এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩২529593
  • বজ্জাত বিপজ্জনক বটে তবে বলদ বজ্জাত আরও বেশি বিপজ্জনক। সব ভেঙেচুরে মেরেকেটে নষ্ট করে দিয়ে হে হে করবে, আদর্শের বালাই তো নেই, কিছুতেই কিছু আসে যায় না।
  • . | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:২২529592
  • পুরো অ্যানার্খি।
  • অরিত্র | 103.77.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:২১529591
  • আইডিওলজি তো তৃণমূলের কোনো বিষয়েই নেই। তৃণমূল চরিত্রেই ফ্যাসিস্ট এবং তার পূর্ণরূপ বিকশিত হওয়ার সুযোগ পায়নি এখনও। সেটা শুধু ভোট বা টাকার ব্যাপার নয়।
     
    পাপাঙ্গুলের কথাগুলোও ঠিক।
  • . | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:২০529590
  • কোচবিহারের মাথাভাঙায় বয়স্ক মানুষ প্রতিবাদে নেমেছিলেন, মেয়েরা রাত দখল করছিল, জাস্টিস ফর আরজিকর বলছিল সকলে। তিনোরা এসে ক্যালাতে শুরু করল। এতক্ষণ এবিপি আনন্দ দেখাচ্ছিল। কালকেও দেখাতে পারে। রাত তখন বারোটা। রাস্তায় জাস্টিস ফর আরজি কর লিখেছিলেন স্থানীয়রা। তিনোরা এসে সেসব মুছে দিচ্ছে।
  • &/ | 151.14.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:১৮529589
  • তদন্তকারীদের উপরেই বা ভরসা কই? সর্ষের মধ্যেই তো ভূত থাকতে পারে।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:১৪529588
  • বিষাণের পরিচিত বৃত্তের যিনি বলেছেন, তিনি সিবিআইকে কেন বলছেন না, কেন ফেবু পোস্ট দিতে হচ্ছে বুঝলামনা। আরেকজন ডাক্তার আছেন, যিনি ওদের সংগঠনের মুখপাত্র, তিনি স্বচক্ষে ময়নাতদন্তের রিপোর্ট দেখে বলেছিলেন 'দেড়শো গ্রাম'। তিনিই বা যাচ্ছেন না কেন জানিনা। 
     
    দুর্নীতিচক্র বন্ধ করতে চান, খুব ভাল কথা। সরকার ফেলে দিতে চান, সেও খুব ভালো কথা। যে সরকারের আমলে পুলিশ হাসপাতালে ঢুকে খুন-ধর্ষণ করে আসে, যেটুকুতে কেউ কনটেস্ট করছেননা অন্তত, সেই সরকারের যাওয়াই উচিত। কিন্তু খুনের তদন্ত তো ওভাবে হয়না। যে খুন করেছে সে শাস্তি পাবে। আপনাকে পাশের বাড়ির কাকিমা কানে কানে কী বলে গেছেন, এর ভিত্তিতে খুনের শাস্তি দিতে হলে, আপনাকেও যেকোনোদিন ঝুলিয়ে দেওয়া হতে পারে। 
  • &/ | 151.14.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:১৩529587
  • এখনও কীভাবে যে 'আহা রে মূলো রে সোনা রে মানিক রে' করা সম্ভব, সেটাই তো বোঝা যায় না।
  • অরিত্র | 103.77.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৪529586
  • শাসন লক্ষ শাসন/ক পক্ষ
     
    আরেকটা ফ্যাসিস্ট প্রবণতা হলো রাষ্ট্রীয় নজরদারি, সেখানে এই আধার সিসিটিভি ইত্যাদি প্রকল্পে তৃণমূলের কোনো আপত্তি তো নেই, উৎসাহ ভীষণ রকম।
  • অরিত্র | 103.77.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৭529585
  • তবে সঠিক বর্ণনা করতে হলে, আমার মতে, — ফ্যাসিস্ট শাসন একটি উচ্চ পর্যায়ের স্বৈরতান্ত্রিক শাসন তো বটেই, কিন্তু তার সঙ্গে ফ্যাসীসিমের একটা সামাজিক প্রেক্ষাপট থাকে, যেটা হলো জনগোষ্ঠীকে ভাগ করে একটি পক্ষ (শাসন লক্ষ) ও বিপক্ষ তৈরি করা এবং এই পক্ষ বিপক্ষের ধারণা একেবারে সমাজের রন্ধ্রে প্রবেশ করানো, সময় বিশেষে গণশত্রু নির্মাণ করা এবং বিচার প্রক্রিয়া জনসমাজের মধ্যে নামিয়ে আনা, বিচারের বদলে চরম শাস্তির দাবী এবং এতদ্বারা জনসমাজ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ ও যুক্তিনির্ভর চিন্তা ভাবনা সরিয়ে মৌলবাদী উগ্র চেতনার প্রসার ঘটানো, আর এসবের জন্যে একটা মিথ্যে "সত্যের" নির্মাণ করা।
     
    তৃণমূলের অনর্গল মিথ্যে বলাটা একটা ফ্যাসী নির্দেশক বৈশিষ্ট এবং ওই মিথ্যে সত্যের নির্মাণ হলো ২১শে জুলাই ইত্যাদি। তবে মূল ব্যাপার হলো পক্ষ বিপক্ষ নির্মাণ, যেটা জাতিগত বা ধর্মগত হতেই হবে তা নয়, এক্ষেত্রে তৃণমূল পক্ষ ও বিপক্ষ। এই পক্ষ বিপক্ষের একটা দৃশ্যমানতা তৈরি হয় মমতার ছবি দেওয়া ব্যানার, দলের পতাকা যেটা কলকাতা ও পশ্চিমবঙ্গের ছোট দোকান প্রতিষ্ঠান যারাই তৃণমূল সাহায্য বা করুণা প্রাপ্ত তাদের লাগাতে হয় (মলিন সেই রং, পতাকা বা ব্যানার আমরা লক্ষ্য করি না, কিন্তু থাকে) এবং রাজি হলে নীল সাদা রং (যেটা সরকারি ভবনেও আপত্তিকর কারণ গণতান্ত্রিক ভারতের কোন সরকার এরকম রঙের আইডেন্টিটি তৈরি করতে পারে না, এগুলো ফ্যাসিস্ট প্রবণতা) বিনে পয়সায় করিয়ে দেওয়া হয়। সমাজে পক্ষ বিপক্ষ স্পষ্ট হয়, যারা বিপক্ষে থাকেন তাদের "ট্রিটমেন্ট" আলাদা, সেটা "তোলার" পরিমাণে হতে পারে বা সরাসরি অসহযোগ। এটা শুধু সরকারে ক্ষমতাসীন দলের সদস্য সমর্থক হয়ে সুবিধে পাওয়ার ব্যাপার নয়, সেটা সবজায়গায় আছে, কিন্তু পক্ষ বিপক্ষ দৃশ্য তৈরি করাটা অন্য মাত্রার।
     
    বিরোধী নেতা কর্মীর "বাড়ি ঘেরাও" করার কর্মসূচি তো আছেই, কিন্তু তার থেকেও বেশি হয়ে যায় যখন দেখা যায় কেউ বলছে প্রতিবাদীদের আঙুল ভেঙে দেবো, কব্জি মুচড়ে দেবো বা মা বোনেদের ছবি বিকৃত করে বাড়ির দরজায় টাঙিয়ে দেবো, অথবা আগে তাপস পাল যে সব ছেলে ঢোকানোর কথা, রেপ ইত্যাদি বলেছিলেন, সেইসব। অনেক আগে সিপিএমের বাড়ির বিয়েতে কেউ যাবেন না এই রকম কী একটা বলেছিল সেই এগারোর পরে। এই গণশক্র তৈরি করা, এই সামাজিক বিচার করার আহ্বান দেওয়া, এইগুলো ফ্যাসিস্ট তো অবশ্যই।
     
    কিন্তু ওই যে বললাম অ্যাসিড টেস্ট। কোনো একটা ঘটিয়ে ফেলা ঘটনা নয়, যখন এনকাউন্টার বা প্রকাশ্য ফাঁসীকে পলিসি হিসেবে বলার চেষ্টা হয় তখন একেবারে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় উক্ত ব্যক্তি, দল, সরকার বা রাষ্ট্রটি ফ্যাসিস্ট।
     
    নেহাত এটা পশ্চিমবঙ্গ বলে এই জিনিস গুলো হুংকারেই থেমে যায় এগোতে পারে না।
  • পাপাঙ্গুল | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪২529584
  • এদের গুন্ডাবাহিনী থাকে। টাকা পেলে ​​​​​​​কাজ ​​​​​​​করে। ​​​​​​​
     
    আর অতি ডানদের থাকে ক্যাডার বাহিনী। বামদের থাকে হার্মাদ শিবির। যারা কোনো সিভিল সার্ভেন্টকে উপদেষ্টা করে রাখার পরোয়া করে না। পুলিশ কি বলছে ধার ধারে না। পার্টি বললে দিনের আলোয় গুলি করে গরিব লোককে শ্রেণীশত্রু বলে মেরে ফেলে। আইডিওলজির নামে গরুর ছুতোয় কাউকে পিটিয়ে মারে বা শুয়োরের ছুতোয় কাশ্মীর খালিস্তানের নামে গলা কেটে দেয়। এই তো হল ব্যাপার। দলীয় রাজনীতি যখন শনাক্তকরণের চিহ্ন। 
  • :|: | 174.25.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪২529583
  • তাই নাকি? ২৩:২০? রিপাবলিক টিভি বললো? তবে তো নিয্যস সত্য। 
  • পাপাঙ্গুল | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:২২529582
  • দরকার হলে দাঙ্গাও লাগায় পুলিশকে নিষ্ক্রিয় রেখে দাঙ্গা হতে দেয় যাতে বাইনারি আরো বাড়ে। 
  • . | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:২০529581
  • "জাস্টিস ফর আরজিকর " বললেই তিনোরা ক্যালাচ্ছে। 
  • পাপাঙ্গুল | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৮529580
  • হ্যাঁ তৃণমূল ,  সপা ,  ইত্যাদি যা কংগ্রেস ভেঙে তৈরী ,  কংগ্রেস নিজেও মাঝামাঝি ,  একটু ডানদিকে ঘেঁষে থাকা দল যারা কলোনি আমলে তৈরী আমলা ও পুলিশ তন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে ও দুর্নীতি চালিয়ে যেতে চায়। দরকার হলে দাঙ্গাও লাগায়। 
  • r2h | 208.127.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৮529579
    • অরিত্র | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৩
    • ...তো কোনটা নেই? 
     
    সুনির্দিষ্ট আইডিয়োলজি নেই, কাল অন্য কিছু করে বেশি ভোট, ক্ষমতা, টাকা পাওয়া গেলে তাই করবে। বাকি জিনিসপত্রে আশির দিকের কংগ্রেসের একটা ইভলভড সংস্করণ বলা যায় হয়তো।
  • পাপাঙ্গুল | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৫529578
  • টেক্সটবুক ফ্যাসিজম ,  যা মুসোলিনি ইউরোপে চালু করেছিল তার ভারতে উত্তরসূরী শুধুই আরএসএস বিজেপি শিবসেনা। কিন্তু চরম ডানপন্থী ও মৌলবাদী বহু দল আছে - শিরোমণি অকালি , aimim ই প্ৰ। উগ্র ডানপন্থাই আসল মাথাব্যথা , সেটা কপিবুক ফ্যাসিস্ট না হলেও। 
  • পাপাঙ্গুল | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৯529577
  • শিবসেনাও আছে। এখন অবশ্য ওরা প্রগতিশীল জোটে বলে ওদের নাম চট করে মনে পড়ে না। 
  • অরিত্র | 103.77.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৮529576
  • এখানে একটা কথা বলে রাখা উচিত, আমি নিজেই পশ্চিমবঙ্গের বাঙালি জাতিসত্তার, তার আত্মনিয়ন্ত্রণের (তার মানে আলাদা রাষ্ট্র চাওয়া নয় অবশ্য), আন্দোলনের সমর্থক, যার জন্যে বামপন্থীরা আমাকে কখনই গ্রহণ করবে না। কিন্তু কোনো প্রকার জাতি বিদ্বেষী বা উগ্র মতবাদ আমি একেবারেই পছন্দ করি না।
  • . | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৫529575
  • চুড়ান্ত দুর্ব্যবহার করা হয়েছে বাবা মা ও পরিবারের সঙ্গে। পুরো নাৎসী লাইন।
  • অরিত্র | 103.77.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৩529574
  • র২হ, তাহলে ওই পোস্ট থেকে আপনার সংজ্ঞাই (বা notion) নেওয়া যাক "উগ্র জাতীয়তাবাদ, রেসিয়াল ডিস্ক্রিমিনেশন, রাষ্ট্রের মঙ্গলের নামে ব্যক্তির অধিকার ও স্বাধীনতা খর্ব করা, মিলিটারিজম"
     
    তৃণমূল অবশ্যই উগ্র জাতীয়তাবাদী যা এক্ষেত্রে রাষ্ট্রবাদী বলা উচিত। চীন পাকিস্তান ইত্যাদি ইস্যু গুলোয় তাদের চিন্তা ভাবনা বিজেপির থেকে আলাদা কিছু নয়, যেহেতু তারা রাষ্ট্রের মাথায় নেই রাজ্যের মাথায় এবং অন্তত প্রকাশ্যে বিজেপি বিরোধী তাই বহিঃপ্রকাশ কম। কিন্তু তার একটা রাজ্য ভিত্তিক ভার্সান তৈরি হয়েছে। বাংলার জন্যে রাজ্য সঙ্গীত নির্মাণ, প্রতিটি ছোটবড় অনুষ্ঠানে সেটা উঠে দাঁড়িয়ে গাওয়া, বা এই যে মিডিয়াকে "বাংলা বিরোধী" (তাও আবার লিখিত দলীয় বিজ্ঞপ্তিতে) বলা, যেটা বিজেপির দেশদ্রোহী বলার রাজ্য ভার্সান।
     
    ঠিক তেমনই রাষ্ট্রের মাথায় না থাকার কারণে তারা মিলিটারি হাতে পায়নি, কিন্তু পশ্চিমবঙ্গ এই মুহূর্তে একটি পুলিশ স্টেট কোনো সন্দেহ নেই। তার চেয়েও বেশি দল নেতা সিন্ডিকেট পুলিশ একাকার হয়ে গেছে। শান্তিপূর্ণ বিরোধিতায় জলকামা টিয়ার গ্যাস, ডাক্তারদের মিছিল আটকাতে নয় ফুট উঁচু লোহার ব্যারিকেড।
     
    ব্যক্তি অধিকার ও স্বাধীনতা তো সেই অম্বিকেশ মহাপাত্রের সময় থেকেই বোঝা গেছিল, আর এই আরজি করের সময়ে, আমার নিজের চোখে দেখা, সাধারণ মানুষের সমাজ মাধ্যমের পোষ্টে পুলিশের নোটিশ এসেছে পোস্ট তুলে নেওয়ার জন্যে, যুবভারতী জমায়েতের আগে পুলিশের হুমকি এসেছে না যাওয়ার জন্যে, তার টেলিফোন রেকর্ড আছে।
     
    এমনকি রেসিয়াল ডিসক্রিমিনেশনও রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী নিজে এই কয়মাসে বারবার এবং আগেও বহিরাগত শব্দের মাধ্যমে কিছু নির্দিষ্ট জাতির লোকজনকে লক্ষ্য করে বেশ কিছু কথা বলেছেন। তার আমলেই রাজ্যে ব্যাঙের ছাতার মতন উগ্র বাঙালি জাতীয়তাবাদী নানান সংগঠন (আরএসএস ব্যাকড খুব সম্ভব) বেড়ে উঠেছে আর কখনও বিহারী কখনও উড়ে বিষ বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে।
     
    তো কোনটা নেই?
  • . | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৪529573
  • তিলোত্তমার বাবা এখন কথা বলছেন।
  • r2h | 208.127.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৮529572
  • ইয়ে, আমার মতামত তেমন কিছু গুরুত্বপূর্ণ না, তাও, আমি ভারতে একমাত্র বিজেপি-আরএসএস-কেই ফ্যাসিস্ট সম্ভাবনাযুক্ত বলে মনে করি। আর কোন দলের, তাদের আমি সমর্থন করি বা না করি, ঐ লাইন আছে বলে মনে করি না।
  • . | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৪529571
  • তৃণমূলের বিরুদ্ধে কিছু বললেই তাকে ফ্যাসিস্ট বলাটাও বন্ধ হোক।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:cda1:6886:e2:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৮529570
  • তাই তো বলছে।
  • . | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৭529569
  • মহামান্য প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় কালকে মহামান্য সর্বোচ্য আদালতে উপস্থিত থাকছেন?
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:cda1:6886:e2:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৭529568
  • ডাক্তার বিষাণ বসু লিখছেন
    -----------
    একটি মেডিকেল কলেজের একটি ঘটনা - যাকে ‘ছোট ছেলেদের ভুল’ বলে উড়িয়ে দেওয়া যেতেই পারত - এবং অন্তত একজন, আমার পরিচিত বৃত্তেরই একজন, তা-ই বলেছেন - হ্যাঁ, আরজিকর মেডিকেল কলেজের এক সন্দীপ-ঘনিষ্ঠ ‘প্রফেসর’ আন্দোলনরত ছাত্রছাত্রীদের বলেছেন, দ্যাখ, রেপ-মার্ডার তো কেউ ইচ্ছে করে করে না, ভুল করে হয়ে গেছে, আর মেয়েটা তো মরেই গেছে, তাকে তো ফিরিয়ে আনা যাবে না, এখন যারা এর'ম করে ফেলেছে তারাও তো আমাদেরই ছেলে, তাদের কেরিয়ারটা তো নষ্ট হতে দিতে পারি না - বিশ্বাস করুন, একজন চিকিৎসক-অধ্যাপক সত্যিসত্যিই এরকম বলেছেন - তো যা-ই হোক, মেডিকেল কলেজের সীমার মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা ঘিরে এমন বিপুল আবেগের বিস্ফোরণ আমি সুদূরতম স্বপ্নেও কল্পনা করতে পারিনি।
    -----------
    ভুবনের মাসীর মত তৃণমূলের মাসীরা বাজারে নেমে পড়েছে।
  • r2h | 208.127.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৭529567
  • নিতান্ত শব্দটায় আপত্তি থাকলে প্রত্যাহার করছি - নিতান্ত বলে অপরাধকে লঘু করা উদ্দেশ্য ছিল না, কাজকর্মের নীচতা নির্দেশ করতে চাইছিলাম। কিন্তু হ্যাঁ, চোর, দুর্নীতিগ্রস্ত, অপরাধীদের দল। নীতিহীন দল হিসেবে ফ্যাসিস্টের সঙ্গীও যেকোন দিনই হতে পারে, সেরকমও মনে করি।
    কিন্তু ফ্যাসিস্ট হওয়ার জন্য যে আইডিওলজি লাগে, সেরকম কিছু তৃণমূলের আছে বলে মনে করি না। কেন, সেটা ভূতনয়ার লেখার মন্তব্য করেছিলাম।
  • অরিত্র | 103.77.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৬529566
  • তৃণমূলকে ফ্যাসিস্ট বলা নাইভিটি? ফ্যাসিস্ট না বলাই নাইভিটি বা অন্যকিছু।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:cda1:6886:e2:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৩529565
  • চন্দ্রচূড় সন্দীপ ঘোষের কেসটা কালকেই শুনবে। যদিও অভয়ার কেস শোনার সময় তার নেই।
     
    দেখা যাচ্ছে লেসার ইভিল কোর্টকে বশ করতে পারে।
  • অরিত্র | 103.77.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:১২529564
  • নিতান্ত চোর ছ্যাঁচোর র২হ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত