এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • NRO | 165.124.***.*** | ২৮ আগস্ট ২০২৪ ০৪:৫২529050
  • Ha! Finally I got lcm. একবার উনি আমায় Gooogle দিয়ে কুপোকাৎ করেছিলেন। আজকে আমার লেঙ্গি মারার পালা। 
     
    How many AUM does State Street have?
    4.128 trillion USD  2023
     
    Seriously, Blackrock is the biggest in the world.
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৪:৫১529049
  • কালকে আমার বাড়িতে অতিথি এসেছিল। হায়দরাবাদ থেকে একটা ফেমিলি, বর বৌ বাচ্চা। এমন অনেক আসে। স্টেশন কিংবা এয়ারপোর্ট থেকে তুলে আনি গাড়ি করে, বিশ্রাম করে, খায়, গল্প করে, আবার তাদের গন্তব্যে পৌঁছে দিই আমরা। এরকম অজস্র লোক আসে।
    তা রবিবারে যারা এসেছিল ইয়ং কাপল, বর বাঙালি, বৌ নেপালি। প্রচুর ইনকাম করে বারবার বলছিল। বছরে দেড়কোটি টাকা মাইনে পাচ্ছে মাইক্রোসফটে চাকরি করে। ৩৬ বছর বয়স। সাড়ে তিনকোটি দিয়ে ফ্ল্যাট কিনেছে, বাচ্চাটার ছবছর বয়স আইবি বোর্ডের ইস্কুলে পড়াচ্ছে। এরই মধ্যে ৫০ এর বেশি দেশ ট্র্যাভেল করে ফেলেছে।
    এসেই বিরক্তি প্রকাশ করে ফেলল ইয়োরোপটাকে বাংলাদেশি এবং মুসলমানেরা ইল্লিগ্যালি এসে নষ্ট করে দিচ্ছে বলে।
    সাধারণত আমি চুপচাপ শুনি এসব ক্ষেত্রে।
    এর কিছুক্ষণ আগে আমাদের টাকাপয়সা কতটা সেটা মাপতে চাচ্ছিল, বাড়িটা কেনা কিনা, কীরকম ইনকাম করি, কোথায় চাকরি করি, এইসব। পাত্তা দিচ্ছিলাম না।
    কিন্তু সে ছেলে থামেই না, রাতদিনের ঝি রেখেছে বাড়িতে সেটাও বলল। ইয়োরোপ নিয়েও খুব দুশ্চিন্তা তার, মুসলমানে ভরে গেলে ক্রাইম বাড়বে, বংশবিস্তার করে ছেয়ে ফেলবে ইয়োরোপ, চিন্তার শেষ নেই তার। পশ্চিমবঙ্গেও এরকম হয়ং গেছে বলে সে হাযদরাবাদে গিয়ে থাকছে। 
    আমি বললাম — তুমি জানো কি এইখানে আমারদের এই দেশে সবচেয়ে বেশি মাইগ্র্যান্ট কোন দেশগুলো থেকে আসে?
    — বাংলাদেশ? আফ্রিকা? ইরাক? সিরিয়া?
    — উঁহু।
    — ইন্ডিয়া?
    — না। ইতালি এবং জার্মানি থেকে হু হু করে ইমিগ্র্যান্ট ঢুকছে।
    সে হো হো করে হাসল। 
    — হা হা, সে তো হবেই, নেবারিং কান্ট্রিজ। তাছাড়া ওরা কো সব ইয়োরোপিয়ান।
    — এই একই যুক্তিতে বাংলাদেশও ভারতের প্রতিবেশি দেশ। ওরাও এশিয়ান।
     
    খাইয়ে দাইয়ে ওদের গন্তব্যে পৌঁছে দিয়ে তবে আমাদের শান্তি।
  • NRO | 165.124.***.*** | ২৮ আগস্ট ২০২৪ ০৪:৪৭529048
  • গত বছর US diversity visa (read, green card lottery) তে 55000 visa র জন্য almost 23 Million valid application from 3rd world পড়েছিল। আচ্ছা এই applicant রা কি গবেট যে অমন up & coming চিনে না গিয়ে এই আমেরিকাতে আসতে চায় ? আর হংকং বাসী,  তিব্বত বাসী, শিনজিয়াং বাসীরা কি equally গবেট যে চীন থেকে পালতে চায়? আর লক্ষ লক্ষ চিনেরাই বা কেন ফেরৎ যেতে চায় না? 
  • lcm | ২৮ আগস্ট ২০২৪ ০৪:৪৪529047
  • প্রথম কথা - ব্ল্যাকরক, বা, তার চেয়ে অনেক বড়ো কোম্পানি স্টেট স্ট্রিট ($41.8 trillion in assets under custody) - এগুলো কোনো ইনোভেশন নয়। এই আলোচনায় এগুলো অপ্রাসঙ্গিক। যেমন, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি যুদ্ধাস্ত্র কেনে ভারত (গত ৫-১০ বছরের হিসেবে), সেটা কোনো পরিমাপ নয়।

    কোনো একটা একক দেশ নয়, কোলাবোরেটিভ ইনোভেশনের জগৎ এ দেশ বলে কিছু নেই। এই নিয়ে আমরা ভাট মেরে যাই, কোনো দেশ কত ভাল করছে, বা কোনো ইউনিভার্সিটি কত ভাল, কিন্তু যারা কাজ করছেন, বিজ্ঞানীরা তাদের কাছে দেশ টেশ কিছু না, সংকীর্ণ ন্যাশনালিজমের উর্ধ্বে তারা (সবাই নয় অফ কোর্স)।

    যেমন ধরুন, টেলিস্কোপের কথাই যখন হচ্ছে, পৃথিবীর সবথেকে বড় টেলিস্কোপ Giant Magellan - এটা বিভিন্ন দেশের ১৪ টা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা মিলে বানাচ্ছেন।

    বিভিন্ন দেশের মহাকাশচারীর বিজ্ঞানীরা একসঙ্গে স্পেসে থাকেন, তাদের মধ্যে এই দেশ দেশ ব্যাপারটা কম। অবশ্য পৃথিবী থেকে বেরিয়ে শূণ্য থেকে দেখলে, তখন গ্রহ গ্রহ মনে হয়।
     
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৪:৩৩529046
  • তবে ভারতীয়দের একটাই নাগরিকত্ব থাকে এখন পর্যন্ত।
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৪:৩১529045
  • দ্বৈত কেন, ছ সাতটা দেশের নাগরিকত্বও অনেকের থাকে।
  • NRO | 165.124.***.*** | ২৮ আগস্ট ২০২৪ ০৪:৩১529044
  • lcm, কিন্তু চিনেরা কি পারবে পৃথিবীর আশি হাজার মাইল ওপরে টেলিস্কোপ লাগিয়ে ব্রহ্মণ্ডের ছবি তুলতে? মিলিয়ন মাইল দূরের asteroid কে satellite দিয়ে pin-point hit করতে বা কোনো asteroid থেকে স্যাম্পল তুলে পৃথিবীতে নিয়ে আসতে? বা  BlackRock এর মতো একটা asset management company বানাতে যাদের total assets under management (AUM) is over 10 trillion U.S. dollars? আর এসবই মাত্র কয়েক বছরের মধ্যে? 
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৪:৩০529043
  • মাদার টেরেজাও তাহলে ভারতীয় নাগরিক হিসেবেই পেয়েছেন। তাই নয় কি?
  • lcm | ২৮ আগস্ট ২০২৪ ০৪:২৪529042
  • হ্যাঁ, নাগরিকত্ব দিয়ে হলেও, ওভারঅল খুব একটা তফাৎ হবে না, মানে আমি যে সব দেশ ওপরের দিকে আছে তাদের কথা বলছি। আর নাগরিকত্ব দিয়ে তো ডুপ্লিকেশন ও হয়, কারণ অনেকের দ্বৈত নাগরিকত্ব থাকে, তো এইসব আর কি।
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৪:২০529041
  • না স্যার। লিস্ট ঠিক নেই।
    নাগরিকত্ব দিয়ে লিস্ট হয়।
  • lcm | ২৮ আগস্ট ২০২৪ ০৪:১৪529040
  • অর্থাৎ, বলতে চাইছি, যে এই লিস্টে ইউরোপিয়ানদের আধিপত্য একদিনে হয় নি, ৪০০-৫০০ বছরের কাজ। সুতরাং, চিন/জাপান/কোরিয়া ... দের একটু সময় দিতে হবে।
  • lcm | ২৮ আগস্ট ২০২৪ ০৪:১১529039
  • এই লিস্টে, যেমন, ইউএসএ-র প্রায় ১৫০ জন নোবেল লরিয়েটের জন্ম অন্য দেশে। আবার, ভারতের লিস্টের অনেকে জন্মসূত্রে ভারতীয় কিন্তু নোবেল পুরস্কার হয়ত পেয়েছেন অন্য দেশের নাগরিক হিসেবে।

    এই লিস্ট এমনিতে তো ঠিকই আছে, ঐতিহাসিকভাবে। ইউরোপিয়ান রেনেশাঁ, মানে ধরুন চোদ্দশো থেকে সতেরোশো শতাব্দী, যখন ইউরোপ জুড়ে যে প্রবল বিজ্ঞানচর্চা হয়, সেগুলো আজকের আধুনিক বিজ্ঞানের ফাউন্ডেশন বলা যেতে পারে। এই এত পুরস্কার মূলত, ইউরোপিয়ানদের পাওয়া, বা ইউরোপিয়ান অৰিজিনের লোকেদের পাওয়া। আমেরিকা এবং অন্যান্য দেশের শ্বেতাঙ্গদের ওরিজিন যেহেতু ইউরোপ সেই হিসেবে বলছি। সেদিক দিয়ে ঠিক আছে।

    নলেজ ইকনমিতে ইউরোপ তথা, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই দেশগুলোর আধিপত্যের একটা মূল কারণ তো এটা বটেই। তবে, চিন ভাল করবে, সময় লাগবে। একশো বছর কিনা জানি না। জাপান তার সাইজ অনুযায়ী অলরেডি দারুণ জায়গায়। 

    আর মৌলিক গবেষণার ভঙ্গিমা বদলে যাবে, এককভাবে পুরস্কার কমে যাবে, বা উঠে যাবে। এখনই শুরু হয়েছে, প্রত্যেক বছরই একটি গ্রুপ অফ পিপল, তাদের কাজের জন্য পুরস্কার পাচ্ছেন। এটা আরও বাড়বে। এখন শেয়ার্ড নলেজ, ইফ আর নট রেডি টু কোলাবোরেট উইথ আদার্স, একা একা বিশেষ এগোনো মুশকিল।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:c215:b7b7:ce5a:***:*** | ২৮ আগস্ট ২০২৪ ০৪:১০529038
  • সে আর কি করা। দাসজাতির অজস্র পাপ।
     
    চীনেদের ওই জন্যই আমি অবাক বিস্ময়ে দেখি। আমাদের দু বছর বাদে শুরু করে কোথায় পৌঁছেছে।
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৪:০৬529037
  • ইশ্, কীভাবে খুঁজে খুঁজে, ও পিসি, ও বৌঠান, ও হারুর মা, ও খুড়ো, এমনি করে করে আমরা নোবেলের নম্বর বাড়াতে গিয়ে আত্মীয়তা খুঁজি।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:283e:fe65:7012:***:*** | ২৮ আগস্ট ২০২৪ ০৪:০৫529036
  • কমলাদি অর্ধেক ভারতীয় তো বটেই। অস্বীকার করার জো নেই।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:283e:fe65:7012:***:*** | ২৮ আগস্ট ২০২৪ ০৪:০৪529035
  • ও, ব্রিটেনের একজন নোবেল লরিয়েট আছেন, ইন্ডিয়ান অরিজিন।
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৪:০৪529034
  • ভারতীয় অরিজিন?
    মানে কমলাদিও তো তাই। ভাইস প্রেসিডেন্ট ভারতীয়?
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:283e:fe65:7012:***:*** | ২৮ আগস্ট ২০২৪ ০৪:০২529033
  • এর সাথে ইউসুফ আর আব্দুস সালামকে যোগ করলেই দশ। devil
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:283e:fe65:7012:***:*** | ২৮ আগস্ট ২০২৪ ০৩:৫৯529032
  • অভিজিৎ, খুরানা, চন্দ্রশেখর, এরা ভারতীয় নাগরিক না হলেও ভারতীয় অরিজিন।
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৩:৫৯529031
  • তাও এর মধ্যে দুটো শান্তি পুরস্কার। 
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৩:৫৭529030
  • রবি ঠাকুর
    সিভি রমন
    অমর্ত্য সেন
    মাদার টেরেসা
    আর একজন যিনি মালালার সঙ্গে পেলেন, সত্যার্থী।
    আর কারা ভারত থেকে পেলেন আমি জানি না।
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৩:৫৪529029
  • ভারত দশ?
    আমি তো জানতুম ৫
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:283e:fe65:7012:***:*** | ২৮ আগস্ট ২০২৪ ০৩:৫৪529028
  • এই সাইটে কেই বা কাকে ব্লক করে। মুখ খারাপ করা ট্রোলদেরই ব্লক করা যায় না, তো ভদ্র ট্রোলদের ব্লক করা।
     
    তবে একটা ভুল বললেন। আপনি আমার বন্ধুও না, শত্রুও না। লোকে অনেক কিছুর সাথেই টাইম পাস করে। সেই অনেক কিছু কি সবই বন্ধু? সুভাষিতাবলীতে বন্ধু হতে হলে কোথায় কোথায় থাকতে হয় তার একটা লিস্ট আছে। তার মধ্যে একটা মাত্র (ব্যাসন, অকেশনাল টাইম পাস) পূর্ণ করেই কি কেউ বন্ধু হয়?
  • NRO | 165.124.***.*** | ২৮ আগস্ট ২০২৪ ০৩:৪৯529027
  • আপনারা ভুল কিছু বলেন নি। চীন আর কয়েকশো বছরের মধ্যেই সবাইকে ছাড়িয়ে যাবে। ওই কটা মোটে লোক আর ইতিমধ্যেই আট আটখানা Nobel! Knowledge আর economy র কেমন চমৎকার মনজুড়োনো সহাবস্থান -আর তেমনি cuisine.
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৩:৩৪529026
  • না। আমি কোনও দলকেই চিনি না। তৃণমূল বা বিজেপিকে একেবারেই না। ছোটবেলা দুরকম কংগ্রেস দেখেছি, আদি এবং নব। নবটা পরে ইন্দিরা হয়ে গেল। সিপিআই সিপিয়েম ছিল। নকশাল ছিল। তবে খোলাখুলি নকশালদের প্রশংসা করার সাহস কংগ্রেস আমলে কারও হতো না। এই ফ্যাশন পরে হয়েছে।
    ৭৭ এ বামফ্রন্ট এসেছিল, আমি তখনও কিশোরী হই নি। গোড়ার দিকে ভাল ভাল কাজ করেছিল। তারপরে করাপশন ঢুকে গেল। ১৯৮২ তে সম্ভবত কসবার আনন্দমার্গী মারা হয়েছিল। সেইদিন ঘটনাচক্রে ঐ খুনগুলোর কিছু পরে আমি একডালিয়ার বাসস্টপে গেছলাম। কোনও প্রতিবাদ দূরে থাক, পরিস্থিতি স্বাভাবিক ছিল। ১৯৮৫ তে দেশ ছেড়েছি। সেকালে ইন্টারনেট ছিল না। দেশের খবর মাঝে সাঝে পেতাম। 
    তখনও কমিউনিস্ট পার্টিকেই সমর্থন করতাম, তবে ভোটাধিকার হয় নি বলে ভোট দেওয়া হয় নি।
    পরে পার্টির আসল রূপ দেখি সোভিয়েত দেশে দশবছর থাকাকালীন। যদিও সেই পার্টি এবং সংসদীয় ভোট সিস্টেমে জেতা পশ্চিমবঙ্গীয় সিপিয়েম এক পার্টি তো নয়ই, প্রায় ৯০% আলাদা।
    দেশে ফেরামাত্রই ১৯৯৬র ৩০ জানুয়ারি স্থানীয় সিপিয়েম কাউন্সিলার আমাকে সামাজিক শিক্ষা দেবার জন্য ধর্ষনের আয়োজন করেছিল। সগর্বেই। খুবই বিচ্ছিন্ন ঘটনা। রেপ কালচার বলা একদম উচিৎ হবে না। কালচারাল রাজধানী অফ ইন্ডিয়া। খোদ কোলকাতা। রাত বিরেতও নয়।
    ইগনোর করে ফেলার মতই সামান্য ব্যাপার।
    তাই ২০০১ এ দেশটা পাকাপাকি ছেড়ে দিয়েছি। তখনও ভাবতাম মমতা ব্যানার্জি ভালো মানুষ। মনে মনে সমর্থনও করেছি। বাকি পার্টির লোকজনদের আমি চিনি না। যা দেখেছি পশ্চিমবঙ্গের তথা ভারতের কালচারাল রাজধানী কোলকাতাটুকুই। অভিজ্ঞতা অতীব কম। 
    আমার যতটুকু চেনা পরিসর সেটা কোলকাতা শহর। খুবই সেফ শহর মেয়েদের জন্য। অস্বীকার করবার জায়গা নেই।
  • NRO | 165.124.***.*** | ২৮ আগস্ট ২০২৪ ০৩:২৩529025
  • আচ্ছা lcm, চীনেরা যদি cultural revolution এর সময় চড়ুই ও খেতো আবার ভাত ও খেতো কখনও যখন দুটো একসঙ্গে খেতো যখন কি তাকে চড়ুইভাতি বলা যেত? আপনি তো ভালো বাংলা জানেন তাই জানতে চাইলুম। 
  • NRO | 165.124.***.*** | ২৮ আগস্ট ২০২৪ ০৩:১৫529024
  • পলিটিশিয়ান মশাই সত্যিই পলিটিশিয়ান একেবারে professional politician দের মত হামেশাই ডিগবাজি আর পাল্টি খান - যেমন আমাকে মাঝে মধ্যেই ব্লক করে দেবার হুমকি দেন আবার পরক্ষনেই কেমন আবার বন্ধু হয়ে যান সময় কাটান। আবার দেখুন ঝানু পলিটিশিয়ানরা যেমন কেরালার বাগানে ঝোলা ঝানু নারকোলের মতো impervious হন ইনিও ঠিক তাই। 
  • :|: | 174.25.***.*** | ২৮ আগস্ট ২০২৪ ০৩:০৯529023
  • ২টো ৩৬: "আমাকে যেমন বিজেপি এবং চাড্ডি বলে।"
    গালাগালি দেওয়াটা সমর্থন যোগ্য না একেবারেই তবু সইত্যের খাতিরে বলে রাখা ভালো আমিও কিন্তু আপনার পোস্টগুলি দেখে বিজেপি সমর্থকই মনে করেছিলুম।
    ঘটনা তেমন না বলছেন? আসলে কোনও দিন বিজেপির ভুল উল্লেখসহ আপনার পোস্ট দেখেছি বলে তো মনে করতে পারছিনা! 
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০২:৫২529022
  • কাউন্সেলিং দরকার। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:283e:fe65:7012:***:*** | ২৮ আগস্ট ২০২৪ ০২:৫১529021
  • ঠিকই। একটা পর্যায়ে পৌঁছে ইগনোর করা মুশকিল হয়ে দাঁড়ায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত