"কিন্তু পুরো ব্যাপারটা রিগড ও তামাশা না"
এরকম পার্ট বাই পারট এটা রিগড, উঁহু এটা রিগড নয়, এরকম ভাবে সাধারণত ভাবা হয় না, অনিয়ম একটা সিস্টেমিক সমস্যা তো।
" মাইক্রো লেভেলে অনেক গোলমাল আছে, ম্যাক্রো লেভেলে একটা ভারসাম্য আছে। "
এই মাইক্রো, মেসো, ম্যাক্রোর ডেফিনিশনগুলো কি সেটা আপনি লেখেন নি, ফলে কি বলতে চাইছেন বোঝা গেল না। কাকে মাইক্রো আর কাকে ম্যাক্রো ধরা হচ্ছে এবং কেন?
"ইন্ডিয়া ব্লক ওভারহোয়েলমিং মেজরিটি পেত - এমন আশার কোন ভিত্তি আছে কি?"
হ্যাঁ , ঐ যেটা তার পরেই লিখলেন তো!
"নানান বিরোধী নেতা জেলে, সিবিআই ইডি লেগে আছে সবার পেছনে, মূলধারার মিডিয়া বিকিয়ে আছে, কংগ্রেসের ফান্ড ফ্রিজ করে দেওয়া, বড় পুঁজিগুলি সব কুক্ষিগত, "
এইগুলো counterfactual, না হলে অবশ্যই জেতার কথা।
"ইন্ডিয়া ব্লকের দলগুলির মধ্যেও বোঝাপড়া নড়বড়ে (সিপিআইএম কং তৃণমূল যেমন), ব্যাপারটা তৈরি হয়েছে এই সেদিন"
এইগুলো তত বড় বিষয় নয়, অন্তত ভারতের ক্ষেত্রে। এ ব্যাপার আগেও হয়েছে এবং তাতে সরকার উল্টোতে অসুবিধে হয় নি। এবারে হয়নি তার কারণ অন্যান্য প্রতিকূল পরিস্থিতি প্রবল ছিল।
ঐ আর কি।
যার যার নিজের অনড় অবস্থান, এ তর্ক চলতেই থাকবে।