | ||||
240 | Baghmundi | AITC | Sushanta Mahato | AJSU | Ashutosh Mahato | INC | Nepal Mahata | ||||
241 | Joypur | IND | Dibyojyoti Singh Deo[39][38] | BJP | Narahari Mahato | AIFB | Dhiren Mahato | ||||
242 | Purulia | AITC | Sujoy Banerjee | BJP | Sudip Mukherjee | INC | Partha Prathim Banerjee | ||||
243 | Manbazar | AITC | Sandhya Rani Tudu | BJP | Gouri Singh Sardar | CPI(M) | Jaminikanta Mandi | ||||
244 | Kashipur | AITC | Swapan Kumar Beltharia | BJP | Kamalakanta Hansda | CPI(M) | Mallika Mahata | ||||
245 | Para | AITC | Umapada Bauri | BJP | Nadia Chand Bauri | CPI(M) | Swapan Bauri | ||||
246 | Raghunathpur | AITC | Hazari Bauri | BJP | Bivekananda Bauri | CPI(M) | Ganesh Bauri | ||||
Bankura district | |||||||||||
247 | Saltora | AITC | Santosh Mondal | BJP | Chandana Bauri | CPI(M) | Nandadulal Bauri | 27 March 2021 | |||
248 | Chhatna | AITC | Subhasis Batabyal | BJP | Satyanarayan Mukherjee | RSP | Falguni Mukherjee | ||||
249 | Ranibandh | AITC | Jyostna Mandi | BJP | Khudiram Tudu | CPI(M) | Deblina Hembram | ||||
250 | Raipur | AITC | Mrittunjay Murmu | BJP | Sudhangsu Hansda | RSMP | Milan Mandi | ||||
251 | Taldangra | AITC | Arup Chakraborty | BJP | Shyamal Kumar Sarkar | CPI(M) | Manoranjan Patra | 1 April 2021 | |||
252 | Bankura | AITC | Sayantika Banerjee | BJP | Niladri Sekhar Dana | INC | Radha Rani Banerjee | ||||
253 | Barjora | AITC | Alok Mukherjee | BJP | Supriti Chatterji | CPI(M) | Sujit Chakraborty | ||||
254 | Onda | AITC | Arup Kumar Khan | BJP | Amar Sakha | AIFB | Tarapada Chakraborty | ||||
255 | Bishnupur (Bankura) | AITC | Archita Bid | BJP | Tanmoy Ghosh | INC | Debu Chatterjee | ||||
256 | Katulpur | AITC | Sangeeta Malik | BJP | Harkali Patihar | INC | Akshay Santra | ||||
257 | Indas | AITC | Runu Mete | BJP | Nirmal Dhara | CPI(M) | Nayan Sil | ||||
258 | Sonamukhi | AITC | Shyamal Santra | BJP | Dibakar Ghourmi | CPI(M) | Ajit Roy | ||||
Purba Bardhaman district | |||||||||||
259 | Khandaghosh | AITC | Nabin Chandra Bag | BJP | Bijon Mondal | CPI(M) | Ashima Roy | 17 April 2021 | |||
260 | Bardhaman Dakshin | AITC | Khokon Das | BJP | Sandip Nandi | CPI(M) | Pritha Ta | ||||
261 | Raina | AITC | Shampa Dhara | BJP | Manik Roy | CPI(M) | Basudev Khan | ||||
262 | Jamalpur | AITC | Alok Kumar Majhi | BJP | Balaram Bapari | MFB[c] | Samar Hazra | ||||
263 | Manteswar | AITC | Siddiqulla Chowdhury | BJP | Saikat Panja | CPI(M) | Anupam Ghosh | ||||
264 | Kalna | AITC | Deboprasad Bag | BJP | Bishwajit Kundu | CPI(M) | Nirab Khan | ||||
265 | Memari | AITC | Madhusudan Bhattacharya | BJP | Bhismadeb Bhattacharya | CPI(M) | Sanat Banerjee | ||||
266 | Bardhaman Uttar | AITC | Nisith Kumar Malik | BJP | Radhakanta Roy | CPI(M) | Chandi Charan Let | ||||
267 | Bhatar | AITC | Mangobindo Adhikary | BJP | Mahendra Konar | CPI(M) | Najrul Haque | 22 April 2021 | |||
268 | Purbasthali Dakshin | AITC | Swapan Debnath | BJP | Rajib Kumar Bhowmik | INC | Abhijit Bhattacharya | ||||
269 | Purbasthali Uttar | AITC | Tapan Chatterjee | BJP | Gobardhan Das | CPI(M) | Pradip Kumar Saha | ||||
270 | Katwa | AITC | Rabindranath Chatterjee | BJP | Shyama Majumdar | INC | Prabir Gangopadhyay | ||||
271 | Ketugram | AITC | Sekh Sahonawez | BJP | Mathura Ghosh | CPI(M) | Mizanur Rahman | ||||
272 | Mangalkot | AITC | Apurba Chowdhury | BJP | Rana Pratap Goswami | CPI(M) | Shah Jahan Chowdhury | ||||
273 | Ausgram | AITC | Abhedananda Thander | BJP | Kalita Majhi | CPI(M) | Chanchal Majhi | ||||
274 | Galsi | AITC | Nepal Ghorui | BJP | Bikash Biswas | AIFB | Nanda Pandit | ||||
Paschim Bardhaman district | |||||||||||
275 | Pandaveswar | AITC | Narendranath Chakraborty | BJP | Jitendra Tiwari | CPI(M) | Subhas Bauri | 26 April 2021 | |||
276 | Durgapur Purba | AITC | Pradip Majumder | BJP | Col.Diptangshu Chaudhury | CPI(M) | Abhas Raychowdhury | ||||
277 | Durgapur Paschim | AITC | Biswanath Parial | BJP | Lakshman Ghorai | INC | Debesh Chakraborty | ||||
278 | Raniganj | AITC | Tapas Banerjee | BJP | Dr. Bijan Mukherjee | CPI(M) | Hemant Pravakar | ||||
279 | Jamuria | AITC | Hareram Singh | BJP | Tapas Roy | CPI(M) | Aishe Ghosh | ||||
280 | Asansol Dakshin | AITC | Saayoni Ghosh | BJP | Agnimitra Paul | CPI(M) | Prashanta Ghosh | ||||
281 | Asansol Uttar | AITC | Moloy Ghatak | BJP | Krishnendu Mukherjee | RSMP | Md. Mustakin | ||||
282 | Kulti | AITC | Ujjal Chatterjee | BJP | Dr. Ajoy Poddar | INC | Chandidas Chatterjee | ||||
283 | Barabani | AITC | Bidhan Upadhyay | BJP | Arijit Roy | INC | Ranendra Bath Bagchi | ||||
Birbhum district | |||||||||||
284 | Dubrajpur | AITC | Debabrata Saha | BJP | Anup Saha | AIFB | Bijoy Bagdi | 29 April 2021 | |||
285 | Suri | AITC | Bikash Roy Chowdhury | BJP | Jagannath Chattopadhyay | INC | Chanchal Chatterjee | ||||
286 | Bolpur | AITC | Chandranath Singha | BJP | Anirban Ganguly | RSP | Tapan Hore | ||||
287 | Nanoor | AITC | Bidhan Chandra Majhi | BJP | Tarak Saha | CPI(M) | Shyamali Pradhan | ||||
288 | Labpur | AITC | Abhijit Singha | BJP | Biswajit Mondal | CPI(M) | Syed Mahfuzul Karim | ||||
289 | Sainthia | AITC | Nilabati Saha | BJP | Priya Saha | CPI(M) | Mousumi Konai | ||||
290 | Mayureswar | AITC | Abhijit Ray | BJP | Shyamapada Mondal | RSMP | |||||
291 | Rampurhat | AITC | Dr.Asish Banerjee | BJP | Subhasish Chowdhury | CPI(M) | Sanjiv Barman | ||||
292 | Hansan | AITC | Ashok Kumar Chattopadhay | BJP | Nikhil Banerjee | INC | Miltan Rashid | ||||
293 | Nalhati | AITC | Rajendra Prasad Singh | BJP | Tapas Kumar Yadav | AIFB | Dipak Chatterjee | ||||
294 | Murarai | AITC | Abdur Rahman | BJP | Debashis Roy | INC | Md. Asif Iqbal |
Date published | Polling agency | Lead | ||||
---|---|---|---|---|---|---|
AITC+ | BJP+ | SM | Others | |||
24 March 2021 | Times Now C-Voter [86] | 152-168 | 104-120 | 18-26 | 0-2 | 32-64 |
42% | 37% | 13% | 8% | |||
24 March 2021 | TV9 Bharatvarsh [87] | 146 | 122 | 23 | 3 | HUNG |
39.6% | 37.1% | 17.4% | 5.9% | |||
23 March 2021 | ABP News - CNX[88] | 136-146 | 130-140 | 14-18 | 1-3 | HUNG |
40% | 38% | 16% | 6% | |||
23 March 2021 | India TV- Peoples Pulse[89] | 95 | 183 | 16 | 0 | 88 |
23 March 2021 | India News - Jan Ki Baat[90][91] | 118-134 | 150-162 | 10-14 | 0 | 16-44 |
44.1% | 44.8% | 7.5% | 3% | |||
15 March 2021 | ABP News - C Voter | 150-166 | 98-114 | 23-31 | 3-5 | 36-52 |
43.4% | 38.4% | 12.7 | 5.5% | |||
8 March 2021 | ABP News - CNX[92] | 154-164 | 102-112 | 22-30 | 01-03 | 42-62 |
42% | 34% | 20% | 4% | |||
8 March 2021 | Times Now - C Voter[93] | 146-162 | 99-112 | 29-37 | 0 | 31-63 |
42.2% | 37.5% | 14.8% | 5.5% | |||
27 February 2021 | ABP News - C Voter[94][95] | 148-164 | 92-108 | 31-39 | 1-5 | 40-72 |
43% | 38% | 13% | 6% | |||
15 February 2021 | ABP News - CNX[96][97] | 146-156 | 113-119 | 20-28 | 1-3 | 25-43 |
41% | 37% | 17% | 5% | |||
18 January 2021 | ABP News - CVoter[98] | 158 | 102 | 30 | 4 | 56 |
43% | 37.5% | 12% | 7.5% | |||
16 June 2020 | ABP Group - CNX[99] | 155-163 | 97-105 | 22-30 | 6-10 | 50-66 |
38.50% | 32.74% | 13.80% | 5.43% |
২০১৯এ ডিস্ট্রিবিউশান কেমন ছিল? তারপর থেকে তো বিজেপির মিডিয়া প্রেজেন্সও বেড়েছে।
বিজেপি ১০০র বেশি শীট পেলে, বাকীটা তিনো আর কিছুটা কঙ্গ ভেঙে সরকার গড়ে নেবে। ওরা যা পয়সা অফার করে, তাতে দিদিও বিজেপিতে চলে যাবেন। অবশ্যি তার আগে দিদিকে নন্দীগ্রামে জিততে হবে। দেখা যাক।
অঙ্ক যতই কষ বাপু, আর যতই তিনোকে দিয়ে বিজেপিকে আটকানোর খোয়াব দেখ, দু তারিখের পরে তিনোর জেতা প্রার্থীরা কে কি করবে কেউ জানেনাঃ
"ভোটে জিতে দলবদল! রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালালের মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে "
আচ্ছা এলেবেলেবাবুর লিস্টিতে ( t ) নিস্চয় তপশীলি সিট? কিন্তু (ত u ) টা কি? ওবিসি সন্রক্ষিত?
দুটো ডিটেল প্রেডিকশন এসেছে, একটার বেসিস ২০১৯ আরেকটার ২০১৬। একটার সিদ্ধান্ত বিজেপির চমকপ্রদ উথ্থানের ভিতর দিয়ে সরাসরি ক্ষমতা দখল। অন্যটার, প্রত্যাশামতই দিদির জয়, বিপুলভাবে।
তৃতীয় কোন সম্ভাবনা কি হতে পারে? বিজেপি মোটামুটি অচ্ছুত কেউ জোটে যেতে চাইবে না, কিন্তু অন্য কোন সমীকরণ?
ত উ হল তপশিলি উপজাতি। পবতে ওবিসিদের জন্য কোনো আসন সংরক্ষিত নেই।
কি কালকে একাউন্ট এ কত ঢুকলো ? স্যাটাবেলে বাবু ?
এই পেজটা বেজায় ভারি হয়ে গেছে মোবাইলে পড়তে গেলে জান বেরিয়ে যাচ্ছে।
এলেবাবু ধন্যযোগ