এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ০৬ জুলাই ২০২৪ ১০:১৩526462
  • মহুয়া মৈত্র পাবলো নেরুদার I'm explaining a few things এর লাইনগুলো মণিপুরের কথা বলতে গিয়ে ব্যবহার করলেন, হার্ড হিটিং স্পীচ 
     
    And one morning all that was burning,
    one morning the bonfires
    leapt out of the earth
    devouring human beings --
    and from then on fire,
    gunpowder from then on,
    and from then on blood.
    ...
    Come and see the blood in the streets.
    Come and see
    The blood in the streets.
    Come and see the blood
    In the streets!"
     
    স্পীচ এইখানে,
    পাবলো নেরুদার কবিতাটির রেফারেন্স ৬ মিনিটের মাথায় 
     
  • :|: | 174.25.***.*** | ০৬ জুলাই ২০২৪ ০৯:৫৮526461
  • ০৫ জুলাই ২০২৪ ১৩:০৮ মঙ্কি বাতে বলবেন ম্যায়নে কহা উনহনে সুনা টাইপের কিছু। 
  • r2h | 174.163.***.*** | ০৬ জুলাই ২০২৪ ০৯:৫৬526460
  • অ্যান্ডর, এত কাল পরেও রাধিকা সিরিজ স্মরণ করলেন, এই সবই অকিঞ্চনের চৌদ্দ আনা, ধন্যবাদ জানাই!
    তবে স্বয়মাগতা না হলে আর কী উপায়, সুতরাং...
  • &/ | 151.14.***.*** | ০৬ জুলাই ২০২৪ ০৪:৪২526459
  • হুতেন্দ্র, আছেন? বহুদিন রাধিকা সিরিজে নতুন কিছু পাই না। দিন না একটা এই মহান শুক্রবারের সন্ধ্যায় ! ঃ-)
  • অরিন | ০৫ জুলাই ২০২৪ ১৩:৫৭526458
  • লেবার ৪০০+ আসনে শুধু জিতেছে তাই নয়, ব্রিটেনের এক্সিট পোলের হিসেব মিলেছে, ব্রিটেনে যারা এক্সিট পোল করেছে, তারা অবশ্য আমার জানা আরো একটি  দেশের মাতব্বর পোলস্টার সেফোলজিস্টদের মত কিন্তু ভুলভাল প্রেডিক্ট করে নি:
     
    https://www.theguardian.com/politics/article/2024/jul/04/exit-poll-result-keir-starmer-labour-on-course-to-win-historic-uk-election-victory
     
    এটা দেখতে পারেন,
     
     
     
  • aranya | 2601:84:4600:5410:d10e:ee18:fd84:***:*** | ০৫ জুলাই ২০২৪ ০০:৩৯526455
  • 'ইন ফ্যাক্ট, দাঙ্গা জিনিসটাকে আমি খুব একটা গুরুত্ব দিই না'
     
    - এটা ঠিক বুঝলাম না, @এলেবেলে। দাঙ্গা  এক ভয়াবহ ব্যাপার , সে নোয়াখালি হোক বা গুজরাত 
  • স্যান্ডুইচ | 103.249.***.*** | ০৫ জুলাই ২০২৪ ০০:৩৪526454
  •  আলুসেদ্ধ, শশা পেঁয়াজের পুর দিয়ে স্যান্ডুইচ খুব সুস্বাদু হয়। ধন্যবাদ।
  • কৌতুহলী | 103.249.***.*** | ০৫ জুলাই ২০২৪ ০০:৩৩526453
  • @ধন্যবাদ এল সি এম বাবু। তবে আমি বিজ্ঞান আন্দোলন সম্পর্কিত আলোচনা চাইছি, একটু আলাদা।
  • কৌতুহলী | 103.249.***.*** | ০৪ জুলাই ২০২৪ ২৩:১৯526451
  • গুরুতে বিজ্ঞান আন্দোলন নিয়ে কোন টই খোলা হয়েছিল? বা কোন আলোচনা হয়েছিল এর আগে? আমি সার্চ করে পেলাম না
  • অরিত্র | 103.77.***.*** | ০৪ জুলাই ২০২৪ ১৮:৩০526450
  • যাক, আর কু-প্রভাব ছড়াবে না।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৪ জুলাই ২০২৪ ১৬:২৯526449
  • কু এর অর্ধেক ইউজার ছিল বট, আর নরমাল ইউজার খুব বেশি ছিলও না। কোনো স্ট্রং রেভিনিউ মডেল ছিল না। ইউজার কম বলে advt ও কম ছিল। এই সব কারণে ভবিষ্যৎ অন্ধকার ছিল অনেক দিন ধরেই। ইনভেস্টর রা আর টাকা নষ্ট করে নি এর পেছনে, তাই বন্ধ হয়ে গেল।
  • কারন? | 103.249.***.*** | ০৪ জুলাই ২০২৪ ১৫:২০526448
  • কু বন্ধ হওয়ার কারণ কী বলেছে? পড়ে ঠিক বুঝতে পারলাম না
  • পাপাঙ্গুল | ০৪ জুলাই ২০২৪ ১৪:২৪526446
  • @ দ দি , এখন দেখতে পেলাম না। মুছে দেওয়া হয়েছে মনে হয়। 
  • | ০৪ জুলাই ২০২৪ ১৩:৪০526445
  • একটা অনলাইন অ্যান্টিবায়োটিক কেনার বিজ্ঞাপন দিয়েছে খেরোর খাতায়। একটু নেড়ে ঘেঁটে দেখলাম প্রেসক্রিপশানের গল্পই নেই। প্রেসক্রিপশান ছাড়াই অর্ডার প্লেস করা যাচ্ছে। এটা তো সম্পূর্ণ  বেয়াইনী। 
  • &/ | 151.14.***.*** | ০৪ জুলাই ২০২৪ ০৮:৩৪526444
  • সেখানে বানানের দইখই অবস্থা। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৪ জুলাই ২০২৪ ০৮:৩৩526443
  • ওদিকে টইতে গিয়ে তাড়াতাড়ির চোটে একজনের নাম রাজা রায়চৌধুরী পড়লাম, ভাবলাম সে কী কাকাবাবু এসে পড়লেন? সন্তুকে নিয়ে? তারপরে চোখ রগড়ে আবার পড়ে দেখি রায়চৌধুরী না, পালচৌধুরী। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৪ জুলাই ২০২৪ ০৮:৩০526442
  • বহু আগে এরকম হয়েছিল পারোলিন আর মিনিয়াপুলিশে ধরে নিয়ে যাওয়া এক কবির মধ্যে। সেদিন ডিমের ওমলেট বা ডিমভাজা বা ওরকম একটা কিছু নিয়ে কথা হচ্ছিল। সেটাই জানা মতে সাইটের প্রথম এন্ট্যাঙ্গলমেন্ট। ঃ-)
  • kk | 172.56.***.*** | ০৪ জুলাই ২০২৪ ০৮:২৪526441
  • অ্যান্ডর,
    হ্যাঁ, সেই এন্ট্যাংগলমেন্ট । ঐ টইতে লিখলামনা। আগেও হয়েছিলো। হুতোর তোলা এক ছবিতে, সেই যেখানে জলের ধারে শুকনো গাছের গুঁড়ি। এইরকম এক দু সেকেন্ডের ফারাকে আমরা দুজনেই একই রকম লিখেছিলাম :-)
  • যদুবাবু | ০৪ জুলাই ২০২৪ ০২:০১526440
  • এলেবেলে | 202.142.71.218 | ০৩ জুলাই ২০২৪ ২৩:৫৪
     
    "একটা আস্ত সাইটকে কীভাবে টক্সিক করে তোলা যায়" - ১০০%।

    এরকম বহুবার হয়েছে যে ভাটে কিছু একটা লিখতে এসে দেখেছি দীপ আর দীপের ট্রোল গালাগালি করছে বা চ্যাঁচাচ্ছে, তখন দু'দিন আর এমুখো হই না। এবং এদের ল্যাঙ্গোয়েজ সাঙ্ঘাতিক ভায়োলেন্ট। 
     
    তখন ঐ যে দু-একটা টই আছে যেখানে এরা এখনো হানা দেয়নি, সেখানে গিয়ে কিছুটা পড়ি বা লিখি, বা জাস্ট কেটে পড়ি। তাও তো এখন আইমাগুর দিয়ে সোজা ইমেজ চেপকানো আর কাজ করে না। না হলে এক-একটা কমেন্ট পড়ার জন্য মাইল দুয়েক স্ক্রিনশট স্ক্রল করতে হত কোনো কোনো টইতে। তবে, আজকাল মোটামুটি কনভিন্সড যে মূলত স্বেচ্ছাশ্রমের উপর নির্ভরশীল এত বিশাল একটা পাবলিক ফোরামে ট্রোলিঙ্গের কোনো স্থায়ী প্রতিকার নেই। এই নিয়ে বহু আলোচনা হয়েছে বহু জায়গায়। সব সমাধান-ই প্যারাডক্সিকাল। 

    বাই দি ওয়ে,  'যুক্তবঙ্গের স্মৃতি' লিখে মলাট গ্রুপে গিয়ে সার্চ মারলেই ... 
  • কৌতুহলী | 103.249.***.*** | ০৪ জুলাই ২০২৪ ০০:২৭526439
  • @এলেবেলেদা
    বুঝলাম, ধন্যবাদ আপনাকে। 
    আমার কৌতুহলটা শুধু একবার স্পষ্ট করে জানিয়ে দিই।
    দেশভাগের বলি হয়ে প্রচুর মানুষ ওপার বাংলা থেকে এপারে আসেন, আবার সংখ্যায় কম হলেও অনেকে এপার থেকে ওপারে যান। দেশভাগে রায়টের বলি হওয়া মানুষদের এপারে আসার পর হিন্দুত্ববাদীদের কাছে খুব বড় সুযোগ ছিল তাঁদের দলে টেনে নেওয়ার। কিন্তু উদ্বাস্তু বাঙালিরা সেদিকে তো গেলেনই না, উপরন্তু অধিকাংশ কমিউনিস্ট পার্টির সমর্থক, এমনকি সদস্য হয়ে গেলেন। 
    আজকের দিনে বসে আমার কেন জানি না, সেটা কমিউনিস্ট পার্টির একটা বড় অসাধ্য সাধন মনে হয়। 
    এবার এটা কি সত্যিই অসাধ্যসাধন ছিল, নাকি কমিউনিস্ট পার্টির এই রোল সম্পর্কে আমিই ওভার এস্টিমেট করছি আবেগ প্রবন হয়ে? 
    কে জানে
  • এলেবেলে | 202.142.***.*** | ০৪ জুলাই ২০২৪ ০০:২৩526438
  • ইন ফ্যাক্ট, দাঙ্গা জিনিসটাকে আমি খুব একটা গুরুত্ব দিই না। কেউ নোয়াখালি নিয়ে নাকে কাঁদে (ফ্রান্সিস টাকার না পড়েই!), কেউ গোপাল পাঁঠাকে মাথায় তোলে তো কেউ বিহার-গড়মুক্তেশ্বরের পরিসংখ্যান নিয়ে মাথা ঘামায়। অবশ্য সেটা আমার নিজস্ব ভাবনা। 
     
    আসলে আমার মনে হয়, সিপিআই অতি মাত্রায় আন্তর্জাতিক হতে গিয়ে দেশের মানুষের রোষের শিকার হয়। তাদের পাকিস্তান সমর্থনের লাইনও অনেকে ভালো মনে নেননি। তার সঙ্গে ব্রিটিশ কমিউনিস্ট পার্টির নির্দেশে রাতারাতি ভোলবদল তাদের বিশ্বাসযোগ্যতা অনেকটাই নষ্ট করে। তবে দাঙ্গা প্রতিরোধে তাদের ভূমিকা যথেষ্ট সক্রিয় ও ইতিবাচকই ছিল।
  • কৌতূহলী | 103.249.***.*** | ০৪ জুলাই ২০২৪ ০০:১৫526437
  • উরিব্বাস, অনেক ধন্যবাদ দাদা, বিশেষ করে প্রথম সাজেশনটার জন্য।
    @এলেবেলেদা, আপনি যা চর্চা করেছেন, তাতে আপনার মতে দাঙ্গা পরবর্তী সময়ে কমিউনিস্ট পার্টি ও বাকি কমিউনিস্টদের ভূমিকা কীরকম ছিল? 
    সত্যিই ব্যতিক্রমী ম্যাচিওরিটি দেখিয়েছিলেন তাঁরা, যা ইতিহাসে ছাপ ফেলার মত? নাকি খুব আলাদা করে ছাপ ফেলার মত কিছু না? আর পাঁচটা ত্রান প্রতিষ্ঠান এর মতই? 
    আপনার মতামত জানতে আগ্রহী।
  • হিহি | 2001:67c:6ec:203:192:42:116:***:*** | ০৪ জুলাই ২০২৪ ০০:১২526436
  • ঘেন্নাবীর দ দীপের দলবলের নামে একটা মামলা করবেন? নাকি সবার উপরে গুপুই সত্য বলে চেপে যাবেন?
  • এলেবেলে | 202.142.***.*** | ০৪ জুলাই ২০২৪ ০০:১২526435
  • সেরিবান থেকে প্রকাশিত ও অরুণ ঘোষ সম্পাদিত 'জনযুদ্ধ দেশভাগ ও ভারতের কমিউনিস্ট পার্টি'-র ৪টে খণ্ড পড়তে পারেন। পড়তে পারেন অন্নদাশঙ্কর রায়ের 'যুক্তবঙ্গের স্মৃতি', অশোক মিত্রের 'তিন কুড়ি দশ', 'ডকুমেন্টস অফ দ্য কমিউনিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া'-র পঞ্চম ও ষষ্ঠ খণ্ড এবং রণজিৎ রায়ের 'দ্য অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল'। প্রথমটি ছাড়া প্রত্যেকটিরই পিডিএফ পাওয়া যায়। বাকি বইয়ের হদিশ গুরুজনরা দেবেন।
  • সহমত | 2607:fb90:bb08:cd91:dca1:c87d:7f08:***:*** | ০৪ জুলাই ২০২৪ ০০:০৩526434
  • এলেবেলে | 202.142.71.218 | ০৩ জুলাই ২০২৪ ২৩:৫৪
     
    একটা আস্ত সাইটকে কীভাবে টক্সিক করে তোলা যায় তার প্রকৃষ্ট নমুনা এই ট্রোলটি।
  • কৌতুহলী | 103.249.***.*** | ০৩ জুলাই ২০২৪ ২৩:৫৯526433
  • এলেবেলেদা, এতদিন কোথায় ছিলেন দাদা? আশাকরি ভাল আছেন।
    একটা প্রশ্ন আছে।
    বাংলায় রায়ট পরবর্তী সময়, মানে ১৯৪৬-৫০ এই সময়ে দাঙ্গা ও সাম্প্রদায়িকতা নিয়ন্ত্রণে কমিউনিস্টদের ভূমিকা কেমন ছিল দাদা? আর উদ্বাস্তু বাঙালিদের একটা বড় অংশ কীভাবে হিন্দুত্বের দিকে না গিয়ে কমিউনিস্ট পার্টির সমর্থক হয়ে উঠল, এ নিয়ে আপনার জানা কোন বই বা ডক্যুমেন্ট সাজেস্ট করতে পারবেন দাদা?
  • এলেবেলে | 202.142.***.*** | ০৩ জুলাই ২০২৪ ২৩:৫৪526432
  • এ বাবা, এই আউট অ্যান্ড আউট ট্রোল যে কিনা বঙ্কিম সম্পর্কে লিখতে গিয়ে স্রেফ রবীন্দ্রনাথের প্রবন্ধের কপি-পেস্ট করে কর্তব্য সেরে ফেলে, তাকে নিয়ে তো ভাটে আলোড়ন পড়ে গেছে দেখছি! অথচ একই রবীন্দ্রনাথ যখন জসীমউদ্দিনকে বন্দে মাতরমের তীব্র বিরোধিতার কথা বলেন, তখন এই ট্রোলের মুখে কুলুপ আঁটা থাকে। অবশ্য সেটাই সবার পক্ষে স্বস্তিদায়ক। নাহলে খিস্তির ফোয়ারা ছোটানো ছাড়া স্টকে যে আর কিছু নেই, সেটা তো সবাই এতদিনে বুঝে গেছেন।
     
    একটু আহমদ ছফা কপি-পেস্ট করে দোবো? কিংবা অরবিন্দ পোদ্দার? চিড়বিড়ানিটা কেমন হয়, সেটা দেখা যেত!
     
    ধুস, ধুস, ঘেন্না ধরে গেল মাইরি। একটা আস্ত সাইটকে কীভাবে টক্সিক করে তোলা যায় তার প্রকৃষ্ট নমুনা এই ট্রোলটি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত