এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.238.***.*** | ১৩ নভেম্বর ২০২৫ ২১:৪৩543453
  • কালনিমে, দুঃখিত হওয়ার কিছু নেই, এমনিতে এইটা খুব ব্যাপকভাবেই দেখি। লোভ একটি পাপ এবং সে কারনে আমি নরকে যাবো তা জানি, কিন্তু ডলারের লোভটা বেশি পাপ কেন, সে ধন্দ ঘোঁচে না।
    উৎকট দেশপ্রেম কমলে তো ভালোই, কিন্তু এক উৎকট প্রেম দিয়ে অন্য উৎকট প্রেম কমলে হরেদরে সেই একই থাকছে আরকি।

    আর খুড়ো যদি বাছে তাহলে যারা তাঁর ও তাঁর স্যাঙাৎদের তত ভালোবাসে না, তাদেরই আগে ধরবে, স্টুডেন্ট ভিসায় সেই বাছাবাছিটা করছেও, অফিশিয়ালিই।
  • %% | ১৩ নভেম্বর ২০২৫ ২১:৩৫543452
  • "ট্রাম্প খুড়ো এদেরকে লাথিয়ে ফেরত পাঠালে খুব একটা মন্দ হবে না। " - কী করে পাঠাবে এরা সবাই মার্কিন নাগরিক বলেই মনে হয়
  • %% | ১৩ নভেম্বর ২০২৫ ২১:২৯543451
  • কালনিমে | 203.147.***.*** | ১৩ নভেম্বর ২০২৫ ২১:২৮543450
  • আহা @r2h আমি দুঃখিত আমি শুধু এই চাড্ডি বাহিনীর কথাই বলছিলাম- দেশের মুখ পোড়াতে তো বাকি রাখছেনা। আমি ও বেশ কিছু বছর কাটিয়েছি ওদেশে এবং চ‍্যালেঞ্জ ওসব সম‍্যকই অভিজ্ঞতা আছে। এই মুহূর্তে মাগা প্রায় নাজি আর আইস যে প্রায় গেস্টাপো হয়ে আছে তার খবরও রাখি। 
     
    কিন্তু সম্প্রতি যে পরিমাণ হনুর প্রভাব বাড়ছে তাতে পুরনো অধিবাসীদেরও হরে দরে সমস‍্যা বাড়ারই কথা। এই উৎকট দেশপ্রেম একটু কমলে বোধহয় সবারই মঙ্গল।
  • :/ | 103.15.***.*** | ১৩ নভেম্বর ২০২৫ ২১:১৯543449
  • হুতবাবু, আপুনি ইউরোপে গেলে আম্রিগাবাসী এনারাইদের গাল দিতেন। কেননা ইউরোপ বিচ্ছিরিরকম গরিব আম্রিগার তুলনায়। তাই ওরা আম্রিগাকে গাল দিয়ে ঝাল মেটায়।
  • Lkn | 49.207.***.*** | ১৩ নভেম্বর ২০২৫ ২১:০৬543448
  • কিন্ত বিহার থেকে গরিব গুর্বো বহিরাগতেরা সাধের পশ্চিম বঙ্গে যেনো না ঢোকে।
  • r2h | 134.238.***.*** | ১৩ নভেম্বর ২০২৫ ২০:৪৪543447
  • আর আমেরিকাবাসী ননইমিগ্র‌্যান্ট ভারতীয়্দের গাল দিতে দেখি কারও গায়েই লাগে না। দুটো পয়সার লোভে দেশ বদল করে যেন চোরের দায়ে ধরা পড়েছি আরকি। একেক সময় মনে হয় পাঁচশো বছর আগে পূর্বপুরুষেরা পশ্চিম থেকে পূবে গিয়ে পাতকীর কর্ম করেছিলেন, আর এইবার আমি পূব থেকে পশ্চিমে গিয়ে করেছি।

    মানে অসুবিধেটা কী, লোকে বাঁকুড়া থেকে কলকাতা যাচ্ছে, ছাপরা থেকে পাটনা যাচ্ছে, ফৈজাবাদ থেকে দিল্লি যাচ্ছে, রুজি রোজগারের খোঁজে, পেটের দায়ে। সর্বত্রই ডান বাম মধ্যপন্থী নানান লোক আছে।
    সেদিন একজন ধ্রুপদী এনারাই বলছিলেন তিনি আমেরিকা যাওয়ার সময় তাঁর বোন তাঁকে বলেছিলেন - শেষে ডলারের কাছে বিকিয়ে গেলি?
    তো আমেরিকাগামীদের প্রতি হরেদরে ঐ বিরাগ দেখতে পাই। যেন ইওরো পাউন্ড ইত্যাদি একটু পবিত্রতর!
     
    এনারাই বৃত্তে চাড্ডিরাই সংখ্যাগুরু, এতে কোন দ্বিমত নেই। কিন্তু হরেদরে ভারতীয় অরিজিনের যেকোন প্রিভিলেজড বৃত্তেই তাই।
    যেমন এসআইআর হচ্ছে, বেশ হয়েছে, চাড্ডিরা কেস খাবে বলে কেউ নৃত্য করে না, সঙ্গত কারনেই। কারন কেসটা অনেকেই খায়।
  • r2h | 134.238.***.*** | ১৩ নভেম্বর ২০২৫ ২০:৩৩543446
  • সাধারনীকরনে চাড্ডি বা উদার কেউই কিছু কম যায় না।
    অসুবিধেয় যারা পড়ছে তাদের মধ্যে ভারতীয় ভক্ত ছাড়াও নানা দেশের নানান অরিজিনের নানান মতের লোকজন আছে।

    এই লোকগুলি অমুক করেছে সুতরাং ঐ খারাপ কাজটা নিতান্ত অসঙ্গত না - চারদিকে এই শুনে শুনে হেজে গেলাম।
  • কালনিমে | 203.147.***.*** | ১৩ নভেম্বর ২০২৫ ২০:২৬543445
  • দুদিন আগে মনুবাদী হনুবাদী এনারাই রা টাইমস্ স্কোয়ারে চিফ জাস্টিস গাওয়াই এর ছবির সাথে জুতো জুড়ে পিতিবাদ করে ধর্মরক্ষার হদ্দমুদ্দ করেছেন। ট্রাম্প খুড়ো এদেরকে লাথিয়ে ফেরত পাঠালে খুব একটা মন্দ হবে না। 
     
    ওদিকে মহান আরেসেস ট্রাম্পের কাছে লবি করতে ইতিমধ্যে $৩০,০০০ এর উপর খর্চা করেছে। জয় শ্রীরাম!
  • Manali Moulik | ১৩ নভেম্বর ২০২৫ ১৫:২২543444
  • তুর্গেনেভের 'টরেন্টস্ অফ স্প্রিং' -এর সামারি পড়েছিলাম। এখানে আবার বসন্তে মৌমাছি আসে? 
  • কাব্যরসিক | 174.219.***.*** | ১৩ নভেম্বর ২০২৫ ০৯:৩৯543443
  • একটা পদ্য শুনুনঃ 
     
    গন্ধে গন্ধে রন্ধ্রে রন্ধ্রে 
       মৌমাছি আসিল রে 
    গত বসন্তে এত মৌমাছি 
        কোথায় ছিলো রে! 
  • dc | 2402:3a80:439:44f5:edbb:1a2f:8b23:***:*** | ১৩ নভেম্বর ২০২৫ ০৮:০৭543442
  • এয়ারটেলের গন্ডগোল। মোটাভাই এর নেট ঠিকঠাক চলছে।  
  • dc | 2402:e280:2141:1e8:6139:1df6:d734:***:*** | ১৩ নভেম্বর ২০২৫ ০৭:৫১543441
  • অনেকগুলো সাইট ডাউন হয়ে আছে নাতো খুব স্লো লোড হচ্ছে। এলিয়েনরা অ্যাটাক করলো নাকি কে জানে! 
  • শ্রীমল্লার বলছি | ১৩ নভেম্বর ২০২৫ ০২:৩৯543440
  • একটা গল্প শোনাই আপনাদের— 
     
    ভদ্রলোক রাতের বেলায় ঘুমের মধ্যে বীভৎস রকমের নাক ডাকেন। এই অত্যাচারে পাশে শুয়ে থাকা ভদ্রলোকের বউ কিছুতেই ঘুমোতে পারেন না ভাল ক'রে! ভদ্রমহিলা ভদ্রলোকটিকে মানে তাঁর স্বামীকে বলেন এই কথা সকালবেলায় প্রতিদিনই। কিন্তু ভদ্রলোক কিছুতেই বিশ্বাস করতে চান না। তিনি বলেন যে, ভদ্রমহিলা মানে তাঁর বউ প্রতিদিন রাতে একই স্বপ্ন দ্যাখেন আর সেটা সকালবেলায় সত্যি ঘটনা ব'লে চালিয়ে দেন। এই ভুল বোঝাবুঝির জন্য ওঁদের মধ্যে অশান্তি কম হয় না। একদিন রাতের বেলায় এই ভদ্রমহিলার বেশ একটা ঘুম এসেছিল... ঐ স্বামীর নাক ডাকার বীভৎস আওয়াজ সহ্য করেই। ভদ্রমহিলা স্বপ্নে দ্যাখেন, তাঁর স্বামীকে বাঘে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ স্বপ্ন ভেঙেই ভদ্রমহিলা 'মা গো!' ব'লে স্বামীকে জড়িয়ে ধরেন। ভদ্রলোক বেচারাও হকচকিয়ে গিয়ে উঠে বসেন কোনওমতে। ভদ্রমহিলাকে যখন ভদ্রলোক জিগ্যেস করছেন, 'কী? নিশ্চই কোনও খারাপ স্বপ্ন দেখেছ?' তখন ভদ্রমহিলা বলেন, 'দেখলাম তোমাকে বাঘে টেনে নিয়ে যাচ্ছে!' ভদ্রলোক মজা ক'রে বউকে বললেন, 'ও বাবা! আমি তো এদিকে দেখলাম বাঘ তোমাকেই তুলে নিয়ে গিয়েছে! ভাবলাম বাঁচা গেল। সকালে উঠে আর রাতে নাক ডেকেছি, এই অভিযোগ শুনতে হবে না।' বলেই স্বামী-স্ত্রী দু'জনেই হাসতে লাগলেন। শোনা যায়, ওইদিন রাতের পর থেকে ভদ্রলোক আর নাক ডাকেননি। কী জানি, ভদ্রমহিলার ঘুমের মধ্যে দেখা ওই বাঘের স্বপ্নই হয়তো সবকিছু বদলে দিয়েছিল... 
  • Manali Moulik | ১৩ নভেম্বর ২০২৫ ০০:৩১543439
  • ডেভিড সোলয় বুকার পেলেন।
  • শ্রীমল্লার বলছি | ১২ নভেম্বর ২০২৫ ২৩:৩০543438
  • জীবনে একজন মার্গারিট ম্যাতিউ থাকলে, কাজে আরও উৎসাহ পাওয়া যায়... smiley
  • r2h | 208.127.***.*** | ১২ নভেম্বর ২০২৫ ২০:৫৭543437
    • সাহায্য চাই | ১২ নভেম্বর ২০২৫ ১৮:৪০
    • ..প্রবাসী ভারতীয়, ... আমারটা নাকি আসেনি... ২০০২ সালের লিস্টে দিব্যি আমার নাম ছিল...
     
    আমারও অনুরূপ। যা হবার তা হবেক বলে ঊর্দ্ধনেত্রে বসে আছি, কিছু করছি না আপাতত। এইসব উৎপাত আর পোষায় না। 
  • b | 117.238.***.*** | ১২ নভেম্বর ২০২৫ ২০:৪৮543436
  • "অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারেন না?"
     
    অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে মোবাইল ফোন আর ভোটার আই কার্ড লিংক করতে হবে। সেটা করতে গেলে আবার (অনলাইনে ) ফর্ম ৮  ভরতে হবে, কারেকশন অফ ডিটেইল। সেটা করার পর (আর অনলাইন সাবমিশন করলে ) স্পষ্ট বলা আছে যে নতুন ভোটার কার্ড আসবে , তখন গিয়ে পুরোনো কার্ডটা জমা দিয়ে আসতে হবে। এর মধ্যে গাদাগুচ্ছের ও টি পি আসবে । 
     
    তবে ওভারসিজ ভোটারের জন্যে কি নিয়ম জানি না । 
  • . | ১২ নভেম্বর ২০২৫ ২০:২৮543435
  • কদিন আগে দেখলাম বৃদ্ধাশ্রমের বোর্ডাররা SIR আতঙ্কে কেঁদে কঁকিয়ে অস্থির। এঁরা হেঁটে গিয়ে ভোট দেবার মত অবস্থায় নেই। তবু কী ভয়ানক আতঙ্ক এঁদের কথায় এবং চোখে মুখে।
    SIR এর লিস্টে নাম না থাকলে নাগরিকত্ব চলে যায় না। ভোটার কার্ড থাকা না থাকাটা আবশ‍্যিক শর্ত নয় কোনও নাগরিকের। প‍্যানিক বেশি হচ্ছে।
    যেমন কোভিডের সময়ে বাজার থেকে এনে সমস্ত খাবার ভালো করে ধুয়ে ঘরে তুলতে বলায় এক ভদ্রমহিলা বলেছিলেন পাউরুটি কীভাবে ধোবেন তিনি।
  • . | ১২ নভেম্বর ২০২৫ ২০:২১543434
  • সাহায্য চাই
     
    অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারেন না?
    আপনি যেহেতু ভোট দেন না, ভোটার লিস্টে পরেও নাম ঢোকানো যাবে তো। 
  • b | 117.238.***.*** | ১২ নভেম্বর ২০২৫ ১৯:২৫543433
  • আর ইদিকে  মহাসমারোহে বঙ্কিম চন্দর চটর্জী র লেখা বন্দে মাতরমএর ১৫০ বছর চলছে। আমাদের এখানে যিনি অফিসিয়াল ভাষণ দেবেন এ নিয়ে, তাঁর অনির্বাণ গাঙ্গুলি । তিনি কে ? 
     
    "Dr Anirban Ganguly is Chairman & Trustee, Dr. Syama Prasad Mookerjee Research Foundation (SPMRF), the New Delhi based think tank of Bharatiya Janata Party (BJP) (.He is Member, of BJP’s, National Executive Committee (NEC) and has extensively worked in the areas of public policy and political research."
    (উপেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়ের  পুতি ) 
     
  • b | 117.238.***.*** | ১২ নভেম্বর ২০২৫ ১৯:১৪543432
  • আচ্ছা । আমার স্ত্রী অন্য বিধানসভাক্ষেত্রথেকে নতুন জায়গায় ভোটার লিস্টিতে নাম তুলেছিলো , তাই ওরটা আমার বাড়িতে একদিন পরে দিয়ে গেছে । 
    আগে আমার আর মায়ের এসেছে । তখন ঐ কথাটাই বলেছিলোঃ হাতে পেলে দেবো । 
    এখানে দেখুন ২০২৫ এর ড্রাফ্ট রোল এ নাম আছে কি না (আমাদের সবাইয়েরই ছিলো ) । নিচে আপনাদের পোলিং বুথ থাকবে, ওখানে ক্লিক করলে পিডি এফ ডকুমেন্ট খুলবে, সেটায় ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করুন  । একটু সময় সাপেক্ষ। 
    https://voters.eci.gov.in/download-eroll
  • সাহায্য চাই | 47.32.***.*** | ১২ নভেম্বর ২০২৫ ১৮:৪০543431
  • আমি প্রবাসী ভারতীয়, পাসপোর্ট আছে। দেশের বাড়িতে বৃদ্ধা মা থাকেন। SIR ফর্ম দিয়ে গেছে বাড়িতে, মায়ের ছবি ও QR কোড ওয়ালা একটা ফর্ম। বলেছে আমারটা নাকি আসেনি, আর ওদের কিছু করার নেই। এ ক্ষেত্রে ভোটার লিস্টে নাম তোলার জন্যে আমার কী করণীয়। ২০০২ সালের লিস্টে দিব্যি আমার নাম ছিল, যদিও ভোট দিই নি কোনোদিন।

    পলিটিক্যাল কানেকশন কিছু নেই আমাদের।
  • কৌতূহলী | 103.249.***.*** | ১২ নভেম্বর ২০২৫ ১৫:২১543430
  • মানালী ম্যাডামের প্রশ্নটা আমিই কিছুদিন আগে , সম্ভবত মাসখানেক বা মাসদেড়েক আগে আমি এখানেই জিজ্ঞেস করেছিলাম। সকলেই সদর্থক উত্তর দিয়েছিলেন , হ্যাঁ , করা যায়। তাও আবার আলোচনা হোক এই বিষয়ে। আমিও উপকৃত হব। 
  • :|: | 2607:fb90:bd92:243d:5592:48e6:33a5:***:*** | ১২ নভেম্বর ২০২৫ ১৪:৪৫543429
  • কদিন আগেই ইটা নিয়ে ডিটেইল আলোচনা হলোনা? 
  • Manali Moulik | ১২ নভেম্বর ২০২৫ ১৩:৪৫543428
  • আচ্ছা, কেউ যদি মাস্টার্স সমাপ্ত করে কর্মক্ষেত্রে প্রবেশ করে, তারপর বেশ কিছুবছর কাজ করে অনেক পরে পিএইচডি প্রোগামে আসতে চায়, সেটা কি সম্ভব?
  • %% | ১২ নভেম্বর ২০২৫ ১২:১৮543427
  • ২০১৬ র আগে সোশ্যাল নেটওয়ার্ক ছিল। ২০১৬র পর থেকে সোশ্যাল মিডিয়া। 
  • %% | ১২ নভেম্বর ২০২৫ ১০:৩২543426
  • রেডিট শুরু থেকেই এনোনিমাস। ফেবু সেটা নয়। ফেবু ফিড পুরোটাই 'বন্ধু'ভিত্তিক ছিল ২০১৬ পর্যন্ত। তারপর বন্ধু বদলে ফলোয়ার বাড়তে শুরু করে। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ নভেম্বর ২০২৫ ০৯:৫৫543425
  • রেডিটে যেমন দুটো ফিড আসে। একটা কাস্টমাইজড, একটা পপুলার। নিজের বায়াসনেস এর বাইরে যেতে চাইলে পপুলারটা দেখা যায়।
     
    আবার ফেবু তো দেখি কমেন্টে ডিসলাইক বাটন নিয়ে এসেছে, এবার পোস্টেও নাকি আসবে এরকম কানাঘুষো শোনা যায়। এটা একদিক থেকে ভালো।
  • r2h | 208.127.***.*** | ১২ নভেম্বর ২০২৫ ০৮:৩৪543424
    • lcm | ১২ নভেম্বর ২০২৫ ০২:২৫
    • ...সবসময় আমার মনের মতন, পছন্দসই কনটেন্ট ফিড করবে - ওরা ঠিক করবে আমি কোন মূহুর্তে কী চাই - এটা আমার পছন্দ নয়।
     
    খুবই একমত।

    প্রভাবশালী প্রচারযন্ত্র নিজেদের এজেন্ডামত কন্টেন্ট প্রোমোট করে- সে একরকম।
    আর আমি যা পাচ্ছি তা আমারই পছন্দসই- এইজাত বিভ্রম খুবই সাংঘাতিক মনে হয়।

    সেদিন রঞ্জনদার গল্প প্রসঙ্গে - এরকম কন্টেন্ট দিয়ে কী হয়- এই প্রশ্ন উঠেছিল।
    আমার মনে হয় এতে এইটাই হয় - এই বিভ্রম ভাঙা, কিছুটা অন্তত। যখন তুমুল বিভেদকামী কন্টেন্টের বন্যায় চরাচর ভেসে যাচ্ছে - তখন এইসব অস্বস্তিকর বিষয়ের কন্টেন্ট - সে গুণমানের তুল্যমূল্যে কোথায় দাঁড়ালো সে পরের ব্যাপার, প্রাথমিকভাবে এই কাঁটার মত খোঁচা হয়ে থাকা - এইটা সবচে' গুরুতর ভূমিকা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত