এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ২০ জুলাই ২০২৪ ০৬:৫৩527003
  • NRO, "আরে বাবা আপনাদের কীবোর্ড দিয়ে এর বেশি কাছাকাছি বানান বার করতে গেলে নিজের কাছাকোঁচা খুলে যায় "
     
    NRO , আপনি "আপনাদের কীবোর্ড " বলতে কি "গুরু পদ্ধতি" বোঝাতে চাইছেন? তাই যদি হয়, তাহলে "গুরু পদ্ধতি" ব্যবহার না করে "যেমন খুশি" নাম যে radio button টি দেওয়া আছে তাতে ক্লিক করুন । তারপর: 
     
    আপনি যদি গুগল ক্রোম বা ঐ জাতীয় কোন ব্রাউজার ব্যবহার করেন, তাহলে  "Google Input Tools " ক্রোম extension  ইনস্টল করে নিন, এই সাইট টি দেখুন,
     
     
    আর যদি Firefox বা Safari ব্যবহার করেন, তাহলে সরাসরি নীচের  webpage টিতে গিয়ে আপনার বক্তব্য লিখে কপি পেস্ট করে দিন:
     
    সেক্ষেত্রে আপনাকে কিছু ইনস্টল করতে হবে না ।
     
    (Drop Down Box বাঁ দিকের ওপরে যেটা রয়েছে সেখান থেকে "Bangla " ভাষাটিকে বেছে নিলেই হবে) 
    গুরুচন্ডালির এই এডিটরে "যেমন খুশি" radio button টি select করবেন ।
    আমার মনে হয় এতে করে আপনার বাংলা লেখার বানানবিধি হয়তো আরেকটু সহজ বোধ হতে পারে 
     
     
     
  • অরিন | ২০ জুলাই ২০২৪ ০৬:৩৮527002
  • "মনে হয় নতুন কিছু বেইজ়িয়ান মেথডলজি/কম্পিউটেশনাল টুল ডেভলপ করার স্কোপ আছে।"
    আছে তো বটেই !
    সাংঘাতিক রকমের স্কোপ !
    আপনি যদি / যেহেতু এই ব্যাপারটায় আগ্রহী, এক কাজ করা যাক যাক । আপনি আমাদের রিসার্চগ্ৰুপ টায় যোগ দিন, আপনার সময় মত, আমরা মাসে একবার নিজেদের মধ্যে গ্রূপ মিটিং করি, তবে অন্যান্য আরো অনেক মিটিং কথাবার্তা চলে । সব তো এখানে লেখা যায় না, আমি বরং আপনাকে একটা ইমেল করে আলোচনা করা দেখা যাক । 
  • NRO | 165.124.***.*** | ২০ জুলাই ২০২৪ ০৬:৩৪527001
  • :|:, এই আপনারা ক্যালিফোর্নিয়ার লোক গুলো ​​​​​​​বড্ড ​​​​​​​ছিনেজোঁক ​​​​​​​টাইপের | সাধে ​​​​​​​কি মাস্ক Texas এ পালাচ্ছে - একেবারে 'haudi pardner'  এর দেশে|
  • যদুবাবু | ২০ জুলাই ২০২৪ ০৬:২৪527000
  • বাঃ বাঃ। চরৈবেতি। কত অদৃষ্টপূর্ব চ্যালেঞ্জ থাকে। আপনাকে  বলেছিলাম কি না মনে নেই, আমার এক ছাত্র oura ring-এর মত নিজেদের ল্যাবে বানানো একটা রিং নিয়ে কাজ করছিল, তাতে প্রায়ই শুনি নিত্যনতুন চ্যালেঞ্জ। 
     
    আমার অবশ্য স্রেফ স্ট্যাটিস্টিক্সের দিক থেকেও ডিজিট্যাল টুইন ব্যাপারটা আকর্ষণীয় লাগে। মনে হয় নতুন কিছু বেইজ়িয়ান মেথডলজি/কম্পিউটেশনাল টুল ডেভলপ করার স্কোপ আছে। যদিও করা হবে না। তাও, ভাবতে ভালো লাগে যে আমি করলে কেমন করে করতাম। ঃ) 
  • NRO | 165.124.***.*** | ২০ জুলাই ২০২৪ ০৬:১২526999
  • :|:, আপনি মশাই একেবারে কাবলিয়ালাদের মতো - একবার ধরলে আদায় করেই ছাড়বেন। আরে বাবা আপনাদের কীবোর্ড দিয়ে এর বেশি কাছাকাছি বানান বার করতে গেলে নিজের কাছাকোঁচা খুলে যায় |
  • :|: | 174.25.***.*** | ২০ জুলাই ২০২৪ ০৬:১০526998
  • জেন্ডার ইক্যুয়াল বাবু 
    জেন্ডার ইক্যুয়ালাটি বিষয়ে সচেতন হয়েও বাবু 
  • :|: | 174.25.***.*** | ২০ জুলাই ২০২৪ ০৬:০১526997
  • আচ্ছা নয় তাইই বল্লুম, ২০ জুলাই ২০২৪ ০৫:৪০-এর খাতিরে। যদিও আপনি কিন্তু জেন্ডার ইক্যুয়াল বাবু করেছেন। এনিওয়ে, এবার বলুন শ্লেষা কী বা কে? 
  • অরিন | 2404:4404:1732:e000:a861:480c:bc8:***:*** | ২০ জুলাই ২০২৪ ০৫:৪৭526996
  • @NRO, পার্টনার আর বৌ কিন্তু এক নয়, খেয়াল রাখবেন। মাঝখানে একটা আইনি সম্পর্কের ব্যাপার আছে। বৌয়ের দায় আছে, পার্টনারের নেই।
  • অরিন | 2404:4404:1732:e000:a861:480c:bc8:***:*** | ২০ জুলাই ২০২৪ ০৫:৪৪526995
  • কাজ ভাল এগোচ্ছে যদুবাবু। আমরা প্রোটোকলগুলো লিখছি, বেশ কয়েকটা ডিভাইস কিনে টেস্ট করে দেখছি। চীনে ঘড়িগুলো কাজ করে না, মানে সে ঘড়ি থেকে ডাটা extract করা যায় নি, অতএব অন্যান্য ডিভাইস দেখতে হবে। এর মধ্যে আমাদের এক ইনভেসটিগেটর EEG signal stress আর গ্লুকোজ homeostasis নিয়ে কাজ শুরু করেছেন। আরেকটা ব্যাপার, স্টাডি শুরু করার সময় ভেবে দেখানি, যারা disabled, তাঁদের কাজে এই ধরণের ডিভাইস কীভাবে কাজে আসবে। এইসব চলছে। তার মধ্যে এক মাওরি রিসার্চের ভদ্রলোক গোঁসা করলেন তাঁর এলোকেটেড ফাণ্ডিং এক্ষুনি চাই, :-), সবাই মিলে তাকে শান্ত করা। টোটাল ক্যাও।
    তার ওপর পড়ানো, ক্লিনিক, সব নিয়ে ল্যাজেগোবরে অবস্থা।
    ভাগ্যিস গুরুচণ্ডালীটা ছিল, অপলক শান্তির এক ঝলক।
    কয়েক বছরের মধ্যে মার্কেটে ফাইন্যাল প্রোডাক্ট আনতে পারব কি না জানিনা, তবে একটা বিটা টেস্টিং এর স্টেজ অবধি তো যাবেই। আপনাকে এবং এখানেও সবাইকেই আমন্ত্রণ টেস্টিং এর জন্য।
  • NRO | 165.124.***.*** | ২০ জুলাই ২০২৪ ০৫:৪০526994
  • বৌ? :|: বাবু , this is an era of gender neutrality. Partner বলুন। 
  • যদুবাবু | ২০ জুলাই ২০২৪ ০৫:২২526993
  • অরিনদা, আপনাদের ডিজিট্যাল টুইনের কাজ কেমন এগোচ্ছে? অন্যান্য জিনিষের ফাঁকে আর জিজ্ঞেস করা হয়নি।
    আর কিছু বছরের মধ্যেই কি আমার মত লোকে ব্যবহার করতে পারবে? 
  • অরিন | 2404:4404:1732:e000:a861:480c:bc8:***:*** | ২০ জুলাই ২০২৪ ০৪:২৬526992
  • লিঙ্কও থাক, টুকেছেন যে, সেটাও থাক।
    যাতে করে লেখাটার কনটেক্সট না হারিয়ে যায়। এই লেখাগুলো মুছে দেবার টর নিশ্চয়ই /dev/null এ গিয়ে জমা হয় না, কোথাও একটা ভারসান রাখা থাকে না, lcm হয়ত বলতে পারবেন। তবে আলোচনা পড়ে মনে হচ্ছে ভাল জমেছিল।
  • যদুবাবু | ২০ জুলাই ২০২৪ ০৪:০৯526991
  • আচ্ছা, টুকলি টইতে লাল/নীল/সবুজ নোটিশ টাঙানো যায় না, যে টুকলি ধরা পড়ার পর লেখক টইয়ের কনটেন্ট মুছে দিয়েছেন, পারলে সোর্সের লিংক দিয়ে? তাই টই ফাঁকা, আর কমেন ভর্তি। কেউ পরে কনটেক্সট চাইলে আবাপ-র আর্টিকল পড়ে নিতেই পারেন। এক-ই তো। 
  • :|: | 174.25.***.*** | ২০ জুলাই ২০২৪ ০৩:৩৯526990
  • উর্বীরূহ উপাধ্যায়? এনার নাম হন্ডুরাসে হাহাকারের মতো অনুপ্রাসযুক্ত -- মহীরুহ মুখোপাধ্যায়। 
  • কাশ্যপ | 45.25.***.*** | ২০ জুলাই ২০২৪ ০৩:৩৪526989
  • আপনারা লক্ষ্য করে থাকবেন  যে খেরোর খাতার একটি লেখা  আনন্দবাজার থেকে হুবহু কপি করা হয়েছে এটা ধরা পড়ার পরে লেখিকা টইখানা বেমালুম হাপিস করে দিয়েছেন। টই-এর নামটা পর্যন্ত 'শয়নৈকাদশী' থেকে পরিবর্তন করে 'শূন্যের খেলা' রেখে নিজের চৌর্যবৃত্তী চিহ্ন মুছে ফেলেছেন। 
  • :|: | 174.25.***.*** | ২০ জুলাই ২০২৪ ০৩:৩৪526988
  • "বাঙালি শ্লেষ আর শ্লেষার ফারাক বোঝে না" -- শ্লেষা কী বা কে? শ্লেষের বউ?  
  • NRO | 165.124.***.*** | ২০ জুলাই ২০২৪ ০৩:২১526987
  • A bengali with a tiny itsy bitsy sense of humor? যে বাঙালি শ্লেষ আর শ্লেষার ফারাক বোঝে না? বাঙাল ভাষায় সেই 'ওয়াও' মনে হইতাসে moment. 
  • জাগো বাঙালী | 2607:fb90:ad60:a587:2567:ad4:f74d:***:*** | ২০ জুলাই ২০২৪ ০২:৪২526986
  • হতোদ্যম অলস সোফাচারী কবিতাপ্রিয় হতভাগা বাঙালীর জ্বলন্ত কচাস বিবেক রূপে ইদানীং অবতীর্ন হয়েছেন আমেরিকাবাসী এন আর ও। তাঁর বাঁ হাতে লাইটবাল্ব (মোমবাতির বিপ্রতীপ), ডান হাতে জ্ঞানাঞ্জন শলাকয়া, আর অন্য হাতে কড়া চাবুক।
    বাঙালী জেগে উঠলো বলে। গুরুচণ্ডা৯ অলরেডি কেঁপে কেঁপে থরহরি।
  • &/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২৪ ০২:২৮526985
  • উইন্ডোজ কী রেস্টোর্ড হয়েছে? গতকালের ভাটিয়া৯তে দেখছিলাম কী যেন গন্ডগোল নাকি হয়েছিল? আশা করি এখন সব ঠিকঠাক।
  • &/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২৪ ০২:২৫526984
  • কেউ কেউ যোগাযোগ করতে পারছেন ফোনে, তবে শব্দ অস্পষ্ট। একজন বললেন ভিডিওকলও পেরেছেন, তবে খুব সামান্য সময়ের জন্য। মাথার উপর হেলিকপ্টার টহল দিচ্ছে, রাস্তায় মিলিটারি, লোকজন ঘরবন্দী।
  • NRO | 165.124.***.*** | ২০ জুলাই ২০২৪ ০১:৫৯526983
  • "....এগিয়ে চলুন। গর্জে উঠুন। শুধু কবিতা কিংবা ব্লগ লিখেই থামবেন না| কোটা হিংসা উষ্ণয়ান এই ঘুনেধরা সমাজ ইত্যাদির পক্ষে / বিপক্ষে / প্রতিবাদে মোমবাতি মিছিলে যোগ দিন। আমরা আপনাদের সঙ্গে ছিলাম এবং আছি। 
     
                                                                                                       ( জনৈক বাঙালি মোমবাতি ব্যাবসায়ী ) 
  • অরিন | 2404:4404:1732:e000:a861:480c:bc8:***:*** | ২০ জুলাই ২০২৪ ০১:৫৪526982
  • @Guru, lcm যে লিঙ্কটা দিয়েছেন অসম্ভব রকমের কাজের। আপনি ubuntu linux দিয়েই শুরু করুন। আপনাকে আপনার হার্ড ড্রাইভেও ইনস্টল করতে হবে না (না চাইলে), আপনি কয়েকদিন লাইভ ইউএসবি ব্যবহার করে দেখে নিন, তারপর ইনস্টল করুন। আমার নিজের মনে হয় সব পার্টিশন উড়িয়ে ডিস্ক ডিলিট করে একটাই অপারেটিং সিসটেম রাখা, তবে সাবধানী হতে চাইলে lcm যা লিখেছেন সেটাই করুন।
  • &/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২৪ ০১:৩১526981
  • @চতুর্মাত্রিক, উনিশে জুলাই বারোটা বাইশে যে নাম বললেন, খুবই চমৎকার। মহীরুহ। আমার এক ঘনিষ্ঠ বন্ধুর লেখা একটি গল্পের নাম ছিল 'উর্বীরুহ', মনে পড়ে গেল। ঃ-)
  • dc | 2402:e280:2141:1e8:51d:2165:2e08:***:*** | ১৯ জুলাই ২০২৪ ২২:১১526980
  • আচ্ছা একটা গান শুনুন আপাতত 
     
  • dc | 2402:e280:2141:1e8:51d:2165:2e08:***:*** | ১৯ জুলাই ২০২৪ ২১:১৯526979
  • আচ্ছা এরকম বলেছিলেন নাকি? তাহলে তাই হোক laugh
  • nsn | 103.5.***.*** | ১৯ জুলাই ২০২৪ ২১:১৩526978
  • ডিসির মত শাইনিং লিবারেলদের এই প্যাট্রোনাইজিং টোনটা শুনলে মাথায় আগুন জ্বলে যায়। মশাই দলিত পলিটিক্সের খোঁজ রাখেন না, কোন সাহসে বলতে আসেন দলিতদের আইডেন্টিটি মনগড়া? এরাই আবার বলে দলিতরা হিন্দুত্বের ফুটসোলজার। দলিতদের ভালোমন্দ দলিতরা বুঝে নেবে, দলিতরা কাকে ভোট দেবে দলিতরা বুঝে নেবে, দিলীপ মন্ডল যেমন লিখেছিলেন, আপনাদের মত আপারকাস্টের লেকচার আমরা শুনতে চাই না। জাস্ট ফাক অফ।
  • | 23.154.***.*** | ১৯ জুলাই ২০২৪ ২০:৫৮526977
  • কে দাবাইল? বাল্মীকির মত শূদ্র ঋষি, না চন্দ্রগুপ্ত মৌর্যের মত শূদ্র রাজারা?
    অমন সিধাসাধা গোলগল্প হয় নারে ভাই।
  • dc | 2402:e280:2141:1e8:51d:2165:2e08:***:*** | ১৯ জুলাই ২০২৪ ২০:৪৭526976
  • কিন্তু লজিকালি সেটাই হওয়া উচিত না? একটা রিজিয়নের যে পপুলেশান, তার ৮০% লোককে কয়েক হাজার বছর ধরে নীচু জাতি, শূদ্র ইত্যাদি কয়েকটা মনগড়া ক্লাসিফায়ার দিয়ে দাবিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন তাদের অ্যাফার্মেটিভ অ্যাকশানের আওতায় নিয়ে আসতে অসুবিধে কোথায়? 
  • :) | 2a01:6340:2:501::***:*** | ১৯ জুলাই ২০২৪ ২০:৪৩526975
  • রাহুল গান্ধীর মত নিয়মিত বিদেশে চিকিৎসার সুবিধে থাকলে আমিও দেশে ওনার মত কোটা ব্যবস্থা চাইতাম‌।
  • dc | 2402:e280:2141:1e8:51d:2165:2e08:***:*** | ১৯ জুলাই ২০২৪ ১৯:৪৬526974
  • রিজার্ভেশানের ব্যাপারে আমি রাহুল গান্ধীর মত সমর্থন করি। ইন্ডিয়ার জনসংখ্যার ৮০% তথাকথিত এসসি/ এসটি/ ওবিসি ইত্যাদি। তাই এডুকেশান, চাকরি ইত্যাদি ক্ষেত্রেও তাদের জন্য ৮০% রিজার্ভেশান রাখা উচিত। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত