এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ---- | 103.244.***.*** | ০৭ জুন ২০২৪ ১১:১৬525799
  • অপকর্মের সঙ্গে যুক্ত?
    আগ্নেয়াস্ত্রের সামনে নিরুপায়, বাড়ির স্বজন পরিজন এমনকি নিজের জীবন মুহূর্তের অনড় অবস্থান বা হঠকারী সিদ্ধান্তের জন্যে তখুনি না অনতিকালের মধ্যে চলে যেতে পারে এমন পরিস্থিতিতে দেশের গণতন্ত্র রক্ষার মত ফাঁকা বুলির স্বার্থে একজন প্রিসাইডিং অফিসারের শহীদ হয়ে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? আশেপাশে কোনো ব্যাকআপ কোনো সংগঠনবিহীন অবস্থায়, যখন পাড়া ও অঞ্চলের পার্টির মাথা থেকে দলীয় সমর্থকরাও সুরক্ষা দিতে অপারক, একজন পোলিং এজেন্ট-এর শুধু নিজের ভালোবাসার রাজনৈতিক দলটির কণামাত্র সম্ভাবনার স্বার্থে বা গণতন্ত্র রক্ষার জন্য স্বচ্ছ নির্বাচন হতে দেওয়ার নামে নিজের বা অনতিবিলম্বে হয়তো স্বজনপরিজনের জীবনও বাজি রেখে সশস্ত্র গুন্ডাবাহিনীর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া উচিত বলে আপনি মনে করেন?
    সেটা না করাই অপকর্ম?
    প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটি মানুষ খুচরো বাড়তি সুবিধে নেওয়ার জন্য সামান্য পরিমাণ ট্যাক্স বাঁচানোর জন্য একটু বেশি ভালোভাবে বাঁচার জন্য চারপাশের লোকেদের থেকে একটু উঁচু পাটাতন পাওয়ার জন্য সন্তানের সামান্য প্রতিশ্রুতিমান ভবিষ্যতের জন্য যত খুচরো দ্বিচারিতা ছল কপট দুনম্বরি চুরি জোচ্চুরি করে চলেছে তার তুলনায় ওই ভোটের বা ভোটগণনার সময়ের প্রাণের দায়ে একটা দুটো সই, চোখ কান বুজে কিছুক্ষণের জন্য বুথ ছেড়ে বেরিয়ে যাওয়া, মুখ বন্ধ রাখা, হয়তো কিছুদিন অপরাধবোধে গুমরে চলা এসব তার কাছে খুব বেশি গুরুত্বপুর্ণ কিছু হতে হবে বলে মনে করেন কি?
    যে গণতন্ত্র ওই দু তিনজন মানুষের কিছুক্ষণের অসহায়তার জেরেই সম্পূর্ণ বিকল হয়ে যায়, তার খোলনলচে বদলের কথা ভাবার সময় এখনও আসেনি? পুরো সিস্টেমটাই ফ্লড। কিন্তু বিকল্প দেওয়ার মতো মেধা বা সেই পরিকাঠামো তৈরির মতো পরিকল্পক, ব্যবস্থাপক কেউ নেই।
  • অরিন | 119.224.***.*** | ০৭ জুন ২০২৪ ১০:৫৮525798
  • ৭ই জুন ১০:৩৯, @---,১০০%!
    একেবারে যে কথাটা লেখা  উচিৎ, স্পষ্ট করে লিখেছেন!
     
  • ---- | 103.244.***.*** | ০৭ জুন ২০২৪ ১০:৩৯525797
  • একটা দেশের মানুষ সামগ্রিকভাবে যত আকাঠই হোক, যারা নিজেরা অকারণ ডিমানিটাইজেশনের ভুক্তভোগী, কোভিড মিসম্যানেজমেন্টের সাক্ষী, পেট্রোল ডিজেল ওষুধ চিকিৎসা আবশ্যক পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির শিকার, একের পর এক রাষ্ট্রীয় সম্পত্তি শিল্পপতিদের বেচে দেওয়ার সাক্ষী, প্রধানমন্ত্রীর বিলাসবহুলতম জীবনযাপনের সাক্ষী, ধর্মের নামে দৈনন্দিন সামাজিক পরিবেশ অশান্ত করে তোলার সাক্ষী, মন্দির ধর্ম জ্যোতিষ প্রাচীন ভারত চর্চার নামে শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ক্ষেত্রে ক্রমাগত বাজেট কমানোর সাক্ষী, সীমান্ত অস্ত্রখাতে অনাবশ্যক খরচের, শিল্পপতিদের ঋণখেলাপি মুকুবের, ক্রমবর্ধমান অপরিষোধ্য বিদেশি ঋণের বোঝার বাহক এমনকি সাম্প্রতিকতম পিএমকেয়ার ও ইলেকটোরাল বন্ডের মাধ্যমে দুর্নীতিপ্রশ্রয়ের সাক্ষী, তারা, সেই দেশের সাড়ে তেইশ কোটির বেশি মানুষেরা, সাড়ে ছত্তিরিশ পার্সেন্টএর বেশি ভোটদাতারা, নিজের হাতে বিজেপিকে ভোট দিয়ে পরেরবারের সরকার গঠনের আহ্বান জানিয়ে নিজেদেরকে পরের পাঁচ বছরের জন্য সেধে তাদের হাতেই তুলে দিতে চেয়েছে -- এটা সম্ভব?
  • অরিন | 202.36.***.*** | ০৭ জুন ২০২৪ ১০:০১525796
  • "বলেছিলাম পরিচিত যারা প্রিসাইডিং অফিসার বা পোলিং এজেন্ট হয়ে কাজ করেছেন, মূলত প্রত্যন্ত অঞ্চলে, যারা প্রকৃত ভোট ও ভোটগণনার অনিয়মের প্রত্যক্ষদর্শী, তাদের লিখতে কনভিন্স করে তাদের পরিচয় গোপন রেখে লেখা সংকলন করার কথা। "
     
    কাউকে পাবেন না। যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত, তারা খামোকা লিখতে যাবে কেন? আজ থেকে পঞ্চাশ বছর পরে হয়ত স্মৃতিচারণা করতে পারে।
  • অরিন | 122.56.***.*** | ০৭ জুন ২০২৪ ০৯:৫৮525795
  • "ভারতে নির্বাচন কিছুটা মুক্ত /অবাধ না হলে ইঞ্জিনিয়ার রশিদ আর অমৃতপাল হুইস্পারিং ক্যাম্পেইনে জিততে পারতেন?"
     
    পাপাঙ্গুল, ব্যক্তিবিশেষের জেতা হারার সঙ্গে গোটা সিস্টেমটার ফেয়ারনেস টিকে গুলিয়ে ফেলছেন। 
     
    কনভিকটেড না হলে যে কোন ভারতীয় নাগরিক নির্বাচনে লড়তে পারেন, এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া মুক্ত না বন্ধ তার কোন যৌক্তিক সম্পর্ক থাকার কথা নয়। একটা সম্পূর্ণ random প্রসেস হলেও একঢ আধজন লোকে জিততেই পারে।
    শেষ অবধি তো ভারতের রাজনৈতিক ক্ষমতা ফ্যাসিস্টদের হাতেই গেল, তাই না? এবং তারা গত দশ বছরে সিস্টেমটির যথেচ্ছ অপব্যবহার করে নষ্ট করেছে, আপনার সংশয় থাকতে পারে, বাস্তব তথ্য অন্য কথা বলে। 
  • ---- | 103.244.***.*** | ০৭ জুন ২০২৪ ০৯:০৫525794
  • r2h
    ওভাবে ছড়িয়ে দেওয়া বিজ্ঞপ্তির ভিত্তিতে পাওয়া বেনামী লেখা কি আদৌ বিশ্বাসযোগ্য হবে, এমনকি সম্পাদকদের কাছেও? বলেছিলাম পরিচিত যারা প্রিসাইডিং অফিসার বা পোলিং এজেন্ট হয়ে কাজ করেছেন, মূলত প্রত্যন্ত অঞ্চলে, যারা প্রকৃত ভোট ও ভোটগণনার অনিয়মের প্রত্যক্ষদর্শী, তাদের লিখতে কনভিন্স করে তাদের পরিচয় গোপন রেখে লেখা সংকলন করার কথা। সেটা আপনি বা আপনার মতো যারা মনে করেন ক্ষমতার বিরুদ্ধে ভোট বাড়া মানেই জনতার প্রকৃত মনোভাব গণতান্ত্রিক উপায়ে ভোটবাক্সে প্রতিফলিত হওয়া, তাদের মতামত কারেকশনের জন্যেই। 
    এবার অন্দর সে জিজ্ঞাসা চলে গেলে আর এ বিষয়ে বার্তালাপ অপ্রাসঙ্গিক। অ্যান্টি বিজেপি ভোট বাড়ার মুহূর্তে ভোটদান প্রক্রিয়ার অসাড়তা  বিষয়ে লেখা প্রকাশ বিজেপিকে রাজনৈতিক সুবিধা দেবে মনে করলে সে লেখা সংকলন এক দেড় বছর পরেও প্রকাশ করতে পারেন। শুধু লোকসভা ভোট কেন, বিধানসভা, পঞ্চায়েত সব ভোটের চিত্রই ধরতে পারেন। শুধু ২০১১র পরে কেন তারও ১০-২০ বছর আগের চিত্রও ধরতে পারেন। শুধু বিশ্বাসযোগ্য সাক্ষ্য গ্রহণ করবেন, এটুকুই। আপনার নিজেরও চেনা বন্ধু বান্ধব আত্মীয়রা কেউ কখনও পোলিং এজেন্ট বা প্রিসাইডিং অফিসার কি হয়নি, যারা ব্যক্তিগত স্তরেও আপনাকে সত্য অভিজ্ঞতা জানাবে? জেনেই দেখুন, প্রকাশ না করলেও হবে। তাতে ভোটের ফলভিত্তিক থিয়োরিচর্চার সময়টুকু অন্য ক্রিয়াটিভ কাজে লাগানো মনস্থ করবেন বলেই মনে হয়।
  • পাপাঙ্গুল | ০৭ জুন ২০২৪ ০৭:৩৩525793
  • উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ২২ পর্বতারোহীদের মধ্যে উদ্ধার ১৩, মৃতের সংখ্যা বেড়ে নয়
  • পাপাঙ্গুল | ০৭ জুন ২০২৪ ০৭:২৫525792
  • ভারতে নির্বাচন কিছুটা মুক্ত /অবাধ না হলে ইঞ্জিনিয়ার রশিদ আর অমৃতপাল হুইস্পারিং ক্যাম্পেইনে জিততে পারতেন?
  • পাপাঙ্গুল | ০৭ জুন ২০২৪ ০৭:১৮525791
  • যোষিতা | ০৭ জুন ২০২৪ ০২:৪২
    খুবই ভাল খবর। দ্রুত সুস্থ হয়ে উঠুন। 
  • অরিন | 132.18.***.*** | ০৭ জুন ২০২৪ ০৫:৪৬525790
  • ক্রিকেটে আমেরিকা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে :-)
  • &/ | 151.14.***.*** | ০৭ জুন ২০২৪ ০৪:৪৫525788
  • সংশ্লিষ্ট সবাইকে কুর্ণিশ। কোনো প্রশংসাই যথেষ্ট হয় না এঁদের আন্তরিক কাজের জন্য । রক্তগ্রহীতা যেন দ্রুত আশঙ্কামুক্ত হন ও সুস্থ হয়ে ওঠেন।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৭ জুন ২০২৪ ০৩:৫৭525787
  • kk | 172.56.32.178 | ০৭ জুন ২০২৪ ০২:৫৩
    সহমত। এঁদের সাথে যোষিতাকেও তার প্রচেষ্টার জন্য কুর্নিশ।
  • kk | 172.56.***.*** | ০৭ জুন ২০২৪ ০২:৫৩525786
  • সাতই জুন, দুটো বিয়াল্লিশের খবরটা খুবই ভালো লাগলো । এই নীরব হিরোদের স্যাল্যুট জানালাম।
  • যোষিতা | ০৭ জুন ২০২৪ ০২:৪২525785
  • আরেকটা আপডেট দেবার ছিল।
    রক্ত পাওয়া গেছে দুই ইউনিট। একটা আমি নিজে খুঁজে বের করলাম। অন্যটা আমাদের অর্জুন অভিষেকের কৃতিত্ব। সে ঘন্টার পর ঘন্টা সিরিয়াস পরিশ্রম করে কাল গভীর রাতে রক্তের সন্ধান দেয়। প্রচুর কাঠ খড় পুড়িয়ে অসাধ্য সাধন করেছে অর্জুন।
    সমরেশবাবু ও অনেক সাহায্য করেছেন। চেষ্টার অন্ত রাখে নি প্রত্যয় ভুক্ত। নাগাড়ে চেষ্টা চালিয়েছে। এবং লাস্ট বাট নট দ্য লীস্ট আমাদের দ। প্রচুর চেষ্টা করেছে প্রত্যেকে। 
    রক্তের প্রয়োজন এখনও রয়েছে। আরও চার ইউনিট দরকার দিন দুয়েকের মধ্যেই।
    সকলের একনিষ্ঠ চেষ্টা ও পরিশ্রমের ফলে রক্ত গ্রহিতা আজ দু ইউনিট রক্ত পেয়ে আপাতত জীবিত, তবে আশঙ্কামুক্ত নয়।
    অশেষ কৃতজ্ঞতা প্রত্যেককে যারা এতটা হেল্প করলেন।
    অর্জুন জান লড়িয়ে দিয়েছিল প্র্যাক্টিকালি।
  • যোষিতা | ০৭ জুন ২০২৪ ০২:৩১525784
  • একটা জিনিস শুনলাম, ইভিএমেও বোতাম চাপতে হচ্ছে এবং কাগজের ব্যালটেও ছাপ দিতে হচ্ছে। এ আবার কেমন ব্যবস্থা? দুরকম পদ্ধতিতে কেন একই সঙ্গে ভোট দেওয়া?
  • যোষিতা | ০৭ জুন ২০২৪ ০২:২৬525783
  • একটা মজার ব্যাপার দেখছি।
    ট্রোলশ্রী আজ আর আইপি বদলে লিখছে না। স্বনামেই আছে।
  • &/ | 107.77.***.*** | ০৭ জুন ২০২৪ ০২:২১525782
  • @অরিন , অনেক ধন্যবাদ।  
  • r2h | 192.139.***.*** | ০৭ জুন ২০২৪ ০২:১৬525781
  • অরিনদা, তা ঠিক একশোবার  :D (০৭ জুন ২০২৪ ০১:৫১)
  • অরিন | 2404:4404:1732:e000:1833:f91f:521f:***:*** | ০৭ জুন ২০২৪ ০২:১২525780
  • অষ্টাঙ্গমার্গের আটটি "সম্যন", পালিতে সম্ম (মানে "ঠিক ঠিক" সেন্সে) ব্যাপার, সমা দৃষ্টি, চিন্তা, বাক (কথাবার্তা), কর্ম, জীবিকা, "সম্ম ব্যায়াম" (চেষ্টা অর্থে), ধ্যান (সম্ম সতী বা স্মৃতি), আর সম্মা সমাধি ।
    সৎ কথাটা এখানে আমার মনে হয় "ঠিক মতন" বা "প্রপার" এই অর্থে মনে করা হয়।
     
  • &/ | 151.14.***.*** | ০৭ জুন ২০২৪ ০১:৫৮525779
  • অরিন, একটা প্রশ্ন। অষ্টমার্গ বলে যে 'সৎ বাক্য, সৎ কর্ম, সৎ চেষ্টা ' ইত্যাদি আটটি জিনিস ছিল, ওগুলো সবগুলো কী কী? আর মূল উপদেশে কি সৎ কথাটাই ছিল, নাকি শুভ কথাটা ছিল?
  • &/ | 151.14.***.*** | ০৭ জুন ২০২৪ ০১:৫৪525778
  • সত্যিকারের মুক্ত ও অবাধ নির্বাচন কোথাও কি হয়? ওই যা হয়, তারই মধ্যে কারুর ক্ষীরটুকু একটু বেশি কারুর জলটুকু একটু বেশি । যেখানে বিশাল গুন্ডাবাহিনী সদাসক্রিয় থেকে জনগণের সেবা করে চলে, সেখানে অবাধ মুক্ত নির্বাচন সোনার পাথরবাটি। তবে ওই আরকি, গুন্ডারাই আসল জনগণ। আর, ওদের যারা চালাতে পারছে তারা বেশি কেপেবল আর কম্পিটেন্ট পার্টি।
  • অরিন | 2404:4404:1732:e000:1833:f91f:521f:***:*** | ০৭ জুন ২০২৪ ০১:৫১525777
  •  হুতো,তর্ক ক্লোজ হয়ে যাওয়া বড় মর্মবেদনার,;-)
  • r2h | 192.139.***.*** | ০৭ জুন ২০২৪ ০১:৪৭525776
  • যাহ, তার মানে ক্লোজার আসলে হয়নি :D 
    (r2h | ০৬ জুন ২০২৪ ১৯:৫১)
  • &/ | 151.14.***.*** | ০৭ জুন ২০২৪ ০১:৪৪525775
  • টাকা আর মদের বোতল জিনিস দুটো শত শত বছর ধরে লোকে চেনে, কিন্তু বিরিয়ানির প্রচলন একেবারে সাম্প্রতিক! আগে লোকে এইভাবে এত বিরিয়ানি খেত না। এখন মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান! এমনি আগে যেখানে এগরোল টেগ্রোল বিক্রি হত, সেইসব এখন বিরিয়ানিওয়ালা হয়ে গেছে। এগরোলও আছে, পাশে।
  • অরিন | 2404:4404:1732:e000:1833:f91f:521f:***:*** | ০৭ জুন ২০২৪ ০১:৪১525774
  • "কিন্তু পুরো ব্যাপারটা রিগড ও তামাশা না"
    এরকম পার্ট বাই পারট এটা রিগড, উঁহু এটা রিগড নয়, এরকম ভাবে সাধারণত ভাবা হয় না, অনিয়ম একটা সিস্টেমিক সমস্যা তো।
     
    " মাইক্রো লেভেলে অনেক গোলমাল আছে, ম্যাক্রো লেভেলে একটা ভারসাম্য আছে। "
    এই মাইক্রো, মেসো, ম্যাক্রোর ডেফিনিশনগুলো কি সেটা আপনি লেখেন নি, ফলে কি বলতে চাইছেন বোঝা গেল না। কাকে মাইক্রো আর কাকে ম্যাক্রো ধরা হচ্ছে এবং কেন?
     
    "ইন্ডিয়া ব্লক ওভারহোয়েলমিং মেজরিটি পেত - এমন আশার কোন ভিত্তি আছে কি?" 
    হ্যাঁ , ঐ যেটা তার পরেই লিখলেন তো! 
     
    "নানান বিরোধী নেতা জেলে, সিবিআই ইডি লেগে আছে সবার পেছনে, মূলধারার মিডিয়া বিকিয়ে আছে, কংগ্রেসের ফান্ড ফ্রিজ করে দেওয়া, বড় পুঁজিগুলি সব কুক্ষিগত, "
     
    এইগুলো counterfactual, না হলে অবশ্যই জেতার কথা।
     
    "ইন্ডিয়া ব্লকের দলগুলির মধ্যেও বোঝাপড়া নড়বড়ে (সিপিআইএম কং তৃণমূল যেমন), ব্যাপারটা তৈরি হয়েছে এই সেদিন"
     
    এইগুলো তত বড় বিষয় নয়, অন্তত ভারতের ক্ষেত্রে। এ ব্যাপার আগেও হয়েছে এবং তাতে সরকার উল্টোতে অসুবিধে হয় নি। এবারে হয়নি তার কারণ অন্যান্য প্রতিকূল পরিস্থিতি প্রবল ছিল।
    ঐ আর কি।
    যার যার নিজের অনড় অবস্থান, এ তর্ক চলতেই থাকবে।
  • অরিন | 2404:4404:1732:e000:1833:f91f:521f:***:*** | ০৭ জুন ২০২৪ ০১:৩১525773
  • *বিলেত আমেরিকায় "হল" কথাটা অসাবধানে লেকা হয়েছে,কথাটা "হবার সম্ভাবনা প্রবল" ।
  • &/ | 151.14.***.*** | ০৭ জুন ২০২৪ ০১:৩১525772
  • যাক ভোট হয়ে গেল, ভোটের রেজাল্ট বেরিয়ে গেল, জনতা জনার্দন আনন্দিত। সবাই আনন্দিত। কেউ গদি পেয়ে আনন্দিত, কেউ বেশি সীট পেয়ে আনন্দিত, কেউ আদর্শের জয়ে আনন্দিত। জনতার ভাঙা ঘরে আজ রাঙা চাঁদের আলো।
    সবাইকে অভিনন্দন জানাই। আমের নাড়ু দিয়ে মিষ্টিমুখ করুন। ঃ-)
    https://www.anandabazar.com/recipes/how-to-make-mango-laddoos-at-home-easily-dgtl/cid/1522091
  • r2h | 192.139.***.*** | ০৭ জুন ২০২৪ ০১:২৯525771
  • "ভারতের ইলেকশন কমিশন এবং ইলেকটোরাল প্রসেস একেবারেই স্বচ্ছ,কোথাও কোন অনিয়ম নেই, কথাটার কোন ভিত্তি নেই ।" - এটা কিন্তু আমার ক্লেম না। অনিয়ম আছে, ত্রুটি বিচ্যুতি আছে, সংশোধন ও পুনর্বীক্ষণের জায়গা আছে, অবশ্যই।

    কিন্তু পুরো ব্যাপারটা রিগড ও তামাশা না, মাইক্রো লেভেলে অনেক গোলমাল আছে, ম্যাক্রো লেভেলে একটা ভারসাম্য আছে।

    ইন্ডিয়া ব্লক ওভারহোয়েলমিং মেজরিটি পেত - এমন আশার কোন ভিত্তি আছে কি? নানান বিরোধী নেতা জেলে, সিবিআই ইডি লেগে আছে সবার পেছনে, মূলধারার মিডিয়া বিকিয়ে আছে, কংগ্রেসের ফান্ড ফ্রিজ করে দেওয়া, বড় পুঁজিগুলি সব কুক্ষিগত, ইন্ডিয়া ব্লকের দলগুলির মধ্যেও বোঝাপড়া নড়বড়ে (সিপিআইএম কং তৃণমূল যেমন), ব্যাপারটা তৈরি হয়েছে এই সেদিন... এইসব বিবেচনা করলে তো খুব বাস্তবসম্মত মনে হয় না।

    টাকা, মদের বোতল, বিরিয়ানির প্যাকেট - এগুলি আমি ধরছি না। মন্দির ওহি বানায়েঙ্গে - এ যদি ভোটের ইস্যু হতে পারে, তার থেকে এগুলি বরং কাজের জিনিস!
  • অরিন | 2404:4404:1732:e000:1833:f91f:521f:***:*** | ০৭ জুন ২০২৪ ০১:১২525770
  • "r2h আমি বরং আরেকটা অল্টারনেটিভ প্রপোজ করি? গুরু নেটওয়ার্ক সূত্রে তো অনেক এরকম মানুষ জড়িত যাঁরা ভোটে ডিউটি দিতে যান। এরকম বেশ কিছু মানুষের তরফে ভোটের সময়কার রিগিং ছাপ্পা গায়ের জোরে করানো ভোটের বা ভোটগণনা সময়কার অভিজ্ঞতার সংকলন করা হোক। লেখকদের অ্যানোনিমিটির দায়িত্ব গুরুই নিক নাহয়। আমন্ত্রিত লেখাই নিন। দেখুনই না কী রকম সমস্ত অভিজ্ঞতার দেখা পান"
     
    হুতোর ক্লেম,যে, কংগ্রেস এবং বিরোধীরা কিছু বেশী ভোট পেয়েছে মানে ভারতের ইলেকশন কমিশন এবং ইলেকটোরাল প্রসেস একেবারেই স্বচ্ছ,কোথাও কোন অনিয়ম নেই, কথাটার কোন ভিত্তি নেই । সেটা একটা দিক। এখানে আরেকটা কথা বলা চলে যে সারা পৃথিবী জুড়ে একটা anti incumbency হাওয়া উঠেছে, মেক্সিকোয় পরিবর্তন পালাবদল হল, বিলেত আমেরিকায় হল, ভারতে হতে হতেও হল না। আমার থিওরী ভারতের ইলেকশন যদি সত্যিকারের মুক্ত ও অবাধ হত, ইণ্ডিয়া ব্লক অনায়াসে overwhelming মেজরিটি নিয়ে জিততে পারত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত