এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৬ অক্টোবর ২০২৪ ১১:০৭532116
  • দ আর ডিসি কে গুপু টিমে রেকমন্ড করলাম... 
  • lcm | ১৬ অক্টোবর ২০২৪ ১১:০৪532115
  • ওরে বাবা! দ তো আবার আগেই ডিসির নাম জেনে গেছিল.. গোয়েন্দার নামই জেনে গেছে! গোয়েন্দা টু দ্য পাওয়ার গোয়েন্দা...
  • | 103.27.***.*** | ১৬ অক্টোবর ২০২৪ ১১:০৪532114
  • বা আরেকটু ডিটেলে জিজ্ঞেস করলে দাঁড়ায় ডিসি কী করে জানল দেবাঞ্জন ব্যানার্জি নামে গুরুতে কোনো একটা ছবিসহ অ্যাকাউন্ট খুললেই বা ওই নিক নিয়ে কোনো একদিন পোস্ট করলেই কাজি মামুন আবদাল্লা (বা ফারাবী বা ওইরকম কেউ) আসলে দেবাঞ্জন ব্যানার্জি হয়ে যায়? নামটা ডিসির পছন্দ হয়েছে বলে?
  • dc | 2401:4900:2302:7f42:8aa:b597:30b3:***:*** | ১৬ অক্টোবর ২০২৪ ১১:০১532113
  • দ দির সাথে একমত। পাই ম্যাডামের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা অনেক বেশী সিরিয়াস ছিল। 
  • | ১৬ অক্টোবর ২০২৪ ১১:০১532112
  • এদিকে ডিসি যখন মোট্টেও নিজের নাম বলত না তখন থেকে  আমি ডিসির নাম জেনে ফেলেছিলাম। 
  • | ১৬ অক্টোবর ২০২৪ ১০:৫৯532111
  • 103.27.140.119 -  রাজু কী যেন তার কথা বলছেন? না সে ফারাবিও নয় গুরুও নয়। লেখা বা ইন্টার‍্যাকশানের ধরণ একেবারে আলাদা।  গুরুর মাল্টিপল ফেকগুলো ওই লেখা ইন্টার‍্যাকশানের ধরণ দেখে সহজেই আইডেন্টিফাই করা যায়। 
     
    ফারাবি নিজের নামেই স্টক করত পোস্ট করত খুনের হুমকীও দিয়েছিল। পাই পুলিশে অভিযোগ করেছিল। ফারাবি অভিজিতের খুনী নয় তবে সাপোর্টার।  শেখ হাসিনা যখন আনসারুল্লা বাংলা ক্র‍্যাক করতে শুরু করে তখন ওকে ধরা হয়েছিল। পরে ছাড়া পায় বলেও দেখেছিলাম। 
     
    ওদিকে ওই রাজু নিকটির সম্পর্কে যা শুনেছিলাম সে খুবই ডিস্টার্বিং। 
  • dc | 2402:e280:2141:1e8:1546:89be:cfce:***:*** | ১৬ অক্টোবর ২০২৪ ১০:৫৬532110
  • এ আর এমন কি, ছবি ও সইএর সাথে মিলিয়ে দেখলেই জানা যায়। এই যেমন আমার আসল নাম সঞ্জয় চন্দ, ছবি দেখলেই বুঝতে পারবেন :-)
  • lcm | ১৬ অক্টোবর ২০২৪ ১০:৪৯532109
  • কিন্তু, ডিসি কি করে জানল যারা ছদ্মনামে লেখে তাদের আসল নাম। আমি তো ডিসির নামই জানি না। ডিসি তো সাংঘাতিক ইয়ে, মানে নেট গোয়েন্দা।
  • lcm | ১৬ অক্টোবর ২০২৪ ১০:৪৫532107
  • পল্টুর সঙ্গে কথা হল... বলল যে তিনোরা খুব একটা গা দেখাচ্ছে না... কারণ ওরা চাইছে এটা সিপিএম হাইজ্যাক করুক... কিন্তু বিজেপি যেন অ্যাডভান্টেজ না পায়, ধারে কাছেও যেন আসতে না পারে... বিজেপি এতে ঢুকলে তখন তিনোরা নাকি ঝাঁপিয়ে পড়বে...

    নানা লোকের নানা থিওরি, পল্টুরই বা থাকবে না কেন...
  • ছবি আসবেনা? | 2409:40e0:100e:c171:88c7:9cff:fe5f:***:*** | ১৬ অক্টোবর ২০২৪ ১০:৩০532106
  • ছবি দেওয়া যাবে কিনা দেখি | 2409:40e0:100e:c171:88c7:9cff:fe5f:***:*** | ১৬ অক্টোবর ২০২৪ ১০:২৩532105
  • <a href="https://ibb.co/jGs1sH8"><img src=" alt="IMG-20241016-WA0010" border="0"></a>
  • dc | 2402:e280:2141:1e8:1546:89be:cfce:***:*** | ১৬ অক্টোবর ২০২৪ ১০:০৫532103
  • গুরু নিক থেকে যিনি পোস্ট করেন তিনি তো দেবাঞ্জন ব্যানার্জি! অন্য বেশ কিছু নিক থেকেও পোস্ট করেন, অনেক উদ্ভট  আর ভুলভাল কথা লেখেন, আর কেউ ক্রস ভেরিফাই করলেই আর একটাও রিপ্লাই না দিয়ে অন্য প্রসঙ্গে চলেন যান। আগে আমি এনাকে খোরাক ভাবতাম, তবে বেশ কিছু পোস্ট পড়ে মনে হয়েছে এনার কিছু মেন্টাল হেল্থ সংক্রান্ত সমস্যা থাকতে পারে, তারপর থেকে আমি আর এনার পোস্ট খুব একটা পড়ি না।  
  • | 103.27.***.*** | ১৬ অক্টোবর ২০২৪ ০৯:০১532102
  • ফারাবীর অভিজিৎ হত্যার সমসময়ে গুরুতে এক ইসলামি এক্সট্রিমিস্ট পোস্ট করত। পাইকে স্টক করত, খুনের হুমকিও দিয়েছিল মনে হয়, নিকটা কারও মনে আছে? তার নামে পুলিশে অভিযোগ করার পর কিছুদিন চেপে থেকে অন্য একটা নিক থেকে আর তারপর যুক্তিবাদী দেবাশিস আর আঁখো-র টইটার আশেপাশের সময়ে এই গুরু নিকটা থেকে পোস্ট শুরু করে।  এর মুভমেন্ট সম্পর্কে খুব অ্যালার্ট থাকা উচিত। ঠিক খিল্লির মত সহজ নয় ব্যক্তিটি।
  • ভিড় | 2409:40e0:100e:c171:a8ef:fdff:fe92:***:*** | ১৬ অক্টোবর ২০২৪ ০৮:৪৩532101
  • রাসমণি রোড লম্বায় ৮০০ মিটার এবং চওড়া ১৫ মি ৷ এটি পুরো ভর্তি ছিল, কত লোক হতে পারে, হিসেব করে নিন।
    সিপিএম ও নানা দল কার্নিভ্যালে সক্রিয়ভাবে ছিল, কল দিয়ে ছিল। এর 
    তবে কিঞ্জল আর বাকি জুডাদের ওই ঝেঁটিয়ে বিদায়ের পরেও এই আন্দোলনে জোর জবরদস্তি ঢুঁ মেরে গুঁতিয়ে ঢুকে পড়তে একটুও অস্বস্তি হচ্ছে না সিপিএম এর?  একটু হচ্ছে বোধহয়।  সেজন্য অল্প ঘোমটা ছিল।
     
    '"
    দ্রোহের কার্নিভাল ডেকেছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। তবে তাতে জুড়ে গিয়েছিল আরও কিছু মঞ্চ। যে মঞ্চগুলিতে সিপিএম তথা বামেদের নিয়ন্ত্রণ রয়েছে। রানি রাসমণি অ্যাভিনিউয়ের জমায়েতে সংঘটিত ভিড়ের ছবি দেখা গিয়েছে। উদ্যোক্তারাও যে পরিকল্পনা করেই সবটা করেছিলেন, তা-ও স্পষ্ট হয়েছে স্বেচ্ছাসেবকদের হাতে হাতে ওয়াকিটকি দেখে। তবে আগের দিনের মতো সিপিএমের প্রথম সারির নেতারা কেউ জমায়েতে যাননি। জুনিয়র ডাক্তারদের ডাকা সমাবেশে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছিল বামফ্রন্ট। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। অনশন মঞ্চ থেকেই বলেছিলেন, কেউ যেন আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা না করেন। মনোভাব বুঝে আগের দিন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের অকুস্থল ছাড়তে হয়েছিল। তবে মঙ্গলবারের ভিড়ে সিপিএমের অনেক ছোট-মাঝারি নেতাদের দেখা গিয়েছে। অতিবাম রাজনীতির অনেককেই দেখা গিয়েছে রানি রাসমণি অ্যাভিনিউয়ের ভিড়ে।" 
     
  • r2h | 208.127.***.*** | ১৬ অক্টোবর ২০২৪ ০৫:১২532100
    • Guru  | ১৫ অক্টোবর ২০২৪ ২১:৪৬
    • ...হাজারটা তসলিমা বা রুশদী বা কয়েক কোটি আপনি আমি কি বললো না বললো তাকে নিয়ে। তসলিমা বা রুশদীর আগেও অনেকে অনেক কিছু বলেছে মোহাম্মদকে নিয়ে তারা ইতিহাসের পাতায় মুছে গেছে। তসলিমাদের ঠিক এটাই হবে পরিণতি। 
     
    একই রকম ভাবে একপাল বোধবুদ্ধিহীন অন্ধবিশ্বাসী দাঙ্গাবাজ কী ভাবছে তাতে আমার কিছু আসে যায় না।
    মানে, আইডিয়ালি আসে যায়না, কিন্তু দাঙ্গা হাঙ্গামা করে লোকজনকে মারপিট করতে পারে, তাই বাধ্যতামূলক আসা যাওয়া। সেই আসা যাওয়াটাকে নর্মালাইজ করতে আমি রাজি না।

    তসলিমাদের পরিনতি এরকম হবে মানে?
    তসলিমা, রুশদি - দুজনেই বর্তমান। তাঁদের লেখাপত্র, বক্তব্য - কোন কিছুই অপ্রাসঙ্গিক হয়ে গেছে - এমন দাবি শুনিনি। এমনকি মাথার দামও একই আছে। রুশদি তো এই কদিন আগে মরতে মরতে বাঁচলেন।
    বরং ঠাকুর দেবতা এবং তাদের কাল্পনিক সন্তানরাও ধীরে ধীরে মুছবেন, এমন সম্ভাবনা মনে হয় আছে। ডারউইনের তত্ত্ব স্বীকৃতি পাওয়ার পর (অনেক মানেন না যদিও, সেতো ফ্ল্যাট আর্থ-পন্থীও গিজগিজ) এমনি মুছে যাওয়ার কথা ছিল, কিন্তু মানবজাতির একটা বৃহত্তর পিতামাতা ফিগার না হলে চলে না, কী আর করা।

    এবার সংগঠিত পশ্চিমি ইসলামোফোবিয়া ইত্যাদি খুবই বাস্তব। নবীর ছবি আঁকার নির্দেশ উদ্দেশ্যপ্রনোদিত - খুবই সম্ভব। সংখ্যালঘুর স্বার্থ, নিরাপত্তা, আবেগকে গুরুত্ব দেওয়া উচিত - খুব সত্যি। এখানে যা হয়েছে, তা অতি খারাপ।

    ও হ্যাঁ, আর বিশ্বজনীন মুসলিম বিরাদরি বলে কিছু হয় না। মধ্যপ্রাচ্যের মুসলমানরা বাংলাদেশি মুসলমানদের পাতে তোলে না, রোহিঙ্গা মুসলমানদের মনুষ্যেতর মনে করে। হরেদরে।

    আর এই কথাগুলি আপনার, না পঙ্কজ মিশ্রের? শেষ লাইনটা বুঝলাম না।
     
    এবং আবারও, হলোকাস্ট, একাত্তর - এগুলির সঙ্গে ধর্মীয় মেগাবাবা অনুভূতি -এই তুলনা অতি কুৎসিত। হলোকাস্ট বা একাত্তর নিয়ে আমার কোন ব্যক্তিগত অনুভূতি থাকার কারন নেই। ওগুলি ইতিহাস ও মানবজাতির জন্য কঠিন ও লজ্জাজনক শিক্ষা। বীভৎস জেনোসাইড নিয়ে খোরাক করবেন না।
     
    • রমিত চট্টোপাধ্যায় | ১৫ অক্টোবর ২০২৪ ২২:২৬
    • ...ইচ্ছাকৃতভাবে দাঙ্গার সেটিং বা উস্কানি থেকে থাকলে আশ্চর্য হব না। 
     
    রমিত, খুবই সম্ভব। তবে ঐ নরম অনুভূতি খিল্লিযোগ্য আরকি।
  • হাওয়া | 47.***.*** | ১৬ অক্টোবর ২০২৪ ০৪:৪২532099
  • আনন্দবাজার বলছে,

    অদলীয় কিন্তু অতিবাম আছে,

    "জুনিয়র ডাক্তারদের ডাকা সমাবেশে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছিল বামফ্রন্ট। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। অনশন মঞ্চ থেকেই বলেছিলেন, কেউ যেন আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা না করেন। মনোভাব বুঝে আগের দিন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের অকুস্থল ছাড়তে হয়েছিল। তবে মঙ্গলবারের ভিড়ে সিপিএমের অনেক ছোট-মাঝারি নেতাদের দেখা গিয়েছে। অতিবাম রাজনীতির অনেককেই দেখা গিয়েছে রানি রাসমণি অ্যাভিনিউয়ের ভিড়ে।"

    ওদিকে হাওয়া নাকি ঘুরল না,

    "গুচ্ছ গুচ্ছ কালো বেলুনের বন্দোবস্ত করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু ওড়ানোর পর দেখা যায় তা পুজো কার্নিভালের দিকে না গিয়ে উল্টো দিকে ভেসে যাচ্ছে। যা দেখে অনেককেই বলতে শোনা গেল, ‘‘হাওয়াটা ঠিক দিকে বইল না!’’ দ্রোহের কার্নিভাল দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে এক কৌতূহলী যুবককে আস্তে করে বলতে শোনা গেল, ‘হাওয়াটা মমতার পক্ষেই কিন্তু রয়ে গেল!’ তার পর সন্তর্পণে চারপাশটা দেখে নিলেন, আন্দোলনকারীদের কেউ শুনে ফেলেননি তো!"
  • পলিটিশিয়ান | 23.24.***.*** | ১৬ অক্টোবর ২০২৪ ০৪:১০532098
  • কুনাল ঘোষ ভীড় নিয়ে কোন স্টেটমেন্ট দেয়নি? না দিয়ে থাকলে অসুবিধা নেই। এই সাইটেই কেউ ভীড়ের আপডেট দিয়ে দেবেন।
  • :|: | 174.25.***.*** | ১৬ অক্টোবর ২০২৪ ০৩:২৩532097
  • সইত্যের খাতিরে বলতেই হবে আমারও হুরিপরীর সেবা লাভ করতে মঞ্চায়। ইনফ্যাক্ট যেকোনও কেউই যত্ন করে বসিয়ে খাওয়াচ্ছে পরাচ্ছে কোনও কিছু দাবী না করেই -- এটা ভাবলেও ভালো লাগে। সে যদি হুরিপরী নাও হয় সেও ভি আচ্ছা। কিন্তু সেই জন্য মরে যেতে হবে সেটা ভাবলেই মনখারাপ হয়ে যায়। না মরলে কি এই সেবা কোনও ভাবেই পাবার উপায় নাই? হাঁ গা আপনারা কী বলো? 
  • মহাপদ্মনন্দ | 103.2.***.*** | ১৬ অক্টোবর ২০২৪ ০১:৩৫532096
  • দ্রোহের কার্নিভাল আর দুর্গাপুজোর কার্নিভাল এই দুইয়ের কোন নিরপেক্ষ আঁখোদেখি কম্প্যারিজন পাওয়া যাবে? 
    কোন দিকটাকে এক্জ্যাগ্যারেট করে বলবেন না এমন কেউ আছেন? 
    দ্রোহের কার্নিভালে কী ভয়ঙ্কর ভিড় ছিল? 
  • অরিত্র | 103.77.***.*** | ১৬ অক্টোবর ২০২৪ ০০:৪২532095
  • ২২:২৬, যাব্বাবা আমি তো "১৪ অক্টোবর ২০২৪ ২৩:১০" এ সেটাই জানালাম, সঙ্গে করা করালো সেটাও।
  • 8-D | 51.159.***.*** | ১৬ অক্টোবর ২০২৪ ০০:০৭532094
  • কিন্তু ছাগুরু তো পড়াশুনো করেছে। তবু সে নিজে হজরত মহম্মদের পয়গম্বর ইত্যাদি দাবি ও আল্লার সঙ্গে কথা বলার মতো বুজরুকিগুলোতে বিশ্বাস করে নাকি? তাহলে তো বেহস্ত আর হুরী পরীতেও বিশ্বাস করে? অশিক্ষিত বা অল্পশিক্ষিত ধর্মান্ধ মুসলিমদের ম্যানিপুলেট করার জন্য এসব প্রিচ করার দরকার যে তার পড়ে, বিশেষত যখন সে ম্যানিপুলেশনের ন্যারেটিভ তৈরির জন্যই ডেডিকেটেড, পড়াশুনো সে উদ্দেশ্যেই করছে, সেটা নাহয় বোঝা গেল, কিন্তু নিজে অন্তর থেকে সে ওইসব মধ্যযুগীয় অলীক ধ্যান ধারণাতে সত্যিই বিশ্বাস করে? তারমানে এই যে শিক্ষিত সমাজমাধ্যমে প্রো-এক্সট্রিমিস্ট লজিক ও আউটলুক সাপোর্ট করে ডায়ালগ চালানোর কাজ তাকে দেওয়া হয়েছে, বা র‍্যাদার সে নিজে এই ভূমিকা বেছে নিয়েছে, তা কি সেই জিহাদের অংশ হিসেবেই, যার পুরস্কার মৃত্যুপরবর্তী অগুণতি হুরীপরীর সেবালাভ ও আল্লাহর নিজের হাতে ঢেলে দেওয়া অফুরন্ত শরাবের সাপ্লাই? সত্যি?
  • দীপ | 2402:3a80:42fc:b24b:878:5634:1232:***:*** | ১৬ অক্টোবর ২০২৪ ০০:০১532093
  • সুপ্রিমকোর্টের নির্দেশ:
     
    পশ্চিমবঙ্গে কোন বিদ্যালয়, হাসপাতাল ও পুলিশ স্টেশনে রাখা যাবেনা সিভিক ভলান্টিয়ারদের - নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। সিভিক ভলান্টিয়ার, যারা মূলত রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োজিত হয়, আরজি কর কান্ডের প্রেক্ষিতে সেই প্রথায় আপত্তি জানালেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ওবিসি কেসের পর এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্যে আরেকটি বড় ধাক্কা। সরকারি অর্থের অপচয় করে অনৈতিক 
    নিয়োগ আবারও মুখ থুবড়ে পড়লো।
  • | ১৫ অক্টোবর ২০২৪ ২৩:২৭532092
  • ২১ এর ভোটের বেশ কিছু আগে বোধহয় কোভিডেরও আগে পশ্চিমবঙ্গের বেশ দুই তিন জায়গায় মন্দিরে গরুর মাংস রাখতে গিয়ে ধরা পড়েছিল চাডভায়েরা। মম্ব্যানের পুলিশ এই একটা ভাল কাজ করেছিল এদের ধরে কিন্তু তারপরে আবার  ছেড়েও দেয়  মনে হয়। 
  • QP | 49.207.***.*** | ১৫ অক্টোবর ২০২৪ ২২:৪৯532090
  • @ রমিত।
    হ্যাঁ। সারা বিশ্ব জুড়েই ইসলামোফোবিয়া।
    আর সবটাই  আর এস এসের ষড়যন্ত্র। এটা না বোঝার কী?
  • Guru | 2409:4060:2d91:1c16:468:997:63d9:***:*** | ১৫ অক্টোবর ২০২৪ ২২:২৮532089
  • @রমিত , আমি আপনার বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত l দেখুন আমি আগেও বলেছি হজরতের কিছু যায় আসেনা আমি আপনি কি বললাম এসব বিষয় নিয়ে l আমার নিজেরও কিছুই যায় আসেনা l কিন্তু সমস্যাটি হচ্ছে যে পোস্ট 9/11 এর ক্ষেত্রে হযরতকে অযাচিত ভাবে আক্রমণ করা একটা ওয়েস্টার্ন গ্র্যান্ড স্ট্রাটেজি যার ফলে আমাদের ছোটবেলার ইরাক আক্রমণ বা আবু গারিব বা বর্তমানে গাজা জেনোসাইডের মতো বিষয়গুলোকে socially acceptable করে তুলেছে ওয়েস্টার্ন journalism l পঙ্কজ মিশ্রও সেটাই বলতে চাইছেন l 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৫ অক্টোবর ২০২৪ ২২:২৬532088
  • QP র বক্তব্যে একটা কথা বলার, জিনিসটা যেরকম সহজ সরল দেখছেন সেরকম নাও হতে পারে। ইচ্ছাকৃতভাবে দাঙ্গার সেটিং বা উস্কানি থেকে থাকলে আশ্চর্য হব না। বিজেপি নতুন ন্যারেটিভ চাইছে। এবার বলতে পারবে  পশ্চিম বাংলায় হিন্দু খতরে মে হ্যায়। বাংলাদেশ ঘটনা এখানেও আসছে এসব বক্তব্য দিয়ে পোলারাইজেশন করবে।
  • dc | 2402:e280:2141:1e8:8868:407:391c:***:*** | ১৫ অক্টোবর ২০২৪ ২২:২২532087
  • আচ্ছা একটা গান শুনুন তাহলে। আনন্দ বক্সীর লেখা 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত