এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১১ মে ২০২৫ ১৩:১৯538078
  • এক বঙ্গসন্তানের রবীন্দ্রনাথ নিয়ে এলার্জি হয়েছে।
    উনি হিন্দি বলয়ের কুৎসা ফরওয়ার্ড করেন।
    আজকে দেখছি পাগলের অব্যর্থ ঔষধ, গোত্রের কোম্পানির ভেজিটেবল সাবান এসবের বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং এক লাইন প্রশংসা।
     
    প্রমেয়: রবীন্দ্রনাথ লোভী ছিলেন।  টাকার লোভে শস্তা বিজ্ঞাপন করতেন। 
     
    এ বিযয়ে কারও কাছে কোন তথ্য আছে?
     
  • PRABIRJIT SARKAR | ১১ মে ২০২৫ ১২:৩৮538077
  • @ এম পি  আমিও ৯১১ ইনসাইডার জব বলে মনে করি। কনসপিরেসি তত্বে কিঞ্চিৎ বিশ্বাস রাখি। ওসামা তো সি আইয়ের লোকই ছিল। এমন কি সাদাম ও। প্রয়োজনে কাজে লাগিয়ে ছুঁড়ে ফেলা হয়েছিল। ওসামার যদি পাবলিক ট্রায়াল হত সব ফাঁস হয়ে যেত। তাই পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে মেরে সমুদ্রে ডেড বডি ফেলে দিল।
     
    মোদির আমলে পুলওয়ামা আর পহেলগাঁও সিকুরিটি ল্যাপস হয়তো ইচ্ছাকৃত। যেমন ইসরাইলের ৭অক্টোবর ও ওরকম কিছু।
  • MP | 2409:4060:eb1:45af::5708:***:*** | ১১ মে ২০২৫ ১২:০০538076
  • @প্রবীরজিৎ , ৯১১ আদৌ ওসামার কীর্তি নাকি আম্রিকি জায়নবাদী ডিপ স্টেট মিলিটারী ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ফলস ফ্ল্যাগ অপারেশন সেনিয়ে অনেক মত আছে খোদ আম্রিকার মধ্যেই l অনেকে  এগুলোকে  কন্সপিরেসি  থিওরি বলে কিন্তু  কিছু আগুন  না  হলে  এতো ধোঁয়া কিসে আসে  ? ওসামার  লাশ কেউই তো কখনো দেখেনি , আমি  তো এটাও  শুনেছি যে ৯১১ এর অনেক আগেই পাকিস্তানের এক  ছোট্ট অজ্ঞাত শহরেই  কিডনির  অসুখে  ভুগে ওসামার  মৃত্যু হয় ! এটা সত্যি  না কন্সপিরেসি  বলতে  পারবোনা !
  • PRABIRJIT SARKAR | ১১ মে ২০২৫ ১১:৫২538075
  • @অরিন ট্রাম্পের ভূমিকা ভারত বা পাকিস্তান কেউ স্বীকার করুক বা না করুক ক্রেডিট ট্রাম্প নিচ্ছে। ওদিকে গাজা ইসরাইল নিয়ে নিচ্ছে ট্রাম্প ওখানে হোটেল না কী বানাচ্ছে। ওখানকার বাসিন্দারা হয়তো ওই হোটেলে কাজ পাবে। ওরা যদি মেনে নেয় তাহলেও ট্রাম্পের ক্রেডিট। তবে ওর ব্যক্তি হিসাবে যা দুর্নাম তাতে ওর নাম বিবেচনায় এলেই বহু লোকে ছি ছি করবে। তাই পাবে না বলেই মনে হয়।
  • . | ১১ মে ২০২৫ ১০:১৬538074
  • পোস্ট না ওড়ালেই ঠিক হতো। ওদের মালিক/মালকিন ঠিকমতো পেমেন্ট করছে না। পোস্ট পিছু বেশি দেবো আমি। পার পোস্ট দশ টাকা। মাসের শেষে এসে বলুক কটা ট্রোল পেস্ট করেছে, আমি হিসেব করে টাকা দেব এবং কিছু বকশিস।
  • &/ | 107.77.***.*** | ১১ মে ২০২৫ ০৯:১০538073
  • আমি গুরুচণ্ডালিই  দেখছি  প্রধানত  আর মাঝে সাঝে  আনন্দবাজার । আর ফেবু 
  • PRABIRJIT SARKAR | ১১ মে ২০২৫ ০৭:৩১538072
  • যুদ্ধ বিরতি হয়েছে এটা বড় কথা। মাঝে মাঝে টেররিস্টরা নিরীহ মানুষ মারবে। বহু বছর ধরে চলছে।সে সব বন্ধ করার জন্য দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা দরকার। ইউ এস এ তে ৯১১ এর পর আর ঘটেছে বলে আমার জানা নেই। ইউ এস এর নেতৃত্বে ন্যাটো আফগানিস্তান আক্রমণ করেছিল। ওসামা কে দায়ী করে ধরতে চেষ্টা করেছিল। ধরে মেরে ফেলেছিল অনেক বছর পরে। তার জন্য কি বন্ধ হয়েছিল? না। কি করে বন্ধ হয়েছিল স্টাডি করা দরকার।
     
    ভারত পাকিস্তান তুল্য মূল্য শক্তি। যুদ্ধে পরমানু শক্তিধর পাকিস্তান কে নতজানু করা সম্ভব হত না। তুরস্ক চীন এমনকি ইউ এস এ ওদের বাঁচাবার জন্য আসত। হয়তো তাই হয়েছে।
    তাই পোস্ট ফ্যাক্টো যুদ্ধ করতে যাওয়া ভুল হয়েছে। ভাতে মারা বালুচদের আরো সাহায্য করাই ঠিক ছিল।
  • অরিন | 2404:4404:4405:700:4dc:4df5:c0a5:***:*** | ১১ মে ২০২৫ ০৫:৫৪538071
  • অভয় মল্লিক মশাই, আপনার meditation neuroscience নিয়ে উৎস্যহ আছে জেনে ভালো লাগল । সময় সুযোগ হলে লিখব নিশ্চয়ই। তবে আকুপাংকচার নিয়ে আমি কিছু জানি না, আমার কোনো উৎসাহ নেই, আপনি বরং লিখুন না। আমরা পড়ি। 
  • অভয় মল্লিক | 51.159.***.*** | ১১ মে ২০২৫ ০৪:১৩538070
  • অরিন বাবু, আপনার ধ্যান ও স্নায়ুবিজ্ঞান লেখাটা কমপ্লিট করবেন না? আচ্ছা আকুপাংচার নিয়ে আধুনিক বিজ্ঞানের আলোকে কিরকোম চর্চা হচ্ছে যদি একটু বলেন।
  • আরে বাবা | 47.32.***.*** | ১১ মে ২০২৫ ০২:৪৭538069
  • আরে বাবা, গ্যালোজ হিউমার কথাটা শোনেননি না কি? প্রাত্যহিক বাস্তবতা যখন একইসঙ্গে এতো অ্যাব্সার্ড এবং বিপজ্জনক, তখন মজা না পেয়ে উপায়ই বা কী?
  • অরিন | 2404:4404:4405:700:5cab:fe85:c94a:***:*** | ১১ মে ২০২৫ ০২:৩৪538068
  • "আমার সবচেয়ে মজার লাগছে - যে ঘটনা থেকে এই ছায়া বা ছায়া-নয় যুদ্ধের সূত্রপাত, আমরা কোনো আত্মসমালোচনা, আত্মসমীক্ষার দিকে না গিয়ে হাতে তুলসী পাতা নিয়ে যে যে দিচ্ছে গিলে যাচ্ছি…."
     
    "মজার" কি মশাই? একে আতঙ্কজনক বললেও কম বলা হয়। 
    যাকগে, আপাতত বিরতি হয়েছে, এইটাই স্বস্তির, যদিও পহেলগামের আততায়ীরা আজও অধরা রয়ে গেল। 
  • Subrata Ghosh Roy | ১১ মে ২০২৫ ০২:১২538067
  • প্রথমে পোস্টার
    তারপর সেই পোস্টারে নেতাদের ছবি
    তারপর সেই পোস্টারে ট্রেডমার্ক বিক্রির প্রেক্ষাপট…  তারপর এক পক্ষের আব্বুলিস,  এক অফিসার নাকি ভুল করে অ‍্যাপ্লাই করে ফেলেছে… মরে যাই! অফিসারের ঘাড় ও মাথাটা দেখতে ইচ্ছে হয়…গোটাটাই বেশ গুছিয়ে করা … এবং একটু বেশিই গুছিয়ে বলা নয় তো?

    এই অতর্কিত হামলা নিয়ে পড়শি বা পড়শি নয় কোন কোন দেশ সাবাশি দিল?
    এই অতর্কিত হামলায় যারা মারা গেল তারাই কি পহেলগাঁও ঘটনার জন‍্য দায়ি? এই ব্যাপারে আমরা কি নিশ্চিত? নাকি মারল এ বি সি ডি - মরলো ই এফ জি এইচ?

    যারা মারা গেল তারা কি সত্যি জঙ্গি? না বলা হচ্ছে জঙ্গি? যদি সত্যি জঙ্গি হয়, তবে এতদিন আমরা কেন ঘুমোচ্ছিলাম? 

    যুদ্ধ কি দেশের সঙ্গে দেশের হচ্ছে? না সরকারের সঙ্গে সরকারের? স্পনসরশিপে কতদিনের জন‍্য কোন শিল্পপতিরা নেপথ‍্যে আছেন?  তাদের তো শেয়ার মার্কেট ক‍্যালকুলেশন থাকবে …দর্শক কারা? তারা কোথায় বসেছেন? অস্থিরতা তো দুটো দেশ জুড়ে? মারা যাচ্ছে যারা তারা কি শুধুই জঙ্গি? না সাধারণ মানুষ? এর কী পরিণতি? উদোর পিন্ডি বুধোর ঘাড়ে না গেলেই মঙ্গল…. সাধারণ মানুষের জীবন, জীবিকা, রক্ত নিয়ে সামগ্রিক ছিনিমিনি খেলা কবে বন্ধ হবে?

    আমার সবচেয়ে মজার লাগছে - যে ঘটনা থেকে এই ছায়া বা ছায়া-নয় যুদ্ধের সূত্রপাত, আমরা কোনো আত্মসমালোচনা, আত্মসমীক্ষার দিকে না গিয়ে হাতে তুলসী পাতা নিয়ে যে যে দিচ্ছে গিলে যাচ্ছি….

    কে মাছ, কী মাছ, কার বড়শি, কাদের জাল, কার টোপ, ক’জনের চার, কার পুকুর এসব ভাবতে ভুলে গেছি! আমাদের মান সম্মান কিছু মানুষের হাতের তাস, আমরা পুতুল না হয়েও পুতুল, গোটাটাই মাদারির খেলা হচ্ছে ….
  • অরিন | 2404:4404:4405:700:5cab:fe85:c94a:***:*** | ১১ মে ২০২৫ ০২:০৮538066
  • প্রবীরজিৎ, 
    "
    • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি জানাচ্চি। আগের টার্মে  নর্থ কোরিয়ার পাগলা লোকটাকে শান্ত করেছিল।

    "Rather significantly, (Marco Rubio) he not only announced an “immediate ceasefire’, but also said that both governments had agreed “to start talks on a broad set of issues at a neutral site”. The announcement aligned with language used in the State Department spokesperson’s readouts of calls of Rubio with Indian and Pakistani foreign ministers earlier in the day where he “offered US assistance in starting constructive talks in order to avoid future conflicts”.
    However, Indian government sources quickly pushed back, telling reporters there was “no decision to hold talks on any other issue at any other place.” Any suggestion of talks would mark a significant shift from India’s long-standing position that “terror and talks can’t go hand in hand.”
    It would mark a major shift in India’s position if it agreed to talks with Pakistan, given its long-standing stance that “terror and talks can’t go hand in hand.” India has also consistently rejected third-party mediation, viewing the dispute as a bilateral issue under the 1972 Simla Agreement. As a result, any reference to mediation remains a sensitive matter for New Delhi.
    India gave no credit to the United States for ‘brokering’ the agreement, with official sources insisting it was “worked out directly between the two countries.” In its public statement, New Delhi also avoided using the word ‘ceasefire’, opting instead for the phrasing “stoppage of firing and military action.” Officials stated that it was a bilateral “understanding”, not a ceasefire agreement.”
     
     
    ভারতের তরফে আমেরিকার ভূমিকার কোন স্বীকৃতি আছে বলে মনে হচ্ছে না তো।  
     
  • আত্ম দীপো ভব | 2409:40e1:405a:157b:b8ac:2eff:fe19:***:*** | ১১ মে ২০২৫ ০০:৫৩538065
  • ১০ মে ২০২৫ ২০:৫৪ পোস্ট টা আলফাল গার্বেজ পোস্ট হয়ে গেছে। আন্তরিক দুঃখিত। গুরু, জঞ্জাল পোস্টটি সাফ করে দিও।
  • kk | 172.58.***.*** | ১১ মে ২০২৫ ০০:৩৩538063
  • অ্যান্ডর,
    তোমার পোস্টটা পড়ে বসে খানিক ক্ষণ ভাবলাম। গত সাত-আট বছরে আমি প্রচুর বদলে গেছি। নিজে খুব ভালো করে বুঝতে পারি তো বটেই, আশেপাশের মানুষরাও হয়তো বুঝতে পারেন। আমার স্মৃতিশক্তি বেশ ভালো। কাজেই আগের মানুষটাকে খুব ভালো করেই মনে আছে। কিন্তু এখন দেখি সেই মানুষটা ঐ স্মৃতির বাইরে আর এক্সিস্ট করেনা। স্পষ্ট মনে আছে কোনো সময় একটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে ভেবেছিলাম "এই রকম ভাবে ভাবা আমার পক্ষে কোনোদিন সম্ভব হবেনা" কিম্বা " আমি তো এই রকম, এর বাইরে আমার আর আছে কী?" কিন্তু আজ দেখি যেটা কোনোদিন সম্ভব হবেনা ভাবতাম সেটাই আমার ভাবার রীতি হয়ে দাঁড়িয়েছে। কিম্বা নিজেকে যেরকম ভাবতাম আজকের আমি আদৌ আর সেরকম নেই। যে জিনিষ গুলো তখন আমার কাছে ইম্পর্ট্যান্ট ছিলো, এখন সেগুলোর আর কোনো দামই নেই। তুমি যেমন বলেছো, ঐ মানুষটা কি সত্যিই আর কোথাও নেই? হয়তো আছে, কিন্তু সে আর ডমিন্যান্ট নেই। আমরা তো আসলেই একাধিক মানুষ। তাদের মধ্যে কখন কে জেগে থাকে, কখন কে ঘুমিয়ে থাকে! তুমি কি ইন্টার্নাল ফ্যামিলি সিস্টেম বা পার্ট-ওয়র্ক এই কনসেপ্টগুলোর সাথে পরিচিত? তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবে আমি কী বলতে চাইছি।
  • জয় | ১০ মে ২০২৫ ২৩:৫৫538062
  • ১০ মে ২০২৫ ২০:৫৪ মন্তব্য ভালো লাগে নি। রুচির দিক থেকে  আগের মুছে দেওয়া অনেক পোস্টের লেভেল লাগল। 
  • &/ | 107.77.***.*** | ১০ মে ২০২৫ ২৩:৩৯538061
  • প্রশ্ন করেই ফুড়ুৎ , উত্তর সব  উড়ে বেড়ায় আর পুরোনো সুমনের মতন গান  গায় , 'উত্তর আসবে না তুমি আসবেই আমি জানি', মানুষ কত বদলে যেন অন্য মানুষ হয়ে যায় . কিন্তু সেটা কি বাইরে শুধু ? লোকটার নিজের স্মৃতি কি তাঁকে আগের মানুষটাকে দেখায় না ? সে কি ভেতরে ভেতরে ভেতরে পুরোনো সেই  লোক না ? 
  • kk | 172.58.***.*** | ১০ মে ২০২৫ ২২:০২538059
  • এই যে ব্রতীন,
    তোমার খবর ভালো তো? ভাই তুমি প্রশ্ন করে পালিয়ে যাও। উত্তর দেখার সময় কি আর আসো? আবার অনেক দিন পরে যখন আসো, সে উত্তর তো তখন ভাটের ভিড়ে হারিয়ে হ :-)
  • ক্কি দিনকাল! | 107.77.***.*** | ১০ মে ২০২৫ ২১:১৮538058
  • ট্রোলরা ট্রোলদের ইগনোর করছেন আজকাল?
  • kc | 2409:4088:9118:ca16:5963:e99c:35:***:*** | ১০ মে ২০২৫ ২১:০০538057
  • ব্রতীন, বিন্দাস আছি।
  • @১০ মে ২০২৫ ২০:৫৪ | 117.238.***.*** | ১০ মে ২০২৫ ২০:৫৬538056
  • এই লেভেলে মন্তব্য না করলেই ভালো। 
  • . | ১০ মে ২০২৫ ২০:৫৩538054
  • এবিপি আনন্দ বলছে পাকিস্তান সীজফায়ার ভায়োলেট করেছে — এটা ফেক নিউজ কি না জানি না। ডিসক্লেইমার দিয়ে গেলাম। পাকিস্তান সিমপ‍্যাথাইজার এবং ট্রোলদের ইগনোর করছি। 
  • আরে মশাই | 47.32.***.*** | ১০ মে ২০২৫ ২০:৪৬538053
  • @ হায় হায় ১০ মে ২০২৫ ১৯:৪২,

    ডটবাবুর স্বভাব এরকমই, চাট্টি গা গরম করা ফেক নিউজ ছড়াবেন, হাবিজাবি বকে নিজের মনের হিংস্রতা আর বিদ্বেষ উগরোবেন খানিক, তারপরে পরিস্থিতি বুঝে নিজের থুথু নিজেকে চাটতে হবার আশঙ্কা দেখলে দু-একদিন ঘাপটি মেরে থাকবেন, পরে আবার এসে যেন কিছুই হয়নি এমন ভাব দেখাবেন। বেসিকালি একজন ট্রোল।
     
  • b | 117.238.***.*** | ১০ মে ২০২৫ ২০:৪৪538052
  • @ ব্রতীন , ঠিকই আছি । একেবারে স্ট্যান্ডার্ড নর্মাল জীবন । 
  • . | ১০ মে ২০২৫ ২০:৪৪538051
  • এরা সরাসরি এবিপি আনন্দকে বলবার দম রাখে না। ঐ সুমন দের অনুষঠানে যেমন বলেছে লিখে দিয়েছি। ভালো বা মন্দ বলে কোনো রিমার্ক করি নি। তবে অবশ্যই আমি ভারতবিরোধী নই। পাকিস্তানের প্রচুর বন্ধু এবং প্রতিবেশী আমার বরাবর ছিল আছে। সেই নিয়ে এই বাজারে বিজ্ঞাপন দেবার দরকার মনে করি না। ভালো মন্দ সব রকম মানুষই থাকে সব সমাজে। কোনও দেশই ব‍্যতিক্রম নয়।
    আমি ঐ নিউজের পরদিনই সরাসরি এবিপি আনন্দের চ‍্যানেলে কমেন্ট করে প্রশ্ন রেখেছি ফেক নিউজ কেন প্রচার করা হচ্ছে পয়েন্ট ধরে ধরে। 
    যাইহোক এটা পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে তিনোদের দুঃখ জাস্ট চোখে দেখা যাচ্ছে না।
  • PRABIRJIT SARKAR | ১০ মে ২০২৫ ২০:৩২538050
  • আরে বাল যা খবর পেতাম তার উপর লিখতাম। খবর পাল্টালে লেখাও পাল্টাবে। কোথাও যুদ্ধের উস্কানি দিয়েছি বলে মনে পড়ে না। বালুচ রা স্বাধীন হবে আজ হোক কাল হোক। এই যুদ্ধে হলে ভাল লাগত। জিন্নার পাপের প্রায়শ্চিত্ত হত।
  • . | ১০ মে ২০২৫ ২০:২৬538049
  • এবিপি আনন্দের প‍্যানেলে দেখলাম যুদ্ধ বিরতিতে তিনো প্রতিনিধি বেজায় দুঃখে। ট্রাম্পের কথায় যুদ্ধ কেন বন্ধ হবে - এইরকম অভিযোগ শোনা গেল।
     
  • Bratin Das | ১০ মে ২০২৫ ২০:২৪538048
  • কেকে,অরিন দা,অ্যান্ডর,হুতো, b কেমন আছো সব? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত