এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস  | 103.99.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৬:৪২532477
  • তবে সিরিয়াসলি বলছি, অনলাইনেই তো সিপিএমের তো সমর্থক, খুব বক্তব্যবাগীশ, এ তো আর টিমসি নয় যে পাহাড় থেকে সাগর সর্বত্র তাদের ভোটার আর সমর্থক, তো সিপিএমের উচিত অনলাইন পার্টি ক্লাস চালু করা। এখন তো সেসবের কোন অসুবিধেই নেই। পার্টি লাইন সমর্থকরাও বুঝে যাবে, সমর্থকদের লাইন আলিমুদ্দিন বুঝে যাবে, দু'তরফের কথার মধ্যে মিল থাকবে, বাকী জনগণের সুবিধে হবে।
  • সিএস  | 103.99.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৬:৩৬532476
  • আচ্ছা, পলিটবুড়োর কথা যেখানে সেখানে বলা যাবে না। প্রেস রিলিজ দেখে বলব।
  • হিহিহিহি | 2405:8100:8000:5ca1::269:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৬:২২532475
  • খিস্তিট্যান  চাড্ডিদিদির উত্তর পাপানগুল দিয়েছে তো। মাথায় ঢোকে নি না পচুন্দ হয় নি?
  • সুধাংশু শেখর | ২৩ অক্টোবর ২০২৪ ১৬:০৮532474
  • "একদিন আমাদের ক্লাশে পণ্ডিত মহাশয়ের কাছে সে নায়েগ্রা জলপ্রপাতের গল্প করিয়াছিল । তাহাতে সে বলে যে, নায়েগ্রা দশ মাইল উঁচু ও একশত মাইল চওড়া ! একজন ছাত্র বলিল, “সে কি করে হবে ? এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড়, সে-ই মোটে পাঁচ মাইল।” সবজান্তা তাকে বাধা দিয়া বলিল, “তোমরা তো আজকাল খবর রাখ না !” যখনই তার কথায় আমরা সন্দেহ বা আপত্তি করিতাম, সে একটা কিছু যা তা নাম করিয়া আমাদের ধমক দিয়া বলিত, “তোমরা কি অমুকের চেয়ে বেশি জানো?” আমরা বাহিরে সব সহ্য করিয়া থাকিতাম, কিন্তু এক এক সময় রাগে গা জ্বলিয়া যাইত । সবজান্তা যে আমাদের মনের ভাবটা বুঝিত না, তাহা নয় । সে তাহা বিলক্ষণ বুঝিত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করিত যে, আমরা তাহার কথা মানি বা না মানি, তাহাতে কিছুমাত্র আসে যায় না । নানারকম খবর ও গল্প জাহির করিবার সময় মাঝে মাঝে আমাদের শুনাইয়া বলিত, “অবশ্যি কেউ কেউ আছেন, যাঁরা এসব কথা মানবেন না ।” অথবা “যাঁরা না পড়েই খুব বুদ্ধিমান তাঁরা নিশ্চয়ই এ-সব উড়িয়ে দিতে চাইবেন”- ইত্যাদি।"
     
    ("সবজান্তা", সুকুমার রায়।) 
  • . | ২৩ অক্টোবর ২০২৪ ১৫:২১532473
  • যাইহোক, অনেক মুখস্থ পড়া এখানে গড়গড় করে বলে গেছে সকলে, কিন্তু &/ এর প্রশ্নের উত্তর একজনও দিতে পারে নি। প্রশ্ন তো কমন পড়ে নি। অনেক পড়া মুখস্থ ছিল, কিন্তু এই পার্টটা কোনও নোটবই কি চোতায় ছিলো না।
    তার ওপর পার্সোনাল রিভেঞ্জ, স্কোর সেটল করার লোভও সামলাতে পারে নি কেও কেও। তাই ফের দাগিয়ে দেবার নোংরা পোলিটিক্সে মাখামাখি হয়েছে কেও কেও। প্রশ্নটা কিন্তু সোজা সাপটা ছিল, তবে উত্তরটা দিতে গেলে মুখোশ খুলে দিতে হয় - সে বড়ো অসাধ্য ব্যাপার, তাই খিল্লি, ভুলভাল স্ট্যাটিস্টিক্স, জ্ঞানের বুড়বুড়ি, কে কত বেশি জানে, কার কাছে কত বেশি ডেটা আছে, এইসব চলল। স্বাভাবিক। ঐ ছোট্ট একটা প্রশ্নের ভেতরেই তুমুল উত্তর লুকিয়ে ছিল। সে উত্তর দেওয়া মোটেই সহজ নয়। বিশেষ করে &/ এর মতো একজনকে, কিংবা তার পক্ষে কথা বলতে আসা আমাকে - উত্তর দেবার ক্যাপা সকলের থাকে না। কারণ প্রশ্ন করতে সকলে পারে না, কিছু প্রশ্ন মানুষকে বিরক্ত করে, লজ্জায় ফেলে দেয় (যদি আদৌ তা থেকে থাকে), কিংবা ভাবিয়ে তোলে। মহায় আপনারা সব সবজেক্টে এতো পণ্ডিত, আর ঐ ছোট্টো প্রশ্নটা করতেই সব মাথা ঘুরে গেল? টু দ্য পয়েন্ট উত্তর দেওয়া দূরে থাক, নির্লজ্জভাবে মুখোশ কিন্তু খুলে গেল, উত্তর না দিতে পারা সত্ত্বেও।
    তবে একটা জিনিস স্পষ্ট, ওকে কেন এত আক্রমনের টার্গেট হতে হয়। ও যে প্রশ্নগুলো করে সেসবের উত্তর দেওয়া ক্ঠিন। ছদ্ম ভদ্রতার মুখোশ খুলে যায় তাই বারে বারে। বেশ এক্সপেক্টেড ব্যাপার যদিও। নইলে প্রমাণ করা যাবে কীকরে যে এই সমাজেই 'অভয়া' হয়ে চলে প্রতিনিয়ত। কেউ সাহসের সঙ্গে একটা এমন প্রশ্ন করল যে মাথা ঘুরে গেল। আরে বাবা অতো নোটবই পড়লে হবে? একটু ভাবতেও হয় বইয়ের বাইরে।
  • dc | 2402:e280:2141:1e8:4c0c:4f5f:a694:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৫:১৪532472
  • তবে চেন্নাই আর ব্যাঙ্গালোরে কিছু কিছু প্রাইভেট স্কুলে লাঞ্চ দেয় জানি, যেমন শিব নাদার ইস্কুল, গ্রিনউড হাই, লেডি অন্ডাল ভি আর ইস্কুল। 
  • dc | 2402:e280:2141:1e8:4c0c:4f5f:a694:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৫:১০532471
  • "মিড ডে মিল সরকারি বেসরকারি সমস্ত স্কুলে চালু করা উচিৎ"
     
    এক্কেবারে একমত :-)
  • একক | ২৩ অক্টোবর ২০২৪ ১৫:০৫532470
  • মিড ডে মিল সরকারি বেসরকারি সমস্ত স্কুলে চালু করা উচিৎ।  ইন্ডিয়ান রা বাচ্চাদের নিউট্রিশন নিয়ে ক্লাস এগনস্টিক ভাবে হুব্বা। প্রান্তিক মানুষদের মধ্যে প্রোটিন ডেফিসিএন্সি মোর কমন, কিন্তু মাইক্রোনিউট্রিএন্ট ডেফিসিয়েন্সি সমাজের সর্বস্তরে। এই নিয়ে সচেতনতার চূড়ান্ত অভাব রয়েচে।
     
    এখন,  মিড ডে মিলের যে সমস্যার দিক তা হলো, কে রাঁধবে কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে এইসব। এর জন্যে রেডিমেড মীল ভেন্ডিং মেশিন বসানো যেতে পারে। যেখানে বিদ্যুৎ নেই সেখানে ভেনডিং মেশিন চলবে না। তার জন্যে দরকার রেডি ড্রাই প্যাকেট যেটা ফাটিয়ে গরম জল ঢেলে দিলে মীল রেডি। যেভাবে আমরা ফ্লাইটে কাপ নুডল খাই। এতে চিকেন - এগ- পীজ- পনীর সব কিছুই ড্রাই করে মেশানো সম্ভব। প্রচুর নিউট্রিয়েন্ট বুস্টিং করা যাবে এভাবে। আমি নিজে একটা প্রোজেক্ট রিপোর্ট নিয়ে কিছুদিন এ দরজা ও দরজায় ঘুরেচি। কিন্তু,  সেরকম কানেকশন না থাকলে যা হয়। নেসলে করলে হয়তো দুদিনে সরকার লুফে নেবে। 
     
    যেই করুক, ভারতের মত দেশে এটা র‍্যাডিক্যাল পরিবর্তন আনতে পারে। একই তর্কের আবর্তে ঘুরে লাভ নেই।  শিক্ষকদের দিয়ে রাঁধানো ও সমাধান না। থিংক ডিফারেন্ট। 
  • dc | 2402:e280:2141:1e8:4c0c:4f5f:a694:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৪:৫১532469
  • ইন ফ্যাক্ট স্কুল লাঞ্চ নিয়ে বহু দেশের স্কুলের ভিডিও আছে, সেসব দেখলে ভারি লোভও লাগে :-)
  • dc | 2402:e280:2141:1e8:4c0c:4f5f:a694:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৪:৪৮532468
  • আহা, জাপান! দ দি আমার মনের কথাটা বলে দিয়েছেন। জাপানের স্কুল লাঞ্চ নিয়ে অনেক ভিডিও আছে, তার মধ্যে থেকে এইটা দিলাম (পাওলো ইন জাপান আমার মেয়ের ফেভারিট চ্যানেল)ঃ 
     
     
  • কালনিমে | 103.244.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৪:৪৮532467
  • মজার ব্যাপার হল শহর, মফস্বল থেকে শুরু করে এমনকি প্রবাসী সিপিএম সমর্থক যারা আছেন, তারা সব মূলত bourgeois আর অত‍্যন্ত class conscious.
  • | ২৩ অক্টোবর ২০২৪ ১৪:৪৪532466
  • 'মধ্যবিত্ত' বাঙালি আগে তাচ্ছিল্য করে বলত কাঙালিভোজন। আজকাল বলছে 'লঙ্গরখানা'।  বেশ বেশ। 'লঙ্গর'  মানে মূলত শিখদের খাবার ঘর যেখানে জাতিধর্মবর্ণের ভেদ না রেখে সবাইকে বিনামূল্যে একই খাবার পরিবেশন করা হয় এবং লোকে পাশাপাশি বসে খায়। যাদের জাতি বর্ণ নিয়ে উচ্চম্মন্যতা আছে তারা লঙ্গরে খায় না। 
     
    যে কোন গুরুদ্বোয়ারায় তো বটেই শিখরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা দাঙ্গার সময়ও লঙ্গর খোলেন। অতি ধনী শিখরাও এসে সেই লঙ্গরে রান্না করে, বাসন মেজেধুয়ে, লঙ্গরের জায়গা ঝাঁট দিতে মুছে দিয়ে যান। এটা ওঁদের ধর্মে খুব পুণ্য কাজ এবং ওঁরা খুব সিন্সিয়ারলি করেন।  আমি কোথাও লঙ্গর আছে দেখলেই বসে যাই। 
     
    জাপানের স্কুলে বাচ্চাদের খাবার দেওয়া হয়, সম্ভবত বিশ্বের সবচেয়ে ওয়েল ম্যানেজড সিস্টেম বলে প্রশংসিত হয়েছিল। সেখানে স্কুলের বাচ্চারা বিভিন্ন কাজ করে, ডিউটি ভাগ করে রোটেশান করে পুরোটা চলে। একটা ডকুমেন্টারি দেখেছিলাম খুঁজে পেলে লিংক। 
     
    আমাদের সময়ে স্কুলে মিল চালু ছিল না। থাকলে আমার কিছু সহপাঠী অন্তত মাধ্যমিক অবধি পৌঁছাতে পারত। আমার সময়ে কন্যাশ্রী চালু থাকলে আমার ছাত্রিজীবনটা আরেকটু সহজ হত, একটু কম লড়তে হত। 
  • মিড ডে মিল | 2401:4900:7063:9d46:e615:6b72:3abe:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৪:৩১532465
  • তাহলে বাংলা যতিচিহ্নের ব্যবহার শিখে এসে মতামত দিও বাবুসোনা।
  • সিএস  | 103.99.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৪:২৯532464
  • আর মিড ডে মিল নিয়ে ওনাদের মতগুলো তাহলে এখানে দিয়ে দিন। পণ্ডিত - মুর্খ সবাই জানতে পারবে।
     
     
  • সিএস  | 103.99.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৪:২৮532463
  • অনলাইনে পণ্ডিতি আর রাজনীতি তো সবার, কার নয়।

    লাইনগুলো তো ছিলঃ

    কিন্তু এই পঞ্চায়েত থেকে নয় কেন, কী আর বলব, এইটাও সিপিএমের লাইন, এখন মনে হয় ফোরামে এইটা উঠেছে।

    "মনে হয়" তো ছিল। সেটা বাদ দিলেন যে ?
  • মিড ডে মিল | 2401:4900:7063:9d46:e615:6b72:3abe:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৪:২১532462
  • অ। সত্যিটা না জেনেই "কিন্তু এই পঞ্চায়েত থেকে নয় কেন, কী আর বলব, এইটাও সিপিএমের লাইন" বলে পন্ডিত সাজা যায়
  • সিএস  | 103.99.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৪:২০532461
  • সিপিএম কী বলেছে আর তাদের সমর্থকরা ফোরামে কী বলেছে সে তফাত বুঝে ওঠা তো দুষ্কর। নেতারাও সেই তফাত মেটাবার জন্য মাঝেমধ্যেই দেখি অনলাইনের সমর্থকদের "কী করিতে হইবে" বলেন। না বলে থাকলে ভাল, স্কীমের কী উন্নতি করা যায় বা এ রাজ্যে কোথায় সেই স্কীমে ক্ষয় ধরেছে সেসব বললে আরো ভাল। অন্তত সমর্থকরা সেসব নিয়ে আলোচনা করলে তো কথাই নেই। কিন্তু ফেসবুক ফোরামের কথা যে এখানে উঠে আসে, সে তো অনেকদিনই দেখেছি, তাই কথাগুলো উঠল।

    এইখানে একটা এডিটোরিয়াল আছে, ২০২৩ র, পঃ বঃ - এ তখন লঙ্গরখানায় মুর্গীর মাংস আর ফল চালু হয়েছিল, পুষ্টি সংক্রান্ত। সেসব এখনও চলে কিনা জানি না, কেউ জানলে লিখুন।

    https://indianexpress.com/article/opinion/editorials/chicken-for-children-mid-day-meal-scheme-8369157/

    Chicken for children: West Bengal govt has done well to make its mid-day meal scheme protein rich.

    The state government must not whittle under pressure — financial or political — but continue with the new menu.
  • dc | 2402:e280:2141:1e8:4c0c:4f5f:a694:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৪:১২532460
  • মিড ডে মিলের রিচ বাড়ানো, সেটা আরও এফেক্টিভ করা নিয়ে অনেক রাজ্যেই নানারকম পাইলট চলছে, বিভিন্ন কোর্ট, গভর্নমেন্ট এজেন্সিগুলোও সেসব মনিটর করে। মাঝেমাঝেই সেসব নিয়ে খবর বেরোয়। অন্ধ্রতে বোধায় কলেজেও মিড ডে মিল চালু করা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে, বছরখানেক আগে হিন্দুতে পড়েছিলাম। 
  • dc | 2402:e280:2141:1e8:4c0c:4f5f:a694:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৪:০২532459
  • সিএস, আমারও মনে হয়না সিপিএম কখনো পঞ্চায়েত অফিস থেকে মিড ডে মিল দেওয়ার কথা বলেছে। ইন ফ্যাক্ট, মিড ডে মিল নিয়ে বোধায় ভারতের সব পার্টিরই কনসেনসাস তৈরি হয়েছে, কেউই এর বিরোধিতা করে না। এমনকি প্রধানসেবক প্রথমদিকে মনরেগার বিরোধিতা করতো (ক্ষমতায় আসার পর আর করেনি), সেও বোধায় মিড ডে মিল নিয়ে কিছু বলেনি। তার কারন বোধায় মিড ডে মিলের প্রয়োজনীয়তা আর একগুচ্ছ এক্সটার্নালিটি নিয়ে ইন্ডিয়াতে আর সারা পৃথিবীতে হাজার খানেক স্টাডি হয়েছে, কাজেই কোন পলিসিমেকারই এর বিরোধিতা করবে না। 
     
    তবে হ্যাঁ, ইন্ডিয়াতে অবশ্যই মিড ডে মিল আরও বিস্তার করার স্কোপ আছে, যে খাবারটা দেওয়া হয় তার নিউট্রিশনাল ভ্যালু আরও বাড়ানো যায় কিনা, মেনুতে লোকাল ফ্লেভার বেশী রাখা যায় কিনা, এসব নিয়ে তো অবশ্যই আরও পাইলট স্টাডি করা উচিত। আর করাপশান কমানো যায়, তবে করাপশান তো ইন্ডিয়াতে সিএমবি রেডিয়েশান, ওটা কমানো যাবে বলে মনে হয় না।  
  • . | ২৩ অক্টোবর ২০২৪ ১৪:০২532458
  • সেকি রঞ্জন না চন্দন, কী একটা নাম যেন।
  • PRABIRJIT SARKAR | ২৩ অক্টোবর ২০২৪ ১৩:৫০532457
  • হ্যা ওদের চাকরি আছে। সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার এনেছে। পিসির দল খুব সৎ। ঘুষ নিয়ে চাকরি দিলে সেই চাকরি বহাল রাখার জন্য লড়ে যায়। প্রাক্তন পুলিশ নজরুলের কাছে শুনেছি কেউ কেউ চাকরি না দিতে পারলে সুদ সমেত টাকা ফেরত দেয়।
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৩:৪৭532456
  • সোশাল মিডিয়া বাবল থেকে বেরোবার একটা সহজ উপায় আছে মনে হয়। কিছু না, ছাপা আবাপের ভেতরের পাতাগুলো পড়া। তাহলে অনেকটা বোঝা যায়, রাজ্য আর দেশের কথা। সে আর ক'জন, আবাপ ডিজিটাল এসে তো শুধুই clickbait ।

    মিড ডে মিল ও পঞ্চায়ের নিয়ে সিপিএমের মত জানি না, দুয়ারে সরকার নিয়ে পড়েছিলাম। লঙ্গরখানা নিয়ে মন্তব্য পড়ে মনে করলাম সে সব সিপিএমের সমর্থকদের লাইন, এখন।

    ব্যাপারটা অবশ্য, আরো একটু বাড়িয়ে ভাবলে সিপিএমের সমর্থকদের লাইন না বলে বলা উচিত, ১৯৮০ - ৯০ এর দশকে , ভারতের বিশেষ এক অর্থনীতির গঠনের মধ্যে থেকে যারা তার সুবিধে পেয়েছে এবং এখন যারা articulate অংশ তাদের কথা এগুলো। ঐ সুবিধভোগী অংশ (খারাপ অর্থে বলছি না) বার বার মনে করছে সেই অর্থনৈতিক অবস্থায় ফিরে যাওয়া যাবে বা সেসব খুব স্বর্ণিল সময় ছিল, কিন্তু সেসব মনমতো ঘটছে না। ব্যাপারটা আর্থিক - সামাজিক, জটিলতা সুদ্ধ।
  • PRABIRJIT SARKAR | ২৩ অক্টোবর ২০২৪ ১৩:৪৫532455
  • পিসি খুব সৎ। যারা টাকা পয়সা দিয়েছিল আর সাদা খাতা জমা দিয়েছিল বা আদৌ পরীক্ষা দেয় নি তাদের চাকরি বহাল রাখার জন্য সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার আনা হয়েছে। বেশ কবছর চাকরি করার পরে হয়তো বরখাস্ত হবে। তখন আবার মানবিক কারণে কিছু একটা করা হবে। যারা ঘুষ দেয়নি মেধা তালিকায় নাম আছে তাদের দুচারজনকে এক্সট্রা পোস্ট করে চাকরি দেবে।
  • মিড ডে মিল | 2401:4900:7063:9d46:e615:6b72:3abe:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৩:৪৫532454
  • উর্বাদি-রা কাজ করে মিড ডে মিল নিয়ে। প্রত্যক্ষভাবে চিনি। দেখেছি। এসব ঢপ আড়ালে দেওয়াই ভালো।
  • মিড ডে মিল | 2401:4900:7061:249f:7109:6d33:8c05:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৩:৩১532453
  • পঞ্চায়েত থেকে মিড ডে মিল দিতে হবে এটা সিপেম কবে কোথায় বলেছে? উলটে সমস্ত সরকারি স্কুলে ১০০% বন্টনের কথাই তো দেখা যায় বিভিন্ন জায়গায়। 
  • lcm | ২৩ অক্টোবর ২০২৪ ১৩:২৯532452
  • এটা কিছুটা সোশ্যাল মিডিয়ার সেট আপ এর জন্য... আমরা সবাই এক একটা সোশ্যাল মিডিয়া বাবলের মধ্যে আছি... প্রত্যেকে নিজের পছন্দের এক একটা ইকো চেন্বারের মধ্যে... তার জানালা দিয়ে যা দেখা যায় সেটাই আমার আইডিয়া... my view is what my “friends” are sharing .... অ্যালগরিদম ও সেভাবেই তৈরি ... algorithms designed to reinforce natural human tendency — "if you like this, then you’ll like this" ... এবং এর মধ্যে থাকতে থাকতে মনে হয়, এটাই জগৎ... এতে বাইরের কেউ থাকলে তাকে আমার চেম্বার (ফ্রেন্ড লিস্ট) থেকে সরিয়ে দিয়ে খুব নিশ্চিন্ত বোধ করি... once I’ve surrounded myself with only one point of view, soon that point of view is all I hear... I'm safe and happy in my bubble....
  • সিএস  | 103.99.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৩:০১532451
  • লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খিল্লি আর এখন লঙ্গরখানা, প্যাটার্ণটা বোঝা যায়।

    মিড ডে মিল কেন পঞ্চায়েত থেকে নয়, এটা যারা বলছেন তারা মিড ডে মিলের উদ্দেশ্যটা বোঝেননি। আর মিড ডে মিলের সঙ্গে পড়াশোনার মানেরও সম্পর্ক নেই। প্রথমটার উদ্দেশ্যই আলাদা। স্কুলশিক্ষা ব্যবস্থার দুটি দিক এইগুলো, লঙ্গরখানা খুলে স্কুলে ডেকে আনা একটা, আর পড়াশোনার মান উন্নতি অন্য।

    কিন্তু এই পঞ্চায়েত থেকে নয় কেন, কী আর বলব, এইটাও সিপিএমের লাইন, এখন মনে হয় ফোরামে এইটা উঠেছে। দুয়ারে সরকার যখন চালু হল, তখনও সমালোচনার এই লাইন ছিল তাদের। কিন্তু সে প্রকল্পও খুবই পপুলার।

    যেটা করা যায়, মিড ডে মিলের নিন্দুকদের খুশী করার জন্য, যে লঙ্গরখানাজোড়া স্কুল আর দিল্লী পাবলিক স্কুলের মাঝামাঝি আর একটা স্তর তৈরী করা। কম খরচে সরকারি ব্যবস্থা, তারা খুব খুশী হবে যারা এককালে সরকারি স্কুলে পড়ে তাদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে ফেলেছে কিন্তু ছেলেপুলেদের সরকারি জায়গায় পড়াতে চায়।

    রাজ্যভিত্তিক মিড ডে মিলের efficacy আর স্কুল শিক্ষার মান ইয়ে কোন সার্ভে আছে নিশ্চয়। সমস্যা কী আর নেই, সব সরকারি ব্যবস্থাতেই তো আছে, ভাতের সঙ্গে অন্য কিছু না দিয়ে শুধু নুন দেওয়া হয়, এরকম খবরও তো হয়েছে।

    কিন্তু লঙ্গরখানা !

    ইকস।

    (দেখেন, বামপন্থার স্বর্ণযুগ হলে, এইসব কথাগুলোকে বলতাম একরকমের শ্রেণীঘৃণা। না সেসব বলছি না, কিন্তু বাস্তব পরিস্থিতি না বোঝা আর যারা ফোরামে ফোরামে articulate অংশ, তাদেরই মধ্যে শুধু থাকা আর তাদের কথা শোনা, এর ফল এইসব লঙ্গরখানা ইত্যাদি।)
  • মিড ডে মিল নিয়ে কিছু দাবি | 115.187.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ১২:৫৭532450
  • মিড ডে মিল এ দ্বাদশ শ্রেণী অবধি সবাইকে ইনক্লুড করা দরকার। অবশ্য এসব এই সরকারের থেকে আশা করাও বাতুলতা। কিন্তু বামফ্রন্ট সরকার যেমন দ্বাদশ অবধি শিক্ষা ফ্রি করেছিল ,তেমন মিড ডে মিলও দ্বাদশ শ্রেণী অবধি করা উচিত। আর সকালেও কিছু টিফিন দেওয়া উচিত। দরিদ্র বাচ্চারা বাড়ি থেকে কিছু খেয়ে আসে না। শুকনো মুখে প্রথম ক্লাস করতে হয়। এভাবে ক্লাস করা সম্ভব না। দ্বাদশ শ্রেণী অবধি টিফিন আর মিড ডে মিল দুটোই প্রতিটা সরকারি স্কুলে বাধ্যতামূলকভাবে দেওয়া উচিত।
     
    আর মিড ডে মিল এ ভালমন্দ খাওয়াতে হবে। ঘি ভাত আলুসেদ্ধ , মাটন ,পনীর এসব। 
     
    ''পয়সা নেই '' মার্কা যুক্তি শুনব না । যে দেশে ৭৩% সম্পত্তি ১% এঁর হাতে , সে দেশে টাকার অভাব একটা বাজে অজুহাত ছাড়া কিচ্ছু না। 
  • lcm | ২৩ অক্টোবর ২০২৪ ১২:৪৪532449
  • শিক্ষা এবং স্বাস্থ্য - দুটো বেসিক টপিক... এ নিয়ে তর্কবিতর্ক খুবই স্বাভাবিক... সময় সময়ে মানুষের ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসাও স্বাভাবিক... টাইমও তো চেঞ্জ হচ্ছে... চল্লিশ-পঞ্চাশ বছর অনেকটা সময়... দূর থেকে বুঝতে পারি না... বোঝার কথাও নয়... শুধু সব কিছুর পরিবর্তন হচ্ছে সেটা বুঝতে পারি...
  • ধুর পাগলা! | 2401:4900:3a89:9060:c072:caff:fe42:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১১:৫২532448
  • পঞ্চায়েত আপিস থেকে দিলে সেখানে গিয়ে খাবার নিয়ে চলে যাবে,  স্কুলে আর নাই যেতে পারে!!  এটা স্কুলে যাওয়ার ইন্সেন্টিভও বটে, সেটা বোঝা কি এতটাই রকেট সায়েন্স কঠিন?  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত