এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৩ মার্চ ২০২৫ ০৮:৪৩536534
  • ডট এর কথা ঠিক বুঝলাম না।

    যে কথাটা বলতে চেয়েছিলাম যে প্রচুর টাকা পয়সা ভেট দিয়ে, বা, সেলিব্রিটি স্ট্যাটাস, বা প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে যারা ছেলেমেয়েদের আমেরিকান এলিট ইন্সটিউটে ভর্তি করেন, তারা যে পুরো জিনিসটা কন্ট্র্রোল করেন তা নয়, যেমন তারা হাভার্ডে গিয়ে বলতে পারেন না যে এত মিলিয়ন ডলার অন্ডাওয়্মেন্ট দিলাম আমার ছেলেমেয়েকে অমুক ডিগ্রি দিতেই হবে, সে স্কুল লেভেলে প্রিরেক করা না থাকলেও, বা বেশি  নম্বর দিতেই হবে... এইসব।

    আর, এটা তো একটা গ্লোবাল সিস্টেম। কম্পিটিশনেই লেভেল সব দেশেই আছে।

    এই যেমন, ডট দের পাড়ার গল্প,  এক কোলিগ, তার শ্বশুরবাড়ি অস্ট্রিয়ায়, ওর শালীর মেয়ের খুব ইচ্ছে ছিল সুইজারল্যান্ডের ETH জুরিখ এ পড়বে হাইস্কুলের পর অ্যাপ্লাই করল, অ্যাডমিশন টেস্ট দিল, হল না। তখন সে ইউনি অফ ভিয়েনা থেকে পড়াশোনা করল।
    তার ভাই চান্স পেয়েছিল ETH এ, কিন্তু ওখানে ফার্স্ট ইয়ারে ফেল করে ফিরে এল। হেল্প টেল্প বিশেষ কিছু নাই, ভেরি কম্পিটিটিভ প্রেসার কুকার এনভায়রনমেন্ট, হাই ড্রপ আউট রেট।  সেও পরে অস্ট্রিয়া টেক ইউনি বা ওইরকম কোথা থেকে পড়াশোনা করল। 
     
    তো , নামিদামি জায়াগাগুলোয় - এটা একটা সিস্টেম। অবশ্যই পারফেক্ট কিছু নয়, কিন্তু ... 
  • কেলেহাঁড়িতে মুখ ঢাকা ট্রোল (২) | 103.5.***.*** | ২৩ মার্চ ২০২৫ ০৮:২১536533
  • বাবাগো, কত বিজ্ঞাপন।
  • PRABIRJIT SARKAR | ২৩ মার্চ ২০২৫ ০৭:৫৯536532
  • কলেজ স্কুল কি নিয়ে পড়বে সেটা প্রভাবিত করে। আমার স্কুল নতুন বিজ্ঞান বিভাগ খুলে আমায় বলছিল ওটাই পড়তে। আমি নিজেই ঠিক করেছিলাম অর্থনীতি নিয়ে পড়ব। তখন ওনারা বললেন সঙ্গে ঐচ্ছিক অঙ্ক নাও।
     
    আবার যে কলেজ থেকে প্রি উ তে ফার্স্ট হলাম আর স্যাররা ছুটি খেল তারা খবরই রাখত না যে অর্থনীতি পরীক্ষার দিন গুন্ডামি হয়েছিল তাই আমি টায় টায়  অর্থনীতিতে ৩০ পেয়েছি। আমায় বললেন ওটায় তুমি অনারস নিও না। আমার যুগে বাধ্য করার সাহস ছিল না। ল্যাব নির্ভর বিষয়ে অবশ্য আলাদা ব্যাপার ছিল।
     
     
  • PRABIRJIT SARKAR | ২৩ মার্চ ২০২৫ ০৭:৪৬536531
  • ব্রিটিশ আমলে এদেশের অনেকেই ব্রিটেন পড়তে যেত 'বাপের' পয়সায়। যেমন অনেকের জামা কাপড় প্যারিস থেকে নাকি কাচিয়ে আসত। আবার রামানুজমের মত কাউকে ওরা আমন্ত্রণ জানাত। আমিও প্রথম সাসেক্স যাই তিন মাসের জন্য ওরকম এক আমন্ত্রণ পেয়ে (কেমব্রিজ জার্নালে একটা লেখা পড়ে এক সাহেব -পরে জেনেছিলাম জার্মান ইহুদি আগ্রহ দেখিয়েছিলেন)।
  • সেকালের কথা  | 173.62.***.*** | ২৩ মার্চ ২০২৫ ০৭:০৮536530
  • শুনতে পাই সেকালে যারা বিলেত আম্রিগা যেত, সবার বাপ-শ্বশুরই যে জমিদার ছিল - এরকম নয়। অনেকে স্কলারশিপ জোগাড় করেও বিলেত যেত।
  • . | ২৩ মার্চ ২০২৫ ০৩:৪৮536529
  • ভাই আপনাদের সিস্টেম এবং চিন্তাভাবনা গতানুগতিক, বলতে বাধ্য হলাম। হয়ত উচ্চশিক্ষার অনেকটাই ভারতীয় সিস্টেমে করে ফেলেছেন বলে, নতুন করে আউট অফ দ্য বক্স কিস‍‍্যু ভাবতেই পারেন না, তা এখন যে যত বড়ো অফিসারই হোন না কেন। বড্ড সেকেলে চিন্তাভাবনা আপনাদের।
  • MP | 2401:4900:3f08:938d:8bb1:481e:ee72:***:*** | ২২ মার্চ ২০২৫ ২২:৫৪536528
  • আচ্ছা ট্রাম্পের এই এডুকেশন ডিপার্টমেন্ট তুলে দেবার সিদ্ধান্তে কতোটা ক্ষতিগ্রস্ত হবে হাই টেক গবেষণা ? লিবারেল আর্টস গবেষণাও কি ক্ষতিগ্রস্ত হবে ? প্যালেস্টিনিয়ান দের কণ্ঠরুদ্ধ করে দেওয়াই কি ট্রাম্পের জায়নবাদীদের মূল উদ্দেশ্য ? অনেক প্যালেস্টিনিয়ান একাডেমিক যেমন এডওয়ার্ড সায়ীদ , জেমস মাসাদ , রশিদ খালিদী খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন এখন ট্রাম্পের দুনিয়াতে কি এদের কাজ গুলোও খতম করে দেওয়া হবে l l
  • একক | ২২ মার্চ ২০২৫ ২২:২০536527
  • ফাস্ট নিউমেরিক ক্যাল্কুলেশন। পৃথিবীর অনেক দেশেই আছে। নতুন কিছু না বা আলাদা না। বেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই নামে একটা বই ছিলো তার থেকে মুখে মুখে নাম ছড়িয়েছে। 
  • &/ | 107.77.***.*** | ২২ মার্চ ২০২৫ ২২:০৮536526
  • বৈদিক গণিত  ব্যাপারটা ঠিক কী?  শুভঙ্করী  ছড়া ? অন্য কোনো ফর্মুলা ?
  • b | 117.238.***.*** | ২২ মার্চ ২০২৫ ২১:৪৪536525
  • উদিকে রাশিয়ান আর ইদিকে দেশে চাদ্দিকে ভেদিক ম্যাথস, যদিও ভেদা-য়  যে কোথায় ম্যাথ সেটা কেউ ঠিক করে বলে না  । যা বুঝেছি ছেলে মেয়েরা  লম্বা লম্বা গুণ যোগ বিয়োগ ভাগ করতে পারে  সহজে। অ্যাকউন্টেন্সিতে সুবিধা হলেও হতে পারে। 
  • lcm | ২২ মার্চ ২০২৫ ২১:৩২536524
  • এটা অনেক সময়ই হয়। হয়ত একজন কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কিন্তু হাইস্কুলে অংক আর ফিজিক্সে খুব কাঁচা। সেক্ষেত্রে ইউনি তাকে সুপরামর্শই দিচ্ছে, যে, তুমি বরং অন্য কিছু পড়ো।

    হালে দুটো জিনিস খুব দেখছি।

    চারদিকে প্রচুর বাচ্চাদের "রাশিয়ান ম্যাথস" স্কুল, আর "রোবোটিক্স" ক্লাসরুম। এক্জন বলছিলেন যে তার ছেলে সিক্সথ গ্রেড থেকে এরকম রোবোটিক্সের ক্লাস নিচ্ছে, কিন্তু কলেজে রোবোটিক্স পাবে কিনা বুঝতে পারছে না। তাকে বললাম যে রোবোটিক্স বলে কোনো মেজর সাবজেক্ট তেমন নেই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে বলুন না। বললেন, যে না ছেলের নাকি হাই স্কুলের ম্যাথস পোষায় না, অথচ রোবোটিক্স খুব ভালোবাসে। তখন বললাম যে তাহলে জুনিয়র কলেজ বা ভোকেশন্যাল টেক স্কুল দেখতে।
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৫ ২০:৫৩536523
  • পড়াশুনো নিয়ে এত কথা হতে থাকলে আমার সেই পন্ডিতের গল্প মনে পড়ে। সে তার ছাত্রদের বলছিল, "এত পড়ে কী হবে? চলো মুৎসুদ্দিদের বাগান থেকে আম চুরি করি"
    ঃ-)
  • PRABIRJIT SARKAR | ২২ মার্চ ২০২৫ ২০:৪৫536522
  • উল্টো বুঝলি রাম কথাটার তাৎপর্য বুঝলাম।
    আমি যে কলেজে পড়তাম সেটা শুধু ছেলেদের কলেজ ছিল। এখন কো এড। যে কলেজে অধ্যাপনা শুরু করলাম সেটা শুধু ছেলেদের। পরে কো এড হল কেন? খোঁজ নিয়ে জানলাম বাংলা সংস্কৃত ইত্যাদিতে ছাত্র নেই। যারা পড়াতেন তারা ব্যাপক হৈ চৈ করলেন কো এড করতে। আমি যোগ দেবার দু বছরের মধ্যে কো এড হল যাতে ছাত্র না জুটুক ছাত্রী আসুক। দু বছর ভাল চলল। তারপর দেখা গেল ছাত্রীরা ও ওই সব পড়তে চাইছে না। তারা চাকরি জুটবে এমন কিছু পড়তে চাইছে। আমার অর্থনীতিতে মেয়েরা ব্যাপক ভাবে আসছে। প্রথম বছর একজন ছাত্রী ছিল। পরে বাড়তে লাগল।  যাদবপুরে ঢুকে দেখলাম ছাত্রীরা ৮০ পার সেন্ট। এই অভিজ্ঞতা দু চার লাইনে বলাটা কি অন্যায়?
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৫ ২০:১৪536521
  • ডিসি কে তো দেখি না! হঠাৎ মনে হল ভাটিতে কী নেই কী নেই কী যেন মিসিং! তারপর বুঝলাম ডিসির উপস্থিতি নেই। ডিসি, আপনি মেলার যেখানেই থাকুন, গিল্ডের আপিসের সামনে এসে দুছত্তর বলে যান, অথবা গান দিয়ে যান। ভালো থাকবেন।
  • kk | 172.58.***.*** | ২২ মার্চ ২০২৫ ২০:১২536520
  • হুতোভাই (৮ঃ১২),
    আমার ঠাকুমা একটা কথা খুব বলতেন -- "বাব্বাঃ, নিশ্চিন্দি"। তা বইদের নিরাপদে বাড়ি পৌঁছোনোর খবর পেয়ে আমিও তাইই বলি আর কী।
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৫ ২০:১১536519
  • ভাবা তাঁর বাবাকে লিখেছিলেন, "I seriously say to you that business or job as an engineer is not the thing for me. It is totally foreign to my nature and radically opposed to my temperament and opinions. Physics is my line. I know I shall do great things here. For, each man can do best and excel in only that thing of which he is passionately fond, in which he believes, as I do, that he has the ability to do it, that he is in fact born and destined to do it … I am burning with a desire to do physics. I will and must do it sometime. It is my only ambition. I have no desire to be a "successful" man or the head of a big firm. There are intelligent people who like that and let them do it. … It is no use saying to Beethoven "You must be a scientist for it is great thing" when he did not care two hoots for science; or to Socrates "Be an engineer; it is work of intelligent man". It is not in the nature of things. I therefore earnestly implore you to let me do physics" । একেবারে খাঁটি কথা ।ভাবার বাবাও ছেলের কথাগুলো বুঝেছিলেন, জোর করেননি। সানন্দে পুত্রকে তাঁর পথে এগিয়ে দিলেন   
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৫ ২০:০৩536518
  • আগাম ধন্যবাদ রইল। ভাবাদের বিষয়েই এখন একটু পড়ছি।
  • PRABIRJIT SARKAR | ২২ মার্চ ২০২৫ ১৯:৫৫536516
  • প্রবীরজিৎবাবু, সেই পার্সিদের বইটার লিংক দেবেন?
    বইটা ভারতের পরমানু শক্তিধর হয়ে ওঠার ইতিহাস। এর মধ্যে ভাবা টাটা সরাভাইদের অবদান আলোচনা করা আছে। পরে লিঙ্ক দিচ্ছি
  • . | ২২ মার্চ ২০২৫ ১৯:৪৫536515
  • সেটা ইউনিভার্সিটি ঠিক করে দেবার কে?
    একজন ছাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। সেটা তার নিজের প্রোফেশন বেছে নেওয়ার ব‍্যাপার।
    সে "হয়তো" শিল্পী হতে চায়, এসব কাল্পনিক তথ‍্য দিয়ে মনের মাধুরী মিশিয়ে কোন যুক্তিতে তার ইচ্ছেকে নস‍্যাৎ করা হচ্ছে বুঝি নি।
    লসাগুর লেখার মধ্যে যেটুকু তথ‍্য ছিল তাতে শিল্পী বা সাংবাদিক এই শব্দগুলো দেখতে পাই নি। ওগুলো অ‍্যান্ডরের মনের মাধুরী, যা একটু পরেই রামায়ন মহাভারত বা পুরাণ থেকে রেফারেন্স টেনে আনলো বলে।
    সায়েন্স মানেই বুদ্ধিমানের সাবজেক্ট আর আর্টস মানেই বোকারা পড়ে এটা বিশ্রীরকমের ভুল লজিক। সেদিন পানুবাবুও এরকম লিখলেন, আগের দিনে মেয়েরা পাসকোর্সে বিও পাশ করে বিয়ের পিঁড়িতে বসত। 
    এই যদি কোনও পাশকরা রিটায়ার্ড অধ‍্যাপকের মানসিকতা হয়, তাও যতদূর উনি বলেছেন যাদবপুরের অধ‍্যাপক নাকি, তাহলে তো সমাজের ঘোর দুর্দিন। আমার অন্ততঃ দুই প্রজন্ম আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষাপ্রাপ্ত মহিলারা পরিবারে অনেক। অবশ‍্য যে যেরকম পরিবেশ চারপাশে দেখবে সেটা জেনেরালাইজ করবে এ ও জানা কথা। কমনসেন্স।
  • প্রত্যয় ভুক্ত | ২২ মার্চ ২০২৫ ১৯:২০536514
  • ক্যালিবারের কম-বেশির কথাটা ওঠার ব্যাপারটা অপ্রাসঙ্গিক লাগলো- ক্যালিবারের প্রকৃতির তারতম্যটা এখানে বেশি নজর দেওয়ার মতো জিনিস- যেটা অ্যান্ডর বললেন। সবার ক্যালিবার সবকিছুর মাপে হয় না- বা বিভিন্ন বিষয়ে যোগ্যতা থাকলেও তারতম্য থাকতে পারে ক্ষেত্রবিশেষে যোগ্যতার।
  • . | ২২ মার্চ ২০২৫ ১৯:১২536513
  • টানা ছবছর পাঁচ বছর ধরে
  • . | ২২ মার্চ ২০২৫ ১৯:০৯536512
  • বাসচালকের বেতন মোটামুটি আপনাদের কারেন্সিতে বছরে বিরানব্বই হাজার ডলার। ওটাকে তেরো দিয়ে ভাগ করলে মাসিক বেতন জানা যাবে। ত্রয়োদশ মাসের বেতন কিন্তু বোনাস নয়। বোনাস এবং ওভারটাইম আলাদা করে দেওয়া হয়। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার খরচ পারিবারিক আয়ের ওপর নির্ভরশীল নয়। সমস্ত শাখার এবং বিভাগের এবং ব‍্যাচেলর মাস্টার্সের ক্ষেত্রেও একই। সেমিস্টারের ফি সাতশো মতো। লাইব্রেরি সবার জন‍্য ফ্রি। টানা ছবছর ধরে পড়াশোনা চালিয়ে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কোনো ভর্তির পরীক্ষা নেই। বারোক্লাস অবধি পড়াশোনা করা থাকলে যে কোনও বছরে ভর্তি হওয়া যায়। কলাবিভাগ থেকে বারোক্লাস পাশ করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ভূগোল বা যেকোনো বিষয়েই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। এবং উল্টোদিকে বিজ্ঞান থেকে পাশ করে ইতিহাস গণিত স্ট‍্যাটিসটিক্স সাহিত্য দর্শন ইত্যাদি যাবতীয় বিষয়ে বিএ/এমএ পড়া সম্ভব। কোনো লিমিট নেই আসনসংখ‍্যার। এছাড়াও কারিগরি শিক্ষা, অ‍্যাকাউটেন্সি, ইত‍্যাদি শিক্ষা ও ঐ একই, তবে সেগুলো বিশ্ববিদ্যালয় থেকে নয়। ধার দেনা করে কেউ পড়াশোনা করে না এখানে। শুনলে হাসবে। সকলেই একটা প্রোফেশন পায় তা বিশ্ববিদ্যালয়ে না পড়লেও। সকলকে একটা প্রোফেশন এর ব‍্যবস্থা করে দেওয়া সরকারের কর্তব্য। যাতে প্রত‍্যেকে উপার্জনক্ষম হয়। বেকার কারো ঘাড়ে বসে কেউ অন্নধ্বংস করছে, এটা ধরে নেওয়া হয় না। তবে স্বেচ্ছায় কেউ বেকার হয়ে থাকলে তার দায় রাষ্ট্রের নয়।
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৫ ১৮:৪৮536511
  • প্রবীরজিৎবাবু, সেই পার্সিদের বইটার লিংক দেবেন? পড়ার ইচ্ছে রইল। ( কোথায় যেন শুনেছিলাম সংখ্যায় তাঁরা খুব কম, তার উপরে খুব পাল্টি ঘরে বিয়ে না করলে নাকি সন্তানদের খাঁটি মানে না কমুনিটি, তাই নানা সমস্যা তৈরী হয়েছে। কিন্তু এই উচ্চশিক্ষিত আর স্কিলফুল কমুনিটি এরকম সমস্যার একটা সমাধান নিশ্চয় এতদিনে করে ফেলেছেন। )
  • PRABIRJIT SARKAR | ২২ মার্চ ২০২৫ ১৮:৪০536510
  • যে উদ্যোগ নিয়েছে সেই কেলগ থেকে লাইভ কাস্ট করে দেবে। ফাঁকে ফাঁকে ওর মদের বিজ্ঞাপন হবে। পরে তিনুদের আইটি সেল আবার প্রচার করবে।
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৫ ১৮:৩৬536509
  • বেস্পতিবারের অক্সফোর্ডে পিসির বক্তৃতাটা নির্ঘাৎ পরে শোনা যাবে মনে হয়। রেকর্ড করা হলে সোশাল মিডিয়াতে আসা আর কট্টুকু ব্যাপার। শোনার ইচ্ছে রইল।
    (আমি এখন পর্যন্ত পিসির মাত্র কয়েকটি বক্তব্য শুনেছি, একটিতে তাঁর প্লাস্টার করা পা নিয়ে প্রবল তেজে তিনি বলছিলেন, আমাকে কায়দা করা সোজা না। আমাকে আটকানো সোজা না। আমাকে চমকালে আমি ধমকাই, আমাকে মারলে আমি থাবড়াই, আমাকে কাটলে আমি উথলাই, আমাকে ভাঙলে আমি দাপড়াই।- এরকম কিছু। খুবই যাকে বলে জ্বালাময়ী।
  • PRABIRJIT SARKAR | ২২ মার্চ ২০২৫ ১৮:২৮536508
  • আমেরিকায় পি এইচ ডি করে অধ্যাপনায় ঢুকে কনফার্ম হতে ৫/৭ বছর লেগে যায়। গবেষণা পত্র ছেপে যাও। নইলে তাড়িয়ে দেবে। অনেকেই  আমেরিকান ডিগ্রি নিয়ে কিছুদিন পড়িয়ে অন্য দেশে অধ্যাপনা জোগাড় করে। এখন ভারতে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি তে এইসব ডিগ্রিধারীদের ভিড়।
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৫ ১৮:২১536507
  • একেবারেই তা নয় কিন্তু। ফাইন আর্টস, সঙ্গীত এসবে বরং আরও অনেক ক্যালিবারের দরকার হয়। অনেক বেশি।
  • PRABIRJIT SARKAR | ২২ মার্চ ২০২৫ ১৮:২০536506
  • আমেরিকাতে কোর্স ওয়ার্ক করায়। পি এইচ ডি দু একটা term পেপার বা এসে লেখার মত। আমার অর্থনীতি বিষয়ে যত পি এইচ ডি করা লোকজন কে চিনি তাদের কেউই বলতে পারে না কিসের উপর কাজ করল। খুব কম ক্ষেত্রেই সেগুলো ছাপার যোগ্য। দেশে বেশির ভাগ কপি পেস্ট। আজকাল নানা প্রোগ্রাম আছে এসব ধরার জন্য। পার্থ বাবুর উত্তর বঙ্গের পি এইচ ডি যাদব পুরের এক বর্ষীয়ান অধ্যাপক তার ঘরে বসিয়ে ছাত্র ছাত্রীদের দিয়ে কপি পেস্ট করিয়ে দিয়েছেন। সেটিং তত্ব অনুসারে ইউ জি সি তে নালিশ করে কোন সুবিধা হয়নি।
    ইউজিসি নানা নিয়ম করে অনেক কড়া কড়ি করছে। সবই বাই পাস করে থিসিস বেরিয়ে যাচ্ছে।
  • . | ২২ মার্চ ২০২৫ ১৭:২৯536505
  • গুরুর এক পুরোনো ভাই একবার সাক্ষাতে বলেছিল যে কোনও ট্রেইনড মাংকি পিএইচডি করতে পারে। সে নিজেও ইঞ্জিনিয়ারিং পাশ করা পিএইচডি করা ( বিদেশের নাম করা কালেজ থেকে) লোক, পরবর্তীকালে অধ্যাপক। 
    এই কথাটা আমারও সমর্থনযোগ্য মনে হয়। অ‍্যামেরিকাতে ভারত থেকে ভালো রেজাল্ট করে গিয়ে ডক্টরেট করার পরে শুনেছি অধ‍্যাপনার চাকরির মজুরি বড্ড কম। এখানে বাসড্রাইভারের মাসিক বেতনও তার চেয়ে কম না, বরং বেশি। তাই যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে ভালো ইনকাম করতে পারছে, তাদের উপার্জন দেখে চোখ টাটানো কোনও কাজের কথা না। মাস্টারদের বেতন এত কম কেন, সেই নিয়ে বরং আন্দোলন টান্দোলন করুক। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত