এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ২২ অক্টোবর ২০২৫ ২০:৫৪542723
  •   এ  আই  কমেন্ট  উড়িয়ে  দিচ্ছে ?  বা বা  বা  :)  এ  আই  এরপর  কমেন্ট  করবে, এমনিতেই  তো  কে  মানুষ  কে  ভূত  কে   রোবট  কে  এ আই ....
  • কৌতূহলী | 115.187.***.*** | ২২ অক্টোবর ২০২৫ ১৮:৪১542722
  • শুক্রবার কলেজ স্ট্রীটে গুরুচণ্ডালীর দোকান খোলা থাকবে তো?
  • lcm | ২২ অক্টোবর ২০২৫ ১৩:২০542721
  • বি ,
    smiley
     
     
  • b | 14.139.***.*** | ২২ অক্টোবর ২০২৫ ১৩:০৮542720
  • গুপুকে কি এ আইয়ের হাতে ছেড়ে দিলেন ?
  • lcm | ২২ অক্টোবর ২০২৫ ১২:১৯542719
  • আজ chatGPT (openAI) একটা ব্রাউজার অ্যাপ - লঞ্চ করেছে - নাম দিয়েছে অ্যাটলাস (Atlas)   ... সেটা দেখছিলাম --- বুলবুলভাজা দিয়ে - - এই ব্রাউজারে ওপরে ডানদিকে "Ask chatGPT" বাটনে ​​​​​​ক্লিক করে একটা বেসিক প্রম্পট দিলাম --  
     
  • lcm | ২২ অক্টোবর ২০২৫ ১১:৪৮542718
  • নাহ! মনে হচ্ছে ঠিক বলি নি ... সত্যিই মনে হচ্ছে কিছু কমেন্ট "উড়ে" গেছে... কনটেন্ট সংক্রান্ত ইস্যু নয়, মানে আগের পোস্টে যা লিখলাম, সেটা নয় .... ব্যাপারটা কি হয়েছে বোঝা যাচ্ছে না... ভেরি ভেরি সরি - বলতে চাই... কিন্তু সরি বলতেও কেমন ইয়ে হচ্ছে, কারণ ব্যাপারটা কি হয়েছে বোঝা যাচ্ছে না... 
  • lcm | ২২ অক্টোবর ২০২৫ ১১:২৯542717
  • "... লিখে ওঠা পোস্ট মুছে দিলে ... "

    না না, মনে হয় না পোস্ট কেউ মুছে দিয়েছে... কনটেন্টের মধ্যে টেক্সট ছাড়া (ইংরেজি বা ইউনোকোড ছাড়া) অন্য কিছু.. যেমন, কোনো ইমোজি বা ইমোটিকন বা কীবোর্ডের অল্ট কোডের কোনো স্পেশাল সিম্বল বা ক্যারাকটার থাকলে, কিছু কিছু ক্ষেত্রে ডেটাবেসে নেয় না, পোস্ট ফাঁকা আসে বা কিছুই পোস্ট হয় না... সেটা সমস্ত ফিল্ডের ক্ষেত্রেই প্রযোজ্য - শিরোনাম, বিষয়বস্তু, নাম...

    এই সমস্যা আগেও অনেকের হয়েছে... বিশেষ করে অন্য জায়গা থেকে কনটেন্ট কাট পেস্ট করে আনলে, বা, কোনোভাবে কীবোর্ডের কোনো কম্বিনেশনে স্পেশাল ক্যারকটার (Alt+char) চলে এলে এমন হতে পারে...
  • r2h | 165.***.*** | ২২ অক্টোবর ২০২৫ ০৯:১১542716
    • ~ | ২২ অক্টোবর ২০২৫ ০৭:২০
    • ...  খুবই এনগ্রোসিং। ফলে কমন ওয়ার্ডগুলোই তাদের মনে পূর্বপরিচিতির ফিলিং তৈরি করে, যা সচেতনভাবে ব্যাখা করা হয়তো ... সম্ভবও নয়---...। ... নদী বয়ে চলার ব্যপারটাও একটা ছবি হিসেবে এর মধ্যে থেকেই গিয়েছে 'ওই যে রাত্রি বইছে যমুনাতীরে' এর মতো লাইন-এ যেমন আরও অনেক ছবিই থেকে গিয়েছে এতে, ফলে সেই ছবিগুলো অন্য কবিতায় দেখলেই চেনা চেনা মনে হয় যেমন  'অলকানন্দা জলে' পড়া আছে বলেই যেকোনো কবিতায় নদীর বয়ে চলার ভাসা ডোবার ছবি পেলেই চেনা মনে হতে পারে। 
     
    একমত, হ্যাঁ, এইটা খুবই সম্ভব।
     
    • &/ |  ১৭ অক্টোবর ২০২৫ ০১:১৩
    • ... অমুক ডোবে, অমুক ভেসে যায় ---এই ধরণের ব্যাপার...
    - তাই হবে।
     
    যা বলছিলাম, জয়ের মত মহীরূহের ছায়া থাকলে তো গৌরবেরই ব্যাপার, কিন্তু আমার নিজের চোখে তা ধরা পড়ছিল না, তাই নিশ্চিত হতে চাইছিলাম।
    অনেক ধন্যবাদ ব্যাখ্যা করার জন্য, সময় দেওয়ার জন্য, এবং মজা দীঘির বিষাদ ও তার ট্রিবিউট খুঁজে দেওয়ার জন্য।
     
    যদুবাবু, বড় হওয়ার সময়, মানে স্কুল কালে আমিও এসব পড়িনি। আমাদের সময় ত্রিপুরার লিটল ম্যাগাজিন চর্চার মান অধোগামী, পরিচিত রাগী কবিরা বৃদ্ধ, পল্লব ভট্টাচার্য এট আল পাত্তা দেয় না, আর পবঙ্গকেন্দ্রিক জিনিসপত্র হাতের নাগালের বাইরে। বড় প্রকাশনাগুলির বাইরে কিছু চলে, সেরকম শুনতাম বটে, তবে ঐ পর্যন্তই। 
    কলকাতায় আসার পর চোখে ঝিলিমিলি লাগলো বটে কিছুটা, তো সামান্য মাধুকরী।
    যদিও এঁদের ব্যাপার স্যাপারেও আমি বিচলিত বোধ করি, যেমন সমরেশ বুগু সুনীল আকাদেমী পাবেন বলে অভিমান, যশপ্রতিষ্ঠা ও আবাপ যদি শুকরীবিষ্ঠাই হয় তবে আকাদেমী নিয়েই বা এত মনোযোগ কেন বাপু।
    সুমন গাইতে আসার পর যেমন তথাকথিত স্বর্ণযুগের সঙ্গীতের ভাণ্ডারীরা রেগে গেছিলেন, আমি এসবকে কিছুটা ঐ লাইনেই দেখি, হতে পারে উল্টোদিকে, কিন্তু লাইনটা কাছাকাছি। রিভার্স/ ক্যান্সেল কালচার? ধন্দ হয়।
  • Bratin Das | ২২ অক্টোবর ২০২৫ ০৮:৩৭542715
  • সবাই কে বিলম্বিত শুভ দীপাবলি এবং দেওয়ালি। ভাই ফোঁটার শুভেচ্ছা আর ভালোবাসা।
  • Tania Basu Dutta | ২২ অক্টোবর ২০২৫ ০৮:১৭542714
  • সৈকত বন্দোপাধ্যায় এর "বাঙালীর হচ্ছে টা কি" দেখলাম।....অন্য ভিডিও গুলোর মতো এটাও ব্যাপক লেগেছে !! 
     
    ডিটেনশন ক্যাম্প এক ধরনের হোম স্টে।... চলুন রিল্স বানাই। এটা তুখোড় ছিলো !! হা  হা !!
    রামনবমী মানে রাম খেয়ে ন' বার বমি করা !! হা হা হা !! ক্যা বাত !! 
  • ~ | 103.27.***.*** | ২২ অক্টোবর ২০২৫ ০৭:২০542713
  • plagiarism এর প্রসঙ্গ কেন এল জানিনা, হয়তো আলোচনাটাকে এককথায় প্রকাশ করার মতো একটা ডাকনাম দিতে গিয়ে। আমার কথা বলতে পারি, নানা ব্যস্ততার মধ্যে থেকে এককুচি দুকুচি সময় বের করে লিখে ওঠা পোস্ট মুছে দিলে বিরক্তই লাগে, এতটাই, যে আশু আর কিছু আবার লিখে ওঠার উদ্যম সঞ্চয় করে ওঠা হয় না। মূল প্রামাণ্য বক্তব্যটাই আর লিখে ওঠা হয়নি। এআইকে ইন্সট্রাকশন দেওয়া বা তার উত্তর লেখার ইচ্ছে ছিল না বলেই প্রায় যদুবাবু লেভেলের একটা প্রবলেম স্টেটমেন্ট অবধি লিখেছিলাম ডিলিট হওয়া পোস্টে। সেটা মোছার ফলে বাধ্য হয়ে হাতে কলমে কষেই দেখতে হল যা জানতে চাইছিলাম। 
    কোনো লেখার চারভাগের একভাগ শব্দ যদি অন্য কোনো বহুল পঠিত লেখায় থেকে যায়, মনে হওয়া স্বাভাবিক যেন লেখাদুটোয় কোথাও খুব মিল রয়েছে। ২৫% তো এআই এর গোনা, কারক-বিভক্তি ছেঁটে জুড়ে মূল শব্দ/ক্রিয়া আর তার রকমফের গুনলে আরেকটু বেশিই হবে। জয় গোস্বামীর এই কবিতাটা আজ থেকে বছর ২৬/২৭ আগে কলেজে থাকাকালীন প্রায় গোটাটা মুখস্ত ছিল দেশ পত্রিকার পাতা থেকেই। আমার যদি থেকে থাকে আমার আশেপাশের বয়সের লোকজন যারা কবিতা পছন্দ করে তাদেরও বহুলপঠিত হওয়ারই কথা। যে আমি একদা জয়ের লেখার এক্সটেনশন লেখার চেষ্টা করেছি সেই আমি নিজে এরপর অন্যধারার কবি ও কবিতার সন্ধানে জয়-এর থেকে অনেকটাই সরে এসেছি, এখন ২০১১-১২ থেকে একেবারেই ফলো করি না আর, কিন্তু আনন্দ-সাহিত্যের বৃত্তের আশেপাশেই যারা রয়ে গেছে তাদের কাছে এসব লিজেন্ডারি পিস এখনও একটু অবচেতনে নামলেই দেখা যাবে খুবই এনগ্রোসিং। ফলে কমন ওয়ার্ডগুলোই তাদের মনে পূর্বপরিচিতির ফিলিং তৈরি করে, যা সচেতনভাবে ব্যাখা করা হয়তো তাদের পক্ষে সম্ভবও নয়---এমনটাই প্রমাণ করার ছিল। তাছাড়া জয়ের এই কবিতাটা আকারে খুব বড় হওয়ায় এতে অনেক বেশি চিত্রকল্পের প্রয়োগ ঢুকে গেছে। নদী বয়ে চলার ব্যপারটাও একটা ছবি হিসেবে এর মধ্যে থেকেই গিয়েছে 'ওই যে রাত্রি বইছে যমুনাতীরে' এর মতো লাইন-এ যেমন আরও অনেক ছবিই থেকে গিয়েছে এতে, ফলে সেই ছবিগুলো অন্য কবিতায় দেখলেই চেনা চেনা মনে হয় যেমন  'অলকানন্দা জলে' পড়া আছে বলেই যেকোনো কবিতায় নদীর বয়ে চলার ভাসা ডোবার ছবি পেলেই চেনা মনে হতে পারে। 
     
    আর জয়ের ছোটো নদী ইত্যাদি প্রসঙ্গে স্মৃতি পুরোই প্রতারণা করেছিল। সে কবিতাটা হল 'সেইসব মজা দীঘি' । নদী নয় দীঘি। তাতে সাইকেল আরোহী খাটো ধুতি ছিল, কিন্তু সে নদী পার হচ্ছিল না, আলপথ ধরে নেমে যাচ্ছিল, আসলে সে যাচ্ছিল না, তার যাওয়ার মতো করে রোদ যাচ্ছিল। ইত্যাদি। ফলে বোঝাই যাচ্ছে যাচাই না করে মনে থেকে যাওয়া পুরোনো ইমপ্রেশন থেকে কিছু লেখা কতটা বিভ্রান্তিকর।
     
    এই সে এক্সটেনশন আর সে কবিতা (খুঁজে পাওয়া গেছে)
     


  • যদুবাবু | ২২ অক্টোবর ২০২৫ ০৬:২৮542712
  • হ্যাঁ আর্কাইভিস্টদের কোনো প্রশংসা-ই যথেষ্ট নয়। কত যত্ন করে নিখুঁত স্ক্যান করে করে বই তোলেন। এই এতোদিন পরে পড়তে পারছি সে তো বিশাল সৌভাগ্য। 
     
    বিশেষ করে এই জন্য, এসব আমি বড়ো হওয়ার সময় পড়িনি। 'এসব' কেন, কিস্যু পড়িনি। বাড়িতে পত্রিকা আসতো বটে একটা - সাপ্তাহিক বর্তমান। তাতে দুরন্ত সব প্রচ্ছদকাহিনি থাকতো অবশ্য, যেমন "যীশু কি ভারতে এসেছিলেন?", বা আরও রোমাঞ্চকর, "গরম থেকে বাঁচতে টম্যাটো খাবেন কীভাবে?" ইত্যাদি। ভেতরে মনে পড়ছে, "জোকুইজ়" বিভাগ থাকতো, যার কোনটা জোক আর কোনটা ক্যুইজ চট করে ধরা যেত না। আর ধম্মোকম্মের বই। তবে, এসব পড়ে যে আমি ফেং শুই থেকে পাওহারিবাবা অব্দি কতকিছু জানি সে মানে কী আর বলবো। 
        
    <>-এর লেখায় জয় আর সুবোধের পাশে "(প্রথম দিকের)" দেখে মজা পেলাম। ঐটা বোধহয় সবার নামের পাশেই পাইকিরি রেটে বসিয়ে দেওয়া যায়। 
     
    তো প্রথম দিকের সুবোধ সরকারের লেখা একটা নাতিদীর্ঘ প্রবন্ধ বেরিয়েছিল অজ্ঞাতবাসে ভলিউম ১৮-য়। যদিও সেটার থেকে শেষের দিকে "সব মন্ত্র মন্ত্র নয়" নামে অন্য একটা দুপাতার আলোচনা বেশ লেগেছিল। দেবদাস আচার্য্যর। 
     
    @হুতোদা। আমার শখ পুরোনো ডকুমেন্ট ঘাঁটা। কাজের বেলায়ও খুবই কাজে লাগে। কবে কোন সালে কেউ একটা অঙ্ক কষে গেছিলেন কিংবা দারুণ আইডিয়া দিয়ে গেছিলেন, কেউ খেয়াল করেনি (cite করেনি), সেরকম জিনিষ পুনরাবিষ্কার করতে দারুণ লাগে। আমাদের মত বিষয়ে, মানে অঙ্ক/স্ট্যাট, অনেক কিছুই বলা বা ভাবা হয়ে গেছে, সবাই সব সময় মন দিয়ে শোনে না, সবার চোঙার সাইজ সমান নয়, তাই কিছু কিছু জিনিষ পুনরুক্তি করলে দোষ হয় না। 
     
    সাহিত্যেও তাই। গ্রন্থাগার কি লিটল প্রচার বা ঐরকম সাইটে ঘুরে বেড়াই। একটা থেকে আরেকটা করতে করতে।  কলকাতার আড্ডা বইতে এই ভাবে একদিন শামসের আনোয়ারের নাম পড়লাম, খুঁজলাম, কবিতার সাথে পরিচিত হলাম। প্রথম কৃত্তিবাস পুরস্কার পেয়েছিলেন। ভাস্কর ওঁর বইয়ের ভূমিকায় লিখছেন, "শামসেরের সঙ্গে বন্ধুত্বটাই ছিলো একটা বাঘের সঙ্গে বন্ধুত্বের মতন ... আমাদের ভাষায় এমন সশস্ত্র, এক আধুনিক কবি, সত্যিই, খুঁজে পাওয়া ভার।" 
  • lcm | ২২ অক্টোবর ২০২৫ ০২:৩৩542711
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২৫ ০২:০০542710
  • সেই তাসকেন্তের কূটনৈতিক মিটিং এ গ্রুপ ফটোতে নেতাজীকে দেখা গেছে যিনি লিখেছিলেন, তিনি আবার উপস্থিত। সেই 'আবার সে এসেছে ফিরিয়া' স্টাইলে এইবার নেতাজীকে নিয়ে এসেছেন নৈমিষারণ্যে। ঃ-) আমাদের এক দাদা ছিলেন তিনি নৈমিষারণ্যকে বলতেন নিরামিষ জঙ্গল।
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২৫ ০১:৫৭542709
  • ইতিহাস জিনিসটা খুবই ধাঁধাময়। তাই নয়? কত নতুন ইতিহাস জানা যায় দিনে দিনে। কিছু একটা উপায় আছে নিশ্চয় ফিল্টার করার। নাহলে অজস্র গুলগাপ্পি ইতিহাস হিসেবে ছেপে টেপে বেরিয়ে স্কুলে টুলে পড়ানো হতে থাকলে সে তো এক চিত্তির হবে।
  • kk | 2607:fb91:4c21:664d:2cea:ebef:f4da:***:*** | ২২ অক্টোবর ২০২৫ ০১:৫০542708
  • না না ফুটিচার সাহেব, আপনিই বলুন। আমি এই গল্পটা বলেছিলাম নাকি? মনে পড়ছে না তো! গল্পটা জানি কিনা তাতেই তো আমার সন্দেহ হচ্ছে। কাসাভু শাড়ি পরতে হয় এমনি ব্যাপার যখন আছে তখন তো মনে হয় মোটেই আমি এ গল্প জানিনা! কারণ কাসাভু শাড়ির আমি শুধু নামটাই শুনেছি :-)
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২৫ ০১:৩৭542707
  • আরে চতুর্মাত্রিক, আপনিই বলুন। এসব মিথলজি আপনার হাতে দারুণ আসে। চতুর্থ মাত্রায় খেলেন কিনা! ;-)
  • :|: | 2607:fb90:bdad:c014:5556:c30e:7114:***:*** | ২২ অক্টোবর ২০২৫ ০১:৩৫542706
  • এইটি জানি একটা এক -- কাসাভু শাড়ী। 
    বলিরাজার গল্পও শুনিছি কিন্তু যাঁকে জিজ্ঞাসা করা হয়েছে তাঁর বলার মাধুর্য অনেক বেশী বলে তাঁর দিকেই মাইক্রোফোন এগিয়ে দিলুম। ;)
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২৫ ০১:০১542705
  • কেকে, আছো? আচ্ছা, দক্ষিণ ভারতে একটা উৎসবদিনে নাকি মহারাজ বলি পাতাল থেকে মর্ত্যে ঘুরতে আসেন, প্রজারা ভালো আছে কিনা দেখতে আসেন, সেই গল্পটা কি তুমি বলেছিলে কোথাও? সেই যে সাদার জমির উপরে সাদা ঝিকমিকে রেশমী সুতোর কাজ করা শাড়ি পরতে হয়? কী যেন একটা স্পেশাল নাম আছে সেই শাড়ির। খুব সুন্দর দেখতে শাড়িগুলো।
  • r2h | 134.238.***.*** | ২১ অক্টোবর ২০২৫ ২৩:০৮542704
    • যদুবাবু | ২১ অক্টোবর ২০২৫ ০৬:০৪
    • ... ভাব, ফোড়ন, অনুপ্রেরণা কিছুই মনে হয়নি। 
       
      আর কাব্যের ক্ষেত্রে অনুপ্রেরণা/অনুরণন এইসব খুব-ই স্বাভাবিক, হলেও আমার মতে কিস্যু ক্ষতি নেই ...
     
    হুঁ, কব্জির ব্যাপক জোর না থাকলে প্রভাবমুক্ত হওয়া অলীক, আর নিতান্ত ক্ষীণপ্রাণ লোকাল কবির লেখায় তো, মহীরূহের ছায়া পড়লে তা নিয়ে গৌরবও করা যায়। 
    এই প্রসঙ্গে শক্তি চট্টোপাধ্যায়ের ফিরে এসো মালবিকা মনে পড়লো। ঐ নিয়ে না'হক হাহুতাশ হয়েছিল।
    তবে তাঁরা সব বড় মানুষ, তাঁদের কথা আলাদা।
  • &/ | 107.77.***.*** | ২১ অক্টোবর ২০২৫ ২১:৪৯542703
  • হুতেন্দ্র, ওই 'শেষ কিন্নর' টি কে? যিনি বামনের হাতে পৃথিবী দিয়ে বলি রাজার মত পাতালে চলে গেলেন? 
  • &/ | 107.77.***.*** | ২১ অক্টোবর ২০২৫ ২১:৪৫542702
  • নেতাজীর ব্যাপারটার কোনো ফয়সালা হয়না, সম্ভবত হবেও না, কত রকম সরকারই তো দিল্লির মসনদে এল গেল ...
  • &/ | 107.77.***.*** | ২১ অক্টোবর ২০২৫ ২১:৪১542701
  • ওদিকে টই তে নৈমিষারণ্যে নেতাজী  
  • Manali Moulik | ২১ অক্টোবর ২০২৫ ২১:০০542700
  • তাহলে, শ্রীভূমির পুজো, নিউ ইয়ার্স ইভ, ইষ্ট-ওয়েষ্ট মেট্রো, স্বর্ণালী গোরু,  মাউন্টেন পুলিশের ঘোড়া, মোক্সাবাদের হুজুগ এসব নিয়ে শুরু করি।
  • <> | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ২১ অক্টোবর ২০২৫ ১৯:৩৪542699
  • অরুণ বসু - দেবদাস আচার্য - প্রসূন মুখোপাধ্যায় - পার্থপ্রতিম কাঞ্জিলাল - মৃদুল দাশগুপ্ত - সুবোধ সরকার (প্রথম দিকের) - জয় গোস্বামী (প্রথম দিকের), মোটামুটি এরা ৫০ র কবিকুল বা হাংরি বা ভাস্কর, এদের বাইরের আর এক কবিগোষ্ঠী, যারা মূলতঃ ৭০ - ৮০ দশকে, কলকাতাকেন্দ্রিক কবিগোষ্ঠীর বাইরে আর এক গোষ্ঠী ছিলেন। এবং লিটল ম্যাগাজীনকেন্দ্রিক। এবং রাজনীতির গ্রাম দিয়ে শহর ঘেরার মত, এরাও লেখালেখিতে কলকাতার বাইরে থেকে কলকাতা ঘিরছিলেন যেন। এই অজ্ঞাতবাস পত্রিকা বা ভাইরাস পত্রিকা অথবা মাণিক চক্রবর্তীর নির্বেদ পত্রিকা, এইসব মোটামুটি ঐ সময়ের। এঁদের লেখা অনেক কমপঠিত।১৯৮৬ সাল নাগাদই মনে হয়, কৃষ্ণনগরে , 'শত জল ঝর্ণার ধ্বনি' নামে এক লেখক সম্মেলন হয়েছিল, প্রতিষ্ঠানের বাইরের কবি - গদ্যকারদের নিয়ে, অরুণ বসু - দেবদাস আচার্য মনে হয় ছিলেন উদ্যোক্তা। অনেক গালাগালিও হয়েছিল সেই সভায়, শিওর নয় কিন্তু হয়ত জয়কে মঞ্চে তুলে নানা কথা শোনানো হয়েছিল। তো ব্যাপার হল প্রতিষ্ঠান - অপ্রতিষ্ঠান নিয়ে তর্ক তো এই লেখাটির আগের প্রায় ২৫ বছর ধরে বাংলা লেখার জগতে চলছিল, তারই ক্রমান্বয়িত রূপ এই লেখাটি।
  • &/ | 107.77.***.*** | ২১ অক্টোবর ২০২৫ ১৯:২২542698
  • শ্রীভূমি থেকেই শুরু করা ভালো :)
  • Manali Moulik | ২১ অক্টোবর ২০২৫ ১৯:১৮542697
  • হুতোম প‍্যাঁচার নকশা, কালপেঁচার নকশা পড়ার পর ইচ্ছা আছে  একটা  'Angry bird -এর কলাম' রচনার। 2025 এর কলকাতার কোথা থেকে শুরু করবো ভাবছি তাই। নিউ ইয়ার্স ইভ নাকি শ্রীভূমির পুজো?
  • &/ | 107.77.***.*** | ২১ অক্টোবর ২০২৫ ১৮:৫৭542696
  • ছৌদ্বিতীয়ার  প্রবল  টানে  ভাসেন,  ডোবেন  কবি / কোথায়  বা  সেই  অদ্বিতীয়া , কোথায়  বা  তার  ছবি ?/ তমাল  ডালে  পা  ঝুলিয়ে  বসে  আছেন  ভবি / কেমন  যে  তার  কর্মকার্য  কেমন যে  তার  হবি ?/ সব  ভুলেছেন , ভোলেন নি তো  চৌদ্দ  দফা  দাবী /  সুকুন্তলা  শকুন্তলা , কুন্তলে  তার  চাবি 
  • Manali Moulik | ২১ অক্টোবর ২০২৫ ১৮:৩৬542695
  • অপ্রচলিত , অনপেক্ষ
  • কৌতূহলী | 115.187.***.*** | ২১ অক্টোবর ২০২৫ ১৮:১৩542694
  • সাহিত্যের ওপর ভাল কিছু লিটল ম্যাগাজিন , যা এখন বেরোয় , বেশ কিছুর নাম বলবেন সকলে কাইন্ডলি? তাহলে উপকৃত হব। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত