এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৪ ডিসেম্বর ২০২৪ ০০:৩৪534550
  • প্রমথ বিশীর গল্পের প্রসঙ্গে রবীন্দ্রনাথের পিজে মনে পড়ল। তখন প্রমথনাথ সবে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করেছেন, কলেজে ভর্তি নিয়ে ভাবছেন, রবীন্দ্রনাথ একদিন তাই শুনে বললেন - কলেজে পড়ে কি করবি, যে কলে পড়লে লেজ গজায় তাকে কলেজ বলে।

    প্রঃবিঃ এর জনমতের বিরুদ্ধে কথা বলার ধক ছিল। স্বদেশী আন্দোলন তখন হেব্বি তুঙ্গে, রাজশাহি কলেজ সুরেন দাশগুপ্ত নামের এক ছাত্র হস্টেলের ছাদে গিয়ে স্টুডেন্টদের শুকোতে দেওয়া বিলিতি জামাকাপড় পোড়াতে শুরু করলেন, ছাত্ররা তাতে প্রচুর হাততালি দিয়ে টেম্পো তুলে দিল, প্রমথনাথ গর্জে উঠলেন - বিলিতি সিগারেট মুখে ঝুলিয়ে অন্যের জামাকাপড় পোড়াতে লজ্জা করছে না !
  • b | 2402:3a80:1c70:1c32:178:5634:1232:***:*** | ২৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৩২534549
  • প্রমথনাথ বিশী প্রচুর গুল্প দিতেন ।  রাজশাহী কলেজের এক প্রবীণ অধ্যাপক এক নবীন  অধ্যাপককে প্রহার করেন . পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে গেলে নবীনজন বলেন যান যান মশায় , মার দিয়ে আবার ক্ষমা চাওয়া ! তখন প্রবীণ বললেন : কি , ক্ষমা করবি না? তাহলে আরো  মার খা । 
  • MP | 2401:4900:708e:677a:add5:d9ae:10fc:***:*** | ২৩ ডিসেম্বর ২০২৪ ২২:৫৩534548
  • @প্রবীরজিৎ , আপনি কিছুদিন আগে একটা কথা বলেছিলেন , যে প্যালেস্টাইনের সবাইকে খুন করে ফেলবে ইসরাইল l আমার মনে হয়েছিলো এই ব্যাপারটাতে আপনি উল্লসিত যেহেতু প্যালেস্টাইনের মানুষ মুসলিম l প্যালেস্টাইনের এই জেনোসাইডের ব্যপারটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে কোন বিচ্ছিন্ন ঘটনা নয় , জায়নবাদের (আপনার ভাষাতে সামাজ্যবাদের ) বর্তমান নীতি ট্রাম্পের আর নেতানিয়াহুর আমলে হলো যে মিলিটারী হার্ড পাওয়ার দিয়ে সব কিছু ভেঙ্গে চুরে গুঁড়িয়ে তৃতীয় বিশ্বের মনের মধ্যে প্রবল ভয় ঢুকিয়ে তৃতীয় বিশ্বকে জায়নবাদের বশ্যতা স্বীকারে বাধ্য করা l জায়নবাদ এখন পোস্ট-কোল্ড ওয়ার সময়ে বিশ্বায়ন , সফ্ট পাওয়ার বা IMF world bank ইত্যাদি দিয়ে বিশ্ব শাসন করার ব্যাপারে ততটা আগ্রহী নয় কোনো কারণে l সত্য বলতেকি জায়নবাদ UNO কেও খুব একটা গুরুত্ব দিতে রাজী নয় আর l জায়নবাদ শুধু এখন হার্ড মিলিটারী পাওয়ার দিয়ে ভয় পাওয়াতে চায় তৃতীয় বিশ্বকে যাতে সেখানে আর চীন রাশিয়ার কোনো প্রভাবে না থাকে l কাজেই প্যালেস্টাইনের মত ঘটনা আরো দেখবেন অতি নিকট ভবিষ্যতে l আর জায়নবাদী জেনোসাইড শুধু মুসলিম দেশের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে এটাও ভাবাটা খুব ভুল হবে l কাজেই অত উল্লাসের কারণ নেই l জার্মানিতে যে জায়নবাদী নাস্তিক মুসলিম বিদ্ধেষী লোকটি পাঁচ দশ জনকে খুন করেছে তারা কেউই কিন্তু মুসলিম ছিলোনা ! এই ঘটনা ​​​​​​​আরো ​​​​​​​দেখবেন ​​​​​​​অদূর ​​​​​​​ভবিষ্যতে ​​​​​​​বলেই ​​​​​​​আমার ​​​​​​​ধারণা ​​​​​​​l 
     
  • | 2409:40e0:0:bfec:8000::***:*** | ২৩ ডিসেম্বর ২০২৪ ২০:২৯534547
  • *প্রমথনাথ বিশী তাঁর পাবলিশার মিত্র ও ঘোষ এর নিয়মিত আড্ডায় বসেছেন। উপস্থিত এক ভদ্রলোক হতাশ মুখ করে  বললেন, "বিশীদা, আপনাকে কোনদিন একটাও গান গাইতে শুনিনি। আপনি সতেরো বছর কাটালেন শান্তিনিকেতনে, আর গান শিখলেন না, এত বড় আশ্চর্য !"*
    *আড্ডা শেষে সবাই এবং সেই ভদ্রলোক যখন বাড়ি ফিরে যাবেন বলে উঠছেন, মৃদুস্বরে প্রমথনাথ বিশী সেই ভদ্রলোককে জিগ্গেস করলেন:*
     *- বাড়ি কোথায়?*
     *- দমদমে।*
    *- নিজের বাড়ি?*
    *- আমাদের তিন পুরুষের বাড়ি (সগর্বে )।*
    *- এরোপ্লেন চালাতে পারেন?*
    *ভদ্রলোক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, 'কেন? প্লেন চালাতে শিখব কি করে?' এবার প্রমথবাবু হেসে বললেন, "আপনার তিন পুরুষের দমদমে বাস, তবুও এরোপ্লেন চালাতে শেখেননি, আর আমি তো মাত্র সতেরো বছর শান্তিনিকেতনে থেকে গান না শিখে কি এমন অন‍্যায় করেছি?"*
     
    *বিধ্বস্ত প্রতিপক্ষের মুখের ভাব এখানে বর্ণনা করা অসম্ভব।*

     *[তথ্যসূত্র: শ্রী সবিতেন্দ্রনাথ রায়ের 'কলেজ স্ট্রীটে সত্তর বছর']*
  • PRABIRJIT SARKAR | ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৯534546
  • মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিল ইত্যাদি দেশ কিছুটা ইথানল মিশিয়ে গাড়ি চালায়। বোধ হয় আইন করা হয়েছে। ইঞ্জিন সেই ভাবে তৈরি। ভারতে এরকম কিছু হয় বলে জানি না।কেউ জানলে লিখুন।
  • syandi | 2402:e280:3d81:135:28fe:7e9e:52cc:***:*** | ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪০534545
  • যে কোনো রেসপনসিবল মানুষের মত আমিও চাই কার্বন এমিসন কম হবে এবং ফসিল ফিউলের উপরে মানবসভ্যতার নির্ভরশীলতা কমবে। কিন্তু তাই বলে তো আর ইম্প্র‍্যাকটিক্যালি আশাবাদী হওয়ার কোন কারণ দেখি না। রাতারাতি পেট্রোলিয়ামের উপরে আমাদের নির্ভরশীলতা উপে যাবে এই দিবাস্বপ্ন দেখারও কোন কারণ নেই। ঐ বিগটকে আমি পরে জিজ্ঞাসা করেছিলাম যে টয়োটার ভারতে ১০০% এথানল গাড়ি লঞ্চ করার খবরের ভিত্তি কি। তাতে সে নিতীন গাডকারীর একটা ইউটিউব ইন্টারভিউয়ের রেফারেন্স দিল। টয়োটার সিইও যদি বলত যে টয়োটা ১০০% এথানল গাড়ি বানিয়ে ফেলেছে বা প্রোটোটাইপ বানিয়েছে তবুও বিশ্বাসের কারণ থাকত। আর যদি ধরেও নিই যে ১০০% এথানলে চলা গাড়ি কয়েক বছরের মধ্যে ভারতের বাজারে চলে আসবে তাতেও কি ভারতে এত জমি আছে যে বিপুল জনসংখ্য়াকে খাইয়ে ইথানলদায়ী শষ্য চাষ করার মত? আর এগ্রিকালচার ওয়েস্ট (খড়, আখের ছিবড়ে ইত্যাদি) থেকে যেটুকু ইথানল পাওয়া যাবে তাতে হয়ত ৫% বা বড়জোর ১০% পেট্রলকে রিপ্লেস করা যাবে। এইসব লজিক্যাল প্রশ্ন তুললেই চাড্ডীরা রেগে গিয়ে চ্যাঁচাতে শুরু করে দেয়। এদের মানসিক স্ট্রাকচার ইসলামবাজ ছাগলদের থেকে একটুও আলাদা নয়।
  • PRABIRJIT SARKAR | ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৭534544
  • কারিগরী দিক থেকে অনেক বিকল্প জ্বালানি আছে। প্রশ্ন হল অর্থনৈতিক দিক থেকে সেই বিকল্প কতটা যুক্তিযুক্ত। শুনেছি কলকাতা তেলে ভাসছে। সেই তেল তুলে কাজে লাগাতে গেলে যা খরচ হবে তাতে সুবিধা হবে না। সেখানে চড়া দামে তেল আমদানি লাভজনক। বিকল্প জ্বালানি থাকলেও একই কারণে সেটা ব্যাপক ব্যবহার হয় না।
  • বাবর | 2401:4900:735c:6484::43d:***:*** | ২৩ ডিসেম্বর ২০২৪ ১১:৩৮534543
  • ইন্দিরা কোনো সময়ে বাবরের সমাধিতে ভিজিট করেছিলেন এবং মাথা ঢেকেছিলেন। এই গুল্পের শুরু সেইটা দিয়ে - যতদূর জানি, নটবর সিং এর মেময়ার্স থেকে। তারপর নেহরু গেছিলেন, রাহুল গেছিলেন এসবই চালু হয়ে গেছে। গেছিলেন তো গেছিলেন, তাতে কী প্রমাণ হয় সেটা গোসন্তানরাই জানে।
  • . | ২৩ ডিসেম্বর ২০২৪ ১১:৩৩534542
  • "আসলে এরা জানে না কেমব্রিজে সরাসরি এম ফিল পি এইচ ডি করা যায় বি এ ডিগ্রি থাকলে।"
    কারেক্ট। কেবল তাই ই নয়। আরও অনেক ইউনিভার্সিটিতেই এই নিয়ম প্রযোজ্য। 
  • PRABIRJIT SARKAR | ২৩ ডিসেম্বর ২০২৪ ১১:২৮534541
  • নেহেরু যদ্দুর জানি কাশ্মীরি পন্ডিত বংশের। তার জামাই ফিরোজ পার্সি। শুনেছি গান্ধীজী ওকে দত্তক নিয়ে পদবী ধার দেন। নইলে পার্সির সঙ্গে ওদের সমাজের বাইরের কারুর বিয়ে সম্ভব হত না। মুসলিম বিদ্বেষী 'চাড্ডি' ফিরোজ কে মুসলিম বানাতে পারলে রাহুল কে আধা মুসলিম আধা ইতালিয়ান বলতে পারবে। মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আছে বলে রাহুলের কেমব্রিজ থেকে এম ফিল ডিগ্রি ও জাল বলে ওরা। রাহুল ছদ্ম নামে আমেরিকায় গ্রাজুয়েট হয়ে কোথাও এম এ না পড়ে এম ফিল হল কি করে? আসলে এরা জানে না কেমব্রিজে সরাসরি এম ফিল পি এইচ ডি করা যায় বি এ ডিগ্রি থাকলে।
  • Guruchandali | ২৩ ডিসেম্বর ২০২৪ ১০:২৮534540
  • syandi | 2402:e280:3d81:135:28fe:7e9e:52cc:***:*** | ২৩ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৬534539
  • আজ একটু সময় আছে। তাই ঐ ভদ্রলোকের এঁড়ে তর্ক করার প্রবণতা যেটা একটি অন্য প্রসঙ্গে উঠে এসেছিল সেটা লিখেই ফেলি। ঘটনাটি ঘটেছিল বছর দেড়েক আগে।

    গ্রীন এনার্জি নিয়ে আলোচনা হচ্ছিল আর এক বন্ধুর সাথে। এনার্জি ক্রাইসিস এবং পেট্রলিয়ামের অলটারনেটিভ সোর্স নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে সোলার সেল, উইন্ডমিল, ফিউলসেল ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল। জ্বালানি হিসাবে হাইড্রোজেন কেমন এবং হাইড্রোজেনকে জ্বালানি হিসাবে ব্যবহারের কি কি সুবিধা-অসুবিধা এসবই উঠে আসছিল।
    হঠাৎ ঐ বিগট-চূড়ামণি ঘোষণা করলেন যে ভারত নাকি আগামি ৩-৪ বছরের মধ্যে এনার্জীতে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। কারণ হিসাবে বললেন সেটি হল যে টয়োটা নাকি ভারতে ১০০% এথানল গাড়ি লঞ্চ করছে। আমি প্রশ্ন করলাম যে এত এথানল আসবে কোথা থেকে। বিগট-বাবু উত্তর দিলেন আমার জানা উচিৎ যে কৃষিজাত দ্রব্য ফারমেন্ট করে এথানল পাওয়া যায়। আমার জিভ চুলকে ওঠায় প্রশ্ন বলে ফেললাম  "ভারত খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে মাত্র ত্রিশ-পঁয়ত্রিশ বছর আগে। এখন এত সারপ্লাস ল্যান্ড কোথা থেকে আসবে যে এই বিশাল সংখ্যক জনসংখ্যাকে খাইয়ে তারপরেও এথানল প্রোডাকশনের জন্য চাষ হবে?" অতঃপর বিগট-বাবু গলা চড়িয়ে উত্তর দিলেন বাঁশ থেকে এথানল প্রোডাকশন করা হবে। আমার প্রশ্ন ছিল বাঁশ চাষ করতে জমি লাগে কিনা বা নাগপুর অফিস কি এমন কোন টেকনোলজি আবিষ্কার করে ফেলেছে যা দিয়ে আকাশে বাঁশ চাষ করা যায় ইত্যাদি।  বিগটবাবু যদি বলতেন যে কৃষিজাত দ্রব্য (যেমন আখের ছিবড়ে, খড়, বাঁশ)ফারমেন্ট করে এথানল প্রোডাকশান করা হবে এবং এইভাবে পেট্রোলিয়ামের কনজাম্পশান কমানো হবে তাহলে আমি একবাক্যেই মেনে নিতাম। মুশকিল হল এরা ভাবনা চিন্তা করে না বা প্রশ্ন করতে জানে না। কেউ প্রশ্ন করলে তার উপরে চেঁচামেচি করে।  
     
  • . | ২৩ ডিসেম্বর ২০২৪ ০০:০৪534538
  • আজ সারাদিন এক পশ্চিম ভারতীয় (মারাঠি) লোকের সঙ্গেও প্রচুর তর্ক হয়েছে। তার ধারণা বাঙালি জাতির ইতিহাস হাজার হাজার বছরের পুরোনো এবং বাংলা ভাষা কম সে কম তিন হাজার বছরের পুরোনো ভাষা সংস্কৃতে থকথক করছে। অনেকের মতই আমার মুখে কথা বসাচ্ছিলো কিন্তু সফল হয়নি, তৃতীয় ব‍্যক্তি তাকে বলে দিয়েছে যে এসব ঠিক না। বাংলা ভাষার মধ্যে যে অসংখ্য বিদেশি ভাষার শব্দ রয়েছে যেমন ফারসি আরবি, এসব শুনে সে লোক মারাত্মকভাবে ক্ষেপে গেল। আরও অনেক ব‍্যাপার হলো। নেহাৎ অতিথি, নইলে এমনি রাগ হচ্ছিল যে হয়ত চলে যেতে বলতাম।
  • syandi | 2402:e280:3d81:135:28fe:7e9e:52cc:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ২৩:১০534537
  • ইদানিং দেশের লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা করতে গিয়ে বেশ হতাশ লাগে। এই গত পরশু পানীয়র গ্লাস হাতে এক বন্ধুর মন্তব্য ফিরোজ গান্ধীর অরিজিন্য়াল নাম নাকি ফিরোজ খান এবং সে নাকি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করা লোক। তো আমি আপত্তি জানিয়ে বললাম যে এটা সত্যি নয়। যেটা সত্যি সেটা হল যে ফিরোজ গান্ধী একজন জোরাস্ট্রিয়ান (পার্সি) ফ্যামিলিজাত মানুষ যিনি পরবর্তীতে জন্মগত সারনেম 'ঘান্দি' থেকে পরিবর্তন করে 'গান্ধী' করে নেন। এটা বলা মাত্র সে কি রাঙা-চক্ষুপ্রদর্শন! আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে ওর তথ্যের ভিত্তিটা কি? ভদ্রলোক রেফারেন্সের ধার দিয়েও গেল না এবং উচ্চকণ্ঠে ঘোষণা করল যে ফিরোজ গান্ধীর পার্সী অরিজিনের ব্যাপারটা নাকি আমার বিশ্বাসমাত্র।প্রসঙ্গত ভদ্রলোক মাস্টার্স করা এবং একটি বহুজাতিক সংস্থায় আই টি সেক্টরে কর্মরত। এই হল গিয়ে ভারতের তথাকথিত শিক্ষিতশ্রেণীর নমুনা। 

    এর আগেও অবশ্য সে তার সুশিক্ষার পরিচয় দিয়েছিল অন্য একটি প্রসঙ্গে। পরে কোনসময়ে বলা যাবে সেটা।
  • MP | 2409:4060:ebd:db29:9bdc:a78c:fffe:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ২২:৪০534536
  • @র২হ , আমার কিছু কথা অত্যন্ত রূঢ় হয়ে গেছে যার জন্যে সেটা হয়তো একটা সীমানা অতিক্রম করে গেছে তার জন্য আমি দুঃখিত l আসলে dot ম্যাডাম এর আগেও আমাকে গত সপ্তাহে অন্য একটা টইতে বেশ কিছু চোখা চোখা বিশেষণ প্রয়োগ কোরেছিলেন সেকারণে আমার মনে হয়েছিলো জার্মানীর গত কালকের দুর্ভাগ্যজনক ঘটনার উপরে উনি বিশেষ একটা ভাবে represent করতে চাইছিলেন l সেটা আমার ওনার ইসলামোফোবিক bias মনে হয়েছিলো l আজকেও উনি ওনার পোস্টে সেই মনোভাবেরই পরিচয় রেখেছেন l অর্থাৎ আমি যেটুকু সেন্সিবিলিটি সীমা অতিক্রম করেছি , ওনার কথার প্রতিক্রিয়াতেই l                                      dc এর কথার আর কি বলবো ? উনি যথেষ্ট বয়স্থ ব্যক্তি , ডাইবেটিস আর মেন্টাল প্রব্লেম যে অসুখ হিসাবে দুটো সম্পূর্ণ ভিন্ন social রিঅ্যাকশন নিয়ে আসে সেটা জানার মত মেন্টাল ম্যাচুরিটি আশা করি ওনার হয়েছে , অবশ্য যে ব্যক্তি কয়েকদিন আগেও আমার প্যালেস্টাইনের জেনোসাইডের উপরে বক্তব্যকে "লাটভাট" বলতে পারেন তার মেন্টাল ম্যাচুরিটি নিয়ে যথেষ্ট সন্দেহের কারণ আছে l                                                                   পরিশেষে বলি আমি কারুর রিপ্রেসেন্ট করার দাবি করিনা l কিন্তু বর্তমান পৃথিবীতে ইসলামোফোবিয়া আর প্যালেস্টাইনের জেনোসাইড দুটোই খুবই গুরুতর সমস্যা সে এখানে যতই এগুলোকে "লাটভাট" প্রতিপন্ন করা হোক না কেন l এনিয়ে আমার বক্তব্য হয়তো কখনো sensitivity সীমানা অতিক্রম করছে তার জন্যে আমি আগেও দুঃখপ্রকাশ করেছি l কিন্তু আমি একটি যুক্তিনিষ্ঠ এবং তথ্যসমৃদ্ধ বক্তব্য প্রকাশ করবার চেষ্টা করছি হয়তো সবসময়ে সেটা হচ্ছেনা l 
  • r2h | 208.127.***.*** | ২২ ডিসেম্বর ২০২৪ ২০:৫০534535
  • ডিসি, বুঝলাম। ঠিক একমত হলাম না, কিন্তু সে হয়তো কূটতর্ক, ওতে এগ্রি টু ডিসেগ্রি করা ছাড়া উপায় নেই।
    • dc  | ২২ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৯
    • আর গুরুচন্ডালির আলোচনার মান অনেক পড়ে গেছে, আগের চেকস অ্যান্ড ব্যালেন্সেস, যা আমরা নিজেরাই মেন্টেন করতাম, *সেগুলো উঠে গেছে, সে নিয়ে কোন সন্দেহ নেই।
    এতে একেবারে একমত।

    এই এমপির ব্যাপারটায় আমার সবথেকে গোলমেলে লাগে, ওঁর একটা পরিচয় ভাঁড়ানোর প্রবল চেষ্টা আছে। একটা গোষ্ঠীর রিপ্রেজেন্টেটিভ সেজে তা নিয়ে গোলমেলে জিনিসপত্র বলা।

    আর দীপের ব্যাপারে তো নতুন করে কিছুই বলার নেই। অনেকেরই, দীপ সহ, একটা ফ্যাশন আছে, অনির্দিষ্ট সর্বনামে বিলাপ করার, তুলসীতলায় প্রদীপকে শ্বশুরঠাকুরের তলায় ভাশুরঠাকুরকে জ্বালিয়ে দেওয়ার মত।
    হুদুড়দুর্গার গল্প তিরিশ বছর আগেও শুনেছি- এটা আমি বলেছিলাম। আমার একাধিক চেনাশুনো আছে যাঁরা বাংলাদেশে ধনাঢ্য ছিলেন, ভারতে মাইগ্রেট করেছেন শান্তিপূর্ণ বাণিজ্যিক সুযোগ সুবিধের জন্য- এটাও আমিই বলেছিলাম। টাকার লোভে - এটা কে বলেছেন জানি না, কেউ হয়তো বলেছেন, কে জানে। টাকার লোভে কেউ দেশ ছাড়ে - সেটা আমি বিশ্বাস করি না, এমন বলতে যাচ্ছিলাম, তারপর মনে হল আমি যে আমেরিকায় বসে আছি, তার পেছনে টাকার লোভ একটা বড় ফ্যাক্টর, সুতরাং জিনিসটা অসম্ভব না।
    সেসব নিয়ে, তসলিমা নিয়ে, পার্থ ব্যানার্জি নিয়ে এই অবিশ্রান্ত বিলাপ, শূকরশাবক আর মহাবিপ্লবীদের গালাগাল, এ যে কী ক্লান্তিকর।
  • PRABIRJIT SARKAR | ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:১৪534534
  • সবাইতো আঁতেল নয়। আর অনেকেই নিজেদের মধ্যে অদৃশ্য বা অলিখিত গ্রূপে আলোচনা করে। সেসব আতলামোতে বাধা নেই। কেউ দেরিদা বা ফুকো নিয়ে আলোচনা করতেই পারে। কেউ অবান্তর ফুট কাটলে ইগনোর করলেই হল।
  • পাপাঙ্গুল | 103.87.***.*** | ২২ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৮534533
  • গুরুতে আগে সুতোভিত্তিক আলোচনা বেশি হত। কোভিডের পর ব্লগ খেরো ইত্যাদি চালু হতে বিশেষ বিশেষ লেখা ছাড়া মন্তব্যে আলোচনা অনেক কমে গেছে। ইদানিং লেখাপত্রে ভিউও কম।
  • dc | 2a09:bac2:3f43:11c3::1c5:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৯534532
  • আর গুরুচন্ডালির আলোচনার মান অনেক পড়ে গেছে, আগের চেকস অ্যান্ড ব্যালেন্সেস, যা আমরা নিজেরাই মেন্টেন করতাম, *সেগুলো উঠে গেছে, সে নিয়ে কোন সন্দেহ নেই।
  • dc | 2a09:bac2:3f40:1a46::29e:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ১৪:২৪534531
  • আর গুরুচন্ডালির আলোচনার মান অনেক পড়ে গেছে, আগের চেকস অ্যান্ড ব্যালেন্সেস, যা আমরা নিজেরাই মেন্টেন করতাম, সে নিয়ে কোন সন্দেহ নেই। 
  • dc | 2a09:bac2:3f41:16aa::242:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ১৪:২১534530
  • র২্হ, মেন্টাল প্রব্লেম ব্যাপারটা আমি অনেক ভেবেচিন্তে, অনেক কিছু দেখে তারপর বলেছি। একটুও হাল্কা ভাবে বলিনি। তবে এটাও অ্যাড করতে চাই যে মেন্টাল প্রব্লেমের কোন নেগেটিভ কনোটেশান নেই। আমার ডায়বেটিস আছে, আমি তার জন্য চিকিৎসা করাই। ঠিক সেরকমই কারুর মানসিক কিছু প্রব্লেম হলে সে ডাক্তার দেখাতেই পারে। আমার মনে হয় গুরুর কিছু গাইডেন্স দরকার। 
  • . | ২২ ডিসেম্বর ২০২৪ ১২:১৪534529
  • লিখতাম না আর এই টপিকে। কিন্তু clarity র দরকার আছে। ঐ গুরুনিক বা whatever এর কমেন্ট এর সঙ্গে আমার কোনো সংযোগ নেই। আমার কমেন্ট এর সম্পূর্ণ অন‍্য মানে করেছে যারা, তারা অশান্তি ছড়াতে চাইছে।
    ধর্ম নিয়ে আমি কিছুই বলিনি ঐ পোস্টগুলোতে।
    ব‍্যাটা জঙ্গিবাদ এ উদ্বুদ্ধ বলে ওর মাথায় জঙ্গিবাদের গু ছাড়া আর কিছুই নেই। তবে ও নিজেই ইল্লিগাল ইমিগ্র‍্যান্ট ওর পোস্টেই পরিষ্কার। এখন জঙ্গিবাদ এর পোস্ট এখানে ক্রমাগত দেখতে পাচ্ছি। পাগল বলে উড়িয়ে দেবার মতোও মনে হচ্ছে না। এই জঙ্গিগুলোর পোস্টের কোনও উত্তর আমি দেব না। 
  • / | 2001:67c:2660:425:1d::***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ১১:০৮534528
  • গুরুচন্ডালিকে ক্যালকাটা ক্লাবের মত এলিট করে দিন্। সাবকন্টিনেন্টের নেটিভরা প্রমান করে ছেড়েছে ছাগলদের দিয়ে ভদ্র আলোচনা হয়না। সে আর্ট বা পলিটিক্স বিষয় যায় হোক। এই নিত্যি তসলিমা মুগুর বা রবি ঠগুর লেভেলের গাম্বাট ইতরামি নেওয়া যায় না। আসুন সমমনস্করা মেম্বার হয়ে এলিট আলোচনা করি। আজকাল এলিট ব্যাপারটা আর খারাপ লাগে না।
  • Sandipan Majumder | ২২ ডিসেম্বর ২০২৪ ১১:০১534527
  • Before reaching the final line, however, he had already understood that he would never leave that room, for it was foreseen that the city of mirrors (or mirages) would be wiped out by the wind and exiled from the memory of men at the precise moment when Aureliano Babilonia would finish deciphering the parchments, and that everything written on them was unrepeatable since time immemorial and forever more, because races condemned to one hundred years of solitude did not have a second opportunity on earth.

    পঁয়ত্রিশ বছর আগে এই শেষ লাইনটি পড়ার পর যখন বইটি বন্ধ করে রাখি তখন চরাচরের আদিগন্ত স্তব্ধতার মধ্যে মনে হয়েছিল এই উপন্যাস কোনো মানুষের লেখা নয়।  মানুষের হাত দিয়ে ঈশ্বর  স্বয়ং লিখেছেন এই লেখা।

    আজ এত বছর পরেও সেই বিশ্বাস মনের গভীরে আছে। তাই আগে পরে যত ভালো  উপন্যাসই পড়ি না কেন, ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচুডকে কখনো কোনো তুলনামূলক আলোচনার  মধ্যে টানিনি। এ তো উপন্যাস নয়। ঈশ্বরের পদচিহ্ন! 

    এবার সেই উপন্যাস থেকে যদি টেলিভিশন সিরিজ তৈরি হয় তাহলে আঁতকে উঠতে পারেন অনেকেই। দেখে খুব খারাপ কেউ বলতে না পারলেও ' কী যেন একটা নেই' ইত্যাদি বলছেন অনেকেই। কিন্তু ভালো যাঁদের লাগছে তাঁরা যেন সাহস করে  বলতে পারছেন না।কেন জানি না।

    সিরিজটি আমার ভালো লেগেছে, খুব ভালো  লেগেছে। এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত আটটা  ঘন্টাখানেক এপিসোডের মধ্যে শেষ ছয়টা টানা দেখেছি। যাঁরা কাজটি করেছেন,তাদের মধ্যে ফাঁকিবাজি ছিল না।তাই    উপন্যাসের স্মৃতিকে ফিরিয়ে দিতে পেরেছেন নির্মাতা,কলাকুশলী আর অভিনেতারা। ফিরে এসেছে রঙ,রূপ,স্বপ্ন আর কল্পনার জগতের স্মৃতি। ফিরে এসেছেন আমার ঈশ্বর।
  • | 2402:3a80:1960:34ce:178:5634:1232:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ১০:০০534526
  • মাঝে মাঝে রাতদুপুরে দাবা খেলি অনলাইনে।
  • | 2402:3a80:1960:34ce:178:5634:1232:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৭534525
  • সুপ্রভাত। 
     
    আজকে স্কুলে রিইউনিয়ন। গোটা পনেরো ছেলে আসবে বলে ভয় দেখিয়েছে। গালা টাইম আহেড।
  • PRABIRJIT SARKAR | ২২ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৬534524
  • কুমারী পূজা জানি না কোন হিন্দু শাস্ত্রে আছে। মূলত ব্রাহ্মণ ঘরের বাচ্চা মেয়েকে পুজো করা হয়। স্বামী বিবেকানন্দ এক মুস্লিম মেয়েকে পুজো করেছিলেন। আমার মতে বাচ্চাদের দেবী জ্ঞানে পুজো করা এক রকম চাইল্ড এবিউস। পকস আইনে ব্যান করা উচিত।
  • হে হে | 2405:8100:8000:5ca1::3f7:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৩534523
  • নিঘিন্নে শুয়োর প্রমাণ দিয়ে ফ্যাল তালেই ল্যাটা চোকে। গুরু ছাড়া তো তোর হাগার জায়গা নেই আর।
  • দীপ | 42.***.*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৪534522
  • যথারীতি বেনামী কুত্তা ছুটে চলে এসেছে!
  • হে হে | 2405:8100:8000:5ca1::70b:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০৯:২৫534521
  • তুই তসলিমার জন্য ঠিক ঠিক কি কি পোতিবাদ জানিয়েছিলি রে চাড্ডিশুকর? ইদিক সিদিক কপিপেস্ট মারার বাইরে কি করিছিস তার প্রমাণ দিলিনে তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত