এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • MP | 103.4.***.*** | ১৭ জানুয়ারি ২০২৫ ১২:২১535121
  • @প্রবীরজিৎ , প্রশ্নটা আপনার অর্থনীতিবিদ সত্তার কাছে রাখছি | পশ্চিমী অর্থনীতি মুক্ত উদার খোলা বাজার নীতির কথা বলে যতক্ষণ তাদের স্বার্থ আধিপত্য বজায় থাকছে | tiktok ব্যান প্রমান করছে যে যেখানে এই স্বার্থ রক্ষা হচ্ছেনা সেখানেই ভীষণ ভাবে পশ্চিমী খোলা বাজারি অর্থনীতির দাঁত নখ বেরিয়ে আসে | তাহলে উন্নয়নশীল দেশের কাছে উপায় কি ? আমি মনে করি বাজারের খোলা রাখা ততটুকুতেই যাতে রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষিত হয় | এছাড়া উন্নয়নশীল দেশগুলোকে প্রয়োজনে চীনের বড়ই  স্কিম থেকেও নিজের পরিকাঠামো ইত্যাদিতে উন্নয়নের জন্য ঋণ প্রয়োজন যেহেতু পশ্চিমি ব্রেটন উডস সংস্থাগুলো যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইত্যাদি তাদের সেভাবে কোনো সাহায্য করতে চায়না | বাংলাদেশের পদ্মা সেতু যার সবচেয়ে বড় উদাহরণ | কি বলেন ?
  • lcm | ১৭ জানুয়ারি ২০২৫ ১২:১৪535120
  • টিকটক ব্যান এর কথা তো বহু আগে থেকেই চলছে, ট্রাম্পের ফার্স্ট টার্মের সময় ২০২০ তে প্রসঙ্গ উঠেছিল। এর সঙ্গে গাজা বা ইস্রায়েলের কোনো সম্পর্ক নেই, এসবের অনেক আগে থেকেই টিকটক নিয়ে ইউএস গভর্নমেন্টের গন্ডগোল চলছে।

    ৭ টি দেশের সরকার ফেসবুক ব্যান (সম্পূর্ণ বা সাময়িকভাবে) করেছে - রাশিয়া, চায়না, ইরান, নর্থ কোরিয়া, মায়ামার, তুর্কমেনিস্তান।

    ১৫৬ টি দেশে ফেসবুক ব্যবহার হচ্ছে।

    ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এ টিকটক ব্যান করেছে।
  • PRABIRJIT SARKAR | ১৭ জানুয়ারি ২০২৫ ১১:১১535119
  • ওদের রুলিং ক্লাসের স্বার্থ ব্যাহত হচ্ছিল। আমাদের রুলিং ক্লাসের স্বার্থ আছে তাই রেখেছে।
  • MP | 103.4.***.*** | ১৭ জানুয়ারি ২০২৫ ১০:২০535118
  • @প্রবীরজিৎ , ফেসবুক এক্স হোয়াটস্যাপ ইউটিউব চীন রাশিয়া এমনকি ইরানের মত গরীব দেশ ব্যান করে দিয়েছে |  ইরানের আমার পরিচিত এক ভদ্রলোক বলেছেন , যে ওখানে শুধু টেলিগ্রাম চলে | তাহলে ভারতে কেন হয়নি ? 
  • PRABIRJIT SARKAR | ১৭ জানুয়ারি ২০২৫ ০৯:৫৫535117
  • চীন শত্রু দেশ। হয়তো কিছু প্রমাণ পেয়েছে ভারতের গোয়এনদা। আবার যারে দেখতে নারি তার চলন বাঁকা কেস ও হতে পারে। ট্রামপ টিকটক আমেরিকা কিনে নেবে শুনলাম। তাই ব্যান স্থগিত হবে শুনছি। ফেসবুক এক্স ব্যান করা কঠিন ভারতের পক্ষে। চাপ আসবে আমেরিকা থেকে। তবে এক সময় ব্ল্যাকবেরি ব্যান করেছিল। কোকোকোলা ব্যান করেছিল। সাহস ছিল।
  • MP | 2409:4060:e84:4005:7445:6cfb:dc9c:***:*** | ১৭ জানুয়ারি ২০২৫ ০৮:৪৪535116
  • @প্রবীরজিৎ,  tiktok চীনা গুপ্তচর আর meta X WhatsApp YouTube তাহলে কি ? আমরা এগুলোকে কেন ব্যান করছিনা ?
  • PRABIRJIT SARKAR | ১৭ জানুয়ারি ২০২৫ ০৮:১৬535115
  • @এম পি। ভারত টিক টক এক সময় ব্যান করেছিল চীনা গুপ্তচর রুখতে। আপনার কাছে যে খবর  এল আমি জানি না।
  • PRABIRJIT SARKAR | ১৭ জানুয়ারি ২০২৫ ০৮:১১535114
  • আমিও প্রায় কুড়ি বছর মেট্রো চাপিনি। টালিগঞ্জ থেকে গড়িয়া বা দমদমের পর মেট্রো এসব তখন ছিল না। কলকাতায় অনেক লাইন হয়েছে। আমি একদম সরগর নই। বরং প্যারিস মেট্রো এর চেয়ে ভাল বুঝি।
     
    এখোনো প্রাইভেট বাস প্রতিযোগিতা করে মানুষ মারে। মাঝ রাস্তায় টেরছা করে দাঁড়ায়। তবে বাস কমে গিয়েছে। বহু লোকে অটো মেট্রো শেয়ার ট্যাক্সি নয় উবার চরে অফিস কাছাড়ি যায়। নয়ত নিজের গাড়িতে। আর লোকাল ট্রেন তো আছে ই । ভযঙ্কর ভিড়। কেউ শেয়াল দা থেকে ক্যানিং যাবার ট্রেনে বসতে পারলেও মাঝ রাস্তায় উঠে দাঁড়াতে বাধ্য হয়। অলিখিত নিয়ম দাঁড়ানোর যাত্রীদের বসতে দিতে হবে। নইলে মার। 'ঝি' স্পেশালে নতুন 'ঝি' উঠতে পারে না শুনেছি। ওদের আগে আসতে বললে বলে আমাদের ওই ট্রেনে ওঠার অনুমতি নেই। বর্ধমানের দিকে ও ডেলি পাষন্ডদের দাপট আছে।
  • MP | 2409:4060:e84:4005:7445:6cfb:dc9c:***:*** | ১৭ জানুয়ারি ২০২৫ ০৮:০২535113
  • @প্রবীরজিৎ , Tiktok ব্যান নিয়ে আমার নিজের বক্তব্য হচ্ছে যে জায়নবাদী হোয়াইট suprimacist নিয়ন্ত্রিত cloud platforms যেমন Meta, X, YouTube, WhatsApp এগুলো কোনো এশীয় cloud প্লাটফর্মকে সহ্যই করতে পারেনা l তথাকথিত মুক্ত অর্থনীতির আসল রূপ এটাই l 
  • :) | 2405:8100:8000:5ca1::4f7:***:*** | ১৭ জানুয়ারি ২০২৫ ০৭:৫৬535112
  • বাসে বাদুড়ঝোলা হয়ে যাওয়ার নস্টালজিয়া আর অ্যাস্পিরেশন অফ পভার্টির যে ব্যাপারটা laugh
  • MP | 2409:4060:e84:4005:7445:6cfb:dc9c:***:*** | ১৭ জানুয়ারি ২০২৫ ০৭:৪৩535111
  • গাজার জন্যই কি ব্যান করা হলো tiktok ?  Tiktok ব্যান করবার পরে এখন মার্কেটে আরেকটা চীনা aap নাম শোনা যাচ্ছে l এটির নাম xiaohongshu বা ছোট্ট লাল বই বা red notebook l এটা কেমন কেউ কি জানেন ?
  • dc | 2402:e280:2141:1e8:d8f5:cc60:d512:***:*** | ১৭ জানুয়ারি ২০২৫ ০৭:২৪535110
  • laugh
  • পাক্কা | 103.***.*** | ১৭ জানুয়ারি ২০২৫ ০৭:২০535109
  • মাগা না হলে এরকম বুদ্ধি হয় না
  • prabasi | 2405:8100:8000:5ca1::3a1:***:*** | ১৭ জানুয়ারি ২০২৫ ০৬:৫৮535108
  • একসময় কলকাতায় ড্রাইভ করতে গায়ে জ্বর আসত। রাস্তার মাঝখানে বাস দাঁড়িয়ে লোক তুলছে। তার পিছনে আরো দুটি বাস তেরছা হয়ে দাঁড়িয়ে রাস্তা আটকে দিয়েছে। অটো ব্রাউনিয়ান মোশনে এদিক থেকে ওদিক যাচ্ছে। এখন পাবলিক ট্রান্সপোর্ট উঠে গেছে জেনে ভাল লাগল। তার মানে লোকের টাকাপয়সা বেড়েছে। একটু মানুষের মত যাতায়াতের সুযোগ হয়েছে।
  • . | ১৭ জানুয়ারি ২০২৫ ০১:৫২535107
  • ধর্মতলা, মে ১৯৭৬  ফোটোর ঐ সাদা বাড়িটা আমার  দাদাশ্বশুরের। ওঁর আবক্ষ মূর্তি আছে ভেতরে। সিরিয়াসলি।
  • dc | 2402:e280:2141:1e8:a53d:7d26:b962:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ২৩:৩২535106
  • আচ্ছা একটা গান শুনুন 
     
  • | ১৬ জানুয়ারি ২০২৫ ২৩:১৮535105
  • উহ প্রচুর টাইপো। বেজায় ঘুম পেয়ে গেছে আর ঠিক করতে পারছি না, একটু বুঝে নিন।
  • | ১৬ জানুয়ারি ২০২৫ ২৩:১৬535104
  • বোরিং হ্যাজকে দেখে ভাল্লাগছে। 
     
    কলকাতার পাবলিক ট্র‍্যান্সপোর্ট ব্ব্যপারটা জাস্ট উবে গেছে। আগে,  আগে মানে ২০১৬ অবধিও হাওড়া থেকে সেক্টর ৫ যেতে এস১৮ মোটামুটি ঘন্টায় দুটো পাওয়া যেত অফিস টাইমে। এছাড়া আরেকটা কত নম্বর যেন লালবাস ছিল যেটা ওই ঊইপ্রোর ওখানের ডিপো পর্যন্ত যেত। এটা অবশ্য সকালে একটা কি দুটো বড়জোর পাওয়া যেত। যেদিন পেতাম আমরা লটারি কাটবো বলতাম। এ বাসটাকে আমি ২০০৬ এর পরে আর দেখি নি। এখন এস১৮ নাকি উঠে যায় নি শুনি কিন্তু চোখে দেখি নি বহুকাল।  এস১২ আসে আর সারা কলকাতা ঘুরে যায়। 
     
    ওলা উবের কলকাতায় এমন বিচিত্র সব ত্যাঁদরামি করে যা পুণে বা ব্যাঙ্গালোরে পাই নি। ব্যাঙ্গালোরে ৯৭তে যখন গেছিলাম সে অতি সুন্দর সবুজ একটা শহর। ২০১৫ তে ৬ -১০কিমি যেতে আমার রোজ দুই ঘন্টার বেশী লাগত। ফলে পরে প্রত্যেকবার অফিস গেস্ট হাউস কাটিয়ে দিয়ে ক্লায়েন্ট অফিসের কাছে পায়ে হাঁটা দুরত্বের হোটেল নিতাম। বীভৎস জ্যাম! অত জ্যাম সেই ছোটবেলায় ৮এর দশকে স্ট্যান্ড রোডে হত।  ৯ এর দশকে বা পরেও স্ট্যান্ড রোড কাটিয়ে চাঁদপাল থেকে লঞ্চ ধরে নিতাম, এখনো নিই। 
     
    আবার আজ ককেজ স্ট্রীট গেলাম। হাওড়া থেকে ৪৪ ধরে আর ফিরলাম ২৪বি ধরে। দুবারই রাস্তায় সেভাবে আটকাতে হয় নি। সাধারণত চিৎপুর আর সেন্টারল এভিনিউ জ্রসিং এই দুটোতে ১৫-,২০ মিনিট ওয়েট টাইম থাকে। 
     
    সমস্যার মূল কারণ পাবলিক ট্র‍্যান্সপোর্ট আর বিশেষ করে স্টেট ট্র‍্যান্সপোর্ট নেই হয়ে যাওয়া। স্টেট ট্র‍্যান্সপোর্ট এক্সথেষ্ট সং্খ্যক সব রুটে থাকলে আর অফিসপাড়াগুলো আর ব্যস্ত জায়পগাগুলোতে প্রাইভেট কার অ্যালাও না করলেই জ্যাম অনেক কমে যাবে। 
     
     
  • পাপাঙ্গুল | 182.69.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ২৩:০৭535103
  • :D :D
  • ১৯৭৬ সালের মে মাসে | 17.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ২২:৫৯535102
  • কলকাতায় শীত পড়ত বুঝি ?
  • lcm | ১৬ জানুয়ারি ২০২৫ ২২:৪৬535101
  • ধর্মতলা, এপ্রিল ১৯৭০
    ... ... ... ...
     
    ধর্মতলা, মে ১৯৭৬ 
  • r2h | 208.127.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ২১:৩০535100
  • পল্লীশ্রী - এটাই ভুলে গেছিলাম, থ্যাংকিউ রঞ্জনদা!

    প্রাক কোভিড গুরুর বইয়ে বর্ণনা ছাপাখানার উল্লেখ আছে, ওদের আপিস ঐ পল্লীশ্রীতেই।

    নাকতলা ইত্যাদি দিয়ে টালিগঞ্জ খাল পেরুলে তখনও মনে হতো অন্য জায়গা। বোড়াল, কামডহরি - পুরনো জলাশয়, ভাঙা মন্দির মসজিদ ইটের দেওয়াল, ঘাট।
  • dc | 2402:e280:2141:1e8:a53d:7d26:b962:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ২১:২৪535099
  • শক্তিগড়, বিজয়গড়, লায়েলকার মাঠ, নেতাজিনগর, নাকতলা - এসব জায়গায় বন্ধুদের সাথে কতো যে ঘুরেছি! :-)  
  • Ranjan Roy | ১৬ জানুয়ারি ২০২৫ ২১:১৮535098
  • 66 থেকে 68  নাকতলায় থাকতাম। হাওয়াই চটি
    পায়ে হেঁটে সূর্য নগর, নেতাজী নগর,  গান্ধী কলোনি, পল্লীশ্রী মোড় লায়েলকা টো টো করতাম। 
    তখন নেতাজী নগরে,  বিজয়গড়ে পাকা বাড়ি কম ছিল। 
    আজকাল আনোয়ার শাহ  রোড, সাদার্ন অ্যাভিনিউ  অনেক ছিমছাম।  মাঝখানে ডিভাইডার।
  • dc | 2402:e280:2141:1e8:a53d:7d26:b962:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ২১:০০535097
  • যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের উল্টোদিকে, এখন যেখানে কার্ল মার্ক্স আর রাজীব গান্ধীর স্ট্যাচু হয়েছে, তার ওপাশে মাঝেমাঝে মার্ক্সীয় সাহিত্যের স্টল বসতো। আর সেই স্টল বেশীর ভাগ সামলাতেন বাবার নানা বন্ধুরা, পাড়ার কাকুরা, যাঁরা আমাকে দেখলেই পড়া ধরবার তাল করতেন। আমি সরু হয়ে একটা দরজার পাশ দিয়ে ঢুকেই এক কোনে চলে যেতাম, যেখানে পেরেলম্যান আর আরও অনেক অংক, ফিজিক্স ইত্যাদির চটি বই রাখা থাকতো। সেগুলোর থেকে দুয়েকটা কিনতাম, দাম হতো পাঁচ বা দশ টাকা। কাকুরা খুব গম্ভীর মুখে বিল কেটে দিতেন। কি কেলো যে হতো! 
  • r2h | 208.127.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৫৫535096
    • kk | ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৫০
    • আর হুতো আমাদের ঐ নেতাজীনগরের বাড়িটা চিনতো :-))
     
    হ্যাঁঃ)
    আমি এই বছর খানেক আগে ঐ পাড়ায় একটু ঘোরাঘুরি করে, একটা চায়ের দোকানে চা খেয়ে এসেছিঃ)
  • r2h | 208.127.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৫৩535095
  • হ্যাঁ, নেতাজীনগর যাদবপুর, অটো স্ট্যান্ডে রাজীব গান্ধী আর কার্ল মার্ক্স দুদিকে মুখ করে স্ট্যাচুঃ)
    আমার তো ধোপা নাপিত ইয়ার বক্সী উপবন বারানসী সবই ঐদিকে ছিল, বিকেল বেলা রামঠাকুর আশ্রমে হালুয়া খেতে দিত, মাঝে মধ্যে বিকেলের দিকে কফি হাউস ঢোকার আগে আমি আর শান্তনু গিয়ে ঐ খেয়ে আসতাম। তবে শান্তনুর আশ্চর্য প্রতিভা ছিল সব জায়গা থেকে ব্যানড হয়ে যাওয়ার, তাই ঐ বন্দোবস্ত বেশিদিন চলেনি।

    গান্ধীকলোনীর পেরিয়ে একটা মোড় আছে, নামটা ভুলে গেলাম, ওখানে দেখলাম বেশ চমৎকার একটা বিরিয়ানির দোকান খুলেছে। ওখানে আগে একটা ভাতের হোটেল ছিল, দুয়েকবার খেয়েছি মনে আছে। আর নেতাজীনগর মোড়ে ভূপেন কেবিন আর কমলা মিষ্টান্ন ভাণ্ডার।

    এইসব ভাবতে ভাবতে মনে হল, আগে ভর দুপুরবেলা রাস্তাঘাট, পাড়াগুলি নিস্তব্ধ হয়ে যেত, দোকান পাট বন্ধ, রাস্তায় লোকজন নেই। আজকাল আর সেসব হয় না, সব রাস্তা সব পাড়া সব লোক সদাব্যস্ত।
  • kk | 172.58.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৫০535094
  • আর হুতো আমাদের ঐ নেতাজীনগরের বাড়িটা চিনতো :-))
  • r2h | 208.127.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৪৫535093
  • চিংড়িঘাটা বা মোটের ওপর সেক্টর ফাইভ এখন কী জানি না, ২০১০-১১-র স্মৃতি মোটে সুখের না। কলেজ মোড়ে শাটল ধরার জন্য হুড়োহুড়ি, রাস্তায় খানা খন্দ, অন্ধকার, এসডিএফ - চিংড়িঘাটা রুটে অপ্রতুল অটো, পরে বোধয় বাস চালু হয়েছিল, সেটা সকালের দিকে সুবিধাজনক হতো। নিকোপার্ক নলবনে বিয়েবাড়ি চালু হল - একদিকের রাস্তা পুরো আটকে। ঐটুকু রাস্তা পেরুতে অনন্ত কালক্ষয়।

    লুরুর ট্রাফিকও ভয়াবহ, তবে কলকাতার মত কিনা বা তার থেকে খারাপ কিনা- সেটা ঠিক মনে পড়ে না। আড়ে বহরে শহরটা অনেক বড়, সেটাও একটা ব্যাপার। আবার লুরুতে অত বাস টাস চাপিওনি। আবহাওয়া কলকাতার মত প্যাচপ্যাচে না বলে হয়তো অত খারাপ মনে হয়নি।

    তবে কলকাতায় তো পথে ঘাটে হাঁটাও এক ঝকমারি হয়ে গেছে। পাটুলিতে একটা সময় বেশ ছিমছাম ফুটপাথ বুলেভার্ড হয়েছিল, সেসব এখন সব রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো খাবার ডেলিভারির লোকেদের মোটরসাইকেল পার্কিংএর জায়গা হয়ে গেছে। আর হয়েছে বিয়েবাড়ি। বিয়েবাড়ির গেটের বাইরে পান ফুচকার কাউন্টার বসায় ফুটপাথে, সেসব ডিঙিয়ে হাঁটা এক ঝক্কি। চা পান সিগারেটের দোকানের সামনের গজল্লা বেমালুম জেব্রা ক্রসিংএর ওপর মোটরসাইকেল পার্ক করে রাখে।

    অন্যত্র কী অবস্থা কে জানে, আজকাল কলকাতা গেলে আর বেশি ঘোরাঘুরি করাও হয় না।

    মেট্রো চাপলাম বোধয় কয়েকবার, তবে সে আপিস টাইমে না।

    এক কালে টালিগঞ্জ থাকতাম, কোন দিন কিছু করার না থাকলে ট্রামে চেপে ধর্মতলা গিয়ে আবার ফিরতি ট্রামে ফিরে আসতাম, বেশ গল্প করতে করতে পথঘাট দেখতে দেখতে।
    অথবা মেট্রো ধরে শ্যামবাজার গিয়ে গোলবাড়িতে খেয়ে চলে আসতাম।
  • kk | 172.58.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৩৭535092
  • আমি প্রাচীন কালে কলকাতায় থাকতাম। নেতাজীনগর থেকে যাদবপুর যেতে হতো অটোয়। সুপারভাইজারের হুকুম ছিলো ধর্মঘট, বন্যা, তুফান যাই হোক, ল্যাবে আসা বাদ দেওয়া যাবেনা। কাজেই সেরকম সব দিনে হেঁটেও গেছি। তারপর বাড়ি বদল হলো। এবার দক্ষিনেশ্বর থেকে। তখনো মেট্রো নর্থের দিকে দমদম অব্দিই ছিলো। কাজেই দক্ষিনেশ্বর থেকে ভিড়স্য ভিড় লোকাল ট্রেনে শেয়ালদা। শেয়ালদা থেকে সামান্য কম ভিড় লোকাল ট্রেনে যাদবপুর। গরম, ভিড়, সময় নষ্ট, এসব নিয়ে বিরক্ত হওয়া যাবে তাই জানতামনা। ভাবতাম এই আমায় করতে হবে, এইই নরম্যাল। এসবের আগে ভবানীপুর থেকেও গেছি যাদবপুর। অটোয় মুদিয়ালি, সেখান থেকে আবার অটোয় যাদবপুর থানা, সেখান থেকে হেঁটে IACS। কিম্বা বাসেও যাওয়া যেতো। একবারই শখ করে ট্যাক্সি চেপেছিলাম। তা আনওয়ার শাহ রোডে বাসের ধাক্কা, হেড-ইনজুরি, ইত্যাদি ইত্যাদি, সেসব কথা তো আগেই বলা হয়ে গেছে বেশ কয়েকবার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত