এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীমু | 182.69.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ০০:০৮520902
  • এবার শাজাহানকে ধরে দশ তারিখ ব্রিগেড থেকে ঘোষণা হবে সবই শান্তিকল্যাণ
  • সুদীপ্ত | ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৩520901
  • ওদিকে 'সায়েব'  সাত দিন সময় দেচে, আর প্যায়দা-রা বল্লম নে' নাপিয়ে পড়েচে! গ্রহ নক্ষত্র সবই তো... 
    যাক, সামনের মাসে আবার 'চোর-এজেন্সি' খেলা শুরু হবে, আর মাঝে মধ্যে 'সেটিং', ভোট এসে গেলো। 
  • | ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৩520900
  • কামদুনিতে চরম বিক্ষোভ চলাকালীন গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের ফুটবল খেলা আর তারপর সবাইকে খিচুড়ি খেতে ডাকাটাও এরকমই অকথ্য অসভ্যতা অমানবিকতা ছিল।  সম্ভবত ওটা আরেকটু বেশীই হবে যদি ঘটনার বীভৎসতা ধরি। 
  • দীমু | 182.69.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫২520899
  • পার্থ ভৌমিক এমনিতেই অভিনয় করেন। রাজ চকোর আবার প্রলয় ওয়েব সিরিজে থানার ওসির অভিনয় করে ফেলেছেন। কালকে খোল বাজিয়ে আরেকবার প্রতিভাটা ঝালিয়ে নিলেন আরকি।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:e98:e16a:e2dd:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৫520898
  • পার্থ ভৌমিকের খোল বাজানোর কথায় বলছি। আসলে এরা তো জনসংযোগ করে কনসালট্যান্টদের পরামর্শে। তাদের কেউ বলে দিয়েছে খোল বাজাতে। চামচেরা খোল বাজানোর ব্যবস্থা করে দিয়েছে।
     
    অবশ্য এরা যে পরিমান জনবিচ্ছিন্ন, নিজের বুদ্ধিতে করলে হয়তো কলেজ সোশ্যালের মত কোমর নাচিয়ে দেব স্টাইলে নাচত।
  • dc | 171.79.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০২520896
  • চিঠি এসে গেল? 
  • D | 2409:4060:2d38:d5da:c7ad:e9e7:f87d:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫০520895
  • পঙ্কজ উদাস প্রয়াত 
  • Rouhin Banerjee | ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৭520894
  • *মহারানী
  • Rouhin Banerjee | ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৫520893
  • আপনারা কেউ সোনি লাইভ (নাকি লিভ?) এ "মহারনী" সিরিজটা দেখলেন? আমি দেখছি - অসাধারণ লাগছে। পাতাললোক বা পঞ্চায়েতের মত ওভাররেটেড তো নয়ই, গ্রাউন্ড পলিটিক্সকে এতটা বাস্তবোচিতভাবে শেষ কবে দেখেছি আমার মনে পড়ছে না। চারা ঘোটালা এবং লালুর বদলে রাবড়ির মুখ্যমন্ত্রী হওয়ার ঘটনার ছায়ায় তৈরী এই সিরিজটা আমার মতে গত চার বছরে অন্তত সব প্ল্যাটফর্ম মিলিয়ে সেরা।
  • বকলম -এ অরিত্র | ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪৫520892
  • কাল শ্রী পার্থ ভৌমিক ঢোল বাজিয়ে কীর্তন করে যে অসভ্যতাটি করলেন তা প্রায় তুলনাহীন (কথার কথা, জানি তুলনা পাওয়া যাবে)। কী প্রমান করতে চাইছিলেন? যদি ধরেও নিই তিনি জানেন কিছু হয়নি সব অভিযোগ মিথ্যে, তাহলেও সারা রাজ্য যে বিষয় নিয়ে উদ্বিঘ্ন সেই রাজ্যের ও বিশেষ করে গ্রামের অধিবাসীদের চিন্তা ভাবনার প্রতি সাধারণ সম্মান জানানোর শিক্ষা থাকলে ওই অসভ্যতাটি করা যেত না। রাজনীতির কাণ্ডারিরা আর কত অসভ্যতা জানেন কে জানে (দল নির্বিশেষেই বলছি)! আর ওই মাইতি নামের স্থানীয় নেতাটিকে, বাকিদের তুলনায় গোবেচারাই মনে হলো, ওকে বলির পাঁঠা করা হচ্ছে। সাংবাদিকরাও সাধারণ কাণ্ডজ্ঞান বিসর্জন দিয়ে ওই লোকটিকে বলি দিতে নেমে পড়েছিল। সব পচে গেছে।
  • ar | 71.174.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৬520890
  • উচ্চশিক্ষিত চাড্ডি !!
  • | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫৯520889
  • *কিচ্ছু
  • | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫৯520888
  • ওবাবা রেলমন্ত্রী খুব শিক্ষিত তাই রেল নিয়ে করা চ্ছু বলা যাবে না। 
     
    মিডিয়া দিয়ে 'আহা উনিই আসছেন' বেলুনে সমানে পাম্প দেওয়া হচ্ছে। সেই দেখে বেশ কিছু লোক চলতি হাওয়ায় কমপ্লাই করতে চাইবে। সেটাকে গুণোত্তর প্রগতিতে বাড়াতে আরো হাওয়া দেওতা চলবেও।  এদিকে যারা এত এত নির্বাচনী বন্ড কিনেছে তারাও তাদের কার্যোদ্ধার করতে চাইবে। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩১520887
  • কিছুদিন আগে এক ট্রাভেল ইউটিউবারের ভিডিওতে দেখছিলাম, এই পরীক্ষার জন্য সেকেন্ড এসি, থার্ড এসি সব কামরায় প্রচুর লোক উঠে পড়েছে, সংরক্ষিত আসনের যাত্রীরা রাতভর বাথরুম পর্যন্ত যেতে পারেনি। সিটেও বসার যো নেই, মেঝেতেও নামার উপায় নেই। এমন অব্যবস্থা। জানে এত লোক পরীক্ষা দেবে অথচ এক্সাম স্পেশাল ট্রেন বা এরকম কিছুর বন্দোবস্ত নেই। উল্টে সাধারণ যাত্রীর হয়রানি।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:13d0:f702:4b71:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১০520886
  • আহা, রামরাজ্যে সুখী হনুমানরা থাকবেই তো। রামলালা নইলে কাদের নিয়ে থাকবেন?
  • dc | 2401:4900:7b94:78f1:e0c0:bc24:286d:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:২৯520885
  • ওদিকে এতো মন্দির মন্দির করার পরেও ইউপিতে কোশ্চেন পেপার লিক হওয়ার ফলে পুলিশ কনস্টেবলের পরীক্ষা পিছিয়ে গেল। হায় হায়, রামরাজ্যে এ কি উৎপাত!  
  • Arindam Basu | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:১৪520884
  • "আইডিওলজিকাল ভোট ব্যাঙ্ক থাকে শুধু ব্যক্তি বিশেষ এর ভোট নয়"
     
    ভারতের ভোটব্যবস্থায় আপনি দলকে ভোট দিতে পারেন না, আপনাকে ভোট দিতে হলে মানুষকে ভোট দিতে হবে। সে মানুষ একটি বিশেষ দলের হতে পারেন, আপনি যে দলের সমর্থক, নাই হতে পারেন, কিন্তু আপনি মানুষটিকে পছন্দ করেন এবং বিশ্বাস করেন। ফলে মানুষে মানুষকে ভোট দেয়, এটাই বাস্তব | 
    আইডিওলনিকাল ভোট ব্যাঙ্ক কথাটা শুনতে যতই ভাল লাগুক আর বাস্তব বলে মনে হোক, ভারতের যেরকম নির্বাচন ব্যবস্থা, তাতে ওরকম কিছু হতে পারে না। এগুলো সব post hoc analysis নির্ভর , ঘটনা ঘটবার পরে তাকে নানান রকম করে ব্যাখ্যা করা হয়, খেয়াল করে দেখুন, আগে থেকে ভবিষ্যদবাণী করে কিছু টেস্ট করতে পারবেন না। চেষ্টা করে দেখতে পারেন। আর কদিন পরেই তো আপনাদের দেশে লোকসভার ভোট |
  • গঙ্গারাম | 115.187.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:০২520883
  • @অরিন্দম বাবু 
    আপনার প্রথম মন্তব্যের সাথে অবশ্যই একমত, সমীক্ষা উদ্দেশ্যপ্রণোদিত অবশ্যই হতে পারে। তবে ভোটের হাওয়া বাস্তবে কোন দিকে, অন্তত বাংলার ৪২ সিটে, এটা আমিও জানতে আগ্রহী।
    আর দ্বিতীয় মন্তব্যটা কিছু ক্ষেত্রে খাটে, কিছু ক্ষেত্রে নয়। যে সব দলের আইডিওলজি আছে তাঁদের একটা আইডিওলজিকাল ভোট ব্যাঙ্ক থাকে শুধু ব্যক্তি বিশেষ এর ভোট নয়।
  • Arindam Basu | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০২:২০520882
  • গঙ্গারাম, "গোবলয়ে কেন, বহু পকেটে মুসলিমদের ভোট বিজেপি পায়, এতে জটিল কোন বিষয় নেই তো! মুসলমান মহিলাদের ভোট আর শিয়া মুসলমানদের ভোট তো বিজেপিই পায়। এছাড়া ধর্ম নিঃস্পৃহ লিবারেল মুসলমানদের একটা অংশ তো বিজেপিকে ভোট দেয়। আর কাস্ট নির্বিশেষে হিন্দুরা বিজেপিকেই ভোট দেয়, কারণ বিজেপি তাঁদের কাছে ''বহিরাগত''দে" ইত্যাদি।
     
    এখন, ভারতে যেভাবে ভোট হয়, তাতে ব্যক্তিবিশেষ ব্যক্তিকে ভোট দেন, আলাদা করে দলের আর দলের নেতার ভোট বলে কিছু হয় না। ফলে দল এবং ব্যক্তির একটা conflaton হয়, এটা first past the post সিসটেমের সমস্যা। 
    এবার যেহেতু মানুষ মানুষকে ১:১ অনুপাতে ভোট দেয়, সেই কারণে জাত ধর্ম এবং পার্টিগত ভোটের সমীকরণটা অধিকাংশ পণ্ডিতের একটি মনগড়া গল্প, কারণ এ গল্পের ভিত্তি post fact, এর কোন প্রত্যক্ষ প্রমাণ দেওয়া যাবে না, ভোট হলে ফলাফল বিচার করে এক ধরণের আলোচনা বড়জোর করা যেতে পারে।
  • Arindam Basu | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০৪520881
  • গঙ্গারাম," নিছক আমার অনুমান নয় বহু সমীক্ষাই এরকম বলছে কিন্তু"
     
    যে সমীক্ষা বা সমীক্ষাসমুহের কথা লিখছেন সে সব কাদের ওপর করা হয়েছিল এবংযাদের নিয়ে করা হয়েছিল, তাদের কি জিজ্ঞাসা করা হয়েছিল? যাদের নিয়ে সমীক্ষা, তাদের সমীক্ষকরা কিভাবে যোগাযোগ করেছিলেন? এইগুলো না জানলে বা না জানা থাকলে সমীক্ষার ভিত্তিতে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া অসম্ভব। 
     
    বহু সমীক্ষাতেই সমীক্ষক বা তাঁকে যিনি সমীক্ষা করতে বলেছেন বা অর্থ / সামর্থ জুগিয়েছেন, তিনি যা প্রচার করতে চান, সেইমত জনতার ওপর প্রশ্ন করা হয়, যেমন ধরুণ, কোন সংবাদপত্রের মালিক সম্পাদকয চাইছেন একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ নিয়ে প্রভাব বিস্তার করতে, তিনি সেইমত, সেইদলের সমর্থকদের নিয়ে সমীক্ষা করিয়ে যে ফলাফল পাবেন, তাতে আরো কিছুটা জল মিশিয়ে সংবাদপত্র বা প্রবন্ধে লিখে প্রচার করবেন।
     
    এই জাতীয় সমীক্ষা এবং সংবাদ প্রচারের ইচ্ছাকৃতভাবে একটি উদ্দেশ্য থাকে। কখনো কখনো অকপটে অনুমান করলে তাকে বরং অনেকটা গুরুত্ব দেওয়া যেতে পারে এই ধরণের উদ্দেশ্যপ্রণোদিত সমীক্ষার চেয়েও।
  • গঙ্গারাম | 115.187.***.*** | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪৩520880
  • @বকলমএঅরিত্র বাবু
    আর আমি মূলত বাংলায় সিট নিয়ে চিন্তিত, বাংলার বাইরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভাল ধারণা নেই। যে হিসাবটা গড়পড়তা দিলাম, সেটা নিছক আমার অনুমান নয় বহু সমীক্ষাই এরকম বলছে কিন্তু। এবার সেটা যদি অতিরঞ্জিত হয়, যদি ততটা বিপদ না থাকে তাহলে তো ভালই, তবে আমার ঠিক ভরসা হচ্ছে না।
  • গঙ্গারাম | 115.187.***.*** | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩৯520879
  • @বকলমএ অরিত্র বাবু 
    আপনার বিশ্লেষণাত্মক মন্তব্যের জন্য ধন্যবাদ, তবে কতগুলো জায়গায় সংশয় আছে।
    ১) সরকারি চাকুরীপ্রারথী, এবং দিনের শেষে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোয়ালিফায়েড প্রার্থী মোট জনসংখ্যার একটা ক্ষুদ্র ভগ্নাংশ, উল্টোদিকে রামমন্দিরের সাথে একটা বিশাল শতাংশের সেন্টিমেন্ট যুক্ত। কাজেই সরকারি চাকুরী কমার ক্ষোভ যদি থাকেও, তা ভোটে প্রভাব ফেলবে না, অন্তত মোট শতাংশের তুলনায়। 
    ২) গোবলয়ে কেন, বহু পকেটে মুসলিমদের ভোট বিজেপি পায়, এতে জটিল কোন বিষয় নেই তো! মুসলমান মহিলাদের ভোট আর শিয়া মুসলমানদের ভোট তো বিজেপিই পায়। এছাড়া ধর্ম নিঃস্পৃহ লিবারেল মুসলমানদের একটা অংশ তো বিজেপিকে ভোট দেয়। আর কাস্ট নির্বিশেষে হিন্দুরা বিজেপিকেই ভোট দেয়, কারণ বিজেপি তাঁদের কাছে ''বহিরাগত''দের কমন এনিমি হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছে।
    ৩)  মানুষের মনে সেটাই এফেক্ট ফেলে, যেটা ঘরের কাছে হয় আর যেটার পিছনে মিডিয়ার ঢক্কানিনাদ থাকে। সন্দেশখালিকে বিজেপি এবং মিডিয়া যেভাবে হাইলাইট করছে সেভাবে গুজরাটের ঘটনা মিডিয়ায় হাইলাইটেড নয়, আর গুজরাট ঘরের পাশের ইস্যুও নয়। কাজেই, সন্দেশখালির ঘটনায় মানুষ বিজেপিকেই ত্রাতা ভাবছে। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:f823:a0d2:ac1f:***:*** | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৭520878
  • অরিত্রর এই অ্যানালিসিসটা খুবই ইন্টারেস্টিং।
     
    আমার ব্যক্তিগতভাবে অনেকদিনই ধারণা যে গোবলয়ে ভোট অনেকটাই লোকাল মাসলম্যানরা কন্ট্রোল করে। যে যখন বেশী ক্ষীর খাওয়ায় ভোট তার দিকে যায়। এত বছরের নির্বাচনী বন্ড, পিএম কেয়ার ফান্ডের কল্যানে ক্ষীর খাওয়ানোতে বিজেপি এগিয়ে। অতএব।
  • বকলম -এ অরিত্র | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৪520877
  • গঙ্গারাম, যেরকম ভাবে মনের মাধুরী মিশায়ে সিট আনলেন দলের জন্য, তা কয়েকটা UAE থেকেও ধরে নিন তাহলে, একটা মন্দির তো ওখানেও করেছে!

    শুধু মন্দির বানিয়েই যদি ভোট উৎরে যেত, তাহলে কংগ্রেস তার কয়েক দশকের রাজত্বে দেশে গোটা দশেক মন্দির বানিয়েই দিত। আসলে মিডিয়ার দেখানো বাস্তবতাকে আমরা মাটির বাস্তবতা ধরে নিই। এবং সেটা ধরে নিয়ে তার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে আচরণ করে আমরা অনেকসময় সেই মিডিয়া কাঙ্খিত বাস্তবতার কিছুটা সত্যিই বাস্তবায়িত করে ফেলি। এইভাবে 'হাওয়া' তৈরী করতে পারে মিডিয়া। পশ্চিমবঙ্গের পরিবর্তনের সময়েও এটা হয়েছিল। 

    ভোট জটিল সমীকরণ। অনেক ফ্যাক্টর থাকে। তবে খুব সাধারণ কয়েকটা ফ্যাক্টর আছে। যেমন একটি হলো চাকরি বা কাজ। রামের মতন সরকারি চাকরিও গোবলয়ে বেশ বড় ব্যাপার। বিজেপির আমলে সরকারি চাকরি সরকারি সংস্থার সঙ্গেই হাওয়ায় মিলিয়ে গেছে। মন্দির উদ্বোধন তো একদিনের উচ্ছাস, ইন্ডিয়া বিশ্বকাপ জেতার মতন ধরে নেওয়া যাক, কিন্তু প্রতিদিনের যে জীবনযাপন তাতে চাকরির মতন জিনিসের প্রভাব অভাব সর্বক্ষণ সঙ্গে ঘোরে। বছরে কোটি চাকরির আশা দিয়েছিলো, লোকে অপেক্ষা করেছে, দেখা পেয়েছে মন্দিরের।

    রামমন্দির নিয়েও যা ভাবা হচ্ছে তার প্রতিফলন নাও ঘটতে পারে। প্রথমত ভারতের ভোটাররা মূলত ভোট দেয় কি পাবো তার "আশায়", কিন্তু পাওয়ার পরে "কৃতজ্ঞতায়" দেয় কিনা বলা শক্ত। যেমন কুকুর তেমন মুগুর আর কি। মন্দিরের আসল প্রভাব সুপ্রিম কোর্টের রায়ের পরে হয়েছিল, তখনি নিশ্চিত হয় যে ওটি হচ্ছে, তার সেই প্রভাব পর্বে কিনা নিশ্চিত বলা যায় না। আর এখন এখন যা দেখা যাচ্ছে তা জাঁকজমক, একটা বিরাট বাণিজ্যিক রমরমা, বড় বড় লোকেদের যাতায়াত, তাদের হাতে জমির হস্তান্তর ইত্যাদি। লোকে ধনীদের দাপাদাপি দেখতে পছন্দ করে না, এরও প্রভাব আছে। তারপর যে মসজিদ নিয়ে এতো সমস্যা, মন্দির নাকি "ওঁহি" বনতে হবে কয়েক দশ বিশ মিটার পাশে হলেও হবে না, বলে মসজিদ ভাঙা হলো, সেই মন্দির শেষমেশ হলো গিয়ে হাফ কিলোমিটার দূরে। তাহলে মসজিদ ভাঙার কি দরকার ছিল – এই প্রশ্নটা স্থানীয়দের মনে আসবে।

    তবে মজার কথা, ইউপিতে ডেমোগ্রাফি চার্ট দেখেছিলাম, এমন অন্তত তিরিশ শতাংশ বোধহয় সিট আছে যেখানে মুসলমান সম্প্রদায় 'ফ্যাক্টর'; ১৫% এর আশেপাশে। আর ১০-১২ টা সিট্ থাকা উচিত যেখানে ওরা ৩০% এর কাছে বা ওপরে। এই সিটগুলো কোন মন্ত্রবলে বিজেপি পায়? এরপরেও দলিত আছে, আছে এসপির মতন পুরোনো দলের একটা অনুগত ভোটব্যাংক। কী করে গোবলয়ে বিজেপি প্রায় হোয়াইট ওয়াশ মারে সেটা গবেষণার বিষয়। গ্রামে গঞ্জে ভোট দিতে দেয় কিনা সন্দেহ আছে আমার। পশ্চিমবঙ্গের মতোই কেস হবে হয়তো। আর পশ্চিমবঙ্গে তৃণমূল সংকটে পড়ছে সন্দেহ নেই, কিন্তু সেটা লোকাল নেতাদের ওপরে প্রভাব বেশি ফেলবে। গ্রামের লোকে সন্দেশখালি যেমন জানছে তেমনি মোবাইলের দৌলতে মনিপুর, দলিত ছেলের গায়ে হিসি, বা গুজরাটের ধর্ষকদের গলায় মালা টাও দেখছে। কাজেই ... অত লাফানোর কিছু নেই।
  • গঙ্গারাম | 115.187.***.*** | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫২520876
  • রামমন্দিরের প্রভাবে গো বলয়ে বিজেপির সিট প্রচুর বাড়বে, শুধু ইউপিতেই বিজেপি ৭৫ পাবে। আর পশ্চিমবঙ্গে বিজেপি ২৫ এর কাছাকাছি পাবে। কৃষ্ণনগর, আরামবাগ, কাঁথি, তমলুক বসিরহাট, এই কটা তৃণমূল থেকে বিজেপির ঝোলায় যাবে। কাজেই কমার তো কোন আশা দেখছি না, বরং উল্টো সম্ভাবনা দেখছি।
  • dc | 171.79.***.*** | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০০520875
  • অরিত্র, সেরকম হলে তো খুবই ভালো হয়। যদি কর্ণাটক, তামিল নাড়ু, আর পবতে বিজেপির সিট একটাও না বাড়ে, এমনকি বিহারেও যদি না বাড়ে (সেটা হতেও পারে), আর যদি উত্তর ভারতের রাজ্যগুলোতে বিজেপির চল্লিশটা সিট কমে বিরোধীদের চল্লিশটা সিট বাড়ে, তাহলেও দারুন হবে। 
  • এগিয়ে বাংলা | 2409:4060:311:1be:aec:be96:7e16:***:*** | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৪520874
  • সন্দেশখালি অস্বস্তি শাসকদলের মধ্যে আছে সেটা বোঝা যাচ্ছে।
    কলকাতায় অনেক কাউন্সিলর সান্ধ্য আড্ডার ডাক দিয়েছে। গল্প গুজব গান হবে। উদ্যেশ্য মগজ ধোলাই বোঝা যাচ্ছে। সামনে লোকসভা ভোট।
    আজ দুই মন্ত্রী গেছেন। গ্রামের মহিলারা তো ঘোল খাইয়ে ছেড়েছে। তাদের দাবি শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে।
    মন্ত্রী পার্থ ভৌমিক সোজা বলে দিলেন "ওটা তো ইডি এর ব্যাপার" ।
    মহিলারা তো রেগে এমন বাক্য পরিবেশন করলেন ওরা প্রায় পালিয়ে বাঁচে।
  • বকলম -এ অরিত্র | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৫520873
  • তাহলে গোবলয়ে ইন্ডিয়া আস্তে আস্তে গোছাচ্ছে। আমার মনে হয় বাকি ভারতে নির্বাচনী জোট না হলেই ভালো, শুধু হিন্দুস্থান অংশে দরকার। ওখান থেকে যদি তিরিশ চল্লিশ শতাংশ আসনও বের করে আনা যায়, তাহলেই কিলা হুয়া ফতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত