এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৫ নভেম্বর ২০২৪ ১০:০৯532777
  • রমিত, কেকে বলে নয় যে কোন লগিন না করা ইউজারেরই হচ্ছে। সেক্ষেত্রে সক পাপেটিং শুরু হল বলে। 
  • s | 100.36.***.*** | ০৫ নভেম্বর ২০২৪ ০৯:১৭532776
  • ডট,
    কে কোন দেশের পলিটিক্স জানে কি না জানে তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি বলতে চেয়েছি সোশাল মিডিয়ায় মোদি তথা ট্রাম্প ভক্তদের কথা শুনে অনেকের মনে হতে পারে ইন্ডিয়ান আমেরিকানরা সবাই রিপাবলিকানদের ভোট দেয়। কিন্তু এটা একটা বায়াসড সেট। আসলে মেজরিটি ইন্ডিয়ান আমেরিকানরা এখনো পর্জন্ত ডেমোক্রাটদের ভোট দেয়।

    আর গান কন্ট্রোল বা অ্যাবর্শান পাস না হবার কারণ আমেরিকান সিস্টেম। এখানে লেজিসলেটিভ বডি মানে কংগ্রেস বিল পাশ করে আর তারপর প্রেসিডেন্ট তাতে সাইন করার পর সেটা আইন হিসাবে গন্য হয়। এখন কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট হন আর কংগ্রেসে রিপাবলিকান মেজরিটি থাকে তাহলে তারা গান কন্ট্রোল পাশ করাবে না। তাই হ্যারিসের পক্ষে সেটা সাইন করা সম্ভব নয়। আবার রিপাব্লিকান কংগ্রেস যদি ন্যাশনাল অ্যাবর্শান বিল পাশ করে হ্যারিসের কাছে পাঠায়, উনি সেটা সাইন করবেন না। তাই হ্যারিস প্রেসিডেন্ট হলে এটা গ্যারান্টিড যে ন্যাশনাল অ্যাবর্শান ব্যান আইন হবে না।
    ভোটের প্রচার চলছে এই বলে যে প্রেসিডেন্সির সাথে সাথে কংগ্রেস আর সেনেটও চাই। এখন কংগ্রেস বা সেনেট ততটা কুল নয় বলে বাইরের লোকজন অতটা মাথা ঘামায় না। কিন্তু বড় কিছু আইন পাশ করাতে হলে এখন ট্রাইফেক্টা দরকার।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৪ নভেম্বর ২০২৪ ২৩:৫০532775
  • দেখলাম kk র আইপিরও লাস্ট কিছু ডিজিট মাস্ক হয়ে গেছে, ভেবে চিন্তে মনে হচ্ছে ক্লাউড ফ্লেয়ার নয়, কোর কমিটিরই ফিচার হবে হয়তো।
  • dc | 2402:e280:2141:1e8:497e:3c1e:a343:***:*** | ০৪ নভেম্বর ২০২৪ ২০:৪০532774
  • পাপাঙ্গুল, হ্যাঁ, লাস্ট দুটো ১৬ বিট ফিল্ড দেখছি মাস্ক করে দিচ্ছে। এটা কি ক্লাউডফ্লেয়ারের ফিচার নাকি কোর কমিটির সিদ্ধান্ত? এর আগেও কিছুদিন কোর কমিটি মাস্ক করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন বেশীর ভাগ ডিভাইস আইপি ৪ দিয়ে কানেক্ট করতো। 
  • | ০৪ নভেম্বর ২০২৪ ১৯:০৭532773
  • হ্যাঁ আমারো হিউম্যান অ্যাক্টস বেশী ভাল লাগল। ইমতিয়ার শামীমের মতই রাষ্ট্রীয় সন্ত্রাস একেবারে নির্লিপ্ত ভঙ্গীতে লেখা।   চিলিং এফেক্ট হয়। 
  • PRABIRJIT SARKAR | ০৪ নভেম্বর ২০২৪ ১৮:২২532772
  • ট্রামপ মুসলিম বিদ্বেষী। ওই ইসরাইলের রাজধানী জেরুজালেম ধরে ওখানে মার্কিনী দূতাবাস করেছিল। ইসরাইলের আগ্রাসন ওর রাজত্বে বেশি আস্কারা পাবে। তাই মনে হয় ইসলাম বিদ্বেষী রা ওকে ভোট দেবে। সাদা রেসিস্টরাও ওকে ভোট দেবে। মোদি ভক্তরা ওকে ভোট দেবে। কমলা শুভ শক্তিগুলোকে কত টা নিজের দিকে এনে জিতবে বলা মুসকিল। তবে ট্রাম্প হারলেও দাঙ্গা বাধাবে জিতলেও দাঙ্গা হবে শুনছি। অনেক কালো বা বাদামি অভিবাসীরা ভয়ে আছে শুনলাম।
  • পাপাঙ্গুল | ০৪ নভেম্বর ২০২৪ ১৭:৪২532771
  • রঞ্জনদা/দ দি , হিউম্যান এক্টস ভেজিটেরিয়ানের থেকে বেশি ভাল লাগল। ইমতিয়ার শামীমের সঙ্গে লেখার ভাবনায় অনেক মিল আছে। 
     
    সিএস আগে একবার কাভেহ আকবরের মার্টির সাজেস্ট করেছিলেন। ওই বইটাও পড়ে ভাল লাগল। 
  • পাপাঙ্গুল | ০৪ নভেম্বর ২০২৪ ১৬:৫৭532770
  • সাইটে আইপিভি৬ ঠিকানার শেষ দুটো হেক্স মাস্ক হয়ে যাচ্ছে। ক্লাউডফ্লেয়ার পলিসি বদলেছে মনে হয়। 
  • dc | 2402:e280:2141:1e8:497e:3c1e:a343:***:*** | ০৪ নভেম্বর ২০২৪ ১৫:৫৪532769
  • কুইন্সি জোন্স মারা গেলেন, হায় :-( একটা গান শুনুন 
     
  • . | ০৪ নভেম্বর ২০২৪ ১৫:০৬532768
  • যাগ্গে আর চেঁচামিচি করে কীই বা হবে। কালকের পরেই তো মোটামুটি জানা যাবে ভোটের রেজাল্ট। আগে যেমন বলেছি, গুয়ের এপিঠ আর ওপিঠ, দুটো পার্টিই সমান বজ্জাত। তবে এবার কাদের পালা, তারা এলে আর কী কী ক্ষতি করবে দুনিয়ার, আর কত যুদ্ধ লাগাবে, জাস্ট পয়সার লোভে আর কত মানুষ মারবে সেইটে দেখার অপেক্ষায় রইলাম।
    বেস্ট অফ লাক।
  • PRABIRJIT SARKAR | ০৪ নভেম্বর ২০২৪ ১৫:০১532767
  • ২০১৯ এ মোদির জেতা খুব কঠিন মনে হচ্ছিল। পুলুয়ামা আর পরবর্তী সারজিকাল স্ট্রাইক হাওয়া তুলে দেয়। অনেকের মত আমার ও সন্দেহ পুলুয়ামা ঘটতে দেওয়া হয়েছিল। ভোটের বাজারে পাকিস্তান আনতে। এবার মোদি ভেবেছিল রাম নামে কাজ হবে। হয়তো কিছুটা হয়েছিল।
  • . | ০৪ নভেম্বর ২০২৪ ১৪:৫৯532766
  • s,

    কয়েকটা পয়েন্ট

    "একটা বায়াস পয়েন্ট আউট করতে পারি - যারা ট্রাম্প মোদি ভাই ভাই, ট্রাম্প আসলে ভারত তথা মোদির সুবিধে হবে এই সব বলে অনলাইনে গলা ফাটান, তারা বেশির ভাগ আমেরিকার সিটিজেন নন। তাদের ভোটাধিকার নেই। মোদি জমানার পরে যারা এসেছেন, তাদের সিটিজেনশিপ তো ছেড়েই দিন, গ্রীন কার্ডও এখনো অনেকে পাননি। কাজেই তাদের ট্রাম্প প্রীতির কথা শুনে কেউ যদি ভেবে নেন সাউথ এশিয়ানরা প্রায় সকলেই রিপাবলিকানদের ভোট দেন, সেটা পুরো ভুল।"
    কেন বলুন তো? যাদের ভোটাধিকার নেই ঐ দেশে তারা ঐ দেশের পোলিটিক্স সম্পর্কে কিছুই জানে না এরম ধারণা হবার ভিত্তিটা কী? অ্যামেরিকার ভোটাররাই কেবল অ্যামেরিকার পোলিটিক্স বোঝে? অন্যরা নয়? বেশ।

    "কোথায় শোনা যায়? সোর্সটা কি? দেশি মানে সাউথ এশিয়ানরা জেনেরালি বড় মার্জিনে ডেমোক্রাটদের ভোট দেয়। এইবার যদিও আগেরবারের থেকে মার্জিন কম, তাহলেও মোটামুটি ৬০% দেশি ভোটাররা সার্ভেতে বলেছে তারা ডেমোক্রাটদের ভোট দেবে। এইবছর যত সার্ভে হয়েছে, মোটের উপর এই রকম রেজাল্ট দেখা গেছে। আমি জানতে আগ্রহী কোন সার্ভেতে দেখা গেছে দেশি ভোটাররা প্রায় সকলেই রিপাব্লিকান পার্টির ভোটার।"
    সেটা ঠিকই বলেছেন, সার্ভে রিপোর্টতো দেখিনি। নিউজ চ্যানেলের উড়ো খবর শুনে বা খবরের কাগজের ফেক নিউজ পড়ে আমার এরকম ভুল ধারণা হয়ছিল।

    তবে "দেশি মানে সাউথ এশিয়ান" কি? তা সম্ভবতঃ নয়।

    "কাজেই কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলেও রিপাবলিকান কংগ্রেস গান কন্ট্রোল কি অ্যাবর্শন - কোনোটাই পাস করাবে না। তবে হ্যারিস প্রেসিডেন্ট হলে অন্তত ন্যাশনাল অ্যাবর্শান ব্যান পাস হবে না।"
    কেন? একই যুক্তিতে প্রথমদুটো পাশ হলে তৃতীয়টি কন ফেইল হবে?
    এবং এতসব জানার পরেও, মানে গান কন্ট্রোল কি অ্যাবর্শন - কোনোটাই পাস হবে না জেনেও ঐ এজেন্ডাতেই ভোট প্রচার চলছিল? বেশ ইন্টারেস্টিং তো?
  • PRABIRJIT SARKAR | ০৪ নভেম্বর ২০২৪ ১৪:৫৬532765
  • মোসাদ সি এই এ কেজিবি এই সব গোয়েন্দা সংস্থা সারা বিশ্বে তাদের নেটওয়ার্ক দিয়ে অনেক ঘটনা ঘটায় এবং তাই দিয়ে নির্বাচনে জনমত প্রভাবিত করে। ট্রামপের প্রথম নির্বাচনে জয় সাহায্য নিয়েছিল বিগ ডাটা এনালাইসিস। কেমব্রিজের একটা সংস্থা ফেসবুক থেকে লাইক ডিসলাইক বাটন টেপার ডাটা বিশ্লেষণ করেছিল। এই ডাটা ফেসবুক দিয়েছিল বলে ওদের বস কে করকানি দেওয়া হয়েছিল। ওই সময়ে যারা আমেরিকায় ছিল এবং ফেসবুক ব্যবহার করেছিল তাদের কিছু ক্ষতিপূরণ দেবার কথা ছিল। আমি সেরকম নোটিস পেয়েছিলাম। টাকা অবশ্য পাইনি।
  • dc | 2402:e280:2141:1e8:b5f6:f1b9:d5da:***:*** | ০৪ নভেম্বর ২০২৪ ১৩:৫৫532764
  • এলসিএমদার দেওয়া লিস্টিতে ইলুমিনাটির নাম নেই দেখে অবাক হলাম। ডিপ স্টেট এর নাম নেই কারন তারা তো ডিপ স্টেট, কিন্তু ইলুমিনাটি তো ডিপ স্টেটের ওপরের সরটা, তাদেরও নাম নেই? তার মানে এলসিএমদাও এই ষড়যন্ত্রের মধ্যে আছে। 
  • . | ০৪ নভেম্বর ২০২৪ ১৩:৩৭532763
  • কোনও প্রশ্ন নয়, কোনও প্রশ্ন নয়...
  • Guru | 2409:4060:393:21d3:4c23:ce49:65f0:***:*** | ০৪ নভেম্বর ২০২৪ ১২:৫৩532762
  • @lcm, ইসরায়েলের প্যালেস্টাইনের জেনোসাইডের বিরোধীতা করা মনেই উন্নত মুক্ত চিন্তার পশ্চিমী দুনিয়াতে কেন সেটি anti সেমিটিজম হয়ে যায় ? চীনের টিএনআমেনের বিরোধিতা করলে কেন সিনোফোবিয়া , ইরানের সরকারের সমালোচনা করলে কেন তাহলে সেটাকে ইসলামোফোবিয়া ধরা উচিত নয় ?
  • Guru | 2409:4060:393:21d3:4c23:ce49:65f0:***:*** | ০৪ নভেম্বর ২০২৪ ১২:৪৮532761
  • @lcm, প্যালেস্টাইনে জেনোসাইড বাইডেন প্রশাসন আটকাতেই পারতো l তা না করে ইসরায়েলকে গত একবছরে ২২ বিলিয়ন ডলার দেওয়া হলো গণহত্যা করবার জন্যে l স্বয়ং বিল ক্লিনটন আর ওবামার মত প্রাক্তন প্রেসিডেন্টেরা এই কয়েকদিন আগেই মিশিগানের মতো এলাকা যেখানে মুসলিম ভোট কিছুটা নির্ণায়ক নির্বাচনের জন্যে ,  এই জেনোসাইডের সমর্থন কেন করলেন ? আমার মত তৃতীয় বিশ্বের নগন্য অজ্ঞ মূর্খ ব্যক্তি এসবই এই যুদ্ধবাজ লবীদের প্রভাব বলেই মনে করি l আমি যদি ভুল  হই এসব ভাবার জন্যে তাহলে তাই সই l 
  • lcm | ০৪ নভেম্বর ২০২৪ ১২:৪৩532760
  • খেয়াল রাখতে হবে যে ইসলামোফোবিক প্রোপাগান্ডা যেমন আছে, তেমনি অ্যান্টিসেমিটিজিম প্রোপাগান্ডাও আছে। তারা দেখায় যে সারা দুনিয়া ইস্রায়েল কন্ট্রোল করছে, ইত্যাদি ইত্যাদি। 
  • Guru | 2409:4060:393:21d3:4c23:ce49:65f0:***:*** | ০৪ নভেম্বর ২০২৪ ১২:৩৪532759
  • @lcm, আমি ভুল প্রমাণিত হলে খুশিই হব l
  • &/ | 107.77.***.*** | ০৪ নভেম্বর ২০২৪ ১২:৩৩532758
  • আসল আসল গবেষণাও সব নাকি ওঁরাই করেন, খুবই সুপার- হিউম্যান টাইপ 
  • lcm | ০৪ নভেম্বর ২০২৪ ১২:২২532757
  • হ্যাঁ, বাজারে একটা পারসেপশন আছে যে ইউএস, ইউকে, ইউরোপ, প্রায় গোটা পশ্চিমি দুনিয়াই ইস্রায়েল কন্ট্রোল করে। সেটা ঠিক নয়। কিছু প্রভাব আছে। কিন্তু অতটা নয় যতটা প্রজেক্ট করা হয়।

    আর একটা বাজারে মিথ আছে, সব টাকা নাকি ইহুদীদের কাছে, সেটাও ঠিক নয়।
  • Guru | 2409:4060:393:21d3:4c23:ce49:65f0:***:*** | ০৪ নভেম্বর ২০২৪ ১২:১৭532756
  • @lcm, সিলিকন ভ্যালি আর AIPAC কি mutually এক্সক্লুসিভ ? Big টেকের মধ্যে কি AIPAC এর প্রভাব নেই ? John Mearsheimer বলেছেন যে আম্রিকি policymaking প্রায় অনেকটাই নিয়ন্ত্রণ করে এরাই l UK বা অনেক ইউরোপীয় সরকারেরও নিয়ন্ত্রণ এদেরই হাতে l না হলে এখন জার্মানীতে from the river to the sea গাইলেই জেলে পুরে দিচ্ছে কেন ? আর আম্রিকি ভোটের ব্যাপারে বলছি যে , যদি জায়নবাদী বিলিয়নাইরেরাই (সে সিলিকন ভ্যালি বিগ টেক বা AIPAC) প্রতি ভোটে জেতে যেহেতু দুটো মেন পার্টিই তাদের ফান্ডিং নিয়ে চলে  তাহলে ভোট দিয়ে সাধারণ মানুষের কি লাভ ? 
  • lcm | ০৪ নভেম্বর ২০২৪ ১২:০২532755
  • AIPAC (American Israel Public Affairs Committee) এদের প্রভাব বেশি কিছু না। এরা ওয়াশিংটনে লবি করে ইস্রায়েলের পক্ষে সরকারি পলিসি নেওয়ার জন্য। যে পরিমাণ টাকা এরা বছরে লবিং এর জন্য খরচা তার অনেক গুণ বেশি টাকা খরচা করে টেক কোম্পানিগুলো (গুগল, মেটা, আমাজন, অ্যাপল..) তাদের স্বার্থ দেখার জন্য।  

    আর এদের ইলেকশনে ফান্ডিং ও তেমন বড় কিছু নয়। ২০২৪-এ বলছে ১০,০০০ এর বেশি গ্রুপ মিলে ইলেকশনে প্রায় ১৪ বিলিয়ন ডলার ফান্ড করেছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই সাইডেই, সেখানে AIPAC এবারে ইলেকশনে ফান্ড করেছে ১০০ মিলিয়ন।

    11,000 Political Groups Spent $14.7 Billion to Influence the 2024 Election

    AIPAC Has Spent Over $100 Million on 2024 Elections
  • lcm | ০৪ নভেম্বর ২০২৪ ১১:৪৮532754
  • বাংলাদেশের মোট পাওয়ার গ্রিড (১৭ গিগাওয়াট) এর ৭-১০% এর মতন (১২০০-১৪০০ মেগাওয়াট) আসে আদানির ঝাড়খন্ডের কোল প্লান্ট থেকে। খবরে বলছে, বকেয়া বিল দেয় নি বলে আদানিরা বাংলাদেশের সাপ্লাই ৫০% বন্ধ করে দিয়েছে, তাতে করে বাংলাদেশের মোট বিদ্যুত্শক্তির ৪-৫% ঘাটতি হবে।
  • PRABIRJIT SARKAR | ০৪ নভেম্বর ২০২৪ ১১:৩৩532753
  • আমার যত বাঙালি বন্ধু আর আত্মীয় এমেরিকার নাগরিক তারা ডেমোক্র্যাট ভোটার আর ট্রাম্প বিরোধী। তবে বেশ কিছু লোককে চিনি যারা মোদি ভক্ত হিন্দুত্ববাদী।  তারা ট্রাম্প কে ভোট দিয়েছেন। যাদের নাগরিকত্ব নেই তারা আশঙ্কায় আছে। ট্রাম্প এলে তাদের তাড়িয়ে দেবে। ভক্তরা অবশ্য মোদির উপর ভরসা রাখে।
  • Guru | 2409:4060:393:21d3:4c23:ce49:65f0:***:*** | ০৪ নভেম্বর ২০২৪ ০৯:৪৬532752
  • AIPAC আবার আম্রিকি election ডমিনেট করবে যেমনঃ প্রত্যেকে বার করে l আমি হলে NOTA কেই ভোট দিতাম l সেই অপশনটাই বোধয় ওখানে নেই l 
  • s | 100.36.***.*** | ০৪ নভেম্বর ২০২৪ ০৯:৩৭532751
  • dc,
    ধন্যবাদ। এই টইটা চোখে পড়েনি। পরে পড়ব ভাল করে। একটু দেখে নিলাম।
  • dc | 2402:e280:2141:1e8:a9f7:fa46:3a1e:***:*** | ০৪ নভেম্বর ২০২৪ ০৯:০৪532750
  • s, যদুবাবুর এই টইটা পড়ে নিতে অনুরোধ করবোঃ 
     
    "ভুয়ো খবর যাচাই করে নিন"
     
    ক্রিটিকাল থিংকিং ও ফ্যাক্ট ফাইন্ডিং স্কিলস ডেভেলপ করা খুব জরুরী :-)
  • s | 100.36.***.*** | ০৪ নভেম্বর ২০২৪ ০৮:৫৩532749
  • .| ০৪ নভেম্বর ২০২৪ ০১:০১
    "যদিও শোনা যায় অ‍্যামেরিকার দেসি ভোটাররা প্রায় সকলেই রিপাবলিকান পার্টির সাপোর্টার।"
    কোথায় শোনা যায়? সোর্সটা কি? দেশি মানে সাউথ এশিয়ানরা জেনেরালি বড় মার্জিনে ডেমোক্রাটদের ভোট দেয়। এইবার যদিও আগেরবারের থেকে মার্জিন কম, তাহলেও মোটামুটি ৬০% দেশি ভোটাররা সার্ভেতে বলেছে তারা ডেমোক্রাটদের ভোট দেবে। এইবছর যত সার্ভে হয়েছে, মোটের উপর এই রকম রেজাল্ট দেখা গেছে। আমি জানতে আগ্রহী কোন সার্ভেতে দেখা গেছে দেশি ভোটাররা প্রায় সকলেই রিপাব্লিকান পার্টির ভোটার।
    একটা বায়াস পয়েন্ট আউট করতে পারি - যারা ট্রাম্প মোদি ভাই ভাই, ট্রাম্প আসলে ভারত তথা মোদির সুবিধে হবে এই সব বলে অনলাইনে গলা ফাটান, তারা বেশির ভাগ আমেরিকার সিটিজেন নন। তাদের ভোটাধিকার নেই। মোদি জমানার পরে যারা এসেছেন, তাদের সিটিজেনশিপ তো ছেড়েই দিন, গ্রীন কার্ডও এখনো অনেকে পাননি। কাজেই তাদের ট্রাম্প প্রীতির কথা শুনে কেউ যদি ভেবে নেন সাউথ এশিয়ানরা প্রায় সকলেই রিপাবলিকানদের ভোট দেন, সেটা পুরো ভুল।

    আর কে প্রেসিডেন্ট হলে কি হবে সেটা আগে থেকে বলা যায় না। প্রেসিডেন্ট প্রার্থীদের কিছু অ্যাজেন্ডা থাকে। কমলা হ্যারিসের আছে, ট্রাম্পের ও আছে। কোন অ্যাজেন্ডা ইম্প্লিমেন্ট হবে সেটা জেনেরালি ডিপেন্ড করে লেজিসলেটিভ বডি, মানে কংগ্রেস আর সেনেটের উপর। এখন দুই পার্টির মধ্যে বিভেদ এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রেসিডেন্ট আর কংগ্রেস দুই বিরোধি পার্টি হলে সাধারণ অ্যাপ্রোপ্রিয়শান মানে গোটা বছরের খরচ চালানোর যে বিল, সেটা পাস করানো একটা ব্ড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কাজেই কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলেও রিপাবলিকান কংগ্রেস গান কন্ট্রোল কি অ্যাবর্শন - কোনোটাই পাস করাবে না। তবে হ্যারিস প্রেসিডেন্ট হলে অন্তত ন্যাশনাল অ্যাবর্শান ব্যান পাস হবে না।
  • dc | 2402:e280:2141:1e8:a9f7:fa46:3a1e:***:*** | ০৪ নভেম্বর ২০২৪ ০৮:৫১532748
  • কিছু দেশ বড়োলোক হয় আর কিছু দেশ কেন গরীব থেকে যায়? রুল অফ ল, ইনস্টিটিউশনাল ট্রাস্ট, করাপশান ইত্যাদি ফ্যাক্টর কতোটা গুরুত্ত্বপূর্ণ? এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে তিনজন এবার ইকোনমিক্সের নোবেল প্রাইজ পেয়েছেন। 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত