এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৮ জানুয়ারি ২০২৫ ১৪:২৮535151
  • অ্যাকচুয়ালি, সোশ্যাল মিডিয়া - আশীর্বাদ না অভিশাপ - এই দ্বন্দ সহজে যাবার নয়। আরও ব্যান/সেন্সরশিপ আসবে যাবে, অনেক দেশে যেমন হচ্ছে, আজ ব্যান, কাল অ্যালাউড। এরকম চলবে আরও কিছুদিন।
  • lcm | ১৮ জানুয়ারি ২০২৫ ১৪:০৬535150
  • "তাছাড়া ইউক্রেন আর ইস্রাঈলকে অস্ত্র দিতে গিয়ে আম্রিকা যে এই দাবানল বা ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে পয়সা খরচ করতে পারছেনা এটাও তো সত্যি l "

    খেয়েছে!  এ আবার কে বলল ! মিট রমনি না ব্লিঙ্কেন :-) 

    যাই হোক, এদিকে কেভিন ওলিয়ারি আজ ২০ বিলিয়ন অফার দিয়েছে টিকটক এর জন্য। 
     
    ওদিকে এসব নিয়ে ঘাঁটতে গিয়ে দেখলাম যে গত চার বছরে পাকিস্তান চার বার টিকটক ব্যান করেছে।  নেপালে ২০২৩ এ ব্যান করে দিয়েছিল, ২০২৪ এ ব্যান তুলে নিয়েছে। নিচে টিকটক ব্যান এর ম্যাপ - 

  • lcm | ১৮ জানুয়ারি ২০২৫ ১৩:৫৬535149
  • ধুস ! মিট রমনি বা ব্লিঙ্কেন দের ওরকম কমেন্ট কে সিরিয়াসলি নিচ্ছে, ওরকম কত লোকে কত কি বলছে, খোদ প্রেসিডেন্টই যা খুশি... তাছাড়া টিকটক নিয়ে কথা তো বহুদিন ধরে চলছে, তিন চার বছর আগেই তো ওরাকেল কিনে নেবে বলেছিল, যে তাহলে টিকটকের সব ডেটা ইউএস তেই ওরাকেলের ডেটা সেন্টারে থাকবে, কোনো ঝামেলা নেই। তখন কোথায় প্যালেস্টাইন ইস্রায়েল। পৃথিবীর বহু দেশ টিকটক ব্যান করেছে।  
  • dc | 2a02:26f7:d6cc:680d:0:81c3:f080:***:*** | ১৮ জানুয়ারি ২০২৫ ১৩:২১535148
  • ওদিকে সাইফ আলি খানের থেকে মর্গুল নাইফের টুকরো বার করেছে বটে, তবে সাইফের নাজগুল হয়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। 
  • MP | 2401:4900:3f0b:37e9:92ef:e3a6:f15d:***:*** | ১৮ জানুয়ারি ২০২৫ ১২:০২535147
  • @lcm , স্বয়ং ব্লিঙ্কেন আর রমণী নিজে প্রকাশ্যে  Tiktok ব্যান করতে বলছে প্যালেস্টাইনের জেনোসাইডের ইস্যুটা নিয়ে l কাজেই ওই ব্যাপারটাকে সিরিয়াসলি নিতেই হবে l মনে রাখবেন জায়নবাদী হোয়াইট সুপ্রিমেসিসটেরা আম্রিকি পলিসি নিয়ন্ত্রণ করে l তারা যখন নিজের মুখে প্যালেস্টাইনের জেনোসাইডের ন্যারেটিভ নিয়ে Tiktok ব্যান করবে বলে তখন এটা সত্যি চিন্তার বিষয় l                                                         প্যালেস্টাইনের এই জেনোসাইড একজন তৃতীয় বিশ্বের মানুষ হিসাবে আমার কাছে সত্যি এখন সবচেয়ে চিন্তার বিষয় l আম্রিকা দেখিয়ে দিচ্ছে যে আন্তর্জাতিক আইন প্রথম বিশ্বের জন্যে একরকম আর তৃতীয় বিশ্বের জন্যে আরেকরকম l তৃতীয় বিশ্বের মানুষের উপরে বর্বর জেনোসাইড করেও ইস্রাঈল পার পেয়ে যাবে যেহেতু তাদের গায়ের চামড়ার রং সাদা l  সবচেয়ে বড় কথা , আম্রিকার নিজের সমাজের জন্যেও ইটা যথেষ্ট চিন্তার ব্যাপার l জায়নবাদীরা পুরোপুরী হোয়াইট সুপ্রিমেসিস্ট নীতি এখন আম্রিকার ভিতরেও প্রয়োগ করতে পারে l তাছাড়া ইউক্রেন আর ইস্রাঈলকে অস্ত্র দিতে গিয়ে আম্রিকা যে এই দাবানল বা ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে পয়সা খরচ করতে পারছেনা এটাও তো সত্যি l 
  • ঘচাং ফু: | 103.***.*** | ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৫৬535146
  • একি! এভাবে আমাদের নস্যাৎ করে দেওয়ার অর্থ কী? 
  • MP | 2401:4900:3f0b:37e9:92ef:e3a6:f15d:***:*** | ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৪৭535145
  • @০২:১৬ , দেখুন ওসব চৈনিক গুপ্তচর এর গল্প পুরোপুরি জায়নবাদীদের প্রচার l হলিউডের কপোলকল্পনা সব l আর তাছাড়া সত্যি কথা বলতেকি আম্রিকা সারা পৃথিবীর উপরে নজরদারী করবার জন্যে স্যাটেলাইটের জাল ছড়িয়ে বসে আছে কাজেই দুয়েকটা বেলুন পাঠালে দোষ নেই তাই না ?
  • PRABIRJIT SARKAR | ১৮ জানুয়ারি ২০২৫ ০৬:৩৭535143
  • ভারতীয় নাৎসি!
    ট্রাক নিয়ে সটান হোয়াইট হাউসে ধাক্কা! ভারতীয় বংশোদ্ভূত যুবককে আট বছরের কারাদণ্ড কোর্টের(আনন্দ বাজারের থেকে)
  • lcm | ১৮ জানুয়ারি ২০২৫ ০২:৪৬535142
  • রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে ‘লড়াই’ করে এখনও পর্যন্ত ১২ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। শুধু তা-ই নয়, ১৬ জন ভারতীয়ের নাকি কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না! এমনই জানাল ভারতের বিদেশ মন্ত্রক।

    শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘রুশ সেনাবাহিনীতে কর্মরত ১২৬ জন ভারতীয়ের খবর মিলেছে এখনও পর্যন্ত। তাঁদের মধ্যে ৯৬ জনকে ইতিমধ্যেই ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মৃত্যু হয়েছে ১২ জনের। বাকি ১৮ জনের মধ্যে ১৬ জন এখনও নিখোঁজ।’’ রুশ সেনাবাহিতে কর্মরত ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনার ব্যাপারে বিদেশ মন্ত্রক ভ্লাদিমির পুতিনের সরকারের সঙ্গে যোগাযোগ করছে।

    দিন কয়েক আগেই রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বিনিল বাবু নামে কেরলের এক বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। বিদেশ মন্ত্রক তা নিশ্চিত করেছে। পেশায় বিদ্যুৎমিস্ত্রি বিনিল মোটা বেতনের চাকরির টোপে ফেঁসে যান । বিনিল এবং তাঁর এক বন্ধু রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন। যদিও পরে তাঁরা জানতে পারেন, সেখানে তাঁদের কাজ করতে হবে রুশ সেনার হয়ে। বিনিলের পরিবারের দাবি, তাদের ছেলে বিনিল এবং তাঁর বন্ধু জৈনকে ড্রোন হামলায় আহত হন। পরে বিনিলের মৃত্যু হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিনিলের দেহ দ্রুত দেশে ফেরাতে মস্কোর সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি।

    ২০২৪ সালের শুরুর দিকেই রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে। রুশ সেনার সহযোগী হিসাবে চুক্তিভিত্তিক নিযুক্ত করা হয়েছিল প্রায় শতাধিক ভারতীয়কে। এ ক্ষেত্রে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। এমনকি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতেও তাঁদের ব্যবহার করা হয়েছিল বলে খবর। শুধুমাত্র ভারতীয়দের নয়, ইউক্রেনের সঙ্গে সংঘাতের আবহে বিভিন্ন দেশের নাগরিকদের রুশ সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। নেপালেরও প্রায় দুশো নাগরিককে রুশ বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল বলে খবর ছড়ায়।

    রুশ সেনাবাহিনীতে ভারতীদের উপস্থিতি বিষয়ে গত বছর জুলাইয়ে রাশিয়া সফরে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একান্ত বৈঠকে ভারতীয় নাগরিকদের ছেড়ে দেওয়ার ব্যাপারে ‘বন্ধু’ পুতিনকে অনুরোধ করেন তিনি। তার পর থেকেই একে একে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের ছেড়ে দেওয়ার কাজ শুরু করে পুতিন সরকার। কিন্তু তার পরও এখনও কয়েক জন ভারতীয় রুশ সেনাবাহিনীতে আছেন। তাঁদেরই ফেরানোর ব্যাপারে আবার এক বার তৎপর হল দিল্লি।
     
  • @MP | 165.225.***.*** | ১৮ জানুয়ারি ২০২৫ ০২:১৬535141
  • "আম্রিকার চীনের থেকে অন্ততঃ রিজিম চেঞ্জের কোনো ভয় নেই " 
     
    এই যে কিছুদিন আগেই চীনের বেলুন মন্টানার আই সি বি এম তৈরির সামরিক আস্তানার কাছ ঘেঁষে ছবিটবি তুলছিল! তাছাড়া, প্রায় প্রতি মাসেই তো এক আধজন চৈনিক আমেরিকার সরকারী চাক্রিতে ধরা পরে আর দোষও স্বীকার করে যারা নাকি চীন সরকারের কাছে আম্রিগার সরকারী নথি পাচার করছিল। তারপরেও কি এই কথা নিশ্চিত করে বলা যায়?  
  • lcm | ১৮ জানুয়ারি ২০২৫ ০০:৫৯535140
  • বরং বলা যেতে পারে চিন এখন পশ্চিমি বিদেশ/বাণিজ্য নীতিকে বিশেষভাবে প্রভাবিত করে, যেটার কিছুটা উল্লেখ আপনি করেছেন।
    সো, ইটস নট অ্যাবাউট প্যালেস্টাইন, ইট ইজ অল অ্যাবাউট চায়না নাউ।
  • lcm | ১৮ জানুয়ারি ২০২৫ ০০:৫৫535139
  • আবার বলছি, বারবার বলছি, টিকটক ব্যান বা কিনে নেওয়ার সঙ্গে প্যালেস্টাইনের সাপ্রতিক ঘটনাবলীর কোনো সম্পর্ক নেই।

    সাম্প্রতিক প্যালেস্তাইন/ইস্রায়েল ক্রাইসিস না হলেও, টিকটক নিয়ে এরকম কিছু ঘটতই।

    আমার কেন জানি মনে হয়, আপনি পৃথিবীতে যা কিছু ঘটছে সবকিছুর সঙ্গে প্যালেস্টাইনকে জুড়ে দিতে চাইছেন, কিন্তু ঘটনা তা নয়। এ নিয়ে অন্য যা কিছু বলেছেন, বিশেষ করে মার্কিন অথরিটি, সাম্রাজ্যবাদী বিদেশনীতি এসবের সঙ্গে মোটামুটি এগ্রি করি, শুধু প্যালেস্তাইনকে কেন্দ্র করে পৃথিবীর সবকিছু ঘটছে আপনার এই ধারণার সঙ্গে একমত নই।
  • MP | 2401:4900:3f0b:37e9:92ef:e3a6:f15d:***:*** | ১৮ জানুয়ারি ২০২৫ ০০:১২535138
  • @২৩ : ০৭ , আম্রিকার চীনের থেকে অন্ততঃ রিজিম চেঞ্জের কোনো ভয় নেই l চীন আমার জ্ঞানতঃ গত ৭৫ বছরে কোথাও রিজিম চেঞ্জ করেইনি l ওসব CIA করে l আসলে জায়নবাদীরা Tiktok যে নতুন একটা কম্পিটিশন নিয়ে এলো মার্কেটে তাদের প্যালেস্টাইনের জেনোসাইডের বিরুদ্ধে এটাই মানতে পারেনা l ওদের দাবী সারা দুনিয়াতে যত ন্যারেটিভের কিছু ওরাই করবে l 
  • @MP | 165.225.***.*** | ১৭ জানুয়ারি ২০২৫ ২৩:০৭535137
  • "যেকোন বুদ্ধিমান রাষ্ট্রই একাজ করবে" - আম্রিগাকে বোকা ​​​​​​​ভাবার ​​​​​​​কারণ ​​​​​​​কি? ​​​​​​​
     
  • dc | 2402:e280:2141:1e8:302f:33c3:5d58:***:*** | ১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪৩535136
  • গোল্ডেন পিরিয়ডের একটা গান শুনুন। কিশোর আর আশার গাওয়া, আনন্দ বক্সীর লেখা। সুর এস ডি বর্মনের, যদিও আরডির ছাপ স্পষ্ট। 
     
  • MP | 2409:4060:eb5:93a1:c9fe:4a2e:99b0:***:*** | ১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৯535135
  • @২০:৪৮ চীন কেন এসব ক্লাউড app কেন ব্যান করলো সেটা খুবই সহজ ব্যাপার l আম্রিকা বিভিন্ন দেশে রিজিম চেঞ্জের জন্যে তাদের এসব ক্লাউড app গুলোকে কাজে লাগায় l ইউক্রেনে ২০১৪ সালে , হংকঙে ২০২০ সালে , বাংলাদেশে ২০২৪ সালে একই প্যাটার্ন ফলো করা হয়েছিলো l যেকোন বুদ্ধিমান রাষ্ট্রই একাজ করবে l 
  • ট্রাম্পের | 117.238.***.*** | ১৭ জানুয়ারি ২০২৫ ২১:৩০535134
  • কাছে বি* টেপা খেয়ে নেত্যবাবা  বাপ্বাপ করে  সিজফায়ার কল্লো .
  • @MP | 165.225.***.*** | ১৭ জানুয়ারি ২০২৫ ২০:৪৮535133
  • "ফেসবুক এক্স হোয়াটস্যাপ ইউটিউব চীন রাশিয়া এমনকি ইরানের মত গরীব দেশ ব্যান করে দিয়েছে " - MP
     
    আম্রিগা কেন টিকটক ব্যান করেছে তার উত্তর চাইবার আগে, চীন কেন এইসব মার্কিন প্রোডাক্ত ব্যান করল - সে বিষয়ে আপনার কি মনে হয়? 
     
     
  • PRABIRJIT SARKAR | ১৭ জানুয়ারি ২০২৫ ১৬:০৯535132
  • সব ধনতান্ত্রিক দেশ বড় এম এন সি - বহুজাতিক সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত। এদের  শাসক শ্রেণীকে ওই এম এন সি গুলো নিয়ন্ত্রণ করে। কেউ নিয়ন্ত্রণের বাইরে যেতে গেলে যা হয় তা হল গদ্দাফির লিবিয়া।দিন রাত গাজা গাজা না করে লিবিয়া কিভাবে শেষ হল সেই নিয়ে চর্চা করুন।
  • PRABIRJIT SARKAR | ১৭ জানুয়ারি ২০২৫ ১৬:০১535131
  • MP
             @প্রবীরজিৎ , প্রশ্নটা আপনার অর্থনীতিবিদ সত্তার কাছে রাখছি | পশ্চিমী অর্থনীতি মুক্ত উদার খোলা বাজার নীতির কথা বলে যতক্ষণ তাদের স্বার্থ আধিপত্য বজায় থাকছে | tiktok ব্যান প্রমান করছে যে যেখানে এই স্বার্থ রক্ষা হচ্ছেনা সেখানেই ভীষণ ভাবে পশ্চিমী খোলা বাজারি অর্থনীতির দাঁত নখ বেরিয়ে আসে | তাহলে উন্নয়নশীল দেশের কাছে উপায় কি ? আমি মনে করি বাজারের খোলা রাখা ততটুকুতেই যাতে রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষিত হয় | এছাড়া উন্নয়নশীল দেশগুলোকে প্রয়োজনে চীনের বড়ই  স্কিম থেকেও নিজের পরিকাঠামো ইত্যাদিতে উন্নয়নের জন্য ঋণ প্রয়োজন যেহেতু পশ্চিমি ব্রেটন উডস সংস্থাগুলো যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইত্যাদি তাদের সেভাবে কোনো সাহায্য করতে চায়না | বাংলাদেশের পদ্মা সেতু যার সবচেয়ে বড় উদাহরণ | কি বলেন ?
    –--------
    আপনার প্রশ্ন পলিটিক্যাল ইকোনমি র বিষয়। আগে অর্থনীতি ও বলত। এখন কোন। নামী দামী উনিভার্সিটি পলিটিক্যাল ইকোনমি চর্চা করে না। করে বিশুদ্ধ অর্থনীতির চর্চা। ব্যর্থ অংকবিদ বা ফিজিসিস্ট ওই বিশুদ্ধ অর্থনীতির চর্চা করে। তারা যেসব মডেল করে ( এবং কেউ কেউ নোবেল পায়) তাতে এসব প্রশ্নের উত্তর নেই।
     
    আমিও বিশুদ্ধ অর্থনীতির ডিগ্রিধারী। তবে একটু আধটু পলিটিক্যাল ইকোনমি পড়েছি। বিশুদ্ধ অর্থনীতি অর্থনীতি ধরে নেয় সব ফেয়ার এন্ড ফ্রি কম্পিটিসন। এখন যারা উন্নত তারা গরিব দেশকে ওই পথ দেখায়। ওই বড়লোক দেশগুলো ওদের স্বার্থের প্রয়োজনে এই ফেয়ার কম্পিটিশন আদর্শ থেকে বিচ্যুত হয় আর গরিব দেশগুলোকে শত প্রয়োজনে এই আদর্শ থেকে বিচ্যুত হতে বারণ করে।
    স্বাধীন ভারত এই আদর্শ অনুসরণ না করে এগিয়েছিল। যেটুকু শিল্পে এগিয়েছে তা ওই নেহেরুর পথে। এখন দেশীয় বাজার খুলে দিয়ে এগোতে চেস্টা করছে।
  • MP | 103.4.***.*** | ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:৩৯535130
  • @lcm "আর, ব্লিন্কেন তো গাজাতে টিকটক ব্যান করতে বলেছে। ওদের বক্তব্য - Blinken blames TikTok and social media for disrupting Israel’s narrative of war in Gaza" 
     
    আমিও তো সেটাই বলছি | TikTok এর জন্য ইসরাইলের জেনোসাইডের ব্যাপার সারা পৃথিবী দেখতে পাচ্ছে তাই আসলে জায়নবাদীরা TikTok ব্যান করলো | আরেকটা ব্যাপার , ব্লিঙ্কেন যেহেতু নিজে একজন জায়নবাদী তাই ইসরাইলের ন্যারেটিভ নিয়ে ওর মাথাব্যথা বেশী যদিও আমি যতদূর জানি আম্রিকা আর ইসরাইল এক দেশ নয় | 
     
    "আর স্নোডেন বলেছেন যে আমেরিকার নাগরিকদের অনেক তথ্য আমেরিকান সরকার সংগ্রহ করে, স্নোডেন তো বলেন নি যে আমেরিকানদের তথ্য চায়্নার কাছে আছে।"
     
    তাই তো আমিও বলছি | আম্রিকার কাছে TikTok সিকিউরিটি থ্রেট যেহেতু এটা জায়নবাদীরা নিয়ন্ত্রণ করেনা কিন্তু বাদবাকি X ফেবু এগুলো সিকিউরিটি থ্রেট নয় যেহেতু জায়নবাদীরা নিয়ন্ত্রণ করে ওগুলো | কিন্তু আম্রিকার মানুষের কি লাভ হচ্ছে এই জায়োনবাদীদের নিয়ন্ত্রণের মধ্যে থেকে ?
  • halua | 175.2.***.*** | ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:৫৫535129
  • ধোর বা... কার সঙ্গে তর্ক করচেন! এই মালটা তো পশ্চিমবঙ্গের আলুর ফলন ঠিকঠাক না হলে তাতেও ইহুদিদের দোষ দেয় ... ইহুদিবিদ্বেষ ছড়ানোই এর একমাত্র কাজ ...
  • lcm | ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:৪৭535128
  • আর, ব্লিন্কেন তো গাজাতে টিকটক ব্যান করতে বলেছে। ওদের বক্তব্য - Blinken blames TikTok and social media for disrupting Israel’s narrative of war in Gaza

    ইউএসএ তে টিকটক ব্যানের ব্যাপার নিয়ে কথ হচ্ছে তো অনেকদিন আগে থেকে।

    আর স্নোডেন বলেছেন যে আমেরিকার নাগরিকদের অনেক তথ্য আমেরিকান সরকার সংগ্রহ করে, স্নোডেন তো বলেন নি যে আমেরিকানদের তথ্য চায়্নার কাছে আছে।
  • lcm | ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:৪০535127
  • না না, X (Twitter) বা ফেসবুকের তথ্য তো চায়নার সার্ভারে থাকে না। 
    সমস্যাটা চায়না নিয়ে। এর আগেও একই জিনিস হুয়েই বলে একটা চাইনিজ কোম্পানি নিয়ে হয়েছে। 
    তাছাড়া ভাবুন না- একগাদা নন-ওয়েস্টার্ন কান্ট্রিও তো টিকটিক ব্যান করছে, ওই একই কারণে।  
  • MP | 103.4.***.*** | ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:২৪535126
  • @lcm , কিন্তু ব্লিঙ্কেন আর রমণী তো প্রকাশ্যেই tiktok ব্যান করতে বলছেন গাজার জেনোসাইডের ইস্যুটা নিয়ে | তাহলে ওরা কি মিথ্যে বলছেন ? ওসব  সিকিওরিটি কনসার্ন ফালতু গল্প | তাছাড়া আম্রিকিদের ব্যক্তিগত জীবনের তথ্য তো বহুদিন ধরেই X ফেবু হোওয়াটসাপ এসবে থাকছে | স্বয়ং এডওয়ার্ড স্নোওডেন তো এক দশকের বেশি সময় ধরে এসব বলেছেন | তাহলে তখন X ফেবু হোওয়াটসাপ কেন ব্যান করা হয়না ? ওগুলো জায়নবাদী হোয়াইট সুপ্রিমেসিস্টরা নিয়ন্ত্রণ করে সেজন্যে ?
  • lcm | ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:২১535125
  • এদিকে বলছে সত্যজিত রায়ের তারিণী খুড়োর গপ্পো নিয়ে একটা সিনেমা আসছে এ মাসে - দ্য স্টোরিটেলার
  • lcm | ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:১৩535124
  • এমপি ,
    না না, বললাম তো ইউএসএ তে টিকটিক ব্যান এর কথা চলছে ২০২০ সাল থেকে। প্যালেস্টাইন-ইস্রায়েল এর সাম্প্রতিক ঘটনাবলীর অনেক আগে থেকে। 
    বলছে মূলত সিকিওরিটি কনসার্ন, আমেরিকানদের ব্যক্তিগত জীবনের তথ্য চায়নার সার্ভারে থাকুক - এই ব্যাপারটা নিয়ে গোলমাল। 
    এমন নয় যে চীনে তৈরি প্রোডাক্টে অসুবিধা আছে, চামচ থেকে ফোন সবই তো চিনে তৈরি, কিন্তু সোশ্যাল মিডিয়ার ডেটা অন্য ব্যাপার। 
    একই কারণ দেখিয়ে অন্য অনেক নন-ওয়েস্টার্ন দেশও টিকটিক ব্যান করেছে। 
  • MP | 103.4.***.*** | ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৩535123
  • @lcm , গাজা জেনোসাইডের জন্য না হলে তাহলে আম্রিকা কেন tiktok ব্যান করলো ??
     
     
    এখানে বর্তমান আম্রিকি বিদেশ মন্ত্রী ব্লিঙ্কেন এবং প্রাক্তন আম্রিকি গভর্নর মিট রমণী প্রকাশ্যে বলছেন যে প্যালেস্টাইনের ​​​​​​​ইস্যুর জন্যই tiktok ব্যান করা উচিত | এদের মধ্যে ব্লিঙ্কেন ডেমোক্রাট রমণী রিপাবলিকান | কিন্তু এই ভিডিওতে দুজনেই প্যালেস্টাইনের জেনোসাইড ইস্যুটাতে tiktok ব্যান করতে চাইছেন | এখন প্রশ্ন হচ্ছে গাজার জন্য না হলে জায়নবাদীরা কেন tiktok ব্যান করলো ?
  • lcm | ১৭ জানুয়ারি ২০২৫ ১২:৪৩535122
  • হালে শেষ কয়েক বছরে টিকটক অনেক দেশই ব্যান করেছে (কোথাও পার্মানেন্টলি, কোথাও টেম্পোরারি) যেমন - সেনেগাল, আফ্গানিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, ভিয়েতনাম, জর্ডন, ইরান, কির্গিজিস্তান, উজবেকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া ... ... ...

    এরা অনেকেই ওয়েস্টার্ন কান্ট্রি নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত