এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Jayanta Chatterjee | ০৪ মার্চ ২০২৪ ১১:৩৯521022
  • "সৌরভ গাঙ্গুলিও দেখলুম।
    অভিজিৎ গাঙ্গুলিও দেখলুম। 

    শান্তি 

    লালমোহন গাঙ্গুলিতেই..."
     
  • Arindam Basu | ০৪ মার্চ ২০২৪ ১১:৩৭521021
  • lcm, "তো ব্যাপারটা হল, আড্ডা বা অলোচনায় কনফিউশন বা মতমালিন্য হতে পারে, কিন্তু সেটা নিয়েও কথাবার্তা চালিয়ে যাওয়া যায়, যে কোথায় কনফিউশন কেন কনফিউশন ইত্যাদি, সেটা ভাল জিনিস।"
     
    ভাল জিনিস তো বটেই, :-), তবে কি জানেন, দুজনকেই ফ্লেক্সিবল হতে হয়। যেমন আমরা দুজনেই লেখার পরে ভাবলাম ব্যাপারটা অন্য রকম ভাবেও লেখা যেত।
     এবং আপনি আরো এক ধাপ এগিয়ে 'সরি' বললেন। 
     
    বহুদিন আগে, ধরুন ১৯৯৫ এর কথা, পেনসিলভ্যানিয়াতে আমাদের এক প্রফেসরের সঙ্গে অন্য একটি ইউনিভার্সিটির আরেকজনের সঙ্গে একটি ডিসকাশন গ্রুপে ধুন্ধুমার ঝগড়া হয়েছিল। আমার মনে আছে, পরে একটি কনফারেনসে আমার চেনা প্রফেসরটি, যার সঙ্গে তর্ক করেছিলেন, তার সঙ্গে দেখা হবার পর, ভারি চমৎকার ব্যবহার করে সে তর্ক মিটিয়েছিলেন। 
    তো এই সহবৎগুলো একদিনে তৈরী হয় না তো, সোস্যাল মিডিয়ার এখনকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া, পাশ থেকে উসকে দেয়া কমেন্ট করা অনেক সহজ, তুলনায় মাথা স্থির রেখে নিজেদের বক্তব্য জানানো এবং তর্ক একটা আর্ট, অনেক কিছুর মতন এও সময় লাগে। 
  • সিএস  | 103.99.***.*** | ০৪ মার্চ ২০২৪ ১১:২০521020
  • তবে এনার ব্যাপারটা, অ্যাটিচিউড ইত্যাদি, এখানে সেখানে মন্তব্য সব মিলিয়ে, অনেকটা 'ফাটাকেষ্ট' সিন্ড্রোম। মারব এখানে, বুঝবি ওখানে টাইপের। 'আদি' ফাটাকেষ্টকে নিয়ে ভাজপার বিশেষ সুবিধে হয়নি, ইউজ ভ্যালু আর নেই, দাড়িফাড়ি নিয়ে সাধুবাবা হয়ে যাচ্ছে, ফলে নতুন ফাটাকেষ্ট দরকার, যে 'ভেতরের' খবর আরো বেশী জানে। এই কেসটা হয়ত এটাও প্রমাণ করে যে সুভেন্দু - সুকান্তকে দিয়ে বা ভাজপার কোন নেতাকে দিয়ে তারা এ রাজ্যে বিশেষ এগোতে পারছে না, ফলে তাদের 'বাইরের' লোক দরকার হচ্ছে।

    তবে লক্ষ্য রাখবেন দিলীপ ঘোষকে, তিনি নাকি চুপচাপ, দু'দিন পরে দেখবেন অভিষেকের পাশে দাঁড়িয়ে।
     
     
  • দীমু | 182.69.***.*** | ০৪ মার্চ ২০২৪ ১১:০১521019
  • যে ব্যাপারটা বেশ সন্দেহজনক , সেটা হল পুরো ব্যাপারটা যেভাবে ঠান্ডা মাথায় এবিপিকে দিয়ে গত কয়েক বছরে করানো হল। প্রথমে উনি সব জেনেশুনে এবিপিকে একটা বিতর্কিত টিভি ইন্টারভিউ দিলেন। তার ফলে মামলাগুলো ধীরে ধীরে তার বেঞ্চ থেকে সরে গেল। এখন পদত্যাগ করবার আগেও পুনরায় এবিপিতে ব্রেক। 
  • | ০৪ মার্চ ২০২৪ ১০:৪৭521018
  • ওইজন্যই তো বললাম জল মেপে চলেন। এদিকে  এরা পাত পেড়ে খেতে গেলে  ঘটা করে জানিয়ে আসে আর ওইদিকে  মমব্যানের পাশে দাঁড়িয়ে দুইখান ইস্পাত কারখানার গপ্পো শোনায়। সেসব এমনিতে ব্যবসা চালাতে গেলে হয়ত দরকারও।  যতক্ষণ না আমিই জনগণের ত্রাতা ইমেজ প্রজেক্ট করছে ততক্ষণ ঠিকই আছে। 
     
    ইনি আলাদা দল খুললে বা নির্দল হিসেবে দাঁড়ালেও তবু সদিচ্ছা হিসেবে ধরা যায়। 
  • দীমু | 182.69.***.*** | ০৪ মার্চ ২০২৪ ১০:৩৮521017
  • ডিসির দেওয়া ভিডিওটা ভাল yes
  • দীমু | 182.69.***.*** | ০৪ মার্চ ২০২৪ ১০:৩৭521016
  • ভাড়া করা ভিড়ের ব্যাপারটা laughlaugh
     
    বইবিক্রির ব্যাপারটা মনে হয় গিল্ডকর্তারা শুধু নিজেদের মত ৪/৫ জন বড় প্রকাশকদের থেকে জেনে সেটাকে ৩গুণ করে বলে দেয়। এদিকে বড় প্রকাশকদের বইয়ের দামও অনেক বেশি। কাজেই পুরোটাই একটা বেলুনকে হাওয়া দিয়ে ফোলানো। 
  • lcm | ০৪ মার্চ ২০২৪ ১০:১১521015
  • আর একটা ব্যাপার আছে, সেটা হল এক্সপেক্টেশন আর আলোচনার স্পেস। এই যেমন আমি ভাবছি অরিন এরকম কিছু কথা বললেন এক্কেবারে ডিনায়ারদের মতন, এটা কি করে হয়। আর অরিন ভাবছেন যে এলসিএম আমাকে এভাবে ডিনায়ারদের সঙ্গে কম্পেয়ার করছেন, রিয়েলি! তো, বেসিক্যালি আমরা দুজনেই দুজনের থেকে এরকম আশা করছি না।

    এর মধ্যে একটা অদ্ভূত চিহ্ন (থেটা বা ঐরকম কিছু) থেকে একজন পোস্ট করলেন - যে দুজন সবজান্তা কাঁঠালি কলা বুকনি মারছি, উনি বাদাম নিয়ে বসে ঝগড়া শুনবেন ইত্যাদি। কিন্তু সেটা নিয়ে কিন্তু আমাদের মাথাব্যাথা নেই, কারণ কোনো এক্সপেক্টেশন নেই  :-) । পরস্পরকে সেভাবে না চিনলেও, কোনোদিন মুখোমুখি দেখা না হলেও, ভাট/আলোচনার মধ্যে দিয়ে যারা রেগুলার লেখেন তাদের মধ্যে একটা এক্সপেক্টেশন তৈরি হয়।  

    তো ব্যাপারটা হল, আড্ডা বা অলোচনায় কনফিউশন বা মতমালিন্য হতে পারে, কিন্তু সেটা নিয়েও কথাবার্তা চালিয়ে যাওয়া যায়, যে কোথায় কনফিউশন কেন কনফিউশন ইত্যাদি, সেটা ভাল জিনিস। এই স্পেসটা আজকাল অনেক জায়্গায় নেই, মানে ভার্চুয়াল সোশ্যাল মিডিয়া/ফোরাম ইত্যাদি জায়গায়। পলিটিক্যাল আলোচনা তো খুব ডিফিকাল্ট। কিন্তু এটা গুরুতে ছিল এবং আছে। 
  • সিএস  | 103.99.***.*** | ০৪ মার্চ ২০২৪ ১০:০৫521014
  • বাবসা আছে, তবে এও মনে হয়, ভাইপোর ব্যাক আপ উনি, যদি ভাইপো আরো প্যাঁচে পড়ে তাহলে হয়্ত মমতার Plan B। কিন্তু ব্যাবসা থাকাটাও তো সুবিধের নয়, ইডি তো আছেই, দিল্লীশ্বর কী আর ওনার ব্যবসায় কাঠি করতে বা দরকারে বাঁচাতেও পারবে না ?

    বিচারপতিজী যদি নিজের দল খুলতেন, সেও অনেক বেশী সাহসের হত, কিন্তু সে তো অনেক পরিশ্রমের কাজ। পঃবঃ - এ হয়ত এখনকার পলিটিকাল ফরমেশনের বাইরে বেড়িয়ে অন্য ফর্মেশনের দরকার আছে। তবে, এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য 'আমিই' করে যেতে পারি, সেরকম ভাবলে শর্টকাটই রাস্তা।
     
  • | ০৪ মার্চ ২০২৪ ০৯:৫৭521013
  • অন্য গাঙ্গুলির ব্যবসা ট্যাবসা আছে এই রাজ্যেই। কাজেই জল মেপে ব্যাট চালান উনি।  
  • সিএস | 103.99.***.*** | ০৪ মার্চ ২০২৪ ০৯:৪৯521012
  • বিচারপতিজী এইটা ব্যাপক দিয়েছেন, আজ চাকরি ছেড়ে কাল দলে জয়েন। কেউই এইরকম করে ওঠেনি মনে হয়, রঞ্জনবাবুও তো কিছুদিন সময় নিলেন, তাও মনোনীত সদস্য।

    যাক গে, আশা করি, এই ব্যাপারে, আজ বাংলা যা ভাবে, কাল ভারত ইত্যাদি ঘটবে।

    তবে অন্য গাঙ্গুলী, বেহালাবাসিন্দা, তাকে এখনো পর্যন্ত ক্রেডিট দেওয়া যায় যে ওদিকে চলে যায়নি। চাপটাপ কী আর ছিল না, বাড়ি বয়ে গিয়ে তো পাত পেড়ে খেয়েও এলেন তেনারা, তাও কিন্তু উনীজীর গুণ গেয়ে টুইটফুইটও করে বলে মনে হয় না। যদি এই গাঙ্গুলীকে পাওয়া যেত তাহলে হয়ত এই গাঙ্গুলীকে দলে নেওয়ার দরকার হত না।
  • dc | 2401:4900:2341:2ef1:5506:76e9:d7da:***:*** | ০৪ মার্চ ২০২৪ ০৭:৪৯521011
  • জিনিষপত্রের দাম বাড়ার কথাই যদি হয় তো চট করে এই ভিডিওটা দেখে নিন। লাস্ট অবধি দেখবেন :-)
     
  • Arindam Basu | ০৪ মার্চ ২০২৪ ০৭:৪২521010
  • @lcm, বুঝতে পেরেছি যে আমার বক্তব্য পড়ে আপনার ঝট করে মনে হয়েছে এ লোকটা নির্ঘাত ক্লাইমেট ডিনায়ার, যাই হোক,  আশা করি ব্যাপারটা এখন স্পষ্ট হয়েছে। মুখোমুখি আলোচনা না হলে যা হয়। 
    বারবার সরি বলার কিছু নেই, :-) এই ব্যাপারগুলো এমনিতেও খুব জটিল এবং বেশ কিছু ক্ষেত্রে দেখে মনে হবে counterintuitive । 
  • π | ০৪ মার্চ ২০২৪ ০৬:৫৫521009
  • আর  নেট প্রসঙ্গে, এখানে তো দেখি, বিএসেনেল, জিও, এয়ারটেল প্রায়সময়ই ঘ্ণটার পর ঘ্ণটা ডাউন থাকে! 
  • π | ০৪ মার্চ ২০২৪ ০৬:৫৩521008
  • বইয়ের দাম অনেক বেড়ে যাওয়াও বিক্রির অংক বাড়ার কারণ। 
    আর এই বিক্রির হিসেব কীরকম স্যাম্পলিং করে করা হয়, জানিনা। কোলকাতা বইমেলায় অন্তত চেনাজানা কোন প্রকাশকের কাছেই বইবিক্রির হিসেব চায়নি। গেটে পাঠকের থেকে বিলও দেখেনা!! 
     
    গুরুতে বোঝা যায়নি, কিন্তু এবারে বইমেলায় বহু প্রকাশককে বলতে শুনেছি বিক্রি খুব খারাপ,  বৃষ্টি, ঠান্ডা, মাসের শেষ,  মাধ্যমিক, বইপড়ুয়া কমে যাওয়া ইত্যাদি মিলিয়ে হতে পারে। ১০% এর গল্পও ছিল, সঙ্গে বইয়ের দাম খুব বেড়ে যাওয়া।   এমনকি বড় প্রকাশকদের কারুর কারুর স্টলের সামনে ভিড়ও নাকি ভাড়া করা, এমনও শুনলাম!!  সসত্যমিথ্যা জানা নাই।
  • :|: | 174.25.***.*** | ০৪ মার্চ ২০২৪ ০৬:৪৮521007
  • সারা বিশ্বেই তো সর্বকালের বেস্ট সেলিং বইয়ের লিস্টে প্রথম দুটি নাম বাইবেল আর কোরান। চিরটা কাল এমনই শুনিচি। ভগমানের তেমনই বিধান। আজ হঠাৎ অন্যরকম হবেই বা কেনো? 
  • র২হ | 2607:fb91:dec:caa:98e3:ed0c:a42c:***:*** | ০৪ মার্চ ২০২৪ ০৬:০৭521006
  • হুঁ এইটা সত্যি ভালো আইডিয়া। 
     
    কলকাতা (বা আগরতলা বা অন্য মেজর ভারতীয় বাংলা) বইমেলাতেও কতগুলি গোপাল পাঁঠা বা সাভারকরের জীবনাশ্রয়ী উপন্যাস কত হাজার সদগুরু বা আদিত্য সৎসঙ্গী - এসবের হিসেব হলে বোঝা যায় বইয়ের বিক্রি মানেই আনন্দের ব্যাপার কিনা।
  • aranya | 2601:84:4600:5410:f54b:7c7a:b17c:***:*** | ০৪ মার্চ ২০২৪ ০৪:০৩521005
  • এই  ৬০ কোটি +  টাকার বইএর একটা বিষয়ভিত্তিক শ্রেণীবিভাগ পাওয়া গেলে ভাল হত। কত টাকার বই ধর্মবিষয়ক ইঃ 
  • lcm | ০৪ মার্চ ২০২৪ ০৪:০০521004
  • ঢাকায় বইমেলায় বিক্রি বেড়েছে বলছে -

    "... এবার দুদিন বাড়িয়ে শনিবার শেষ হল অমর একুশে বইমেলা। গত বছরের তুলনায় এবার বেড়েছে বই বিক্রি। গত বছরের চেয়ে এবার ১৩ কোটি টাকার বই বেশি বিক্রি হয়েছে। সব মিলিয়ে বিক্রি হয়েছে ৬০ কোটি টাকার বেশি মূল্যের বই। গতবছর এই পরিমাণ ছিল ৪৭ কোটি। এবার মেলায় নতুন বই এসেছে ৩ হাজার ৭৫১টি। এবার মেলায় দর্শনার্থীর সংখ্যা ৬০ লক্ষের কাছাকাছি। অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান বাংলা একাডেমির উপ-পরিচালক শাহেদ মমতাজ। ..."
  • lcm | ০৪ মার্চ ২০২৪ ০৩:৫০521003
  • এই খেয়েছে! বিচারকরা চাকরি ছেড়ে সিধে ভোটে দাঁড়াবে বলছে। এই নিয়ে একজন লিখেছে দেখলাম - সম্প্রতি পশ্চিমবঙ্গে দুই বিচারকের মধ্যে লড়াই তুঙ্গে, তাদের মধ্যে একজন ভোটে জিতে মন্ত্রী হয়ে গেলে আবার সেই। 
  • lcm | ০৪ মার্চ ২০২৪ ০৩:৩৯521002
  • অরিন,
    না না, ব্যক্তি আক্রমণ ওসব কিস্যু নয়।
    আপনার বক্তব্যে কিছু জায়গায় আমার মনে হয়েছিল ডিনায়ারদের মতন শোনাচ্ছে, কারণ, ওনারাও বিশ্ব উষ্ণায়ণকে পুরোপুরি ডিনাই করেন না, কিন্তু বলেন যে - তার প্রভাব নগণ্য, অন্যান্য কারণে তাপমাত্রা বাড়ছে, ইত্যাদি, ইত্যাদি। আপনার যদি মনে হয় ব্যক্তি আক্রমণ আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমার বক্তব্যও অন্যভাবে বলা যেত, মানে, আবার সরি চাইলাম আর কি :-)

    আর একটা ব্যাপার আমার মনে হয়েছে, আপনি মেইনস্ট্রিম মিডিয়ার খবর নিয়ে একটু বীতশ্রদ্ধ, কারণ তারা শুধু সেনসেশনাল হেডলাইন তৈরি করে, খবরের মূল বিষয়ে আলোকপাত করতে চান না। এ বিষয়ে একমত।

    কিন্তু, আমাদের মতন যারা এসব বিষয়ে জানি না, তাদের পক্ষে তো রিসার্চ পেপার পড়ে সবকিছু জানা সম্ভব নয়, আমাদের ভরসা আপনাদের মতন মানুষরা যারা অল্টারনেট মিডিয়ায় একটু সময় নিয়ে এ বিষয়ে লেখালেখি বা আলোচনা করেন, এই যেমন, এখন বিভিন্ন বিষয়ে আপনি, অরিত্র, ডিসি, যদুবাবু... আরও অন্যান্যরা আলোচনা করছেন। বা, জয়ন্তবাবু, গৌতমবাবুরা যেমন বুলবুলভাজায় লেখেন, এবং এরকম আরও অনেকে লেখেন। বা, বাংলায় বিজ্ঞানচর্চা নিয়ে যে ওয়েবসাইটের লিংক কদিন আগে কে যেন দিলেন (সুনন্দ বোধহয়)।
  • ~ | 45.14.***.*** | ০৩ মার্চ ২০২৪ ২২:০০521001
  • যোষিতা | ০৩ মার্চ ২০২৪ ১৮:০১521000
  • তৃণমূলের তাপস রায় দল ছাড়ছেন
  • Rouhin Banerjee | ০৩ মার্চ ২০২৪ ১৭:৫১520999
  • খুবই প্রত্যাশিত পরিণতি
  • যোষিতা | ০৩ মার্চ ২০২৪ ১৬:১৫520998
  • সাত তারিখ বেস্পতিবার বিজেপি জয়েন করছেন বলে খবরে প্রকাশ।
  • যোষিতা | ০৩ মার্চ ২০২৪ ১৬:০৯520997
  • মঙ্গলবার উনি বিচারপতির পদ থেকে রিজাইন করছেন।
    সম্ভবত তমলুক থেকে দাঁড়াচ্ছেন লোকসভা নির্বাচনে।
  • যোষিতা | ০৩ মার্চ ২০২৪ ১৫:৫৫520996
  • অভিজিত গঙ্গোপাধ্যায় বিজেপি জয়েন করবেন।
  • Arindam Basu | ০৩ মার্চ ২০২৪ ১৫:২৪520995
  • lcm," অরিন যেটা বলতে চেয়েছেন, সেটা একটু অন্যভাবে বলতে পারতেন"
     
    এটা আমারও পরে মনে হয়েছে যে আরেকটু সময় নিয়ে গুছিয়ে লেখা উচিৎ ছিল যে, যেকোন জায়গার তাপমান ক্রমান্বয়ে বৃদ্ধি পেলে তার বহু ফ্যাকটর থাকে, বিশ্বের উষ্ণায়ণ সেই অনেকগুলোর মধ্যে একটা, ইত্যাদি। সেভাবে না লেখার জন্য একটা অকারণ অনভিপ্রেত কনফিউশন হল। একই রকম ভাবে, গ্লেসিয়ার কমে, আবার বৃদ্ধি পায়, ইত্যাদি।
     
    তবে যারা সাধারণত ক্লাইমেট ডিনায়ার হয়, তারা মনেই করে না উষ্ণায়ণ বলে কিছু হয়। এদের অন্য রকমের সব কুযুক্তি থাকে। আমি কিন্তু কোথাও উষ্ণায়ণ ডিনাই করিনি, আপনি হয়ত ব্যাপারটা খেয়াল করেন নি। 
     
    এসব ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণ না করে বিষয়টি নিয়ে ফোকাস থাকলে ভুল বোঝার অবকাশ অতটা থাকে না। 
     
     
  • lcm | ০৩ মার্চ ২০২৪ ১৫:১০520994
  • সোলার প্যানেল ভালো ব্যাপার, বিশেষ করে যেখানে বছরের বেশির ভাগ দিন রোদ পাওয়া যায়। তবে, সেট আপ কীভাবে হচ্ছে সেটা দেখার। যেমন আমাদের যেটা আছে, বছর আষ্টেক আগে বসানো হয়েছিল, সেটা লোকাল পাওয়ার কোম্পানির গ্রিডের সঙ্গে যুক্ত। অর্থাৎ, বাড়ির ছাদের প্যানেলগুলো যা এনার্জি প্রোডিউস করে, সেটা চলে যায় গ্রিডে, আর আমরা গ্রিড থেকে পাওয়ার নিই, মাসে মাসে বিল আসে, প্রোডাকশন অ্যামাউন্ট অ্যাডজাস্ট করে দেয় বিলে। বাড়িতে বড় ব্যাটারি কিনে স্টোর করার ব্যবস্থা করলে পাওয়ার কোম্পানির গ্রিডে যেতে হয় না, কিন্তু সেটাতে কয়েকটা ব্যাপার আছে - প্রথমত ওই ব্যাটারি খুব এক্সপেনসিভ (টেসলার ব্যাটারিই বেশি চলে), আর একটা ব্যাপার হল যদি কখনও একটানা অনেকদিন মেঘ্লা বা বৃষ্টিবাদলা হয় তখন ব্যাটারিতে আর কদিন চলবে, তাই তখন লোকাল কোম্পানির গ্রিড থেকেই নিতে হবে।
  • lcm | ০৩ মার্চ ২০২৪ ১৪:৫৬520993
  • এয়ারটেল এর নেটওয়ার্ক ডাউন নাকি জিও-র কারসাজি (সাবোতাজ), কোথায় যেন দেখলাম, আবার লিখেছে যে সেটা কনস্পিরেসি থিওরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত