এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.96.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৮:৩০528657
  • আর জি কর ঘটনা নিয়ে কয়েকটি কথাঃ (এখানেও লিখি, মনে ​​​​​​​হল গুরুত্বপূর্ণ)
     
    শোনা যাচ্ছে যে হসপিটালের অধ্যক্ষ সন্দীপ রায় নাকি সেখানে সেক্স র‌্যাকেট থেকে শুরু করে, ড্রাগ মানে ওষুধ পাচারের একটি চক্র চালাতেন। ভিক্টিম মেয়েটি নাকি সেসব জানতে পেরে যায় তাই তাকে সরিয়ে দেওয়া হয়। শুধু সরিয়ে দেওয়াই নয়, চালানো হয় পাশবিক অত্যাচার, তাও তারই বন্ধু ইন্টার্ণদের দিয়ে। 
     
    কয়েকটি লজিকাল প্রশ্নঃ 
    1) সরিয়ে দেওয়ার কথা বুঝ্লাম কিন্তু ঐরকম পাশবিক অত্যাচার করতে হবে কেন? 
    2) যদি ডাক্তার ইন্টার্ণরাই খুন করবে তো তাদের আরও অনেক উপায় জানা থাকার কথা। স্বাক্ষ্য প্রমাণ রেখে অত্যাচার করে খুন করার দরকার ছিল কি? 
    3) আর সন্দীপ রায় ঐ ইন্টার্ণ যারা এককালে ভাল ছাত্র ছিল, এখন ইন্টার্ণ, ভবিষ্যতে ডাক্তার হবে মানে একেবারেই নভিশ খুনী তাদেরই খুনের বরাত দেবে? যিনি এইরকম একটি ভয়ং্কর চক্র চালান তার তো আরও দাগী আসামী হাতে থাকার কথা। সুপুরী কিলার কি কম পড়িয়াছে? 
    4) হাসপাতাল থেকে স্বাক্ষ্য প্রমাণ লোপ করার জন্য আরও অন্য একটি বোধহয় জঘন্যতম অপরাধের স্বাক্ষ্য প্রমাণ হাসপাতালেই রেখে দেওয়া হল? খুন করার কি আর কোন জায়গা ছিল না? 
     
    এর সাথে কিছু হোয়াটস্যাপ বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আছে যেমনঃ 
    ক) এমন ভাবে গলা টেপা হয়েছে যে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, আসলে চশমার কাঁচ ভেঙে চোখে ঢুকেছিল 
    খ) পেলভিক বোন ভেঙে গিয়েছিল, অটোপসি রিপোর্টে কোন ফ্র‌্যাকচারের কথা লেখা নেই 
    গ) মৃতার দেহ থেকে নাকি ১৫০ গ্রাম সিমেন পাওয়া গেছে, এর জন্য ১০০ জন পুরুষ লাগে। 
     
    এর পরে জ্নৈক সোমা মুখার্জীর একটি ভয়েস ভাইরাল হয়েছে সেখানে বক্তব্য শুরু হয় "জানিস পঃবঃ এর সমস্ত সরকারী হাসপাতালে নাকি অধ্যক্ষরা এইরকম দুর্নীতি চালায়" দিয়ে। তাহলে বিশ্বাস করে নিতে হয় গত এগার, বারো বছরে যত ডাক্তার সরকারী হাসপাতাল থেকে পাশ করেছে সবাই দুর্নীতি করেছে, আসলে ডাক্তার হবার কোন যোগ্যতা তাদের নেই। কিন্তু বেসরকারী হাসপাতালের কথা কিছু বলা নেই। সেগুলো সব ভালো। 
     
    তা এসবের অংক মেলে নি, মিলল না যখন তখন আরও একটু ভাবলাম। তাতে মনে হল, আরে পুরো ন্যারেটিভটাই সুচতুর ভাবে ফেক খবর, ইন্ফোর মাধ্যমে বদলে দেওয়া হচ্ছে। কেন? মমতার রাজ্যে দুর্নীতি প্রমাণিত হলে কার লাভ? হয় বিজেপির নয় সিপিএমের মানে যারা ওনাকে গদি থেকে সরাতে চাইছে। ইমোশন এখন হাই তাই সেই সুযোগ নেওয়া যাক। 
     
    তা সে নিক, মমতা নিজেও নিয়েছিলেন সিঙ্গুর, নন্দীগ্রামের সময়। 
     
    আপত্তিটা অন্য জায়গায়, ধর্ষণ একটি পাশবিক ঘটনা। বহুভাবে প্রমাণিত যে ধর্ষক কামের জন্য ধর্ষণ করে না, করে ক্ষমতার আস্ফালন দেখাতে, তারপরে পাশবিক ভাবে খুন আরও ভয়ংকর। দরকার সঠিক তদন্ত এবং অপরাধীর মনস্তত্ত্ব বোঝার চেষ্টা যাতে এর থেকে সমাজে পরিবর্তন আনা যায়। সেটা না হলে দুটো ভয়ঃ একতো, যদি অপরাধী ধরা না পরে, তাহলে ভবিষ্যতে সে আবারও এরকম একটি অপরাধ করতে পারে, দুই, যে স্টাডি করা সম্ভব সেটা হবে না, তাতে লংটার্মে যে চেঞ্জ হওয়ার সম্ভাবনা ছিল তাও হবে না। 
     
    আর সবথেকে বড় কথা, মেয়েটির পরিবারের একটা ক্লোজার দরকার। জন আন্দোলন যা হচ্ছে তা যদি এদিকে ঘোরে তাহলে ভালো হয়। গদি পাল্টানোর রাজনীতি যাদের করার তাদের করতে দিন না।     
  • π | ২২ আগস্ট ২০২৪ ০৮:১৫528656
  • দেশে মেয়েরা রাতে বেরতে পারেনা বা বেরয়না শুনে হাসব না কাঁদব না কিছু বলব,ভেবে পাচ্ছিনা।
     
    সেই কোন আমলে রাত দশটা এগারোটা বারোটায় টিউশন পড়ে ফেরা , হাল আমলে বইমেলা থেকেও হামেশাই ফিরতে ১১-১১-৩০ হয়ে যাওয়া , গভীর মাঝরাতে ( ১- ৩ টে তেও) এয়ারপোর্ট থেকে যাতায়াত - প্রিপেইড ট্যাক্সি নিয়ে , সব মনে পড়ে গেল হামেশাই শুধু আমি কেন আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের অনেকেরই রাত ১১-১২ টায় ফেরা দেখেছি - এগুলো সব কোলকাতা,আশেপাশের মফস্বল ,হুগলির এলাকার কথা বলছি।  দেশের অন্য নানা শহরেও দিব্বি রাতের পর রাত পাব্লিক ট্রান্সপোরটে ফিরেছি। পিএইচডি র সময়ে মুম্বইয়ে শুক্র শনিবার করে শেষ ট্রেন ধরে পোওয়াই যেতাম ,সেই নেভিনগর কোলাবা থেকে বাসে করে স্টেশনে গিয়ে। আর বাকি সময়ে প্রাইয় সারা রাত ল্যাবে কাজ করেছি ,রাত তিনটে চারটে অব্দি ,বহু সময়ে বিল্ডিং এ পুরো একা ,এখনো প্রায়শই করি,তারপর ফিরি।  ফিল্ডে গিয়ে রাতের পর রাত খোলা রাস্তায় গাড়িতেও কাটাতে হয়েছে,জার্নি করতে গিয়ে বা প্রচন্ড খারাপ রাস্তায় আটকে গিয়ে,একেবার প্রত্যন্ত অঞ্চলে, রুটিনলি ফিল্ড থেকে ফিরতে অনেক রাত হয় পুরো অচেনা গাড়িতে ঘণ্টার পর ঘণ্টা একা ফিরেছি পাহাড় ,জঙগলের মধ্যে দিয়ে। দেশে নাকি মেয়েরা একা রাতে বেরতে পারেনা !  নিজের জায়গা ভাল দেখাতে ভাল লাগতেই পারে,সে জায়গা খুবই ভাল হতেই পারে,কিন্তু অন্য সব কিছু কথায় কথায় এত ছোট করার প্রবণতা কেন,তাও এতো ভুলভাল তথ্য দিয়ে ?
     
    বহুকাল লিখিনা,নানা ঝামেলায় লেখা হয়ে ওঠেনা। আজ পড়ে আর না লিখে পারলাম না। এরপর অবধারিত নানা গালিগালাজ,কটূক্তি আসবে হয়তো ,আগে তো কম আসেনি, তাও লিখলাম। 
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৭:৪২528655
  • চিন্তা করে দেখুন, আপনি (প্লেস হোল্ডার, যে কেউ হতে পারেন) একটি দূর দেশে কর্মসূত্রে বা শিক্ষার জন্য বা অন্য কোনো সূত্রে থাকেন। আপনার বিশাল সংখ্যক আত্মীয়স্বজন বন্ধুবান্ধব থাকেন আপনার নিজের দেশে। এই নিজের দেশে এক গণ আন্দোলন হয়ে সব ওলোটপালোট হয়ে ভয়ানক কিছু গোষ্ঠীর হাতে পড়ল দেশটা। তারা পোড়ানো, কাটানো, ভাঙা, নির্বিচারে লোকজনের চাকরিবাকরি নট করে দেওয়া আর কেজানে কত এলোপাথারি হত্যা যে চালাচ্ছে তার মাপজোক নেই। আপনি যতটা পারছেন খবর নিচ্ছেন, টেনশনে সেঁকা হয়ে আছেন আপনার আপনজনের আর বন্ধুজনের জন্য। এই অবস্থায় আপনার পাশের লোকেরা যদি এই নিয়ে 'আরে বর্বরের দেশ ওটা, এরকম তো হবেই' বলতে থাকে তাহলে আপনার কেমন লাগবে?
  • NRO | 165.124.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৫:৩৭528654
  • যাঁরা বই পোড়ানোর জন্য দুঃখ প্রকাশ করছেন তাঁদের জানাই যে অটো উতলা হবেন না। বিবলিওক্লাসম (Biblioclasm ) মানে  বই-বিনষ্টীকরণ মানবজাতির একটি অতি  পুরানো ব্যাধি - ancient Egyptian দের ও আগে ব্যাবিলন সময়  থেকে লোকে করে আসছে।  Who cares if someone whom I don't know in some god-forsaken place which I will never visit burns a book by an author whom I never heard off on a subject I never cared for? 

    But if you really care then please catch hold of a copy of that book, make a PDF and upload it on internet. It will remain there forever. Totally burn-proof.
     
  • :|: | 174.25.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৫:০৫528653
  • "শুভবুদ্ধিশীল মানুষেরা ছোটো ছোটো পকেটেও যদি জোটবদ্ধ হয়ে হাল ধরতে পারেন, অন্তত নিজেদের কমুনিটিগুলোতে, তাহলে হয়ত কিছু ভালো হতে পারে।"
    সেটা প্রায় অসম্ভব। কাগজে পড়লুম সাধারণ মানুষ তাঁদের প্রতিবাদে রাজনীতির রং লাগাতে চাইছেনা বলে ভন্দু নাকি বলেছে পতাকা ছাড়াই ওঁদের সঙ্গে মিশে যাবে। টাকা তো আর এমনি ছড়াচ্ছে না!   
  • NRO | 165.124.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৪:৫৬528652
  • তুর্কিরা যখন বাংলায় এসে আমাদের বইগুলো পুড়িয়েছিল তখন তার একটা simple justification বার করেছিল। ধরুন কোনো বামুনের কাছে কোনো পুঁথি আছে  তো তুর্কি এসে তাকে জিজ্ঞেস করল সে পুঁথিতে যা লেখা আছে তা Q---n এ আছে কিনা। বামুন যদি বলে হাঁ আছে তবে তুর্কির যুক্তি হলো যদি Q---n থাকে তবে আর আলাদা বইয়ের দরকার কি? ওটা পড়লেই তো হয়। আর বামুন যদি বলে  সে পুঁথিতে যা লেখা আছে তা Q---n এ নেই তবে তুর্কির যুক্তি হলো Q---n যা নেই তা মিথ্যা অসত্য অতএব দাও পুড়িয়ে। 
     
    আজকের বাংলাদেশেও সেই একই tradition রমরমিয়ে চলছে। 
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৪:০২528651
  • হ্যাঁ, বাংলাদেশে ওই জমানাগুলো খারাপ ছিল, কিন্তু এই এখন যা চলছে তা সেইসব সময়গুলোর চেয়েও মারাত্মক। শুভবুদ্ধিশীল মানুষেরা ছোটো ছোটো পকেটেও যদি জোটবদ্ধ হয়ে হাল ধরতে পারেন, অন্তত নিজেদের কমুনিটিগুলোতে, তাহলে হয়ত কিছু ভালো হতে পারে।
  • r2h | 192.139.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৩:৪৪528650
  • হুঁ, বাংলাদেশ মনে হয় জিয়া বা এরশাদের জমানা থেকেও পিছিয়ে গেল। তার ওপর প্রাকৃতিক বিপর্যয়।

    এনআরও-র কমেন্ট যথারীতি কুৎসিত।
    ওখানে আমাদের চেনাশুনো মানুষ, এই সাইটে নিয়মিত লেখন এমন লোকজনও আছেন। তাঁদের বিপর্যয় নিয়ে হাসি তামাশা ভালো বটে।
  • :|: | 174.25.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৩:৪০528649
  • তিনটে একত্রিশের প্রথম লাইনটির প্রেক্ষিতে: আশা করি টাকা ছড়িয়ে একই ফল পবতে পাবেনা। আন্দোলন যতই স্বতঃস্ফূর্ত মনে হোক পিছনে অন্য (পড়ুন টাকার) গল্প আছেই। পবর লোকেরা এই খপ্পর থাকে ঠিক সময়ে বেরিয়ে আসতে পারবেন।  
  • NRO | 165.124.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৩:৩৭528648
  • তা না পোড়ালে হাঁড়িটা চড়বে কী করে? বাংলাদেশে আর কোনো জ্বালানি পাওয়া যায় নাকি ?
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৩:৩৪528647
  • তার উপরে জায়গায় জায়গায় বন্যা-পরিস্থিতি।
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৩:৩১528646
  • বাংলাদেশ পড়েছে সাংঘাতিক এক বা একাধিক দলের হাতে। তারা অরাজকতার কোন সীমায় নিয়ে যাবে কেউ জানে না। সোশাল মিডিয়ায় প্রচুর পোস্ট দেখছি যে বহু অধ্যাপক ও শিক্ষককে নাকি বাধ্যতামূলকভাবে পদত্যাগ করানো হচ্ছে। এ তো নাজিদের সময়ের মত বা তার চেয়েও হয়ত ভয়ানক।
  • r2h | 192.139.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৩:২৬528645
  • জাফর ইকবালের বই বিক্রি বন্ধ এই ছাত্র আন্দোলনের একেবারে শুরুর দিক থেকে শুরু হয়েছিল। এখন বই পোড়ানো।
    উনি নিজে ভালোয় ভালোয় দেশ ছাড়লে ভালো করতেন, কিন্তু সেটা তো উনি করবেন না।
  • r2h | 192.139.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৩:২৫528644
    • &/ | ২২ আগস্ট ২০২৪ ০৩:২১
    • উনি মুক্তিযুদ্ধপন্থী, সেকুলার। ...মারাত্মক আহত হয়েছিলেন, দীর্ঘ চিকিৎসার পরে ভালো হন উনি। 
     
    ঠিক, ঠিক। আক্রমণকারীকে ক্ষমাও করেছিলেন।

    সুতরাং খুবই বিপজ্জনক লোক।
  • r2h | 192.139.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৩:২৩528643
    • &/ | ২২ আগস্ট ২০২৪ ০৩:১৪
    • ...কী বিপদ দেখেছে কেজানে এই বর্তমান ক্ষমতাসীন লোকেরা! 
     
    উনি মুক্তিযুদ্ধের চেতনা প্রসারের জন্য অনেক লেখালিখি করেছেন, বাংলাদেশের অন্যতম মুক্তচিন্তক। ওঁকে তো প্রানে মারার চেষ্টা আগেও হয়েছে।
     
  • :|: | 174.25.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৩:২২528642
  • এক্স্যাক্টলি। পবতে অফুরন্ত ফুরসৎ। 
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৩:২১528641
  • উনি মুক্তিযুদ্ধপন্থী, সেকুলার। ওঁর বাবা মুক্তিযুদ্ধের সময় পুলিশ ছিলেন, শহীদ হন। (কাজে কাজেই ধরে নেওয়া যায় সেইসব কারণেই বর্তমান ক্ষমতাসীন লোকেদের চক্ষুশূল হয়েছেন। এমনিতে আগেও ওঁর উপরে সরাসরি আক্রমণ হয়েছে কয়েক বছর আগে। ভরা সভায় মঞ্চের উপরে ছিলেন উনি, সেইখানে পেছন থেকে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওঁর উপরে। মারাত্মক আহত হয়েছিলেন, দীর্ঘ চিকিৎসার পরে ভালো হন উনি। )
  • . | ২২ আগস্ট ২০২৪ ০৩:১৯528640
  • :|: | 174.251.163.56 | ২২ আগস্ট ২০২৪ ০২:৪৯
    বাঙালিরা অন্য রাজ্যে রোজগার করতে যায়, পোলিটিক্স করবার ফুরসৎ কই?
  • . | ২২ আগস্ট ২০২৪ ০৩:১৭528639
  • উনি কি আওয়ামি লীগের সাপোর্টার ছিলেন?
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৩:১৪528638
  • শুনলাম বাংলাদেশে মুহম্মদ জাফর ইকবালের বই পোড়ানো হচ্ছে। ভদ্রলোক গৃহবন্দী হয়ে আছেন। ( এঁর লেখাপত্র বেশিরভাগই কল্পবিজ্ঞান ও কিশোর অ্যাডভেঞ্চারকাহিনি, এসবের মধ্যেও কী বিপদ দেখেছে কেজানে এই বর্তমান ক্ষমতাসীন লোকেরা! )
  • lcm | ২২ আগস্ট ২০২৪ ০৩:১৩528637
  • ভুল বলেছি, সংখ্যাটা আরও বেশি...

    ... Government of India has social welfare and social security schemes for India's citizens funded either by the central government or state government.
    ... .... there are 740 central sector (CS) schemes... and 65 (+/-7) centrally sponsored schemes

    আর অ্যালোকেশন,
    ... central sector scheme actual spending in 2017-18 was ₹587,785 crore ... 2019-20 it was ₹757,091 crore ....
  • . | ২২ আগস্ট ২০২৪ ০৩:১০528636
  • সরকারি মেডিকেল কলেজগুলোর শিক্ষার খরচ তো সাবসিডাইজড।
    আগে দেড় বছরে দেড়শো টাকা মাইনে দিতে হতো। তিনটে এমবিবিএস মিলে মোট খরচ সাড়ে চার বছরে সাড়ে চারশো টাকা।
    বইপত্তরের দাম খুবই কম। প্রাইভেট টিউশনের জন্য গ্রুপে পড়লে পঞ্চাশ থেকে একশো টাকা একেকটা সাবজেক্টের জন্য। তিনটে করে সাবজেক্ট।
    সবচেয়ে কম ব্যয়সাধ্য ছিল মেডিকেল।
  • lcm | ২২ আগস্ট ২০২৪ ০৩:০৮528635
  • ভারতে ২৮ টি রাজ্য এবং ৮ টি ইউনিয়ন টেরিটরি মিলিয়ে , শুধু স্টেট লেভেলে এখন প্রায় ৪০০ এর বেশি অনুদান প্রকল্প আছে। কেন্দ্রীয় লেভেল ৪০ টির বেশি। 
  • . | ২২ আগস্ট ২০২৪ ০৩:০৫528634
  • বাংলাদেশের গ্রাফটা পাওয়া জরুরি। সন্দীপ ঘোষের অবদানটা বোঝা যেত।
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০৩:০১528633
  • জনসংখ্যা কমার যে গ্রাফটা কদিন আগে শেয়ার করলেন একজন, সেটা তো খুব সম্ভব জন্মহার কমার কারণে। মৃত্যুহার বাড়ার কারণে না .
  • NRO | 165.124.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০২:৫৮528632
  • অনুদান দু ধরণের হয়। যদি subsidy বা ভর্তুকি হয় যেমন agriculture fertilizer electricity cost etc তবে it’s a big no-no for lenders. IMF World bank ইত্যাদিরা যখনই কোনো দেশকে লোন দেয় তখন প্রথমেই এই ধরণের অনুদান বন্ধ না করলে লোন দেয় না। কারণ এই ধরণের অনুদান economy র competitiveness & productivity জন্য খারাপ।  কিন্তু অনুদান যদি direct হয় poorest segment of the society র জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ইত্যাদি তাহলে modern economist দের একটা  বড়ো অংশ তা সমর্থন করেন। 
  • r2h | 192.139.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০২:৫৮528631
  • না। ভাতা সরকার দিচ্ছে, দল না। সরকারে থাকা দল সেটা বুঝতে দিতে না চাইলে বিরোধী দলগুলির দায়িত্ব মানুষকে সেটা বোঝানো - যে এই ভাতা বা অনুদান, এগুলি তাদের প্রাপ্য, কোন নির্দিষ্ট দলের দাক্ষিন্য না, এতে কোন অবলিগেশন নেই।

    সেই লাইনে প্রতিবাদ বা প্রচার দেখি না।
    এবার, অনুদান বা ভাতা কী হিসেবে কতটা কেন কাদের দেওয়া হবে - সেই নীতি নির্ধারনে দলের ভূমিকা আছে। সেটা মানুষের কাছে স্পষ্ট করাও দলগুলির দায়।
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০২:৫৪528630
  • মিলটা হচ্ছে 'অবলিগেশন'। ডিপেন্ডেন্ট রাখা মানেই হল ইন্ডিপেন্ডেন্স দূর অস্ত। 'ভালো হয়ে থাকবি, আমাদের ভোট দিবি, নাহলে ... বুঝতেই পারছিস '
    বাড়ির রাজনীতিও প্যারালেল। 'বাধ্য, ভালো সন্তান হয়ে থাকবি, গলা তুলে কথা কইবি না, এটা ওটা পাবি, নাহলে ... বেশি ট্যাঁফো করলে ...'
  • :|: | 174.25.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০২:৪৯528629
  • বাঙ্গালীরা ওখানে গিয়ে কিছু করতে পারেনা বলছেন? 
  • . | ২২ আগস্ট ২০২৪ ০২:৪৭528628
  • ওরা বাঙালি নয় বলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত