এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:f47a:964c:2ae7:***:*** | ০৮ মে ২০২৪ ১০:৩১523658
  • "বলছে আপনি করলে অবশ্যই বিশ্বাস করতে পারেন দেশমাতৃকায় কিন্তু অন্য জনেরও সেটা না বিশ্বাস করার অধিকার আছে"
     
    কাল থেকে সেটাই বলার চেষ্টা করছি। "আমরা" র মধ্যে সবাই পড়েনা, বরং সবাইকে "আমরা" র মধ্যে নিয়ে আসার চেষ্টা করাটা ক্লাসিক আরেসেস প্লেবুক। এটা বোঝানোর জন্যই এতো লেখা :-)
  • | ০৮ মে ২০২৪ ১০:৩০523657
  • অরিন,  ঘরের বন্ধুদের সাথে কোমর বেঁধে যুদ্ধ কারা করছে? এই "একদল অতি-লিবেরাল অতি-সেকুলার সেল্ফ অ্যাপয়েন্টেড" লোকজন তো? বেশ।  :-) 
  • রমিত চট্টোপাধ্যায় | ০৮ মে ২০২৪ ১০:৩০523656
  • অন্তত আমি গেলে যে সিনেমা হল গুলোতে যাই(pvr বা inox), সেখানে আর গান চলতে দেখিনা। এবার অন্য কেউ যদি জানেন গান চলছে কি চলছে না, সেটা জানান।
  • সিএস  | 2405:201:802c:7815:68b5:a17a:79f0:***:*** | ০৮ মে ২০২৪ ১০:২৮523655
  • ক্লাসিক আর এস এস লাইন লোকজন লিখে দিচ্ছে, দিয়ে বলছে কই আমি তো বিশুদ্ধ তর্ক করছি বা লোকের মত শুনতে চাইছি। তাঁদের বলার যে আপনি যেটা লিখছেন, সেটা 'আপনার' মত নয়, আপনি হয় সমর্থন করেন অথবা মতটা যে সমস্যার সেটা বোঝার অক্ষমতা আছে।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৮ মে ২০২৪ ১০:২৭523654
  • একটা ভুল ন্যারেটিভ চলে আসছে, কেউ কাউকে দেশমাতৃকার কনসেপ্টে বিশ্বাস করতে বারণ করেনি। বলছে আপনি করলে অবশ্যই বিশ্বাস করতে পারেন দেশমাতৃকায় কিন্তু অন্য জনেরও সেটা না বিশ্বাস করার অধিকার আছে। যে যার ইচ্ছে বিশ্বাস রাখুন না, শুধু সবার ওপরে সেই বিশ্বাস রাষ্ট্র যন্ত্র দিয়ে চাপিয়ে দেওয়ার বিরোধিতা করা হচ্ছে।
     
    কলকাতায় এখন আর সিনেমা হলে উঠে দাঁড়াতে হয় না, গানও বোধহয় বন্ধ করে দিয়েছে, কিন্তু যখন হতো, তখন কিছু লোক এমন ভাবে চিৎকার করত, হাবভাব দেখাত এবং উঠে না দাঁড়ালে এমন বিহেভিয়ার করত সেই সৈকত বাবুর হুপ হাপ বাহিনীর কথা মনে পড়ে যায়। 
  • অরিন | 202.36.***.*** | ০৮ মে ২০২৪ ১০:২৬523653
  • "দেশপ্রেম নিয়ে যে পরিমাণে বদমাইশি করা হয়েছে গত ক' বছরে, হয়ত এর একটা 'রি অ্যাকশন' আসবে ভবিষ্যতে।"
     
    স্বাভাবিক, তবে কোন ব্যাপারের বাড়াবাড়িই অনভিপ্রেত। সতর্কতা টুকু থাকলেই হল।
     
    দ'এর কমেন্টের প্রেক্ষিতে, ভারতে "দেশপ্রেম" নিয়ে বাড়াবাড়ি তো হচ্ছেই, এর বিপ্রতীপে মানুষের নিজের মত করে দেশকে বা দেশের সেন্টিমেন্ট কে শ্রদ্ধা জানানোর অধিকার রয়েছে, কেউ সে ব্যাপারটা যেন অন্যের হয়ে না স্থির করে দেয়।বা শ্রদ্ধা না জানানোর স্পেসটাও যেন থাকে।
    কিন্তু ঘরের বাইরের গুণ্ডাদের রুখতে ঘরের বন্ধুদের সঙ্গে কোমর বেঁধে যুদ্ধ না করলেও চলে, ঐ আর কি, :-)
  • সিএস  | 2405:201:802c:7815:68b5:a17a:79f0:***:*** | ০৮ মে ২০২৪ ১০:২০523652
  • এই ভয়গুলো ঐসব উচ্চ্ভাবকে ব্যবহার করেই তৈরী করা হয়েছে, এটা বোঝা দরকার।
  • | ০৮ মে ২০২৪ ১০:১৯523651
  • পুরো তর্কটা শুরু হয়েছে ট্যানের এই পোস্টটা থেকে। তো এর শুরুটাই তো অত্যন্ত প্যাসিভ অ্যাগ্রেসিভ। 
     
    "আজকাল আবার একদল অতি-লিবেরাল অতি-সেকুলার সেল্ফ অ্যাপয়েন্টেড হয়ে দেখি বলেন বন্দেমাতরম বললে নাকি অসুবিধে আছে। এতে নাকি একেশ্বরবাদীরা নারাজ হবেন। আশ্চর্য লাগে। তাঁদের হয়ে ইজারা দিল কে এঁদের যে ওঁরা মা বলতে পারবেন না? যেন ওঁদের মা নেই। মা শুধু একদলের।"
  • dc | 2402:e280:2141:1e8:f47a:964c:2ae7:***:*** | ০৮ মে ২০২৪ ১০:১৮523650
  • " আমি দেখেছিলাম মুসলমান ধর্মাবলম্বী কয়েকজন অসম্ভব জোরে চীৎকার করে শ্লোগান দেয়"
     
    ইন্ডিয়াতে বেশীর ভাগ মুসলমান যে কি অসম্ভব ভয়ের মধ্যে আছে সে বলা যায়না। আর এই ভয় সমস্ত ইনকাম ক্যাটেগোরির মধ্যে কাজ করছে। জোম্যাটোর ডেলিভারি পার্সন থেকে ইলেকট্রিশিয়ান, কাঠের মিস্ত্রি, দোকানদার, সবার মধ্যে এই ভয় আমি রোজ নিজের চারিদিকে দেখতে পাই। 
  • dc | 2402:e280:2141:1e8:f47a:964c:2ae7:***:*** | ০৮ মে ২০২৪ ১০:১৪523649
  • "কিন্তু কংগ্রেসের আমলেও তো বন্দেমাতরম ছিল ।আরও বেশি আবেগের ব্যাপার ছিল কারণ দেশ তখন সদ্য স্বাধীন হয়েছে"
     
    &\ এটা লিখলেন বলে আবারও আমার আগের পোস্টটা নীচে দিলাম। বন্দেমাতরম নিয়ে কন্ট্রোভার্সিও আগেও ছিল। খেয়াল করে দেখুন, বন্দে মাতরম গ্রহণযোগ্য করে তোলার জন্য সেই সত্তর বছর আগের কংগ্রেস আমলেও দুর্গা আর লক্ষ্মী এক্সপাঞ্জ করতে হয়েছিল।  
     
    https://en.wikipedia.org/wiki/Vande_Mataram#:~:text=The%20entire%20song%20was%20not,objectionable%22%20for%20a%20personal%20reason
     
    Parts of the Vande Mataram was chosen as the national song in 1937 by the Indian National Congress as it pursued the independence of India from colonial rule, after a committee consisting of Maulana AzadJawaharlal NehruSubhash Chandra Bose, Acharya Deva, and Rabindranath Tagore recommended the adoption.[48] The entire song was not selected by Hindu leaders in order to respect the sentiments of non-Hindus, and the gathering agreed that anyone should be free to sing an alternate "unobjectionable song" at a national gathering if they do not want to sing Vande Mataram because they find it "objectionable" for a personal reason.[48] According to the gathered leaders, including the Nobel Laureate Rabindranath Tagore, though the first two stanzas began with an unexceptionable evocation of the beauty of the motherland, in later stanzas there are references to the Hindu goddess Durga. The All-India Muslim League and Muhammad Ali Jinnah opposed the song. Thereafter, with the support of Mahatma Gandhi and Jawaharlal Nehru, the Indian National Congress decided to adopt only the first two stanzas as the national song to be sung at public gatherings, and other verses that included references to Durga and Lakshmi were expunged.
  • সিএস  | 2405:201:802c:7815:68b5:a17a:79f0:***:*** | ০৮ মে ২০২৪ ১০:১৩523648
  • আমি তো পড়লাম না, এখানে অন্তত বলা হয়েছে যে দেশপ্রেম বস্তাপচা সেন্টিমেন্ট এবং সবাই সেরকম ভাবুন। কিন্তু এ তো পড়লাম যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে তো মা আছে, তাহলে কিছু লোকের অসুবিধে কেন। এটাই আপত্তিকর।

    তবে, অরিন, আপনার কথা নিয়ে এটা মনে হয়, দেশপ্রেম নিয়ে যে পরিমাণে বদমাইশি করা হয়েছে গত ক' বছরে, হয়ত এর একটা 'রি অ্যাকশন' আসবে ভবিষ্যতে।
  • | ০৮ মে ২০২৪ ১০:১৩523647
  • ডিসি কেকে আর হুতোকে বড় হাতের ক। 
     
    অরিন, দেশে বাধ্য করা হচ্ছে।  বিজেপী আরেসএস সক্রিয়ভাবে করে।  পুণেতে আমি যেখানে থাকতাম সেখানে মেট্রোরেলসহ বেশ কিছু কন্সট্রাকিশান সাইট পাশেই। ফলে প্রচুর অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবি মানুষের যাতায়াত বাসস্থান। সেখানে কিছু হনুমান এসে জ্যায়শ্রীরাম, ভারতমাতাকি জ্যায় এসব বলত। আর কড়াভাবে নজর রাখত কারো উৎসাহে বিন্দুমাত্র ঘাটতি তাদের নজরে আসে কিনা। আমি দেখেছিলাম মুসলমান ধর্মাবলম্বী কয়েকজন অসম্ভব জোরে চীৎকার করে শ্লোগান দেয়।  এই শ্রমজীবিদের কয়েকজনের সাথে কথাবার্তা হয়েছে এবং জেনেছি  এঁরা নিজেদের প্রাণের ভয়ে, অন্য সহকর্মীদের পরামর্শেই অনেক বেশী উৎসাহ দেখান। তার জন্য আবার কিছু অতিরিক্ত নামাজ পটেন দোয়া চান। 
     
    আমার দেখা অতি ক্ষুদ্র সেটে এই অবস্থা। এই ধর্মভীরু  সুবিধাবঞ্চিত মানুষগুলি একইসাথে উগ্র হিন্দুর অ্যাগ্রেসান আর মুসলমান মোল্লার বিধানের সাথে কমপ্রোমাইজ করতে বাধ্য হচ্ছে। 
  • যোষিতা | ০৮ মে ২০২৪ ১০:০৬523646
  • অতিরিক্ত আতঙ্ক যে কোনও প্রাণীকেই হিংস্র করে তোলে।
    কিংবা,
    চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া।
     
    দেশমাতৃকা কনসেপ্টের ওপর এই দীর্ঘ যেসব ডিসকোর্স নামল, সেসব দেখে ওপরের দুটো বাক্যই মনে হলো।
  • অরিন | 202.36.***.*** | ০৮ মে ২০২৪ ১০:০৬523645
  • "পলিটিক্সটা এভাবেই তৈরী হয়েছে, আর সেই পলিট্ক্সই এনাদের এইসব ভাবনাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। অসুবিধে এটাই।"
     
    পলিটিকসের কথাই যদি ওঠে, 
    আপনার পয়েন্টটা মেনে নিয়ে বলতে হয়, এটা দুতরফেই খাটে। 
     
    ঠিক যেমন কেউ যদি জবরদস্তি করে যে আমাদের মত করে দেশপ্রেম না দেখালে চলবে না , একথাটা যতটা আপত্তিকর, তেমনি যারা বলে দেশপ্রেম দেখানো বস্তাপচা সেন্টিমেন্ট, চলবে না, সবাই আমাদের মত করে ভাবুন, সেটাও ঐ, তারাও বেসিকালি একই কেস, মুদ্রার এপিঠ ওপিঠ।
     
  • সিএস  | 2405:201:802c:7815:68b5:a17a:79f0:***:*** | ০৮ মে ২০২৪ ১০:০৪523644
  • বন্দেমাতরম বলবি না কেন, তুই তাহলে গরুখোর, আগে এই কথাটি বলা হয়েছে। পাশের মানুষটিই ভেবেছে, শুরুটা সেখান থেকেই। বিরোধিতা যে করতে হচ্ছে কারণ সমস্যাটা হেজিমনি তৈরী করা থেকেই শুরু হয়েছে, গরুখোর বলার পলিট্ক্সটাই তৈরী হয়েছে উচ্চভাবকে ব্যবহার করে। এগুলো বা বুঝলে এখনও উচ্চভাবের সমর্থই করে যাওয়া হবে, হচ্ছে।
  • যোষিতা | ০৮ মে ২০২৪ ১০:০২523643
  • &/ | 107.77.234.7 | ০৮ মে ২০২৪ ০৯:৫৮
     
    ডিট্টো
  • &/ | 107.77.***.*** | ০৮ মে ২০২৪ ০৯:৫৮523642
  • যারা জাতীয় পতাকা দিয়ে মানুষ পেটায় তারা শুধু দেশের শত্রু না, মানবতারও  শত্রু । কিন্তু তাদের বিরোধীতা করতে গিয়ে  যদি 'তুই বন্দেমাতরম কেন বলবি তুই দালাল' বলে পাশের মানুষটাকে শত্রু দাগানো হয় সেটা বড় ভুল হবে .
  • সিএস  | 2405:201:802c:7815:68b5:a17a:79f0:***:*** | ০৮ মে ২০২৪ ০৯:৫৬523641
  • সমস্যা তো হল, জবরদস্তি তো করা হচ্ছে, হেজিমনি তো তৈরী হচ্ছে। এখানে যারা বলছে টলছে তারা বলবে কই আমি তো আর বলছি না লোককে জোর করা হোক, আমি তো বিসুদ্ধ তর্ক করছি, তো এই বিশুদ্ধ তর্কগুলোকেই গত দশ বছরে ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে এগুলোই ঠিক, এগুলো মানতে অসুবিধে কোথায়। পলিটিক্সটা এভাবেই তৈরী হয়েছে, আর সেই পলিট্ক্সই এনাদের এইসব ভাবনাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। অসুবিধে এটাই।
  • dc | 2402:e280:2141:1e8:f47a:964c:2ae7:***:*** | ০৮ মে ২০২৪ ০৯:৫৬523640
  • "প্রতিটি ইমোশন, প্রতিটি ভালবাসা, প্রতিটি ইচ্ছে, প্রতিটি উচ্চভাব, প্রতিটি ব্যক্তিগত বিশ্বাস ব্যবহার করে গত দশ বছরে লোক পেটানোর ব্যবস্থা হল"
     
    ওই র২্হ এর কথাটাই আবার লিখতে ইচ্ছা হলোঃ "ভালোবাসা আসা আর ভালোবাসা চাপিয়ে দেওয়া আলাদা কথা, তবে এটা বোঝা এতটাই সোজা যে বোঝা না গেলে বোঝার অনিচ্ছাটা চোখে পড়ে।"
     
    বিজেপি যখন কনস্টিটিউশান পাল্টানোর জন্য চারশো পার করার ডাক দিয়েছে, সেই সময়ে দাঁড়িয়ে এই বুঝতে না চাওয়ার ব্যাপারটা সত্যিই চোখে পড়ে। 
  • অরিন | 202.36.***.*** | ০৮ মে ২০২৪ ০৯:৫২523639
  • "মাইরি, এরা কারা ? এখনও মনে হচ্ছে নিজেদের ছোটবেলা আর অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতায় পড়ে আছে আর ভাবছে কেন কিছু লোক ভারতকে ভারতমাতা ভাববে না"
     
    তো একই রকম ভাবে, কেউ যদি তার দেশকে, দেশের মানুষকে নিজের মত করে ভালবাসে, সেখানেই বা সমস্যা কিসের? কাউকে জবরদস্তি না করলেই তো হল। 
  • সিএস  | 2405:201:802c:7815:68b5:a17a:79f0:***:*** | ০৮ মে ২০২৪ ০৯:৫২523638
  • প্রতিটি ইমোশন, প্রতিটি ভালবাসা, প্রতিটি ইচ্ছে, প্রতিটি উচ্চভাব, প্রতিটি ব্যক্তিগত বিশ্বাস ব্যবহার করে গত দশ বছরে লোক পেটানোর ব্যবস্থা হল, আর এঁরা দেখি বিশুদ্ধ তর্ক করে সেসব নিয়ে।
  • সিএস  | 2405:201:802c:7815:68b5:a17a:79f0:***:*** | ০৮ মে ২০২৪ ০৯:৪২523637
  • মাইরি, এরা কারা ? এখনও মনে হচ্ছে নিজেদের ছোটবেলা আর অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতায় পড়ে আছে আর ভাবছে কেন কিছু লোক ভারতকে ভারতমাতা ভাববে না ? তিরিশ বছর - পঞ্চাশ বছর - একশো বছর আগে যা মনে হত স্বাভাবিক, সেসব ব্যবহার করে আর জাতীয় পতাকা হাতে নিয়ে লোক পেটানো হচ্ছে সেসব এঁরা জানে না মনে হচ্ছে। মতবাদের হেজিমনি এভাবেই তো হয়, চোখের সামনে দেখা যাচ্ছে।
  • dc | 2402:e280:2141:1e8:f47a:964c:2ae7:***:*** | ০৮ মে ২০২৪ ০৯:৩৮523636
  • kk আমার মনের কথা বলে দিয়েছেন। 
  • dc | 2402:e280:2141:1e8:f47a:964c:2ae7:***:*** | ০৮ মে ২০২৪ ০৯:৩৬523635
  • হ্যাঁ একেক স্কুলের চিন্তাভাবনা একেকরকম হয়, বা অন্তত কিছুদিন আগে অবধিও হতো। সেরকমই হওয়া উচিত না? নাকি সবাইকেই বর্গ এর হাইভ মাইন্ডে অ্যাসিমিলেট হতে হবে? 
     
    কিন্তু দেখুন, আপনি লিখলেন, "নৈর্ব্যক্তিকভাবে দেখলে দেশ তো সত্যিই ম্যাপে একটা জায়গামাত্র,  একটা ভৌগোলিক অঞ্চল . পাহাড় মাঠ নদী গ্রাম শহর জঙ্গল জলা ।কিন্তু 'আমার দেশ' বলতে কি তাই অনুভব করি আমরা ? "
     
    অর্থাত আপনি ঐ "আমরা"র মধ্যে আমাকেও ঢুকিয়ে নিতে চাইছেন, যেখানে আমার এরকম কোন অনুভূতি হয়না। ওদিকে বিজেপির বক্তব্য আমার দেশকে তুমি যদি মা বলে বন্দনা না করতে পারো তো তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন :-)
  • kk | 172.58.***.*** | ০৮ মে ২০২৪ ০৯:৩৬523634
  • এই প্রসঙ্গে আর কিছু বলবোনা ঠিক করেছিলাম। ভালোবাসার কথা যখন এলো, একটা কথা বলেই যাই। আমি মনে করি ভালোবাসা কোনো 'দেশ' এর সীমার ওপরে নির্ভর করেনা। প্রত্যন্ত বা অপ্রত্যন্ত অঞ্চলের মানুষকে, জীবজন্তুকে, গাছপালাকে, সীমাহীণ ভাবে ভালোবাসা যায়। তারা ভারত দেশের বাসিন্দা না ইয়োটানহাইমের তাই দিয়ে কিছুই যায় আসেনা। অন্তত আমার কাছে। আর, কাউকে ভালোবাসতে গেলে তার নিখুঁত হওয়াটাও আমার কাছে দরকারি মনে হয়না। ভালোবাসা আসা "আটকানো"র কোনো প্রশ্নই নেই। যে যার নিজের মত করে ভালোবাসুক, সেটাই মূল বক্তব্য ছিলো প্রথম থেকেই।
    এবার সত্যিই ইতি টানলাম। ভালো থাকুন সবাই, এই গরমে।
  • &/ | 107.77.***.*** | ০৮ মে ২০২৪ ০৯:৩৩523633
  • না না , আমাদের স্কুল আমাদেরই। আপনাদের স্কুল হয়তো অন্যরকম স্কুল .
  • dc | 2402:e280:2141:1e8:f47a:964c:2ae7:***:*** | ০৮ মে ২০২৪ ০৯:২৯523632
  • "আমাদের স্কুলে হত।  ১৫ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন হত ,জাতীয় সঙ্গীত গাওয়া হত "
     
    সে তো খুব ভালো কথা, সে নিয়ে আমার কোন বক্তব্যই নেই। কিন্তু আমি তো আপনার স্কুলে পড়িনি, তাহলে আপনি আপনার "আমরা" বাক্সের মধ্যে আমাকে কেন ঢোকাতে চাইছেন? 
  • dc | 2402:e280:2141:1e8:f47a:964c:2ae7:***:*** | ০৮ মে ২০২৪ ০৯:২৮523631
  • "ভালোবাসা আসা আর ভালোবাসা চাপিয়ে দেওয়া আলাদা কথা, তবে এটা বোঝা এতটাই সোজা যে বোঝা না গেলে বোঝার অনিচ্ছাটা চোখে পড়ে।"
     
    ১০০% একমত। কারুর ভালোবাসা আসে, কারুর আসে না। কোনটা নিয়েই আপত্তি নেই, এই দুই দলেরও অন্যের অবস্থান নিয়ে আপত্তি থাকা উচিত না। মুশকিল হলো, যাদের ভালোবাসা আসে, তারা অন্যদেরও নিজেদের দিকে নিয়ে আসতে চাইছে আর বুঝতে চাইছে না যে কারুর ভালোবাসা আসে, কারুর আসে না। 
  • &/ | 107.77.***.*** | ০৮ মে ২০২৪ ০৯:২৮523630
  • আমাদের স্কুলে হত।  ১৫ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন হত ,জাতীয় সঙ্গীত গাওয়া হত 
  • dc | 2402:e280:2141:1e8:f47a:964c:2ae7:***:*** | ০৮ মে ২০২৪ ০৯:২৪523629
  • যদ্দুর জানি, সেই স্কুলে এখনও জাতীয় সঙ্গীত বাজে না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত