এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বকলম -এ অরিত্র | ১২ মার্চ ২০২৪ ২০:৩৩521442
  • r2h, নির্বাচনে টাকার খেলা, তাও এই বিশাল অংকের, দুঃখজনকভাবে আমাদের খুব পরিচিত হয়ে গেলেও, একেবারেই স্বাভাবিক ব্যাপার হিসেবে ভাবার অভ্যাস করা উচিত হবে না। এইটাই চিরস্থায়ী রীতি হলে নির্বাচনের কোনো মানেই থাকেনা, গণতন্ত্রেরও না। কাজেই আমাদের সতর্ক থাকা উচিত, একটা ভীষণ বড় ও ফাউন্ডেশনাল ইস্যুকে লঘু যেন করে না ফেলি, অন্তত আমাদের, সাধারণ মানুষের, দিক থেকে।
     
    আরেকটা দিক থেকেও ইস্যুটা গুরুত্বপূর্ণ কারণ এটা যতটা বিজেপির বিরুদ্ধে ততটাই কর্পোরেটের বা বড় প্রাইভেট ক্যাপিটালের বিরুদ্ধে। তারা আক্ষরিক অর্থেই নির্বাচনে আকাশ পাতাল পার্থক্য করে দেওয়ার ক্ষমতা অর্জন করে দেশ বা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার পর্যায় চলে গেছে। রাষ্ট্রের অঙ্গগুলো যেমন সংসদ বিচারব্যবস্থা হাস্যকর হয়ে গেছিলো, যেন তাদের অবস্থান ওদের নিচে এবং ওদের পছন্দ সুবিধে অনুযায়ী দেশ চালানোটাই সংসদ বা বিচার ব্যবস্থার মূল কর্তব্য। এই রায়টা সেই অভিমুখের বিরুদ্ধে একটা উল্টো স্রোত। ভারতের নিজের গণতান্ত্রিকতা এবং শুধু অন্যদেশের কাছে নয় দেশীয় ও বিশ্ব কর্পোরেটের সামনে নিজের সার্বভৌমত্ব ধরে রাখতে পারার সংঘাত।
     
    হতে পারে ভারত রাষ্ট্রের অঙ্গগুলোর সঙ্গে কর্পোরেটের ক্ষমতার দ্বন্দ্ব দেখতে চলেছি আমরা এই নির্বাচনে। তেমন হলে ভালোই হয়।
  • বাংলাদেশ | 2409:4060:2ec6:51c7:6385:b4f2:eeb5:***:*** | ১২ মার্চ ২০২৪ ২০:২১521441
  • বাংলাদেশের গাজীপুর যেতে চাই ।
    সল্ট লেক থেকে শ্যামলী পরিবহন থেকে কি যাওয়া সম্ভব ? তাহলে নিকটতম বাস স্টপ কি হতে পারে ?
    ৮ এপ্রিল যাবার ইচ্ছা ।
    আগে ভিসা না আগে টিকিট করতে হবে ?
    ওই দিন টিকিট পাওয়া যাচ্ছে কিনা কি করে বুঝব ?
    কোনো ওয়েবসাইট ?
    ট্রেনে যাবার কি সুবিধা হবে ? কমলাপুর থেকে গাজীপুর অনেক দূর ?
    কেউ কিছু সাহায্য করতে পারেন ?
  • | ১২ মার্চ ২০২৪ ১৯:৫৩521440
  • স্টেট ব্যাঙ্ক জমা দিল। এবাতে কী দিল,  ছাইপাঁশ না মোটামুটি মিনিংফুল ডেটা সেইটে দেখার।
  • r2h | 192.139.***.*** | ১২ মার্চ ২০২৪ ১৯:৪৮521439
  • দুটো জিনিস হতে পারে মনে হয়-
    ১ - সত্যিই কোন ভয়ানক জালি জায়গা থেকে টাকা এসেছে
    ২ - এমনি আর্ম টুইস্টিং - আদালত দিতে বলেছে বলেই এত সহজে দিয়ে দেবো - এত সোজা না - এইটা দেখানো। এদের পুরো ব্যাপারটার মধ্যে দাপট দেখানো একটা বড় জিনিস।

    প্রথমটা, যদি এক্কেবারে আইনের চোখে নিঃসন্দেহে শাস্তি বা তদন্তযোগ্য না হয়, তবে তেমন কোন বড় ব্যাপার হবে না। এদের সমর্থকদের কাছে নারোদা পাটিয়া, গ্রাহাম স্টুয়ার্ট্স স্টেন, বিলকিস বানো, আখলাক, গৌরি লংকেশ, দাভোলকর, নামাজরতদের লাথি মারা, পাকিস্তানে প্লেন থামিয়ে বিরিয়ানি খেয়ে আসা, মূল্যবৃদ্ধি - সবেরই জাস্টিফিকেশন আছে।
    সে তো থাকবেই, যেকোন পার্টির কড়া সমর্থকরাই তাদের দলের সব বদমাইশিকে জাস্টিফাই করে। সমস্যার বিষয় হল, যাঁরা এদের প্রত্যক্ষ সমর্থক না, তাঁরাও এই জিনিসগুলিকে চুরি ডাকাতির থেকে ছোট মনে করেন।

    আর দ্বিতীয়টা হলে, আদালতের আদেশ মানতে হয় এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য হলেও হিসেব পাওয়া দরকার।
  • বকলম -এ অরিত্র | ১২ মার্চ ২০২৪ ১৯:২৮521438
  • এসবিআই জমা দিয়েছে। ওদিকে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন ইলেকটোরাল বন্ডকে অবৈধ ঘোষণা করার রায় স্থগিত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে। এরা কাঁপছে কেন?  smiley 
  • Pk | 2409:408c:8019:f7ec::fea:***:*** | ১২ মার্চ ২০২৪ ১৮:৩৫521437
  • BJP অলরেডি এটাকে শো কজ নোটিস ধরিয়েছে।
    দেখা যাক্ব, কদ্দুর কী হয়
  • r2h | 192.139.***.*** | ১২ মার্চ ২০২৪ ১৮:০৩521436
  • আম্বানি আদানির টাকা নিয়ে কারো কোন সমস্যা হবে না।
    যদি দেখা যায় কোন জালি, দুই নং, দেউলিয়া, কুখ্যাত লোকের, বন্ধুভাবাপন্ন না এমন দেশের সঙ্গে দহরম, পলাতক - এমন কোন কোং টাকা দিয়েছে - তাহলে সেই নিয়ে একটু হাওয়া গরম হতে পারে।

    সেসবেও কোর ভোট ব্যাংকে কোন প্রভাব পড়বে না, বিরিঞ্চি বাবা বলেছেন, সৎকাজে দান করলে ধনী লোকও স্বর্গে যেতে পারবে; তো একইরকম ভাবে যবনদমন করার কাজে লাগলে কালো টাকা সাদা হবে - এ আর এমন কি।
    বিজেপি আরএসএসের কোর ভোট ব্যাংকের এজেন্ডা বিদ্বেষের জ্বালানীতে চলে, টাকার সূত্র দিয়ে তার সমর্থকদের কিছু আসে যায় না।
    গরীব বড়লোক সবার ক্ষেত্রেই সেটা সত্যি।

    কিন্তু তবুও তথ্যগুলি সামনে আসা দরকার। এত লুকোছাপার কী আছে! কোনদিন পাশার দান পাল্টালে দেখা যাবে!
    তাতেও কিছু না যদিও, সুধাংশুবাবু যেমন বললেন।
    আজই দেখছিলাম কারা ইজরায়েলকে ফান্ড করছে, নাইকির নাম দেখলাম। আদিদাস নাজিদের ফান্ড করেছিল।
    দুই পক্ষেরই রমরমা ব্যবসা।

    তবুও, তথ্য আসুক। শুক্রবারের মধ্যে হয়তো অনেকখানি কাচাকুচিও হয়ে যাবে, তবু।
  • বকলম -এ অরিত্র | ১২ মার্চ ২০২৪ ১৫:২২521435
  • "সোস্যাল মিডিয়া সংবাদ মাধ্যম এতটাই কোরাপ্ট" – হ্যাঁ এবি, মিডিয়ার ভেলকি তো দেখছি। এই দুর্নীতিতে আবার কর্পোরেট যুক্ত। এটাকে সাইড করে অন্য বিষয়কে অ্যাজেন্ডা হিসেবে খাড়া করতে, অমুক নিয়ে রাজনীতি "তুঙ্গে", হাওয়া "উত্তপ্ত" ইত্যাদি ক্যাপশন চালাচ্ছে। মিডিয়া কর্পোরেটের আর দুর্নীতিও কর্পোরেটের! 
     
     
    দুটি চার্ট দিই।
     
     
  • Arindam Basu | ১২ মার্চ ২০২৪ ১১:৩৯521434
  • "দ্বিতীয়ত আদানি আম্বানি বিজেপি এইসব নেক্সাস শিক্ষিত লোকেরা জানলেও ভারতের গরিব জনগণ অত জানে না, তারা মোদিকে সৎ মনে করে। সেইটা ভাঙলে, মোদী দুর্নীতিগ্রস্থ এটা *প্রতিষ্ঠিত হলে* ভারতের বিপুল জায়গায় প্রভাব পড়বে।"
     
    ভাল পয়েন্ট। 
    অরিত্র, গরীব জনতাই নয়, বহু তথাকথিত ডিগ্রিধারী জনতাও জানে না। রঙ্গা-বিল্লার ইমেজ ভাঙার প্রয়োজন আছে। 
    তবে কোন সূত্রে ভাঙবে, সেটা বোঝা যাচছূ না। সোস্যাল মিডিয়া সংবাদ মাধ্যম এতটাই কোরাপ্ট যে খবর পৌঁছলে হয়। 
  • বকলম -এ অরিত্র | ১২ মার্চ ২০২৪ ১০:৫৭521433
  • যদি লিস্ট পাবলিক হলে গর্বের বিষয় হতো তাহলে সিক্রেট ছিল কেন?

    পারসেপশন মূল ব্যাপার, এইজন্যেই ইমেজ বিল্ডিং-এ এতো খরচ করে। "মোদি খুব শক্তিশালী/ওকে হারানো অসম্ভব" এই ফালতু ইমেজটা, যেটা প্রায়ই নানান আশংকা হাহুতাশের মাধ্যমে আমরা আরও বুস্ট করি। তাই যেকোনো ইস্যুতে বিজেপিকে হারানো একটা ভালো দিক। আর শিল্পপতিরাও তাদের অপকর্মের প্রমাণ থাকাটা চায় না। তাতে যদি মোদির ওপর আস্থাহীন হয়ে পরে তাহলে একটা লাভ হতে পারে। যদিও আসলে এই শিল্পপতিদের নিয়ন্ত্রণ থেকেই বেরিয়ে আসা দরকার, নাহলে আখেরে কিছুই বদলাবে না – থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়।

    দ্বিতীয়ত আদানি আম্বানি বিজেপি এইসব নেক্সাস শিক্ষিত লোকেরা জানলেও ভারতের গরিব জনগণ অত জানে না, তারা মোদিকে সৎ মনে করে। সেইটা ভাঙলে, মোদী দুর্নীতিগ্রস্থ এটা *প্রতিষ্ঠিত হলে* ভারতের বিপুল জায়গায় প্রভাব পড়বে। এমনিতেই তারা পয়সার ঝলকানি খুব ভালো চোখে দেখে না, এই যে রামমন্দির নিয়ে যে বড়লোকপনা হচ্ছে বা ট্রেন ষ্টেশন নিয়ে, অথবা অম্বানিদের বিয়ে, হাতিরালয় বা মোদির অত্যন্ত বিলাসবহুল রাজসিক জীবন – এই জিনিস গুলো ভালো প্রভাব পড়ে না গরিবদের কাছে, তাদের নিজের জীবনের সাথে তারা তুলনা করে, মানসিক দূরত্ব বাড়ে।

    তবে আমার ব্যক্তিগত ধারণা এই নির্বাচনী বন্ডের লিস্টে আম্বানি আদানি থাকবে না, হয়তো বড়দের মধ্যে হতগৌরব টাটা, বাজাজ ইত্যাদি আর গুজরাটের বণিক মহল ও কোঅপারেটিভ ব্যাংকগুলোর নাম থাকবে বিজেপির লিস্টে। কংগ্রেসের লিস্টে কে আছে সেটা জানার একটু কৌতূহল হচ্ছে, হতে পারে বোম্বাইয়ের পার্সি বণিকমহল থাকতে পারে এবং হয়তো দক্ষিণ থেকে কিছু। সবচেয়ে বেশি কৌতূহল তৃণমূলকে এতো টাকা কারা দিয়েছে এবং কেন দিয়েছে সেটা জানার।

    কিন্তু, সম্পূর্ণ অন্যভাবে দেখলে, এই বন্ডগুলো তো জোর করেও কেনানো হতে পারে, হয়তো বিপক্ষে থাকা ব্যবসা গুলোর থেকে ক্ষমতায় থাকা পার্টির তোলা তোলার উপায়? দেখা যাক।
  • সুধাংশু শেখর | ১২ মার্চ ২০২৪ ০৯:১৬521432
  • বাকি পার্টিরা যেমন তৃণমূল বলে দিক কারা কারা বণ্ডে কত টাকা দিয়েছে - তারপর সহজ এলিমিনেশন পদ্ধতিতে যারা বাকি পড়ে থাকবে তারা বিজেপি। কিন্তু থোড়ি করবে। কোম্পানি ঠাকুর তাইলে পার্টিকে বাটাম দিবে। 

    @এককঃ বিজেপির কিছুই যাবে আসবে না। ডাকাতের আবার মরালিটি! 

    খালি ঐ কোম্পানিগুলোর অন্য দেশে ব্যাবসা এক্সপ্যান্ড করার ক্ষেত্রে কিছু চাপ হলেও হতে পারে (সুদূর ভবিষ্যতে) যদি এই ম্যাচিং লিস্ট প্রকাশ্যে রয়ে যায়। কোনো দেশ ভবিষ্যতে বলতেই পারে যে ঐ কোম্পানি ফ্যাসিস্তদের টাকা দিয়েছে ওদের সাথে বিজ়নেস ডিল করবো না। 

    অবশ্য কত কত কম্পানি নাৎসিদের ব্যাঙ্করোল করেছিল - তাদের একটি কেশ-ও উৎপাটিত হয় নি। হলে আমরা আর কোকাকোলা খেতুম না বা ফোর্ডের গাড়ি চড়তুম না বা আইবিএমের কম্পুতে কাজ করতুম না। 
  • কালনিমে | 103.244.***.*** | ১২ মার্চ ২০২৪ ০৯:১২521431
  • d | 51.38.***.*** | ১২ মার্চ ২০২৪ ০৮:১৫521430
  • ইলেক্টোরাল বন্ড কারা কিনেছে জানা যাবে, কিন্তু কাকে দিয়েছে সেই ম্যাচিং হবে না। এসব খড়কুটো আঁকড়ে খুব লাভ কিছু হবার নয়।
  • @একক | 2409:40e6:38:6861:ecd4:76ff:fe9c:***:*** | ১২ মার্চ ২০২৪ ০৪:৪১521429
  • He added that the electoral bonds scheme was "going to prove to be the biggest scam in Indian history".
    The Congress leader said the scam "will reveal the real face of Narendra Modi in front of the country by exposing the nexus of corrupt industrialists and the government".

    "The chronology is clear: Donate - Take Business; Donate - Take Protection! Shower of blessings on those who donate and tax burden on the general public, this is the Modi government of BJP," he said on X.
     
  • @একক | 2409:40e6:38:6861:ecd4:76ff:fe9c:***:*** | ১২ মার্চ ২০২৪ ০৩:২৬521428
  • Welcoming the SC's directions, Rahul Gandhi said: "Narendra Modi's 'donation business' is about to be exposed! The government that came to power by promising to bring back black money from Swiss banks in 100 days, stood on its head in the Supreme Court for hiding the data of its own bank."
     
    Welcoming the SC's directions, Rahul Gandhi said: "Narendra Modi's 'donation business' is about to be exposed! The government that came to power by promising to bring back black money from Swiss banks in 100 days, stood on its head in the Supreme Court for hiding the data of its own bank."
     
  • একক | ১২ মার্চ ২০২৪ ০২:১২521427
  • মাঝখান থেকে কংগ্রেস বিশ্বাসযোগ্যতা হারাবে, মানে যৎকিঞ্চিত তইরি হইচিল। যে বিজেপিকে একশো দিয়েচে, কং কেও এক ত দিয়েই চে। বিজেপির ওটা ক্রেডিট কিন্তু কং এর সাদা ধুতিতে ফুল কাদা লেগে যাবে।
  • একক | ১২ মার্চ ২০২৪ ০২:১০521426
  • ইলেক্টোরাল বন্ড পাব্লিক ডোমেইন এ এলে বিজেপির কী আসবে যাবে?  ঠিক বুঝচি না এটা। জানতে পারলেন আদানি আর আম্বানি কয়েক মিলিয়ন ডলার করে ঢেলেচে। তো??  
     
    বিজেপি যে গুজ্জু বিজনেস ক্ল্যানের কোলের ছেলে এটা ত ওদের গর্বের বিষয়।  এতে, যারা বিজেপি ভোটার তারা দুটো রুটি কম খাবে না ভোট কম দেবে?!!  
  • দীমু | 182.69.***.*** | ১২ মার্চ ২০২৪ ০১:২০521425
  • ওদিকে রাজপরিবারের মেশিন জেনারেটেড ছবি ব্যবহার নিয়ে খিল্লি চলছে 
  • দীমু | 182.69.***.*** | ১২ মার্চ ২০২৪ ০১:২০521424
  • আগে দিক , না আঁচালে বিশ্বাস নেই
  • র২হ | 2607:fb91:dea:8050:c5d2:a45a:3d25:***:*** | ১২ মার্চ ২০২৪ ০১:১৫521423
  • হাহা এটা ভালো - বিকশিত ভারতে দুনিয়ার ধনকুবেররা সন্দেহজনক টাকা সুইস ব্যাংকের বদলে স্টেট ব্যাংকে রাখবে! 
     
    সুইস ব্যাংক স্টেট ব্যাংকের ব্যাপারটা দিয়ে ভালো মিম টিম করা যেতে পারে।
  • aranya | 2601:84:4600:5410:d8c:c3af:8ed4:***:*** | ১২ মার্চ ২০২৪ ০০:৪০521422
  • সুইস ব্যাঙ্ক বনাম স্টেট ব্যাঙ্ক, এটা ভাল :-)
  • বকলম -এ অরিত্র | ১২ মার্চ ২০২৪ ০০:১১521421
  • যারা সুইস ব্যাংকের তথ্য সামনে আনার বাতেলা মেরে আসছিল তারা এখন স্টেট ব্যাংকের তথ্য সামনে আনার কথায় কাঁপছে।
  • Jayanta Chatterjee | ১১ মার্চ ২০২৪ ২২:১৫521420
  • একটা কথা খুব পরিস্কার - বিজেপি সব কিছু পরিস্কার করে ঘোষণা করেই ভোটে যায় এবং যাচ্ছে । এর আগে ইস্তাহারে রামমন্দির , ৩৭১ এই সব ঘোষণা করেই ভোটে গেছে - এবারে ও ভোটের আগেই সি এ এ র নোটিস ঘোষণা কোরে ই ভোটে যাচ্ছে . 
     
    ভোটে জিতলে খুব সহজেই বলতে পারবে -মানুষ আমাদের ঘোষণা কেই স্বীকৃতি দিয়েছে . 
  • dc | 2401:4900:2341:2ef1:ac3e:a9f5:aa1d:***:*** | ১১ মার্চ ২০২৪ ২২:১৪521419
  • একটা পুরানো সোল মিউজিক শুনুন। এটার কভার পরে ক্রিডেন্স ক্লিয়ারওয়াটার রিভাইভালও করেছিল, কিন্তু এটা অনবদ্য 
     
  • কিন্তু | 2409:40e6:3:6d0:8c04:3fff:feed:***:*** | ১১ মার্চ ২০২৪ ২০:৪৮521418
  • আসাম, ত্রিপুরায় সিএএ বিরোধিতা কিন্তু পুরোই বাঙালি বিদ্বেষ থেকে। মুসলিমফোবিয়ার অভাবজনিত নয়। বাকি দেশের সিএএ বিরোধিতার থেকে এর চরিত্র আলাদা।
    জটিল দেশ, জটিলতর কেস।
  • dc | 2401:4900:2341:2ef1:ac3e:a9f5:aa1d:***:*** | ১১ মার্চ ২০২৪ ২০:২০521417
  • "সুস্থ থাকি। থাকতেই হবে। আমরা বিজেপিমুক্ত ভারত দেখে যাব। তার আগে মরব না ইনশাল্লাহ। "
     
    এটা পড়ে খুব ভালো লাগলো। সুধাংশু বাবুর সাথে একমত, বিজেপির এই বাড়বাড়ন্ত চিরকাল থাকবে না। হোয়াট গোস আপ, কামস ডাউন :-)
  • এগিয়ে বাংলা | 2409:4060:2db6:bf38:e2fc:860f:afc5:***:*** | ১১ মার্চ ২০২৪ ২০:০১521416
  • মোদী কি গ্যারেন্টি 
  • সুদীপ্ত | ১১ মার্চ ২০২৪ ১৯:১৬521415
  • দলমত নির্বিশেষে এ-জিনিস আটকানো উচিৎ।  কিন্তু এই সংখ্যাগরিষ্ঠতার শক্তি দেখিয়ে একের পর এক বিল পাস করানোর যে খারাপ নজির তৈরী হচ্ছে, ভয় হয়, বিজেপি কোনো একদিন বিদায় নিলেও পরবর্তী সরকার এই পদ্ধতিতেই চলবে হয়ত আর আঙুল তুলে দেখাবে ওই তো ওরাও করেছিল। 
  • আসামে | 14.139.***.*** | ১১ মার্চ ২০২৪ ১৮:৩৩521414
  • কাল থেকে বোধ হয় শুরু হবে আবার। ঝামেলাতে আসামের (ব্রহ্মপুত্র উপত্যকার ) হিন্দু বাঙালি ভোটটা কনসলিডেটেড  হয়ে যাবে বিজেপি-র।
  • বাংলা এগিয়ে | 2409:4060:2db6:bf38:6794:768:111d:***:*** | ১১ মার্চ ২০২৪ ১৮:১৯521413
  • CAA চালু হল 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত