এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৪ মে ২০২৪ ১১:১৯524748
  • আরে বাবা, তক্কোর সময় ওরকম একটু হয়। সব তক্কো কি নরম সুরে হয় নাকি, সুর কখনও একটু চড়ে বই কি। ও ঠিক আছে।
  • অরিন | 2404:4404:1732:e000:c83e:e1f6:1d18:***:*** | ২৪ মে ২০২৪ ১১:১৭524747
  • "এখানে অরিন যেমন সামান্য উল্টোমত দেখলেই রেগে উঠছেন।"
     
    এই দেখ, রেগে উঠলাম কোথায়?
     
    আজ অবধি কেউ আমার কোন পোস্টে সমর্থনসূচক একটি কথাও লিখেছে, ;-), কিছু লিখলেই প্রথমেই সবাই হৈ হৈ করে প্রতিবাদ করে, খুব রেয়ারলি কেউ লেখে "অরিনের সঙ্গে একমত", :-)
  • অন্য আরেক নীপা | 107.189.***.*** | ২৪ মে ২০২৪ ১১:০৭524746
  • যারা বলছেন  আজকাল সমালোচনা নিতে পারে না তারা নিজেরাই ত নিজেদের কথার বিরোধীতা সহ্য করতে পারেন না। এখানে অরিন যেমন সামান্য উল্টোমত দেখলেই রেগে উঠছেন। কদিন আগে ভারতের ভোট নিয়ে দেশে থাকা মানুষরা ওনার হ্যাঁতে হ্যাঁ না মেলানোয় রেগে গেছিলেন। &/ এর বিভিন্ন সময়ে বলা কথা ফিরিয়ে রেফার করলেই  উনি রেগে যান। কল্লোল দাশগুপ্তকে উনি তসলিমা জড়িয়ে লাগাতার ট্রোল করতেন এখন সেকথা মনে করালেই কি সেটা ট্রোল হবে না স্প্যাম হবে? তাহলে ওনার অরিজিনাল পোস্টগুলো কী ছিল? এরকম তো সবাই। আমি আপনাদের কাউকেই চিনি না চিনতে চাইও না। শুধু নানারকম আলোচনা চললে পড়ে আনন্দ পাই। অনেকটা ছোটবেলায় টিভি দেখার মত।
  • সমরেশ মুখার্জী | ২৪ মে ২০২৪ ১০:৫২524745
  • সুইচ ওভার টু সিরিয়াস মোড cool

    ১০:২৯ - “আজব ব্যাপার, ঢিলেঢালা USP মানে এখানে কেউ ট্রোলড হতে দেখলে হ্যা হ্যা করে হাসার "ঢিলেঢালা" ব্যাপারটা মেনে নিতে হবে এরকম কোন ব্যাপার আছে নাকি?”

    r2h, আপনার, এলেবেলে‌র মন্তব্য দেখে মনে হয়েছে গুরু ট্রোল নিয়ে উদাসীন নয়।

    আবার r2h, আপনার মন্তব্য দেখে মনে হয়েছে বাজে ট্রোল মেনে নিতে না চাইলে‌ও এ ব‍্যাপারে রেশনের চাল থেকে কালেভদ্রে  সিলেক্টিভলি কাঁকড় বাছাই করে যেতে হবে। তার সাথে সহবৎ, শুভবুদ্ধি গোছের বায়বীয় ব‍্যাপারে ভরসা করে ট্রোলারদের হৃদয় পরিবর্তনের আশা রাখতে হবে।
     
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৪ মে ২০২৪ ১০:৪৫524744
  • সেই। তথ্য গত ত্রুটি শোধরানোর নামে যা চলছে তাতে কারো মনে হচ্ছে সেটা সবাই সয়ে নিলে সকলের মঙ্গল। আর আমার মনে হচ্ছে অনেক আগেই যথেষ্ট হয়ে গেছে। ঢিলেঢালা বলেই না দু'রকমই চলবে।
  • ট্রোল | 71.4.***.*** | ২৪ মে ২০২৪ ১০:৪০524743
  • আরে অরিনস্যার, এসব ছেড়ে আপনি সেই কিউই পাখির লেখাটায় মন দিন। ওটা আর আসবে না?
  • সমরেশ মুখার্জী | ২৪ মে ২০২৪ ১০:৩৯524742
  • এই, বলছি কি, আমায় এখন একটু  ঘাসবিচালি টাইপস জোকে পেয়েছে, তোমরা কেউ কিছু মনে কোরোনা কেমন heartlaugh
     
    “নীরবরা সরব হয়ে উঠলেই তো ভাট আবার ভাট হবে। সেই ছোটাই বড়াই ফোর্জী স্যান সোসেন ভাগীদার - কই তাঁরা কই? ন্যাড়া, পারমিতা-আদি, পারোলিন, ব্রতীন, ঝিকি, কিকি ইত্যাদি আরও কতজন…” 

    - অর্থাৎ সেই কবে ওভালটিন বা আসল দুলালের তালমিছরির মতো নক্ষ্মী ঘি খেয়েছি সেই হাত নস্টালজিয়ায় সেঁকে শোঁকা। smiley
     
    তা বেশ। পুরানো সেই দিনের কথা সে কি ভোলা যায়? 
     
    তবে পরে যে বাজারে আশীর্বাদ, গোবর্ধন ইপ্র ঘি এসেছে … তাদের‌ও একটু ফ্রেশার্স ওয়েলকাম করলে তো মনে হয় নব‍্য-পুরাতন সবা‌ইকে বিরাট বক্ষে ধারণ করার গুরুর কোর ফিলজফি পুষ্টি পায়। নাহলে তো এখানে‌ও অদৃশ‍্য আমরা-ওরা বোধ থেকেই যাবে। wink
  • lcm | ২৪ মে ২০২৪ ১০:৩৪524741
  • "... ঢিলেঢালা ব্যাপারটাই ..." ---
    ঠিক, এটাই। আর, ঢিলে হলে একটু ফাঁক থাকবে :-) 
  • অরিন | 2404:4404:1732:e000:c83e:e1f6:1d18:***:*** | ২৪ মে ২০২৪ ১০:২৯524740
  • "পনেরো বছর গুরুতে আসছি, মনে হয়েছে ঢিলেঢালা ব্যাপারটাই ইউএসপি। " 
     
    আজব ব্যাপার, ঢিলেঢালা USP মানে এখানে কেউ ট্রোলড হতে দেখলে হ্যা হ্যা করে হাসার "ঢিলেঢালা" ব্যাপারটা মেনে নিতে হবে এরকম কোন ব্যাপার আছে নাকি?
     
    "ট্রোল ইত্যাদি সর্বত্রই আছে।'
    যেখানে খুশী থাকুক, এখানে যেন না থাকে। ট্রোল বা ট্রোলিং কি জিনিস আর তার কি ভয়ঙ্কর ব্যাপার জানলে আমার মনে হয় কথাটা এত হালকা ভাবে বলা যেত না। 
     
     
     " লাগাতার খুঁত ধরা আর উপদেশ একটু দৃষ্টিকটু লাগে। "
     
    আপনার অভিজ্ঞতা একজন ব্যক্তিমানুষের অভিজ্ঞতা তো, হতে পারে কারো তথ্যগত ত্রুটি শোধরাতে দেখলে খারাপ লাগে, একটু সইয়ে নিলে আমার মনে হয় সকলের ভাল লাগবে। 
     
    বাদ দিন। 
    ভাল থাকুন।
  • lcm | ২৪ মে ২০২৪ ১০:২৯524739
  • ডিং ডং - নামের একটা কেক আছে, এটা একটা কেক কোম্পানির ব্র‌্যান্ড নাকি এটা এক ধরনের কেক জানি না। 
  • নীপা | 2405:8100:8000:5ca1::7:***:*** | ২৪ মে ২০২৪ ১০:২৫524738
  • @অরিন | | 45.128.133.202 | ২৪ মে ২০২৪ ১০:০৫
    একদম
     
  • lcm | ২৪ মে ২০২৪ ১০:২৪524737
  • হ্যাঁ, অরিন যে ইঙ্গিত দিয়েছেন - হোয়াটস অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ফোনের মেসেজ - সব মিলিয়ে কত হাজার হাজার জিনিস যে আদানপ্রদান হচ্ছে ... এত কোটি কোটি জোকস যে পৃথিবীতে আছে, এত মিম, এত কার্টুন ... আর ছিল সেই জমানা - চন্ডী লাহিড়ী (কাফি খাঁ), কুট্টি, অমল চক্রবর্তী --- সেখান থেকে এই মহাসাগরে... মাঝে মাঝে মনে হয় এই জোকস/কার্টুন/মিম এর কিনারাহীন মহাসমুদ্রে কোথায় ভেসে যাবো কে জানে...
  • সমরেশ মুখার্জী | ২৪ মে ২০২৪ ১০:১৬524735
  • হাওয়া একটু সিরিয়াস হয়ে উঠেছে দেখছি। 
    হালকা হতে একটু নিছক মজা করছি smiley
     


     
    গুরু...এগিয়ে রাখে - এগিয়ে থাকে। ডিং ডং।

    এটা যে নিছক মজাই - কোনো covert agenda নেই তা বোঝাতে নিচে‌ও যমজ হাস‍্যমোজি দিলাম  laughlaugh
     
  • dc | 2402:e280:2141:1e8:bc0a:c7bb:df07:***:*** | ২৪ মে ২০২৪ ১০:০৮524734
  • এলসিএমদার সাথেও একদম একমত। সেজন্যই কবি বলেছেন, এক রাস্তা হ্যায় জিন্দেগি, যো থাম গয়ে ও কুছ নেহি :-)
  • @অরিন | 45.128.***.*** | ২৪ মে ২০২৪ ১০:০৫524732
  • পনেরো বছর গুরুতে আসছি, মনে হয়েছে ঢিলেঢালা ব্যাপারটাই ইউএসপি। অন্য সোশ্যাল মিডিয়ার তুলনায় মোটের ওপর ভালোই লাগে। ট্রোল ইত্যাদি সর্বত্রই আছে। লেখক নিজের প্রচার করতে আগ্রহী এরকম গুরুতে খুব একটা দেখিনি। বা দেখলেও স্কিপ করে চলে যেতে অসুবিধে হয়নি। তবে লাগাতার খুঁত ধরা আর উপদেশ একটু দৃষ্টিকটু লাগে। ঠিক আছে, আপনি চালিয়ে যান।
  • &/ | 151.14.***.*** | ২৪ মে ২০২৪ ১০:০১524731
  • সাহিত্যের সাইটে দলীয় রাজনীতি জোরালো হয়ে গেলে মুশকিল। তখন বহু লোক মতাদর্শের কারণেই দূরে সরে যান, এমনিতে হয়তো সাহিত্যাগ্রহী ছিলেন, আছেন, থাকবেন।
  • lcm | ২৪ মে ২০২৪ ০৯:৫৯524730
  • লোক্জন তো বদলাবে, জীবন বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে... গুরু ২০ বছর হতে চলল, সেখানে এতদিন ধরে একই সেটের একটা গ্রুপ আড্ডা মেরে যাবে তা কখনও হয় নাকি... নানা সময় নানা মানুষ আসবেন লিখবেন গল্প করবেন, আবার চলে যাবেন... সেটাই তো স্বাভাবিক... সো, অল ইজ ওয়েল... রিল্যাক্স বন্ধুগণ... কবি বলেছেন - চেঞ্জ ইস দ্য অনলি কনসট্যান্ট।
  • অরিন | 2404:4404:1732:e000:c83e:e1f6:1d18:***:*** | ২৪ মে ২০২৪ ০৯:৫৭524729
  • নেটওয়ার্কে টায় ট্রোল আর ওয়াটস্যাপ ফরওয়ার্ড কি পরিমাণ বেড়েছে চোখে পড়ে না? কারোর তথ্যগত ভুল দেখিয়ে দিলে ক্রুদ্ধ প্রতিক্রিয়াও যে এক ধরণের অপরিণত মনের চেতনার প্রকাশ, সে কথাগুলো লিখলে যদি শুনতে হয় "ভাটিয়ালির স্পিরিট নষ্ট করা হচ্ছে", এ থেকে আপনারা কী চান বা কাদের পক্ষ নিচ্ছেন বোঝা যাচ্ছে। 
    যাকগে, কথা বাড়িয়ে লাভ নেই। 
  • &/ | 151.14.***.*** | ২৪ মে ২০২৪ ০৯:৪৯524728
  • নীরবরা সরব হয়ে উঠলেই তো ভাট আবার ভাট হবে। সেই ছোটাই বড়াই ফোর্জী স্যান সোসেন ভাগীদার -কই তাঁরা কই? ন্যাড়া, পারমিতা-আদি, পারোলিন, ব্রতীন, ঝিকি, কিকি ইত্যাদি আরও কতজন...
  • অরিন | 2404:4404:1732:e000:c83e:e1f6:1d18:***:*** | ২৪ মে ২০২৪ ০৯:৪৭524727
  • "তা নাম নিতে বাধলে পরনিন্দা-পরচর্চা না করাটাই কাম্য নয় কি? বিশেষত ভাটে সেইসব লেখকের পিছনে।"
     
    নিন্দে তো ব্যক্তিবিশেষের করা হচ্ছে না, নেটওয়ার্ক টার সাধারণ মানের অবনতির কথা বলা হচ্ছে, এবং অবনমনের কারণ নিয়ে দুচার কথা লেখা হয়েছে মাত্র। ভাল লেখকদের প্রশংসাও তো করা হয়েছে। বেছে বেছে পরনিন্দার কথাটাই বা তোলা হল কেন? 
  • @অরিন | 185.104.***.*** | ২৪ মে ২০২৪ ০৯:৩৬524724
  • তা নাম নিতে বাধলে পরনিন্দা-পরচর্চা না করাটাই কাম্য নয় কি? বিশেষত ভাটে সেইসব লেখকের পিছনে।
  • dc | 2402:e280:2141:1e8:bc0a:c7bb:df07:***:*** | ২৪ মে ২০২৪ ০৯:৩২524723
  • "নীপা-দের একজন" এর সাথে একমত। 
  • অরিন | 2404:4404:1732:e000:c83e:e1f6:1d18:***:*** | ২৪ মে ২০২৪ ০৯:২৩524722
  • "অরিনদা, কোন কোন লেখকের কথা বলছেন ?"
    @পাই, লেখকের নাম নেওয়া রীতিবিরুদ্ধ, এবং প্যাসিভ এগ্রেসিভ বিবেচিত হবে। এখানে বহু লেখক খুব ভাল লেখেন এবং পাঠকদের সঙ্গে চমৎকার interact করেন, সঙ্গত কারণেই তাঁদের নাম নেওয়াও রীতি রেওয়াজ নয়, এখানকার যে কোন মনোযোগী পাঠক জানবেন তাঁরা কারা।
  • নীপা-দের একজন | 185.54.***.*** | ২৪ মে ২০২৪ ০৯:২৩524721
  • যেকোনো আলোচনার একটা তার থাকে। সুর বদলায়, কথাও, কিন্তু তারটা ঠিক থাকে। বিদ্যাসাগর নিয়ে আলোচনার সময় গুরুর মন্ত্যব্যের তার যেখানে ছিল, এই "নাম করবো না, কিন্তু ওপাড়ায় চোরে ভর্তি" স্কেলের আলোচনায় ব্যাপারটা সেখানেই ফিরে গেছে। এতে না, বড় জ্বলাপোড়া গন্ধ। খারাপ লাগার পরিমাণ বড় বেশি। মানে ধরুন, আমাদের মতো লোকজন— যারা লেখক, সমালোচক কিছুই না, ভেস্টেড কোনো ইন্টারেস্টও নেই, লোকজনকে ব্যক্তিগতভাবে চিনিও না, যে খারাপ/ভালো কোনো ধারণাই তৈরি হবে—এত দীর্ঘ সময় ধরে এই চোর-পুলিশ, অভিযোগ-পাল্টা অভিযোগ – এসব দেখে হাঁপ ধরে। এখানে তো গপ্পো করতেই আসা। তাই না? রোজ এত তিক্ততার অংশ হতে হলে তো অফিস-রাজনীতি করলেই পারতুম, বা নিদেন জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে।

    এই অভিযোগগুলির গুরুত্ব তো কম না, সেক্ষেত্রে একটা আলাদা টই খুলে সেখানেই এই আলোচনাটা হোক? নিয়মিত মন্তব্যে উপরে উঠে আসবে, সকলে দেখবেও (বিশেষ করে, যাদের উৎসাহ আছে), ভাটিয়া৯তে আবার ভাট হবে, নানা বিষয়ে? ভেবে দেখবেন? আমার মতো যারা নী-পা, তাদের একটু সুবিধে হয় তবে।
  • π | ২৪ মে ২০২৪ ০৯:০০524720
  • তবে, সত্যি কথা বলতে এত ত্যানা প্যাঁচানো দেখে ভাটিয়া৯ তে আসতে অনেকে খুব বিরক্ত বোধ করেন, মানে নীরব পাঠক হিসেবেই যাঁরা আসতেন, তাঁরাও, এটাও শুনেছি। 
  • π | ২৪ মে ২০২৪ ০৮:৫৮524719
  • অরিনদা, কোন কোন লেখকের কথা বলছেন ?  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত