এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২১৩৬২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ২০:৪৫731247
  • "ঐ ১ টাকাটা সুদ। মুদি দোকানও আমাকে ধার দেয়, ০% ইন্টারেস্ট রেটে। ওটা কোনও ফ্যাক্টার নয়।"

    ওটা একটা বড় ফ্যাক্টার। ফেড যদি ০% রেটে ব্যাঙ্কে ধার দিত, তাহলে আর বিশেষ কিছু বলার ছিল না।

    "ধরে নিন মুদি দোকানির বদলে খাতাটা যদি আপনার কাছে থাকত (আগে তাই হত)। তাহলে আপনি মুদি দোকানির কাছ থেকে জিনিস নিয়ে বলে দিতেন যে এইতো লিখে নিলাম যে তুমি ১০০ টাকা পাও। পরে যখন হালখাতা আসবে তখন সব হিসাব বরাবর করে দেব সঙ্গে ১ টাকা হালখাতা উপলক্ষে দেব।"

    এই উদাহরণে, মাসের শুরুতে মুদির দোকানে ছিল ১০০ টাকার জিনিষ আর আমার কাছে ১০১ টাকা। মাসের শেষে আমার কাছ এল ১০০ টাকার জিনিষ, আর মুদির কাছে ১০১ টাকা। মুদি ১ টাকা সুদ উপার্জন করল বটে, কিন্তু তার জন্য তাকে ১০০ টাকার জিনিষ দোকানে রাখতে হয়েছে।

    ফেডের ক্ষেত্রে মাসের শুরুতে ফেডের কাছে কিছু নেই, মেম্বার ব্যাঙ্কের কাছে ১০০ টাকার ট্রেজারী নোট। মাসের শেষে সব শোধবোধের পর মেম্বার ব্যাঙ্কের কাছে ১০০ টাকার ট্রেজারে নোট আর ফেডের কাছে ১ টাকা।

    আমাকে চয়েস দিলে আমি কিন্তু মুদির দোকানী না হয়ে ফেডই হতে চাইব।
  • S | 108.162.***.*** | ০৬ মে ২০২০ ২০:৫১731248
  • ফেড তো উল্টে ১ টাকা দিচ্ছে ব্যান্ককে। উপার্জন করছে কি করে?
  • দ্রি | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ২০:৫৯731249
  • "ফলে মার্কেটে ট্রেজারি+ডলারের পরিমাণ একই থাকছে।"

    এই তত্ত্বে একদম রাজি।

    কিন্তু ট্রেজারী তো ক্রিয়েট করা যায়? তাই না? মানে ট্রেজারী ট্রেজারী নোট ক্রিয়েট করতে পারে।

    এইবার একটা সিকোয়েন্স বলছি। ধরুন ট্রেজারী একটা ট্রেজারী নোট ক্রিয়েট করল। একটা ব্যাঙ্ক সেটা কিনে নিল। তার মানে ট্রেজারীকে এখন সুদ দিতে হবে। এবার ব্যাঙ্ক সেটা ফেডের কাছে রেখে পয়সা নিল। ফেড সুদ পাবে ব্যাঙ্কের কাছ থেকে।

    পুরো সাইকলটার শেষে কি দাঁড়াল? সরকারের টাকা চাই। সে ব্যাঙ্কের থেকে টাকা পেল। তার বদলে তাকে সুদ গুনতে হবে। ব্যাঙ্কের শুরুতে টাকা ছিল। শেষেও টাকা হল। সে সুদ পাবে সরকারের থেকে, আর সুদ দেবে ফেডকে। ফেডের কিছু ছিল না, কিন্তু সে সুদ পাবে ব্যাঙ্কের থেকে।

    আপনি কি হতে চান? সরকার, ব্যাঙ্ক, না ফেড?
  • দ্রি | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ২১:০০731250
  • ফেড ব্যাঙ্কের থেকে ইন্টারেস্ট পাবে না?
  • S | 108.162.***.*** | ০৬ মে ২০২০ ২১:০২731251
  • আপনি সুদের ব্যাপারটাতে বারবার গোলমাল করছেন। ব্যান্ক যখন ফেডের কাছে রেখে পয়সা নিল। তখন ফেড সুদ পাবে (লোকসানও হতে পারে) ট্রেজারির থেকে আর সুদ দেবে সেই ব্যান্ককে। ফলে এখানে ফেডের তেমন কোনও লাভ নেই।
  • S | 108.162.***.*** | ০৬ মে ২০২০ ২১:০৪731252
  • এসবিআইতে আপনার ডিপোজিট অ্যাকাউন্ট = আপনি এসবিআইকে ধার দিয়েছেন।

    ফেড যখন মেম্বার ব্যান্ক থেকে ট্রেজারি কেনে তখন সেই মেম্বার ব্যান্কের অ্যাকাউন্ট ব্যালেন্স বেড়ে যায়, ফলে ফেডের কাছ থেকে অতিরিক্ত সুদ পায়।
  • দ্রি | 172.68.***.*** | ০৬ মে ২০২০ ২১:২২731253
  • "তখন ফেড সুদ পাবে (লোকসানও হতে পারে) ট্রেজারির থেকে আর সুদ দেবে সেই ব্যান্ককে।"

    আই সী। তাহলে ফেডের কোন লাভ নেই। এই দুই সুদে কোন ডিফারেন্শিয়ালও নেই? তাহলে ফেড লাভটা করে কোথা থেকে? ঐ ইনকাম স্টেটমেন্টে ১০০ বিলিয়ান ইনকাম আর প্রায় ৫০ বিলিয়ান সুদ দেওয়া ইত্যাদি মিলিয়ে ৫০ বিলিয়ান লাভ ছিল (ডিভিডেন্ট দেওয়ার আগে)।
  • S | 108.162.***.*** | ০৬ মে ২০২০ ২১:২৪731254
  • সেটা এখানে আগেই লিখেছি।
  • S | 108.162.***.*** | ০৬ মে ২০২০ ২১:৩০731255
  • লাভ একটা আছে। অন্তত সম্ভাবনা আছে। ফেড যখন ইন্টারেস্ট রেট কমানোর জন্য ট্রেজারি কিনছে তখন ট্রেজারির দাম বাড়তে থাকবে। আবার যখন ইন্টারেস্ট রেট বাড়ানোর জন্য ট্রেজারি বিক্রি করছে তখন ট্রেজারির দাম পড়বে। ফলে একটা লাভ হতে পারে ওভার দ্য টাইম। কিন্তু আমেরিকার ইন্টারেস্ট রেট যে রেন্জে থাকে, সেই লাভটা খুব সামান্যই হবে।
  • দ্রি | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ২২:০৮731257
  • তার মানে ট্রেজারীর দাম কখন বাড়বে আর কমবে সেটা ফেড অন্যদের চেয়ে বেশী জানে? কারণ তারাই ইন্টারেস্ট রেট কখন বাড়াবে আর কখন কমাবে জানে? খানিকটা ইনসাইডার ট্রেডিং এর মত?
  • S | 108.162.***.*** | ০৬ মে ২০২০ ২২:২০731259
  • অন্যত্র উত্তর দিয়েছি। ইনসাইডার ট্রেডিং নয়। কারণ ইনটারেস্ট রেট চেন্জ করানোর জন্য যেটুকু ট্রেজারি ট্রেড করতে হয়, ফেড সেটুকুই করতে পারে। আর লাভ হবেই, এর কোনও গ্যারান্টি নেই। লাভ হলেও খুব সামান্যই হয়, তাও ওভার টাইম। ফলে লাভটা (যদি আদৌ হয়) অনেকটা ইনসিডেন্টাল।
  • দ্রি | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ২৩:৪১731261
  • হ্যাঁ অন্য থ্রেডটা পড়ছি। কিন্তু এখানে একটা থট ট্রেইল রাখতে চাইছি।

    তাহলে মেম্বার ব্যাঙ্ককে সুদ দিয়ে ফেডের তেমন লাভ নেই। ট্রেজারি বেচা কেনা করেও তেমন লাভ নেই। তাহলে বাম্পার লাভটা কিসে হয়? বছরে ৫০ বিলিয়ান প্রফিট নেহাত কম নয়।

    ফেড তো মোর অর লেস ফিক্সড ম্যানপাওয়ারে চলে। এক্সপ্যান্ড করতে হয় না। নিত্য নতুন রিক্রুট করতে হয় না। বছরে স্যালারি বাবদ ২ বিলিয়ান খরচা। আর ডিভিডেন্ট বাবদ ধরি ১ বিলিয়ান। ভালো মার্জিন।

    একটা ব্যাপার আছে। ফেডকে কোন রকম ট্যাক্স দিতে হয় না। ফেডারাল নয়, স্টেট নয়। অন্য ব্যাঙ্কের এই সুবিধে নেই।
  • দ্রি | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ২৩:৫২731262
  • ফেড তো দেখলাম প্রতি বছরের শেষে বেশ কিছু টাকা ট্রেজারীকে ফেরত পাঠায়।

    প্লাস সরকার ট্যাক্স কালেক্ট করে। অতয়েব সরকারের ঘরে অনেক টাকা থাকা উচিত।

    কিন্তু ১৯৮৪ সালে গ্রেস কমিশান একটা আজব জিনিষ বার করেছিল। যে ট্যাক্সের টাকার একটি নিকেলও প্রোগ্রামে (যেই যেই প্রোগ্রাম প্রমিস করে ট্যাক্স ডলার খরচা হবে বলে ভোটে বলা হয়েছিল) পৌঁছয় না। পুরোটাই ডেট সার্ভিস করতে চলে যায়। প্রোগ্রামের জন্য খরচা করতে আবার নতুন ডেট নিতে হয়।

    Tne commission found that: one tnird of all income taxes is consumed by waste and inefficiency; one third is not collected due to the underground economy; and 100 pelcent of all income taxes are absorbed by interest plus government contributions to transfer payments.

    https://digital.library.unt.edu/ark:/67531/metacrs9044/m1/1/high_res_d/IP0281G.pdf
  • দ্রি | 14.***.*** | ০৬ মে ২০২০ ২৩:৫৮731264
  • আর করোনা বাবদ ২ না ৩ ট্রিলিয়ান ডলার বেলাউট দেওয়া হবে শুনছি। কে দেবে এত লোন? চীন তো দেবে বলে মনে হয় না।

    জাপান? ফেড? নাকি অন্য কেউ? ২ ট্রিলিয়ান কম কথা নয়। কার কাছে এত টাকা আছে?
  • S | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ২৩:৫৯731265
  • ফেডারাল ব্যান্ক আসলে সরকার আর ব্যান্কদের ব্যান্ক। ব্যান্কগুলোর যখন একটু বেশি টাকা হয়ে যায় (সারপ্লাস ফান্ড) তখন সেগুলো ফেডের মতন সেফ জায়্গায় রাখে। কিছু সুদ পায়। আবার প্রয়োজন হলে ফেড থেকে স্বল্প সময়ের জন্য লোন নেয়। তখন সুদ দেয়।

    সরকারের ঘরে (মানে ট্রেজারির কাছে) যে টাকা থাকে সেটা ট্রেজারি ফেডের কাছেই রাখে। অন্তত অনেকটা তো বটেই।

    গত কয়েক বছর ধরে যে বিশাল লাভ করছে ফেড তার কারণ ইন্টারেস্ট রেট বাড়ানোর জন্য প্রচুর ট্রেজারি বিক্রি করছিল।
  • S | 162.158.***.*** | ০৭ মে ২০২০ ০০:০৪731266
  • কোনও ফেডারাল এজেন্সিকেই ট্যাক্স দিতে হয়্না। দেশেও সেটাই নিয়ম। কোম্পানি নয় কিন্তু, এজেন্সি। নইলে সরকার নিজেই নিজেকে ট্যাক্স দেবে।

    ট্রেজারি কেনার প্রচুর লোক আছে। বিদেশে যেতেও হবেনা। এখন মার্কেট ভালো না। ইন্টারেস্ট রেট কমছে। এইটাই তো সময় যখন প্রচুর ফান্ড মানি মার্কেটে ট্রান্সফার হবে।
  • দ্রি | 162.158.***.*** | ০৭ মে ২০২০ ০০:০৭731267
  • কারা? হেজ ফান্ড? ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার? গোল্ডম্যান স্যাক্স?
  • S | 162.158.***.*** | ০৭ মে ২০২০ ০০:০৯731268
  • অতদূর যেতে হবেনা। আমি নিজেই স্বল্প ক্ষমতায় করেছি।
  • S | 162.158.***.*** | ০৭ মে ২০২০ ০০:১১731269
  • এত গোল্ডম্যান গোল্ডম্যান করেন কেন? ওরা এমন কিস্যু একটা হাতি ঘোড়া নয়। ওরকম ১০০ বিলিয়ন ডলারের ওয়ার চেস্ট পেলে আর সপ্তাহে ১০০ ঘন্টা কাজ করবে এমন লোকজন পেলে আমি ওদের থেকেও বেটার পোর্টফোলিও ম্যানেজ করে দেখিয়ে দিতাম। ছাড়ুন তো।
  • দ্রি | 162.158.***.*** | ০৭ মে ২০২০ ০০:২৭731271
  • ফেডকে ফেডারাল এজেন্সি বলছেন। ফেড কিন্তু ফ্রিডম অফ ইনফর্মেশান অ্যাক্টের আওতায় পড়ে না। অতয়েব ফেড নিজের সম্বন্ধে পাবলিককে যা বলে রেখেছে সেইটাই একমাত্র অ্যাভেলেবল ইনফর্মেশান।

    ধরুন যে সব অ্যালিগেশান ফেড সম্বন্ধে আছে, যেমন ফেড ইজ রিমোটলি কন্ট্রোলড বায় ফিউ ইন্ডিভিজুয়ালস ইন্ডায়রেক্টলি (ডায়রেক্টলি নয় কিন্তু, মানে ধরুন এমন যদি হয় টপ দশটা বড় মেম্বার ব্যাঙ্কের মেজর শেয়ারহোল্ডার যদি হয় গোল্ডম্যান স্যাক্স (উফ, আবার সেই ...)) -- এগুলো তো ইন্টারনাল ডকুমেন্টস না বার করতে পারলে কোনদিনও বেরোবে না। কিন্তু ফেড ফ্রিডম অফ ইনফর্মেশান অ্যাক্টের আওতায় নয়। তাই এগুলো ডিসকাভার করে পাবলিকের সামনে প্রুফ আনা খুবই শক্ত।

    সিআইএ তো অন্তত ৫০ বছর পর কিছু কিছু ডকুমেন্ট ডিক্লাসিফাই করে। ফেড তো তাও করবে না।
  • S | 162.158.***.*** | ০৭ মে ২০২০ ০০:৩৫731273
  • ফেডের প্রচুর ইনফর্মেশান, এমনকি FOMC মিটিংএর মিনিটস পর্যন্ত, পাবলিক ডোমেনে আছে। ফেডের সব ইনফর্মেশান বাইরে আনাও যায় না কারণ ফেডের কাছে অন্য অনেক এজেন্সি এবং প্রাইভেট কোম্পানিদের প্রচুর ডেটা থাকে যেগুলো পাবলিক করা সম্ভব নয়। তাছাড়া ফেডের কাছে প্রচুর ইকনমিক ডেটা, ফাইনান্সিয়াল ইনফর্মেশান আছে যেগুলো ফেড কখনই বের করবেনা। এছাড়া ইকনমিক মডেল ইত্যাদি কপিরাইট জিনিসপত্র আছে বলেই মনে হয়।
  • S | 108.162.***.*** | ০৭ মে ২০২০ ০০:৪৪731274
  • মেম্বার ব্যান্কগুলো তো প্রায় সবাই পাবলিক। তাদের ওনারদের নাম তো জানাই আছে। আমাকে পয়সা দিলে আমি একদিনেই বেশিরভাগ ওনারদের নাম দিয়ে দেব। যেমন ব্যান্ক অব আমেরিকার সবথেকে বড় ওনারের নাম হল বার্কশায়ার হ্যাথাওয়ে, ভ্যানগার্ড, ব্ল্যাকরক, স্টেট স্ট্রীট ইত্যাদি। এগুলো সবই পাবলিক কর্পোরেশান। আবার বার্কশায়ারের খুব বড় ইনভেস্টার হল এমেন্টি ব্যান্ক। এগুলো সবই পাবলিক ব্যান্ক আর পাবলিক ইনফর্মেশান।
  • S | 162.158.***.*** | ০৭ মে ২০২০ ০৮:০৫731278
  • Increasingly Desperate Alex Jones Says He Will Kill and Eat His Neighbors.

    "I’ll admit it ... I’m literally looking at my neighbors now going ‘Am I ready to hang them up and gut them and skin them and chop them up?,' and you know what, I’m ready."
  • ar | 108.162.***.*** | ০৮ মে ২০২০ ১০:০১731290
  • wisconsin-supreme-court-justice-
    called-racist-meatpacking-remark

    Bice: Supreme Court Chief Justice Roggensack blasted as 'elitist,' 'out of touch' for meatpacking remark
    During the Wisconsin Supreme Court session Justice Patience Roggensack blames the Covid-19 outbreak in Brown

    County coming from the meat packing plant, not 'regular folks.' Milwaukee Journal Sentinel

    https://www.jsonline.com/story/news/investigations/daniel-bice/2020/05/06/wisconsin-supreme-court-justice-
    called-racist-meatpacking-remark/5175593002/
  • Dipanjan | ০৮ মে ২০২০ ১৫:০৬731291
  • ফার্গুসনের ঢপের কোড -
    "the original program was “a single 15,000 line file that had been worked on for a decade
    Clearly, Imperial are too embarrassed by the state of it ever to release it of their own free will
    It’s clear from reading the code that in 2014 Imperial tried to make the code use multiple CPUs to speed it up, but never made it work reliably. This sort of programming is known to be difficult and usually requires senior, experienced engineers to get good results. Results that randomly change from run to run are a common consequence of thread-safety bugs.
    Finally, Imperial admit there’s a bug by referencing a code change they’ve made that fixes it. The explanation given is “It looks like historically the second pair of seeds had been used at this point, to make the runs identical regardless of how the network was made, but that this had been changed when seed-resetting was implemented”. In other words, in the process of changing the model they made it non-replicable and never noticed.

    Why didn’t they notice? Because their code is so deeply riddled with similar bugs and they struggled so much to fix them that they got into the habit of simply averaging the results of multiple runs to cover it up
    Conclusions. All papers based on this code should be retracted immediately. Imperial’s modeling efforts should be reset with a new team that isn’t under Professor Ferguson, and which has a commitment to replicable results with published code from day one."

    https://lockdownsceptics.org/code-review-of-fergusons-model/
  • Pandemic planned | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ০৪:২৫731305
  • এই রোমহর্ষক ভিডো এখানে থাকবে না তা হয়? সব্বাই লিন্কটা তুলে দিচ্ছে, আমি আর এক্বার চেষ্টা করি

    WHO, FDA, CDC, big pharma, Fauci nexus! Fauci’s connection with Covid-19 outbreak; why hydroxychloroquine being ignored as treatment and truth about face mask and gloves!

    https://www.bitchute.com/video/X86lUJTunwQU/
  • Dipanjan | ০৯ মে ২০২০ ১০:১৭731306
  • রেভারেন্ড ড্যানি জোন্স ভালো সামারাইজ করেছেন -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন