এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 165.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১১530793
  • মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে আদালতে কথা উঠেছে দেখলাম, সেটা নিয়ে বিচারপতি মন্তব্য না করায় অনেকে দুয়োও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো করা উচিতই, বিচারপতিরাও দুয়োযোগ্য অনেক কাজ করেন। কিন্তু এই ব্যাপারটা ঠিক বুঝলাম না।
    সুপ্রিম কোর্ট যেহেতু একটা রাজ্যের ব্যাপার না, তাইএই লাইনে চললে দেখা যাবে আসাম উত্তরপ্রদেশ গুজরাট মণিপুর ইত্যাদি রাজ্যের যাবতীয় মুখ্যমন্ত্রী, দেশের রেলমন্ত্রী পাঁচবার আর প্রধানমন্ত্রী পনেরোবার - এইরকম হারে পদত্যাগ করতে হবে।
    হলে চমৎকার হয়, কিন্তু ব্যাপারটা ঠিক ফিজিবল বলে মনে হয় না।

    সে অবশ্য অনেকে আবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকেও উদাহরনযোগ্য মনে করছিলেন।

    এসব অবশ্য সব বিরোধী দলই করে, মমতা বিরোধী অবস্থায় সর্বদাই করতেন।
  • :|: | 174.25.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪১530791
  • ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৮-- এর প্রেক্ষিতে একটাই কথা বলার না পাওয়া ডিগ্রির মিথ্যা দিয়ে উনি শিক্ষা প্রতিষ্ঠানের সর্ব্বোচ্চ পদ অধিকার করেছেন, আর্থিক এবং সেই পদের উপযুক্ত ডিগ্রিধারীর প্রাপ্য সমস্ত সুবিধা নিয়েছেন -- সেটি হলো গিয়ে সামান্য "ভুলো" ব্যাপার। 
    আর যে ডিগ্রির নামে দুই নেতা নেত্রী কিছুই পাননা, ওই ডিগ্রির কথা উল্লেখ না করলেও কিস্যু আসতো যেতোনা ওনাদের পলিটিক্যাল কেরিয়ারে -- সেটি হলো ভয়ঙ্কর "জালিয়াতি"। 
    হায় হায়। এই বুদ্ধিতে ভোটে জিতবে? 
    এইজন্যই এদের কেউ দেয়ও না। :))
  • মধ্যবিত্ত | 223.19.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০০530790
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত এক সপ্তাহ ধরে সল্টলেকের স্বাস্থ্যভবনের সামনে মানুষ দেখেছে ‘আন্দোলনের কার্নিভাল’। এলাহি আয়োজনে খাওয়া-দাওয়া থেকে বিছানা-ফ্যান কোনও কিছুরই অভাব নেই। বিকেল হতেই চিকিত্সকদের সঙ্গে স্লোগানের গলা মেলাতে সাধারণ মানুষও চলে আসতেন। কিন্তু বুধবার সন্ধ্যায় দেখা গেল উল্টো চিত্র। গত কয়েকদিনের তুলনায় অবস্থান মঞ্চ বেশ ফাঁকা। এমনকী আন্দোলনরত পড়ুয়াদের সংখ্যাও কম। স্লোগানের আওয়াজও কমে এসেছে। এদিন যাঁরা এসেছিলেন তাঁরাও বলছেন, ‘আজ বড়ই ফাঁকা।’

    কেন এমন ফাঁকা? বেশিরভাগ লোক মনে করছেন, ‘দাবিদাওয়া তো সবটাই মেনে নেওয়া হয়েছে। আর কর্মবিরতি কেন থাকবে?’ শুধু যে অবস্থান মঞ্চ ফাঁকা হয়েছে এসেছে, এমনটা নয়, সাধারণের মিছিল-রাত দখলের স্রোতও অনেকখানি কমেছে। গোটা রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে বিভিন্ন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা থাকেন। এদিন সেই জায়গাগুলোতেও আন্দোলনকারীদের সংখ্যা কম দেখা গেল। ফলত, একটি প্রশ্নই এদিন অবস্থান মঞ্চে ঘুরপাক খেল। তা হল, তবে কি সাধারণ-মধ্যবিত্ত মানুষ আর পাশে থাকছেন না? এদিনও কিন্তু খাবার-দাবার নিয়ে কয়েকজনকে অবস্থান মঞ্চে আসতে দেখা গেল। মধ্যবিত্ত কোথায়? যাঁরা, একটা সময় দু’হাত তুলে আশীর্বাদ করেছিলেন এই আন্দোলনরত চিকিত্সকদের। প্রতিদিন বিকেল হলেই রাস্তাজুড়ে চলা অবস্থান মঞ্চে তিল ধারনের জায়গা থাকে না। একেবারে সেজেগুজে সাধারণ মানুষরা চলে আসতেন আন্দোলন দেখতে। এদিন সেসব উধাও। স্লোগানের চিত্কারে পাশের লোকের কথাও শোনা যেত না। এদিন সন্ধ্যায় দেখা গেল, একটি-দু’টি গোষ্ঠী স্লোগান দিচ্ছেন। ৩০ জনের প্রতিনিধি দল যখন সাংবাদিক সম্মেলন করে নবান্ন গেলেন, তখনও স্লোগানের বহর নেই। থাকবেই বা কীভাবে? জনসমাগমই তো কম। মঙ্গলবারই এক ডাক্তার নেতাকে সাধারণের উদ্দেশে আহ্বান করতে শোনা গিয়েছিল, আপনারা আরও বেশি সংখ্যায় এসে যোগ দিন। ওই অবস্থান মঞ্চকে ঘিরেই বহু চা বিক্রেতা ব্যবসা করেন। এদিন সন্ধ্যায় তাঁরাই বলছিলেন, ‘এখানে আর বেশি সময় দেওয়া যাবে না। বিক্রি কমে আসছে।’ তাঁরাও বলছেন, ‘অন্যান্য দিনের চেয়ে এদিন বিক্রিও অনেক কম হয়েছে।’ এদিন সন্ধ্যায় ডাক্তারদের প্রতিনিধি দল নবান্নর উদ্দেশে রওনা দেওয়ার পর, ‘একদা জমজমাট’ অবস্থান মঞ্চ যেন আরওই ফাঁকা হয়ে গেল।
  • অরিত্র | 103.77.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৮530789
  • পুরো ত্রাণ কার্য লাইভ ভিডিও স্ট্রিমিং করার দাবি জানাচ্ছি (বিচারাধীন বিষয় হয়ে ওঠার আগেই)।
  • অরিত্র | 103.77.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৪530788
  • বন্যা রাজ্যবাসীর সমস্যা, কিন্তু বন্যা মানে তো "ত্রাণকার্যের"ও সময়, ফলে ব্যানার্জী পাড়ায় তো উৎসবের আমেজ। 
  • aranya | 2601:84:4600:5410:71a7:c32a:ca3e:***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৬530787
  • 'এই যে ব্যাপারটা হচ্ছে সেটা পেছন থেকে বিভিন্ন রঙের বামেরাই অর্গানাইজ করছে' - আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কয়েক জন দেখলাম ডিএসও, ডিএসএ ইঃ-র সাথে জড়িত ছিলেন বা আছেন। ভাল লাগল। কিছু বন্ধু-বান্ধব ছিল এই সংগঠনগুলোতে, বহু বহু যুগ আগের কথা যদিও। 
  • aranya | 2601:84:4600:5410:71a7:c32a:ca3e:***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৯530786
  • এই মুহুর্তে, বন্যাই, মনে হয়, পঃ বঙ্গের জন্য সবচেয়ে কঠিন সমস্যা। মমতা বলেছেন দেখলাম, কেন্দ্র ড্রেজিং করে না। সত্যি হলে খুবই অদ্ভুত ব্যাপার। কেন্দ্রের টাকার অভাব, এমন তো নয়। এত গুরুত্বপূর্ণ একটা বাঁধ, জলাধার - এগুলোর রক্ষনাবেক্ষণ, ড্রেজিং এ সব তো নিয়মিতই হওয়ার কথা।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৯530785
  • বন্যা নিয়ে লিখেছিলাম, এটাও লিখি। ছোটোবেলা থেকে দেখছি, বর্ষার পরে ডিভিসি জল ছাড়ে, আর পশ্চিমবঙ্গের লোকের ঘটিবাটি ভেসে যায়। সিঙ্গুর উঁচু জায়গা বলে কখনও যায়নি, আটাত্তরেও না, কিন্তু চেনা জায়গাই ভাসত। না হলেও তিন বছরে একবার। এ খুব সম্ভবত বাঁধ দেবার পর থেকেই হয়ে চলেছে। তারপর সেলফোন এসে গেল, উনিজি স্পেসসুট পরে চাঁদে চলে গেলেন, শাইনিংরা বিশ্বজয় করে ফেলল, কিন্তু সেই জিনিস চলছে। আগে কথাবার্তা হত কিছু। চোর-পালালে তবে লোকের টনক নড়ে, তাই ওই সময়টা খুব চেঁচামেচি হত ডিভিসিকে নিয়ে। তবে পুরোটাই মরশুমি না। সারাবছরই নদীবাঁধের আদৌ কোনো উপযোগিতা আছে কিনা এই নিয়ে লেখালিখি হত। বিতর্কও। যদিও নদীবাঁধ তুলে দিয়েই হোক, বা অন্যকিছু করে, এটা যে থামানো উচিত এই নিয়ে কোনো বড় আন্দোলন দেখিনি। গাঁ গঞ্জের ব্যাপার। কলকাতা বা শহরতলী তো ভাসছেনা। তবে কথাটা হত। ইদানিং সেটাও আর নজরে পড়েনা। যাঁরা লিখতেন, তাঁদেরও বয়স হয়েছে, আর তরুণদের কাছে, খুব সম্ভবত ওটা তেমন আর 'কুল' নয়।
    আরেকটা জিনিস হত। বন্যা এলে লোকে পাড়া-টাড়া থেকে দঙ্গল-বেঁধে সাহায্য করতে যেত। রাজনৈতিক দল কিছু করত, সরকারও। কিন্তু বেশিরভাগটাই সামাজিক উদ্যোগ। তাতে সমস্যা হত বিস্তর। একই জায়গায় অনেক ত্রিপল, চিঁড়ে চলে গেল, কারণ, জায়গাটায় যাওয়া সহজ। ওদিকে একটু গহীন এলাকায় কিছু পৌঁছলইনা। এই নিয়েও চেঁচামেচি হত। 'ত্রাণ' এখন ফ্যাশান হয়ে গেছে গেছে কিনা, এই নিয়ে রাগারাগি হত। কিছু লোক ছিল আমার মতো সুখি, তারা কখনই প্রায় যেতনা, কিছু সাহায্য-টাহায্য করেই খালাস হয়ে যেত। সেলফোন আসার পর প্রচুর নম্বর আসত, এখানে সাহায্য পাঠান, ইত্যাদি করে। এইটা খুবই সাম্প্রতিক কাল অবধি দেখেছি। কোভিড অবধি দেখেছি। কোভিডের সময়ই অনলাইন ব্যবসার রমরমা হল। জোমাটো, সুইগি, ব্লিংকিট, অ্যামাজন। এখন আর 'ত্রাণ' এর আবেদন দেখছিনা। কী জানি, ডিসকানেক্ট বেড়ে গেছে, নাকি লোকে ভাবছে, বন্যাদুর্গতরা অ্যামাজনে অর্ডার দিলেই তো পেয়ে যাবে। কী জানিনা, তবে ত্রাণের কোনো আবেদন থাকলে কেউ জানাবেন। যৎসামান্য কিছু পাঠিয়ে সুখী মানুষের মতো দায়মুক্ত হই।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:cdc7:7b13:afe9:***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৭530784
  • দুনম্বরী ডাক্তার।
     
  • :|: | 174.25.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৩১530783
  • গানটি ভালো 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:a891:97ce:f08:***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫৩530782
  • বাম ঐক্য তো পণ্ডিতদের কথায় বা নেতাদের মিটিংয়ে হয় না। আন্দোলনের মধ্যে হয়। এই যে ব্যাপারটা হচ্ছে সেটা পেছন থেকে বিভিন্ন রঙের বামেরাই অর্গানাইজ করছে। সুসি, বামফ্রন্ট তো আছেই, মালেও জায়গায় জায়গায় আছে। সেই জন্যই আমি আশাবাদী।
  • :|: | 174.25.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩৮530781
  • মনে হয়না এসব (3:35) ইনফোতে বামেদের ইন্টারেস্ট আছে। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩৫530780
  • আচ্ছা। হলে খুবই ভাল। তবে একটাই সমস্যা, রাজনৈতিক পন্ডিতরা মোটামুটি বছর পনেরো ধরে এটা বলে আসছেন। এটাও টুকে রাখব। না হলে আমাকে দোষ দেবেন না। আমি আপত্তি করিনি।
     
    ওদিকে জানেন তো, গোটা বাংলায় ভয়াবহ বন্যা, ডিভিসির কল্যাণে। ঠিক জনরোষের পরিস্থিতি নেই। আর এর মধ্যে এক-দেশ-এক-নির্বাচন কেন্দ্রীয়  মন্ত্রীসভায় পাশ হল।
  • :|: | 174.25.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩৪530779
  • আহারে! যাহোক, না জিতলে ভোজ দেবেন তো? :)
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:a891:97ce:f08:***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩০530778
  • আমি বামেরাই বুঝিয়েছি। আশ্চর্য হব না বেশিরভাগ বাম, সুসি, মালে, বামফ্রন্ট সহ যদি একসাথে নির্বাচন লড়ে।
  • হিজি-বিজ-বিজ  | 149.142.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৩:১৯530777
  • চামড়া খোলা মানে চামড়া ছাড়ানোর  কথা বলছেন বোধ হয় পলিটিশিয়ান। ইয়ে , বামেরা না বলে সিপিএম বলাটা বোধ হয় যথাযথ হবে। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:a891:97ce:f08:***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৩:০৬530776
  • বামেরা জিতবে, আবার কে? 
     
    বিজেমূল হারবে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:a891:97ce:f08:***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫২530774
  • যুবরাজেরও একটি জালি এমবিএ আছে। বংশানুক্রমে জালিয়াত।
     
    এনিওয়ে, লোকে চামড়া খোলার জন্য হাত ঘষছে। মোহন ভাগবত বাঁচাতে পারবে না।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:a891:97ce:f08:***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৮530773
  • হ্যাঁ হ্যাঁ, ভুলো উপাচার্য চলবে না। জালিয়াত মুখ্যমন্ত্রী ভারী ভাল।
     
    এদের কে দেয়?
  • :|: | 174.25.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৪530772
  • ঠিক বলেছেন, 00:31। অইটিও অঙ্খারের অন্যতম কারণ হলেও হতে পারে। অন্তত: সেই ডিগ্রীর সুবাদে সর্বোচ্চ অ্যাকাডেমিক পজিশন হোল্ড না-করার সংযমটুকু দেখাতে পেরেছে কিনা! 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:a891:97ce:f08:***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩১530771
  • তিনুদের তো আবার ইস্ট জর্জিয়ার ডক্টরেট। অঙ্খার তো হবেই।
  • অরিত্র | 103.77.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:১৭530770
  • ওই শুনানী? একমাত্র কাজের কথা উঠেছিল তো মুখ্যমন্ত্রীর পদত্যাগের ব্যাপারটা। সেটাও চন্দ্রচূড় বললেন — বলতে পারবুনি। অদ্ভুত লোক। অ্যাতো লজ্জা নিয়ে জাজ হওয়া কেন বাপু!
  • :|: | 174.25.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:০১530769
  • ২১:৩৫-- না:। চিকেনভাতকে মাংসভাত বলে বোলে। আফটার অল এখনও ওদের কেউ ভাষাচর্চার ডক্টরেট ডিগ্রীটা নিতে ভুলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ অলংকৃত করে নি তো, তাই মনে হয় অঙ্খার আছে। :)
    ২৩:২৭-- এই নেটফ্লিক্সের মতো থ্রিলার সিরিজই কি যথেষ্ট উপহার নয়? আর কতো চাই! 
    ২৩:৪৬-- ঠিক এইটিই আগের দিন বলতে চাইছিলুম। কিন্তু কাকেরা পরি মরি করে বেদানা খেয়ে চলে গেল।
  • dc | 2a09:bac3:3f42:1aa0::2a7:***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:০০530768
  • বিজেমূল হলো ফাজি সেট cheeky
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৮530767
  • বাইনারি বলতে যদি বোঝানো হয় - যে আপনি হয় তিনো নয় বিজেপি। তখন প্রশ্ন ওঠে যে - বিজেমূল জিনিসটা কী, সেকি শুধুই মায়া।
  • dc | 2a04:4e41:52:c::9dc3:***:*** | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫১530766
  • তা হতে পারে। তবে এই বাইনারি বানানোর চেষ্টাটা ভালো লাগলো না। একদল লোক আন্দোলন করেছে, সিস্টেমটায় অল্প হলেও ধাক্কা দিয়েছে, কিছু পরিবর্তন করতে পেরেছে। এটাই বা কম কি? তারা নিজেরা কেমন, আগে কি করেছে, সেসব দিয়ে কি হবে? 
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫১530765
  • আজকে বাচ্চাদের জন্য একটা অবসরকালীন পরিকল্পনা চালু করেছে। এনপিএস বাৎসল্য। 
  • হিজি-বিজ-বিজ  | 149.142.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৮530764
  •   ধপধপে * বক্তব্য টা *
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত