এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ মার্চ ২০২৫ ১৩:০৬536292
  • মহারাষ্ট্রে অনেকে BAMS  পাশ করে আয়ুর্বেদিক ডাক্তার হন। এঁরা প্রেসক্রিপশান লেখেন তবে অ্যান্টিবায়োটিক লিখতে পারেন না। ওটিতে সার্জনকে অ্যাসিস্ট করতে পারেন কিন্তু নিজে অপারেট করতে পারেন না। আমাদের কোম্পানি এবং আরো কিছু কোম্পানি এদের অফিস আওয়ার্সে এমার্জেন্সি সাপোর্টের জন্য অ্যাপয়েন্ট করে রাখে। 
  • পাপাঙ্গুল | 103.252.***.*** | ১৫ মার্চ ২০২৫ ১২:৪২536291
  • অল্পবিস্তর পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলেই ওষুধ একেবারে শেষ অবলম্বন হওয়া উচিত বা এমার্জেন্সিতে ব্যবহার করা উচিত। মুড়িমুড়কির মত ওষুধ খাওয়া উচিত না। যেমন ডিপ্রেশন হলে সাইক্রিয়াট্রিস্ট যদি কাউন্সেলিং/ধ্যান না করে প্রথমেই এন্টিডিপ্রেসেন্ট দিয়ে দেন, সেটা ভুল চিকিৎসা, ওষুধের দোষ না। অনৈতিক কাজ কারণ হয়ত উনি প্রতি বছর ক্রিসমাসে ওষুধ কোম্পানির টাকায় লাস ভেগাসে গিয়ে স্ফূর্তি করেন। পঁচিশ বছরের কারুর খারাপ কোলেস্টেরল হলে তাকে ওষুধ না দিয়ে জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দিনে একঘন্টা করে কার্ডিও করার যে পরামর্শ দেওয়া যায়, আশি বছরের ওপর কাউকে সেই পরামর্শ দেওয়া যায় না। তাকে বলা যায় পারলে দিনে একঘন্টা হাঁটুন আর এই ওষুধটা প্রতি রাতে খান।
  • পাপাঙ্গুল | 103.252.***.*** | ১৫ মার্চ ২০২৫ ১০:২৫536290
  • সেটাই তো বলছি। চিকিৎসা শাস্ত্র একটা জটিল এবং বড় বিষয়। ওষুধ তার একটা শাখা। আগে কিছু বেসিক সমীকরণ মেনে ওষুধ বানানো হত। একভাগ অশ্বগন্ধার সঙ্গে তিনভাগ তুলসী। আর ছিল বেসিক কিছু ডায়াগনোসিস, যেমন মূত্র বেশি হলুদ হলে জন্ডিস হতে পারে, জিভ সাদা মানে প্রচুর মৃত ব্যাকটেরিয়া জমছে এসব। এখন সেই সমস্ত গাছগাছড়া থেকেই ল্যাবে কন্ট্রোল্ড পরিবেশে, পোটেন্ট কেমিক্যাল বানিয়ে, আরসিটি করে বাজারে ছাড়া হয়। কেমিক্যালগুলো কন্সেন্ট্রেটেড থাকে বলে অনেক তাড়াতাড়ি কাজ করে, কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। আর কেমিক্যাল ডায়াগনোসিস, ইমেজিংও অনেক নিখুঁত। আলোপ্যাথ ওষুধ যে ডাক্তাররা দেয় তারাও বেসিক ডায়াগনোসিস করে। বিধান রায় রোগীকে দেখেই রোগ বলে দিতেন, কিন্তু উনি নিজেকে কোবরেজ মশাই বলে দাবি করেননি। নিজের বাড়িতে কেউ টবে তুলসী গাছ লাগিয়ে রোজ তার দুটো পাতা খাওয়া, সকালে খালি পেটে গোটা আমলকি খাওয়া আর বাজার থেকে ডাবরের একটা শিশি, যার গায়ে লেখা আছে আমলকি চূর্ণ সেটা কিনে খাওয়া এক জিনিস না। কেমিক্যাল ওষুধ জাল কিনা সেটা ল্যাবে পরীক্ষা করা যায়। ওষুধের নাম করে চালানো আয়ুর্বেদিক জিনিস জাল কিনা পরীক্ষা হয় কিনা সন্দেহ আছে।

    একটা বয়সের পর অর্গ্যানরা বিকল হতে শুরু করে। দুধ খাবার পর শরীর নিজে নিজেই সেটাকে ভেঙে যে ভিটামিন ডি বা সেরাম ক্যালশিয়াম তৈরী করছিল, সেটা আর পারে না। তখন বাইরে থেকে ভিটামিন ডি দিতে হয়। এবার সেক্ষেত্রে আরসিটি করা ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাবেন না আয়ুষের নামে মার্কেট করা সর্বরোগহর বলে দাবি করা কোনো ওষুধ (?) খাবেন সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত।
  • lcm | ১৫ মার্চ ২০২৫ ০৯:৫৩536289
  • কুড়ি বছর আগের ... এখন কথা হল এই আলোচনা তো অনন্তকাল ধরে চলে একই গতিতে চলে না ... স্রোতের গতির রকমফের হয় ...
  • PRABIRJIT SARKAR | ১৫ মার্চ ২০২৫ ০৭:৪৩536288
  • -----;একটা সময়ে এখানে অনেক শিক্ষিত লোক গল্প গুজব, আলোচনা করতেন। মাঝে মাঝে এসে পড়তাম খুব ভালো লাগতো। এখন তিন চারজন ছদ্মবেশী চাড্ডি এটাকে হাইজ্যাক করে নেওয়াই পুরনো যে ভদ্রলোকেরা ছিলেন তারা আর আসেন না! সব ভালো জিনিষ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে!
    Good bye!
    …....
    বেশি আঁতেল হলে সবাইকে আন্ডার মাইন করা হয়। ভাট আঁতেল আর অনতেলো দের মুক্তাঞ্চল কে বলল? 
  • PRABIRJIT SARKAR | ১৫ মার্চ ২০২৫ ০৭:৩৬536287
  • হোমিওপ্যাথি তে পাওয়ার একটা গোলমেলে ব্যাপার। আমি খুচ খাঁচ রোগে 6 কিংবা ৩০ প্রযোগ করি। এছাড়া আছে মাদার টিংচার। কিছু রোগে এই মাদার দেয়। মূলত গাছের নির্যাস। সেই অর্থে আয়ুর্বেদিক ওষুধ। অর্জুন গাছের ছালের রস প্রেসারের পক্ষে ভাল। ঘুম ঠিক মত না হলে প্যাসিফ্লোরা থিটা খেতে খেতে রোগটা সারে। এলোপ্যাথি খেলে ডোজ ঠিক মত খেলে মরার মত ঘুম হয়। অনেকেই আড্ডিক্টেড হয়। তাদের ডোজ বাড়তে থাকে। আমি সবই নিজের উপর প্রয়োগ করে ফল পেয়েছি। অবিশ্বাসী ছিলাম। এখন অল্প বিশ্বাস করি। তবে ক্যানসার সারাতে হোমিওপ্যাথি করতে বলিনা। অনেকে অকালে মারা গেছে। গল স্টোন নিয়ে বাড়াবাড়ি হতেও দেখেছি।
  • . | ১৫ মার্চ ২০২৫ ০২:৪১536286
  • তাহলে ডায়াগনোসিস কীভাবে করে আয়ুর্বেদে? ঠ‍্যাং ভাঙা এক জিনিস, আর অসুখ করা অন‍্য। একটা হচ্ছে আঘাত বা অ‍্যাক্সিডেন্টের ফল। অন‍্যটা ব‍্যাধি। সেই ব‍্যাধি ক্রনিক হতে পারে অথবা জীবানু/ফাংগাস এসবের আক্রমণ হতে পারে, বাংলায় যেটাকে ইনফেকশাস ডিজিজ বলে। এগুলোর ডায়াগনোসিস বা কোনও ক্ষেত্রে সঠিক ডায়াগনোসিসের উপায় আয়ুর্বেদে না ও থাকতে পারে। শুধু নাড়ি টিপে, বা জিভ দেখলেই সঠিকভাবে রোগ নির্ণয় সম্ভব নয়। চিকিৎসার ক্ষেত্রে তাদের ওষুধ আলাদা উপাদান দিয়ে তৈরি সে তো বোঝাই যাচ্ছে। তবে ইদানীং কালে যতটুকু শুনেছি, রোগ নির্ণয়ের ক্ষেত্রে আধুনিক লেবরেটরির সাহায্যই নেওয়া হয়। সম্ভবত দীর্ঘমেয়াদি ক্রনিক রোগের (যে সমস্ত রোগ কখনওই সারে না, শুধু নিয়ন্ত্রণে রাখা যায়, সেসবের জন‍্য ) আয়ুর্বেদ চিকিৎসা অনেকে করে থাকেন। যেমন উচ্চ রক্তচাপের রোগ, আরথ্রাইটিস, ইত‍্যাদি। তবে সবটাই আন্দাজ থেকে বলছি। একেবারেই এগুলো কাজ করে কি করে না সেটা জানি না। কিন্তু বৈদ‍্যনাথ, ডাবর, হিমালয়, ইত্যাদি কোম্পানি গুলো ওষুধ বেচছে কী করে?
    আরেকটা কোম্পানি আগে ছিল, বহুকাল উঠে গেছে — সাধনা ঔষধালয়।
     
  • পাপাঙ্গুল | 103.252.***.*** | ১৫ মার্চ ২০২৫ ০১:১৫536285
  • আয়ুর্বেদিক ওষুধ বানানোর পদ্ধতি। চিকিৎসা পদ্ধতি ঠিক বলা যায় না। মধ্যযুগে এপিথেকারীরা যেটা করতেন, সেই একই জিনিস। আর যোগ বা ধ্যানও একরকম থেরাপি, চিকিৎসা পদ্ধতি না। পা ভাঙলে অর্থোপেডিকের কাছেই যেতে হবে। যোগ বা আয়ুর্বেদে সারবে না।
  • পাপাঙ্গুল | 103.252.***.*** | ১৫ মার্চ ২০২৫ ০১:১২536284
  • ভিডিওটার শেষ দশ সেকেন্ডই আসল
  • Prophet Speaks | 23.106.***.*** | ১৫ মার্চ ২০২৫ ০০:৫১536283
  • ৪৯৮ এ ধারায় অভিযুক্ত আমি-ই প্রথম যাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ: কবীর সুমন
     
  • . | ১৫ মার্চ ২০২৫ ০০:৩২536282
  • আয়ুর্বেদিক চিকিৎসা কেও করিয়েছেন? 
    আয়ুষের অন্তর্ভুক্ত কোনওটার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমার ধারণা নেই, অভিজ্ঞতাও নেই যথারীতি। হোমোপাথি যা বুঝতে পারছি এই সব আলোচনার মাধ্যমে, যে পুরোপুরি বকওয়াস। তো আগেকার দিনে কবিরাজেরা আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করতেন, তখন পাশ্চাত্যের অ‍্যালোপাথি আসে নি। যতদূর জানি আয়ুষের যতকটা চিকিৎসা পদ্ধতি আছে তার কোনওটাতেই সম্ভবতঃ সার্জারি নেই। হোমোপাথিতেও নেই। মাঝখানে আরেকধরণের ওষুধের কথা শুনেছি — বায়োকেমিক। সেটা কী পদ্ধতি জানা নেই। এই নিয়ে কারো অভিজ্ঞতা থাকলে তা জানতে উৎসুক রইলাম। 
    প্রসঙ্গত ঐ আকুপাংচার কিন্তু আমার ঘাড়ের এবং সুষুম্নাকাণ্ডের ব‍্যাথা বিলকুল সারিয়ে দিয়েছিল। অসংখ্য ছুঁচ ফুটিয়ে রেখেছে কিছুক্ষণের জন‍্য। কোনও ব‍্যাথা লাগে নি।
  • . | ১৫ মার্চ ২০২৫ ০০:০৮536281
  • দুঃসংবাদ। ওঁর লেখাগুলো সবকটা পড়া হয় নি। পড়ব। অনেক পরিচিত মানুষ এবং কাছের মানুষেরা একে একে ছেড়ে চলে যাচ্ছেন পরপারে। আমারও সময় ফুরিয়ে আসছে বুঝতে পারি।
  • Good bye | 150.107.***.*** | ১৪ মার্চ ২০২৫ ২৩:২৬536280
  • একটা সময়ে এখানে অনেক শিক্ষিত লোক গল্প গুজব, আলোচনা করতেন। মাঝে মাঝে এসে পড়তাম খুব ভালো লাগতো। এখন তিন চারজন ছদ্মবেশী চাড্ডি এটাকে হাইজ্যাক করে নেওয়াই পুরনো যে ভদ্রলোকেরা ছিলেন তারা আর আসেন না! সব ভালো জিনিষ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে!
    Good bye! 
  • | ১৪ মার্চ ২০২৫ ২৩:২৩536279
  • আমার ঘনিষ্ঠ বৃত্তে এক হোমিওভক্ত আছে। সে আমাকে হোমিওর দিকে ঠ্যালার প্রচুর চেষ্টা করত। শুধু আমাকে না সবাইকেই। তো হোমিও যে কোন কাজের নয় এইটে প্রমাণ করে দেখাতে আমি টানা ৩ বছর ধৈর্য্য ধরে হোমিও করিয়েছিলাম। কিস্যু কাজ হয় নি। (হবার কথাও না)। এখন আর কাউকে জোর করে না। নিজে এখনো মাঝেমধ্যে ওষুধ খায় স্থানীয় এক ডাক্তারের। তবে সেই অটুট বিশ্বাস টলে গেছে বোঝা যায়।
  • aranya | 2601:84:4600:5410:44bf:cb36:8b0c:***:*** | ১৪ মার্চ ২০২৫ ২২:৪৬536277
  • খুবই কষ্টের খবর। 'দোল ইন্টারন্যাশনাল' -এ পাই-এর কমেন্ট দেখে ভাবছিলাম, ঋতেন কি আর নেই
    'এই পোস্টটা লিখবো কিনা তা নিয়ে প্রবল দ্বিধা ছিল' - অবশ্যই লিখবে। ঋতেন - এর লেখার একটা সঙ্কলন প্রকাশ হোক গুরু থেকে 
  • r2h | 134.238.***.*** | ১৪ মার্চ ২০২৫ ২২:৩৭536276
  • একটু ব্যক্তিগত কথা লিখি, ঠিক ব্যক্তিগত না আসলে, গুরুচণ্ডা৯র সঙ্গে যুক্ত ব্যক্তিগত বলা যেতে পারে।

    ঋতেন মিত্র'র লেখাপত্র এখানে অনেকে নানান সময় পড়েছেন। গুরুর আদিকাল থেকে গুরুর পরিচালনা, সম্পাদনা, গতিপথ নির্ধারনে ঋতেন অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত থেকেছে, যদিও কখনো সেসব ভূমিকা প্রকাশ্যে আনেনি, গুরুর আরও কিছু নেপথ্য কারিগরের মতই।

    আমার সঙ্গে ঋতেনের আলাদা করে ব্যক্তিগত পরিচয় ঘটেনি, গুরুর কাজকর্ম সংক্রান্ত ব্যাপারে নানান গ্রুপ ইমেল চ্যাট ইত্যাদিতে বার্তালাপ হয়েছে। কিন্তু সেই অপ্রত্যক্ষ যোগাযোগও কিছু না হোক দেড় দশক তো ছাপিয়ে গেল বোধহয়।

    এত বছরে গুরুচণ্ডা৯ জীবনের অবিচ্ছ্দ্য অংশ হয়ে গেছে, নানান ওঠা পড়া, যোগাযোগ, বিচ্ছেদ ইত্যাদি মিলিয়ে। গুরুচণ্ডা৯র সূত্রে জড়িত মানুষেরা। এর কোন একটা অংশ বিচ্ছিন্ন হলে জীবনের একটা টুকরো হারিয়ে যাওয়া মনে হয়, বিশেষ করে জীবনের এই অংশে, যখন সূর্যোদয়ের পাট নষ্টলজি ঘেঁষা।

    এই বাক্যটি লেখা হৃদয় বিদারক, কিন্তু তাও লেখা থাক। গতকাল ঋতেন একটি অতি দুর্ভাগ্যজনক পথ দুর্ঘটনায় চলে গেছে।
    ঋতেনের কর্মক্ষেত্র থেকে প্রকাশিত শোকপ্রস্তাবটি এখানে থাকুক।

    ঋতেন তার রসবোধের জন্য বিশেষভাবে পরিচিত। ঋতেনের লেখাপত্রের লিংক থাক, যা তার নিজের নামে লেখা। এসবের মধ্যে কোন কোন লেখায় শোকের আবহেও পাঠকের ঠোঁটে হাসি ফুটবে, স্রষ্টা তো সৃষ্টির অভীষ্ট উদযাপনেই অমর হয়।
    {লেখালিখির লিংক}

    এর বাইরেও ঋতেনের নানান ছদ্মনামে নানান লেখা আছে, যার কিছু কিছু গুরুর কোটেবল কোটসে স্থায়ী জায়গা করে নিয়েছে অনেক বছর আগেই। সেসবের কোন সংকলন শীঘ্র প্রকাশিত হবে, এমন আশাও করি।
    দোল ইন্টারন্যাশনাল - সৃজন সমাদ্দার  সেসবের মধ্যে একটি বলা যায়।

    গুরুর সঙ্গে কোন না কোন সময় জড়িয়ে যাওয়া ও বেদনাদায়কভাবে চলে যাওয়া মানুষদের তালিকায়, কুমুদি, কাবলীদা, ঊর্জস্বতীর সঙ্গে ঋতেনের নাম যোগ হল, বড় অসময়ে, বড় ভুল ঋতুতে।
     
    এই পোস্টটা লিখবো কিনা তা নিয়ে প্রবল দ্বিধা ছিল। কিন্তু থাক।
  • গান থাকুক | 117.238.***.*** | ১৪ মার্চ ২০২৫ ২২:২২536275
  •  
     
  • PRABIRJIT SARKAR | ১৪ মার্চ ২০২৫ ২০:২১536274
  • @syandi আমি কিডনির জন্য প্রয়োজনে ডায়ালিসিস করি। টুকটাক ব্যাপারে নিজের এক্সপেরিমেন্ট থেকে যা ফল পেয়েছি কাজে লাগাই। হয়তো পুরোটাই হাঁচি টিকটিকির মত। ডাইলেটেড স্তরে কোন ওষুধ থাকে না। এখানে খোলাখুলি আলোচনায় কিছু লিখলাম। যার যা গালি দেবার দিক।
  • !?! | 2405:8100:8000:5ca1::3ce:***:*** | ১৪ মার্চ ২০২৫ ২০:১৬536273
  • তোরা ভাটিটেই টাট্টি ভত্তি করে রেখেছিস ত বসব কনে?
  • syandi | 2402:e280:3d81:135:757f:5d6f:4e66:***:*** | ১৪ মার্চ ২০২৫ ২০:১২536272
  • এ হে কি শুরু করলেন আপনারা। আমি আমার লম্বা পোস্টটা টাইপ করছিলাম। পোস্ট করার পরেই দেখি শুরু হয়ে গেছে। ঠাণ্ডা হোন সবাই এবং ঠাণ্ডা মাথায় আলোচনা করুন, প্লীজ।
  • syandi | 2402:e280:3d81:135:757f:5d6f:4e66:***:*** | ১৪ মার্চ ২০২৫ ২০:০৪536271
  • @PRABIRJIT SARKAR | ১৪ মার্চ ২০২৫ ১৮:৪৫,
    এক ফোঁটা ওষুধ একবালতি জলে ফেলে যেটা তৈরি হবে সেটার চাইতে এক ফোঁটা ওষুধ টালা-ট্যাঙ্কে ফেলে যেটা তৈরি হবে সেটার শক্তি অনেক অনেক বেশি—এটাই হোমিওপ্যাথি শাস্ত্রের বেসিক প্রিন্সিপ্যাল। এটা কিন্তু সায়েন্সের ফান্ডামেন্টাল প্রিন্সিপ্যালের সাথে সরাসরি সাংঘর্ষিক। হোমিওপ্যাথির সমস্ত ড্রাগের আণবিক গঠন বা এই ড্রাগগুলোর mechanism of action সম্পর্কে হোমিওপ্যাথ প্র্যাকটিশনাররা আশ্চর্যজনকভাবে নিশ্চুপ। Mechanism of action মানে হল ড্রাগ মানবশরীরে কিভাবে কাজ করে তার রূপরেখা, অর্থাৎ কোন প্রোটিনের সাথে বন্ধন করে বা কোন এনজাইমের ক্ষরণ ব্যাহত করে সেগুলো। উল্টোদিকে প্রতিটি আ্যালোপ্যাথি ড্রাগের খুব definitive মেক্য়ানিজম অফ আ্য়াকশন আছে, বস্তুত এটি ছাড়া কোন আ্যালোপ্যাথি ড্রাগের ক্লিনিক্যাল ব্যবহার অনুমোদিত হয় না। সায়েন্স সর্বদা ঘটনা আর ফলের মাঝে একটি কার্য-কারণ সম্পর্ক বোঝার চেষ্টা করে। আপনার চেনাজানা কারোর অভিজ্ঞতায় হোমিওড্রাগ যদি কিছু ক্ষেত্রে কাজ করেও থাকে তাহলেও সেক্ষেত্রে এই কার্য-কারণ সম্পর্ক বা mechanism of action অনুপস্থিত। আ্যালোপ্যাথি ড্রাগগুলোর শুধু Mechanism of action-ই নয় এগুলো আমাদের দেহের কোন অঙ্গে কিভাবে metabolized হয় অর্থাৎ বিপাক ক্রিয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যায় সেগুলোও খুব ভালোভাবে প্রতিষ্ঠিত। এই সমস্ত কারণেই হোমিওপ্যাথকে অপবিজ্ঞান বা বুজরুকি বলা হয়।

    আপনি হোমিওচিকিৎসা করিয়ে উপকার পেয়েছেন—খুব ভাল কথা। কিন্তু এইরকম আ্যানেকডোটাল দাবী পেশ করে হোমিওচিকিৎসাকে সায়েন্টিফিক তকমা দিতে হবে দাবী করলে খুব মুশকিল। অবশ্য আপনি তা করেনও নি। প্রত্যেকেরই নিজস্ব অধিকার থাকা উচিৎ যে সে কোন ডাক্তারের কাছে যাবে সেটা ডিসাইড করার। এই ব্যাপারে অন্যের নাক গলানোর কোন অধিকার থাকা উচিৎ নয়। তবে সরকার যদি আনসায়েন্টিফিক কোন প্র্যাকটিসকে সরাসরি এনডোর্স করে তাহলে আপত্তির জায়গা আছে।

    আমাদের শরীরের ইমিউনিটির জন্য ছোটখাটো কিছু অসুখবিসুখ এমনিতেই ভালো হয়ে ওঠে। সাধারণত এই উদাহরণগুলো দেখিয়ে হোমিওডিফেন্ডাররা হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে লেগে পড়ে। খেয়াল করে দেখবেন যে এই হোমিওডিফেন্ডাররা বলে যে হোমিওপ্যাথির ওষুধ খেয়ে অমুকের নখকুনি ভালো হয়ে গেছে বা তমুকের অর্শ ভালো হয়ে গেছে ইত্যাদি। নখকুনি বা অর্শ life threatening সমস্যা না হওয়ায় এরা হোমিও-চিকিৎসার রিস্ক নিতে পারে। কিন্তু এই লোকগুলোই আবার নিজেদের বা পরিবারের কারোর শরীরে বড় কোন সমস্যায় তখন আর হোমিওপ্যাথির উপরে ভরসা রাখতে না পেরে নামী অ্য়ালোপ্যাথের কাছে ছোটে। হোমিওড্রাগের চিকিৎসায় ভাল হয়ে ওঠার যে কল্পকাহিনীগুলো (বেশিরভাগ কাহিনীই অর্শ বা নখকুনি টাইপের মাইনর সমস্যা) শোনা যায় সেগুলো placebo effect-জনিত।

    আমিও একটা অ্যানেকডোট উল্লেখ করার লোভ সামলাতে পারছিনা। অনেক আগে থেকে আমার অ্যালার্জিজনিত সমস্যা আছে—মানে ঐ ডাস্ট অ্যালার্জি, পোলেন অ্যালার্জি ইত্যাদি। এটা একবার এক আড্ডায় আমি উল্লেখ করায় এক পরিচিত লোক আমায় সাজেস্ট করল হোমিও চিকিৎসা করাতে। ছোট থেকে বিজ্ঞানমঞ্চ করে বেড়ানো সেই লোক যে কিনা ডিপ্লোমা ইন্জিনিয়ার সে খুব উচ্চকণ্ঠে হোমিওপ্যাথির জয়গান গেয়ে বেড়ায়। অথচ পেটে প্রবল ব্যথা হওয়ার পরে যেখন ধরা পরে যে সে gallbladder stone-এ ভুগছে তখন আর হোমিওপ্যাথের উপরে ভরসা করতে না পেরে সার্জনের টেবিলে শুয়ে পেট কাটিয়ে আসে। ঐ একই ব্যক্তির স্ত্রীর ব্রেন টিউমার ধরা পড়ার পরে ঐ লোক AIMS -এ গিয়ে মডার্ণ মেডিসিনের সাহায্য নেয়। আমার কাছে সে স্বীকারও করল যে সিরিয়াস কেসে সে হোমিও-মেডিসিনের উপরে ভরসা করতে পারে না, অতটা আত্মবিশ্বাস তার নেই। শুনে হাঁসব না কাঁদব বুঝলাম না। দ্বিচারীতার হদ্দমুদ্দ একেবারে। মুশকিলটা হল বিজ্ঞান পড়া বেশিরভাগ ভারতীয়র মধ্যেই বিজ্ঞান-সচেতনার অভাব। এদের মধ্যে অনেকেই বিজ্ঞানকে জীবিকা করে রুটিরুজি ব্যবস্থা করছে, আর দিনের শেষে ব্যাটসম্যান যেমন হেলমেট-প্যাড খুলে রাখে সেরকমই অফিস টাইমের বাইরে বিজ্ঞান-সচেতনাটিকে এরা সযতনে পরিহার করে (ঋণস্বীকার: &/)। লোকজনের মাইন্ডসেট এরকম হলে সরকারের পক্ষে কিছু করা অসম্ভব, কারণ লোককে চটিয়ে কোন ডিসিশান নিলে সরকার উল্টে যাবে। কোন পলিটিক্যাল পার্টিই এরকম রিস্ক নেবে না।
  • . | ১৪ মার্চ ২০২৫ ২০:০৩536270
  • তোর নাম দিলাম হেগোআন্ডির্দুগন্ধ। পছন্দ হয়েছে?
  • . | ১৪ মার্চ ২০২৫ ২০:০২536269
  • তুই হেগো আন্ডিতে মুখ নুকিয়ে বোস দিকিনি।
  • !?! | 2405:8100:8000:5ca1::71:***:*** | ১৪ মার্চ ২০২৫ ১৯:১৭536268
  • চাড্ডিজিত হুমোপাখি নিজে খায় আবার লোককেও দেয়। এ যাকে বলে সব্বনাশের মাথায় বাড়ি।
    চাড্ডিদিদি গতজম্মের ডাক শোনে।
    এ ভাটি মাইরি পুরো গেঁজে গ্যাজলা উটে গ্যাচে।
  • . | ১৪ মার্চ ২০২৫ ১৯:০৯536267
  • আমার একটা অবজারভেশন আছে। বিজ্ঞান মনস্কতার ঢাল সামনে নিয়ে র‍্যাডিকাল দাপাদাপির অভ্যাস কারও কারও থাকে (সকলের নয়)। তারা ডেঞ্জারাস রকমের হিংস্র হয়। প্রায় মানসিক ব‍্যাধির শিকার তারা। এই দুনিয়ায় প্রত‍্যেক মানুষের নিজস্বভাবে বাঁচার অধিকার আছে কারোর ক্ষতি না করে। কতকগুলো দাপানো পাবলিক বিজ্ঞানমনস্কতার নাম করে নিজেদের হিংসাত্মক কর্মকাণ্ড তো করেই, অন্যের প্রাইভেট স্ফিয়ারে ঢুকে ফ্রাস্ট্রেশন ভেন্ট আউট করে। বিজ্ঞানমনস্কতা এদের আত্মম্ভরিতার অস্ত্র। অথচ মারাত্মক কিছু বিজ্ঞান জানে এমনও না। এই লড়াইক্ষ‍্যাপাদের থেকে দূরে থাকা স্বাস্থ্যের জন‍্য কম হানিকর।
  • . | ১৪ মার্চ ২০২৫ ১৯:০০536266
  • স‍্যান্ডি,
    এখানে হোমোপাথি নেই।
    তবে কিছু কিছু সমান্তরাল ব‍্যবস্থার জন‍্য বিশেষ/অতিরিক্ত স্বাস্থ্য বীমা থাকলে তার আংশিক কভারেজ থাকে। এটা সকলে নেয় না, এখানে স্বাস্থ্য বীমার জন‍্য বছরে ছহাজার পকেট থেকে যায় এবং তা বয়স লিঙ্গ ও বাসস্থানের ওপর ভ‍্যারি করে, তা সত্ত্বেও আরও হাজার আড়াই পকেট থেকে চিকিৎসা খাতে খরচ হবার পরে বাকিটা বীমা কভারেজ এর মধ‍্যে আসবে। দাঁত বা চশমা এতে নেই। তার জন‍্য অন‍্য প্রিমিয়াম। এছাড়াও বীমার মূলতঃ তিনটি ভাগ, বেসিক, হাফ প্রাইভেট এবং প্রাইভেট। অনেক ক্ষেত্রে চাইনিজ ট‍্র‍্যাডিশনাল মেডিসিন (আকুপাংচার ইত্যাদি) বেশ জনপ্রিয়। আমি নিজেও এতে উপকৃত হয়েছিলাম। আরও টুকটাক কিছু কিছু আছে শুনেছি, তবে আয়ুষের একটিও নেই। এই ধরণের সমান্তরাল চিকিৎসা ব্যবস্থা কিন্তু মূল অ‍্যালোপাথিকে কখনই প্রতিস্থাপিত করে না। অ‍্যালোপাথি ম‍্যান্ডেটরি এবং এটাই মূল ধারার। 
  • PRABIRJIT SARKAR | ১৪ মার্চ ২০২৫ ১৮:৪৫536265
  • আমি অনেক ব্যাপারে অবিশ্বাসী। সেই অবিশ্বাস থেকে ছোট খাট রোগে হোমিওপ্যাথি প্রয়োগ করে মনে হয়েছে একদম হেসে উড়িয়ে দেওয়া যায় না। মনে হয় বেশির ভাগ রোগ এমনি সারে কিন্তু হোমিওপ্যাথি দিয়ে কিছু রিলিফ দিলে হয়তো ভাল। এখন আমি কিডনি সুগারের রোগে ভুগে ব্যাপক কোষ্ঠকাঠিন্য নিয়ে কষ্ট পাই। হোমিওপ্যাথি করে বেটার ফিল করছি। মাইল্ড দোজে এলকোহল বেসে পালসেটিলা বা কারবোভেজ দিলে ওদের পাওয়ার বাড়ে। এর হয়তো কোন লিমিট আছে। কাজেই টা লা ট্যাংকে এক ফোঁটা ওষুধ দিলে এর পাওয়ার ভীষণ বেড়ে যাবে বিশ্বাস করতে পারি না। আমি 6 কিংবা ৩০ পাওয়ার ব্যবহার করি। ঘন ঘন ওষুধ জিভে ফেলি। রোগের প্রকোপ কমলে ওষুধ ফ্রিকোয়েন্সি কমিয়ে দি।হয়তো খাঁটি এলকোহল কাজ করে। বিজ্ঞানে অজ্ঞান তাই কোন valid ব্যাখ্যা দিতে পারব না। খুব চেনা শোনা ছাড়া কাউকে ওষুধ দি না। এরকম ঘাড়ে ব্যথার জন্য প্রাথমিক স্টেজে হোমিও ওষুধ ব্যবহার করি।
  • syandi | 2402:e280:3d81:135:757f:5d6f:4e66:***:*** | ১৪ মার্চ ২০২৫ ১৮:২৯536264
  • @, PRABIRJIT SARKAR | ১৪ মার্চ ২০২৫ ০৮:১৬
     
    আপনাকে বড় করে 'ক'। এটা একদম ঠিক বলেছেন যে আইকন হলেই যে কেউ বিজ্ঞানমনস্ক হবে এরম আশা করা বাতুলতা। আফটারঅল তারা মানুষ এবং ভারতীয় হলে একটা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন সমাজে বেড়ে ওঠা মানুষ। তাঁদেরকে তাদের কাজের জন্যই শ্রদ্ধা করা যায়। কিন্তু ওঁদেরকে কুলুঙ্গিতে চড়িয়ে দেবত্ব আরোপ করলে মুশকিল। ওঁদের ব্যক্তিগত বিশ্বাসকেও অন্ধভাবে ফলো করলে নিজেকে অসম্মান করা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত