এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ০১ জুলাই ২০২৫ ০২:০৩539754
  • গদ্য ব্যাপারে আরো আরো মজা হল, যে জীবনানন্দ শেষের দিকে আত্মজীবনী লেখার কথা ভাবছিলেন !
    তাহলে, গদ্যগুলো যা নাকি ওনার আত্মজীবনী, অতএব মূল্য যেন কম, সেসব লেখার পরেও আত্মজীবনী লিখতে হবে ? বোঝাই যস্য, উনি ওনার সমগ্র গদ্যকর্মকে আত্মজীবনী হিসেবে দেখছেন না। আত্মজীবনকে ব্যবহার করেই, তার সাথে গভীর সম্পর্ক রেখেই গল্প - উপন্যাসগুলো লিখছেন । এসব লেখা অবজেক্টিভ নয়, লেখক সর্বজ্ঞ ঈশ্বর নয়, দূর থেকে চরিত্র কাটাছেঁড়া লেখকের কাজ নয়, লেখায় নিজেকে অংশ করে তোলাই লেখকের কাজ ও নিয়তি, গদ্য সম্বন্ধে ধারণাটা ওনার এরকম। এই ধারণা ১৯৫০ র পরে বাংলা লেখায় যত না প্রচলিত, তার আগে নয়, মানিকের প্রথম পর্বের লেখা ধরেও নয়।
  • পাপাঙ্গুল | 171.76.***.*** | ০১ জুলাই ২০২৫ ০২:০৩539753
  • "আগের লেখা বা সম সময়ের লেখা ভেঙে নিজের লেখা তৈরী করা" - এটা মোটামুটি সবাইই করার চেষ্টা করে বলে মনে হয়। শুধু এই দুজন না। এমনিতেও আজকের যুগে কাফকা বা অরওয়েল খুব একটা প্রাসঙ্গিক নন। জেন জি হলে কাফকার অনলিফ্যান্স থাকত। 
  • &/ | 151.14.***.*** | ০১ জুলাই ২০২৫ ০২:০২539752
  • জীবনানন্দের কবিতাগুলো একটা কোন অনন্তস্পর্শী তরঙ্গের মতন বইছে। গভীর দুঃখ, গভীর বিরহও সেখানে 'খুঁজে নেবে অমৃতের হরিণীর ভীড় থেকে ঈপ্সিতেরে তার' মতন হয়ে গেছে। কিন্তু গদ্যগুলো বিরক্তি রাগ আফশোস এইসবে ভরা। একেবারেই পোষায় না।
  • &/ | 151.14.***.*** | ০১ জুলাই ২০২৫ ০১:৫৬539751
  • আর সেই দৌড়োতে দৌড়তে হঠাৎ হোঁচট খেয়েই অদৃশ্য হয়ে গেল একটা লোক--এই গল্প নিয়ে খুব শেয়ার চলছে দেখলাম। অ্যামব্রোস বিয়ার্সের লেখা গল্প। ওঁর কত তম কী যেন চলছে।
    এই লেখকই আর একটি গল্প লেখেন, একটি ছেলে তুষারাবৃত ভূমির উপর দিয়ে চলতে চলতে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। পায়ের ছাপ ওইখান পর্যন্ত গিয়ে শেষ।
    (আরে কী কান্ড দেখুন, 'বিশ্বাস অবিশ্বাসের বাইরে' বলে একটা ধারাবাহিক লেখায় এই কান্ড বাস্তবে ঘটেছিল বলে লিখলেন আমাদের এক লেখক। মানে এই বরফের উপর দিয়ে যেতে যেতে ফটাশ করে অদৃশ্য! সে কতকাল আগের কথা। তখন না নেট, না সোশামিডি, কিচ্ছু নেই। চেক করার উপায় কই? ঃ-) )
  • পাপাঙ্গুল | 171.76.***.*** | ০১ জুলাই ২০২৫ ০১:৫৬539750
  • বলতে চাইছি , একজন লেখকের অন্যরকম লেখার পিছনে লেখকের পারিপার্শ্বিক , পাঠকের প্রতিক্রিয়া অনেক কিছু জটিল নকশা কাজ করে। একদিন সকালে উঠে অন্যরকম লিখতে চাইলেই লেখা যায় না। জীবনানন্দ যদি বুঝতেন তিনি সমসাময়িকদের থেকে একেবারে আলাদা লিখছেন , তাহলে অন্তত কয়েকবার বেনামে ছাপাতে চেষ্টা করতেন। বিশেষত যখন গদ্য লিখলে সহজে টাকা পাওয়া যায়। এরপর দুটো সম্ভাবনা থেকে যায় - হয় উনি এগুলি পারিবারিক সমস্যা প্রকাশ্যে আনার কারণে ছাপাতে চাননি সেজন্য এমনি দিনলিপির মত লিখতেন। আর নাহলে উনি বেনামে ছাপাতে গিয়েও প্রত্যাখ্যাত হয়েছিলেন। কাফকা আমেরিকা লেখার সময় ডিকেন্সের বইগুলি পড়ছিলেন বলে সেটা ডিকন্সট্রাক্ট করার কথা মাথায় এসেছিল মনে হয়। 
  • &/ | 151.14.***.*** | ০১ জুলাই ২০২৫ ০১:৫০539749
  • পার্কে একটা পুতুল হারানো ছোট্টো মেয়ে আর কাফকাকে নিয়ে একটি লেখা ওরে বাবা ঘুরছে তো ঘুরছেই, এখানে শেয়ার, ওখানে শেয়ার। মিষ্টি গল্পটি।
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ০১ জুলাই ২০২৫ ০১:৪৩539748
  • কাফকার ডায়েরিটা আগাপাশতলা পড়ে ফেলুন। ২০২৪ র নতুন একটা অনুবাদ আছে।

    ডস্তয়েভস্কি, ফ্লবেয়ার, স্ট্রীনডবার্গ, হামসুন, এরা কাফ্কার আত্মীয় লেখক, প্রয়োজনীয় মনে করেন নিজের লেখার জন্য। কিন্তু কাফকার লেখায় এদের সহজে খুঁজে পাওয়া যায় ? লুকোন আছে, ঐ আকারে অনেক ছোট অসমাপ্ত লেখাগুলোর মধ্যে। এই কাজটা কনশাসলি করা হয়েছে।

    আগের লেখা বা সম সময়ের লেখা ভেঙে নিজের লেখা তৈরী করা, কাফকা বা জীবাননন্দ দুজনের করেছেন।
  • &/ | 151.14.***.*** | ০১ জুলাই ২০২৫ ০১:৪৩539747
  • চমৎকার। অতি চমৎকার। অনেকদিন পর ভালো জমেছে। চালিয়ে খেলুন মহায়রা।
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ০১ জুলাই ২০২৫ ০১:৩৬539746
  • * নিজের লেখাপত্তর বার করতে পারছেন না

    * তো শরৎ থেকে মানিক
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ০১ জুলাই ২০২৫ ০১:৩৩539745
  • গদ্য ব্যাপারে আরো মজা হল, ১৯৩০ থেকে ১৯৪৮ র মধ্যে দু তিনটে পর্বে জীবনানন্দ যখন গদ্য লিখছেন তখন কিন্তু তিন বাঁড়ুজ্যে প্রতিষ্ঠিত। অতাএব বাংলা গদ্য কী লেখা হচ্ছে, কল্লোল - প্রগতি বন্ধুরা কী লিখছে সেসবও জানা। নিজের লেখাপত্তর হরত করতে পারছেন না কিন্তু বাংলা উপন্যাসের সালতামামি করছেন, অন্তত দুটি বড় প্রবন্ধ আছে, দুটোই ইংরেজীতে, একটি মনে হয় ওয়ালীউল্লাহর সম্পাদিত কাগজে। তো সরত থেকে মানিক, মায় অচিন্ত্য - প্রবোধকুমার সবার উল্লেখ আছে। তারশংকরের বিশেষ স্থানিক অভিজ্ঞতার উল্লেখ করছেন, মানিকের দেখার caustic ভঙ্গীকেও পছন্দ করছেন, ক্রমধঃ সেইসব লেখা দুর্বল হগ্ছে সেও বলছেন। কিন্তু এনাদের লেখায় গল্প বলাটাই যে মুখ্য, সেই কথাটাও বলে দিচ্ছেন। তো বাংলা লেখা যা চলছিল, তার থেকে যে ওনার লেখা সম্পূর্ণ আলাদা, সে কথা যে বুঝতে পারছেন না, তা অলি কী করে ! আরো কিছু পরে, ১৯৫০ র পরে, লেখা ছাপাবার কথা ভেবেছিলেন হয়ত, হয়ত আরো বেঁচে থাকলে, কৃত্তিবাসীদের লেখা বেরোবার পরে করেও উঠতে পারতেন।
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ০১ জুলাই ২০২৫ ০১:১৯539744
  • প্ল্যান করে লেখা নয় - এ কথার কাছাকাছি মনে হয় জীবনানন্দর কবিতা সম্বন্ধে যা তখন ভাবা হর, যে উনি স্বভাব কবি ! বিশ্নু দে পরে ওনার কবিতার কাটাকুটি দেখে বলেছিলেন, সে কি উনি তো আমাদের মত করেই কবিতা লেখেন ! শব্দ খুঁজতে হত, প্রথমে ইংরেজী শব্দ অসিলে চলে যেতেন, পরে বাংলা শব্দ পেতেন, একাধিক খসড়া থেকে ফাইনাল কবিতাটি খাড়া করতে । যেন ব্রিকোলাজ, আধুনিকতার যা লক্ষণ ! বড় কবিতাগুলোতে এই ডিসজয়েন্ট ব্যাপারটা ছড়িয়ে আছে।

    প্ল্যান করে করেননি, কথাটার ক্রিটিসিজম গদ্যের দিক দিয়ে করা যায়। এখনও অনেকের মনে করে, লেখকরাও, সুনীল - মতি নন্দীরা তো বলেইছিলেন যে জীবনানন্দ গল্প লিখতে পারতেন না ! অথবা বলা হয়েছে, ওসব তো ওনার নষ্ট দাম্পত্যর গাদ বিশেষ। তো বাংলা সাহিত্যের ছক মেলানো, গপ্প থেকে, ধরুন ঐ গফুর মিঞ্যার গল্প থেকে ওনার গদ্য আলাদা বা দাম্পত্যর কোন সমস্যা থেকেই মাল্যবান লেখা যায় না। এসব তো জেনে বুঝে করা।
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ০১ জুলাই ২০২৫ ০১:০৮539743
  • কাফকার ক্ষেত্রেও ব্যাপার আছে। আমেরিকা উপন্যাসটি, সেটি কাফকার কাছে ডিকেন্সের লেখার , আজকে যা বলা হয়, সেই ডিকন্সট্র্রাক্শন ! ডিকেন্সে যদি চরিত্ররা মার খেতে খেতে কিছু একটা করে ওঠে, বড় হয়, কাফকায়, কারা রসমান নিউ ইয়র্কে নামার সময়ে স্ট্যাচু অফ লিবার্টির হাতে মশালের বদলে তরোয়াল দেখতে পায়, জাহাজ ঘাটায় ভিড় জমানো ইমিগ্রান্টদের ওপরে যা নেমে আসবে যেন (আজ যেমন হচ্ছে আর কী !)। তারপর থেকে আমেরিকার গোলক্ধাঁধাঁয় কার্ল রসমানের জড়িয়ে পড়া, শেষে কোন রকমে কিছু একটা পাওয়া । একই সাথে ডিকেন্সিয় উপন্যাসের আর আমেরিকার মিথকে উল্টে দেওয়া।

    এসবের তুলনায় সোশালিস্ট রিয়ালিজম আর গর্কি ইত্যাদি, কতই না সরল।
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ০১ জুলাই ২০২৫ ০১:০০539742
  • নিশ্চয় প্ল্যান করেই লেখা। জীবনানন্দর ডায়েরি পড়ুন, ১৯২৯ - ৩০ র, অন্যরা উপন্যাস লিখে যা করে আমি কবিতায় তা করব ! এ যদি উচ্চাশা না হয়, প্ল্যান না হয় তাহলে কী ? তারপর ঝরা পালক বইটাই পড়ুন, মৃত্যু আগে বা নির্জন স্বাক্ষর ! আরো কিছুদিন পরে, গদ্য নিয়ে যখন মন্তব্য, সেখানেও উপন্যাসের ক্ষেত্রে ডস্তয়েভ্স্কির কথা উল্লেখ করছেন অথবা উপন্যাসকে অটোবায়োগ্রাফির সম্প্রসারণ হিসেবে দেখছেন ! তো এইগুলোকেই উচ্চাশা বলেছি, কবিতা বা গদ্য, বাংলা লেখার জগতে। ওরকম করে কেউ ভাবছে না। পরে মহাকবিতার কথা যখন ভেবেছেন তখন আবার মাথার ভেতরে দান্তে ইত্যাদি, কবিতায় সেসবের ছাপ ! হ্যাঁ, কনফিডেন্সের অভাব বলা হয়, কবিতা লিখে যা গালি খেয়েছেন, গদ্য আর বার করতে পারেন নি হয়ত।
  • পাপাঙ্গুল | 171.76.***.*** | ০১ জুলাই ২০২৫ ০০:৪৭539741
  • কাফকা বা জীবনানন্দ বেসিকালি ইন্ট্রোভার্ট ছিলেন। তার ওপর ব্যক্তিগত নানা সমস্যার কারণে তাদের আত্মবিশ্বাস পুরোটাই ঘেঁটে গেছিল। "আগে যা কেউ লেখেনি" সেটা প্ল্যান করে লিখেছিলেন বলে মনে হয়না। মানিক ও রকম নন , রাজনৈতিক ক্যাডার ছিলেন। পাঠককে এপ্রোচ করতে ভয় পাননি।
  • r2h | 134.238.***.*** | ০১ জুলাই ২০২৫ ০০:৩৩539740
  • রিলেট করা নিয়ে (বোধয়) এই প্রশ্নটা আমারও।
    রিলেট কী করে করে? আমি চিরকাল শহর বা শরতলীতে বড় হয়েছি, নিশ্চিন্দিপুর বা লবটুলিয়া বইহার সবই কল্পনার বিষয়। রিখটার্সভেল্ড পর্বতও যেমন।

    আর ঐ দূর, কল্পনার সীমা বাড়িয়ে দেওয়া, ঐ হয়তো আসল জিনিস ছিল।

    তবে তর্কটা শুরু হয়েছিল অন্য জায়গা থেকে - আমিনা মহেশ পড়েছে কিনা বা কপিলা পদ্মা নদীর মাঝি পড়েছে কিনা। ব্যাপারটা স্পষ্টত রেটরিক কারন এঁরা কাল্পনিক ও অতীত, তাই
    এইটাকে আমি এমনভাবে অনুবাদ করেছিলাম নিজের কাছে - যে সুবিধাবঞ্চিত সমাজ নিয়ে মহান সাহিত্য হয়, সেই সমাজের লোকেরা সেই সাহিত্যের রসাস্বাদন করেন (বা করতে পারেন) কিনা।
    আমার মতে, আজকের যুগে সেটা করার সুযোগ আছে, আগে ছিল না। কিন্তু সুযোগ আছে মানেই করেন তাও না, কারন সাহিত্যের রসাস্বাদন করার কতগুলি প্রিকন্ডিশন আছে। অনেক সময়ই যেমন ধ্রুপদী সঙ্গীত, আধুনিক চিত্রকলা - ইত্যাদির ক্ষেত্রেও আছে।

    এমনিতে মোটামুটি সবার সঙ্গেই দেখছি আমি একমত!
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ০১ জুলাই ২০২৫ ০০:১২539739
  • দেখুন, পথের পাঁচালী পড়ে যদি আজকের দিনের কোন গ্রামের ছেলে রিলেট করতে পারে, তার মানে দেশ এগোয়নি! বিধানবাবু মনে হয় সে সময়ে এটা বুঝতে পেরেছিলেন, তাই সিনেমার শেষে গভঃ এর বিজ্ঞাপন গুঁজে দিতে বলেছিলেন।

    আরণ্যক - ও সেরকমই, কিন্তু এই বইটা তো মহাগ্রন্থ বিশেষ, এটা মনে হয় থাকবে, এ দেশের কনটেকস্টে, প্রগতি ক্রিটিসিজম হিসেবে থাকবে ! কিন্তু এই বইয়ের ভূগোলকে কোথাও খুঁজে পাবেন না, সুনীল গাংগুলী একবার চেষ্টা করেছিলেন, খুঁজে পাননি। কারণ বইটার ভূগোল আর বাস্তবের ভূগোল এক নয়। বিভূতিবাবু এখানকার জঙ্গল ওখানে সরিয়েছিলেন, এখানকার পাহাড় ওখানে। ঠিকই করেছিলেন, উপন্যাস লিখছিলেন, রিপোর্টাজ নয়। করেছিলেন বলেই বইটা থাকবে, বিভিন্ন জায়গার মানুষ বইটার সঙ্গে রিলেট করতে পারবে।
     
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ৩০ জুন ২০২৫ ২৩:৫৯539738
  • কাফকা বা জীবনানন্দ দুইজনাই নিজেদের লেখা অল্প একটু লঘু করতে পারলে তাদের বন্ধুবান্ধবদের মত অনেক লেখা এবং নানা ধরণের লেখা লিখতে পারতেন। ম্যাক্স ব্রড যেমন, কাফকার বন্ধু, ঢের লিখেছেন, বিখ্যাতও। কাফকার সামনেই মডেল ছিল ! জীবনানন্দেরও তাই, বুদ্ধদেব বা অচিন্ত্য, ডাইনে বাঁয়ে লিখছেন, ভাল - খারাপ লিখছেন, রোজগারের জন্যও লিখছেন। মডেল এখানেও আছে।

    কিন্তু দুইজনাই 'বিখ্যাত' হতে চান, উচ্চাশী, আগে যা কেউ লেখেনি সেই লেখা লিখে 'বিখ্যাত' হওয়ার উচ্চাশী ! প্রথমদিকের মানিকও তাই, অন্য লেখা লিখে ফাটিয়ে দেব ধরণের। কিন্তু ক্রমশ নিজের প্রতিভার কাছে বিশ্বস্ত থাকতে পারেননি। লেখার জন্য প্রায় শহীদ হয়েছেন মানিক, লেখার জগতটা কীরকম বুঝে গেছিলেন, কিন্তু ওনার থেকে ঢের শহীদ অন্য দুজন। কারণ তাদের 'বিখ্যাত' হওয়ার ইচ্ছে আরো বেশী।
  • kk | 172.56.***.*** | ৩০ জুন ২০২৫ ২৩:৫১539737
  • ধুৎ লিখতে গেলাম <>এর সাথে একমত হচ্ছি।  তা <> চিহ্নটা এলো`ই না! 
  • kk | 172.56.***.*** | ৩০ জুন ২০২৫ ২৩:৫০539736
  • এর অনেক গুলো কথার সাথেই বেশ সহমত হচ্ছি যা দেখছি। এই আলোচনাটা খুব ভালো লাগছে।
  • পাপাঙ্গুল | 171.76.***.*** | ৩০ জুন ২০২৫ ২৩:৪৯539735
  • পিয়ার প্রেশার ঠিক না, গাইডেন্সের অভাব। সে হয়ত জানেই না পিডিএফ ওভাবে পড়া যায়, কেউ তাকে জানায়নি। এই যে সরকারী টাকায় ট্যাব দেওয়া হয়, তারপর ট্যাবে কি করা হবে, সেটা মনে হয় না ক্লাসে শেখানো হয়। কাজেই সে চারপাশে অন্যদের যা করতে দেখছে সেটাই করছে।
  • aranya | 2601:84:4600:5410:b1c4:c111:8906:***:*** | ৩০ জুন ২০২৫ ২৩:৩৮539734
  • ভাল পর্যবেক্ষণ @রমিত 
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ৩০ জুন ২০২৫ ২৩:৩৫539733
  • আর লোকজন তো সেই শরৎবাবু আর তিন বাঁড়ুজ্যে থেকে একটু এগোতে পারে। ঘুরে ফিরে সেই এরা আর নয় সুনীল- শীর্ষেন্দু ! প্রশংসা, নিন্দা বা আলোচনা, সবই এই এদের নিয়ে। আর কেউ কি লেখক নেই নাকি ?
  • রমিত চট্টোপাধ্যায় | ৩০ জুন ২০২৫ ২৩:৩৩539732
  • আমার মনে হয় গ্রামের দিকে বা তথাকথিত নিম্নবিত্ত পরিবারের নতুন জেনারেশনের মধ্যে ওভার অল বই পড়া বেশ কম। কারণ প্রথমত বই পড়ার কালচর তৈরি হয়নি সেভাবে তার মধ্যে, সে হয়তো প্রথম প্রজন্মের পড়ুয়া। দ্বিতীয়ত বই কেনার উদ্বৃত্ত অর্থের প্রয়োজন। বই পড়ার উদ্বৃত্ত সময়ের প্রয়োজন। গ্রামে অনেক বাচ্চার কাছেই স্মার্টফোন আছে এখন, ইচ্ছা করলে পিডিএফ পড়তে পারে। কিন্তু তাদের মূল বিনোদন পাবজি আর ফেবু রিল। এটা যে সে নিজে থেকে করছে তা নয়, পিয়ার প্রেশার। তার আশেপাশের বেশির ভাগ বাচ্চা এটাই করছে। আমেরিকায় যেমন বাচ্চার আইফোন না থাকলে স্কুলে বুলি করে সেরকম। সোশ্যাল গ্রুপে নেবে না। বই পড়া ব্যাপারটা আনকুল তাদের কাছে।  
     
    তাহলে শহরের নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত নতুন প্রজন্ম কি পড়ছে? তারা বইয়ের কাছে আসছে অডিও স্টোরি শুনে। তাই তারা কেনার সময় বা পড়ার সময় পড়ছেও রহস্য রোমাঞ্চ। সূক্ষ্ম অনুভূতির সময় নেই। তাড়াতাড়ি ঝাল ঝাল গরমাগরম কিছু দরকার। বিভূতিভূষণ কি পড়েনি? চাঁদের পাহাড় পড়েছে, তারানাথ তান্ত্রিক হটকেক। অন্য গুলো তেমন নয়। পথের পাঁচালি, আরণ্যক এর নাম শোনা আছে, পড়তে তারা ততটা আগ্রহী নয়। এরাই বাংলা বইয়ের বাজারের একটা বড় অংশকে টিকিয়ে রেখেছে।
     
    তবে এরাই চার পাঁচ বছর ভুত, গোয়েন্দা, থ্রিলার, তন্ত্র এসব পড়ার পর কেউ কেউ পাঠক হিসেবে একটু ম্যাচিওর হচ্ছে, ভালো বই খুঁজতে, চিনতে, পড়তে শিখছে। আবার অনেকে সেইসব বইয়ের বৃত্ত থেকে বেরোতে পারছে না। এটা মনে রাখতে হবে চিরকালই বেশিরভাগ পাঠক পপুলার সাহিত্যই পড়েছে। মননশীল সাহিত্য পড়ার লোক সবসময়ই কম ছিল। তাই হা হুতাশ এর কোনো কারণ নেই।
     
    যাদের কথা বললাম, তারা হয়তো আমার নিজস্ব বৃত্ত নয়, তবু কিছুটা পর্যবেক্ষণ। 
  • . | ৩০ জুন ২০২৫ ২৩:৩০539731
  • যখন হব বাবার মতো বড়ো।
     
     
    এই হচ্ছে অবস্থা। 
    আমরা মনে করি সব থেমে থাকবে, এগোবো শুধু আমি।
    এই ছেলেমানুষীর থেকেই আমাদের না দেখা জগতের জন‍্য কাল্পনিক সেট তৈরি করি। 
     
    আজকের ছেলেপুলেরা বিভূতিভূষণ পড়ছে কি পড়ছে না, তাতে কিচ্ছু এসে যায় না। যদি না ও পড়ে নানান কারণে, তাতে কি যারা পড়ছে তাদের থেকে নিকৃষ্ট তারা? হিসেব অত সোজা?
  • পাপাঙ্গুল | 171.76.***.*** | ৩০ জুন ২০২৫ ২৩:২৩539730
  • কাফকা বা জীবনানন্দ নিজেদের লেখাগুলি প্রকাশ হোক চাননি। কিন্তু প্রকাশ না পেলে কি আর এত বিখ্যাত হতে পারতেন ?
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ৩০ জুন ২০২৫ ২৩:১৯539729
  • এলসিএম প্রশ্নগুলো এআইকে করে দেখতে পারে !
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ৩০ জুন ২০২৫ ২৩:০২539728
  • নিজের কাছে। নিজের বোধ - বুদ্ধির কাছে। কাফকা বা জীবনানন্দ যেমনভাবে নিজেদের কাছে প্রাণান্তকরভাবে সৎ !
  • :) | 103.244.***.*** | ৩০ জুন ২০২৫ ২৩:০২539727
  • ৫০ বছর আগের নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের শিশুকিশোরদের পাঠবিশ্ব সম্পর্কে আপনার ধারণা যেটুকু বা রয়েছে চেনাবৃত্তের স্যাম্পেল সেট অনুযায়ী বর্তমান নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শিশুকিশোরদের পাঠবিশ্ব সম্পর্কে সেটুকু ধারণা সম্ভবত আর আপনার নেই। 
    বর্তমান উচ্চবিত্ত, এন আর আই, একাধিক ফ্ল্যাট বাড়ি গাড়ির মালিক ইংরেজি মাধ্যমে শিক্ষিত বিত্তকাঠামোর শিশুকিশোরদের পাঠবিশ্ব সম্পর্কে আপনার ধারণা নিশ্চয় রয়েছে, কিন্তু ৫০ বছর আগেকার সেই বিত্তকাঠামোর শিশুকিশোরদের পাঠবিশ্ব সম্পর্কে সম্ভবত আপনার বিশেষ ধারণা নেই। 
    সম্ভবত।
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ৩০ জুন ২০২৫ ২৩:০১539726
  • আদি প্রশ্নটা মনে হয় এটা যে গরীব মানুষ, অশিক্ষিত বা নিরক্ষর মানুষ, কোন রকমে বেঁচে থাকা মানুষকে নিয়ে গল্প কে লিখতে পারে ? 
     
    অবশ্যই, শিক্ষিত ও যাদের উপায় আছে, তারাই পারবে। বাস্তবের চরিত্ররা তো তাদের দৈনন্দিন নিয়েই ব্যতিবস্ত !

    লেখা আর বাস্তব তো দুটো আলাদা বস্তু। বাস্তবের চরিত্রদের গল্পের পাতায় হুবহু খুঁজে না পাওয়াই তো শিল্প।
  • পাপাঙ্গুল | 171.76.***.*** | ৩০ জুন ২০২৫ ২২:৫৯539725
  • "কথা হল, লেখকরা কি সৎ ?" -  কোশ্নো হল, কার কাছে সৎ? নিজের কাছে না পাঠকের কাছে?  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত