এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২১৩৬২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • @ar | 2402:3a80:a0b:32dc:0:5c:a6c7:***:*** | ২০ মে ২০২০ ১০:০০731492
  • এই ইনফেক্টেডের সংখ্যা অবশ্যই আরো বেশি। কারণ সিম্পটোমেটিক ও বিশেষ করে আসিম্পটোমেটিক অনেকেই টেস্টেড নন।
    কিন্তু এই টেস্টের আওতার বাইরে থেকে যাওয়া অন্য অসুখেও প্রযোজ্য, সেটা মাথায় না রেখে তুলনা করলে আপেল কমলালেবুর মত গোড়ায় গলদ হবে।
  • dc | 103.195.***.*** | ২০ মে ২০২০ ১০:০৩731493
  • আরে এখানে এতো বেশী ফ্যাক্টচেকিং এর কি দরকার? এই টইটা তো দিব্যি আছে, এরপর দ্রি আর দীপাঞ্জনবাবু এখানে পোস্ট করা বন্ধ করে দিলে ভালো হবে?
  • sm | 2402:3a80:a2a:c034:0:24:2dad:***:*** | ২০ মে ২০২০ ১১:৪৬731494
  • কোভিড ১৯অবশ্যই সাংঘাতিক ভাইরাল ইনফেকশন।কিন্তু কতকগুলো সত্যি তো উদঘাটনের দরকার আছে নাকি!?

    ইনফেকশন রেট কতো আর  ফ্যাটালিটি রেট কতো?ভিন্ন ভিন্ন দেশে এতো ভ্যারিয়েশন কেন?ইতালি,ব্রিটেন এ ফ্যাটা লিটি খুব বেশি,আমেরিকায় মাঝারি, জার্মানি,জাপানে,ইসরায়েল এ অপেক্ষা কৃত কম। একশপ্লনেশন দাঁড়ায় হয়, টেস্ট কম বেশি হচ্ছে বা ভাইরাসের ভিরুলেন্স এর কম বেশি আছে,অথবা দুটোই।সম্প্রতি জার্মানির একটি স্টাডি দেখিয়েছে,প্রবাবলি এসিম্পটম্যাটিক কেরিয়ার , সিমপটম্যাটিক দের তুলনায় দশ গুন বেশি।অর্থাৎ প্রচুর প্রচুর টেস্ট হলে ফ্যাতালিটি অনেক অনেক কমে যেতো।

    দুই,দীপাঞ্জন এর সঙ্গে একমত।কমপ্লিট লক ডাউন এর চেয়ে,ম্যাসিভ স্ক্রিনিং,টেস্টিং,আইসলেশন,অনেক বেশি কার্যকরী পন্থা।এতে করে প্রচুর আর্থিক ক্ষতি কমতো।যেটা কিনা জন স্বাস্থ্য ব্যায় করা যেতো। পৃথিবী তে কভি ড  ছাড়াও অনেক ভয়ংকর রোগ ও ব্যাধি আছে।

    তিন, তড়িঘড়ি করে নেচার পত্রিকায় দিয়ে দেওয়া উচিত নয় যে এটা ন্যাচারাল ভাইরাস। ম্যানমেড মিসটেক নয় ।

    চার,প্রচুর প্রশ্ন অজানা থাকছে।ইতালি,ফ্রান্স ,ব্রিটেন করোনা তে জর্জরিত কিন্তু পর্তুগাল নয়।

    রাশিয়ায়, কেস সংখ্যা প্রচুর কিন্তু ডেথ টোল কম।

    ইরানে প্রচুর কেস,ইরাকে বা অন্যান্য মধ্য প্রাচ্যের দেশ গুলোতে অতো নেই।

    অস্ট্রেলিয়ায় কড়া লক ডাউন ছাড়াও কেস সংখ্যা কম।

    পাঁচ, হু কেন কোন প্রমাণ বা বেসিস ছাড়াই বলছে কোভিড থেকে যেতে পারে।যেখান? সার্স বা মার্স পালিয়েছে।

    চয়,সুইডেন কিন্তু হার্ড ইমিউনিট যুক্তিতে চালিয়ে গেলো।যদিও অনেক কিন্তু কিন্তু করছে।

  • Dipanjan | ২০ মে ২০২০ ২৩:২০731500
  • "আসলে, ১৫৬২৬৭৮ ইনফেকটেডের মধ্যে ৯২৪৫৩ মারা গেছেন।"

    ১,৫৬২,৬৭৮ কনফারমড কেস | ইনফেকশন অনেক বেশি যেহেতু বেশির ভাগ ইনফেকশন ই এসিম্পটোটিক |
    ICFR (ইনফেকশন কেস ফাটালিটি রেট) = ডেথ / টোটাল ইনফেকশন |
    টোটাল ইনফেকশন মাপার একমাত্র উপায় এন্টিবডি টেস্ট |
    এই লিস্ট টা দেখতে পারেন পৃথিবীর সব এন্টিবডি টেস্টের সামারির জন্য |

    https://twitter.com/BrendanEich/status/1257843919280201729/photo/1
  • আরে | 2402:3a80:a3e:685b:0:50:1a94:***:*** | ২১ মে ২০২০ ০১:৪৮731503
  • সব অসুখেই এরকম আসিম্পটোমেটিক ধরে ফ্যাটালিটি দেখতে গেলে রেশিও অনেক কমবে। তুলনার সময়ে সেটা।মাথায় ন্য রাখলে হবে? তাও অন্য অসুখে আসিম্পটোমেটিক এত টেস্টই হয় না, এতে তাও হচ্ছে, রিপোর্টেড কেসের মধ্যেও অনেকই আসিম্পটোমেটিক। ভারতের বহু জায়গাতেই যা টেস্ট হয়েছে ৭৮-৮০ এমনকি ৯৫% আসিম্পটোমেটিক।
    ম্যালেরিয়ার মত অসুখে যা রিপোর্ট হয় তার ৫, ১০ বা ৫০ গুণ আসিম্পটোমেটিক, জায়গা বিশেষে, যা টেস্ট হয়ে রিপোর্টে আসেইনা।৷ টিবিতেও। সেগুলো এলে এসবের ফ্যাটালিটি রেট ও কমবে।

    অবশ্যই সার্বিক ও অপরিকল্পিত লকডাউন লাভের থেকে বেশি ক্ষতিকর, কিন্তু সেটা বলতে গিয়ে এগুলো কোন যুক্তি না। এই অসুখ নিয়ে প্যানিক করার মত কারণ অনেকই আছে, মূল কারণ ওষুধ ভ্যাক্সিন নেই, আর ৬০ -৬৪ এর ওপরে হলেই, অন্য কমন ক্রনিক রোগ থাকলে মৃত্যুর সম্ভাবনা খুব বেশি। নিজের পরিবার পরিমণ্ডলে এরকম লোকজন থাকলে লোকে প্যানিক করবেনা? যেখানে বোঝার আগেই ইনফেকশন হয়ে যায়! প্রচণ্ড বেশি সংক্রামক হওয়াও প্যানিকের কারণ।
  • Dipanjan | ২১ মে ২০২০ ০৫:২৯731505
  • "সব অসুখেই এরকম আসিম্পটোমেটিক ধরে ফ্যাটালিটি দেখতে গেলে রেশিও অনেক কমবে। "

    সিজনাল ফ্লু এর জন্য সি ডি সি ট্র্যাক রাখে তো | একচুয়ালি ফ্লু এর 0.১% সিলিং ওই 20% ম্যাক্স এস্টিমেটের ভিত্তিতেই | 330 মিলিয়ন এর 20% = 66 মিলিয়ন ; 60,000 মৃত্যু বছরে, 0.১%

    https://www.cdc.gov/flu/about/keyfacts.htm

    "The commonly cited 5% to 20% estimate was based on a study that examined both symptomatic and asymptomatic influenza illness, which means it also looked at people who may have had the flu but never knew it because they didn’t have any symptoms. The 3% to 11% range is an estimate of the proportion of people who have symptomatic flu illness."

    "রিপোর্টেড কেসের মধ্যেও অনেকই আসিম্পটোমেটিক" - এপ্রিল 10 পর্যন্ত LA এর ডাটা নিয়ে আলোচনা হচ্ছিলো | তখনও পর্যন্ত টেস্ট কিট কম থাকায় আর টেস্টিং স্ট্যান্ডার্ড স্ট্রিঞ্জেন্ট হবার কারণে এসিম্পটোমেটিক দের টেস্ট হচ্ছিলো না | সিম্পটম থাকলেও টেস্ট করা কঠিন ছিল | এনিওয়েস এন্টিবডি টেস্ট আসার পর কনফারমড টেস্ট এর কভারেজ নিয়ে অনুমানের আর দরকার নেই | সেরোপ্রেভালেন্স ইনফেকশন স্প্রেড মাপার বেস্ট উপায় |
  • ar | 71.174.***.*** | ২১ মে ২০২০ ০৬:৩৮731506
  • আবার বলি, সব কনফার্মড কেসের মধ্যে ৯২৪৫৩ জন "মানুষ" মারা গেছেন। প্রিজাম্পটিভ অ্যাসিমটোম্যটিক কেস হল, আমার মতে, " যদি'র কথা নদী'তে""।

    আর করোনাতে (কোভিড-১৯ এ) হাজার জন ইনফেকটেদের মধ্যে এক জন মারা যাবে, এইটা হল "কনস্পিরেস্টিমেট" (conspirestimate)। এইরকম, আগে একবার দেখেছিলাম, নিউটাউন/স্যান্ডি হুকের সময়। সেখানে ২০ জন দুধের শিশু মারা গিয়েছিল। ভবিষ্যতেও আবার "কনস্পিরেস্টিমেট" দেখবো, এই (নিরা)আশা রাখি।

    করোনা আর ইনফ্লুয়েনজা একই টাইপের ভাইরাস নয়। তাই তাদের ভাইরাল টাইটর, মোড ওফ ইনফেকশন, কাইনেটিকস ওফ ডিসিজ ওনসেট ও একরকম নয়। লজিক্যালী, সিভিয়রিটী এবং ফ্যাটালিটী রেট ও এক নয়। এই গুরুর পাতাতেই অনেকে এই নিয়ে লিখেছেন। তাছাড়া অনেকের ভাইরাস বিশেষে (মানে সব ভাইরাসের জন্য নয়) কোনো অ্যান্টিবডি টাইটার হয় না। ভ্যাকসিন ১ + ২ বুস্টার অবধি ও কিছুই তৈরী হয়নি এমনও রেকর্ডেড আছে। সেখানে আবার অ্যান্টিবডি টেষ্টের নেতিবাচক ফলাফল অবশ্যম্ভাবী।

    কারুর টুইটার ফিড পড়ে যদি আমাকে মাইক্রোবায়োলজী, ইমিউনলজির আলোচনা করতে হয়, তাহলে আসল আলোচনা কখন করব? ঃঃ))
  • Dipanjan | ২২ মে ২০২০ ০০:৫৬731555
  • @ar, ঠিক, ফ্লু আর করোনা ভাইরাস আলাদা | কিভাবে ছড়াবে, কারা বেশি অসুস্থ হবে, ক্লিনিকাল সিম্পটম সবই আলাদা | সেসব যে এক, তা এখানে কেউ দাবী করেছে বলে দেখিনি, অতএব স্ট্রম্যান |

    তুলনাটা শুধুই দুটো ভাইরাস এর ICFR নিয়ে হচ্ছিলো | আর এই তুলনার সূত্রপাত ফাউচির ক্লেম, sars-cov-2 ফ্লু এর থেকে 10 গুন্ বেশি মারাত্মক, আর ফার্গুসনের মডেলের ইনপুট অসাম্পশন, যার ভিত্তিতে লক ডাউন | মিনিমাম 1.5% (3.6% অব্দি দেখেছি) ধরা হচ্ছিলো ইনফেক্টেড কেস ফাটালিটি রেট, তার কারণ এসিম্পটোটিক দের সংখ্যা আন্ডার-এস্টিমেট করা, ফ্লু এর সেরোপ্রিভালেন্স স্টাডি আসার পর সেই অসাম্পশন টা কারেক্টেড হচ্ছে, মনে হচ্ছে অর্ডার অফ ম্যাগ্নিচূড বেশি | আগের লিংকটা যে টুইটার ফিডের ছিল, সেখানে এখনো পর্যন্ত সবকটা সেরোলজি স্টাডির প্রি-প্রিন্ট (LA এর টা এখন পাবলিশড) এর লিংক ছিল |

    আপনার কৌতূহল না থাকতে পারে, বা বিশ্বাস থাকতে পারে যে এন্টিবডি টেস্ট ফান্ডামেন্টালি ফ্লড যার বেসিসে পাবলিক পলিসি নেওয়া উচিত না | কিন্তু মনে হয় না সেটা কনসেন্সাস ওপিনিয়ন | জার্মানি আর সুইডেন শুরু থেকেই এন্টিবডি টেস্টার ওপর নির্ভর করেছে | এখন তো CDC ও তাই বলছে |

    https://www.nbcnews.com/health/health-news/cdc-plans-sweeping-covid-19-antibody-study-25-metropolitan-areas-n1210251
  • dc | 103.195.***.*** | ২২ মে ২০২০ ০৯:০০731602
  • ফাউচি আর সিডিসি তো ডিপ স্টেট, ওদের কথা কেউ শোনে নাকি!
  • দ্রি | 2405:8100:8000:5ca1::326:***:*** | ২২ মে ২০২০ ০৯:৪৩731612
  • A former Judge of Elections has been convicted for his role in accepting bribes to cast fraudulent ballots and certifying false voting results during the 2014, 2015, and 2016 primary elections in Philadelphia.

    Domenick J. Demuro, 73, of Philadelphia, Pennsylvania, pleaded guilty during a sealed proceeding on March 16, 2020, before U.S. District Judge Paul S. Diamond to conspiring to deprive persons of civil rights, and using interstate facilities in aid of bribery. The court unsealed the matter today. Sentencing is scheduled for June 30, 2020.

    During his guilty plea hearing, Demuro admitted that while serving as an elected municipal Judge of Elections, he accepted bribes in the form of money and other things of value in exchange for adding ballots to increase the vote totals for certain candidates on the voting machines in his jurisdiction and for certifying tallies of all the ballots, including the fraudulent ballots. Demuro further admitted that a local political consultant gave him directions and paid him money to add votes for candidates supported by the consultant, including candidates for judicial office whose campaigns actually hired the consultant, and other candidates for various federal, state and local elective offices preferred by that consultant for a variety of reasons. Demuro also admitted that the votes he added in exchange for payments by the political consultant increased the number of votes fraudulently recorded and tallied for the consultant’s clients and preferred candidates, thereby diluting the ballots cast by actual voters.

    https://www.justice.gov/opa/pr/former-philadelphia-judge-elections-convicted-conspiring-violate-civil-rights-and-bribery
  • দ্রি | 2405:8100:8000:5ca1::3b8:***:*** | ২২ মে ২০২০ ০৯:৪৯731614
  • ইউএস ক্যানাডায় বন্ধ হয়ে গেল জনসন্স বেবি পাউডার।

    Johnson & Johnson will halt all sales of its talc-based baby powder in North America, after years of lawsuits claiming the product causes cancer – but, undeterred, the firm says it won’t stop selling it to the rest of the world.
    ...
    While Johnson & Johnson insists it is “steadfastly confident” in the safety of its talc-based baby powder, vowing to “vigorously defend the product” from “unfounded allegations,” the company has faced a flurry of lawsuits from customers over the years alleging the powder contains cancer-causing agents like asbestos. Though the firm has emerged victorious from some of the suits, it has also been forced to pay out massive sums to plaintiffs in others, such as a case last February in which it was ordered to shell out $750 million to four cancer patients.
    ...
    "A small and influential group of chemical companies in America still rely on asbestos and have stood in the way of a national ban of this deadly substance. We can’t wait for them to follow J&J and see the error of their ways." Linda Reinstein.

    https://www.rt.com/news/489146-johnson-johnson-talc-powder-sales/
  • দ্রি | 2405:8100:8000:5ca1::443:***:*** | ২২ মে ২০২০ ০৯:৫০731615
  • ওপেন স্কাইজ ট্রিটি থেকে সরে এল ইউএস।
  • sm | 2402:3a80:a51:b55:0:2e:ba9:***:*** | ২২ মে ২০২০ ১০:০১731617
  • ফাউচি বিদগ্ধ মানুষ।ওনার কথা ডাক্তারি মহল মানে।উনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশন এন্ড ইম্যুনোলোজির ডিরেক্টর।বহুবছর ধরে।কাজ করেছেন ক্লিনটন,বুশ,ওবামা,ট্রাম্প সবার সঙ্গে।

    এতদিন ধরে একই পোস্টে থাকা,মানে ঘন্টুবাজ লোক।যাই হোক পাণ্ডিত্য তো অস্বীকার করা যায় না। এই বাজারে উনি আলটপকা মন্তব্য করবেন ই  বা কেন?

    সি ডি সি র কথা ছেড়ে দিলাম। ডিপ টিউবওয়েল।

    যাকে ধরা হচ্ছে না।সে হলো হু।দুম দাম, এলোপাথাড়ি মন্তব্য করছে ও নিদান দিচ্ছে।

    যেমন বলে দিলো, কোভি ড এর রি ইনফেকশন এর চান্স রয়েছে।কারণ কোরিয়ায় কিছু পজিটিভ কেস বেরিয়েছে।অর্থাৎ কভিড এর ইমিউনিট পোক্ত নাও হতে পারে।সেরোলোজী টেস্ট এর যৌক্তিকতা কমিয়ে দেয়।বিরাট ডিসিশন।কিন্তু খুব আলতো ভাবে ছড়ানো হলো।কিন্তু,সাম্প্রতিক রিপোর্টে বেরিয়েছে হয়তো rna রেমনেন্টস টেস্ট পজিটিভ এর কারণ। রী ইনফেকশন হবার চান্স খুব কম।

    দুই, কোভিড চিরদিনের জন্য থেকে যেতে পারে, বা জীবন যাত্রার অঙ্গ হয়ে যেতে পারে। এর স্বপক্ষে কোন প্রমাণ দিতে দেখা যায় নি। 

    তিন, এখনও পর্যন্ত জানায় নি।কোন কোন দেশে খুব কম আর কোন কোন দেশে খুব বেশি সংক্রমণ ও ফ্যাটালিটি,কেন?

    চার,চায়না তে যে এই মারাত্মক ইনফেকশন এপিডেমিক হয়েছে এবং হিউম্যান টু হিউম্যান স্প্রেড হচ্ছে,সেটা জানা সত্বও বিশ্ব কে জানতে দেরী করেছে।

  • দ্রি | 2405:8100:8000:5ca1::574:***:*** | ২২ মে ২০২০ ১০:০৪731618
  • দুজন চাইনীজ প্রফকে অ্যারেস্ট করা হল।

    Last Friday, Simon Saw-Teong Ang, an electrical engineering professor at the University of Arkansas, was arrested for failing to disclose his ties to the Chinese government and Chinese businesses in a grant application to NASA. The university suspended Ang after his arrest.
    ...
    Then on Wednesday, Dr. Qing Wang, a former researcher at the prestigious Cleveland Clinic, was arrested on fraud charges for failing to disclose in a $3.6 million grant application to the National Institutes of Health that he received money for conducting similar research in China. The clinic said it had fired the professor.

    https://www.voanews.com/usa/us-intensifies-crackdown-china-intellectual-property-theft
  • dc | 103.195.***.*** | ২২ মে ২০২০ ১০:১৫731619
  • ওবাবা হু তো একেবারে ডিপ ডিপ স্টেট! ওরা এতো বেশী ডিপ যে নামের মধ্যেই প্রমান আছে। ডাক্তারদের সংস্থা হু, অর্থাত কিনা ডক্টর হু। এর থেকে বড়ো প্রমান আছে নাকি? ডিপ টিউবয়েল শুধু না, ডিপ পুকুর, এমনকি ডিপ দীঘিও বলা যায়। ওদের একটা কথাও বিশ্বাস করা উচিত না।
  • sm | 2402:3a80:a51:b55:0:2e:ba9:***:*** | ২২ মে ২০২০ ১১:২৩731621
  • হা,হা। কিন্তু ডিসি ভাটে আসুন।বয়েনসি নিয়ে আর নিউটন নিয়ে আর একপ্রস্থ হয়ে যাক।--))

  • dc | 103.195.***.*** | ২২ মে ২০২০ ১১:৩১731623
  • অবশ্যই। আপনার পরের প্রশ্ন লিখে রাখুন, আমি সন্ধের পরে উত্তর দেবার চেষ্টা করবো।
  • ar | 71.174.***.*** | ২২ মে ২০২০ ২২:৫৮731638
  • @দীপাঞ্জন

    "অ্যান্টিবডি টেষ্ট ফ্লড" এমনটি বলিও নি, ভাবিও না। সুতরাং এটাও স্ট্রম্যান!!! বক্তব্য ছিল, শুধু অ্যান্টিবডি টেষ্টের সর্বহরার মাদুলি দিয়ে এই পুরো ব্যাপারটার সমাধান হবে না। কারণ, কেউ সোমবারে সেরো-নেগেটিভ হয়ে বৃহস্পতিবারে পজিটিভ হতে পারে। কিন্তু মঙ্গল-বুধে তার টাইটার বেড়ে গিয়ে আশেপাশের জনতাকে সংক্রামিত করে দিতে পারে।

    মূল বক্তব্য ছিল, করোনা আর ইনফ্লুয়েনজা একই টাইপের ভাইরাস নয়। তাই তাদের সিভিয়রিটী এবং ফ্যাটালিটী ও এক নয়। জোর করে "হাজারে একজন মারা যাবে" প্রমাণ করার চেষ্টা করতে গিয়ে এদিক ওদিক থেকে Twitter feed, রাইট উইং ওয়েবসাইট, জিরো-হেজফান্ডের এর লিন্ক এই সব দিয়ে কোন হেলথ সায়েন্সের অলোচনা করা বৃথা।

    আর গতকাল অবধি ফাউচি ছিলেন ডীপ স্টেট, আজ থেকে আবার সিডিসি সাইটের লিঙ্ক দেওয়ার শুরু করলাম।
    নাঃ, আমাদের কনস্পিরেসির প্যারামিটারগুলো আগে ঠিক্ঠাক করা দরকার, তারপর না হয় কমন কোল্ড আর করোনা নিয়ে আলোচনা করা যাবে।
  • Dipanjan | ২৩ মে ২০২০ ০০:৩০731640
  • "করোনা আর ইনফ্লুয়েনজা একই টাইপের ভাইরাস নয়। " - একমত, কিন্তু দুটো আলাদা ভাইরাসের iCFR একই রকম, অন্তত একই অর্ডার অফ ম্যাগ্নিচূড হতে পারবে না কেন? জাস্ট রেশিওটা | কে মারা যাচ্ছেন, কীভাবে মারা যাচ্ছেন সেই ফাটালিটি প্যাটার্ন গুলো নিশ্চয়ই আলাদা |

    iCFR এর পুরো আলোচনাটা শুরু হয়েছিল ফাউচির মন্তব্য গুলো থেকে -- সেনেট হিয়ারিং এ বলেছিলেন দশ গুন্ বেশি মারাত্মক, এদিকে পেপারে লিখেছেন শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে ফ্লু এর মতোই -- আর ফার্গুসনের মডেলের ইনপুট নিয়ে, যে মডেলের ডেথ প্রজেকশনের ভিত্তিতে লক ডাউন করা হয় হঠাৎ | এখন সি ডি সি নতুন গাইডেন্স দিচ্ছে 0.২৬%, আগের এস্টিমেট অর্ডার অফ ম্যাগ্নিচূড বেশি ছিল |

    আর ডিপ স্টেটের প্যারামিটার বোঝা গেছো দাদাকে খোঁজার মতো |
    ডিপ স্টেট্ তো আর অনড় পাথর নয়, ইভোল্ভিং অর্গানিজম | রবার্ট, ডেবোরা, ফাউচি গো ব্যাক এ লং ওয়ে, কিন্তু এখন তো পরিষ্কার যে গ্যাংটকে গন্ডগোল | দু সপ্তাহ ফাউচি জনসমক্ষে আসছে না, ডেবোরা বলছে সি ডি সির কোনো নাম্বার বিশ্বাসযোগ্য নয়, সি ডি সি স্ট্যানফোর্ড এর ইওয়ানিডিস এর স্টাডি ফলো করে iCFR এস্টিমেট 5-10 গুণ কমিয়ে দিচ্ছে | খেলা ঘুরছে | মডার্নার, যাদের ওপর নজর রাখতে মাস খানেক আগে বলেছিলাম এই থ্রেডে, বিল্লুর ইনভেস্টমেন্ট, ফাউচির NIH এর ইনভল্ভমেন্ট, স্টক 20 থেকে বেড়ে 95 কয়েক মাসে, সেকেন্ডারি অফারিং, ম্যাসিভ ইনসাইডার সেলিং - গুড ওল্ড পাম্প এন্ড ডাম্প | হোয়াট ডু দে নো অফ সায়েন্স দ্যাট অনলি সায়েন্স নো?
  • dc | 103.195.***.*** | ২৩ মে ২০২০ ২০:১৩731682
  • এটা কোন ব্যপার না, মাঝে মাঝে ডিপ স্টেট পৃথিবীর নর্থ পোল আর সাউথ পোল পাল্টে দেয়, আর কিছু না। তবে এখান থেকেই বাংলা ভাষায় একটা প্রবাদ চালু আছে, চলো পাল্টাই, কিছু করে দেখাই। স্পুটনিক নিউজে এর বিস্তারিত বিবরন পাবেন।
  • Atoz | 151.14.***.*** | ২৪ মে ২০২০ ০২:৩০731684
  • সূর্যের ব্যাপারটা? ফেবু ভর্তি দেখি লোকে খবর শেয়ার করছে নাসা নাকি বলেছে সূর্য লক ডাউনে যাচ্ছে। আর নাকি আলো পাওয়া যাবে না।
    এগুলো এত বেড়েছে আজকাল, ফেবুতে অনেক আগে এরকম ছিল না, হোয়াটসাপ না কী, সেটা আসার পর থেকেই যেন বেড়েছে এইসব!!!!
  • PM | 103.52.***.*** | ২৯ মে ২০২০ ২১:০৬731757
  • ওদিকে কত কিছু ঘটে যাচ্ছে--- কারুর কোনো গা নেই
  • Dipanjan | ৩০ মে ২০২০ ১৩:৫৫731759
  • "কারুর কোনো গা নেই" -

    ডিপ স্টেট্ করোনাপর্ব শেষ করে কৃষ্ণাঙ্গ-প্ররোচনা চ্যাপ্টার খুলেছে | এই চ্যাপ্টারটা এতটাই নোংরা যে আমার মতো নর্দমাপ্রেমীও মৌন থাকে |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন